এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শিশুশ্রমের সমর্থনে কিছু কথা :

    একক
    অন্যান্য | ১২ অক্টোবর ২০১৪ | ২১২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | 188.91.253.22 | ২৮ অক্টোবর ২০১৪ ১৩:২১650133
  • এই বাচ্চাগুলোর দায়িত্ব ফায়িত্ব তাহলে কার সোসেন? এবং কেন?
  • sosen | 192.66.9.120 | ২৮ অক্টোবর ২০১৪ ১৪:১০650134
  • দায়িত্ব বলে একটা জিনিসের অস্তিত্বই এরা জানে না। আমরা ওদের ধরে জোরজবরদস্তি স্টেরিলাইজেশন করতে পারি, ওরা করতে চাইবে না, মেয়েরা কিছুটা চাইলেও পুরুষেরা চাইবেনা। আর যে সব মেয়েরা করবে তারাও জ্ন্মেছে এমন ছেলেমেয়েদের ভালো করে দেখাশোনার জন্য করবে না। হাঙ্গামা কমাতে করবে। আমাদের থিওরিগুলো ওদের ওপর খাটে না।
    বাচ্চাদের দায়িত্ব তবে কার? ওদের নিজেদের। মায়ের দুধ ছাড়ার পর থেকেই ওরা নিজেদের দায়িত্ব নেয়। স্টেশনে বাচ্চাদের নিজস্ব গ্যাং থাকে। লিডার থাকে। ওরা স্বনির্ভর।
    আইডিয়ালি কার হওয়া উচিত তা নিয়ে কিছু বলতে পারবো না।
  • জটাশঙ্কর ওঝা | 99.0.104.128 | ২৮ অক্টোবর ২০১৪ ১৪:২৮650135
  • জীবনের নিয়ম সোজা জন্মে গেলে বেঁচে থাকতে হবে এই নিয়মেই সবাই বাঁচে।
  • কল্লোল | 111.63.92.102 | ২৮ অক্টোবর ২০১৪ ১৬:০২650136
  • দু। রাষ্ট্র নেই - এরকম অবস্থায় সমাজ পৌঁচালে শিশুশ্রম থাকার প্রশ্নই থাকবে না।
    কিন্তু যতদিন রাষ্ট্র আছে তাকে তার দায়িত্ব পালন করতে হবে। সাংবিধানিক অধিকার রাষ্ট্রই দিয়েছে।
  • একক | 24.99.78.66 | ২৮ অক্টোবর ২০১৪ ২১:৪০650137
  • "এরকম অবস্থায় সমাজ পৌঁচালে শিশুশ্রম থাকার প্রশ্নই থাকবে না।"

    একটু ডিটেইল এ শুনি :)
  • pi | 24.139.221.129 | ২৮ অক্টোবর ২০১৪ ২৩:১২650138
  • 'পথবাসীদের সন্তানস্নেহ, দায়িত্ব? সন্তান জন্মানোর সাথে দায়িত্ব ইত্যাদির যোগাযোগ শুধু আমরাই করি-অর্থাত যাদের এতটুকুও উদ্বৃত্ত আছে। তারা শিশুকে ইস্কুলে পাঠাবার চেষ্টা করে। করেনা যারা-এই বিপুলা ভারতের অন্তেবাসীরা, তাদের জীবনের সঙ্গে একটু সরাসরি যোগাযোগ করলেই দেখতে পাবেন সেক্স ও নেশা ছাড়া তাদের আর কোনো বিনোদনই নেই। সন্তান একটা বাইপ্রোডাক্ট।'

    পথবাসীদের সন্তানস্নেহ, দায়িত্ব থাকেনা, এরকম জেনেরালাইজ করা যায় নাকি ? শহরে, বিশেষ করে আনার্গানাইজড সেক্টরে কর্মরত অনেকেই শহরে কাজের জায়গার কাছাকাছি থাকেন এবং সেখানে বস্তিটুকুও অ্যাফোর্ড করতে পারেন না। বাধ্য হয়ে পথে থাকেন। এঁদের অনেকের সন্তানই শিশুশ্রমিক, কিন্তু সেটা কতটা তাঁদের স্নেহের অভাববোধের জন্য ?
  • সে | 188.83.87.102 | ২৯ অক্টোবর ২০১৪ ০৪:১৫650139
  • সন্তানস্নেহ জিনিসটা ঠিক বাইরে থেকে বুঝবার ব্যপারে নয়। যে নিজের শিশুকে কাজ করতে পাঠায়, বাধ্য হয়েই পাঠায় - শখ করে নয়।
  • sosen | 111.63.173.114 | ২৯ অক্টোবর ২০১৪ ০৭:১৪650140
  • জেনারালাইজ না হলেও ক্যাটেগরাইজ করা যায়, পাই। পথে যারা বাস করে, সকলেই বাধ্য হয়ে বাস করে তা নয়। স্ট্রে চিল্ড্রেন আর বাড়ির শিশুর মধ্যে একটা মেজর ফারাক আছে। পথের বাসিন্দাদের শেল্টারে নিয়ে যাওয়া খুব কঠিন। শহরে কাজ করতে এসে যাঁরা অস্থায়ী ঝুপড়িতে বাস করেন তারা পথবাসী নন।
    তারপর যদি জৈবিক সন্তানস্নেহর কথা বলো, শিশুর জীবনের প্রথম কয়েকটি বছর তা থাকে, তারপর থাকে না। স্নেহ একটি মনোভাব যা পথশিশুদের , পথবাসীদের এডুকেশন সিস্টেমে থাকে-তাদের ওটা শেখাতে হয়। টু প্র্যাকটিস কম্প্যাশন--এটা না থাকলে ওরা টেরিটরি মার্ক করে, সামান্য জিনিস নিয়ে দাঁতে নখে মারপিট করে। স্ট্রাকচার্ড ফ্যামিলি থাকা এবং না থাকার মধ্যে একটা বিরাট ফারাক আছে। আরো একটা জিনিস-এদের সন্তানরা কিন্তু বেশিরভাগ-ই শ্রম দিলে-নিজের ইন্টরেস্টে দ্যায়। শিশুকে রোজগারের জন্য এঁরা পাঠান না-ভিখিরিরা ছাড়া। শ্রমের জন্য সন্তানকে পাঠানো বেশিরভাগ ক্ষেত্রেই গৃহস্থ পরিবারের লক্ষণ।
  • sosen | 111.63.173.114 | ২৯ অক্টোবর ২০১৪ ০৭:৪৩650141
  • এগুলো মাত্র আমার পর্যবেক্ষণ। আরও ডিসক্লেইমার-এর মানে এই নয় যে আমি শিশুশ্রমকে সমর্থন করি--কিন্তু শিশুশ্রম যদি আটকানো না যায় তবে তাকে স্ট্রাকচারড করে তোলা দরকার।
  • lcm | 118.91.116.131 | ২৯ অক্টোবর ২০১৪ ০৮:৩৯650143
  • সোসেনের অবজার্ভেশন, বিশেষ করে শেষ লাইনটি প্রণিধানযোগ্য - গৃহস্থ পরিবারের লক্ষণ।
    কাছাকাছি বিষয় নিয়ে একটা ইন্টারেস্টিং লেখা বেরিয়েছিল, টাইম ম্যাগাজিনেই বোধহয়। এই যে শিশুরা ছোট বয়েসে স্কুলে যাবে, পড়াশোনা করবে, শিক্ষিত হবে - এবং শিক্ষিত না হলে মানুষ হবে না - এই যে ধারণা, এই মডেল, এসেছে পশ্চিম থেকে। এবং এর বাইরের কোনো পদ্ধতিকে স্বীকৃতি না দেওয়া, এবং অশিক্ষিত=অসম্পূর্ণ, এই থিওরি। এখানে একটা কথা লিখেছিল, যে পড়াশোনাও একটা শ্রম। কিন্তু আমরা সেটা মনে করি না, আমরা ধরেই নিচ্ছি, শিশু স্কুলে যেতে চায়, বই পড়তে চায়, শুধু তাই নয় শিশুকে পড়াশোনা করতে না দেওয়াকে আমরা অপরাধ মনে করি, ঘোরতর অন্যায়। কিন্তু শিশু যদি অন্য শ্রম করতে ভালোবাসে - তখন কি হবে? কোনো শিশু যদি পড়াশোনার থেকেও পারিবারিক কাজে শ্রম দিতে বেশী পছন্দ করে তখন কি হবে।
    এইসব নিয়ে...
  • | 183.17.193.253 | ২৯ অক্টোবর ২০১৪ ০৮:৫৪650144
  • পথশিশুদের মধ্যে আরেকটা জিনিস খুবই স্বাভাবিক নিয়মে আসে।সেটি হলো স্বাধীনতাবোধ। সমস্ত কিছুর পরেও এই যে নিজের খেয়ালখুশিতে বেঁচে থাকা- কোনো নিয়মকানুনের বালাই না থাকা আরেকরকম করে জীবনকে জানতে শেখায়, যা গৃহপালিত শিশুদের সঙ্গে মেলে না। একটা গোটা পরিবার যদি একসঙ্গে পথে বাস করে তবুও তাদের পারিবারিক বন্ধন ততটা শক্তপোক্ত নয়। বাচ্চারা ছোট্ট থেকেই নিজের মত করে বাঁচতে শেখে এবং শিখে যায়।
    আমার এক বন্ধু অতি সম্প্রতি একটি পথশিশুর অভিভাবকত্ব পেয়েছে। সেই বাচ্চাটির বিকাশ বা ব্যক্তিত্ব অনেকটাই আলাদা এবং অনেকসময়ই চেনা ছকের বাইরে।এই পৃথিবীতে নিজের মত করে বেঁচে থাকতে যে শিখেছে, গৃহের নিরাপত্তা,নিয়মকানুন,আদর,ভালোবাসা তাকে খুব আকর্ষণ করছে না, এইটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট,এবং আমাদের জগতে কেমন ভাবে তাদের পুনর্বাসন সম্ভব এটাও আরেকটা প্রশ্ন।
  • | 183.17.193.253 | ২৯ অক্টোবর ২০১৪ ০৮:৫৭650145
  • ডিসক্লেমার দেওয়া হয়নি।

    * অভাবের কারণেই অভিভাবকের পক্ষে শিশুর যত্ন নেওয়া সম্ভব হয় না। ফলে গৃহপালিত শিশু এবং পথশিশুর একই রকম যত্নশীল অভিভাবক থাকতেই পারে বলে আমার সঙ্গে কেউ তর্ক করবেন না।
  • π | ২৯ অক্টোবর ২০১৪ ০৯:২০650146
  • পথবাসী বলতে ঠিক কাদের বোঝাচ্ছ ? স্ট্রে চিলড্রেনই বা কাদের বলছো ? পথবাসীদের সন্তান ? কোন পথবাসীদের সন্তান ?
    স্ট্রে চিল্ড্রেন যদি বলো, তাদের একটা অংশ নানা কারণে বাড়ি ছেড়ে বা পালিয়ে আসা ছেলেপুলে। তারা নিজেদের সারভাইভালের জন্যেই রোজগার করে। তাদের মা বাবা নট নেসেসারিলি পথবাসী।
    আর আরেকটা অংশ তো পথশিশু হলেও সে অর্থে স্ট্রে নয়। পরিবারের সাথে বাস করে। আর এই অংশটাও কম নয়।
    টিসের একটা স্টাডি দেখেছিলাম।পুরো মুম্বইয়ের পথশিশু সেন্সাস। গতবছরের। এরকম এই প্রথম। তাতে বলেছে ৬৫% শিশু পরিবারের সাথে বাস করে ..The census helped bust some myths about children who make homes out of railway platforms, pavements and bus stops.Contrary to popular perception of runaway children, 65 % of street children lived with their families in temporary structures.। মানে এদেরকেও সেন্সাসে পথশিশুই বলছে। কোথাও কোথাও এদেরকে ফুটপাথবাসীদের সন্তানের থেকে আলাদা করা হয়েছে।
    তুমি ঠিক কাদের কথা বলছো ?

    আর ঐ সেন্সাসে দেখা গেছিল মুম্বইয়ের সমস্ত পথশিশুর মধ্যে ~২৫% চায়ের দোকান, ফুল, ফল, কাগজ বেচা, কন্স্ট্রাকশনের কাজ , ভিক্ষা ইঃ করে।

    আর হ্যাঁ, মুম্বইয়েরই পুরানো একটা স্টাডি পড়েছিলাম। সেখানে বলা হয়েছিল, এই runway children , তারাও কিন্তু মা বাবার অবহেলার জন্যই আলাদা থাকছে তা নয়, বলা হয়েছিল আরো অনেক কিছু এর জন্য দায়ী।
  • π | ২৯ অক্টোবর ২০১৪ ০৯:২৮650147
  • আর মা বাবার অবহেলার জন্য যারা এভাবে পথে থাকছে, সেই মা বাবাও অনেক ক্ষেত্রেই গৃহস্থ।
  • π | ২৯ অক্টোবর ২০১৪ ০৯:৪৫650148
  • আমার পোস্টগুলো সোসেনকে ছিল।
  • sosen | 111.63.237.145 | ২৯ অক্টোবর ২০১৪ ১৩:৫১650149
  • মিঠুদি ৮ঃ৫৪ তে অনেকটাই বলে দিয়েছে। সেন্স অফ ইন্ডিপেন্ডেন্স। আমি আগেও বলেছিলাম কোথাও। পরিবারের সংগে থাকা মানেই পারিবারিক গন্ডিতে থাকা নয়, ঐটা তাদের টেরিটরি, তাই থাকা। পরিবার বলে কিছু অনেক ক্ষেত্রে নেই।
    স্ট্রে চিলড্রেন তারাই যারা দিনের শেষে মা -বাবার কাছে ফিরে যায় না। এরা মোটেই বাড়ি থেকে পালানো নয়, বেশির্ভাগই রাস্তায় জন্মানো। মা -বাবার অবহেলার কথা আমি ঠিক জানিনা। বাবা ব্যাপারটা অনেক ক্ষেত্রে এক্সিস্টই করে না।
    মুম্বাই এর কথা ঠিক জানি না। শহরের নেচার অনুযায়ী পথবাসীদের নেচার বদলায়।
  • একক | 24.99.69.31 | ২৯ অক্টোবর ২০১৪ ১৬:২৪650150
  • " সেই বাচ্চাটির বিকাশ বা ব্যক্তিত্ব অনেকটাই আলাদা এবং অনেকসময়ই চেনা ছকের বাইরে।এই পৃথিবীতে নিজের মত করে বেঁচে থাকতে যে শিখেছে, গৃহের নিরাপত্তা,নিয়মকানুন,আদর,ভালোবাসা তাকে খুব আকর্ষণ করছে না, এইটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট,এবং আমাদের জগতে কেমন ভাবে তাদের পুনর্বাসন সম্ভব এটাও আরেকটা প্রশ্ন।"

    ভীষণ ইন্টারেস্টিং পয়েন্ট | এটা ঘটনা । পটেনশিয়াল অতনমাস এনটিটি যাকে বলা হয় রাজনীতির চোখে সেখানে পথশিশু রা এগিয়ে থেকেও মার খাচ্ছে রাষ্ট্রের ভুলে | অথচ এটা বেটার মডেল হতে পারত | এত বাজে চাপে যে লিখতে পারছিনা | ভালো এগোচ্ছে পয়েন্টগুলো |
  • একক | 24.99.69.31 | ২৯ অক্টোবর ২০১৪ ১৬:২৮650151
  • ও,হ্যা একটা কচি প্রশ্ন ।
    শিশু চলচিত্রশিল্পীর শিশুশ্রম কে কীভাবে দেখেন ? নাকী সেখানে অফারটা ভালো আর সো কল্ড এবিউস নেই বলে ধোয়া তুলসীপাতা ?
  • jhiki | 149.194.228.39 | ২৯ অক্টোবর ২০১৪ ১৬:৪৭650152
  • এই প্রশ্নটা আমারও পাচ্ছিল, শুধু সিনেমা কেন, টিভি তে নানাবিধ শো, ট্যালেন্ট শো সবতেই শিশুশ্রম ব্যবহৃত হয়।
  • pi | 24.139.221.129 | ২৯ অক্টোবর ২০১৪ ১৭:০২650154
  • কিন্তু আমি তো জানতে চাইলাম এই পথবাসীরা কারা ? মানে যে পথবাসীদের মধ্যে সন্তান পালন, স্নেহের কনসেপ্ট নেই বলছো, সেই পথবাসীরা কারা, কী করেন ?

    পথশিশুরা তো একরকম নয়। তোমার বলা শিশুরাও আছে, অন্যেরাও আছে।

    ইউনাইটেড নেশনসের পথশিশুর সংজ্ঞা তে তিনরকমের শিশুই আছে। যারা পথবাসীদের সন্তান, যারা রাস্তায় কাজ করে, আর যারা একেবারেই পরিবারের সাথে কোন সম্পর্ক রাখেনা।

    দিল্লিরে এদের হিসেবটা এরকম। First, who are children of street families and constitute about 36 % of the total street children population. Second, are those working on streets, who are about 26 %. Third, are the ones, who live alone on the streets and they are about 27 %।
    সব বড় শহরেই ছবিটা মোটামুটি এরকমই, % এর কিছু হেরফের হবে।

    আর স্ট্রে চিল্ড্রেনদের মধ্যে শুধু মুম্বই না, সারা দেশেরই , কোলকাতারও স্ট্রে চিলড্রেনদের অনেকেই বাড়ি থেকে পালানো। বাড়িতে অভাবের জন্য, মা বাবার মধ্যে অশান্তি, নেশা ভাং করে বা বা করে নানারকম অ্যাবিউসের জন্য, যার বেশ কিছুই আবার দারিদ্র্যের সাথে সম্পর্কিত। পরিবারের সঙ্গে কোন সম্পর্ক রাখেনা যারা, তাদের মধ্যে একটা বড় অংশ এরাও।

    আর এই সব রকম পথশিশুরাই যে অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট হয় বাএদের রিহ্যাবিলিটেট করা কঠিন সে নিয়ে তো কোন প্রশ্ন বা তর্কই নেই। কিন্তু সব পথশিশুই সেটা হয়, মা বাবার মধ্যে স্নেহ, দায়িত্বের কনসেপ্ট না থাকার জন্য, সেটা বোধহয় নয়।
  • pi | 24.139.221.129 | ২৯ অক্টোবর ২০১৪ ১৭:১৭650155
  • এদেরকে পুনর্বাসনের চেষ্টা যারা করেন, সবাইকে যে পরিবারের নিশ্চিন্ত নিরাপত্তার মধ্যে ফিরিয়ে দেবার কাজ করেন, তা তো না। নানা রকম হোমে পাঠানো হয়, যেখানে নানা ধরণের ভোকেশনাল ট্রেনিং দেওয়া হয়। পড়াশুনৈ করানো হয়, এমনও না। কার কোনদিকে ইন্টারেস্ট বোঝারও চেষ্টা করা হয়। সেটাও খুব চ্যালেঞ্জিং কাজ। যারা এদের নিয়ে কাজ করেন, বলেন, এদের নিয়মিত সেন্টারে আনাটাই একটা কঠিন ব্যাপার।
    তবে সবথেকে বড় চ্যালেঞ্জ এদের নেশা ভাঙের অভ্যেস কাটানোর চেষ্টা করা।
  • 0 | 123.21.72.174 | ২৯ অক্টোবর ২০১৪ ১৮:১৯650156
  • একটা বাচ্চা চোদ্দ-বছর বয়েস অব্দি ঠিকমতো খাবার, ফর্মাল/ইনফর্মাল পড়াশুনোর সুযোগ, পারসোনাল হাইজিনের ব্যাপারে জানা, খেলাধুলো, জামাকাপড়, হাইজিনিক থাকার জায়্গা, নিশ্চিন্ত বিশ্রাম/ঘুম আর চিকিৎসা, সোশাল-ভাইসেসের থেকে সেফগার্ড - এইগুলো পাবে - সব চেয়ে বড় কথা স্নেহ-ভালোবাসা পাবে আর তা অন্যকে দিতে জানবে - এটুকুনির বাইরে সে হাতের কাজ বা অন্য কোন কাজ শিখুক, কাজ করে আর্ন করতেই পারে, সেটা তার বা তার অভিভাবকের ফ্রি-ইনফর্মড্‌ চয়েসের মতো।
    পরিবারের বাইরে থাকা(পেরেন্টলেস/স্ট্রীট/স্ট্রে চিলড্রেন) বা পরিবারের সাথে থাকা, যেটাই হোক না কেন, ওই ফেসিলিটিগুলো পাওয়াতে হবে যে ভাবেই হোক। গরীব দেশ ব'লে কোয়ালিটি সাধারণ হবে। কিন্তু এগুলো পাওয়ানোটা মাস্ট। কখনোই এগুলোকে বাদ দিয়ে চাইল্ড-লেবার-অন-প্রফিট-মোটিভ নয়, তা যতোই চাইল্ড-স্যুটেবল ওয়ার্ক-এনভায়র্নমেন্ট হোক না কেন। প্রাইমারী হেল্থ, বেসিক এডুকেশন এই ডিপার্টমেন্টগুলো, সিভিক অথরিটিস, লোকাল-অ্যাডমিনিস্ট্রেশন, এন.জি.ও, চ্যারিটিস, সক্কলে মিলে এই চেষ্টাটুকু করে যেতে হবে।
  • Blank | 180.153.65.102 | ২৯ অক্টোবর ২০১৪ ২০:৪৮650157
  • আমাদের আপিসের সামনের দোকান গুলোতে একটা বাচ্ছা ছেলে আছে। রোগা পটকা ছোট বাচ্ছা। দেখে মনে হয় ইস্কুলে দিলে ক্লাশ ৪/৫ এ পড়তো ম্যাক্সিমাম।
    বাবা মা নেই, রাস্তাতেই থাকে। মানে দোকান গুলোতে। কখনো অনেক্দিনের জন্য অন্য কোথাও চলে যায়। ফিরে এসে ফের এই দোকান সেই দোকানে কাজ করে বেড়ায়। মেজাজ দেখলে মনে হবে রাজারহাটের জমিদার। দোকানীরা সবাই খুব স্নেহ করে একে।
    অনেকেই বাড়ি নিয়ে যেতে চেয়েছিল। সব জায়গা থেকে পালিয়ে এসেচে। ২/৩ দিনের বেশী থাকেনা বাড়্তে। শুনেছি আমাদের আপিসের কেউ একটা নিজের বাড়িতেও নিয়ে গেছিলো। সেখান থেকেও পালিয়ে চলে এসেছে।
    বাড়িতে থাকিস না কেন - জিজ্ঞাসা করলে বলে 'রাখতে পারবে আমাকে'?
    লাস্ট সপ্তা দুই দেখছিনা। কোথায় গেছে কে জানে।
    আমরা সবাই জানি এ বড় হয়ে হয় কালকুট না হয় দাউদ হবে। কিছু একটা হয়েই ছারবে।
  • π | ২৯ অক্টোবর ২০১৪ ২০:৫১650158
  • এতো তারাপদ !
  • ranjan roy | 132.176.225.25 | ২৯ অক্টোবর ২০১৪ ২১:২০650159
  • 0 র বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ সহমত।
  • | ২৯ অক্টোবর ২০১৪ ২১:৩৯650160
  • লাস্ট দু সপ্তা তো তুই কলকাতা ছিলিসই না, দেখলি কী করে? তুই তো এইসবে এলি।
  • Blank | 180.153.65.102 | ২৯ অক্টোবর ২০১৪ ২১:৪৮650161
  • একসপ্তা ছিলুম না মাঝে। কিন্তু এতো বাঙালীর দু সপ্তা। ৩ ও হতে পারে আবার ১ ও হতে পারে
  • π | ০১ নভেম্বর ২০১৪ ২২:৫৯650162
  • এটা ফেবুতে ঘুরছে।
  • pi | 24.139.221.129 | ০৬ নভেম্বর ২০১৪ ০০:২৯650163
  • এই পেপারটা পড়ছিলাম। কোলকাতার পথশিশুদের নিয়ে একটা বড় স্টাডি। http://iosrjournals.org/iosr-jhss/papers/Vol19-issue7/Version-3/K0197365102.pdf

    কয়েকটা পয়েন্ট আপাতত রইলো।
    Family pattern, number of earning members and range of income are included in Economical status of
    street children in Kolkata. The majority of street children (328) still live with their family in which rate of
    association of joint family were high(51%) than nuclear family(34.83%).

    Economic status is inter-related with occupational status of street children in where it can be seen
    that,78%(468)children were child labor, engaged in non-hazardous(62.39%) pattern of work more than
    hazardous(37%)patterns. Many children engaged in begging, car-washing, selling goods on streets, which were
    consider as non-hazardous; in contrast some were also involved with cinema ticket blacking, substance
    peddling, prostitution as a hazardous working patterns.

    মাইগ্রেশনের কারণে আর বাড়ি থেকে পালিয়ে আসা শিশু কোলকাতার পথেও কম নেই।
    Sources of migration can be divided in to two categories—out side from West Bengal and outside
    from Kolkata. Study shown that maximum children with or without family(51.33%) migrated to Kolkata street
    outside from Kolkata than outside from West Bengal(48.66%).But there is no significant difference in motives
    of migration to Kolkata street between both sources. As an important motives of migration earning money,
    assorted family problems, imitation of friends, city life attraction, force from home are mostly seen in the street
    children. Which is also correlated with the causal-factors of migration. The causes of migration is described as
    an interaction of ―push‖ and ―pull‖ factors. The leading causes of the migration of children with or without
    family are poverty& ill environment (96.03%;89.33% respectively), unemployment(88.1%;96.69%
    respectively) than lack of education& awareness of opportunity
  • pi | 24.139.221.129 | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:২১650165
  • অর্জুন অভিষেক শ্রেয়া অনেকে শিশুশ্রম নিয়ে গুরুর আলোচনার কথা জিগেশ করেছিল। এটা তুললাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন