এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মমতা কী প্রোলেতারিয়েত না সাবঅল্টার্ন? মমতার শ্রেণী চরিত্র কী?

    ঁঁ
    অন্যান্য | ২০ আগস্ট ২০১৪ | ৩০১২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 52.104.60.89 | ৩০ আগস্ট ২০১৪ ১১:৫৬648970
  • হ্যাঁ যাদের বিরোধীতা করছি তাদের গাল দিয়ে ভারী সুখ হয়, আমিও খেয়াল করেছি ঃ)
  • b | 24.139.196.6 | ৩০ আগস্ট ২০১৪ ১১:৫৭648971
  • ইয়ে, একটা গপ্প শেয়ার করি। পি এম এর গল্প শুনে মনে পড়ল।
    সে প্রাচীন যুগ। ১৯৮২ সাল। দ্বিতীয় বামফ্রন্ট আসে নি। আমার বাবা দিল্লি যাচ্ছেন, কলেজ এক্সকার্শনে ছেলেপুলে নিয়ে। বাবাদের ক্যুপে এক মুসলিম ভদ্রলোক উঠলেন কানপুরে, যাবেন আলিগড়। এ এম য়ু-র ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, কিন্তু স্বাধীন ব্যবসা করেন। কথাবার্তা চলল। এখন বাবাদের কলেজটি এক মুসলিম ভদ্রলোকের নামে। প্লাস বাহার আলি বলে একটি ছাত্রকে বাবা চায়ের অর্ডার দেন। এই দুয়ে মিলে, সেই ভদ্রলোক বাবার সম্পর্কে একটু ভুল ধারণা করেন ও প্রচুর ইনসাইডার ইনফরমেশন দেন, যেমন, বামফ্রন্টের সবাই, জ্যোতি বসু, প্রমোদ দাশগুপ্ত, বিনয় চৌধুরী আসলে আর এস এস-এর এজেন্ট। কিন্তু ওর মধ্যে একজন-ই আছেন যিনি বামফ্রন্ট হোনে কি নাতে ভি বহুত ইমানদার, সাফ আউর সচ্চা হ্যায়। কলিমুদ্দিন শামস।
  • π | ৩০ আগস্ট ২০১৪ ২১:৫৬648972
  • ফেবু গ্রুপে একজনের সংগ্রহ ঃ)

    -“আমি সিঙ্গাপুর গেলাম বলে পৃথিবীতে সারা বাংলা র নাম আজ এক নম্বরে আলোচনা হচ্ছে !!!”
    -“এইজন্যই সবাই হিংসুটে পনা করছে ; দেখুন আমার এর মধ্যে কত দেশ ঘোরা হয়ে গেলো ।।”
    -“যারা ধর্ষণের বিরুদ্ধে বলে যাচ্ছেন তারা সব তোতাপাখির বুলি আওড়াচ্ছেন ; আমি নারী নির্যাতনের ঘটনার বিরোধী , কিন্তু হিংসার ওষুধ তো কিছু আবিস্কার হয় নি , আমি ওষুধ দেব কি করে ??”
    -“আমি নাটক করে কিছু করি না ; নাটক করলেও সেটা শিখতে হয় – আমি কোথাও গিয়ে ছবি তুলে পালিয়ে যাই না ।। ”
    -“বিরোধী দলের নেতাগুলো কি সব চেকপোস্ট নাকি ??!!!”
    -“আমাদের দলের মধ্যে জিরো পয়েন্ট ওয়ান পারসেনট ও তোলাবাজি হয় না , সব বাজে কথা । কোথাও কোন বিয়েবাড়ি তে ঝামেলা হলেও তৃনমূলের নাম দেয় !!!”
    -“সি বি আই কে বলুন চিট ফাণ্ড এর টাকা ফেরত দিতে!! ওরা তদন্ত করছে ওরাই টাকা ফেরত দেবে , আমি তো খুশি ; আমি তো বেঁচে গেলাম!!!”
    -“আমার জন্য বাংলায় হলিউড আসছে !!!!”
    -“জানেন, সন্ধ্যাদির একটা বই , তার ওই গান টা ‘ভোলেবাবা পার করেগা’ গান টা আমার মুখস্ত আছে!!!”
  • তথাগত | 121.93.191.66 | ০১ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৪০648973
  • মশায়রা, গাঢ় লাল আর গাঢ় সবুজের চক্রব্যূহ ভেদ করে কি শিক্ষিত বাঙালি কোনদিন বেরোতে পারবে না? এই টইতে আলোচনার রকমসকম দেখে তো তাই মনে হচ্ছে! মমতা কি লুম্পেন? হয়তো তাই। পশ্চিমবঙ্গে কি ভাল কিছু হচ্ছে। মনে তো হয় না। বরঞ্চ উল্টোটাই দেখি খবরের কাগজে। অনিবার্য ভাবে পরের প্রশ্নটা হয় যে তাহলে পরিবর্তন এনে লাভ কী হল?

    লাভ এটাই যে একদল বুলিকপচানো আর দাদাগিরি করা লোক বুঝে গেল যে ক্ষমতায় কারুর মৌরসিপাট্টা নেই। আশা করি যে পরের নির্বাচনে তিনোরাও সেটা বুঝবে, বা অন্তত ধাক্কা খাবে। কে ক্ষমতায় এল সেটা বড় কথা নয়। পরিবর্তন দরকার জল পচা রুখতে। এই কারণেই তিনবছর আগে মনেপ্রাণে মমতার জয় প্রার্থনা করেছিলাম। একই কারণে ২০১৬তে মমতার হার প্রার্থনা করব।

    বাতাসে যখন ‘এর চেয়ে লালপার্টিই ভালো ছিল’ গোছের কথা ভেসে আসে তখন হাড়ে জ্বালা ধরে যায়। বিশেষ করে আমাদের মত মানুষের জন্য, যারা লালপার্টির ভ্রান্ত নীতির ফলে আজ দেড় যুগ ধরে রাজ্যছাড়া, বাড়িছাড়া — কারণ রাজ্যে কাজ নেই। আমার মতে শুধুমাত্র এই কারণেই লাল পার্টির বঙ্গোপসাগরে সলিলসমাধির প্রয়োজন। পিছু পিছু যদি সবুজও যায়, কোন আপত্তি নেই।
  • PT | 213.110.243.21 | ০১ সেপ্টেম্বর ২০১৪ ১৪:২৩648974
  • সরকার বদলে কোন লাভ নেই যদিনা "আইনের শাসন"-এর প্রতিষ্ঠা হয়। শুধু "কেমন দিলাম" জাতীয় আত্মশ্লাঘা বোধ হয়।
    গোটা পশ্চিম ও উত্তর ভারতে বিহারীরা ছড়িয়ে পড়েছে সস্তার শ্রমিক হিসেবে। আর কলকাতার ৬৫% লোক অবাঙালী যাদের একতা গরিষ্ঠাংশ গুজরাত আর রাজস্থান থেকে এসেছে।
    এদের কারো রাজ্যই লাল বা সবুজ শাসিত ছিলনা।
  • তথাগত | 121.93.191.66 | ০১ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৪৯648975
  • ঠিক। মূল উদ্দেশ্য সরকার বদল নয়, আইনের শাসন প্রতিষ্ঠা। কিন্তু সরকার না বদলে কি আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব? নাকি কোনদিন হয়েছে?

    আর আমি কি একবারও বলেছি যে গুজরাত বা রাজস্থানে যে পার্টি রাজ্যপাট চালায় তারা ধোয়া তুলসীপাতা? তবে এটা ঠিকই যে প্রতিষ্ঠানিক ভাবে, সক্রিয় ভাবে, মেধাকে মেরে তাড়ানোর কার্যক্রম পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথাও এত ব্যাপকভাবে পালিত হয়নি। এই গুজরাতি বা মাড়োয়ারিরা বেশিরভাগই এসেছিলেন সেই আমলে যখন পশ্চিমবঙ্গে শিল্প বলে একটা বস্তু ছিল। ইদানীং কালে কলকাতায় স্বেচ্ছায় বসবাস করতে এসেছেন এমন ক’জন মাড়োয়ারি আছেন? বিহারের সঙ্গে তুলনাটা চলেনা। বিহারে বহুবছর কার্যত নৈরাজ্য ছিল, যেটা সবাই স্বীকার করে। পশ্চিমবঙ্গ ছিল আপাতদৃষ্টিতে শান্তির মরুদ্যান। সেই লাল মরুদ্যান থেকেই আমাদের মত অভাগাদের পালাতে হয়েছে, নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও।
  • dc | 52.104.60.48 | ০১ সেপ্টেম্বর ২০১৪ ১৬:২০648976
  • তথাগতর দুটো পোস্টের সাথেই প্রায় একমত। যদিও বাংলার বাইরে আমি খুব একটা অনিচ্ছায় থাকিনা, কলকাতায় যেতে ভাল্লাগে শুধু কলকাতার নানান খাবারের জন্য। আর পশ্চিমবঙ্গেও সরকার পাল্টানোর প্রসেসটা যে আবার শুরু হয়েছে, এটা কিছুটা আশার।
  • PT | 213.110.246.230 | ০১ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৫৫648977
  • "মেধাকে মেরে তাড়ানোর কার্যক্রম পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথাও এত ব্যাপকভাবে পালিত হয়নি"
    "মেধা" কি দিয়ে মাপছেন তা যদি একটু ব্যাখ্যা করেন। শুনে কেমন মনে হচ্ছে যে যারাই বাংলার বাইরে আছে তারা সবাই মেধাবী!!
  • তথাগত | 116.51.33.0 | ০১ সেপ্টেম্বর ২০১৪ ১৯:৫৭648978
  • @PTঃ মেধা বলতে আমি নিশ্চয়ই আইনস্টাইন বা সত্যেন বোসের মেধার কথা বলছিনা। এরপর মেধার মাপকাঠি আপনি নিজেই ঠিক করুননা কেন। অনিলবাবুর (বিশ্বাস) মাপকাঠির সঙ্গে আমারটা মিলবেনা। মেরে তাড়ানোর কার্যক্রমের তো উনিই ছিলেন হোতা। আমার সঙ্গে আপনারটাও না মিলতে পারে।

    একটা ছোট্ট উদাহরণ। আমি যে লাইনে কাজ করি, এবং যে চাকরি আমি ব্যাঙ্গালোর, দিল্লী, হায়দরাবাদ বা পুণেতে গন্ডায় গন্ডায় পাব, তার একটাও কলকাতায় যোগাড় করতে গেলে কালঘাম ছোটাতে হবে। পেলেও ‘জব স্যাটিসফ্যাকশন’ পাবনা। ভাববেননা অতিসরলীকরণ করছি। আমি বহুদিন ধরে কলকাতার চাকরিবাকরির খবর রাখি, যদি একটা পছন্দ হয় সেই আশায়। যারা ফিনানশিয়াল সেক্টরে কাজ করেন, তাঁদের জন্যও মুম্বাই, দিল্লী এমনকি ব্যাঙ্গালোরেও প্রচুর চাকরি উপস্থিত। কলকাতায় নেই কেন? এরকম করে প্রত্যেকটা সেক্টরেই দেখবেন একই চিত্র। এটা কি সেই আশির দশকের তীব্র কম্পিউটার বিরোধীতা এবং আইবিএম, টেক্সাস ইনস্ট্রুমেন্টস ইত্যাদিকে মেরে তাড়ানোর সুদূরপ্রসারী ফল নয়? বা জঙ্গী ইউনিয়নবাজির ফল নয়?

    মমতার কাছে আমি ২০১১তে বিরাট কিছু আশা করিনি। শুধু চেয়েছিলাম এই ওপরের চিত্রটা একটু বদলাক। বা দাদাগিরিটা একটু কমুক। দু’একটা কাজে কিছু সাফল্য দেখিয়ে থাকলেও মমতা এবং তেনার টিম এই দুই ব্যাপারে একেবারে স্পেকটাকুলারলি আনসাকসেফুল, গালে চুনকালি মেখে একাকার অবস্থা। অতএব পরবর্তী পরিবর্তনের প্রতীক্ষায়।
  • PT | 213.110.243.21 | ০১ সেপ্টেম্বর ২০১৪ ২১:৩৫648980
  • মেধা?
    On May 1, 2014, Physical Review Letters confirmed the existence of a new super-heavy element 117. Super-heavy elements are elements beyond atomic number 104. They do not exist in nature.
    It is a memorable day for scientists in India. Drs Susant Lahiri and Moumita Maiti from the Saha Institute of Nuclear Physics (SINP) joined the other international collaborators led by Professor Christoph Duellmann at GSI Helmholtz Centre for Heavy Ion Research, in carrying out the historic experiment.
    http://www.thehindu.com/sci-tech/science/indian-role-in-producing-superheavy-element-117/article5986191.ece
  • cm | 116.208.5.62 | ০১ সেপ্টেম্বর ২০১৪ ২২:২৯648981
  • পিটিদা ভারী বেরসিক। পবর বাইরে থাকি অতএব মেধাবী ভেবে কিঞ্চিৎ আত্মশ্লাঘা অনুভব করছিলুম দিলেন জল ঢেলে। যাকগে বাঙালির অ্যাচিভমেন্টের খবরের জন্য ধন্যবাদ।
  • Atoz | 161.141.84.164 | ০১ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৪৪648982
  • এই সেরেছে! আমি আবার তাড়াতাড়ির চোটে মেধাকে ভেবেছিলাম মেধা পটেকর! ভাবলাম কবে আবার মেধাকে মেরে তাড়ালো পব????
    ঃ-)
  • sm | 233.223.159.253 | ০২ সেপ্টেম্বর ২০১৪ ০০:১৮648983
  • আমি পিটি র সঙ্গে অনেকটা একমত। পশ্চিমবঙ্গ থেকে যারা বাইরে গেছেন তারা সকলেই মেধাবী এমন তা নয়।
    দলে দলে শ্রমিক শ্রেনীর লোক গুজরাট, মহারাষ্ট্র তে কাজ করতে যায় আবার পরিচারিকা, ড্রাইভার হিসেবেও যায়। এরা কেউ ই মোটা বেতনের চাকরি করেন না। এরাও যান কাজের সুযোগ কম বলে। কিন্তু এদের মধ্যে আক্ষেপ টা শিক্ষিত বাঙালির তুলনায় কম। অথচ প্রবাসে এরা অনেক বেশি কষ্ট করে থাকেন।
    এবার আসা যাক গুজরাটি ,মারওয়ারী বা পাঞ্জাবি দের কথায়। এরাও প ব তে এসেছিল কাজের সুযোগ ও ব্যবসার সুযোগ বেশি বলে।
    পাঞ্জাবি দের বেশ কিছু লোক ফিরে গেছেন , যারা মূলত ড্রাইভার ও অন্যান্য স্বল্প আয়ের কাজ করতেন । কিন্তু মারওয়ারী , গুজরাটি, ও ব্যবসায়ী পাঞ্জাবিরা কলকাতায় রয়ে গেছেন।
    এদের অনেক কেই জিজ্ঞাসা করে দেখেছি , এরা যথেষ্ট সুখে আছেন ও কলকাতা ত্যাগ করার কথা ভাবেন না। এমন কি অনেকে কলকাতা বা প ব র অন্যান্য জেলাতে স্বজাতে বিবাহ হলে খুশি হন: নিজের পূর্বজ দের রাজ্যের তুলনায়।
    অর্থাৎ দেখা যাচ্ছে, যদিও অর্থনৈতিক ভাবে এরা চরম সফল,শিক্ষা দিক্ষাতেও দ্রুত এগিয়ে যাচ্ছেন, কিন্তু কেউই নিজ রাজ্যে ফিরে যাবার কথা ভাবেন না।কলকাতা নামক শহর , তথা পব তেই খুশি।
    কিছুদিন আগে কিছু প্রবাসী গুরুভাইদের প্রশ্ন করে ছিলাম। শিক্ষিত বাঙালি লোকেরা ভিন্ন রাজ্যে ব্যবসায় কেমন সফল ও তারা কোনো বাঁধার সম্মুখীন হন কিনা। মোটামুটি ভাবে প্রত্যেকেই উত্তর দিয়েছিলেন,তারা অনেক বাঙালি লোক কেই জানেন সফলতার সঙ্গে ব্যবসা করছেন এবং সে রকম কোনো বাঁধার সম্মুখীন হন না।
    এডমিনিস্ট্রেশন নিয়েও তাদের কোনরূপ কমপ্লেইন নাই। তাহলে শিক্ষিত বাঙালি চাকুরীজীবী লোকেদের এত হা হুতাশ কেন? যারা ইউরোপ বা আমেরিকায় থাকেন, তাদের হা হুতাশ তো বেশ কম শোনা যায়।
    যেটা অতীতে পব তে ভিন রাজ্যের লোকেরা করে দেখিয়েছে, সেটা শিক্ষিত বাঙালির করতে বা করে দেখাতে পব্লেম কোথায় ?
  • lcm | 118.91.116.131 | ০২ সেপ্টেম্বর ২০১৪ ০১:৫৯648984
  • তাইলে কি খাড়াইল! ফ্যাক্টরি হয় নাই বইল্যা এত হাহুতাশের কারণ নাই, অন্য রাজ্যে চইলা যাও, যেমন পিটি কইলেন যে অন্য রাজ্যের লোকও তো আসে পশ্চিমবঙ্গে।
    এই যে গত পঞ্চাশ বছর ধইর‌্যা তেমন বড় শিল্প হয় নাই, তাতে কিই বা আসে গেসে। কিসু বিএ/বিই/বিএসসি/এমএ/এমএসসি/এমটেক-রা অন্য রাজ্যে গেসে। গেসে তো গেসে। কিসুই হয় নাই, সব ঠিক হ্যায়। এত ভাইঙ্গা পড়ে না, আর কাইন্দে না।
  • dc | 52.104.60.177 | ০২ সেপ্টেম্বর ২০১৪ ০৭:২৯648985
  • lcm কে ফুল সমর্থন।
  • jhiki | 128.136.68.170 | ০২ সেপ্টেম্বর ২০১৪ ০৭:৩৪648986
  • বছর দশেক আগে ট্রেনে এক ভদ্রলোকের সাথে আলাপ হয়েছিল, তিনি বেশ সুন্দর করে অনিল বিশ্বাসের নকল করে বলেছিলেন - "যাছে তো যাক, ওরা তো আমাদের ভোটার নয়" :-)
  • jhiki | 128.136.68.170 | ০২ সেপ্টেম্বর ২০১৪ ০৭:৩৮648987
  • তবে পঃবঃ ছেড়ে থাকতে মাঝেমধ্যে একটু খারাপ লাগে বইকি! কিন্তু যেই ভাবি পঃবঃ তে থাকা মানে তো কলকাতায় থাকা, নিজের শহরে তো আর থাকা হবে না...ওমনি সব খারাপ লাগা উবে যায় ...
  • PT | 213.110.246.230 | ০২ সেপ্টেম্বর ২০১৪ ০৯:০০648988
  • "অন্য রাজ্যে চইলা যাও, যেমন পিটি কইলেন যে অন্য রাজ্যের লোকও তো আসে পশ্চিমবঙ্গে।"
    উন্নাসিক বাঙালী বোধহয় নিজেকে ভারতীয় ভাবেনা। এটার সঙ্গে বাংলায় শিল্প হওয়া না হওয়ার যোগাযোগ নেই।
  • lcm | 118.91.116.131 | ০২ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৫৫648989
  • বোঝো! সর্বভারতীয় তো, দেশ জুড়ে চাকরি।
    এই যখন বাঙালী দুঃখ করল যে আমাগো কিসু হইল না, আমাগো রাজ্যে চাকরি/বাকরি পাই না... ইত্যাদি, তখন পিটি কইলেন যে অত কান্দোনের কিসু নাই, অন্য রাজ্যের লোকও তো চাকরি না পাইয়া আমাগো এখানে আইসেন। তার মানে আমাদের এখানে কাজ আছে, তাই আসে। সে কাজ তোমার পসন্দ না হয়, তো অন্য রাজে যাও না, বারণ করসে কেডা।

    এখন আবার...

    কিন্তু এর মধ্যে চিমটি কাইট্যা, উন্নাসিক কওনের বেলা কিসু কমতি নাই.. অন্যরে যা খুশী কইব, কেউ যখ্ন আমারে কইবে তখন এক্কেবারে ব্যক্তি আক্রমণ... হু হু বাবা, তার্কিক বাঙালি বইলা কথা...
  • তথাগত | 121.93.191.66 | ০২ সেপ্টেম্বর ২০১৪ ১১:৫০648991
  • @lcm: অসাধারণ!

    @PT: যারা ছেড়ে যাচ্ছে তারা সবাই নিশ্চয়ই মেধাবী নয়। ব্যাঙ্গালোরে গিজগিজ করছে বাঙালি ওয়েটার, দারোয়ান, রাজমিস্ত্রী, ছুতোর মিস্ত্রী, এমনকী মাছওয়ালা। তাঁদের কাজের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেও মেধার নিরিখে তাঁরা খুব একটা উঁচু একথা জোর দিয়ে বলবনা। তবে মেধাবীরা অনেকেই ছেড়ে গেছে এবং যাচ্ছে এটা ঠিক কথা। ক’জন আই আই টি, যাদবপুর ইত্যাদি থেকে পাশ করা বাঙালি ছেলে পব-‍তে থাকেন বলতে পারেন?

    আর একটা কথা বলতে পারেন? এই দারোয়ান আর মিস্ত্রির দলই বা খামোখা রাজ্যের বাইরে পাড়ি দিচ্ছেন কেন? এখানে তো তাঁদের লিভিং কন্ডিশন অকহতব্য, বাড়ি যেতে পারেননা, ইত্যাদি। তাহলে?

    সাহা ইনস্টিটিউট কিন্তু কেন্দ্রীয় প্রতিষ্ঠান। আই আই টি খড়গপুরের মতই, এখানেও অন্তত নব্বইয়ের দশকের শেষ অবধি লাল রঙটা খুব স্পষ্ট ছিলনা।
  • quark | 24.139.199.12 | ০২ সেপ্টেম্বর ২০১৪ ১২:০৯648992
  • সেতো আইআইটি/যদুপুর থেকে পাশ করা বাঙালি ছেলেরা ভারতেই থাকে না, পব-তো কোন ছার্‌!
  • quark | 24.139.199.12 | ০২ সেপ্টেম্বর ২০১৪ ১২:১০648993
  • আর আবনারাও সত্যি, টই ছিল 'মমতা'র হয়ে গেল জনতার
  • PT | 213.110.243.21 | ০২ সেপ্টেম্বর ২০১৪ ১২:২১648994
  • আরে আমিও তো "উন্নাসিক" বাঙালীর মধ্যেই আসি। "মেধাবী" কিনা জানিনা কিন্তু পব-র বাইরে ছিলাম ১৭ বছর। তো আমাকেও তো আমি ব্যক্তি আক্রমণ করলাম!!
  • lcm | 118.91.116.131 | ০২ সেপ্টেম্বর ২০১৪ ১২:২৬648995
  • বোঝো! সে তো এন সি চৌধুরী কইয়াসিলেন বাঙালী আত্মঘাতী, বাঙালী নিজেরাই নিজেদের আক্রমণ কইর‌্যা বসেন।

    যারা পশ্চিমবঙ্গের বাইরে থাকে তারা উন্নাসিক - পিটি-র কথা কি ঠিক বোঝলাম?
  • jhiki | 128.136.68.170 | ০২ সেপ্টেম্বর ২০১৪ ১২:২৯648996
  • যেসব বাঙালি ভারতে কিন্তু পঃবঃ র বাইতে থাকে এবং পঃবঃ তে থাকতে না পারার জন্য হা-হুতাশ করে তারা উন্নাসিক।

    ঠিক বললাম তো?
  • j | 151.197.10.191 | ০২ সেপ্টেম্বর ২০১৪ ১২:৩৪648997
  • আচ্ছা কেন্দ্রশাসিত বিশ্বভারতী তো কোনও জন্মেই লাল ছোপ ধরা ছিল না, এমনক্ষী বাম সূর্যের মধ্যগগনেও ছাত্তো পোরিসদের রমরমা ছিল ও আছে

    তো ... সেখানে কেন এমন অনাচার , হ্যায় কোয়ি অ্যানালিসিস?
  • dc | 52.104.62.162 | ০২ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৪৯648998
  • বিশ্বভারতীতেও অক্সিজেনের অভাব পড়েছে।
  • dd | 111.63.148.225 | ০২ সেপ্টেম্বর ২০১৪ ১৪:২০649000
  • এটা পড়ুন।

    নাঃ। লিং দিতে পাল্লেম না। আবাপে পড়ুন মম্নতা বলেছে নভম্বর মাস থেকেই দুর্গাপুর থেকে সিংগাপুর আর কুয়ালালামপুর ডাইরেক্ট ফ্লাইট চালু হবে।

    মমতার এতাবৎ কালের মণি মুকুতার মধ্যে ওয়ান অব দ্য মোস্ট প্রেসাস।

    অবশ্য,আবাপের খপর। সিপুএমদের ঠিক বিশ্বাস হবে না।
  • quark | 24.139.199.12 | ০২ সেপ্টেম্বর ২০১৪ ১৪:২৯649002
  • কে জানতো সেই রাণাঘাট হয়ে তিব্বত যাওয়ার ব্যাপারটা আসলে এইরকম ছিল!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন