এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কালীমাতা বনাম সানি লিওন!

    bip
    অন্যান্য | ২৫ অক্টোবর ২০১৪ | ৪৮৪১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bip | 78.33.140.55 | ২৫ অক্টোবর ২০১৪ ২১:৪৮654354
  • (১)
    গত কয়েকদিন ধরে কালীর নগ্নতা নিয়ে কিছু পোষ্ট দিলে হয় ফেসবুক ওড়াচ্ছে-নইলে গ্রুপ এডমিনরা ডিলিট করছে। সাথে সাথে হিন্দুত্ববাদিদের চূরান্ত অসভ্যতা, গালিগালাজ সবই আছে!

    আমি বুঝতে পারছি না কালী সহ দেবীদের এরোটিসিজম নিয়ে থ্রেড ফেসবুক ওড়াচ্ছে কেন-লোকে কেনই বা অসন্তুষ্ঠ এই ধরনের পোষ্টে। সমস্ত দেবীদের কল্পনার পেছনে একটাই দর্শন -প্রজননে সক্ষম নারী সৃষ্টির উৎস। তাই নারীই প্রকৃতি। কালী নারী হিসাবে প্রকৃতির প্রকাশ-তাই নগ্নিকা। কারন যুগে যুগে প্যাগানদের মধ্যে নারীর নগ্ন দেহ বা যোনি প্রজনন শক্তি এবং তার থেজে প্রকৃতির রূপক হিসাবে পূজিত। সুমেরু সভ্যতা থেকে গ্রীস, রোম থেকে ভারত- সর্বত্রই দেবীরা যৌন শক্তির রূপক। তাদের এরোটিসিজম নিয়েই গ্রীক বা ভারতের পুরান। সরস্বতী দেবীকুলে গণিকা, নারায়নের রক্ষিতা-এত ভারতের পুরানেই বলে।

    তাহলে কি দেখছি? আসলে প্রাচীন কালে ভারতবাসীদের যৌনতা নিয়ে শুচিবাই ছিল না। দেবীদের তারা যৌনতার দেবী হিসাবেই পূজা করত। হ্যা, যৌনতা সুন্দর-তাই তারও পূজাতে অভ্যস্ত ছিল ভারতীয় সহ সব প্যাগান সভ্যতা। কিন্ত বর্তমানের হিন্দুত্ববাদিরা যৌনতাকে খারাপ মনে করে। তাই ফেসবুকে এর বিরুদ্ধে ফ্ল্যাগ করছে। এটার কারন সেই হিন্দু ধর্মকে ইসলাম বা খৃষ্টান বানানোর চেষ্টা। কারন যৌনতার বিরুদ্ধে শুচিবাই আছে আব্রাহামিক ধর্মগুলিতে-যথা ইসলাম বা খ্রীষ্ট ধর্মে। ভারতীয়রা যৌনতার পূজা করে-তারা কেন মুসলিমদের হনুকরন করছে?

    সাধে আমি লিখে চলেছি-যে ভারতের হিন্দুত্ববাদি আন্দোলন হল, হিন্দু ধর্মকে ইসলাম বানানোর অপচেষ্টা।

    (২)
    কালীর মধ্যে সানি লিওন খুজে পেয়ে কেও একজন প্যারোডি পোষ্ট করে ।
    সঙ্গে সঙ্গে তেড়েমেরে রে রে করে ধর্মানুভূতিতে আঘাত বলে ফেসবুকে ভ্যান্ডালিজম শুরু করে হিন্দুত্ববাদিরা।

    কালীর সাথে সানি লিওনের তুলনা করলে ধর্মানুভূতিতে লাগবে?
    কেন ?

    প্রথমত দুজনেই নগ্নিকা। ভুষনহীনতাই তাদের পছন্দ।

    দ্বিতীয়ত কালী নারী দেহের মাধ্যমে প্রকৃতির প্রকাশ। তাহলে সানি লিওনের দেহতে প্রকৃতির প্রকাশ নেই ?

    তৃতীয়ত হেমা মালিনী মুখের ছাঁচে দেবী দূর্গা কত দেখেছি। হেমা মালিনীকে আমরা গ্রহন করেছি দূর্গা রূপে-তাহলে সানি লিওনকে কালী রূপে কেন না ? দুজনেই ত অভিনেত্রী। কে কতটা কাপড় খোলেন, তা রিলেটিভিটির প্রশ্ন। তাতে ত বেসিক চেঞ্জ হয় না ।

    চতুর্থত, ধর্মানুভূতিটি কি জিনিস? ওটি আসলে ছোট বেলায় ব্রেইন ওয়াশ করে ঢোকানো ধর্মীয় ভীতি। এবং একটি অহেতুক ভীতি যার জন্য ভারতের প্রগতি আটকে আছে। একটি অহেতুক ভীতি যা দাঙ্গা লাগায়, মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে-সেই অহেতুক ভীতিকে কেন সন্মান করব ? সেই ভীতিকে দূর করার চেষ্টা করাটাই ভাল কাজ নয় কি?

    পঞ্চমত ভারতীয় দর্শন এব্যপারে কি বলে? কোন উপনিষদে লেখা আছে ধর্ম ভীতি থেকে শুরু হয়? ওগুলো অনুন্নত ইসলাম , খীষ্ঠানদের ব্যপার। উপনিষদ বলছে ভয় থেকে না, ভয়কে জয় করা থেকেই সত্যর সন্ধান শুরু হয়। আসল ধার্মিক জীবন শুরু হয়। আসল ধার্মিকের ধর্মানুভূতি কি? তার ধর্মত সাহসের সাথে সততার সাথে কর্তব্য পালনের মাধ্যমে। তার সাথে কালীর সাথে সানি লিওয়নের তুলনার কি সম্পর্ক?

    আর কালী পূজোর সাথে ধর্মের সম্পর্কটাই বা কি? জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ বা কর্মযোগের মধ্যে পূজো অর্চনা কোথায়? আর ভীতিযোগ বলে কিছু আছে ভারতীয় দর্শনে ? পূজো অর্চনা শ্রেফ প্যাগান সেলিব্রেশন।

    (৩)
    সেকন্ড পোষ্টটা ফেসবুকের গ্রুপে ফেলতেই প্রতি মিনিটে ১০ টা করে বাপ মা তুলে গালি আসা শুরু হল হিন্দু ধর্মের স্বগোষিত রক্ষকদের কাছ থেকে।

    কালিকা তাদের কাছে "মা"। মায়ের সাথে পর্নস্টার সানি লিওনের তুলনা ? "ধর্মানুভূতিতে" বিশাল আঘাত!!

    আমার মনে পড়ল পান্নালালের শ্যামাসঙ্গীত--

    "মা আমার সাধ না মিটিল আশা না পুরিল
    সকলই ফুরায়ে যায় মা...
    জনমের সাধ ডাকি গো মা তোরে
    কোলে তুলে নিতে আয় মা.....
    সকলই ফুরায়ে যায় মা।।
    মা আমার সাধ না মিটিল আশা না পুরিল
    সকলই ফুরায়ে যায় মা।।
    পৃথিবীর কেউ ভালতো বাসেনা
    এ পৃথিবী ভাল বাসিতে জানেনা
    যেথা আছে শুধু ভাল বাসাবাসি
    সেথা যেতে প্রাণ চায় মা
    সকলই ফুরায়ে যায় মা।।
    মা আমার সাধ না মিটিল আশা না পুরিল
    সকলই ফুরায়ে যায় মা...
    বড় দাগা পেয়ে বাসনা তেজেছি
    বড় জ্বালা সয়ে কামনা ভুলেছি
    অনেক কেদেছি কাঁদিতে পারিনা
    বুক ফেটে ভেঙ্গে যায় মা....
    সকলই ফুরায়ে যায় মা...
    মা আমার সাধ না মিটিল আশা না পুরিল
    সকলই ফুরায়ে যায় মা."

    পান্নালালের ওই জনপ্রিয় গানটা কার অসাধারন লাগে নি? কেন না ওটা একটা রিয়ালাইজেশন । উপলদ্ধি। বোধ।

    অপূর্ন জীবনের বেদনা , ব্যর্থ জীবনের বেদনা, এক সন্তান তার মার কাছে গাইছে। কারুর না কারুর কাছে ব্যর্থ জীবনের বেদনা শোনাতে পারলে মন অনেক হালকা হয় । সন্তানের বেদনা মায়ের থেকে বেশী আর কে বোঝে?

    কিন্ত একোন "মা"? এই মায়ের সাথে সন্তানের গোপন বোঝাপড়া। সবটাই মিস্টিক সাধনা তা বলবো না -জীবনের গূঢ় উপলদ্ধি গুলো, যা সাফল্য, ব্যার্থতার ধাক্কা খেতে খেতে তৈরী হয়-তার কাব্যিক, আত্মোপলদ্ধির জন্য এই "মায়ের" কল্পনা। এই মা আমাদের নিজেদের চেতনার এক স্তর ।

    এবার তাহলে আপনারাই বুঝুন। যেসব হিন্দুরা সানি লিওয়নের সাথে কালীর তুলনায় আপসেট হচ্ছেন, গালাগাল দিচ্ছেন, উত্তেজিত হচ্ছেন-তারা নিজেদের ধর্ম নিয়েই কতটা অশিক্ষিত।

    দেখে শুনে মনে হচ্ছে নগ্ন কালীমাতাকে বোরখা পরাতে পারলে হিন্দুধর্মের ইসলামায়ন সম্পূর্ন হয়।
  • dd | 132.172.60.255 | ২৫ অক্টোবর ২০১৪ ২১:৫৬654380
  • বোঝো।
    এটা "পান্নালালের শ্যামাসংগীত" হোলো কি করে? এ তো কমলাকান্ত ভশচাজের লেখা। পান্নালাল গেয়েছেন, আরো অনেকেই গেয়েছেন।
  • robu | 122.79.37.121 | ২৫ অক্টোবর ২০১৪ ২৩:০০654391
  • "প্রথমত দুজনেই নগ্নিকা। ভুষনহীনতাই তাদের পছন্দ।"- সানি লিওনের সম্বন্ধে এ কথটা কোদ্দিয়ে জানা গেল?
  • সিকি | ২৫ অক্টোবর ২০১৪ ২৩:২২654402
  • আর বিপ এত ঢপ দেয় কেন? ওর ফেসবুকের কমেন্ট কি আর কেউ পড়ে না?
  • aka | 34.96.239.132 | ২৫ অক্টোবর ২০১৪ ২৩:৩৫654413
  • সানি লিওন ফস্সা আধুনিক যুগের প্রতিভূ।

    আর কালি কালো, আদিবাসী সম্প্রদায়ের সিম্বল।

    কালি অ্যাব অরিজিনাল। মনে রাখবেন কালীর সাথে সাথে চণ্ডীও ছিল। কিন্তু চন্ডীর জামা কাপড় খুলতে হয় নি।
  • SC | 81.199.121.96 | ২৬ অক্টোবর ২০১৪ ০০:৪২654424
  • ভেরি গুড। লিবারালিস্ম এর মুখোশ পরে অন্যের বিশ্বাস কে এভাবে প্রভোক করে টন্ট কেটে ইচ্ছে করে অসভ্যতা করলে আর কিছুই হয় না, মানুষের কাছ থেকে দূরে সরে যাবেন। পরে বাড়িতে বাঘ (থুড়ি নরেন্দ্র মোদী ) পড়লে কাঁদতে আসবেন না যেন।
  • bip | 78.33.140.55 | ২৬ অক্টোবর ২০১৪ ০৩:২৮654435
  • সানি লিওন বনাম কালীমাতা সাগায়, কিছু বাম বাঙালীর কাছ থেকে অদ্ভুত রিয়াকশন । ধর্মকে, হিন্দু ধর্মকে আক্রমন করতে গিয়েই নাকি বাংলার বামেরা গ্রহণযোগ্যতা হারিয়েছে!

    কি বিপদ!
    বাস্তব কি তাই??? কি করে আটকাবেন দাঙ্গা ধর্মকে আক্রমন না করে? ইসলামের প্রতিষ্ঠাতা মহম্মদ শুধু একটি কাল্পনিক চরিত্রই না-একজন কাল্পনিক দাঙ্গাবাজ যাতে অন্য ধর্মের, অন্য মতের লোকেদের বিরুদ্ধে মুসলিমদের খেপিয়ে তোলা যায়। ইসলামের ইতিহাস, হাদিস-কত প্রমান চায়? এগুলোর বিরুদ্ধে, এই সব মধ্যযুগী ধর্মগ্রন্থগুলোর বিরুদ্ধে আক্রমন না করে দাঙ্গা আটকানো যাবে? একজন দাঙ্গাবাজ নবীই যখন তাদের আরাধ্য ? মুসলমানদের বুঝিয়ে মানুষ করার দ্বায়িত্ব কাদের?

    আর বৈদিক হিন্দুধর্মের ক্রাক্সটাই যোদ্ধাদের ধর্ম। দেবতাদের কীর্তি হচ্ছে যুদ্ধ আর ধর্ষনে।

    সুতরাং চান আর না চান হিন্দু এবং ইসলাম ধর্মকে আক্রমন না করে সাম্প্রদায়িক সম্প্রীতি আনার কল্পনা সম্পূর্ন অবাস্তব।
    ধর্মকে আঘাত, আরো কঠোর আঘাত না করলে সাম্প্রদায়িকতা বাড়বে। মানুষের ধর্মানুভূতিতে যা আদতে ছোটবেলায় মাথায় ঢোকা ভয়-তাতে আঘাত
    না করলে সাম্প্রদায়িকতা ভয়াবহ রূপ নেবে।
    অর্থাৎ চান আর না চান, দুই দাঙ্গাবাজের ধর্ম মুখোমুখি। সুতরাং ইসলাম এবং হিন্দু ধর্মের স্বরূপ উন্মোচন করে, সবাইকে মানব ধর্মে
    সন্ধান না দিলে পরিস্থিতি ভয়াবহ। এই মুহুর্তে সত্য কথা না বললে অসত্যের অন্ধকারে আরো ডুববে রাজনীতি এবং দেশ।
  • oitihasik | 84.143.4.165 | ২৬ অক্টোবর ২০১৪ ০৩:৫৩654446
  • " ধর্মকে, হিন্দু ধর্মকে আক্রমন করতে গিয়েই নাকি বাংলার বামেরা গ্রহণযোগ্যতা হারিয়েছে!" হিন্দু ধর্ম না, "শুধুই হিন্দু ধর্ম"।

    বিপ একমাত্র হিলেলি যে মোছোলমানদেরো এটাক করেছে। বিপের যদি "ক্লেম টু ফেম" থাকে তবে তো এইটাই। বিপ এতো মডেস্ট হয়ে গেল কবে থেকে?
  • riddhi | 84.143.4.165 | ২৬ অক্টোবর ২০১৪ ০৩:৫৯654457
  • এস-সির পোস্টটাই ওন প্রিন্সিপল ক। কিন্তু প্রাগমাটিকালি মনে হয় ফেবু পোস্টে বাল ছেড়া যায়। মোদীর পক্ষে বা বিপক্ষে। ফেবুতে মোদীর বিপক্ষে অনেক এনাল্টিটিকাল পোস্ট পড়েছিল।
    তাতে কি হল? ফেবুকে দুনিয়া ভাবা বন্ধ করতে হবে। সিরিয়াস ভাব্না চিন্তা করতে হলে।

    এটা যদি বাম লিবারেলের ফ্রাস্টুর আউটলেট হয় , সো লেট ইট বি। আমারো চাড্ডিদের দেখে হেবি ঝাট জ্বলে। আমি ফেবুতে বমি করে যাব, ব্যস। এটাকে সমাজবিপ্লবের প্ল্যাটফর্ম ভাববর ভুল করব না, এইটুকুই।
  • ujbuk | 96.156.190.40 | ২৬ অক্টোবর ২০১৪ ১৩:০৯654355
  • ইসলাম অযৌনি, তাই
    ইসলামে দেবী বলে কিছু নাই
  • robu | 122.79.38.62 | ২৬ অক্টোবর ২০১৪ ১৩:৫৫654366
  • "মুসলমানদের বুঝিয়ে মানুষ করার দ্বায়িত্ব কাদের?" - সত্যিই তো!! ভেবে ভেবে রাতের ঘুম হয়না আমার।
  • lcm | 118.91.116.131 | ২৬ অক্টোবর ২০১৪ ১৪:৪৩654372
  • মানুষ করার!!
  • PM | 233.223.159.125 | ২৬ অক্টোবর ২০১৪ ১৪:৫১654373
  • সিগ্নেচার লইন----যেটা দেখে আর কোনো সন্দেহ থাকে না যে এটা বিপ পলের লেখা ঃ)
  • সিকি | ২৬ অক্টোবর ২০১৪ ১৭:৪১654374
  • এই সম্মানটা পামেলা অ্যান্ডারসন থেকে শ্যারন স্টোন কেউ পেল না, পেল গিয়ে সানি লিওন। নাহ, যুগ অনেক এগিয়ে গেছে।
  • bip | 78.33.140.55 | ২৬ অক্টোবর ২০১৪ ১৮:২৮654375
  • দিল্লী থেকে মুজাফর নগর। গল্প একটাই । দাঙ্গা বাধানো হচ্ছে যাতে হিন্দু মুসলিম ভোটের পোলারাইজেশন হয়। প্যাটার্ন টাও এক-হয় কোন হিন্দু মেয়েকে মুসলমান ছেলে বিয়ে করেছে/টিটকারি মেরেছে সেই নিয়ে উত্তেজনা। নইলে নতুন মন্দির বিগ্রহ বসানো নিয়ে পায়ে পা লাগিয়ে ঝগড়া।
    ধর্মকে কাজে লাগিয়ে রাজনৈতিক ক্ষমতা দখল নতুন কিছু না । ইসলাম এবং খৃষ্ঠান ধর্মের জন্মই হয়েছিল সেই জন্যে। ভারতের ইতিহাসে উদারতা যেমন আছে-ধর্মীয় বিবাদ কাজে লাগিয়ে ক্ষমতা দখলের ইতিহাস অসংখ্য।
    অর্থাৎ একটা মধ্যযুগীয় পুরাতন খেলা। মারা পড়বে কিছু গরীব মুসলমান বা হিন্দু যারা দিন আনে দিন খায়। লাভ কাদের? সব শ্রেনীর রাজনৈতিক দাদাদের-যারা নেতা মন্ত্রী হতেই শিল্পপতিদের চেক গুনবেন শিল্প স্থাপনে ছাড় দিয়ে। মধ্যেখানে অসহায় মধ্যবিত্ত। কিছু গরীব হিন্দু মুসলমান মেরে শিল্পপতিদের থেকে টাকা নিয়ে বড়লোক হবে খুনী রাজনৈতিকরা।
    কেন শিক্ষিত মধ্যবিত্ত অসহায়? কারন তারা ধর্মকে, ধর্মানুভুতিকে আঘাত করতে ভয় পায়। ফুকোর রাজনৈতিক ক্ষমতার তত্ত্বে একটা পরিস্কার দিক আছে। এটাকে বলে পাওয়ার বাই কনসেসসাস। হিন্দু ধর্ম ঠিক, ইসলাম ঠিক, শুধু লোকগুলো বাজে-এগুলো খাজা তত্ত্ব এবং ভুল স্ট্রাটেজি। কারন এতে হিন্দু ধর্ম এবং ইসলামের ক্ষমতাকে সংহত করা হচ্ছে। যেহেতু কনসেনসাস দাঁড়াচ্ছে ধর্মটা কিন্ত ঠিক। এগুলোতে দাঙ্গাবাজদের হাত শক্ত হবে কারন তাদের হাতিয়ার হচ্ছে ধর্ম। ধর্ম ঠিক, ধার্মিক ভুল-এগুলো অবাস্তব তত্ত্ব। ধার্মিক যা করে বেড়ায়, সেটাই ধর্ম। তার বাইরে কোন ধর্ম নেই ।
    মধ্যবিত্ত ধর্মের ব্যপারে যত চুপচাপ বসে থাকবে- মিউ মিউ করে ধর্ম ভাল, ধার্মিক খারাপ মারাবে-ফুকোর তত্ত্ব অনুযায়ী ইসলাম আর হিন্দুধর্মের হাত আরো শক্ত হবে। দাঙ্গার ব্যবসায়ীদের হাত আরো শক্ত হবে।
  • PM | 233.223.159.125 | ২৬ অক্টোবর ২০১৪ ১৯:০৬654376
  • রেনেসাঁ সময় থেকে পাশ্চাত্যে ধর্ম দুর্বল থেকে দুর্বলতর হলো কি করে? ধর্ম বিরোধীতায় না যুক্তিবাদের উথানে?

    উনবিংশ শতকের মধ্যাভাগ থেকে স্বাধীনতা পর্য্যন্ত বাংলায় ব্রাম্ভণ্য ধর্ম ক্রমশঃ দূর্বল হলো কি করে? কঠিন ধর্ম বিরোধীতায় না পাশ্চাত্য শিক্ষার প্রসারে আর যুক্তিবাদের উথানে? নাকি কঠিন ধর্ম বিরোধীতায়?
  • সিকি | ২৬ অক্টোবর ২০১৪ ১৯:৩৪654377
  • ধর্ম ভালো? কবে থেকে?
  • PM | 233.223.159.125 | ২৬ অক্টোবর ২০১৪ ১৯:৫১654378
  • আমি বল্লাম নাকি?
  • সিকি | ২৬ অক্টোবর ২০১৪ ২০:০৬654379
  • না না, আপনি না। বিপের পোস্টের উত্তরে লিখেছি।

    "মিউ মিউ করে ধর্ম ভাল, ধার্মিক খারাপ মারাবে-"

    যে এমন কথা বলে সে ভুল বলে। যদিও আমি কাউকে এ কথা বলতে শুনি নি।
  • lcm | 118.91.116.131 | ২৬ অক্টোবর ২০১৪ ২২:৩৯654381
  • কেন? ধর্ম তো ভালো। এক্কেবারে রদ্দি মার্কা মাল হলে কি এদ্দিন টিঁকত। বেশীদিন না, এই কিছুদিন আগে অবধি কালচার, সাহিত্য, সংস্কৃতি, শিল্প, সঙ্গীত, স্থাপত্য - এসব তো ধর্মকে কেন্দ্র করেই হত।
  • সিকি | ২৬ অক্টোবর ২০১৪ ২২:৫৫654382
  • মদ গাঁজা ড্রাগস সম্বন্ধেও একই কথা বলা যায় - খারাপ হলে কি এতদিন টিকত!
  • - | 109.133.152.163 | ২৬ অক্টোবর ২০১৪ ২৩:০৮654383
  • "বাঙালী না মুসলমান" বিতর্কে বিপ্পালের সংযোজন ঃ-)
    "ভারতীয়রা যৌনতার পূজা করে-তারা কেন মুসলিমদের হনুকরন করছে?"
  • lcm | 118.91.116.131 | ২৬ অক্টোবর ২০১৪ ২৩:১৪654384
  • মদ গাঁজা কে কেন্দ্র করে স্থাপত্য হয়েছে নাকি? জানি না তো।
  • - | 109.133.152.163 | ২৬ অক্টোবর ২০১৪ ২৩:১৬654385
  • সিকি ১০টা ৫৫, মদ গাঁজার সঙ্গে পাঁঠার মাংস মালাই কোপ্তা বলুন। আহার পানীয় একটা ক্যাটেগরি, খেলাধুলা আর-একটা -- এই গুলি স্থূল শরীর বা দেহের জন্য। শিল্প-সাহিত্য ধর্ম ইত্যাদি সূক্ষ্ম শরীর বা মনের জন্য। তুলনা করলে বিজাতীয়দের মধ্যে তো করা যাবে না ভাই! স্বজাতীয়, স্বগত ইত্যাদি ভেদ মেনেই করতে হবে। সব গুলিয়ে ফেল্লে হবা?
  • lcm | 118.91.116.131 | ২৬ অক্টোবর ২০১৪ ২৩:১৭654386
  • হাজার হাজার বছর ধরে ধর্ম, হ্যাঁ ধর্মকে ঘিরেই ছিল - শিক্ষা, সংস্কৃতি, শিল্প, সঙ্গীত, চিত্রকলা, স্থাপত্য, সাহিত্য ।

    ছুরি দিয়ে ডাক্তার অপারেশন করে জীবন বাঁচান, খুনী খুন করে মানুষ হত্যা করে।
    দোষটা ছুরির নয়।
  • lcm | 118.91.116.131 | ২৬ অক্টোবর ২০১৪ ২৩:৩৫654387
  • সিকি এমনি কথার কথা হিসেবে মদ/গাঁজার কথা বলেছে, যেমন সবাই বলে আর কি।
    কিন্তু,
    মদ তো খাদ্য, পাণীয়। চাল, গম, ফলের রস...ইত্যাদি থেকে তৈরী পাণীয়।
    গাঁজা, সিগারেট, পাইপ - এসব তো গাছের পাতা পুড়িয়ে তার ধোঁয়া সেবন।
    ঠিকঠাক পরিমাণ মতন খেলে এগুলোতে মানুষের প্রবলেম হবার কথা নয়, এদ্দিন তো হয় নি। আর ঠিকঠাক পরিমাণ মতন না খেলে, চিনি বা নুন-ও বিষ। যে কোনো খাবারই সমস্যার কারণ।
    ধর্মও খানিক তাই, পুরোটা খারাপ কেন হবে।

    আমি সেই অর্থে নাস্তিক, মন্দির/মসজিদ/গির্জা যাই না, ধর্মীয় রীতি কিস্যু মানি না। কিন্তু, যারা ধার্মিক তাদের নিয়ে আমার কোনো প্রবলেম নেই, যতক্ষণ না সেগুলি কোনো অসুবিধের সৃষ্টি করছে।
  • PP | 114.32.162.149 | ২৭ অক্টোবর ২০১৪ ০০:২৩654388
  • lcm দা কে ক। সিকি দা বেশী উত্তেজিত হবেন না।
  • dd | 132.172.63.74 | ২৭ অক্টোবর ২০১৪ ০৯:২২654389
  • কনফুসন রয়ে গ্যাছে? তো আমারে জিগাইলেন না ক্যানো? এখুনি এগজাম্পোল দিয়ে সপাটে বুঝিয়ে দিচ্ছি।

    যেমতি লসাগু বাবু কইলেন"আরে, ধর্মো মানুষকে কত্তো দিয়েসে, ডিম, দুদ, পালোক,গোবোর । এখন ধর্মোকে খামোখা জবাই কচ্ছেন ক্যানো?"

    বুঝিয়ে দি। যে ধর্মো মানুষকে হ্যানো দিয়েছে ত্যানো দিয়েছে - এগজাক্টলি সেই ফর্মাটে আর ধর্মোদের দরকার নেই। স্পিরিচুআলিজম চান? তো হাতে আছে সুগন্ধী জেন বুদ্ধিজম, কড়া অসো রাজনীশ, ফুরফুরে রিশি অরবিন্দো। নিভৃতে তিন পেগ টেনে শুনুন পান্নালাল, সুফী গজল। ব্যাস।

    এককালে ঘোড়ার গাড়ী ছাড়া অচল ছিলো দুনিয়া। এখন আর দরকার নেই। টুরিস্ট এট্ট্রাকশন হিসেবে রাখতে চান রাখুন কিন্তু ঘোড়ার গাড়ী দিয়ে মেট্রোপোলিস চালাবার কথা চিন্তাও কইরেন না। নগরগুলি ঘোড়ার ইয়েতে দশ ফীট ডুবে যাবে।

    পুরোনো ধর্ম সব ছেঁটে বাদ্দিন। কাচিয়ে বাদ্দিন।যত্তো সব অখাদ্য কুখাদ্য থাড় ক্লাস চিন্তা ভাবনা। আর যদি না করেন তো সব রকমের চাড্ডীদের খপ্পরে পরুন। আইসিস এসে গলা কেটে নেবে - তখন ভাল্লাগ বে ?
  • সিকি | 135.19.34.86 | ২৭ অক্টোবর ২০১৪ ০৯:২৩654390
  • ধার্মিক নিয়ে তো আমার কোনও প্রবলেম নাই। কোনও প্রবলেম নাই। আমার নিজের বাড়িতেই একাধিক ধার্মিক ব্যক্তি আছে। নিজের ধার্মিক বিশ্বাস অন্যের ওপর চাপিয়ে দেবার চেষ্টা করলেই আমার গুচ্ছ প্রবলেম হয়।

    আর ধর্মকে কেন্দ্র করে স্থাপত্য চিত্রকলা হয়েছে, সঙ্গীতকলা হয়েছে, সবই বুঝলাম, মানলাম, কিন্তু ধর্ম যুগে যুগে মানুষ মেরেছে। স্থাপত্য চিত্রকলা সঙ্গীতকলার ভালো দিক দিয়ে যদি ধর্মের "হত্যার ইন্ধন" ট্যাগটা মুছে দেওয়া যায়, তা হলে আচ্ছে দিনের শ্লোগান আর ডিজেলের কমা দাম দিয়ে নরেন মুদীরও "জেনোসাইডার" ট্যাগটা মুছে দেওয়া যায়।

    ইতিহাসে সব রকমের উদাহরণ আছে। ধর্মের ভালো দিক, ধর্মের খারাপ দিক, ধার্মিকের ভালো দিক, ধার্মিকের খারাপ দিক। আকবরও ধার্মিক ছিলেন, ঔরঙ্গজেবও। ইতিহাস ধরে বিচার করতে বসলে কি ধর্মের সঠিক মূল্যায়ন হবে আজ একুশ শতকে? গত দু তিন দশক ধরে আমি দেখেছি ধর্ম মানে শুধু মানুষ মারার কল। মানুষকে ঘেন্না করার টুলবক্স। এখনও কি সময় আসে নি, "ধর্ম মানুষের ভালোর জন্য" এই বালের মিথটাকে দূরে সরিয়ে ধর্ম জিনিসটাকে মানবসভ্যতার পক্ষে অপ্রয়োজনীয় হিসেবে ঘোষণা করা?
  • সিকি | 135.19.34.86 | ২৭ অক্টোবর ২০১৪ ০৯:২৬654393
  • "আমি সেই অর্থে নাস্তিক, মন্দির/মসজিদ/গির্জা যাই না, ধর্মীয় রীতি কিস্যু মানি না। কিন্তু, যারা ধার্মিক তাদের নিয়ে আমার কোনো প্রবলেম নেই, যতক্ষণ না সেগুলি কোনো অসুবিধের সৃষ্টি করছে।"

    লসাগুদার লাইন আমারও। কিন্তু ক্রমশ দেখছি এই ধর্ম এবং ধর্মবিশ্বাস ক্রমাগতই আমার অসুবিধে করছে। ব্যক্তি আমার এবং মানবসমাজের অংশীদার আমার, আমাদের। সেইজন্যেই ধর্মের ধ দেখলেই আমি খিস্তি মারি।

    বাকি ডিডিদা বলেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন