এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন শতাব্দীর ২০১৪-র ছাত্র আন্দোলন

    lcm
    অন্যান্য | ০৯ অক্টোবর ২০১৪ | ৪০৩৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 214.54.36.245 | ১০ অক্টোবর ২০১৪ ২৩:০৭650717
  • না না আমি প্রথম লিফলেটটা নিয়ে বললাম। পরের টা পড়িনি এখনও।
  • Arpan | 125.118.42.178 | ১০ অক্টোবর ২০১৪ ২৩:৩১650718
  • পিনাকী অপোপ্রোসার করছে।

    মেকানিকাল কোনদিনই এসেফাইকে জেতায়নি। ৯৪-৯৮ সময়টা বলছি।

    হ্যাঁ, তবে দায়িত্ব নিয়ে নিলয়দাদের পার্টিকে জিতিয়েছিলাম।
  • Ishan | 202.43.65.245 | ১০ অক্টোবর ২০১৪ ২৩:৪১650719
  • হ্যাঁ, পরেরটা বড়ো অস্পষ্ট। যদি মনে হয় পুলিশ বাজে টার্গেট করে ফাঁসাচ্ছে, সেটা পরিষ্কার করে লিখলেই হয়। জনমত বিরুদ্ধে যাবে বলে চেপে যাবার মানে নেই।

    উল্টোদিকে যদি মনে হয়, তদন্ত ঠিক রাস্তায় চলছে, তাহলে সেটা বলতেও অসুবিধে নেই। পুলিশের নিন্দে করেছি বলে কি প্রশংসা করতে পারবনা?

    এমনকি এটাও হতে পারে, যে, লঘুপাপে গুরুদন্ড মনে হচ্ছে। পুলিশে না দিয়ে অথরিটিকে দাও। তারা চারমাস সাসপেন্ড করুক। সেও বলতে পারে।

    সবদিক বাঁচিয়ে খেলার মানে নেই। তবে ওই আরকি, খুব বড়ো ব্যাপার না। এক আধটা লিফলেটে একটু আধটু অস্পষ্টতা থাকতেই পারে। ইশকুল খুললে পরে ক্লিয়ার করে বলে দিক। তখন প্রশংসা, নিন্দে যা করার করব।
  • Arpan | 125.118.42.178 | ১০ অক্টোবর ২০১৪ ২৩:৪৪650720
  • অস্পষ্টতা নিয়ে কমরেড পিনাকীর বক্তব্যে ক্ক।

    আমাদের সময়েও যা চলত, এখনো তাই চলছে।
  • Ekak | 24.96.12.122 | ১০ অক্টোবর ২০১৪ ২৩:৫১650721
  • এই অস্পষ্টতা দূর না হলে মুশকিল আছে । যারা আজকে ক্যাম্পাস পলিটিক্স এ হোস্টেলের সাপোর্ট চলে যাওয়া কে ভয় পায় কাল তারা মাঠে নেবে কি করবে ? মুসলিম ভোটের ভয়ে হিজাব নেবে না চাদ্দি ভোটের ভয়ে ফোঁটা কাটবে ? সারা দুনিয়ার সমস্যা দূর করার দরকার নেই ভেতরের ঘোলাটে জল পরিস্কার করুক । দলীয় রাজনীতি কে না বলার সঙ্গে সঙ্গে নাম্বার গেম কে অস্বীকার করার সাহস দেখানো টাও জরুরি । এগুলো রিলেটেড ।
  • dd | 132.172.169.184 | ১১ অক্টোবর ২০১৪ ০০:০৮650722
  • বেশী বড়োমানষী দ্যাখাবো না।

    একটাই ছোটো কিন্তু শক্তো পোক্তো ক দিলেম, একক,ঈশেন আর মিত্তির্দা- তিন জনে ভাগাভাগি করে নিও।

    ও হো, বড়ো পিসটা একককে দিও।
  • Ishan | 214.54.36.245 | ১১ অক্টোবর ২০১৪ ০০:১৭650723
  • না। আগে নিজেদের ঘোলাজল, পরে বাইরে, এরকম করে হয়না। যে সংগঠন কেবলমাত্র একটা ইউনিভার্সিটির একটা ক্যাম্পাসে, তারা অনেকসময় একটা হস্টেল বিরুদ্ধে চলে যাওয়াও অ্যাফোর্ড করতে পারেনা। কারণ তাহলে সংগঠনটাই উঠে যাবে। নানাবিধ জায়গায় জোর থাকলে স্ট্যান্ডে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকাটা তুলনায় সহজ।

    তবে এসবই হাওয়ায় বলা তাত্ত্বিক কথ। এই স্পেসিফিক কেসের সঙ্গে সামান্যই যোগাযোগ।
  • anirban | 146.152.6.185 | ১১ অক্টোবর ২০১৪ ০০:৫৬650724
  • এখানে একটা জিনিস মনে হচ্ছে। লিখেই দি। ঐ (বিচিত্র) লিফলেট আর জিবি - ১৭ই সেপ্টেম্বরের (যেদিন পুলিশ মারলো) এক সপ্তাহ আগেকার। তার পরতো অনেক কিছুই অনেক বদলেছে - কিছু দাবী, ফর্ম, জিবির কম্পোজিশন (ফেট্সুর জিবি থেকে ক্যাম্পাসের সবার জিবি) এবং আন্দোলনের ছড়িয়ে পড়া। যদিও দুটি লিফলেটই খুব বিচিত্র, অস্স্পষ্ট এবং কিছু ক্ষেত্রে সমর্থনযোগ্য নয়, তবু এখন আর এই লিফলেটের রেলেভ্যান্স আছে কি? আন্দোলনের এই পর্যায়ে?
  • a | 132.166.175.210 | ১১ অক্টোবর ২০১৪ ০১:২৬650725
  • প্রথমতঃ । এর আগের অ আমি নই ঃ)

    প্লাসঃ "হস্টেলের জনতা কোনো একটা খারাপ কাজ করে ফেললে" এই কথাটা কেমন জানি মুলায়মের "বাচ্চা ছেলেরা রেপ করে ফেলেছে" টাইপের শোনাচ্ছে না? আমি তো প্রথম থেকেই বলে আসছি অভিযুক্তদের নাম প্রকাশ করে দিতে।
  • pinaki | 90.254.154.99 | ১১ অক্টোবর ২০১৪ ০১:২৮650727
  • খুব একটা রেলেভ্যান্স নেই ঠিকই। কিন্তু আমার একটা ব্যাপার মনে হচ্ছে, এই দুজন অভিযুক্ত ছাত্রের শাস্তির প্রশ্নটা নিয়ে আবার ঐ বিতর্কটা সামনে আসবে। সেটা নিয়ে যদি ছাত্ররা পরিষ্কার দুটো ভাগে ভাগ হয়ে যায়, আর ফেটসু যদি 'ঐ দুজনের সাথে অন্যায় হচ্ছে' এরকম কোনো অবস্থান নেয়, বা এরকম ভাসাভাসা পাশ কাটানো অ্যাটিচুড দেখায়, সেক্ষেত্রে যাদবপুরের আন্দোলনটা দুর্বল হবে। আর হোককলরব যতই ছড়িয়ে পড়ুক না কেন, এখনো এর মূল চালিকাশক্তি যাদবপুর। সেখানে আন্দোলন দুর্বল হয়ে গেলে মুশকিল আছে।
  • pinaki | 90.254.154.99 | ১১ অক্টোবর ২০১৪ ০১:৩৪650728
  • কমঃ অপ্পন, এরিনাতে ক্রিকেট পিচ খোঁড়ার কেসটা কোন সালে? সেবারেই হয়েছে। উরেবাবা, সেই বাওয়াল ভুলবো? শমীক সরকার সহ তখন বোধহয় ৭-৮ জন ছেলেপুলে মেকানিক্যাল থেকে সক্রিয়ভাবে ডিএসএফ করত। তাও কিছুতেই কিছু করা যায় নি। ভোট বয়কট তো ভোট বয়কট। :-D
  • Arpan | 125.118.42.178 | ১১ অক্টোবর ২০১৪ ০১:৫২650730
  • আরে বাওয়াল তো প্রতি বছর লাগত। কিন্তু পিচ খোঁড়া মনে হয় তোমাদের ফার্স্ট ইয়ারে। বা আমি বেরিয়ে যাবার পরে।
  • lcm | 146.152.142.5 | ১১ অক্টোবর ২০১৪ ০১:৫২650729
  • জলধরবাবুদের কথোপকথন...
    ---
    কঃ কিরে খ, তোদের যাদব্পুরের কি সব হচ্ছে শুনলাম।
    খঃ হচ্ছে তো, হোক্কলরব। দেখ্লাম।
    গঃ আসল কেসটা কী? আমি পুলিশের গন্ডগোলটা পড়েছি।
    ---
    খঃ যাদবপুর হস্টেলে একজন ছাত্রীকে হস্টেলে কিছু ছাত্র নিগ্রহের ঘটনা। ছাত্রীর বাবা অভিযোগ করেছেন।
    গঃ তো, কারা করেছে বের করে এক্সপেল করে দিলেই তো হয়।
    কঃ অত সহজ না মামা, অনেক ঝামেলা আছে। কর্তৃপক্ষ ফেলে রেখে দিয়েছে কেসটা, গুরুত্ব দিচ্ছে না, তাই নিয়েই তো ছাত্রদের আন্দোলন শুনলাম। মাঝরাত অবধি ঘেরাও - স্যর, তাড়াতাড়ি কেস সলভ করুন, আমাদের মধ্যে কে এ কাজ বের করে রাস্টিকেট করুন, নইলে মেরে চামড়া গুটিয়ে দেবো।
    গঃ কিন্তু কর্তৃপক্ষ কিছু করছে না?
    ----
    খঃ করছে। একটা কমিটি করেছে। কিন্তু ছাত্ররা খচে গেছে সেই কমিটিতে ছাত্র নেই, আর আরো কারা কারা যেন নেই।
    কঃ অ, বুয়েছি। আমাদের বিচার আমরা করব। এই তো দাবী।
    গঃ মনে হচ্ছে সেরকমই কেস। কর্তৃপক্ষ ইন্ভেস্টিগেশনে জালি করছে বলে প্রতিবাদ।
    ----
    গঃ কিন্তু , ঐ নিগ্রহ তো ছাত্ররা নাও করতে পারে, কোনো বাইরের বাজে ছেলেরাও করতে পারে।
    খঃ ঠিক কথা, পুলিশ কেস করা উচিত। ছাত্রদের দাবী করা উচিত, যে ইউনি অ্যাডমিন্স্ট্রেশনের ব্যবস্থা নেওয়া উচিত যাতে বাজে এমন কেউ ঢুকে এমনভাবে মেয়েদের নিগ্রহ না করতে পারে। মানে যদি দেখা যায় বাইরের কেউ করেছে।
    কঃ না, তা হবে না। অলরেডি পুলিশ পোস্টিং নিয়ে প্রতিবাদ শুরু হয়েছে।
    ---
    কঃ কিন্তু পুলিশ এলো কেন?
    গঃ ছাত্ররা তো মাঝরাত অব্ধি চিৎকার করে ফাটিয়ে দিল - আমাদের বিচার আমাদের করতে দিতে হবে, নইলে মেরে গুটিয়ে দেবো, গুটিয়ে দেবো... এদিকে ভিসিগাঁট ও ছাড়বে না, বিকেলে দুটো কথা বলে বাড়ি চলে যেতে পারত, সে আতাও পুলিশ ডেকে দিয়েছে। পুলিশ এসে গন্ডগোল, ছাত্রদের হাজতবাস, এই সব ঝাম। তারপর থেকেই কেসটা হয়ে গেল ভিসি তাড়াও আন্দোলন।
    খঃ সেকি, ক্যালালো তো পুলিশ!
    কঃ পুলিশের বিরুদ্ধেও হয়েছে আন্দোলন, কিন্তু আসল টার্গেট ভিসি, কারণ ও তিনোমুলের ভিসি, রাষ্ট্রের ভিসি, ক্ষমতার ভিসি। পুলিশ তো তিনোমুলের বাই ডিফল্ট।
    গঃ কিন্তু ঐ মেয়েটার কেসটা।
    খঃ ওটা অন্য ইউনিতে ট্রান্সফার হয়ে গেছে।
    গঃ তার মানে?
    খঃ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি ঐ কেসটা হ্যান্ডল করবে।
    কঃ বোঝো!
    কঃ অ, বুঝেছি, এটা ইউনি গুলোর মধ্যে সলিডারিটি।
    ----
    কঃ কিন্তু, এই বিশ্বজুড়ে হোক্কলরবের কেসটা কি? সলিডারিটি?
    খঃ পুলিশের মারপিটের পরে প্রতিবাদ শুরু হল। ওটার নাম দিল হোক-কলরব।
    গঃ অনেক লোক হয়েছিল বলছে।
    কঃ হ্যান, নানা ঘটনায় লোকে ক্ষেপে আছে তিনোমুলের ওপর। রাগ বেরিয়ে যাবার একটা ইন্ডিপেন্ডেন্ট আউটলেট পেতে বেরিয়ে পরেছে।
    ----
    খঃ এর মধ্যে জানা গেল, ভিসি টেম্পোরারি। আর, ভিসি কোন রিসার্চ পেপারে টুকলি করেছে।
    গঃ এই অভিযোগ শুনে, সরকার ভিসিকে পার্মানেন্ট করে দিয়েছে। সঙ্গে সঙ্গে গেটে পুলিশ চেকও পার্মানেন্ট করে দিয়েছে।
    কঃ লে হালুয়া!
    খঃ আর ছাত্র ইউনিয়ন লিডাররা?
    গঃ তারা ঐ সব আঁতেল মার্কা ভারী ভারী ডায়ালগ। এই সব...
  • pinaki | 90.254.154.99 | ১১ অক্টোবর ২০১৪ ০১:৫৪650731
  • একবার এরকমই কি একটা বাওয়াল থেকে (মূলতঃ হস্টেল সেন্টিমেন্ট থেকেই যদ্দূর মনে পড়ছে) ETSA নামে একটা সংগঠন তৈরী হয়ে গেল ভোটের আগে। তারা পাল্টা প্যানেল দিল ফেটসু ইলেকশনে, ডিএসএফের বিরুদ্ধে। উফ, সে ক্ষী টেনশন! কিন্তু ধৈর্য্য ধরে চললে এগুলো ঠিক সামলে নেওয়া যায়। আর এসব উত্তেজনা একটু আধটু না থাকলে আর ছাত্র রাজনীতি কিসের! ঃ-)
  • pinaki | 90.254.154.99 | ১১ অক্টোবর ২০১৪ ০১:৫৬650732
  • তাহলে বোধহয় পিচ খোঁড়া '৯৯ তে। সেবারের বাওয়াল আমার দেখা সেরা বাওয়াল এখনো অব্দি। ঃ-)
  • - | 109.133.152.163 | ১১ অক্টোবর ২০১৪ ০২:৩৫650733
  • ভালো সামারি। এল্সিএমের ১টা ৫২ এ এম। বেশ কাজের লেখা। অনেকেই জিজ্ঞাসা করছেন ঘটনাটা কি? তাঁদের কপিপেস্ট করে পাঠিয়ে দেওয়া যায়।
  • Anirban | 182.56.40.197 | ১১ অক্টোবর ২০১৪ ০৫:১৯650734
  • পিনাকিদার 1:28 এর সঙ্গে একমত।
  • anirban | 146.152.6.185 | ১১ অক্টোবর ২০১৪ ০৫:৫৩650735
  • "অত সহজ না মামা, অনেক ঝামেলা আছে। কর্তৃপক্ষ ফেলে রেখে দিয়েছে কেসটা, গুরুত্ব দিচ্ছে না, তাই নিয়েই তো ছাত্রদের আন্দোলন শুনলাম। মাঝরাত অবধি ঘেরাও - স্যর, তাড়াতাড়ি কেস সলভ করুন, আমাদের মধ্যে কে এ কাজ বের করে রাস্টিকেট করুন, নইলে মেরে চামড়া গুটিয়ে দেবো।"

    "আমাদের বিচার আমাদের করতে দিতে হবে, নইলে মেরে গুটিয়ে দেবো, গুটিয়ে দেবো"

    সমস্ত ঘটনা থেকে এইগুলো বুঝলে - জলধরবাবুই বটে।
  • jaladhar no. 1 | 172.233.205.42 | ১১ অক্টোবর ২০১৪ ০৬:০৭650736
  • লসাগু একা দায়িত্ব দিয়ে আমাদের বদনাম করছে।
  • lcm | 60.242.74.27 | ১১ অক্টোবর ২০১৪ ০৬:৪০650738
  • অনির্বান,
    ইয়ার্কি না, সত্যি। গত শনিবার বিকেলে হেওয়ার্ডে শ্যাবো কলেজে প্রবাসীর দুগ্গোপুজোতে। মোটামুটি এইরকম কথোপকথন। শুনে মনে হল এদের মধ্যে দু-এক জন যাদবপুরিয়া। লম্বা চায়ের লাইনে। এর পরেও ওরা কন্টিনিউ করছিল, কিন্তু আমার লাইন চলে আসায় আর ওদের বাকী কথা শোনা হয় নি।
  • lcm | 60.242.74.27 | ১১ অক্টোবর ২০১৪ ০৬:৪২650739
  • জলধর#১,
    ক্যানো, বদনাম ক্যানো?
  • anirban | 146.152.6.185 | ১১ অক্টোবর ২০১৪ ০৬:৪৪650740
  • :D
  • ন্যাড়া | 172.233.205.42 | ১১ অক্টোবর ২০১৪ ০৬:৪৮650741
  • @লসাগুঃ বাচ্চাগুলো দুদিন বাদে কেউ ভুল ইন্টারপ্রিটেশন করলেই বলবে "জলধর নাকি?"
  • lcm | 60.242.74.27 | ১১ অক্টোবর ২০১৪ ০৬:৫০650742
  • এই ন্যাড়াই এইঅসব জলধর/হলধর এইসব লেবেল বাজারে নামিয়েছে। দিব্য ছিল এনারাই - নন রেলেভ্যান্ট ইন্ডিয়ান।
  • ন্যাড়া | 172.233.205.42 | ১১ অক্টোবর ২০১৪ ০৭:৪৩650743
  • না, না। আদপেই না। লেবেলিং করেছে তিলে-অর্পণ।
  • lcm | 179.229.166.140 | ১১ অক্টোবর ২০১৪ ০৯:১৯650745
  • বোঝো!
    ওপরের খবরটি বলছে যে ছাত্র সংগঠন জানত যে কারা দোষী ছাত্র।

    ছাত্র সংগঠন বোধহয় টেস্ট করে দেখছিল কর্তৃপক্ষ কত বড় জাসুশ, দোষীদের বের করতে পারে কি না। ঐ ফেসবুকে হয় না, গোয়েন্দা পাজ্‌ল সলভ খেলা।
  • cb | 24.202.2.139 | ১১ অক্টোবর ২০১৪ ০৯:৩৮650746
  • ভালই তো, প্রথমে বালবিচি করে "আড়াল করার চেষ্টা" করলেও, পরে লোকজন চেঁচামেচি করায় সেই টা শুধরে নিয়ে জি বি র পরে নিগ্রহের ব্যাপারটিকে আন্দোলনের সাথে জুড়ে নেওয়া, এ তো দিব্যি গণতান্ত্রিক ব্যাপার স্যাপার বলেই ঠেকল, লোকজনের কথা শোনা এবং বিষয় টিকে গুরুত্ব দিয়ে সে গুলোকে অ্যাজেন্ডাতে ইনক্লুড করা, গুড প্র্যাকটিস। মানুষ বেসিকালি বায়াসড, প্রায় সময়েই উচিত কাজ করে না, কে কতটা রেক্টিফাই করছে সেসব থেকে শিক্ষা সেটাই বড় কথা এই প্র্যাক্টিকাল বাজারে।

    মদ্না মুকুলদের ন্যায় শেমলেস চোদনা তো লাগল না।

    আর অপরাধ করে থাকলে দেশে আইনকানুন আছে, আজ না হোক কাল কিছু হবেই, ও নিয়ে ভেবে লাভ নেই। ভিসিকে হটানোর দাবি একদম সঠিক, অত্যন্ত জালি লোক
  • lcm | 179.229.166.140 | ১১ অক্টোবর ২০১৪ ০৯:৫০650747
  • ভিসি গেলেই তো হবে না, নতুন ভিসিই যদি পার্টির লোক হয় তো সেই একই হল।
  • lcm | 179.229.166.140 | ১১ অক্টোবর ২০১৪ ০৯:৫৪650749
  • ভিসি সরানোর চেয়ে বেশী জরুরী হল ইউনিভার্সিটির গভর্নিং বডিতে ছাত্রদের রিপ্রেসেন্টেশন বাড়ানো। এটা না হলে এই চক্র চলিতে থাকিবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন