এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিবাহ- সভ্য সমাজের অসভ্য প্রথা!

    বিপ
    অন্যান্য | ২৩ আগস্ট ২০১৪ | ২৫১০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 52.104.60.103 | ২৪ আগস্ট ২০১৪ ১৯:৫২648899
  • আপনি ভয় পাবেন না বিপ, অপ্রিয় সত্য কাউকে না কাউকে তো বলতে হতোই! আমরা আপনার সাথেই আছি। স্রেফ আশ্রমটা খুলে ফেলুন, তারপর শুধু প্রেম আর কবিতা। সেখানে আমাদের মটো হবে, "সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"।

    পাই এতো খুঁত ধরেন কেন? আশ্রমে আমরা হোম ডেলিভারি নেব।
  • Ekak | 24.99.116.85 | ২৪ আগস্ট ২০১৪ ১৯:৫৩648900
  • এইটাই বুঝছিনা যে বিয়ে -লিভ টুগেদার -লিভ ইন যাই করি , "সংসারের কাজ " বলে কিছু পছন্দ-অপছন্দের কাজ আছে যা আউট সোর্স করা যায়না । হাইজিন - কস্ট এরকম প্রচুর কারনে ।

    যাইহোক : ক্রিকেট প্রসঙ্গে , হয় একজন বান্ধবী-বউ সবাইকে এলাও করুক নইলে কাওকে নয় ।
  • π | ২৪ আগস্ট ২০১৪ ২০:১০648901
  • হ্যাঁ, আর সুনীল দেব স্পষ্টতঃই ভারতীয় সংস্কৃতির দোহাই তুলে বান্ধবীর বেলায় ডিসক্রিমিনেট করেছেন।

    আরো হাস্যকর ও আপত্তিকর হচ্ছে বিসিসিআই এর এই বক্তব্য, যে অনুমতি দেওয়া হয়েছিল, শুধু বান্ধবী বলে নয়, বিয়ে হবেই ও তা আসন্ন, এটা জেনে।

    Virat Kohli and his bollywood actress girlfriend Anushka Sharma "were planning to get married" and hence granted permission to stay together in England, according to the Board of Control for Cricket in India (BCCI).
    --

    "The team management was slightly taken aback when the BCCI approved Kohli's plea of letting Anushka stay with him. But they were told there was no reason to worry as the two were planning to get married.."
  • bip | 78.33.140.55 | ২৪ আগস্ট ২০১৪ ২০:৪৭648902
  • অনুস্কা বলছে সে বিরাটকে বিয়ে করবে না!! এবার দেখি বি সি সি আই কি বলে!

    আরে রান্নাঘরটা রূপক-এর মানে ঘরকন্নে করতে গিয়ে অনেক মেয়েই ক্যারিয়ার বিসর্জন দেয় পৃথিবীর সর্বত্র। এই নিয়ে বহু খবর, তথ্য আছে।
    সেটার হাত থেকে আগে মুক্তি পাক মেয়েরা। এর জন্য দরকার কমিউনিটি ভিত্তিক হোস্টেল-যেখানে বাচ্চা বয়স থেকে ছেলে মেয়েরা মানুষ হবে কমিউনিটিতে
    --পরিবারে না। আর ঘর সংসারের কিছু কাজ সবাইকেই করতে হয়-তবে আই ও টি বিগ ডেটার যুগে সেটা মিনিমাইজ হতে চলেছে। আমি মোবাইল ফোন থেকে অর্ডার দিলাম পিজ্জা-যা আমার ফিজেই স্টোর করা আছে- অটোমেশনের দৌলতে পিজ্জা গরম হয়ে ওভেনে রেডি। ওগুলো সমস্যা না। সমস্যা হচ্ছে বৌ বাজার করবে চার ঘন্টা ধরে- প্রতিটা স্টোরে ২০ টা ট্রায়াল দেবে, আমাদের পিছু পিছু ৪ ঘন্টা সময় নষ্ট করতে হবে। এতে ঘোর আপত্তি। ওই চার ঘন্টায় চারটে ভাল কবিতা লেখা যায়, গান শোনা যায়।
  • Ekak | 24.99.116.85 | ২৪ আগস্ট ২০১৪ ২১:৪২648903
  • তর্কের খাতিরে ধরে ধরে নিলুম সবাই রোজ ৪ ঘন্টা হরে সময় নষ্ট না করলে নিজের ইচ্ছেমত প্রদাক্তিভ কাজ করতে পারত । তা সেই জন্যেই তো ভার্চুয়াল শো রাম এসেছে ই কমার্সের হাত ধরে | থ্রি ডি ভার্চুয়ালায়সেষণ আরেকটু এগোলে দোকানে গিয়ে গায়ে পরে দেখতে হবেনা । আমি বাড়িতে ক্যামেরার সামনে ঘুরে ঘুরে দাঁড়াব । আমার থ্রি ডি অভতার কে নানারকম পোশাক পরিয়ে কোনটা কেমন লাগছে কোনটা কোথায় টাইট হচ্ছে বা লুস সবই বলে দেওয়া যাবে | ভার্চুয়াল ট্রায়াল রুম ।

    কিন্তু এগুলোর সঙ্গে বিয়ে বা লিভ টুগেদার এর কি সম্পক্ক ? যদ্দিন না টেকনোলজি আসছে লিভ টুগেদার পার্টনার হোক বা বিবাহিত , সময় দিতে হচ্ছে । পরে টেক্নকজি এলে এটেনশন স্প্যান কমবে কিন্তু ডিগ্রী একচুয়ালি বাড়বে | কবিতা গান সবই বুঝলুম , বিয়ের সঙ্গে আলাদা করে রিলেশন কি ! লিভ টুগেদার করলে একসঙ্গে শপিং করে না ?? আজব !
  • dc | 52.104.62.168 | ২৪ আগস্ট ২০১৪ ২২:০১648904
  • আপনারা কেউই বিপের আসল বক্তব্যটা ধরতে পারেননি। সেটা হচ্ছে এই জায়গাটাঃ

    "বিয়ের পেছনে না আছে যুক্তি, না স্ফূর্তি। এক পার্টনারের সাথে সারাজীবন কাটানো যাব্জজীবন কারাদন্ড। প্রেমের সমাধি।"

    বিয়ে হোক বা লিভইন, যেখানেই প্রেমের সমাধি না দিয়ে কারদন্ডে আটকে না পড়ে কাটানো যাবে, সেখানেই বিপ আছেন (আর আমিও আছি)।
  • Ekak | 24.99.116.85 | ২৪ আগস্ট ২০১৪ ২২:০৯648905
  • দুনিয়ার কোন আইনে লেখা আছে যে বিয়ে করলে ডিভোর্স করা যাবেনা বা লিভিন রিলেশন ব্রেক করা যাবেনা ? সিরিয়াল মনোগ্যামি তো আইন ও সমাজ সিদ্ধ ব্যাপার :))
    আর পলিগ্যামি ও বেয়ায়নি নয় । সেক্ষেত্রে বিয়ে -লিভিন এরকম কোনো স্ট্রাকচারে না ঢুকলেই হলো | এগুলো তো সিরিয়াল মনোগ্যামিস্ট স্ট্রাকচার | যার যেমন পছন্দ করবে | ইন্ডিয়াতেই আমার পলিজ্ঞামিস্ট বন্ধু বান্ধব আছে | দিব্য নিজের মত জীবন কাটাচ্ছে | আম্রিগায় এসব নিষিদ্ধ নাকি ? !
  • Ekak | 24.99.116.85 | ২৪ আগস্ট ২০১৪ ২২:১৪648906
  • ইন্ডিয়াতে পলিগ্যামি নিষিদ্ধ নয় | ম্যারেজ একট এর আন্ডারে পলিগ্যামি নিষিদ্ধ | সেটা তো হবেই কারণ ম্যারেজ একটা সিরিয়াল মনোগ্যামিস্ট কন্ট্রাক্ট । সেই কন্ত্রাকতে যার পছন্দ নয় যাবেনা । অনেক লোক যায়না ।
  • Arpan | 125.118.169.92 | ২৫ আগস্ট ২০১৪ ০০:২৩648907
  • পাই, গুরুতে আমার কমদিন হল না, অজস্র লিং আর ক্লান্তিকর নিটপিকিঙের অবিরাম পুনরাবৃত্তিতে একাধিক লোকের সাথে বাদানুবাদে কে বারংবার জড়িয়ে পড়েছে ভাট ও টইপাতা তার সাক্ষী আছে, কাজেই কেউই বাচ্চা নয় কিনা এই নিয়ে সন্দেহ যথেষ্টই আছে।

    যেটা বলার ছিল, উপরোক্ত ক্লান্তিকর অভিজ্ঞতার শরিক হতে আমি আদৌ আগ্রহী নই। এবং আজকাল সিঁদুরে মেঘ দেখলে যথেষ্ট ভয় করে। গুরুর টান যতদিন আছে, আসব, কিন্তু অর্থহীন বিষয়ে সময়্ক্ষয় করার মত লাক্ষারি বা ধৈর্য কোনটাই আমার নেই। কাজেই যে পোস্ট তোমাকে সরাসরি করা নয়, সেই পোস্টের সূত্র ধরে আমাকে সরাসরি কোন প্রশ্ন করা থেকে বিরত থাকতে তোমাকে অনুরোধ জানাচ্ছি। আগেই লিখেছি আমার পোস্ট সম্পূর্ণ ভাট মনে করে ইগ্নোর করতে পারো। তাতে উভয়েরই শান্তিকল্যাণ বজায় থাকে। সে অনুরোধ রাখবে কিনা একান্তই তোমার ব্যপার, কিন্তু এটুকু ভ্দ্রতা আমি ফেলো নেটিজেনের থেকে আশা করতে পারি।

    টেনে আনা কাকে বলে তা কাল 5:54 PM-এর পোস্ট ফিরে দেখলেই পরিষ্কার হয়ে যাবে (আবার আশা করি)!

    অলমিতি বিস্তারেণ। বাংলায় লেখা পোস্ট যদি না বুঝতে পারো তাহলে স্প্যানিশে অনুবাদ করে দিতে পারি, যদি সুবিধা হয়।
  • Arpan | 125.118.169.92 | ২৫ আগস্ট ২০১৪ ০০:২৫648909
  • হ্যাঁ, প্রথম প্যারাতে "অজস্র লিং"-এর আগে একটা "যেকোন বিষয়" বসবে। ওটা বাদ গেছিল।

    ব্যস।
  • π | ২৫ আগস্ট ২০১৪ ০১:০১648910
  • তোমার পোস্টটায় প্রচণ্ড খারাপ লাগলো অর্পণ। এটুকুই বলতে পারি।
  • bip | 78.33.140.55 | ২৫ আগস্ট ২০১৪ ০২:৫৪648911
  • একক,
    ভারতে বিবাহ বহির্ভুত যৌন সম্পর্ক করতে গেলে, যে কোন দিন মেয়েটি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসে মামলা যা ধর্ষন আইনে হয়-তাতে জেলে ঢুকিয়ে দেবে । হ্যা ভারতে অনেকেই এই কুকীর্তি করে বেড়ায় কিন্ত ভারতী আইনে তা দন্ডনীয় অপরাধ। তবে বৌদিদের বা অন্যের বৌ ম্যানেজ করতে পারলে, তাহলে আইনের হাত হয়ত আসবে না-কিন্ত সেক্ষেত্রে তার বরের গদা অবশ্যই পড়তে পারে।
  • Ekak | 24.99.116.85 | ২৫ আগস্ট ২০১৪ ০৩:৩০648912
  • এটা ডিপেন্ড করছে কিরকম লেভেলে রিলেশন করছ তার ওপর । পলিগ্যামি অপরাধ নয় । আর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস মামলা তে কনভিকশন অত সোজা না । তাহলে তো ম্যারেড রিলেসনেও ম্যারিটাল রেপ এর চার্জ আনলে হাজতে যাবে । এই যে "কুকীর্তি " কথাটা বললে এতেই বোঝা গেল :) যে সোসাইটিতে পলিগ্যামি এক্সেপ্তেদ এবং "বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস " এর মামলা ছেলেমানুষী সেই সোসাইটির ল্যন্গুএজ এটা নাহ :) ভারতীয় সমাজেও আলাদা আলদা লেয়ার আছে । সাধারণ মধ্যবিত্ত রা বিয়ে-লিভ টুগেদার এর মত সিরিয়াল মনোগ্যামি নিয়েই সন্তুষ্ট আছে ও থাকবে । তাদের ইকনমিক স্তেটাসে কে কার নমিনি , কে এলুমনি কে কত টাকা এগুলো ম্যাটার করে । এর বাইরেও বেরোব আবার কুকীর্তি ও ভাবব পেটে পেটে তাই হয় নাকি ।

    আর রাষ্ট্রের চোখ রাঙ্গানি যেখানে নেই সেখানে তো খোলা খেলা ! বরের গদা পর্বে নইলে বন্দুকে ডুয়েল । তুমি তো বীরভোগ্যা থিওরি তে বিশ্বাসী জানতুম !! একি কথা শুনি !!

    [ এবার : "নারী কি পুরুষের সম্পত্তি যে গদা ধরবে ? " এই লাইন এ খেলার চেষ্টা করবে :P ]
  • Ekak | 24.99.116.85 | ২৫ আগস্ট ২০১৪ ০৩:৩৫648913
  • আজকাল প্রত্যেকটি মেট্রো সিটি তে লিভ টুগেদার -লিভ ইন ভেরি কমন । মানে লাস্ট ৫-৭ বছরে লিভ টুগেদার না করে জাস্ট কোর্ট শিপ এর পরেই বিয়ে করেছে এরকম দৃষ্টান্ত আমার বন্ধু দের মধ্যে কেও নেই । প্রচুর রিলেশন ১-২-৩ ইএআর্স এ ব্রেক করেছে । বাড়িতেও জানে । এদিকে বিপ আমৃগায় বসে ভয় পাচ্ছেন পুলুষে ধরবে কারণ "কুকীর্তি " ।
  • সে | 188.83.87.102 | ২৫ আগস্ট ২০১৪ ০৪:৫২648914
  • এককের পোস্টের কিছু অংশ "মানে লাস্ট ৫-৭ বছরে লিভ টুগেদার না করে জাস্ট কোর্ট শিপ এর পরেই বিয়ে করেছে এরকম দৃষ্টান্ত আমার বন্ধু দের মধ্যে কেও নেই । প্রচুর রিলেশন ১-২-৩ ইএআর্স এ ব্রেক করেছে । বাড়িতেও জানে ।"
    তাহলে তো লিভ টুগেদার এর পরিণতি বিয়ে- তাহলে সেটা লিভ টুগেদার রইল কেমনে? এবং, "বাড়িতেও জানে" মানে কী?
  • সে | 188.83.87.102 | ২৫ আগস্ট ২০১৪ ০৫:০৮648915
  • একক লিখেছেন "পলিগ্যামি অপরাধ নয়"। ঠিক, ইসলাম ধর্মালম্বীদের জন্যে পলিগ্যামি অপরাধ নয়। কিন্তু এরও আগে একক লিখছেন "ইন্ডিয়াতে পলিগ্যামি নিষিদ্ধ নয়। ম্যারেজ একট এর আন্ডারে পলিগ্যামি নিষিদ্ধ " - ইন্ডিয়াতে পলিগ্যামি নিষিদ্ধ নয় মুসলিম বিবাহ আইনে, অন্যথায় কিন্তু নিষিদ্ধ। তারপরেই লিখছেন যে "ম্যারেজ একট এর আন্ডারে পলিগ্যামি নিষিদ্ধ " - এর মানে মাথামুন্ডু বুঝলাম না। ম্যারেজ না করলে পলিগ্যামি হবে কেমন করে? বহুবিবাহ না হলে পলিগ্যমি যে হয় না। বিবাহ না করে একধিক মহিলার সঙ্গে যৌন সম্পর্ক রাখাকে তো পলিগ্যামি বলে না। ডেফিনিশনটা আগে দেখে নেবেন তো।
  • Ekak | 24.99.226.17 | ২৫ আগস্ট ২০১৪ ০৫:১০648916
  • না সব লিভ টুগেদার এর পরিনতি বিয়ে নয় । অনেকে লিভ টুগেদারেই ফুল্ফিল্ড । যে যেভাবে চলে আনন্দ পায় । স্পেস টা ওপেন কিনা সেটাই ম্যাটার । কেও তো এজেন্ডা নিয়ে লাইফ চালায় না :)
    "বাড়িতেও জানে " টা র মানে সাধারণ শিক্ষিত মধ্যবিত্ত পরিবারে এখন লিভ টুগেদার নিয়ে নাক কন্চ্কানো ব্যাপার অনেক অনেক কম । সোশাল এক্সেপ্টেন্স তৈরী হচ্ছে | এটাত ভালো সাইন । হায়ার ডিগ্রী করতে যারা শহরের বাইরে যায় তারা অনেকেই লিভ টুগেদার করে । তাদের প্যারেন্টস এলে পার্টনার কে মিট করে । কাকিমা রান্না করেন । আমাদের ও ডাকে । বেশ খাই দাই । পসিটিভ এনভায়রনমেন্ট । একদিনে সমাজ পাল্টায় না । এক্সেপ্তিবিলিতি আসছে সেটাই বোঝাতে চেয়েছি । আবার ভেঙ্গে গেলেও বাড়িতে জানে | এখন বাবা মায়েরা আগের চে বেশি বুঝদার । অন্তত সমাজের একটা লেভেলে । সেই প্রেম করছি চুপি চুপি বাড়িতে জানলে কেলিয়ে পাট করবে সেই দিন নাই :)
  • Ekak | 24.99.226.17 | ২৫ আগস্ট ২০১৪ ০৫:১৪648917
  • হ্যা , জ্ঞামাস থেকে পলিগ্যামি অর্থে অবশ্যই মাল্টিপল ম্যারেজ যা হিন্দু ম্যারেজ এক্টে নিসিধ্ধ ।
    বিপ মূলত জোর দিচ্ছিলেন একাধিক সম্পর্ক রাখা নিয়ে । বহুবিবাহ নিয়ে নয় ।কারণ বিয়ে প্রতিষ্ঠান টি উনি আগেই অস্বীকার করেছেন । সেইজন্যেই বলেছি । আর ইসলাম মতে পলিগ্যামি নিষিদ্ধ নয় । হিন্দু ম্যারেজ এক্টে নিসিধ্ধ । কাজেই ভারতে পলিগ্যামি নিষিদ্ধ নয় । এটা বুঝতে এত অসুবিধে হচ্ছে কেন ? নাকি ভারত হিন্দু রাষ্ট্র ধরে নেব ? :)
  • Ekak | 24.99.226.17 | ২৫ আগস্ট ২০১৪ ০৫:২৩648918
  • "আর পলিগ্যামি ও বেয়ায়নি নয় । সেক্ষেত্রে বিয়ে -লিভিন এরকম কোনো স্ট্রাকচারে না ঢুকলেই হলো | "

    আমার এই স্টেটমেন্ট টা মিস্লিদিং । সরি , ইটা পলিগ্যামি নয় maltipl পার্টনার হবে । এক ফল তে লিখতে গিয়ে পলিগ্যামি লিখেছি। দুঃখিত ।
  • সে | 188.83.87.102 | ২৫ আগস্ট ২০১৪ ০৫:৪২648920
  • ভারতকে হিন্দু রাষ্ট্র ধরে নেবেন কেন? ভারত তো ধর্ম নিরপেক্ষ দেশ বলেই জানি। যদিও গুরুতে আমরা-ওরা বিচারে যথাক্রমে হিন্দু-অহিন্দু বোঝানো হয়ে থাকে।
    কিন্তু "ভারতে পলিগ্যামি নিষিদ্ধ নয় " টা ঠিক স্টেটমেন্ট মনে হয় নি; বলা যেতে পারে যে ভারতে একমাত্র মুসলিম বিবাহ আইনে পলিগ্যামি সিদ্ধ।
    অথচ সমাজের অনেক স্তরে কিন্তু পলিগ্যামি আছে অ-মুসলিমদের মধ্যেও। অবশ্য সেসব বিবাহে ম্যারেজ সার্টিফিকেট নেই, বিবাহগুলো সরকারি নথিভূক্ত নয়।
    এতক্ষন অবধি আলোচনাটায় কেবলই পলিগ্যামি দেখলাম, পলিঅ্যান্ড্রি ব্যাপারে এখানে দেখলাম কবিরা নীরব।
    ওপর ওপর যা বুঝলাম একাধিক মহিলার সঙ্গে সেক্স করবার ব্যাপারে বিবাহ অন্তরায় হতে পারে, তাই বিবাহ না করে লিভ ইন্‌ এর উপকারিতা। কারন বিবাহ করতে ডিভোর্স একটি কঠিন প্রসেস (ভারতে - অ্যাকর্ডিং টু হিন্দু ম্যারেজ অ্যাক্ট, ও স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, - যদিও মুসলিম বিবাহ আইনে ভারতে ডিভোর্স কতটা কঠিন সেটা এক্কেবারেই জানি না)।
    পশ্চিমের দেশে লিভ ইনের মূল সুবিধা হলো, সম্পত্তির ভাগ দিতে হয় না। আরেকটা ব্যাপারে দেখলাম অনেকেই অজ্ঞ - সন্তানের জন্মের সঙ্গে লিভ ইনের কোনো বিরোধিতা নেই। বিয়ে হোক বা না হোক, সন্তানের ক্ষেত্রে ইন্‌হেরিটেন্সে কোনো সমস্যা হয় না পশ্চিমের উন্নত দেশগুলোয়; তাই সন্তানের জন্য বিয়ে করতেই হবে এমন কোনো মাথার দিব্যি নেই। বিবাহের ফলে জন্মানো সন্তান এবং বিবাহ বহির্ভূত সম্পর্কে জন্মনো সন্তান, উভয়েরই সমানাধিকার। নো ডিফারেন্স। প্রমাণ করতেও আজকাল বেশিক্ষণ লাগে না, ডিয়েনে দিয়েই প্রমাণ ঝয়ে যায়।
    অন্যদিকে ভারতে যারা থাকেন, তাঁদের ক্ষেত্রে এটা খাটবে না, বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্তানের এখনো ইন্‌হেরিটেন্স্‌ হয় না, দুই আইনতঃ তাকে সন্তান হিসেবে পরিচয় দেওয়া যায় না। সেক্ষেত্রে "সন্তানের জন্যে বিবাহ" খুব খাঁটি কথা। সেক্ষেত্রে পাঁচ দশ পনেরো যত বছরই লিভ্‌ ইন্‌ করুন্না কেন সন্তান জন্মানোর টাইমে সই সাবুদটা সেরে ফেলতে হয় (ভারতে)। নইলে কম্প্লিকেশন হতে পারে।
  • Ekak | 24.99.226.17 | ২৫ আগস্ট ২০১৪ ০৫:৪৮648921
  • একটা ডিসক্লেইমার দি । গুরুতে আজকাল খুব নারদ-নারদ পরিস্থিতি হয় । এই মুসলিম ও হিন্দু ম্যারেজ একট ও পলিগ্যামি এটা আমি বিশেষিত করে না লেখায় ঘেন্তেছে । সে পয়েন্ট আউট করে ভালো কল্লেন । কাজেই এই নিয়ে "নাকি ভারত হিন্দু রাষ্ট্র ধরে নেব ? :)" লাইনে আর দুদলে ভাগ হয়ে কাজিয়া না বাঁধলে বাধিত থাকব :)))

    এবার :
    আমি যে পলিগ্যামির উদাহরণ দিয়েছি তারা আমার মুসলিম বন্ধু । কিন্তু তারপর যেটা লিখছিলুম সেটার মূল কথা এই যে বিয়ে বাদ দিলেও লিভ টুগেদার-লিভ ইন এগুলো প্রচলিত । যার বিয়ে পোষাবেনা এগুলো করতেই পারে । আর বিপ এর মত করে যদি মাল্টিপল পার্টনার কেও চান তাহলে আইদার শারিয়াত মেনে অথবা এই কোনো স্ত্রাক্চারেই না ঢুকে জীবন কাটানো যেতে পারে । কোনটাই বেআইনি নয় ।

    এবং আবার সেই একই পয়েন্টে :

    ১) পার্টনার এর সঙ্গে বাজার করা রান্না করা এসব এই সব ক্ষেত্রেও আছে ।
    ২) এই কোনো ইন্স্তিতিউসনে না ঢুকলে "এক জনকে নিয়ে সারা জীবন কাটাতে " কেও বাধ্য করছে না ।

    অর্থাত এখনো , বিপ আদৌ কি চান আমার কাছে স্পষ্ট নয় ।
  • Ekak | 24.99.226.17 | ২৫ আগস্ট ২০১৪ ০৫:৪৯648922
  • সে

    আপনি টাইপ করার আগে আমি করে দিয়েছি । কেমন যেন কু ডাকলো মনে যে ভোরের আলো ফুটলেই একটা অকারণ জটিলতা হতে পারে :))
  • সে | 188.83.87.102 | ২৫ আগস্ট ২০১৪ ০৫:৫৭648923
  • বিপ এই টইয়ের নাম দিয়েছেন "বিবাহ- সভ্য সমাজের অসভ্য প্রথা! "- আমি হলে এটাকে "অসভ্য প্রথা" লিখতাম না, কিন্তু এটা এগ্রি করি যে, সমাজ যদি সত্যিই সেরকম সভ্য হয়, তবে বিবাহের প্রয়োজন পড়ে না।
    একথা তো অস্বীকার করবার উপায় নেই যে বিবাহ ব্যাপারটায় মূলতঃ মহিলারাই সেফগার্ডিত হন। কারণ মহিলাদেরই সন্তান ধারন করতে হয়, সন্তানের ভরণপোষনের দায়িত্ব যাতে পিতার ওপরেও বর্তায় সেইটের দিকেই বিশেষ লক্ষ্য থাকে। যে সব সমাজে বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্তানদের সমানাধিকার নেই, সেসব সমাজে বিবাহের অবশ্য অবশ্যই খুব দরকার আছে। অন্যথায় যার একাধিক পার্টনার লাগে সেক্স করবার জন্যে, সে ঠিকই ব্যবস্থা করে নেবে বিবাহ হোক কি লিভ্‌ ইন্‌। এটা স্ত্রী পুরুষ নির্ব্বিশেষে। পুরুষেরা কেউ কেউ এটা একটু বলে বেড়াতে গর্ব অনুভব করেন, মহিলারা চেপে যান - এটাই পার্থক্য।
  • Ekak | 24.99.226.17 | ২৫ আগস্ট ২০১৪ ০৬:২০648924
  • আমার মনে হয় সমাজ একটা মনোলিথ নয় যার সভ্যতার ডেফিনিশন সর্বর্ত্র সমান হবে । বেস্ট হচ্ছে থালায় সবরকম সাজিয়ে রাখা এবং স্টেট সেটাতে মিনিমাম ইন্তার্ভেইন করা । প্রো একটিভলি কোনো উইল করা না থাকলে সম্পত্তি স্টেট এর আন্ডারে চলে যাবে । এটা হলে সবদিক বাঁচত । কিন্তু সেটা এই অশিক্ষায় ভরা সমাজে সম্ভব না ,কাজেই আইডিয়াল সিচুএশন না খুঁজে সব কিছুকে নিজের মত চলতে দেওয়া এবং সবাইকেই স্বীকৃতির সুযোগ দেওয়া তে বিশ্বাসী ।
  • bip | 78.33.140.55 | ২৫ আগস্ট ২০১৪ ০৭:২৪648925
  • আমি নারী পুরুষের এই স্ত্রী-স্বামী হিসাবে কাটানোরই বিরুদ্ধে। এই স্বামী স্ত্রীর প্রেমহীন শুস্ক সম্পর্কের বিরুদ্ধে। এটা হতেই পারে দুজন নারী পুরুষ সারা জীবন প্রেমের বন্ধনে কাটাতে পারে। তবে খুব উৎকৃষ্ট মাটন ও কি প্রতিদিন খাওয়া যায়? বৈচিত্রই জীবন। বৈচিত্রের সন্ধানই জীবন সাধনা। হ্যা। পলিগ্যামি মাস্ট না। প্রেমটা আবশ্যক। প্রেমের সমাধির ওপর বিবাহের তাজমহল রচনা করলেও সেটা মৃতের সমাধিই।
  • Ekak | 24.99.226.17 | ২৫ আগস্ট ২০১৪ ০৭:৫১648926
  • এই পয়েন্ট টাই বুঝছিনা । যদি বলি আমি "মিনিমাম ওয়েজ পলিসির বিরুদ্ধে " তো এর একটা মানে হয় কারন এটা সবার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে । এই "নারী পুরুষের এই স্ত্রী-স্বামী হিসাবে কাটানোরই বিরুদ্ধে" বাক্য টাই তো লজিকালি কনসিস্টেন্ট না । এটা অনেকটা আমি হাত দিয়ে ভাত খাওয়ার বিরুদ্ধে টাইপ গা জোয়ারি । খেও না । বা কাঁটা চামচ দিয়ে কেন খেতে দেওয়া হবেনা বলে অধিকার আদায় করো । সেই অধিকারের লড়াই কে সমর্থন করি । কিন্তু কেও হাত দিয়ে খাবেনা এ আবার কোন দেশী কথা :))
  • Ranjan Roy | ২৫ আগস্ট ২০১৪ ০৮:১৬648927
  • এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি!!!
  • bip | 78.33.140.55 | ২৫ আগস্ট ২০১৪ ০৯:১৩648928
  • কোন মেয়ে বোরখা পড়বে না বিকিনি পড়বে-সবটাই তার চয়েস। বোরখা বা বিকিনি কোন কিছুর ওপরি আইনি নিশেধাজ্ঞা চাপানো ভুল। অসভ্যতা। সব চয়েস এই একজন মেয়ের সামনে থাকা উচিত।

    কিন্ত পাশাপাশি এটাও ঠিক বোরখা পিতৃতান্ত্রিক শোষনের, নির্যাতনের, নারীর যৌনদাসস্ত্বের চিহ্ন। সেটা কেও স্বেচ্ছায় মানলে আমার কিছু বলার নেই। কিন্ত তাতে কি পিতৃতন্ত্রের নির্যাতনটা মিথ্যে হয়?

    বিয়েটাও হচ্ছে নর-নারী প্রেমের বোরখা। প্রেমের ওপর নির্যাতনের চিহ্ন। কিন্ত কেও যদি সেটাই পছন্দ করে, তাহলে সেটাই সই!
  • সিকি | 131.241.127.1 | ২৫ আগস্ট ২০১৪ ০৯:২৫648929
  • তাইলে এত বিপ্লব কেন? সেটাই সই বলে টই না খুললেই তো হয়!
  • Ekak | 24.99.226.17 | ২৫ আগস্ট ২০১৪ ০৯:২৬648931
  • উঁহু এটা ভুল লজিক । এসব তন্ত্র মন্ত্রের কোনো দাম নেই রাষ্ট্রের কাছে । রাষ্ট্র বোরখার পেছনে লেগেছে সিকীয়রিতির কারনে । মুখ ঢাকা পোশাক পরে ওভাবে ঘুরে বেরালে সার্ভায়ল্যান্ট স্টেট সিস্টেম পুরো তামাশা হয়ে যায় । সিসিটিভির সামনে দিয়ে যারা যাচ্ছে সবাই বোরখা ! ইয়ার্কি নাকি :)) যদি বিবাহ-লিভটুগেদার ইরেস্পেক্তিভ কোনো রুল আনতে হয় যা কিনা সবার কমন উপকারে আসবে তাহলে রাষ্ট্রের লজিক দিয়ে ভাবতে হবে । এইসব শোষণ-নির্যাতন এগুলো নিয়ে রাষ্ট্র মাথা ঘামায় কারণ এগুলো রেগুলেশন ট্রাবল ক্রিয়েট করে । কোনো নারীবাদী লজিক নিয়ে ভাবতে রাষ্ট্রের জাস্ট বয়ে গ্যাছে । কিছু লোক বিয়ে করে যদি রাষ্ট্রের ট্রাবল কম হচ্ছে দেখা যায় সেটাই চলবে । বাজার টাকে ওপেন করে দিলে বেশি লাভ এটা রাষ্ট্র কে বোঝাতে হবে । ইকনমি -প্রদাক্তিভিতি র এঙ্গেল দিয়ে । নৈলে বাঙালি লজিক হয়ে যাবে :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন