এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিবাহ- সভ্য সমাজের অসভ্য প্রথা!

    বিপ
    অন্যান্য | ২৩ আগস্ট ২০১৪ | ২৫০৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 52.104.61.167 | ২৪ আগস্ট ২০১৪ ১২:১১648866
  • ঠিক বলেছেন, এরকম হাজারটা কম্প্রোমাইস করে বেঁচে থাকাটা কোন বাঁচাই না। আশ্রমটা তাড়াতাড়ি খুলে ফেলুন, মেম্বার হয়ে যাবো। যদি চান তো প্রচুর মেম্বার যোগাড়ও করে দিতে পারি, আমার অনেক লোকের সাথে চেনাশুনো আছে যারা প্রেমের ব্যাপরে পিছপা নয়। তবে মেম্বার ধরে আনলে আমার কমিশনটা একটু দেখবেন।
  • বিপ | 78.33.140.55 | ২৪ আগস্ট ২০১৪ ১২:১৬648867
  • বিপ, আশ্রমটা খুললে গুরুতে একটু ঠিকনাটা জানিয়ে দেবেন।
    >>
    এই জীবনটাই ত আশ্রম। নিজের মনকে নিরন্তর মুক্ত করাটাই সাধনা। কোন মেয়েকে ভাল লাগলে, আগে এই প্রশ্নটা কর-কেন সেই ভাললাগাটা
    তাকে জানাতে সংকোচ বোধ নিজের মনে? কারন সে বিবাহিত? কারন তুমি বিবাহিত? কারন তুমি নিজেকে শিক্ষা, রূপে, অর্থে নীচু মনে কর?

    সংকোচের অনেক কারন থাকতে পারে-কিন্ত মনের ভাবের অনেক উচ্চস্তরে প্রেমের স্থান-তা ভয়, সংকোচের ওপরে। চন্ডালিকা পড়।
    চন্ডালিনীর আনন্দকে প্রেম নিবেদনে অনেক সংকোচ- কেন? সে চেতনার স্তরে উন্নিত হতে পারছিল না-নিজেকে শুদ্র অস্পৃশ্য কন্যা হিসাবে সংকুচিত করছিল।
    কিন্ত মনের সম্প্রসারন হতেই সে জানল-সে নারী, প্রেম নিবেদন তার মানবিক অধিকার। নিজের মনে এই মানবিক অধিকারকে প্রতিষ্ঠা করা দরকার।
  • dc | 52.104.61.167 | ২৪ আগস্ট ২০১৪ ১২:১৭648868
  • খবরওয়ালারা হঠাত বিরাট কোহলির পেছনেই যে কেন লাগতে গেল কে জানে! পুরো টিমটাই তো ধেড়িয়ে লাট করছে, আর ক্যাপ্টেনের পারফরমেন্স তো কহতব্য না। সবকটাকে ছেড়ে বিরাটকে নিয়ে পড়েছে শুধু এইজন্য যে বিরাট একটু প্রেম টেম করতে চেয়েছিল। বিপের আশ্রমে বিরাটকে অনারারি মেম্বারশিপ দেওয়ার প্রস্তাব করলাম।
  • π | ২৪ আগস্ট ২০১৪ ১২:১৮648869
  • sch, আপনি পয়েন্টটাই বোঝেননি। কেউ বিয়ে করতে চাইলে করুক না, আমি তো তাই নিয়ে কিছু বলিনি। সেই অধিকারটা গে দের থাকবেনা কেন সেটা প্রশ্ন। এটা সমনাধিকারের প্রশ্ন।
  • dc | 52.104.61.167 | ২৪ আগস্ট ২০১৪ ১২:২২648870
  • "আগে এই প্রশ্নটা কর-কেন সেই ভাললাগাটা
    তাকে জানাতে সংকোচ বোধ নিজের মনে? কারন সে বিবাহিত? কারন তুমি বিবাহিত? কারন তুমি নিজেকে শিক্ষা, রূপে, অর্থে নীচু মনে কর?"

    ইয়ে দাদা আপনি যে প্রশ্নগুলো করলেন তার সবকটারই উত্তর না, কেবল একটা বাদে ঃ( কে বিবাহিত না কি তা দিয়ে আমার এসে যায়না, আর শিক্ষা অর্থ হ্যানত্যান এসব নিয়ে তো ভাবিই না। এসবেই আমি মাঝারি, কাজেই এগুলো কোন ফ্যাক্টর না। গন্ডগোল হলো আপনার এই প্রশ্নটা নিয়ে - "কারন তুমি বিবাহিত?" ঃ( অন্য কাউকে প্রেম নিবেদন করে জানাজানি হলে কুরুক্ষেত্র হয়ে যাবে।
  • dc | 52.104.61.167 | ২৪ আগস্ট ২০১৪ ১২:২৬648871
  • "সংকোচের অনেক কারন থাকতে পারে-কিন্ত মনের ভাবের অনেক উচ্চস্তরে প্রেমের স্থান-তা ভয়, সংকোচের ওপরে।"

    আমার কোন সংকোচ নেই দাদা, আর প্রেম টেমের ব্যাপারে তো আমার চেতনা এতো উঁচুতে যে বুক মিসাইলও নাগাল পাবে না। কিন্তু ভয়টা কাটিয়ে উঠতে পারছিনা ঃ(
  • bip | 78.33.140.55 | ২৪ আগস্ট ২০১৪ ১২:২৯648872
  • হিন্দু ধর্মে বৌকে কি বলে জান? সহধর্মিনী। সে যদি তোমার ভাবের মহত্ব বোঝে, অসুবিধা হওয়া উচিত না। আর তোমার প্রেম ও এত কম হওয়া উচিত না, যে অন্য নারীকে ভাল লাগলে, বৌ এর জন্য কিছু কম পড়বে।
  • dc | 52.104.61.167 | ২৪ আগস্ট ২০১৪ ১২:৩৪648873
  • না না আমি সবাইকে সমান ভালোবাসতে পারি, কারুর জন্য কিছু কম পরবেনা। কিন্তু অন্যপক্ষ এটা বুঝতে চাইছেনা ঃ(

    সেজন্যই বলছি, আশ্রমটা খুলে ফেলুন, নির্ভয়ে নির্ভাবনায় উঁচু চেতনা দিয়ে প্রেমের চর্চা করি।
  • π | ২৪ আগস্ট ২০১৪ ১২:৩৭648874
  • খবরোলারা বিরাটকে নিয়ে অনেক দিন ধরেই পড়েছে। বিরাটের ধ্যাড়ানোর আগে থেকেই।যবে থেকেই অনুষ্কাকে অনুমতি দেওয়া হয়েছে, তবে থেকেই।

    আর আজ শুনলাম মনে হল, অন্য কর্তারাও ওঁকে সমর্থন করেছেন বা এরকম কিছু। তবে কাজ করতে করতে অন্য ঘর থেকে শুনছিলাম, কিছু ভুলও শুনতে পারি।

    আর হ্যাঁ, দেব নাকি বিরাটকে নিয়ে আলাদা করে আপত্তি জানান নি

    তাহলে এই কথাগুলোর কী মানে ?!
    "I would have objected to her presence, but was helpless when I realised that permission was granted by BCCI (Board of Control for Cricket in India) secretary Sanjay Patel."

    He added: "I doubt whether the secretary even spoke to the interim BCCI president Shivlal Yadav before granting permission.
    I am sure he (Yadav) would have turned down the request. Anushka stayed with Virat till the third Test. Foreign players do take their girlfriends on tours, but India's culture is different.
    Indian society doesn't allow girlfriend on tour like this." ?
  • dc | 52.104.61.167 | ২৪ আগস্ট ২০১৪ ১২:৪৫648876
  • এই দেব লোকটা হলো টিপিকাল কালচারকাকু টাইপের লোক, আর তো কোন কাজ নেই, তাই অন্যের পেছনে কাঠি করে বেড়ায়।

    তবে খবরোলারা অনেক দিন ধরেই বিরাট-অনুষ্কার পেছনে পড়েছে যদি বলেন, তাহলে এটাও হতে পারে কোন কারনে কোহলি বা অনুষ্কার ওপর ওদের খার আছে। বা অনুষ্কা হয়তো এটা নিয়ে পাবলিসিটি করতে চাইছে, ওর ফিল্মের লাভ হবে বলে। কারন যুবরাজ বা অন্যান্যদের নিয়ে এতো হৈচৈ করতে তো দেখিনি। কে যে কখন কেন খবর হয়!
  • π | ২৪ আগস্ট ২০১৪ ১২:৪৯648877
  • না, ওরা বেশ কায়দা করে হইচই করছে। দেবের মতো মরালকাকুগিরি করেনি। মানে এটা খারাপ এরকম কোন নিদান হাঁকেনি। সেটা যে ওয়েলকাম চেঞ্জ সেটাও বলেনি। এই যে অনুমতি দেওয়া হচ্ছে, আগে কখনো হয়নি, এবার কেন দেওয়া হল, দেওয়া হল এটা কী 'বিরাট' ব্যাপার .. এই নিয়ে ঘণ্টার পর ঘণ্টা স্পেশাল রিপোর্টিং অব্দি করে গেছে। হাইলাইটেড খবর হিসেবে তো দেখিয়েছেই।
  • dc | 52.104.61.167 | ২৪ আগস্ট ২০১৪ ১২:৫৪648878
  • তা বটে। তবে দুয়েকবার যেন পড়েছি মনে হচ্ছে, কায়দা করে লিখেছে যে এসব করে বিরাট ঠিক করেনি। ক্রিকেটেই মন দেওয়া উচিত, বান্ধবী নিয়ে হুল্লোড় করার এই কি সময়, এই ধরনের বক্তব্য। তবে এগুলো বোধায় ন্যাশানাল কাগজে লেখেনি, লোকাল কাগজগুলোয় দেখেছি বোধায়।
  • Arpan | 125.118.156.246 | ২৪ আগস্ট ২০১৪ ১৩:১৩648879
  • পাইঃ আমার এই বিষয়ে কী মতামত তা ঐ পোস্টেই জানিয়ে দিয়েছি। বোঝা গেলে ভালো, না গেলে আরো ভালো। ঃ)
    ________________________________
    "তোমার এই পোস্ট 'চতুর্থত (ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ), সুনীল দেব সফরকারী দলের বিবাহিত সঙ্গিনীরাও যে খেলোয়াড়দিগের অমনোযোগিতার হেতু সেই সম্পর্কেও একই সাথে বক্তব্য রাখিয়াছেন। ' পড়ে মনে হয়েছিল ওঁর বান্ধবী নিয়ে আলাদা কোন আপত্তি নেই।"

    > এইরকম মনে হওয়া ভুল।
  • π | ২৪ আগস্ট ২০১৪ ১৩:১৬648880
  • ভুলের জন্য ক্ষমাপ্রার্থী।
  • Arpan | 125.118.156.246 | ২৪ আগস্ট ২০১৪ ১৩:১৮648881
  • আর আমার পুরো পোস্টটা এসেছে বিপের প্রবন্ধের (?) মূল বক্তব্যের আগে যে শিবের গীত গাওয়া হয়েছে, অর্থাৎ সুনীল দেবের বক্তব্য ইত্যাদি সেই প্রেক্ষিতে। রেফারেন্স যদি দেওয়ারই থাকে তাহলে পোক্ত করে সবগুলো অ্যাঙ্গল কভার করে যুক্তি কাঁটাছেঁড়া করে তবে মূল বক্তব্যে ঢোকা যেতে পারত। এটাকে লেখার সমালোচনা হিসেবেই দেখতে হবে, ওই বিশেষ ঘটনার প্রতি আমার মতামত হিসেবে তো কোনমতেই নয়।

    আবার বলছি বোঝা গেলে ভালো, না গেলে আরো ভালো। ঃ)
  • π | ২৪ আগস্ট ২০১৪ ১৩:২৬648882
  • আমার মনে হয়েছিল, সুনীল দেব যা বলেছেন বলে সংবাদমাধ্যামগুলিতে কোটেড হয়েছে, সেটিই ওঁর সমালোচনার জন্য যথেষ্ট। তোমার চতুর্থ ও 'সবচেয়ে গুরুত্বপূর্ণ' পয়েন্টটি, উনি বিবাহ নিরপেক্ষে সঙ্গিনীদের দায়ী করেছেন কিনা সেটা এই আলোচনায় ততটা গুরুত্বপূর্ণ মনে হয়নি এবং অন্য মানে আনতে পারে মনে হয়েছিল (অন্য মানে করেওছিলাম)। তবে সেটা শুধু ঐ পয়েন্টটাই। তাই শুধু ঐ পয়েন্ট নিয়েই বলেছিলাম। বাকিটা নিয়ে বিশেষ দ্বিমত নেই।
  • Arpan | 125.118.156.246 | ২৪ আগস্ট ২০১৪ ১৫:৩৩648883
  • এই পয়েন্টটা ক্রিকেট দর্শক বা ক্রিকেট ম্যানেজারের চোখ দিয়ে দেখলে অবশ্যই গুরুত্বপূর্ণ। WAG-দের শহর দেখাবার কারণে কোন ক্রিকেটার জিম বা নেট সেশন মিস করলে আল্টিমেটলি সেটা পারফর্ম্যান্সে অ্যাফেক্ট করবেই। এই জিম বা নেট সেশন মিস করার অভিযোগটা সুনীল দেবেরই। সেই কারণেই উচিত কাজ হবে একটা টেকনিকাল কমিটি বানিয়ে এই অভিযোগের সত্যতা ইত্যাদি বিচার করা এবং দরকার হলে WAG-দের আগামী সিরিজগুলিতে সফরকারী দলের সাথে পাঠানো বন্ধ করা।

    এবার সুনীলবাবু বা বিসিসিআইয়ের অন্য কেউ এর ওপরে নিজের রিগ্রেসিভ দৃষ্টিভঙ্গীর কারণে কী বললেন সেটা তাদের সমস্যা। এর জন্য তাদের ধিক্কার প্রাপ্য অবশ্যই। কিন্তু ওনাদের বক্তব্য তলিয়ে দেখলে এটা মনে হচ্ছে এই WAG ইস্যু এবং আলাদা করে লিভ-ইন পার্টনার ইস্যুতে মিডিয়ার মুখরোচক চাটনি পরিবেশনের কারণে দলের ফোকাস ভালোই নড়ে যায়।
  • π | ২৪ আগস্ট ২০১৪ ১৬:০৯648884
  • সুনীলবাবুর অন্য বক্তব্য কোথায় পাওয়া যাবে ? মানে আমি যতগুলো পড়েছি আর শুনেছি, সবেতেই কেবল গার্লফ্রেন্ড সংক্রান্ত অনুমতি নিয়ে প্রশ্ন আর ভারতীয় সংস্কৃতি নিয়ে ওঁর বক্তব্য রয়েছে।
  • π | ২৪ আগস্ট ২০১৪ ১৬:৪৬648885
  • 'তবে আমি লিখেছি-কেও যদি বিবাহ করে সুখী থাকে, থাকুক না
    '
    বিপদা, তাহলে আপনি অবলুপ্তি হওয়া দরকার, এসবই বা বলছেন কেন ?
  • বিপ | 78.33.140.55 | ২৪ আগস্ট ২০১৪ ১৭:০৫648887
  • ্পাই
    বিয়েটা বিশেষ ভাবে পুরুষ তান্ত্রিক। শাঁখা সিঁদুর পড়ে অনেক মেয়ে খুশী থাকে। তাতে আমার আপত্তি নেই। কিন্ত ব্যাপারটাত পিতৃতান্ত্রিক সমাজের ঢ্যামনামো।
  • Arpan | 125.118.150.151 | ২৪ আগস্ট ২০১৪ ১৭:০৭648888
  • Yesterday, there was a report in the Indian Express that revealed the BCCI's decision to not allow girlfriends on tours anymore. Even wives will only be allowed to stay for a limited period of time.

    A top BCCI official told the paper, “From whatever information we have gathered, it’s been seen that even if players wanted to focus on their cricket, their wives were being a big distraction. When some wanted to go to the gym or do nets, they couldn’t do so because their wives wanted to explore the city."

    http://www.firstpost.com/sports/indian-society-doesnt-allow-girlfriends-tour-india-manager-sunil-dev-1676339.html
  • π | ২৪ আগস্ট ২০১৪ ১৭:১৩648889
  • 'চতুর্থত (ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ), সুনীল দেব সফরকারী দলের বিবাহিত সঙ্গিনীরাও যে খেলোয়াড়দিগের অমনোযোগিতার হেতু সেই সম্পর্কেও একই সাথে বক্তব্য রাখিয়াছেন। মিডিয়া উত্তেজক খবর পরিবেশনের নিমিত্ত উহার উল্লেখে বিরত থাকিতে পারে '

    তোমার এই পোস্ট পড়ে সুনীলবাবুর বক্তব্যটা খুঁজছিলাম। তোমার লিং এও পেলামনা। বিসিসিআই এর এক কর্তার বক্তব্য পেলাম যেটা নিয়ে নাকি The BCCI was quick to issue a denial ।

    আমার তোমার লিং থেকে এটা পেলাম, সুনীল দেবের বক্তব্য নিয়েঃ
    "I would have objected to her (Anushka Sharma's) presence, but was helpless when I realised that permission was granted by BCCI (Board of Control for Cricket in India) secretary Sanjay Patel. I doubt whether the secretary even spoke to the interim BCCI president Shivlal Yadav before granting permission," Dev told Mid-Day.
  • Arpan | 125.118.150.151 | ২৪ আগস্ট ২০১৪ ১৭:৩৪648890
  • আমি আর কচকচিতে যেতে চাই না। (যেটার ভয় সবসময় পাই)

    এখানেই ক্ষান্ত দিলাম।
  • π | ২৪ আগস্ট ২০১৪ ১৭:৪৬648891
  • হ্যাঁ, লিং পড়ে মনে হল সেটাই ভাল ঃ)
  • Arpan | 125.118.150.151 | ২৪ আগস্ট ২০১৪ ১৮:১২648892
  • ধন্যবাদ। ভবিষ্যতে যে কোন ধরণের কচকচিতে আর টেনে না আনলে খুশি হব।
  • π | ২৪ আগস্ট ২০১৪ ১৮:২১648893
  • মানে, অন্যদের তথ্য নিয়ে মন্তব্য করা যাবে, প্রশ্ন তোলা যাবে, সেটা কচকচানি হবেনা, কিন্তু নিজের তথ্য নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবেনা। জানা রইলো। ঃ)
    আর কেউ বাচ্চা নয় যে 'টেনে' আনা হয়, এটাও মনে রাখলে খুশি হব।
  • dc | 52.104.60.103 | ২৪ আগস্ট ২০১৪ ১৮:৪৯648894
  • "When some wanted to go to the gym or do nets, they couldn’t do so because their wives wanted to explore the city"

    এই দেখুন এখানেও কিন্তু বিপের কথাই প্রমান হলো। বেচারা প্লেয়ারগুলোকে বৌদের ভয়ে প্র্যাক্টিস ফেলে শহরে ঘুরতে যেতে হচ্ছে। এই হলো বিয়ের কুফল।
  • jhiki | 121.94.78.130 | ২৪ আগস্ট ২০১৪ ১৮:৫৫648895
  • ঃ))
  • bip | 78.33.140.55 | ২৪ আগস্ট ২০১৪ ১৯:৩৩648896
  • এই দেখুন এখানেও কিন্তু বিপের কথাই প্রমান হলো। বেচারা প্লেয়ারগুলোকে বৌদের ভয়ে প্র্যাক্টিস ফেলে শহরে ঘুরতে যেতে হচ্ছে। এই হলো বিয়ের কুফল।
    >>
    বিবাহ আমাদের কত আনপ্রোডাক্টিভ করে, সেটা আমরা হারে হারে জানি। বুঝি। কিন্ত কেও বলি না-পলিটিক্যাল, সেক্সিস্ট কারেক্টনেসের জন্য।

    এই সব অপ্রিয় সত্যকথনের জন্য আমিও অপ্রিয় হচ্ছি লোক সমাজে। কিন্ত কাওকে অপ্রিয় সত্য কথাটা বলতেই হত।

    কত মেয়ের প্রতিভা শেষ হয়েছে রান্নাঘরে, আর কত পুরুষের না-লেখা কবিতার প্রেতাত্মা অভিশাপ দেয় বিবাহ নামে এই ইনস্টিটুশনকে-কি আর বলবো।
  • π | ২৪ আগস্ট ২০১৪ ১৯:৩৯648898
  • কিন্তু লিভ ইন করলে আর রান্নাঘরও থাকবেন না বলছেন আর জীবন কবিতাময় ? ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন