এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মমতা কী প্রোলেতারিয়েত না সাবঅল্টার্ন? মমতার শ্রেণী চরিত্র কী?

    ঁঁ
    অন্যান্য | ২০ আগস্ট ২০১৪ | ৩০০৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | 24.99.118.5 | ২৭ আগস্ট ২০১৪ ০৩:৩৩649047
  • না কিছু ভালো জিনিস হয়েছে । এই যেমন দেব কে মহানায়ক করা । এটা একদম ঢ্যামনাম না সত্যি মনে করি তাই বলছি । এই নিয়ে থ্রেড খুলেছিলুম কেও সারা দেননি । মমতা একদম মিডল ক্লাস ইন্তেলেল্চুয়াল হায়ার্কির বীচি টিপে দিয়েছেন । এখন তারা জ্বালায় কাতরাচ্ছে । সোশাল মিডিয়া জুড়ে দেব কে নিয়ে খিল্লির বন্যা । পার্টি -পার্টির তলায় একদল দুর্বোধ্য এবং জনবিচ্ছিন্ন সংস্কৃতি মারানো বুদ্ধিজীবি তার তলায় বুঝি-বুঝি মধ্যবিত্ত অনেক অনেক তলায় গরিব গুরব.........এই তো ছিল । ওপর থেকে আদেশ আসবে মধ্যবিত্ত মূল্যবোধের তন্ত্র মন্ত্রে পচে আরক হয়ে বাকিরা হাত পেতে আঁজলা নেবে । মমতা একদম টিপে লাল কয়ে দিয়েছে কেসটা । এই শাওলি তো এই দেব । ফেলছে তুলছে ফেলছে তুলছে । কাওকে নিজের ফুটিং খোঁজার জায়গা দিচ্ছেনা । সাধারণ মানুষ যাকে গ্রামের সিনেমা তে দেখে তাকেই রাজনীতি তে দেখছে । বহুত আচ্ছা । এই খেলা টা কদ্দিন টানতে পারবে সেটা আলাদা কথা কিন্তু এই গোড়ায় পক করে দেওয়া আর অনবরত চার্নিং টা আমার হেব্বি ভালো লেগেছে । সিরিআস মাইরি !
  • Atoz | 161.141.84.164 | ২৭ আগস্ট ২০১৪ ০৩:৩৭649048
  • কচ্ছপের পিঠে মন্দর পাহাড় বসিয়ে বাসুকীর দড়ি দিয়ে বেঁধে হেইয়ো হো হেইয়ো সাগর মন্থন। ঃ-)
  • Ranjan Roy | ২৭ আগস্ট ২০১৪ ০৬:৩৫649049
  • কিন্তু উনি "জনগণের স্বার্থে" যতগুলো বৈপ্লবিক নির্ণয় নিয়েছেন অধিকাংশই আদালতের রায়ে মুখ থুবড়ে পড়ছে কেন?

    @ম্মু,
    সারদা কান্ডে আপনার পছন্দের দলের এমপিদের ( রাজ্যসভার, যাদের জনগণ ভোট দিয়ে পাঠায় নি, দিদি পাঠিয়েচেন) ভূমিকা দেখুন! কতলোক আত্মহত্যা করেছে দেখুন!
    কত লোক পথে বসছে দেখুন।
    এগুলো দেখতে কোন চশমাই লাগে না।
  • PT | 213.110.246.230 | ২৭ আগস্ট ২০১৪ ০৭:২৮649050
  • "আমাকে একটা প্রশঙ্গ বা ঘটনা বলতে পারবেন না যেটা ৩৪ বঃ এ বহুবার দেখেননি।"
    তাহলে পরিবর্তনের দরকার ছিলনা কি বলেন? অচেনা চোরের চাইতে চেনা চোর চিরকালই বেশী পছন্দের।
  • :-X | 192.66.11.34 | ২৭ আগস্ট ২০১৪ ০৭:৪৬649051
  • ম্মু মনে হয় কল্যান, সৌগত, স্বয়ং রানীমা, পাপোষ তাল ইত্যাদিদের নামও কখনো শোনেননি। একেবারেই নিষ্পাপ।
  • একক | 24.99.137.153 | ২৭ আগস্ট ২০১৪ ০৮:২১649052
  • মমতা খামোখা "জনগণের স্বার্থে " হবেন কেন ? মমতা হলো ৩৪ বছরের ফলাফল | একটা জগদ্দল গাম্বাট স্ট্রাকচার এর নিয়তি হিসেবে গড়ে ওঠা কেয়স এনটিটি যাকে জেনেশুনেই আনা যে কী বাধাতে পারেন | এটা ভীষণ দরকার ছিল | আমরা যারা কোনো লাল সালু দাদার পছন্দের পাত্র ছিলুম না তারা হাড়ে হাড়ে জানি ওই জগদ্দল টা কী ছিল | খেতে -বসতে-শুতে-হাগতে সবসময় একটাঅসহ্য দমবন্ধ | অশিক্ষিত ছাগল হ বললে হার্কাটা ছাড়া কিছু বোঝেনা সেও এসে গলা টা একবার খাঁকারি দিয়ে ভাই এইসব পতিক্কিয়াসিল .........এই বাবার হোল গুলোকে হটানো গেছে | এখন যারা আছে তারা জানে যে তারা ছাগল | ঢং টা নেই | পয়সা ফয়সা ছুঁড়ে দিলে মাল খায় পাগলু নাচে এবং নিজের আউকাত জানে | দিস ইস মাচ হেল্দিয়ার । এটা খুব ক্যাসুয়ালি উদাহরণ দিলুম । এইভাবে সমস্ত স্তরেই উদাহরণ গুলো খাটে নিজের নিজের মত করে | কেও ভাবেনি মমতা এসে ফাটিয়ে দেবে । কেয়স করে বাঙালির সাধের গাম্ভীর্য লালিত ভাট টা ভোগে পাঠাক তদ্দিনে নিজেই আইদার গুটিয়ে শেপে চলে আসবে আর না আসলে ফুটে যাবে | পাতি কেস । এ নিয়ে যে কী এত হ্যাজ্ব্যাজ বুঝিনা বাল |
  • PT | 213.110.246.230 | ২৭ আগস্ট ২০১৪ ০৮:৩১649053
  • "কেও ভাবেনি মমতা এসে ফাটিয়ে দেবে"
    সত্যি?
    বছর ৫/৬ আগের মিডিয়া scan করুন আরেকবার। শুধু হাওয়া চটি সাদা শাড়ির সততার গুনগানেই একটা ভগবদ্গীতা লেখা হয়ে যাবে।
  • একক | 24.99.137.153 | ২৭ আগস্ট ২০১৪ ০৮:৪২649054
  • PT

    তাহলে আপনি বিটুইন দ্য লাইন পড়তে জানেননা | রাজনীতি করতে গেলে প্রজেকশন এর এগেইনস্ট এ প্রজেকসন তুলে ধরতে হয় | আর সেই পথ ওই কমিউনিসমের নাম ভাট মারা রিফর্মিস্ট গুলোই করে দিয়েছিল | প্রত্যেকটা লোক ভেতরে ভেতরে চটে ছিল তাই একটা নাটক কে সমর্থন করেছে জেনেশুনে । নাম নেবনা এক প্রখ্যাত কবির শুনেছি তাঁকে নিজের পাড়ায় মাথা নিচু করে ঢুকতে হত রেগুলার পার্টির দাদাদের হুমকি ওই নিজের প্রফেশনে টপ ফর্মে থাকা অবস্থাতেই । আর এরকম শুধু শোনা নয় চোখের সামনে দেখেও ছি কিবাহ্বে পার্টি মেশিনারি দিয়ে মানুষের ঝাঁট জ্বালিয়ে ঝাউগাছ করা হত সে তারা যতই কৃতী হোক যদি না আলিমুদ্দিনে মাথা নোয়ায় । এই লোকগুলো গাঁড়ে -মজ্জায় ক্ষেপে ছিলো । সুযোগ দিয়েছে সিপিয়াইএম । এরা সুযোগ টা কাজে লাগিয়ে একটা কুনাট্য কে সমর্থন করে শঠে শাঠ্যং খেলে দিয়েছে | এটা নিয়ে কেঁদে বেড়িয়ে লাভ নেই | এটাই ক্ষমতার রাজনীতি | গীতা ও ওভাবেই লেখা হয়েছিল । কিছু মনে করবেন না আপনি একটু পলিটিকালি ইম্ম্যাচীয়র আবেগপ্রবণ মানুষ তাই বারবার এই পয়েন্ট টা তোলেন । রাজনীতির খেলায় ভুলের কোনো জায়গা নেই | পিস্তল কভি তেরে হাথ পে কভি মেরে । মমতাও ভুল করা শুরু করেছে | না সামলালে মায়ের ভোগে যাবে |
  • PT | 213.110.246.230 | ২৭ আগস্ট ২০১৪ ০৮:৫০649055
  • সত্যি আমি অনেক কিছুই জানিনা।
    শুধু অসীম চাটুজ্জে মশাই ব্যাপক বোঝেন বলে মমতার সাহায্যে "সদরে কামান দাগো" তত্বের প্রয়োগ করেছিলেন। আর হালে সুবোধ সরকার তাঁর মধ্যে "নিও কমুনিস্ট" দেখেছেন।
    আগে যে কবিরা মাথা নিচু করে পাড়ায় ঢুকতেন এখন বোধহয় তাঁরা হামাগুড়ি দিচ্ছেন। মমতা-কেন্দ্রিক পরিবর্তনের ডাক দিয়ে তাঁরা নিশ্চয় আমার মত "পলিটিকালি ইম্ম্যাচীয়র আবেগপ্রবণ" কোন সিদ্ধান্ত নেননি।
  • dc | 52.104.61.58 | ২৭ আগস্ট ২০১৪ ০৮:৫৫649057
  • "মমতা খামোখা "জনগণের স্বার্থে " হবেন কেন ? মমতা হলো ৩৪ বছরের ফলাফল"

    এটা একেবারে আমার মনের কথা। পশ্চিমবঙ্গে যখন একটা পার্টি টানা সাতবার ক্ষমতায় এসেছিল তখনই এরকম একটা রিয়্যাকশনেরও প্রেক্ষাপট তৈরি হয়ে গেছিল। বাঙ্গালিদের চিরকাল গর্ব ছিল যে বাকি ভারতীয়দের, বিশেষ করে অশিক্ষিত গোবলয়ের লোক্গুলো আর বয়ব্সায়ী গুজ্জু আর মেড়োগুলোর থেকে আমাদের রাজনীতি জ্ঞান বেশী। সারা পৃথিবীর রাজনৈতিক সংকট নিয়ে আমরা ভেবে মরেছি। ভিয়েতনাম থেকে নিকারাগুয়া, কিউবা থেকে কোরিয়া নিয়ে আমরা শহর জ্যাম করে মিছিল করেছি আর গম্ভীর সব কবিতা লিখেছি। আর আজ পশ্চিমবঙ্গের হাল দেখুন!

    আমরা নিজেদের পায়ে কুড়ুল মেরেছি সেই নব্বই সালেই, যখন তিনবারের পর চারবারও একই পার্টিকে ক্ষমতায় এনেছি। বদ্ধ জল তখন থেকেই পচতে শুরু করেছিল। তখনই যদি একদল পাল্টে আরেক দলকে সরকারে আনতাম, তাহলে এখন এতোটা নৈরাজ্য তৈরি হতো না। কিন্তু তখন রাজ্যের মানুষ বিশ্ব সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইতেই ব্যস্ত, তাই নিজেদের ঘরের দিকে বোধায় তাকানোর ফুরসত পায়নি।
  • dc | 52.104.61.58 | ২৭ আগস্ট ২০১৪ ০৯:০০649058
  • তবে এই যে একটা পার্টি টানা ক্ষমতায় থাকার পরে আরেকটা পার্টি এলো, এটাতেও অন্তত যদি ধারাবাহিক পরিবর্তনের প্রসেসটা শুরু হয় তো ভালো। নিয়মিত চার্নিং দরকার। এক-দুবার এই পার্টি, তারপর আরেক পার্টি, আবার আরেক পার্টি, এটা যদি ধরে রাখা যায় তো দশ বছর পরে ঠিকঠাক সরকার পাওয়া যেতেও পারে।
  • PT | 213.110.246.230 | ২৭ আগস্ট ২০১৪ ০৯:০৮649059
  • সরকারে শুধু দল বদলে কি হবে? ব্যবস্থাটা বদলাচ্ছে কি শিক্ষাক্ষেত্রে "দলদাস"-এর বদলে শিক্ষাগুরুরা আসবে এই পিতিগ্গে করে সরকারে অন্য দল এসেছিল। তার বিন্দুমাত্র আভাস পাওয়া যাচ্ছে কি?
    ৭৭-এর পর থেকে কেন্দ্রে এতবার সরকার বদলেছে যে প্রধানমন্ত্রীদের নামও ঠিক্ঠাক মনে থাকে না। সেখানে কেমন বদলেছে ব্যবস্থাটা?
  • দেব | 59.136.14.132 | ২৭ আগস্ট ২০১৪ ০৯:১৯649060
  • একক যা লিখলেন খুব ঠিক। কিন্তু এবার?
  • একক | 24.99.137.153 | ২৭ আগস্ট ২০১৪ ০৯:২১649061
  • "আগে যে কবিরা মাথা নিচু করে পাড়ায় ঢুকতেন এখন বোধহয় তাঁরা হামাগুড়ি দিচ্ছেন। মমতা-কেন্দ্রিক পরিবর্তনের ডাক দিয়ে তাঁরা নিশ্চয় আমার মত "পলিটিকালি ইম্ম্যাচীয়র আবেগপ্রবণ" কোন সিদ্ধান্ত নেননি।"

    শুনুন , আমাকে এসব শুনিয়ে লাভ নেই । আমি আগের পোস্টেই বলেছি যে মমতা এই গোটা ইন্টেলেকচুয়াল হায়ারার্কি ঘেঁটে ঘন্ট পাকিয়ে দেওয়ায় আমি খুসি ই হয়েছি । কিন্ত তা দিয়ে কস-এফেক্ট রিলেশন বদলায় না | রাষ্ট্র যদি ব্যক্তির পার্সোনাল এরিয়াতে এসে সব কিছুই ক্ষমতার রাজনীতি দিয়ে খুজলি করতে যায় তাহলে ব্যক্তিও একদিন ঘুরে দাঁড়িয়ে টোটাল খুজলি করে দেবার ক্ষমতা রাখে | হ্যা এটা পেটি বুর্জৈস রেবেল তাই বলবেন তো ? তা উল্টোদিকের লোক গুলও তো তাই | শুধু একটা মুখোশ পরা । এই খেলায় ভোটার রা হচ্ছে শ্মশান বন্ধু | সঙ্গে থাকবে এবং শ্মশান অবধি পৌছে দিয়ে আসবে | এটাই এক এবং একমাত্র দায়ীত্ব । ওই কবিকে যদি এখন হামাগুড়ি দিতে হয় উনিও হামাগুড়ি দিয়েই কাঁধ দেবেন মমতাকে | বা ওনার মত কেও | বেশি বাড়লে যা হওয়ার তাই হবে |
  • dc | 52.104.61.58 | ২৭ আগস্ট ২০১৪ ০৯:২৩649062
  • PT, কেন্দ্রে যদি প্রধানমন্ত্রী না বদলাতো, তাহলে কি আমরা নব্বই সালের অর্থনৈতিক রিফর্ম দেখতে পেতাম? নরসিংহ রাও প্রধানমত্রী ছিলেন আর মনমোহন সিং অর্থমন্ত্রী ঠেলায় পড়ে রিফর্ম চালু করেন। এই রিফর্মগুলো না হলে কি আজকের ভারত হতো? এখনো অনেক খুঁত আছে, ক্রোনি ক্যাপিটালিজম আর করাপশনে ভর্তি, তাও অল্প হলেও একটু তো খোলা বাজার হয়েছে, একটু তো প্রতিযোগিতার জায়্গা তৈরি হয়েছে! নাহলে তো আশির দশকের লাইসেন্স রাজ আর প্রচন্ড ইনেফিসিএন্ট পাব্লিক সেক্টরের মধ্যে পড়ে থাকতে হতো!
  • PT | 213.110.246.230 | ২৭ আগস্ট ২০১৪ ০৯:২৯649063
  • সম্ভব্তঃ ঐ সময়ে বিজেপি এলেও ঐ একই রিফর্ম দেখতাম। তাতে কার কার উপকার হয়েছে সেটা অবিশ্যি অন্য আলোচনা।
  • dc | 52.104.61.58 | ২৭ আগস্ট ২০১৪ ০৯:৪৪649064
  • হ্যাঁ সে অন্য আলোচনা ঃ) যেই আসুক না কেন, ধারাবাহিক পরিবর্তন হওয়া, হতে থাকাটা দরকার। নাহলে জল পচতে শুরু করবে। এই পরিবর্তনের অভাবে কংগ্রেসেরও কি অবস্থা দেখুন। ওই যে এক গান্ধী পরিবারে গিয়ে আটকেছে, এখন আর বেরোবার পথ পাচ্ছেনা।
  • PM | 233.223.157.53 | ২৭ আগস্ট ২০১৪ ০৯:৪৫649065
  • নরসিমা, মনমোহন অলন্ঘনীয় IMF এর নির্দেশিকা পালন করেছিলেন মাত্র।

    ঐ সময় কারেন্ট ডেফিসিট মেটাতে সোনা বন্দক দিতে হয়েছিলো মনে আছে?

    যে-ই থাকুক, ঐ সময় ডলারের অসীম ঘাটতি মেটাতে IMF এর দাওয়াই মেনে উদারীকরন ছাড়া পথ ছিলো না।

    USSR -ও তখন সমাধীতে
  • PT | 213.110.243.21 | ২৭ আগস্ট ২০১৪ ১০:০১649066
  • আমার তো মনে হয়না গান্ধী পরিবারের সাথে এর কোন সম্পর্ক আছে। অর্থব্যবস্থাটা পচে গেছে বা static হয়ে গেছে। সেইজন্যে মুখ বদলে যতদিন ব্যব্স্থাটাকে বাঁচিয়ে রাখা যায় তারই প্রচেষ্টা চলছে।
  • dc | 52.104.61.58 | ২৭ আগস্ট ২০১৪ ১০:০৫649068
  • হ্যাঁ সোনা বন্ধক দিতে হয়েছিল বলেই তো বললাম যে ঠেলায় পড়ে রিফর্ম চালু হয়েছিল। তবুও, পুরো রিফর্ম প্রসেসটা চালু করার জন্য, যার ফলে সেই বৈদেশিক মুদ্রার ঘাটতিও পুষিয়ে গেছিল, মনমোহনের অবশ্যই কৃতিত্ব আছে।
  • dc | 52.104.61.58 | ২৭ আগস্ট ২০১৪ ১০:০৭649069
  • আর USSR সমাধিতে কারন সেই এক - জল পচে গেছিল। সেন্ট্রালি কন্ট্রোলড ইকোনমি আর কাজ করছিল না। চার্ন হচ্ছিল না। প্রতিযোগিতা না থাকলে চার্ন হয়না, নতুন আইডিয়া উঠে আসে না, নতুন লিডার উঠে আসে না।
  • নেতাই | 131.241.98.225 | ২৭ আগস্ট ২০১৪ ১০:০৯649070
  • কথাটা আমারো মনে হয়। আরো আগেই সিপিয়েম হেরে গেলে হয়তো ভালো হত। তখন সমস্যা ছিল সিপিয়েম কে হারানোর কেউ ছিল না। এখন মুশকিল হচ্ছে সিপিয়েম কে জেতানোর লোক পাওয়া যাচ্ছে না। ঃ(
  • Du | 230.225.0.38 | ২৭ আগস্ট ২০১৪ ১০:২৫649071
  • ভগবানকে ধন্যবাদ একনায়কদের কোন শ্রেনী হয়না। অবশ্য গনতান্ত্রিক ভারতেই প্রায় শ্রেনী তৈরী করার মত সংখ্যা হয়ে যাচ্ছে - জয়্ললিতা, বাল থ্যাকারে, মায়াবতী, মমতা ----
  • Ekak | 24.96.37.179 | ২৭ আগস্ট ২০১৪ ১০:৩৫649072
  • দেব
    এখন কী হবে সেত ওভাবে হাত গুনে বলতে পারবোনা । বিশেষত একটা রাজ্যের অর্থনীতি -রাজনীতি কোনদিকে যাবে আন্দাজ করা গেলেও কোন দল ক্ষমতায় আসবে একটিভলি এটা আন্দাজ করা শক্ত । মমতা ছড়িয়ে ফেলতে শুরু করেছে এবং আরও ছড়াবে | বিজেপি কেন্দ্রে যদি নিজের জমি শক্ত করতে পারে (মানে সোজা কথায় দাঙ্গা ফাঙ্গা হচ্ছে দেখলে বুঝে নেব ইকনমির তাস ফেইল এবার যাওয়ার সময় হয়েছে ) সেক্ষেত্রে তারা মমতাকে নাগারে বিভিন্ন ইস্যু তে ব্ল্যাকমেইল করে দাবিয়ে যাবে যদ্দিন না পশ্চিমবঙ্গে বিজেপির ঘাঁটি শক্ত হয় এবং মমতাকে সরিয়ে দেওয়া যায় । ইন দ্য মিন টাইম বজরং দলের তুত ভাই হিসেবে হিন্দু সংহতির মত দল বেড়ে উঠবে যারা কিছু ক্যাচাল পাকাবে কিছু মানুষ মরবে এবং আলটিমেটলি এরা বিজেপি ক্ষমতায় এলে মার্জ করে যাবে | অর্থনীতিতে ব্যাপক হারে নব্য শোষক শ্রেণী তৈরী হবে | এইখানেই সিপিআইএম আবার নতুন করে ঘুরে দাঁড়াবার একটা সুযোগ পাবে | কিন্তু প্রচুর হোমটাস্ক দরকার | ওই মিলের গেটে দাঁড়িয়ে অনশন বন্দিরও করার প্যাটার্ন চলবে না । একটা বড় অফিসে ১০০ টা লোক ফ্লোরে থাকলে দেখা যাবে তার মধ্যে ৬০ জন বিভিন্ন আলাদা রিক্রুটিং কোম্পানির পে রোল এ । সবার সঙ্গে কোম্পানির ইন্ডিভিজুয়াল বোঝাপড়া । পুরনো বিদ্যে নিয়ে হরতাল বাজি করার চে সার্ভিস -কন্ট্রাক্ট -রাইটস - রিসোর্স এবলুএশোন এসব নিয়ে মাথা ঘামাতে শিখতে হবে । নতুন কর্পোরেট রা চাষ জমি অধিগ্রহণ করেনেবে লার্জ স্কেল ফার্মিং এর জন্যে । তাদের অন্যায় এর বিরুদ্ধে চাষীর হয়ে লড়ার একটা জায়গা তৈরী হবে কারণ তখন চাষী হয়ে যাবে ফার্ম লেবার নট ফার্মার । এগুলো সাপে বর । যত বাজার তত শোষক মালিক তত ব্যাক টু দি ওল্ড স্কুল উইথ রিকয়ার্দ মডিফিকেশন । এসব সুযোগ কাজে লাগাতে পারলে সুদুর ভবিষ্যতে আবার লাল রং দেখা যাবে । না লাগাতে পারলে নেই হয়ে যাবে ।
  • সিকি | 131.241.127.1 | ২৭ আগস্ট ২০১৪ ১০:৩৬649073
  • দু-দি মোদীকে শ্রেণীতে কাউন্ট করল না।

    নোট করলাম। 8-)
  • Du | 230.225.0.38 | ২৭ আগস্ট ২০১৪ ১০:৫৬649074
  • মিস করে গেছি, সিকি ঃ) ভাবার সময় ওর নামটাই আগে ভেবেছিলাম।
  • lcm | 118.91.116.131 | ২৭ আগস্ট ২০১৪ ১১:১২649075
  • একনায়ক বলে তো ... রজ্‌নিকান্থ, মারাদোনা, ব্রুস লি, কে সি পাল.... প্যাহলে ইন্‌ সব লোগোকো ইয়াদ আতে হ্যায়...
  • dc | 52.104.61.58 | ২৭ আগস্ট ২০১৪ ১১:২৬649076
  • এহে এসব জয়্ললিতা, বাল থ্যাকারে, মায়াবতী, মমতা, এরা কেউই একনায়ক না। অন্তত হাজার খানেক খুন না করলে আবার একনায়ক হয় নাকি? বনেদী একনায়ক হলো হিটলার, স্ট্যালিন, ইদি আমিন, মাও, পল পট। মোদীও অবশ্য গুজরাটে অনেকগুলোকে টপকেছিল, একনায়কের দলে নাম লেখাতেও পারে।
  • PT | 213.110.243.21 | ২৭ আগস্ট ২০১৪ ১১:২৭649077
  • "হ্যা এটা পেটি বুর্জৈস রেবেল তাই বলবেন তো ?"
    না মশাই-এত ওজনদার শব্দাবলি আমার আঙুল থেকে বেরোবে না। আমার ঐ এক রাঃ বুদ্ধিমানেরা মমতা-কেন্দ্রিক আন্দোলন করে সম্পুর্ণ নির্বোধ ও বালখিল্য কাজ করেছিল। পরে তারা শ্মশানে যাবে কি যাবেনা সে তো ভবিষ্যতের ব্যাপার।
  • quark | 24.139.199.12 | ২৭ আগস্ট ২০১৪ ১১:৩৩649079
  • এটা ছাতা না ভূগোল?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন