এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শিশুশ্রমের সমর্থনে কিছু কথা :

    একক
    অন্যান্য | ১২ অক্টোবর ২০১৪ | ২১২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | 24.99.94.25 | ১২ অক্টোবর ২০১৪ ০৪:৫৪650076
  • সত্যার্থী নোবেল শান্তি পুরস্কার পাবার পর স্বাভাবিক ভাবেই শিশু শ্রম নিয়ে কথাবার্তা শুরু হয়েছে | এই হুজুগে পৃথিবীতে পুরস্কার জিনিসটার তো সদর্থক ভূমিকা এইটুকুই যে আবার আলোচনার স্পেস তৈরী হয় |
    চাইল্ড লেবার প্রসঙ্গে কিছু মত প্রকাশ করে আমি আগেও অনেকের অপ্রিয়ভাজন হয়েছি কিন্তু তাও বলব | আমি কন্ট্রোলড এনভায়রনমেন্ট এ চাইল্ড লেবার সাপোর্ট করি | হ্যা ,করি | রামকৃষ্ণ মিশনের গদাধর প্রজেক্ট /তার আগেও বহু প্রজেক্ট এ ছোটো ছোটো ছেলেমেয়েদের দেখেছি যারা প্রতিনিয়ত শিশু শ্রম দেয় অত্যন্ত বাজে পরিবেশে এবং নানারকম এবিউস এর শিকার | চাইল্ড লেবার কে বে-আইনি করে রাখার ফলে একচুয়ালি আণ-রেজিস্টার্ড চাইল্ড লেবারের সংখ্যা বাড়ছে এবং এবিউস হচ্ছে | ফিলানথ্রপি দিয়ে / এনজিও তে কিছু টাকা ডোনেট করে এর কোনো সমাধান হবে বলে আমার মনে হয়না |

    সরকার ৬ থেকে ১৬ বছরের শিশু দের আলাদা করে রেজিস্টার করুক | ইন্ডাসট্রি তে হাইলি অটোমেটেড এবং লিস্ট হ্যাজার্দাস সেকশনে এদের কাজের অধিকার দেওয়া হোক | ধীরে ধীরে এমন স্পেশাল ইন্দাস্ত্রিয়াল ইকো হাব গড়ে উঠুক যেখানে শিশুরা কাজ করবে , পড়াশোনার সুযোগ পাবে, খেতে-পরতে পাবে | রেভেনিউ যা আসবে তা শিশুদের জন্যেই ব্যায় হোক | কোনো ফিলান্থ্রপিক মডেলের দরকার নেই |

    অনেকে গলা ফাটান শিক্ষা-স্বাস্থ্য জন্মগত অধিকার | আমি জন্মগত-অধিকার কথাটাতেই বিশ্বাস করিনা | দেয়ার ইস নো ডিভাইন এনটিটি এনিহোয়ার টু প্রভাইড ইউর বার্থ রাইট | স্টেট আমাদের কে নিয়েই একটা সিস্টেম | স্টেট কেন দেখছেনা বলে চেঁচিয়ে কোনো লাভ নেই | ফিলানথ্রপি করে কিছু শিশুর দেখভাল হবে আর কিছু দাতা-র ইগো বুস্টিং | আমি এই প্রসেসের বিরোধী না | গণতন্ত্রে যে যেভাবে ভালো করতে চান করুন কিন্তু এটা ফিউচারিস্টিক মডেল না |
    কোথাও কোনো রাইট নেই | সবই প্রিভিলেজ | আমাকে বাপ-মা দেখেছেন তার জন্যে আমি কৃতজ্ঞ | কোনো দাবি দাওয়ার ব্যাপার নেই | আই এম প্রিভিলেজ্ড | আমাদের দেশে লক্ষ লক্ষ বাচ্চার এই প্রিভিলেজ নেই | লেট দেম আর্ন ইট হিউম্যানলি |

    ইন্দাস্ত্রী ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এবিউস বেড়েছে | বাচ্চাদের দিয়ে এমন সব কাজ করানো হয় যা তাদের শরীরের পক্ষে ক্ষতিকর | আবার ছাড়িয়ে দিলে সে দুবেলা কী খাবে তার ঠিক নেই | কোনো এনজিও -সরকারী স্কিম -দান-ধ্যান কোনকিছুই এমন কোনো মডেল দেখাতে পারেনা যা সেলফ সাস্টেইনেবল | একমাত্র রাস্তা যদি হাই অটোমেশন কাজে লাগিয়ে চিলড্রেন ফ্রেন্ডলি ইন্দাস্ত্রিয়াল এনভায়রনমেন্ট তৈরী করা যায় | খেয়াল করে দেখুন CNC আসার পর ইন্দাস্ত্রী ফ্লোরে মহিলাদের এক্সেপ্টেন্স কত বেড়ে গেছিল | এটাই স্বাভাবিক| যত অটোমেশন তত মেকানিকাল হ্যাজার্দ কম | এপস এর মত প্যানেলে আঙ্গুল চালিয়ে বাচ্চারাও কাজ করতে পারবে | দরকার হলে আমরা সেই ওয়র্ক প্রসেসের মধ্যেই ম্যাথস-সায়েন্স এডুকেশন ঢোকাব | কাজ করতে করতে শিখবে | এটা বাচ্চার মধ্যে একটা ভ্যালু সেন্স গ্রো করবে যে সব কিছুই কাজ করে অর্জন করতে হয় কিছুই এমনি এমনি রাইটস হিসেবে আসে না | সবচে বড় কথা ফিলান্থ্রপির দিকে তাকিয়ে বসে থাকতে হবেনা | ওটা কোনো ফিউচার মডেল না |
  • Abhyu | 106.32.178.92 | ১২ অক্টোবর ২০১৪ ০৫:১০650087
  • একমত নই। শিশুশ্রম ব্যাপারটাই তুলে দিতে হবে। এককের কথামত চলতে গেলে আমার এক বছরের মেয়েকে সঙ্গ দেবার জন্যে আমি আর একটি বারো বছরের মেয়েকে রাখতে পারি, কঠিন শ্রমের ব্যাপারই নেই, টুকটাক কাজে হেল্প করবে আর আমার মেয়ের সাথে খেলা করবে, ওকে চোখে চোখে রাখবে। পুষ্টিকর খাবার পাবে, মোটামুটি ভালো জামা পাবে, কিন্তু স্কুলে যেতে পারবে না। তাই তো? আমি কোনো মতেই এটাকে সমর্থন করতে পারি না। এমনকি স্কুলের পরে নিজের বাড়িতে থেকেও অল্পশ্রমসাধ্য কাজও নয়। ধরুণ বিড়ি বাঁধা। এখন তাতেও কঠিন শ্রম নেই, কিন্তু সেটা করতে অ্যালাউ করলেই তার থেকে আস্তে আস্তে সারা দিন ধরে বিড়ি বাঁধা চলে আসবে। সাদা কালো বাউণ্ডারি থাকা উচিত। গ্রে এরিয়া অ্যালাউ করলেই সাদার ভাগ আস্তে আস্তে কমতে থাকবে। ছোটোবেলাটা খেলা করার জন্যে, পড়াশুনো করার জন্যে। ইনকাম করার জন্যে নয়। আমাদের দুর্ভাগ্য সবাই সে সুযোগ পায় না। কিন্তু সেই সুযোগ সবাইকে পেতে হবে একদিন।
  • সে | 203.108.233.65 | ২৫ অক্টোবর ২০১৪ ০১:০৬650098
  • চারটে প্যারাগ্রাফের একটাতেও একমত হতে পারলাম না।
    বিদেশের (ইয়োরোপের) ব্যবস্থা সম্পর্কে সামান্য একটু অবগত হলে শিশুশ্রমের পক্ষে এরকম কমেন্ট হয়ত করতে পারতেন না।
  • কল্লোল | 125.242.151.45 | ২৫ অক্টোবর ২০১৪ ০৮:২৬650109
  • একক উবাচ -
    "সরকার ৬ থেকে ১৬ বছরের শিশু দের আলাদা করে রেজিস্টার করুক ় ইন্ডাসট্রি তে হাইলি অটোমেটেড এবং লিস্ট হ্যাজার্দাস সেকশনে এদের কাজের অধিকার দেওয়া হোক ় ধীরে ধীরে এমন স্পেশাল ইন্দাস্ত্রিয়াল ইকো হাব গড়ে উঠুক যেখানে শিশুরা কাজ করবে , পড়াশোনার সুযোগ পাবে, খেতে-পরতে পাবে ় রেভেনিউ যা আসবে তা শিশুদের জন্যেই ব্যায় হোক ় কোনো ফিলান্থ্রপিক মডেলের দরকার নেই ়

    অনেকে গলা ফাটান শিক্ষা-স্বাস্থ্য জন্মগত অধিকার ় আমি জন্মগত-অধিকার কথাটাতেই বিশ্বাস করিনা ় দেয়ার ইস নো ডিভাইন এনটিটি এনিহোয়ার টু প্রভাইড ইউর বার্থ রাইট ় স্টেট আমাদের কে নিয়েই একটা সিস্টেম ় স্টেট কেন দেখছেনা বলে চেঁচিয়ে কোনো লাভ নেই ় "

    সরকার ৬ থেকে ১৬ বছরের শিশু দের আলাদা করে রেজিস্টার করুক - সেই স্টেট।

    শিক্ষা-স্বাস্থ্য জন্মগত অধিকার - অবশ্যই। নাহলে আর সংবিধানে আছে কেন? মৌলিক অধ্কার ও অন্যান্য অধিকারের কাথা? সংবিধানে যখন আছে তখন ওটা একশোবার স্টেটেরই দায়িত্ব। স্টেট কি করবে না করবে তার লিস্টি তো সংবিধানেই আছে। সেগুলো পালন করুক স্টেট - ব্যস। একক কি আশা করছে শিশুশ্রম নিয়ে কর্পোরেটগুলো আইন বানাবে?
  • aka | 76.168.181.87 | ২৫ অক্টোবর ২০১৪ ০৯:১১650120
  • এককালে কালিপুজো বয়কট করেছিলাম। কারণ বাজি তৈরিতে শিশুশ্রমিক লাগে। হাতে টানা রিক্সায় উঠি নি, কারণ আমাকে নিয়ে কেউ পিঠে করে ঘুরবে?

    পৃথিবী বদলায় নি, আজও শিবকাশিতে শিশু শ্রমিক থরে থরে। আজও কলকাতায় হাতে টানা রিক্সা।

    আমি রিক্সায় চড়ি নি বলে বা বাজি কিনি নি বলে কারুর রিক্সা হাতছাড়া হল বা কারুর চাকরি গেল।

    শিশু শ্রম একটা বাস্তব। কোন স্বপ্ন নয়, লোকে তার সন্তান সন্ততিকে কাজে পাঠায় বা কে শিশু বয়সে কাজ করে সেটা তাদের বা তার কনস্ট্রেইন্ট, লাক্সারি নয়। দাবী দাওয়া অনেক শুনেছি, কিন্তু এই বাস্তবকে কি করে বদলে দেওয়া যায় তা শুনি নি। প্রবলেম স্টেটমেন্ট শুনতে শুনতে মাথা ধরে গেল।
  • cm | 127.247.114.54 | ২৫ অক্টোবর ২০১৪ ০৯:১৪650131
  • সমাধানের প্রথম ধাপ আয়ের ঊর্দ্ধসীমা আর নিম্নসীমার অনুপাত বেঁধে দেওয়া হোক।
  • aka | 76.168.181.87 | ২৫ অক্টোবর ২০১৪ ০৯:২৭650142
  • ওপর থেকে ডাইরেক্ট করে সমাধান হয় না। বেসিক প্রবলেম ইন বামপন্থা।
  • Abhyu | 109.172.117.178 | ২৫ অক্টোবর ২০১৪ ০৯:৩৪650153
  • আকার 09:11 AMএর বক্তব্যটা কি? শিশুশ্রম বাস্তব বলে সেটাকে প্রবলেম বলা চলবে না? প্রবলেম স্টেটমেন্ট শুনতে শুনতে মাথা ধরে গেল বলে আর বলা চলবে না? নাকি এখনো কোনো সলিউশন নেই বলে প্রবলেমটাকের অস্বীকার করতে হবে?
  • cm | 127.247.114.54 | ২৫ অক্টোবর ২০১৪ ০৯:৩৫650164
  • ওপর থেকে কেউ এরকম ডায়রেক্ট করছে বুঝি! না না তা কখন হবেনা। এই এজেন্ডা নিয়ে কেউ মাঠে নামতে পারে এই মাত্র। তা আপনি কি বলেন তাও শুনি।
  • aka | 76.168.181.87 | ২৫ অক্টোবর ২০১৪ ০৯:৩৬650077
  • শিশুশ্রম সমস্যা সেটা নিয়ে বলার কি আছে?
  • Abhyu | 109.172.117.178 | ২৫ অক্টোবর ২০১৪ ০৯:৪০650079
  • এককের বক্তব্য তো শিশুশ্রমকে সমর্থন করে। 09:11 AMপোস্টে আকাদা তার বিপক্ষে কিছু লেখ নি, বরং বলেছিলে প্রবলেম স্টেটমেন্ট শুনতে শুনতে মাথা ধরে গেল। তাই মনে হয়েছিল যে তুমিও হয়তো মনে কর যে শিশুশ্রমকে লেজিটিমাইজ করলে সমস্যার সমাধান হবে। যেমন দারিদ্র্যসীমা কমিয়ে দিলেই গরীবের সংখ্যা এক লাফে অনেকটা কমে যায়।
  • cm | 127.247.114.54 | ২৫ অক্টোবর ২০১৪ ০৯:৪০650078
  • সমাধান প্রসঙ্গে কি বক্তব্য।
  • সে | 188.83.87.102 | ২৫ অক্টোবর ২০১৪ ০৯:৫৩650080
  • হ্যাঁ, শিশুশ্রম তো বাস্তবই। এ নিয়ে কোনো দ্বিমত নেই। খুব খারাপ ধরণের বাস্তব। উন্নত দেশগুলোয় এই বাস্তবটা নেই। কেন নেই? আগে ছিলো, এখন নেই। কারণ সরকার ব্যবস্থা নিয়েছে। সরকার শিশুদের শিক্ষা ও অন্যান্য খাতে অর্থব্যয় করে। ভারতে সেটা হচ্ছে না। উন্নত দেশে শিশুশ্রম অবৈধ, কেউ যদি করায় তবে ধরা পড়লে তার শাস্তি প্রাপ্য। ভারতে শিশুশ্রম পুরোপুরি অবৈধ নয়, কেউ শিশুশ্রম করালে যদি ধরা পড়ে তখন কীরকম ও কতটা শাস্তি তা বড়ো প্রশ্ন। উন্নত দেশগুলোয় বাচ্চাদের শিক্ষার অধিকার জন্মগত অধিকার, তা কেড়ে নিতে কেউ পারে না, বাপ মা ও নয়, গরীব হোক কি বড়োলোক স্কুলে না পাঠালে স্কুল কর্তৃপক্ষ হোক কি সরকার বাপ মা কে তলব করবে, যদি তা ও না পাঠায় তবে শিশুটির প্রতি অধিকার হারাবে বাপ মা।
    একটা শিশু শ্রমের বিনিময়ে তার পরিবারে অর্থ এনে দেবে, তা সে অর্থ তার নিজের গ্রাসাচ্ছাদনের জন্যে হোক কি পরিবারের অন্য মেম্বারদের জন্যেই হোক না কেন - এটা কোনো কাজের কথা নয়। এর সপক্ষে প্রত্যেকটা যুক্তিই অমানবিক। সেটাও খুব বাস্তব শিশুশ্রম থাকলে তার ক্রেতাও থাকবে। তাহলে চাইল্ড পর্নোগ্রাফিও তো বাস্তব, এবং তার ও তো ক্রেতা রয়েছে দুনিয়া জুড়ে, তাহলে সেটার বিরুদ্ধে এত হৈ চৈ শোরগোল না করলেই তো হয়। অল্পবয়সী বাচ্চাদের দিয়ে যৌনকর্মীর কাজ করানো যদি অপরাধ হয়, তবে অন্যগুলো ও অপরাধ। কিন্তু আমাদের সেরকম খারাপ লাগে না এগুলো দেখতে। কারণ আমরা এতে অভ্যস্ত (চাইল্ড পর্ণ নয়, অন্য শিশুশ্রম)। যারা এগুলোয় অভ্যস্ত নয় তাদের খারাপ লাগে। ভারতীয় সভ্যতায় বড়ো হয়ে ওঠা আমরা প্রত্যেকেই দেখেছি বাচ্চা বাচ্চা ঝি চাকর, আমাদের নিজেদের বাড়িতে (হয়ত এখানে স্বীকার করতে খুব লজ্জা হবে তাই অস্বীকার করে নেয়াই ঠিক) হাল্কা কাজ করে এসেছে, ফাই ফরমাস খাটা, মনিবের ছোটো শিশুকে দেখে রাখার কাজ, জল এনে দে, দোকান থেকে এটা নিয়ে আয় ওটা নিয়ে আয়, ঘর মুছে দেয়া, রান্নার কাজে সাহায্য করা, এগুলো দেখে দেখে চোখ অভ্যস্ত আমাদের। কোনো লজ্জাবোধ হয় না। বাড়ীতে দুটো কি তিনটে শিশু রয়েছে, তাদের দেখাশোনার জন্যে আরেকটি শিশু- যে কিনা শ্রমিক। নর্ম্যাল প্র্যাক্টিস। শ্রমিক শিশুটি খেটে খাচ্ছে, একটা অপমান বয়ে বেড়াচ্ছে। মনিব শিশু(দে)র সঙ্গে খেলছে। মনিব শিশু(রা)ও জানে যে শ্রমিক শিশুটি তা(দে)র দাস, সেই শৈশব থেকেই এটা শেখা হয়ে যাচ্ছে, তাই পরবর্তী জীবনে শিশুশ্রমিক দেখলে কোনো লজ্জাবোধ হয় না। এই সামাজিক পরিকাঠামোয় বেড়ে ওঠা কারোরই লজ্জাবোধ নেই, যদিনা চোখে আঙুল দিয়ে দেখানো হয়, এবং উন্নত দেশগুলোয় ও এটা খুব খারাপ কাজ বলে দাগিয়ে দেওয়া হয়। নইলে সব ঠিক আছে। "কী করবে বলুন? ওরা তো গরীব, কেমন করে পেট চালাবে? নিজেরাই খেতে পায় না এদিকে একগাদা করে বাচ্চা জন্মাচ্ছে।" যেন বাচ্চা জন্মানোর অধিকার গরীবদের থাকতে নেই।
    সরকার তো করবেই, সরকারেরই তো করা দরকার। কিন্তু সরকার করেনা কেন? সরকার আমার আপনার মতো মানুষ দিয়েই তৈরী। আমরা না চাইলে স্টেট ও চাইবে না শিশুশ্রম বন্ধ হোক, গরীবের বাচ্চা স্কুলে যাক। যে কোনো শিশুর শিক্ষার অধিকার থাকুক।
    অ্যামেরিকায়/ইয়োরোপে গরীব নেই নাকি? সেই গরীবদের বাচ্চারা শিশুশ্রম করে টাকা আনে? বাচ্চাদের শিক্ষার অধিকার কি সেসবখানেও অপশনাল নাকি? ম্যান্ডেটরি নয়?
    নিজের বাচ্চা জন্মালে দুই বছর কি আড়াই বছর বয়েস হতে না হতে আমরা প্রিস্কুল মন্তেস্যরী, ক্রেশ, আরো কতো কিই না খুঁজতে থাকি, তারপরে কিন্ডারগার্টেন, হ্যানো স্কুল ত্যানো স্কুল, - আমাদের মুখে শিশুশ্রমের সপক্ষে কোনো যুক্তিই মানায় না। শুনতেও ঘৃণা হয়।
  • aka | 76.168.181.87 | ২৫ অক্টোবর ২০১৪ ০৯:৫৫650081
  • একেবারেই না, কিন্তু অন্য অন্নের সংস্থান না করে শিশুদের শ্রম করে পাওয়া অন্ন মারার বিরোধীতা করি। একক তো এককীকরণ করছে তার্সাথে আমার বক্তব্যের কোন সম্পর্ক নেই।
  • cm | 127.247.114.54 | ২৫ অক্টোবর ২০১৪ ১০:০৫650082
  • এই টই এ লেখার ইচ্ছে ছিল না। কিন্তু যখন লিখেই ফেলেছি প্রশ্ন হল কি করণীয়? বা ঘুরিয়ে বললে শিশুশ্রম বন্ধ করার লক্ষ্যে আমরা কি করতে রাজি আছি। যদি বলি আমি যেমন চলি তেমনি চলব কোথাও একপয়সা কন্ট্রিবিউট করবনা অথচ আমি শিশুশ্রম বিরোধী, তাহলে শিশুশ্রম বিরোধী আলোচনায় আমার কিছু বলার থাকেনা।
  • সে | 188.83.87.102 | ২৫ অক্টোবর ২০১৪ ১০:০৯650083
  • আর শুধু শ্রমই কেন? শিশুঠ্যাঙানিও আমাদের কালচার। বেশ ভালোমতোই। বাড়ীতে নিজেরাও চড়চাপড় ঠ্যাঙানি খেয়ে বড়ো হয়েছি, বাচ্চাদেরো সেভাবেই বড়ো করব। শিশুশ্রমিককেও "কথা না শুনলে" কানমলা চড় থাপ্পড় দেবো - এ আর অধিক কি? ইস্কুলেও শিশু অনস্থায় কোন কোন মাস্টার কেমন কেমন পেটাতো সেসব বলে স্মৃতি রোমন্থন করা ভারতীয় আমরা। অবশ্য বিলেত অ্যামেরিকায় গেলে নিজের সন্তানকে "মানুষ করবার জন্যে" ক্যালাতে দ্বিধাবোধ করব (পড়ুন সাহসে কুলোবে না, তা সে বাচ্চা যতই বেয়াদপি করুক না কেন), কারণ সরকার জানতে পারলে হুড়কো দেবে।
  • aka | 76.168.181.87 | ২৫ অক্টোবর ২০১৪ ১০:১৩650084
  • মনে পড়ে গেল। আমাদের পাড়ার রামনারায়ণ গেয়ে ভিক্ষে করা একজনকে বাবার কোট দিয়ে দিয়েছিলাম। কাউকে কিছু না জানিয়ে।

    আর একটু বড় হয়ে ভিক্ষে দেওয়া বন্ধ করে দিলাম। মানে খাদ্য টাদ্য ইত্যাদি সবার রাইট।

    এখন আবার দিই, গাড়ি ঘুরিয়ে নিয়ে গিয়ে দিই, চোখে পড়লে।

    অন্য বন্দোবস্ত না করে কারুর পেটের ভাত কাড়ার বিপক্ষে।

    শিশুশ্রম বাই প্রোডাক্ট। আসল সমস্যা আণ্ডার ডেভলপমেন্ট।
  • সে | 188.83.87.102 | ২৫ অক্টোবর ২০১৪ ১০:৩৯650085
  • কন্ট্রিবিউট করা মানে কি শুধুই এন্জিও?
    দেশের মানুষ ট্যাক্স দিচ্ছে সেটা কি কন্ট্রিবিউশান নয়? সেই ট্যাক্সের পয়সা থেকে সরকারের ব্যবস্থা করা দরকার শিশুদের শিক্ষা, খাদ্য, স্বাস্থ্যখাতে। নজর রাখতে হবে যেন এই ম্যাল্‌প্র্যক্টিস আর না হয়। আমাদের দ্বারাই তো সরকার তৈরী হচ্ছে। আমরা যদি চাই তবে হবে।
    আবার আমরা যদি না চাই তাহলে হবে না।
    যদি আমরা চাইব শিশুশ্রম থাকুক তবে এতে আমাদের সুবিধে অনেক। সস্তায় শ্রম, সস্তায় পন্য, শিশুদের অশিক্ষা, শিশু বয়সেই শ্রমের সাইড এফেক্টজনিত ব্যাধিতে মৃত্যু (টিবি, ইঃ), যারা বেঁচে রইল তারা প্রাপ্তবয়স্ক অশিক্ষিত মানুষ, অশিক্ষিত লেবার, আনস্কিল্ড লেবার, চীপ লেবার, হোয়াইট কলার জবে এরা কম্পিটিশনেই আসবে না, সমস্ত সুযোগ সুবিধা থাকবে বড়োমানুষদের জন্যে, সমাজে গরীব ও তাদের শিশুরা বড়োমানুষদের সেবায় নিযুক্ত থাকবে, বংশপরম্পরায়। তবে মাঝে মাঝে তাদের জন্যে দান ধ্যান করব, কিছু এন্জিও থাকবে, নিরাপদ দূরত্বে আমরা বেশ ব্যালেন্সড জীবন যাপন করব।
    গরীবটরীবদের জন্যে কিছু গরীব গরীব স্কুল তৈরী হবে, যেগুলো থেকে আর যাই হোক উচ্চ শিক্ষা পওয়া অসম্ভব। সেই অসম্ভবও সম্ভব করে ফেলবে হয়ত কেউ কেউ। জীবনের সবচে বড়ো অ্যাচিভমেন্টের গল্প হবে দারিদ্র্য কাটিয়ে কে বড়োলোক হতে পেরেছিলো, হাতে গোনা যাবে সংখ্যাগুলো। বাকি ট্র্যাডিশন সমানে চলবে।
    বিদেশের মাল্টিন্যাশানালরাও আসবে সস্তায় শ্রম পেতে (হাঁ হাঁ করে উঠবেন না, প্ল্যান্টেশনের কাজে শিশুশ্রম ব্যবহার করা হয়, সেই সব ভেষজদ্রব্য অত্যন্ত সুলভে কেনেন বিদেশী ওষুধের সংস্থারা), নিজেদের দেশে তারা এই ম্যালপ্র্যাক্টিস করতে পারছে না, তাই ভারতে এসে করছে। আমরাও এনকারেজ করব এগুলো। অ্যাটলিস্ট শিশুদের বেসিক খাবার দাবার তো জুটছে। শৈশব মানে কী? খাটো আবার পেট ভরাও।
  • aka | 34.96.239.132 | ২৫ অক্টোবর ২০১৪ ১০:৪৫650086
  • হ্যাঁ আমি এনকারেজ করব। না খেতে পেয়ে মরার থেকে অশিক্ষিত থেকে সারা জীবন ডিস ধোয়া বেটার বলে মনে করি বলে।

    আর ট্যাক্স তাও ভারতে। যারা চাকরি করে উপায় নেই বলে দেয়। বাকি সবাই মারে।

    ভারতে ট্যাক্স হল কূমীর ছানা। দুআনা ট্যাক্সে শিশু শ্রম দুর হবে, সকলের জন্য স্বাস্থ্য হবে, ইনফ্রাস্ট্রাকচার হবে, সগ্গের সিঁড়িও হতে পারে।
  • সে | 188.83.87.102 | ২৫ অক্টোবর ২০১৪ ১১:০১650088
  • ট্যাক্স মানে শুধু ইনকাম ট্যাক্স নয়। জানেন নিশ্চয় সারাভারতে সেল্স্‌ ট্যাক্স্‌ও আছে, প্রতিটি রাজ্যের নিজস্ব?
    "ট্যাক্স পেয়ার্স মানি" কথাটা ভারতবর্ষেও খাটে কিন্তু। ট্যাক্স সব্বাই দেয়, হ্যাঁ কিছু লোক ইনকাম ট্যাক্স ফাঁকি দেয় সেটাও সত্য।
    না। খেয়ে বাঁচার জন্যে শিশুশ্রম - এটা সমস্যা। এটা সমাধান নয়। এটা ঠিক নয়।
  • π | ২৫ অক্টোবর ২০১৪ ১২:৩১650089
  • অনেকদিন আগের কথা। তখন সবে সবে মুম্বইয়ের এক স্টেশন থেকে অনেক শিশু শ্রমিককে উদ্ধার করে এক এনজিও খবরের শিরোনামে। সবাই ধন্য ধন্য করছে। আমরাও। সেরকম সময়েই অনিল সদগোপাল আসেন, বক্তৃতা দিতে। প্রশ্ন করেন, এদেরকে শ্রম দিতে পাঠিয়েছিল তো এদের বাবা মা রাই। কেন পাঠাতে হল বা আজও এই শিশুদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হলে তাদের ভরণ পোষণের ভার কি এই বাবা মা নিতে পারবেন সে প্রশ্ন কি আমরা করছি ? আর না নিতে পারলে সেটা কেন পারছেন না, কার দোষ সে নিয়েও কি প্রশ্ন করছি ?
    এককের পোস্টের সাথে কোনোভাবেই একমত নই, আমি জন্মগত অধিকারে বিশ্বাসী , কিন্তু এই প্রশ্নগুলো না উঠে শুধু শিশুশ্রম উঠিয়ে দেবার কথা উঠলে মনে হয় শুধু আগা কাটার কথা হচ্ছে। তাতে স্থায়ী সমাধান কিছু আসবেনা।

    এটা পড়লাম, 'Satyarthi has highlighted child labor as a human rights issue as well as a welfare matter and charitable cause. He has argued that it perpetuates poverty, unemployment, illiteracy, population growth, and other social problems'
    প্রশ্ন, এগুলো শিশুশ্রমের ফলে চলতে থাকে নাকি এগুলো আছে, চলতে থাকে বলেই শিশুশ্রম চলে ?
  • #debate | 127.194.193.217 | ২৫ অক্টোবর ২০১৪ ১৬:৩৯650090
  • আসলে চাইল্ড লেবার ইন্ডাস্ট্রি আর প্রস্টিটিউশন ইন্ডাস্ট্রির সমস্যা মোটামুটি একইভাবে সলভ করতে হবে বলে মনে করা হচ্ছে। মুশকিল হল, লিগালাইজেশনই যে প্রস্টিটিউশন সমস্যার একমাত্র সমাধান এব্যপারেই এখনো সকলে একমত নয়। সুতরাং একে চাইল্ড লেবারে এক্স্ট্রাপোলেট করলেও ঐকমত্য দূর-অস্ত।
  • hu | 105.59.87.60 | ২৫ অক্টোবর ২০১৪ ১৭:৫৭650091
  • অনিয়ন্ত্রিত ও দায়িত্বজ্ঞানহীন বংশবৃদ্ধি যতদিন মানুষের জন্মগত অধিকার থাকবে ততদিন শিশুদের জন্মগত অধিকারগুলো (শিক্ষা-স্বাস্থ্য ইত্যাদি) খুব সম্ভবত বাস্তবায়িত করা যাবে না।
  • Tim | 105.59.87.60 | ২৫ অক্টোবর ২০১৪ ১৮:০৩650093
  • ম্যাকডোনাল্ডকে ১৫০০ ডলার জরিমানা। ঃ-)
  • Tim | 105.59.87.60 | ২৫ অক্টোবর ২০১৪ ১৮:০৭650094
  • গরীবের বাচ্চা জন্মানোর অধিকার নেই কথাটা যত র‌্যাডিকাল লাগছে শুনতে ততটাও নয়। উন্নয়নশীল দেশে গরীবের শিক্ষা, স্বাস্থ্য, সুবিচার থেকে শুরু করে অনেক কিছুরই অধিকার নেই। এতে আশ্চর্য্য হওয়ার কিছু নেই।
  • sosen | 125.241.82.92 | ২৫ অক্টোবর ২০১৪ ১৯:২০650095
  • ভারতের মতো দেশে শিশুশ্রমে আমি খুব আপত্তির কিছু দেখিনা, যদি সেই শ্রম স্ট্রাক্চারড, টিপিক্যাল কতগুলো হাল্কা কাজের মধ্যে বাঁধা হয়, এবং যাঁরা শিশুশ্রমিক নেবেন তাঁরা শিশুকে শিক্ষা দিতে ও স্বাস্থ্যের অধিকার দিতে বাধ্য হন। ইনফ্যাক্ট অনেকটা এককের মতো-ই আমিও অনেকটা মনে করি কোম্পানিগুলির একটা বিশেষ পরিমাণ শিশুশ্রম নিয়ে তার পরিবর্তে শিক্ষা ও স্বাস্থ্যের ব্যবস্থা করা উচিত।
    কিন্তু খুব ছোটো এনভায়রনমেন্টে এর প্রয়োগ করতে গিয়ে কিছু অসুবিধা পেয়েছি। একটা গল্প বলে যাই।
    সন্তানহীন এক দম্পতি, বাড়ির ছোটোখাটো কাজের জন্য একটি শিশুকে এই কড়ারে চান যে তাকে ওঁরা মিউনিসিপ্যালিটি ইস্কুলে পড়াবেন এবং হেল্থ কভার করবেন। একটি আট বছরের ছেলের পরিবার সানন্দে রাজি হয়, এরা গুট্খার ফ্যাক্টরিতে কাজ করতো, ছেলেটির হাতে এতো টোবাকোর কালো ছোপ ছিল যে তাকে আমরাই ডাক্তার দেখাচ্ছিলাম, তাছাড়া চান্স পেলেই নেশা করতো।
    নিয়ম ছিল প্রতি সপ্তাহে তারিক নামক শিশুটিকে তার ফুট্পাথের বাড়িতে ফিরে যেতে হবে। কিছুদিন বাদে তারিক নিজেই আসতে চাইলো না। এটা আমাদের হিসেবে ছিলনা। এক্সপেরিমেন্টাল প্ল্যান এদিক ওদিক করে শেষ অবধি আমরা তাকে মাসে একবার বাড়ি আসতে নির্দেশ দিই। তারিক দ্রুত সেরে উঠছিল।
    মিউনিসিপ্যালিটি স্কুলের টিচারের কাছ থেকে একটি ডিস্টার্বিং রিপোর্ট পাওয়া যায় কিছুদিন বাদে। কোনো নিচু ক্লাসের ছেলের সংগে তারিককে যৌনক্রীড়ারত অবস্থায় পাওয়া যায়। বাড়িতে রিপোর্ট করার পর মহিলা শিশুটিকে আর রাখতে চাইলেন না।
    আমাদের সন্দেহ হয়েছিল ঐ বাড়ির পুরুষটিই এই ব্যাপারটিতে তারিককে ইন্ট্রোডিউস করেন, কারণ টিচারের রিপোর্ট অনুযায়ী যে রকম শব্দ তারিককে ব্যবহার করতে শোনা গিয়েছিল ঐ সময়, তা কোনো শিক্ষিত ব্যক্তি-ই ব্যবহার করতে পারেন।
    হ্যাজার্ড অফ এন্ভায়রনমেন্ট কন্ট্রোল করা শিশুদের ক্ষেত্রে বেশ কঠিন। কন্ট্রোলড এনভায়রনমেন্ট সুনিশ্চিত না করা অব্দি শ্রমে শিশুদের expose করা খুব কঠিন-যে কথা এককও বলেছেন।
  • π | ২৫ অক্টোবর ২০১৪ ২১:৩০650096
  • এই শ্রমের বিনিময়ে খাদ্য, শিক্ষা পাবার মডেল সব স্তরের শিশুর জন্যেই প্রযোজ্য তো ? মানে, একক যখন রাইট বলে মনে করিস না, তখন তো সেটা কোন শিশুর জন্যই থাকা উচিত না, তাই না ?

    আর সোসেন লিখেছে, 'যাঁরা শিশুশ্রমিক নেবেন তাঁরা শিশুকে শিক্ষা দিতে ও স্বাস্থ্যের অধিকার দিতে বাধ্য হন।' অধিকার ই যদি হয়, তাহলে তার জন্য শ্রম দিতে হবে কেন ?
  • কল্লোল | 111.59.29.33 | ২৬ অক্টোবর ২০১৪ ০৭:৫৮650097
  • যুক্তি ঃ শিশুশ্রম বেআইনী হলেও তাকে সমর্থন করতে হবে - কারন রোজগার।
    এটাকে কি এই পর্যন্ত নেওয়া যায় - অনুপ্রবেশ বেআইনী হলেও তাকে সমর্থন করতে হবে - কারন রোজগার।
  • dd | 132.172.67.119 | ২৬ অক্টোবর ২০১৪ ০৯:৫৫650099
  • এটা খুব সেনসিটিভ টপিক। অনেকেই খোলাখুলি লিখতে দু বার চিন্তা কর্বেন।

    একক অব্শ্যি ধাঁ করে লিখে দিয়েছে। শিশু শ্রমিক/পুনর্বাসন নিয়ে কাজ করেন এমন এক্জনেরে জিজ্ঞাসা করেছিলেম। তিনিও কইলেন শিশু শ্রমিক ব্ল্যান্কেট ব্যান করলেই সমস্যা মিটবে না। ব্যাপারটা যাস্ট আইনের নয়।

    আমারো মনে পরলো, বছর পয়তিরিশ চল্লিশ আগে আম্মো ওরম ,এন জি ও না কি বলেন আপনেরা, সেরম কত্তেম কলকাতার বস্তিতে। শহরের বুকেই। ওখানেও একই কথা শুনেছি। বাচ্চাটা একটু হাত না লাগালে খাওয়াবো কি? এর উত্তর তখন জানা ছিলো না, এখনো নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন