এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মমতা কী প্রোলেতারিয়েত না সাবঅল্টার্ন? মমতার শ্রেণী চরিত্র কী?

    ঁঁ
    অন্যান্য | ২০ আগস্ট ২০১৪ | ৩০১০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | 127.247.114.48 | ২৯ আগস্ট ২০১৪ ১২:৪৬649113
  • ভাষায় লাগাম রাখুন। পরিবর্তনের কান্ডারী, রাজ্যবাসীর রাজনৈতিক প্রজ্ঞার মূর্তিময়ী দৃষ্টান্তের প্রতি সম্মান দিন।

    (এটি অমৃতবর্ষণের নিদর্শন)
  • | ২৯ আগস্ট ২০১৪ ১২:৫৬649114
  • এইত্তো দলবেঁধে হাজির।

    হ্যাঁ গুরুর ইউজারদের প্রতি বিষোদ্গার, টন্ট করা অনেক নিরাপদ। নাহলে হয়ত আবার মমতার পুলিশ এসে অম্বিকেশের মত ধরে নিয়ে যায় যদি!!
  • PM | 233.223.152.190 | ২৯ আগস্ট ২০১৪ ১৩:০৫649115
  • শুনেছিলাম সিপিয়েম নেতারা সব আকন্ঠ দূর্নীতি তে নিমজ্জিত। পরিবর্তনের পরে কেউ জেলের বাইরে থাকবে না।

    তিন বছরে একজন সিপিয়েম-ও তো দুর্নীতির দায়ে জেলে গেলো না। এদিকে তৃন ক্যবিনেট মিটিং ভবিষ্যতে জেলেই হবে মনে হচ্ছে ঃ)।

    যারা কার্টুন আঁকলে জেলে ঢোকায়, তারা কি দুর্নীতির গন্ধ পেলে ছেড়ে দিতো? গত তিন বছরে একটাও দুর্নীতি সংক্রান্ত FIR না হওয়াটা থেকে কি ইন্ফার করা যায় যে অন্তত ওপোরের স্তরের নেতারা বড় দুর্নীতি মুক্ত ছিলো ৩৪ বছর ক্ষমতায় থাকার পরেও??
  • | ২৯ আগস্ট ২০১৪ ১৩:১৫649116
  • এইতো পিএমকে পেয়েছি। আপনি কিছু জামাত ট্যাক্সিওলাকে পেয়েছিলেন না? একটু সময় করে কথোপকথনগুলো ডিটেইলসে লিখে দেবেন প্লীজ।
  • quark | 24.139.199.12 | ২৯ আগস্ট ২০১৪ ১৩:২৯649117
  • "এইত্তো দলবেঁধে হাজির" - এইটা বুঝলাম না।
  • cm | 37.60.236.238 | ২৯ আগস্ট ২০১৪ ১৪:০৯649118
  • যাকে টন্ট করেছি তিনি বলুননা। আপনি তো বেসলেস বিষোদগারের কথা বললেন একটাও দৃষ্টান্ত দিলেন না। সেটা কি ঠিক হল?
  • নেতাই | 131.241.98.225 | ২৯ আগস্ট ২০১৪ ১৪:১১649119
  • বুঝতে পারেননি?
    এইটাতো সোজা।
    হীরক রানী চ্যাপ্টার 23 Aug 2014 -- 11:07 AM টাইমস্ট্যাম্পে পরিস্কার থিওরেম লেখা আছে-অজ্জিতদা, হনুদা, রাজদীপ, আর বৈজয়ন্তদা বাদ দিলে বাকী সিপিএম সমর্থকরা যার সময় সুযোগমত দিব্বি দল পাকিয়ে এসে ক্ষার মিটিয়ে যায়। কবির বক্তব্য cm এর 29 Aug 2014 -- 12:46 PM টাইমস্ট্যাম্পের পোস্ট ঐ থিওরেমের ই সত্যতা প্রমান করে।
  • cm | 37.60.236.238 | ২৯ আগস্ট ২০১৪ ১৪:২৬649120
  • যা ব্বাবা আমার মৌলিক পোস্টটিও সিপিএমের সমর্থকের পোস্ট হিসেবে ক্লাসিফায়েড হইল! হায়রে পোড়া কপাল।
  • নেতাই | 131.241.98.225 | ২৯ আগস্ট ২০১৪ ১৪:৫১649121
  • সরি। রিভিসান চলে এসেছে।
    আপডেটেড থিওরেম-অজ্জিতদা, হনুদা, রাজদীপ, বৈজয়ন্তদা, সির্দ্ধাথ আর কৃশানু বাদ দিলে বাকী সিপিএম সমর্থকরা যার সময় সুযোগমত দিব্বি দল পাকিয়ে এসে ক্ষার মিটিয়ে যায়।
  • নেতাই | 131.241.98.225 | ২৯ আগস্ট ২০১৪ ১৪:৫২648947
  • এই লিস্টে কি কেসিদাকে ঢোকানো যেতে পারেনা?
  • de | 24.97.236.67 | ২৯ আগস্ট ২০১৪ ১৫:৩৮648948
  • নেতাই ঃ))
  • PM | 233.223.152.190 | ২৯ আগস্ট ২০১৪ ১৬:৪০648949
  • দ,
    দুদিন আমি জামাতি ট্যক্সি ড্রাইভারের সাথে গেছিলাম। সেক্টার ৫থেকে। আলাদা আলাদা লোক। দুজনেই, বাংলাদেশের রেডিও চ্যানেল শুনছিলো। সেই সুত্রে বুঝি যে ওরা বাংলাদেশী।

    তারপরে বিএনপি, আওয়ামি লিগ নিয়ে একটু কথা পারি। হাসিনাকে তুমুল গালাগালি দিলো। ভারতের চর বল্লো। ভারত বাংলাদেশের কিরকম সর্বনাশ করছে তা বোঝালো জলের মতো।।

    জামাত আর বিএনপি মিলে শিগ্গির হাসিনাকে সরাবে তাও জানলো। পঃবঃ এর সরকার খুব ভালো সেটাও বল্ল। দিদি আসার পরে পঃবঃ এর অনেক উন্নতি হয়েছে সেট জানাতেও ভোলে নি
  • cm | 116.208.59.44 | ২৯ আগস্ট ২০১৪ ১৬:৫৩648950
  • তার চেয়ে দল পাকানো সিপিএমদের লিস্টি মনে হয় সোজা হবে।
  • cm | 127.247.113.196 | ২৯ আগস্ট ২০১৪ ২০:১২648951
  • ২৪ ঘন্টায় সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী জানালেন আগামী আড়াই বছরে ১০ লাখ চাকরি হবে, সরকার প্রয়োজনে আলু বাজেয়াপ্ত করে ১৪ টাকা কিলো দরে বেচবে।

    ( এ একদম আশাবরীতে অমৃতবর্ষণ)
  • | ২৯ আগস্ট ২০১৪ ২০:২১648952
  • পি এম,

    হুঁ। ধন্যবাদ।

    নেতাই, নাঃ পারে না।
  • নেতাই | 132.177.192.238 | ২৯ আগস্ট ২০১৪ ২১:০২648953
  • দেদি, ব্ল্যাংকি এদেরও কাউকে ঢোকানো যাবেনা?
  • | ২৯ আগস্ট ২০১৪ ২১:১৫648954
  • নাঃ
  • নেতাই | 132.177.192.238 | ২৯ আগস্ট ২০১৪ ২১:২৮648955
  • দেদি কেটে যাবে আগেই বুঝতে পেরেছিলাম। 29 Aug 2014 -- 03:38 PM দেখেই। মিছিমিছি জিগ্গেস করেছি। ঃ))
  • | ২৯ আগস্ট ২০১৪ ২১:৪৯648956
  • আমায় ব্যারাকিং, স্টকিং, টন্টিং করে যে লাভ হয় না সেটা তো অ্যাদ্দিনে জানা উচিৎ ছিল। :-))
  • নেতাই | 132.177.192.238 | ২৯ আগস্ট ২০১৪ ২২:৩৯648958
  • আচ্ছা ঠিকাছে। এ নিয়ে আর কিছু লিখবো না।
  • cm | 127.247.114.157 | ৩০ আগস্ট ২০১৪ ০৮:০১648959
  • এনজিও টই-এর ২৩ আর ২৪ নম্বর পাতা পড়ে এলুম। উফ কী একখান বিষোদগারই না করেছিলুম। ভাবতেও গব্ব হচ্ছে।

    তবে লিস্টিতে আবার রিভিশন দরকার। j মনে হচ্ছে দল পাকিয়েছেন।
  • - | 109.133.152.163 | ৩০ আগস্ট ২০১৪ ০৮:১৬648960
  • এই একটি বেপারেই দয়ের সঙ্গে মিল অনুভব করি ঃ-)) 29 Aug 2014 -- 09:49 PM প্রেক্ষিতে।
  • সিকি | ৩০ আগস্ট ২০১৪ ১০:১৪648961
  • সব্বাই কেমন নির্মোহ ব-প্রাপ্ত হয়ে যাচ্ছে। এমনি করলে মিনিময় হবে কী করে? গ্যালারি তো ফাঁকা পড়ে থাকবে।
  • dd | 132.172.77.4 | ৩০ আগস্ট ২০১৪ ১০:৩৫648962
  • যা হোক। এই নিরিবিলিত্বের সুযোগে আপনেদের অকাতরে জ্ঞান বিলিয়ে যাই।

    দেখুন, আপনেরা বড়োই ক্যালোর ব্যালোর করেন কিন্তু বেসিক ফান্ডাটাই হয় নি। আরে মর্মার্থ বুঝুন, উপলব্ধি করুন। নইলে লাজিক আসবে কোদ্দিয়ে?

    পাব্লিকে যখন বলে "আমি ওসব পলিটিস্ক মলিটিস্ক করি না মশাই। দিব্বি আছি"। তখুনি দেখবেন জ্ঞানীরা হাঁহাঁ করে ছুটে আসেন। ইসপেসালী গাঢ় বামেরা। "পোলিটিস্ক না করাটাই এক চক্রান্ত, আর সেটাও এক টাইপের পোলিটিস্ক" তারা কড়া গলায় শোনান। আসলে তারা অনুধাবোন করেন না।

    সরলার্থ হছে যে "দেখুন,আমার কোনো কমিটমেন্ট নেই। ক্ষি যে করি। আগে আপিসে কংরেসের ইউনিয়ন কত্তেম আর পাড়াতে সিপুএমকে ভোট দিতাম, তখোন সন্তোষী মাও কত্তেম।"পরে ইউনিয়ন সিপিএমের হয়ে গ্যালো। আম্মো। আর টুক করে তিনোকে ভোট দিয়ে এলাম। সত্যনারাণ কে সিন্নি চরাতেম। কিন্তু গতো বছরে ইউনিয়ন তিনো হয়ে গ্যালো,আম্মো। কিন্তু ,হিঁ হিঁ হিঁ, ভোটটা দিলেম লরেন বাবুকে। আর এদানী সিদ্দি সাঁইএরের চ্যালা হয়েছি। লকেটও পরি।"

    এই প্রেক্ষিত না বুঝে শুধুই এনাদের উপর রেগে যান।

    (আরো)
  • সিকি | ৩০ আগস্ট ২০১৪ ১০:৪০648963
  • এই বাজারে সততার প্রতীক দিদি, বিজেপিকেও মাওবাদীদের সিমপ্যাথাইজার বলে গাল দিয়েছেন।
  • dd | 132.172.77.4 | ৩০ আগস্ট ২০১৪ ১১:০৪648964
  • আর আরেকটা হচ্ছে নিরপেক্ষতা।

    এর অস্যার্থটি ক্ষি? সাতেও নেই পাঁচেও নেই? নাকি তুল্য মুল্য বিচার করতে হবে সব সময়? মাকুদের এগেইন্স্টে পাচটি লিং দিলে তিনোর এগেইস্টেও পাচটি দিতে হবে। রসোগোল্লাকে ভালো বাসি বল্লেই বলতে হবে " মানে,ইলিশ ও ভালো লাগে তো।" সব সময়েই একটা মহতী ব্যালেনস্ড ভাব ও চরিত্র বজায় রাখতে হবে ? হবেই?

    আসোলে লোকে জিগায় "আপনে ক্ষি হনেস্ট?" কিন্তু সৎ হতে হবে এমন ক্ষি মাথার দিব্বি কে কাকে দিয়েছে? ওরম চেষ্টাই কর্বেন না।

    গর্বো সে বলুন "আমি নিরেপেক্ষ নই। আমি গু চর পাতায় দলিত মথিত নিপিড়ীতোদের সাথে। আমি লরেন বাবু, আবাপ, ওয়ালমার্ট, ইসরাইল, বিটি কটনের পক্ষে। আমি খেটে খাওয়া মালিকদের পক্ষে । চিরো উন্নত মম শির।"

    সন্দীপন চাটুজ্জে খুসী হবেন।
  • pinaki | 90.254.154.99 | ৩০ আগস্ট ২০১৪ ১১:৩৩648965
  • ডিডিদা নিউক পাওয়ার আর গ্লোবাল ওয়ার্মিং এর কথা বাদ গেলো। ;-)
  • lcm | 118.91.116.131 | ৩০ আগস্ট ২০১৪ ১১:৪৪648966
  • হে হে --- ডিডিদা "...খেটে খাওয়া মালিকদের পক্ষে..." ।

    আমি নিরপেক্ষ নই। অকর্মার-ধাড়ী + সব-ব্যাপারে-ফোরণ-কাটিয়েদের পক্ষে।
  • dc | 52.104.60.89 | ৩০ আগস্ট ২০১৪ ১১:৪৭648967
  • বাঃ ডিডিদা ঠিক আমার নিরপেক্ষতার বর্ণনাটা দিয়েছেন। একটা ইস্যুতে যে পার্টির স্ট্যান্ড আমার মতের সাথে মেলে আমি সেই পার্টিকে সাপোর্ট করি, বাকিদের বিরোধিতা করি। আরেক ইস্যুতে আরেক পার্টি। আবার সব সময়েই যে আমার মত একইরকম থাকে তাও না। ইচ্ছে হলে হঠাত মত পাল্টে ফেলি, আবার কয়েকদিন পর হয়তো পুরনো মতে ফিরে আসি। কখনো কখনো দুয়েকটা ছোট্ট ঢপও দিয়ে দি। কাউকে হয়তো বললাম, জানো তো, আমি রিটেলে ওয়ালমার্টের অনুপ্রবেশের তীব্র বিরোধী। এদিকে মনে মনে ভাবছি পাড়ার কাছে একটা ওয়ালমার্ট খুললে মন্দ হয়না।
  • lcm | 118.91.116.131 | ৩০ আগস্ট ২০১৪ ১১:৫১648969
  • অত ঝামেলার মধ্যে যাই না, সারা দিনে ঘুরে ফিরে সব পার্টিকেই অন্তত একবার করে সাপোর্ট করি। আর যখন কাউকে সাপোর্ট করি তখন বাকিগুলোকে গাল দিই - নইলে সাপোর্টটা ঠিক জম্পেশ হয় না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন