এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2015

    icc
    অন্যান্য | ০৯ মার্চ ২০১৫ | ৯৬৮২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • icc | 125.112.74.130 | ০৯ মার্চ ২০১৫ ১৭:৫৫667868
  • নিন শুরু করুন
  • bcci | 233.29.204.178 | ১০ মার্চ ২০১৫ ১৪:০৫667979
  • এত দেরিতে সব কিছু শুরু হলে চলবে?
  • cab | 125.112.74.130 | ১৯ মার্চ ২০১৫ ১৩:২২668090
  • ব্যাঘ্র শাবক দের জন্যে গান রইলো -
    চার ছক্কা হই চৈ
    বল গড়াইয়া গেল কই

    শুকনো পরিসংখ্যান -
    MCG তে ODI তে ৩০০ তাড়া করে আজ পর্যন্ত কেউ জেতেনি - গুড লাক :-)
  • | 213.99.211.133 | ১৯ মার্চ ২০১৫ ১৩:২৩668115
  • জিতছি।জিতবো ঃ))
  • dc | 132.164.208.138 | ১৯ মার্চ ২০১৫ ১৩:৪৪668126
  • বিশ্বকাপ ক্রিকেট দেখে বোকা বনবেন না মশাইরা, এই খেলাটায় বেটিং আর ফিক্সিং এর রমরমা। আর ফিক্সিং কারা করে, ছিঁচকে চোরেরা? হেহেহে - না, আইসিসি প্রধান আর ওনার সাঙ্গপাঙ্গরা। এরকম হওয়ার হাই চান্স যে আজকের খেলার ফলাফল হয়তো আগেই ঠিক হয়ে গেছে। শ্রীনি হয়তো বাংলা বোর্ড প্রেসি কে ফোন করে বলেছে, মামু, ভারত সেমিফাইনালে গেলে আমার ঘরে এক্স্ট্রা দুশো কোটি আসবে, তার থেকে তোমায় সোয়া কোটি দিয়ে দেবো, তুমি একটু দেখে নিও।

    যেমন আগের বার ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে থেকেই সবাই জানত আর পেপারে লিখছিল যে এবার ভারত জিতবে, হলোও তাই। এবার নাকি সবাই বলেছে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড ফাইনাল। আইসিসির থেকে বেশী দুর্নীতিগ্রস্ত ক্রীড়াসংস্থা পৃথিবীতে নেই, এই খেলাটা দেখা মানেই বোকা বনা।
  • souvik | 135.18.235.210 | ১৯ মার্চ ২০১৫ ১৪:১৫668148
  • সেতো ফিফাও খুব দুর্নীতিগ্রস্ত, তাহলে কি আমরা বিশ্বকাপ ফুট্বল দেখি না!!!
  • souvik | 135.18.235.210 | ১৯ মার্চ ২০১৫ ১৪:১৫668137
  • সেতো ফিফাও খুব দুর্নীতিগ্রস্ত, তাহলে কি আমরা বিশ্বকাপ ফুট্বল দেখি না!!!
  • dhur | 125.112.74.130 | ১৯ মার্চ ২০১৫ ১৫:৫৭668159
  • বাংলাদেশ কে হারানোর জন্যে এক পয়সাও দেবার দরকার নেই । কাল জাহির আব্বাস কি বলেছেন শোনেন নি ? "ইফ ইন্ডিয়া প্লেস লাইক ইন্ডিয়া আই পুট অল মাই মানি অন ইট"। যে কোনো সেন্সিবল লোক বলবে তাই
  • দেব | 133.63.241.40 | ১৯ মার্চ ২০১৫ ১৬:১৩668170
  • সুরেশ রায়নার প্রায় এলবিডব্লিউ দেয়নি। ওটা আউট ছিল না কিন্তু বাঘের ছানারা বুঝতে চাইছে না।

    তাপ্পর ম্যাচের মোক্ষম মুহূর্তে রোহিত শর্মার পরিস্কার আউটটা পেল না। নো বল ছিল না কিন্তু আম্পায়ারেরা ভুল করে নো দিল। তার ওপর আবার আম্পায়ার হচ্ছেন পাকিস্তানের আলিম দার। একে মা মনসা তায় ইত্যাদি। ওখানে খেলাটা পুরো ঘুরতে পারত। রোহিত জীবন পেয়ে এর পরে ২০ বলে ৫০ নামাল।

    এখন আবার মাহমুদুল্লার আউটটাতে মনে হচ্ছে ধাওয়ানের পা বাউন্ডারীতে ঠেকে গেছিল। ভাংচুর শুরু হল বলে।

    প্রথম আলোর কমেন্ট সেকশনে প্রায় মাতম চলছে। একদিক দিয়ে ভাল। আগামী চার বছর বাঘেরা এই নিয়ে শান্তিতে থাকবে যে জিততে পারত কিন্তু বিসিসিআই আর আইসিসির চক্রান্তে হেরেছে। নিজেদের খেলার জন্য নয়।

    চেয়েছিলাম বাংলাদেশ জিতুক। বেচারারা একটু আনন্দ করার মতন কিছু পেত। দেশটায় যা চলছে গত কমাস।
  • hehe | 125.112.74.130 | ১৯ মার্চ ২০১৫ ১৬:৫১667869
  • কি হত ? রোহিত শর্মা তখন ৯০ , ৪৭ রান কম হত , তাতে কি করত ? ২৫০ করতে পারবা ? ২০০ তুলতেই প্যান্তুলু হলুদ হয়ে যাচ্ছে বাঘ্রশাবক দের । টোটাল ২৮ ম্যাচের মধ্যে ৩ জিতেছে এতদিনে । একটু মাটিতে পা রেখে চলুক ওরা
  • sch | 192.71.182.106 | ১৯ মার্চ ২০১৫ ১৭:৩২667880
  • রোহিত আউট হলে কি বাকিরাও সবাই ০ রান করত? ওই ২০ বলে ৫৫ রানও হতে পারত। জাদেজা আর অশ্বিন আরো ক্যালাতে পারত - ১০ বলে ২৩ করল জাদেজা। ধোনীও সেক্ষেত্রে আরো আগে নেমে মারতে পারত।

    বাঙ্গলাদেশীদের জেনারেল আই কিউ কম জানতাম - এতোট কম জানতাম না
  • pi | 24.139.221.129 | ১৯ মার্চ ২০১৫ ১৭:৩৯667891
  • নতুন কয়েনেজ দেখলাম।
    আইছিঃছিঃ !
  • দেব | 133.63.241.40 | ১৯ মার্চ ২০১৫ ১৮:০৮667902
  • সত্যিই এদের হাবভাব অদ্ভুত লাগে। ভারত পাকিস্তানের সঙ্গে ম্যাচের আবেগ নাহয় বোঝা গেল, শ্রীলঙ্কা বা আফগানিস্তানের সাথে খেলাতেও কমেন্ট স্ট্রীম এরকমই থাকে।

    প্রসেনজিতের বেড়াল কান্ড নিয়ে যা হল। অবশ্য আকাটপনায় গড় ভারতীয় খুব একটা পিছিয়ে থাকবে না এদের থেকে। কে জানে।

    প্রথম আলোর লিঙ্কটাও এখানে থাকুক -

    http://www.prothom-alo.com/sports/article/481120/%E0%A6%86%E0%A6%AE%E0
    %A7%8D%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%
    E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6
    %A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%87%E0%
    A6%B0-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BE
    %E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6
  • নির | 122.79.35.136 | ১৯ মার্চ ২০১৫ ১৮:১১667924
  • বিড়ালছ্যানারা পাগলের মত কচ্চে....ওফ চোকে দ্যাকা যায় না... হার্টফেল না করে যায় কয়েকটা... ওদের ফেসবুক সেলিব্রিটিরাও তাল দিচ্চে
  • hehe | 125.112.74.130 | ১৯ মার্চ ২০১৫ ১৮:৩৩667935
  • ওখানে মাঝে মাঝে ফোড়ন কাটুন আরো তেলেবেগুনে জ্বলে তিড়িং বিড়িং করুক বিড়াল ছানা রা । ফুলটু মস্তি জমাটি খোরাক
  • নির | 122.79.35.136 | ১৯ মার্চ ২০১৫ ১৮:৫৩667946
  • অনেক ভ্যারাইটির মধ্যে এই এক্সকিউজটা বেস্ট লাগল... স্লাইট অশ্লীল হলেও কোট করার লোভ সামলাতে পারছিনা:
    "আলিম ডার ও ইয়ান গোল্ড কে সানি লিওনের ছামা চাটাইছিলো রেন্ডিয়ারা"

    'ছামা' মানে জানিনা অবশ্য
  • pi | 24.139.221.129 | ১৯ মার্চ ২০১৫ ১৮:৫৬667957
  • এই ধরণের মন্তব্যগুলোও থাকুক।

    'Langtadesh/Kangladesh fuckeddddddddddddddddddddddddddd by usssssssssssssssssssssssssssssssssss'
    --

    'যে দেশের নিজস্ব স্যাটেলাইট নেই , যে দেশে মানবাধিকার বলে ,কোন আইন নেই , যে দেশ খাদ্যের জন্য ভারতের দিকে ফ্যা ফ্যা করে তাকিয়ে থাকে , যে দেশে একটা ফোঁড়া হলে , ভারতে এসে ডাক্তার দেখাতে হয় , যে দেশে ধর্ষণের শাস্তি দু’বছর , যে দেশ মাকে অস্বীকার করে , এই সব চুনোপুঁটি দের সঙ্গে মুখলাগিয়ে সময় নষ্ট করার কোন মানেই হয় না '।

    --

    'প্যাঁক প্যাঁক প্যাঁক প্যাঁক প্যাঁক রাংলাদেশ এর বাংলা প্যাঁক রাংলাদেশ ওরফে বাংলাদেশ (বাল এর দেশ)'
  • phu | 127.194.57.221 | ১৯ মার্চ ২০১৫ ২২:০৯667968
  • কোনদিন ময়দানে গিয়ে খেলা দেখলে বুঝবেন এগুলো শিশু।মোহন ইস্ট মোহামেডান ম্যাচে চিরকাল এর চেয়ে ঢের খিস্তি চলে জাত ধর্ম বর্ণ ভাষা কিছু বাদ দেয় না যুবভারতীর দর্শক। সেগুলো নিয়ে বা এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই।ইউরোপে ল্যাটিন আমেরিকায় ফুটবল স্টেডিয়ামে মারপিট অব্দি হয় । আমাদের এখানেও ১৬ জন মরেছিল
  • dc | 116.208.150.76 | ১৯ মার্চ ২০১৫ ২২:৩৫667980
  • হুঁ ইডেন বা যুবভারতীতে গিয়ে খেলা দেখলে এগুলো সত্যিই ভারী মিষ্টি মনে হবে। আর মাঠে গিয়ে খেলা দেখার আমেজই আলাদা।
  • Ishan | 202.43.65.245 | ১৯ মার্চ ২০১৫ ২২:৫৯667991
  • অ্যাঁ? ১৬ জন মরেছিল, তা নিয়েও ভাবার দরকার নেই? ইউরোপে তো শুনি মারামারি দাঙ্গা নিয়ে খুবই ভাবে। একটু বেশিরকমই ভাবে।
  • Arpan | 125.118.12.232 | ১৯ মার্চ ২০১৫ ২৩:০০668002
  • ইওরোপে প্রফুল প্যাটেলের হাতেপায়ে ধরে শাস্তি এড়ানো যায় না। ঃ)
  • নির | 122.79.35.136 | ১৯ মার্চ ২০১৫ ২৩:৫৯668024
  • এখেনেও থাক।
    যা ভেবেছিলাম।ম্যাচটাকে ঘিরে যা চলছিল, কয়েকজন হার্টফেল করবে।
    "বাংলাদেশের শেষ উইকেট পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বুক চাপড়ে আর্তনাদ করতে থাকেন। একপর্যায়ে মেঝেতে পড়ে যান তিনি। পরিবারের লোকজন উজির আলীকে তড়িঘড়ি করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথেই তাঁর মৃত্যু হয়। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শত শত ক্রিকেট ভক্ত তাঁকে দেখার জন্য ছুটে আসেন।"
    http://m.prothom-alo.com/bangladesh/article/481204
  • দেব | 111.221.130.169 | ২০ মার্চ ২০১৫ ০০:০৯668046
  • @ নির - বাংলাদেশে খেলা শেষ হবার পর একজন হার্টফেল করে মারা গেছেন - http://www.prothom-alo.com/bangladesh/article/481204

    এর পর কাটা ঘায়ে নুনের ছিটে, অধিনায়ক মাশরফি এক ম্যাচের জন্য নির্বাসিত হয়েছেন স্লো ওভার রেটের জন্য - http://www.prothom-alo.com/sports/article/481201/%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%BF

    বাংলাদেশে পাকিস্তানি আম্পায়ার আলিম দারের কুশপুতুল পোড়ানো হচ্ছে। আম্পায়ারিং খুবই বাজে হয়েছে নো ডাউট। দু'দেশের সম্পর্কের কথা মাথায় রেখে আইসিসির এই ম্যাচে অন্য কোন দেশের আম্পায়ার লাগালে ভাল হত। আমরা এই ম্যাচটা খুব শিগ্গিরি ভুলে যাব কিন্তু বাংলাদেশ বোধহয় আগামী কুড়ি বছর এই ম্যাচটা নিয়ে কাঁদবে।
  • দেব | 111.221.130.169 | ২০ মার্চ ২০১৫ ০০:১৩668057
  • ওহ খবরটা অলরেডি চলে এসেছে।

    সচলের ঐ লেখাটাও পড়েছি। সচল গুরুর মতন, মুলেলিদের সাইট।
  • ranjan roy | 24.99.88.167 | ২০ মার্চ ২০১৫ ০০:২২668068
  • লক্ষণীয় যে আজ মাঠের চারজন আম্পায়ারই আগে যে দুবার বাংলাদেশ ভারতকে হারিয়েছে তখনও ছিল।ঃ))
    এটা আগে জানতাম না।
  • নির | 122.79.35.136 | ২০ মার্চ ২০১৫ ০০:৩২668079
  • অালিম দার একটিই ভুল করেছে, নো টা ঠিক ছিল না। কিন্তু ক্যাচটা ও দেখেনি, তার অাগেই নো ডেকেছে। মাহমুদুল্লার ছয় মারতে গিয়ে অাউট থার্ড অাম্পায়ার দিয়েছে। যতদূর মনে হয়েছে ওটা অাউট ছিলও। অার কোন ভুল ডিসিশন হয়নি। রায়নার টা অাউট না।ও হ্যাঁ, ইমরুলের কট বিহাইন্ড দেয়নি ইন্ডিয়াকে, কিন্তু সেটা ধোনি নিজেও বুঝতে পারেনি।
    এই নিয়ে বাংলাদেশী সাপোর্টাররা যা করছে তা অবর্ণনীয়। ধোনির নেওয়া ক্লীন ক্যাচ, ইমরুলের ক্লিয়ার রান অাউটকেও ওরা ডিনাই করছে। ফেবু গুরু জ্বালিয়ে দিচ্ছে। সবথেকে বাজে লাগছে এই ভেবে যে পরের ম্যাচগুলোতেও এই জ্বালাতন চলবে। ইন্ডিয়া জিতলে, অাইছিছি জেতাল, হারলে, ওই তো, হেরে গেলি, অাগের সব ম্যাচ অাইছিছির দয়ায় জিতেছিস। বিরক্ত লাগছে।
    এরা বুঝছে না যে এভাবে বাংলাদেশ ক্রিকেটের কোন উন্নতি হবে না।
  • sm | 53.251.90.89 | ২০ মার্চ ২০১৫ ০০:৫০668091
  • ছি ছি করুক না, তাতে কি এসে গেল?তবে, বাংলাদেশ ক্রিকেটে উন্নতি করেছে/ করছে এটা সত্যি।১০-৩৫ ওভার অবধি খুব ভালো বল করে গেছে।সম্ভবত,তখন কিছুটা ঝড়ো হাওয়া আর মেঘলা আকাশের সুবিধেও পেয়েছিল।
    ভবিষ্যতে আরো উন্নতি করুক।
    পিছনে লেগে লাভের লাভ কিছু হবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন