এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অভিজিৎ হত্যা-এটা যুদ্ধের সময়-কল ফর একশন

    bip
    অন্যান্য | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ | ৩৮০৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিপ | 79.138.209.156 | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:২৯668642
  • আমি জানি বুকে চাপা আছে অনেক কান্না। অনেক ক্ষোভ। অভিজিতের ভক্ত পাঠককুলের কাছে আমার একটাই পার্থনা, এটা কান্না বা ক্ষোভের সময় না । এটা যুদ্ধ। যুদ্ধে আপনার কান্না আর ক্ষোভ, বিরোধি পক্ষকে আরো এই ধরনের কাজে উস্কে দেবে। দেখতেই পাচ্ছেন বাংলাদেশের অধিকাংশ মুসলিম জনতা তাদের ফেসবুক স্টাটাসে তাদের আনন্দ উল্লাস ব্যক্ত করছে। এরা মানুষ না জানোয়ার জানা নেই -কিন্ত বিলক্ষন জানুন ধর্ম মানুষকে জানোয়ার বানাতে সক্ষম। এটা পথে নেমে প্রতিবাদ করার সময়। একশন নেবার সময়। ইসলামের স্বঘোষিত স্প্লিন্টার গ্রুপ গুলি, যারা নিজেদের ইসলামের সৈনিক মনে করে-তারা বাংলাদেশ, ভারত, আমেরিকা, ইউরোপ সর্বত্রই আপনি, আমি সবার জন্য এক ধরনের মৃত্যুকূপ। অভিজিত যে ভাবে মারা গেছে, কালকে আপনিও এই ধরনের স্প্লিন্টার গ্রুপের হাতে মারা যেতে পারেন বোমাঘাতে। লেখালেখি না করলেও। বাংলাদেশের সরকার এই সব গ্রুপ গুলোর বিরুদ্ধে বেশী কিছু করবে না -পশ্চিম বঙ্গে এরা আবার শাসক দলের আশ্রিত। সুতরাং আজ একশন না নিলে, কাল অভিজিত রায়ের পরিনিতি আপনার ও হতে পারে। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী এই কাজ গুলো করুন

    (১) অভিজিত রায় আমেরিকান সিটিজেন ছিলেন। যদি আপনি আমেরিকান সিটিজেন হন , আপনার সেনেটর কংগ্রেসম্যানকে জানান, একজন আমেরিকান ব্লগার বাংলাদেশে ইসলামিক সন্ত্রাসবাদের হাতে খুন হয়েছে। তারা যেন বাংলাদেশের আমেরিকান এম্বাসিতে চাপ দেয় এফ বি আই তদন্তের জন্য । খুনীরা একজন নাস্তিক শুধু না , একজন আমেরিকান মারতে পেরেছে বলেও উল্লাস করেছেন । এটা ইসলামিক সন্ত্রাসবাদিদের দ্বারা একজন আমেরিকানের বিরুদ্ধে হেট ক্রাইম ও বটে। সুতরাং এফ বি আই এর সহযোগিতা দরকার।

    বাংলাদেশের আমেরিকান এম্বাসীতেও সরাসরি লিখতে পারেন ।

    (২) আপনারা যে যেখানে থাকুন, অভিজিত রায়ের সমর্থনে মিটিং মিছিল করুন। তার ফটো ভিডিওতে ফেসবুক ভরে যাক

    (৩) যেসব ফেসবুক প্রফাইলকে জঙ্গীদের প্রতি সহানুভূতিশীল মনে হয়, সেগুলোর স্ক্রীনশট রাখুন। স্থানীয় থানায় লোক্যাল সাইবার ক্রাইমের সেলে রিপোর্ট করুন।

    মনে রাখবেন আপনার প্রতিপক্ষ ধর্মোন্মাদ জঙ্গী। এরা আপনার চোখের জলে, ক্ষোভে আনন্দ পায়। জেতার উল্লাস করে। এদের বিরুদ্ধে লড়াই করার একটাই পদ্ধতি। এদের খুঁজে বার করে পুলিশে দেওয়া, এদের সমাজ বিচ্ছিন্ন করা। স্পট দেম। রিপোর্ট দেম। লিস্ট দেম।

    কান্নাকাটি ক্ষোভ ছাড়ুন। ওসব দুর্বলদের লক্ষন। আজ থেকে ডিরেক্ট একশন ডে।
  • I | 192.66.62.62 | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৫১668653
  • একমত।
  • Tim | 101.185.27.29 | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ০০:০৩668664
  • এইটা একেবারেই ঠিকঠাক পরামর্শ। একমত।
  • Ishan | 214.54.36.245 | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৩৬668675
  • বিপের এই টা এবং ব্লগের লেখাটা, দুটোই একদম ঠিক জায়গায় ঘা দিয়েছে।
  • pi | 24.139.221.129 | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৪৮668686
  • (৩) যেসব ফেসবুক প্রফাইলকে জঙ্গীদের প্রতি সহানুভূতিশীল মনে হয়, সেগুলোর স্ক্রীনশট রাখুন। স্থানীয় থানায় লোক্যাল সাইবার ক্রাইমের সেলে রিপোর্ট করুন।

    মনে রাখবেন আপনার প্রতিপক্ষ ধর্মোন্মাদ জঙ্গী। এরা আপনার চোখের জলে, ক্ষোভে আনন্দ পায়। জেতার উল্লাস করে। এদের বিরুদ্ধে লড়াই করার একটাই পদ্ধতি। এদের খুঁজে বার করে পুলিশে দেওয়া, এদের সমাজ বিচ্ছিন্ন করা। স্পট দেম। রিপোর্ট দেম। লিস্ট দেম।

    এক্কেবারে ক। ভীষণরকম একমত।
  • tania | 27.246.53.51 | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ০১:২২668697
  • ১০০% একমত।
  • একক | 24.96.76.137 | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ০১:২৯668708
  • একদম সঠিক পয়েন্ট । বিশেষ করে একনম্বর পয়েন্টটা নিয়ে এগোতে পারলে কাজের কাজ হবে ।

    আরেকটা কথা এই লাইনেই ; কলকাতায় আর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আছে তো । প্রতিবাদ জানানো এবং জমাদেওয়ার একটা উদ্যোগ নেওয়া হোক । হচ্ছে নিশ্চই .......
  • সে | 188.83.87.102 | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৩১668719
  • বিবিসি নিউজে হেডলাইনে দেখাচ্ছে।
  • ন্যাড়া | 172.233.205.42 | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৫১668644
  • ইউএসের উচিত এক্সট্র্যাডিশনের জন্যে চাপ দেওয়া।
  • dc | 213.187.246.97 | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৫৬668645
  • আমি একেবারে সাধারন মানুষ হিসেবে একটা কথা বলতে পারি। আমি অনলাইনে এমন কিচ্ছু লিখিনা যাতে করে আমার ক্ষতি হতে পারে। কারন আমার কাছে আমার পরিবারের দায়িত্ত্ব সবার আগে। কোনরকম পলিটিক্স বা ধর্মীয় গন্ডগোলে আমি জড়িয়ে পড়লে আমার পরিবারের ক্ষতি। একেবারে স্বার্থপর চিন্তাভাবনা ঃ-)
  • Tim | 101.185.27.29 | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ১০:১৮668646
  • সাধারণ মানুষ কথাটা ব্যবহার না করলেই পারতেন। অনেক "সাধারণ মানুষ" প্রতিবাদ করেন, ঝুঁকি নেন। এই করেই যাকিছু টঁইকে আছে, আছে। নইলে অসাধারণ আর কজন।
  • a x | 60.171.26.111 | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ১০:২২668647
  • কাকে এক্স্ট্রাডাইট করবে? ফারাবী, আনসার বাংলা এদের?
  • <> | 75.49.14.167 | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ১১:২০668648
  • একটা কবিতা হোক।

    বড়বিজ্ঞান ছোটবিজ্ঞান অর্থনীতির গাছপাথর
    রাইফেল হাতে রাজিয়া বেগম দুর্গ করেছে খাগড়াগড়
    ছোট সেকুলার মেজ সেকুলার আলোকপ্রাপ্ত কলোনিঘর
    অন্ধকারের অন্দর থেকে ধর্মযুদ্ধে খাগড়াগড়
    জান কবুল ওই গাঁয়ের বধূর আঁচলে বোমার আগুন ভর
    মার্জিন থেকে দিল্লি নাচায় আমিনাবিবির খাগড়াগড়।।
  • সিদ্ধার্থ | 116.51.242.185 | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ১১:২৭668649
  • এই কবিতার সাথে অভিজিতের কি সম্পর্ক? খাগড়াগড়ে যারা বোমা বানাচ্ছিল তারাই অভিজিতকে মেরেছে?

    এবার যেটা হবে, চুড়ান্ত ইসলামোফোবিয়া তৈরী হবে দিকে দিকে। যাঁরা সেকুলারিজমের দায় রাখতে চান, তাঁরা দাবী করবেন যে ভারতে হিন্দু এবং মুসলিম মৌলবাদ দুখানাই সমান বড় বিপদ। কিন্তু রিয়ালিস্টিকালি, সব ধর্মের মৌলবাদকে সমানভাবে এবং ইমপার্সিয়ালি অ্যাটাক করতে হবে, সেটা সম্ভব নয়। ভারতে হিন্দুত্ববাদ অনেক বড় বিপদ। সব মৌলবাদকে ইমপার্সিয়ালি অ্যাটাক করতে গেলে অবধারিতভাবে হিন্দু ও মুসলিম মৌলবাদকে ভারতের রেসপেক্টে এক করে দেখা হবে, যাতে প্রথমটার ভয়াবহতা আন্ডারমাইন করা হয়। বাংলাদেশে থাকলে মূল শত্রু হত জামাত। ভারতে মূল শত্রু আরএসএস, এটা ভুললে চলবে না। দরকার পড়লে এটাও বলব যে ভারতে জামাত একটু কম শত্রু হোক ক্ষতি নেই, কিন্তু চাড্ডী-নিক্কারদের বিরুদ্ধে সফট হওয়া চলবে না।
  • তাপস | 233.29.204.178 | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৪০668650
  • সিদ্ধার্থর এই বক্তব্যকে এস্ক্তেন্দ করলে প্রধান শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের জন্যে কখনো কখনো অপ্রধান শত্রুর সঙ্গে হাত মিলিয়ে বড় যুদ্ধে শরিক হওয়ার একটা প্রচলিত লাইন চলে আসে, যেটা এখনকার প্রেক্ষিতে সর্বনেশে বলেই মনে হয় ।
  • সিদ্ধার্থ | 116.51.242.185 | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৪৯668651
  • অপ্রধান শত্রুর সাথে ইস্যুভিত্তিক বোঝাপড়ায় যাওয়াই যায় তো । সর্বনেশে কেন হবে?
  • sorbonash | 127.194.55.124 | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৫১668652
  • "দরকার পড়লে এটাও বলব যে ভারতে জামাত একটু কম শত্রু হোক ক্ষতি নেই" - শত্রুর শত্রু কে যুদ্ধে শরিক বানিয়ে তালিবান দের প্রতি সফট হতে গিয়ে পাকিস্তানে কি অবস্থা সবাই দেখতে পাচ্ছে । খাগড়াগড়ে যারা বোমা বানাচ্ছিল তাদের সঙ্গীরাই অভিজিতকে মেরেছে। সন্ত্রাসবাদ গ্লোবাল থ্রেট । আসু কর্তব্য "এদের খুঁজে বার করে পুলিশে দেওয়া, এদের সমাজ বিচ্ছিন্ন করা। স্পট দেম। রিপোর্ট দেম। লিস্ট দেম।"
  • সিদ্ধার্থ | 116.51.242.185 | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৫৪668654
  • অপেক্ষা করছিলাম কখন ডাইনী খোঁজা শুরু হবে
  • Arpan | 233.227.227.11 | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৫৭668655
  • দিকে দিকে ইসলামোফোবিয়া তৈরি হলে চাড্ডি এফিনিটিও বাড়বে (ইনফ্যাক্ট আমি মনে করি অলরেডি স্যাটুরেশন পয়েন্টের বাইরে চলে গেছে)। জামাত আইসিস আইএম কাউকেই ইন্ডিয়ার রেস্পেক্টে অপ্রধান শক্তি করে দেখার জায়গায় আমরা নেই।
  • শ্রী সদা | 126.75.65.125 | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ১২:০১668656
  • বৃহত্তর শত্রুকে রুখতে মৌলবাদের সাথে ইস্যুভিত্তিক বোঝাপড়ায় গেলে কী হয় সেটা ৯/১১ পরবর্তী আমেরিকা (এবং ইসলামী সন্ত্রাসবাদের শিকার অন্যান্য দেশগুলো)খুব ভালোই বুঝেছে। সেই ৮০'স এর র‌্যাম্বো সিরিজ, যেখানে স্ট্যালোন তার বন্ধু মুজাহিদিনদের সাহায্য নিয়ে দুষ্টু রাশিয়াকে ভ্যানিস করে দিচ্ছে, সেই সিনগুলো মনে পড়ে গেল।
    আর খাগড়াগড়ে বোমা যারা বানাচ্ছিল তাদের আদর্শতুতো জাতভাইরাই অভিজিৎ কে মেরেছে। এই নিয়ে কনফিউশন আসে কী করে ?
    ভারতে হিন্দু মৌলবাদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই হোক, কিন্তু সেই ফাঁকে ইসলামী মৌলবাদ যেন ঢুকে না পড়ে সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। তসলিমাকে কোলকাতা থেকে খেদানো, শাহবাগ চলাকালীন প্রতিবাদী জনসভা - এগুলো ইগনোর করার মতো যথেষ্ট সেকুলার বোধয় হতে পারবোনা কখনো।
  • pi | 116.218.129.213 | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ১২:০২668657
  • সিদ্ধার্থ, ভারতের জামাতি আর বাংলাদেশের জামাতিদের মধ্যে তফাতটা ঠিক কোথায় মনে করিস ? আদর্শগত হোক কি অপারেশনাল ? তোর লজিকটা বুঝতে চাইছি।
  • Arpan | 233.227.227.11 | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ১২:০৫668659
  • ভারতীয় জামাতি বা বাংলাদেশি জামাতি আলাদা করে কিছু হয় নাকি? আলফার মিলিটান্ট কোর গ্রুপ বাংলাদেশে শেল্টার নিয়ে একটা সময় আসামে অপারেশন চালাত। তার মানে কি ভারতীয় আলফা আর বাংলাদেশি আলফা আলাদা?
  • pi | 116.218.129.213 | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ১২:০৫668658
  • তবে এটাও থাকুক।
    After five months of investigations and having arrested 17 people including a Bangladeshi national, NIA has reached a conclusion that there is no link between Saradha scam money and the Burdwan blast. It has also not found any proof of transportation of bombs from India to Bangladesh for alleged destabilization of the Sheikh Hasina government as was suspected earlier.
  • Ekak | 24.99.89.216 | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ১২:১১668660
  • সিদ্ধার্থ যেটা বলল একই কথা বহুবার ফেবু-গুরু বলেছি যখন বাংলাদেশের কেও হিন্দু নির্যাতনের কথা বলে এন্টি মুসলিম প্রোপাগান্ডা করতেন । এটা বলে যাওয়া প্রয়োজন কারণ সীমান্তের ওপারে-এপারে সমস্যার নেচার আলাদা । কিন্তু একটা কিন্তু আছে সেটা ভুলে গেলে চাপ ।

    ইসলামিস্ট রা বিপ্লবী । কোনো সারকাসম করে বলছিনা ,ফেস ইট । এই খুঁটিপুজারী রাজনীতির ধরণ ই হলো এরা নিজেরাই একে অপর কে ডিসওন করে । তাই সব বিপ্লবী নিজেদের একটা করে সংজ্ঞা বানায় । কিন্তু সব কিছুর পরেও ইসলাম একটা রাজনীতি যা পৃথিবী দখলের স্বপ্ন দেখে এবং শরিয়া ইমপ্লিমেন্ট করার । আর কোনো ধর্ম আজকের দিনে এই স্বপ্ন দেখেনা । প্লিস আপনারা এই ন্যাকামো টা বন্ধ করুন যে ইসলাম নিয়ে কথা বললেই ক্রিসচিয়ানরা ,বৌদ্ধ রা ,শৈব রা কবে কোথায় খুনখারাবি করেছে তুলে আনতে হবে । প্রথমত ওরা এখন সক্রিয় নয়। দ্বিতীয়ত ওরা কেও বিপ্লবীর জন্ম দিচ্ছেনা । কেও স্বর্গরাজ্য স্থাপনের স্বপ্ন দেখছেনা । কেও এরকম সিঙ্গল ম্যানিফেস্টো ফলো করে চলছেনা । ইসলাম চলছে । লাইব্রেরি পুড়িয়ে দেওয়া ,নাস্তিক হত্যা ,দাসব্যবসা এগুলো "ল্য এন্ড অর্ডার প্রবলেম" নয় । কিছু লোক 'রোগ' হয়ে যাওয়ার ব্যাপার নয় । এগুলো বিপ্লবের পথ । রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবে ফিউডাল একটা খোলসের মধ্যে ঢুকে যেতে পারলে ওরা আরও দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে যদি তেলের টাকা নাও থাকে । কোল্ড ব্লাডেড পলিটিকাল স্টেপ এগুলো । এইমুহুর্তে ভারতে বসে হিন্দু chaddi দের অবস্যই ছেড়ে দেবনা কিন্তু ইসলামি ইনকিলাব রোখার জন্যে যা করার করতে হবে ।

    এই ফ্যালাসি টা অনেকদিন ধরে দেখছি । বাম বিপ্লবী রা কিছুতেই স্বীকার করেননা যে ইসলামিস্ট রা বিপ্লবী । ওরাও আমূল পরিবর্তন চায় ।এবার কোন পরিবর্তন ভালো কোনটা মন্দ সেটা তো অন্য লোক বলে দেবেনা । স্ত্যালিস্নিস্ট গুলো ক্লোসেট ইসলাম সমর্থক । এদিকে সামনে বলার দম নেই । এসব অনেক হলো । এবার ইসলামিস্ট বিপ্লবকে টিপে মারার সময় হয়েছে ।

    আর হ্যা ,কোনো "সলিউশন" খুঁজছিনা । এই এক বোকাটে প্রশ্ন করেন কেও কেও। সলিউশন বলে কিছু হয়না । ব্যালান্স বিগ্রোলে কানের গোড়ায় দিয়ে অন্যদিকে একটু কাত করে দিতে হয় এইপর্যন্ত্য ।
  • তাপস | 233.29.204.178 | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ১২:১৪668661
  • এই অপ্রধান শত্রুর লাইনটা চ্যাম্পিয়ন করতে গিয়ে যেটা দেখা হয়নি বা হয় না, সেই শত্রুদের নিজস্ব এজেন্ডা থাকে। ওই অপ্রধান শত্রুদের ব্যবহার করতে গিয়ে, শরিক বানিয়ে, তাদের হাত শক্ত করা হয়। এলিয়েনেট করার বদলে একটা লেজিটিমেসি দেওয়া হয়।
  • তাপস | 233.29.204.178 | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ১২:১৮668662
  • হ্যা, একটি পতাকাতলে সমগ্র মানুষকে নিয়ে আসার মহার্ঘ কাজটা সম্পন্ন করে ফেললেই সব মানবের মুক্তি ঘটে যাবে, (মানবী ইন্চ্লুদেদ ছিল কিনা কে জানে?) এরকম দর্শনগত মিল খুঁজে পাই। (এককের পোস্ট পড়ে)
  • footnote | 127.194.55.124 | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ১২:২১668663
  • There is no evidence to prove that the bombs were meant for attacks in Bangladesh except for the fact that JMB is an outfit opposed to the Hasina government and has carried out attacks in Bangladesh earlier.
  • abc | 47.187.2.229 | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:০৮668666
  • বিষয়টা নিয়ে অনেকদিন ধরেই ভাবতে ভাবতে আমিই একটা কবিতা লিখে ফেললাম

    বড়বিজ্ঞান ছোটবিজ্ঞান অর্থনীতির গাছপাথর
    রাইফেল হাতে আনসার বাংলা দুর্গ করেছে ঢাকাশহর
    ছোট সেকুলার মেজ সেকুলার আলোকপ্রাপ্ত আওয়ামী ঝড়
    অন্ধকারের অন্দর থেকে ধর্মযুদ্ধে ঢাকাশহর
    জান কবুল ওই গাঁয়ের পোলার হাতে চাপাতি দেয় ঝলক
    মার্জিন থেকে আমেরিকা নাচায় আনসার বাংলার ঢাকাশহর।

    কেমন হলো? আপনাদের মতামত কি? অভিজিৎ একটি বুর্জোয়া রাষ্ট্রের নাগরিক ছিলো। বুর্জোয়া রাষ্ট্রের বিরুদ্ধে ইসলামিক স্টেটগুলো যে যুদ্ধ করছে তাকে তো আমরা গ্লোরিফাই করি কমরেড। যুদ্ধ কি অনলাইনে হয়? সেই যুদ্ধকে গ্লোরিফাই করার আগে জানতেন না নাকি যে যুদ্ধটা হয় মাঠে নেমে, অস্ত্র দিয়ে? তাহলে এখন ন্যাকামি করে অভিজিৎ এর মৃত্যুতে শোক করছেন কেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন