এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অভিজিৎ হত্যা-এটা যুদ্ধের সময়-কল ফর একশন

    bip
    অন্যান্য | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ | ৩৮০৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • abc | 47.187.2.229 | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:০৮668666
  • বিষয়টা নিয়ে অনেকদিন ধরেই ভাবতে ভাবতে আমিই একটা কবিতা লিখে ফেললাম

    বড়বিজ্ঞান ছোটবিজ্ঞান অর্থনীতির গাছপাথর
    রাইফেল হাতে আনসার বাংলা দুর্গ করেছে ঢাকাশহর
    ছোট সেকুলার মেজ সেকুলার আলোকপ্রাপ্ত আওয়ামী ঝড়
    অন্ধকারের অন্দর থেকে ধর্মযুদ্ধে ঢাকাশহর
    জান কবুল ওই গাঁয়ের পোলার হাতে চাপাতি দেয় ঝলক
    মার্জিন থেকে আমেরিকা নাচায় আনসার বাংলার ঢাকাশহর।

    কেমন হলো? আপনাদের মতামত কি? অভিজিৎ একটি বুর্জোয়া রাষ্ট্রের নাগরিক ছিলো। বুর্জোয়া রাষ্ট্রের বিরুদ্ধে ইসলামিক স্টেটগুলো যে যুদ্ধ করছে তাকে তো আমরা গ্লোরিফাই করি কমরেড। যুদ্ধ কি অনলাইনে হয়? সেই যুদ্ধকে গ্লোরিফাই করার আগে জানতেন না নাকি যে যুদ্ধটা হয় মাঠে নেমে, অস্ত্র দিয়ে? তাহলে এখন ন্যাকামি করে অভিজিৎ এর মৃত্যুতে শোক করছেন কেন?
  • bip | 79.138.209.156 | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৪৮668667
  • অভিজিতের হাত ধরেই ধর্মান্ধদের বিরুদ্ধে লেখালেখি করছি আজ বারো বছর । অনেক ইসলামিক র‍্যাডিকালদের সাথে বিতর্ক হয়েছে। যেটা পরিস্কার আমার কাছে জলের মতন -মৌলবাদের কোন ধর্ম নেই । হিন্দু ইসলাম সব মৌলবাদ এক। তাই যারা সংখ্যাগুরু আর সংখ্যালঘুর মৌলবাদে পার্থক্য করছেন, তারা শ্রেফ বাড়ির চৌকিতে মুখ গুঁজে থেকে তাত্ত্বিক মাস্টারবেশন করছেন বা মানবিক সাজার চেষ্টা করছেন। এসব আনরিয়ালিস্টিক হাস্যকর তাত্ত্বিক স্বমেহন দেখলে দুই ধর্মের মৌলবাদীরাই উৎসাহিত হবে। হিন্দু মুসলমান ও যেমন আলাদা না , তেমন তাদের মৌলবাদিরাও আলাদা না । এটা ধরেই এগোতে হবে। অভিজিতা বাংলাদেশের হিন্দু মৌলবাদিদের বিরুদ্ধে লড়েছে প্রচুর। এরা একসময় মুক্তমনাতে বেশী লিখত। ইসলামের বিরুদ্ধে লিখলে কি উল্লাস-আর হিন্দুদের বিরুদ্ধে লিখলে অভিজিত আর আমার বিরুদ্ধে চাপ সৃষ্টি করা হত। কারন তখন মুক্তমনাতে অভিজিত আর আমি ছাড়া কেও হিন্দু ধর্ম নিয়ে লিখত না । ওদেরকে আস্তে আস্তে মুক্তমনা থেকে বার করে দেওয়া হয়েছিল। তারা এখনো অভিজিতের বিরুদ্ধে নোংরা রটিয়ে বেড়ায় যে বন্যার প্রেমে পড়ে অভিজিত বাংলাদেশের হিন্দুদের কথা ভুলে গেছে!! বন্যার নামে যঘন্য সব রটিয়েছে এই বাংলাদেশের সংখ্যালঘুরা। তারমানে তাদের বিরুদ্ধে লরতে হত না ? হাস্যকর ।

    সোজা হিসাব করুন। সবাই মানুষ। হিন্দু মুসলমান নেই । তাহলেই দেখবেন এই সব সংখ্যালঘু বনাম সংখ্যাগুরুর তাত্ত্বিক স্বমেহনে রুচি আসবে না ।
  • debu | 85.80.191.128 | ০১ মার্চ ২০১৫ ০৬:১৯668668
  • বিপ্লব , তোমর কথা টা ১০০% সত্যি
  • ranjan roy | 113.242.198.19 | ০১ মার্চ ২০১৫ ০৮:০৩668669
  • লড়াই তো বটেই!
    আমরা চাই বা না চাই, যুদ্ধক্ষেত্রে আছি। বালিতে মাথা গুঁজে বাঁচা যাবে না।
    এই সত্যটা মেনে নেওয়া উচিত যে কাউকে ধর্মদ্বেষী বলে দেগে দিলে বা "আমাদের ঈশ্বরকে"( কমিউনিটিকে) অপমান করেছে বললে আজও অধিকাংশ লোক সেই "নাস্তিক" বা পাপীর "মৃত্যুদন্ড"কে মেনে নেবে।।
    বাংলদেশে প্রতিবাদ মিছিল?
    মুষ্টিমেয় কিছু বুদ্ধিজীবি ছাড়া আর কেউ সামিল হবেন আশা করি না।
    এই আম জনতা অভিজিতের লেখা পড়েনি। ওঁর বিজ্ঞানমনস্কতা সম্বন্ধে কিছুই জানে না।ওরা শুধু প্রচার থেকে বুঝবে যে এই লোকটা আমাদের অল্লাহ রসুলের সৃষ্টিতত্ত্বকে চ্যালেঞ্জ করেছে, ঝুটা বলেছে। ব্যস্‌!
    কাকে দোষ দেবেন? কাকে অভিশাপ দেবেন?
    ভারতে?
    মহারাষ্ট্রে অভিজিতের মত যুক্তিবাদী এক সমাজকর্মীকে একইভাবে হত্যা করা হল। কী হল? মুম্বাই-পুণেতে প্রতিবাদে বিশাল জনসমুহ রাস্তায় নামল? না, ওসব কিছুই হয় নি।
    তার চেয়েও বিজারে ঘটনা হল যে সেই হত্যার তদন্তকারী পুলিশ অফিসার হত্যাকারীদের আইডেন্টিফাই করতে না পেরে প্ল্যানচেটের সাহায্য নিলেন! নিহত যুক্তিবাদীর আত্মাকে ডাকলেন খুনিদের পরিচয় জানতে!! নিহতের এতবড় অপমান!!
    বঙ্গে? বামদর্শনের কোলকাতায়?
    তসলিমাকে বের করে দেওয়া হল ভোটের অংকে; করলেন বাম সরকার।
    তাকে বাম বুদ্ধিজীবিরা জাস্টিফাই করলেন। এই পাতাতেও বাম সমর্থক এর জন্যে পাসপোর্ট-ভিসা-বিদেশি ইত্যাদি কূট্তর্ক দিয়ে আসল ঘটনা-- গদি বাঁচানোর রাজনীতি-কে আড়াল করতে লাগলেন।
    তাহলে কি করা যায়?
    আশু কর্তব্য হল--বিপ যা বলছেন।আর যত ছোটই হোক। প্রতিবাদী মিছিল-আলোচনা-বক্তৃতা-বিতর্ক গড়ে তোলা। ব্যাপক জনতার কাছে পৌঁছনো দরকার--চারদিকে যা হচ্ছে তার ভয়ংকর পরিণাম। বাংলাদেশ ও মহারাষ্ট্র-- দুই দেশের শহীদদের কথাও বলা হোক।র‌্যাশনাল চিন্তার শহীদ।

    কোন ধর্মগ্রন্থকে আক্রমণ?
    আম জনতা নিজের ঘোষিত ধর্মগ্রন্থকেও খুঁটিয়ে পড়ে নাকি?
    দরকার ডেমোক্র্যাটিক ভ্যালুজ এর জন্যে লড়াই। বারবার এটাই বলা যে বিভিন্ন মতের ও বিপরীত মতের সহাবস্থান জরুরী। অপছন্দের কন্ঠস্বর বন্ধ করা চলবে না। শেষ কথা বলার ঈশ্বরপ্রদত্ত অধিকার কারো নেই।
    যে কোন সভ্যসমাজ সভ্য রাষ্ট্র গলাকাটার রাজনীতিকে প্রতিহত ক্রতে চাইবে। এইজাতীয় সমস্ত হত্যাকান্ড ক্রিমিন্যাল অ্যাক্টই ধরা হবে, কোন পবিত্র পাক কর্ম নয়।
  • Ishan | 183.17.193.253 | ০১ মার্চ ২০১৫ ০৮:৩৭668670
  • ফারাবির ফলোয়ারের সংখ্যা ২৫০০০। কবীর সুমনের চেয়ে মাত্র হাজার দশেক বেশি।

    কী টাইপ করব, কার জন্য টাইপ করব, কী লিখব, কেন লিখব জানিনা।
  • Ishan | 183.17.193.253 | ০১ মার্চ ২০১৫ ০৮:৪০668671
  • অভিজিৎ রায়ের একটা ২০১৩ সালের স্টেটাস ফেবুকে শেয়ার করলাম। এখানেও দিয়ে দিইঃ

    --------
    যারা ভাবে বিনা রক্তে বিজয় অর্জিত হয়ে যাবে তারা বোকার স্বর্গে বাস করছেন। ধর্মান্ধতা, মৌলবাদের মত জিনিস নিয়ে যখন থেকে আমরা লেখা শুরু করেছি, জেনেছি জীবন হাতে নিয়েই লেখালিখি করছি। জামাত শিবির, রাজাকারেরা নির্বিষ ঢোরা সাপ না, তা একাত্তরেই আমরা জনেছিলাম। আশি নব্বইয়ের দশকে শিবিরের রগ কাটার বিবরণ আমি কম পড়িনি। আমার কাছের বন্ধুবান্ধবেরাই কম আহত হয় নাই।
    থাবা বাবার মর্মান্তিক খবরে আমি ক্ষুব্ধ, ক্রুদ্ধ, উন্মত্ত, কিন্তু বিশ্বাস করুন, এক ফোঁটা বিচলিত নই। জামাত শিবির আর সাইদী মাইদী কদু বদু যদু মোল্লাদের সময় যে শেষ এ থেকে খুব ভাল করেই আমি বুঝতে পারছি। এরা সব সময়ই মরার আগে শেষ কামড় দিতে চেষ্টা করে। ৭১ এ বিজয় দিবসের দুই দিন আগে কারা আর কেন বুদ্ধিজীবী হত্যায় মেতে উঠেছিল শকুনের দল, মনে আছে? মনে আছে স্বৈরাচারের পতনের ঠিক আগে কি ভাবে প্রাণ দিতে হয়েছিল ডাক্তার মিলনকে? এগুলো আলামত। তাদের অন্তিম সময় সমাগত। পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে!
    বিজয় আমাদের অবশ্যাম্ভাবী।
    (এই স্ট্যাটাস থাবা বাবারপ্রতি ক্ষুদ্র শ্রদ্ধার নিদর্শন হিসেবে রাখলাম)
    -------------
  • সে | 188.83.87.102 | ০১ মার্চ ২০১৫ ১২:৫২668672
  • ফেসবুক অথরিটি কেন ফারাবির প্রোফাইল সরিয়ে নিচ্ছে না? এই টেররিস্টরা তো ফেসবুকের সাহায্যে নিজেদের নেটওয়ার্ক মজবুত করছে। এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া যায় না? আপনারা বলবেন, একটা প্রোফাইল ডিলিট করলে আরো ফেক প্রোফাইল তৈরী হবে, কিন্তু তাই বলে টেররিস্টদের প্রোফাইল কেন জিইয়ে রাখা হবে?
  • a x | 60.171.26.111 | ০১ মার্চ ২০১৫ ১২:৫৮668673
  • সে, আমি সহ বহু লোকে (এবং অনেকে একাধিকবার) প্রোফাইল রিপোর্ট করেছে ফেসবুকে, ফেসবুক আপত্তিকর কিছু পায়নি।
  • সে | 188.83.87.102 | ০১ মার্চ ২০১৫ ১৩:০১668674
  • a x,
    ওভাবে হবে না। অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। জিনিসটা তো মানুষ খুনের জন্যে ব্যবহার হচ্ছে। ফেসবুককে ওপেন পিটিশান জমা দিতে হবে। কীকরে সেটা করা যায়?
  • a x | 60.171.26.111 | ০১ মার্চ ২০১৫ ১৩:২৭668676
  • জানিনা সেরকম কিছু করা সম্ভব কিনা।

    মুশকিলটা হল সোশ্যাল মিডিয়াতে খুনের হুমকি অনেকেই দেয়। মানে আমি জানিনা লোকে কতটা সময় কাটায় এইসব সোশ্যাল মিডিয়াতে, কিন্তু অর্কুটের একটি ফোরামে মাঝে মাঝেই একে তাকে হুমকি দেওয়া হত, সেগুলো ফাঁকা বুলি, কিন্তু হুমকিই। এই ক্ষেত্রে এরকম কোনো হুমকি বা প্ল্যান ব্যবহার করে যে কিছু করা হয়েছে এটা প্রমাণ করা যাবে কীভাবে?
  • সে | 188.83.87.102 | ০১ মার্চ ২০১৫ ১৩:৪৬668677
  • প্রমাণ তো করবে পুলিশ। প্রমাণ করবার জন্যে ইন্টেলিজেন্স দপ্তর আছে। আমরা প্রমানের সপক্ষে কিছু তথ্য দিতে পারি। এবং পাবলিক পিটিশান যেরকম লেখা হচ্ছে এম্যাসীকে, সেই ধাঁচে ফেসবুককে, টুইটারকে - যে স্যার, আপনাদের এই সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম কে মানুষ খুনের জন্যে ব্যবহার করা হচ্ছে, এটা কি ঠিক? হুমকিগুলো তো স্যার আর ঠিক ফাঁকা আওয়াজ নেই, এই দেখুন, একজন নিরীহ মানুষ খুন হয়ে গেল। এই দেখুন অ্যাতো তরিখে এর নামে এই এই হুমকি এসেছিলো, নামে মানুষে মিলিয়ে নিন স্যার। আপনাদের এই সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে হার্ডকোর পর্ণোগ্রাফিক মেটিরিয়ালের থেকেও কি মানুষের প্রাণের দাম কম? তেমন হলে নাহয় একটু বেশি বেশি ফিল্টার করবেন। ফ্রীডম অফ স্পীচ তো খুব ভালো জিনিস স্যার, কিন্তু তারও তো রকমফের আছে। সব স্পীচের ফ্রীডম তো আপনাদের সাইটেও নেই, তাই এই মানুষখুনের হুমকি ও সেই নিয়ে পরিকল্পনা যারা করছে, তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আপনারাও কি পরোক্ষে এদের সাহায্য করছেন না? একটু ভেবে দেখুন স্যার।

    এইরক্লম বলা যায় না? পিটিশন? খোলা পিটিশন যেমন মার্কিন এম্ব্যাসীকে লেখা হচ্ছে।
  • sosen | 122.79.38.172 | ০১ মার্চ ২০১৫ ১৪:০৯668678
  • যায়। সে কে সমর্থন করছি। এটা করা দরকার।
  • | ০১ মার্চ ২০১৫ ১৪:৫০668679
  • হুঁ আমিও সমর্থন করছি।
    ফেসবুককে দেওয়া মানে কি জুকারবার্গকে দেওয়া? যাই হোক সেটাও খোঁজাই যায়।
  • সে | 188.83.87.102 | ০১ মার্চ ২০১৫ ১৪:৫৫668680
  • সম্ভবতঃ তাই। জুকারবার্গকেই দেয়া হোক। awaz.org থেকে।
    টুইটারের ক্ষেত্রে যিনি টপ বস, তাঁকেও লেখা যেতে পারে।
  • LB | 127.194.233.104 | ০১ মার্চ ২০১৫ ১৪:৫৬668681
  • ওসব পোস্ট রোমান হরফে বাংলায় লেখা, ফেসবুকের দায় পড়েছে ওগুলো অনুবাদ করিয়ে চেক করতে। করার হলে গুগুল অনেক আগেই এরকম অসংখ্য ডকুমেন্টেড হেটস্পীচকে আটকাতে পারতো।

    প্রফেশনাল ট্রান্সলেটরকে দিয়ে অনুবাদ করিয়ে আইনীভাবে চাপ দিলে হয়তো তবেই করবে।
  • LB | 127.194.233.104 | ০১ মার্চ ২০১৫ ১৫:০৪668682
  • দ্বিতীয় যেটা মাথায় এলো - ফেসবুক বা টুইটারে এদের প্রোফাইল ব্লক হয়ে কী লাভ? শুধু থ্রেটটুকু পাবলিকলি দিতে পারবে না, বদলে ফোনে দেবে, বাড়িতে চিঠি পাঠাবে। নিজেদের মধ্যে অন্যভাবে যোগাযোগ রাখবে। আজ ফেসবুকে খুলে আম লিখছে বলে জানতে পারছেন ওটা ফারাবি, ফেসবুকের মাধ্যমেই লুকাউট পোস্ট করতে পারছেন। নইলে লোকটা অজানাই থেকে যেত।

    এগুলো সব র‌্যান্ডম কিছু চিন্তা মাথায় ঘুরছে। হয়তো ফালতু ভাবছি। আরো কিছু এক্সট্রীম কথা মাথায় ঘুরছে যেগুলো এখানে লেখা যাবে না।
  • I | 120.224.201.64 | ০১ মার্চ ২০১৫ ১৫:১৪668683
  • সে-র সঙ্গে একমত। যাঁরা কম্পিউটার-শিক্ষিত, একটু দেখবেন প্লিজ।
  • সে | 188.83.87.102 | ০১ মার্চ ২০১৫ ১৫:১৯668684
  • এরা তো পাওয়ার ওফ ইন্টারনেট ব্যবহার করছে। সভ্যজগতের বানানো টুল দিয়ে তাদেরই ক্ষতি করবার পরিকল্পনা করছে। ব্লক হয়ে কী হবে না হবে সেতো পরে দেখা যাবে। আগে ব্লক তো হোক। এত সুন্দর একটা জিনিস দিয়ে অসুন্দর কাজের প্ল্যান। এদের তো টুল বানানোর কষ্টটাও করতে হয় নি। রোম্যান হরফ কি অন্য হরফ সেতো পরের ব্যাপার। কয়েকজন তো ব্লকড্‌ হোক। তার পরে এবং তারও পরে ও আরও আরও পরে কী কী হবে, সে সময়ই বলে দেবে। আমরাও তো চুপ করে বসে থাকবো না। এবং এটুকু করেই আমাদেরো কর্তব্য শেষ হয়ে যাবে না।
    আপনারা কেউ গুছিয়ে ভালো করে ইংরিজিতে চিঠিটা লিখুন প্লীজ।
  • b | 24.139.196.6 | ০১ মার্চ ২০১৫ ১৭:০৮668685
  • "হেব্বি লাগে! কেমন কুপিয়ে মারলাম! লোকটা স্ট্রেট মরে গেল। অত ইন্টেলেকচুয়াল ফটরফটর বাগিয়ে কী লাভ হল? আরে, যদ্দিন বাঁচবি, বউ-বাচ্চা নিয়ে পৃথিবীকে মেখেচেখে ভোগ কর, মেলায় নাগরদোলা চড়, কে বারণ করেছে। এখন কী কেলো, প্রাণটাই চলে গেল, বউয়েরও কয়েকটা আঙুল বাদ পড়ে গেল, তোর ব্লগ এখন কে লিখবে? বারবার সাবধান করেছিলুম, কিছুতে শুনলি নে। এ বার? অস্তিত্বটার আর কোনও চিহ্নও নেই। হ্যাঁ, সভাফভা হবে, ‘ওগো শহিদ’ কান্নার ফ্লাড ওথলাবে, চাট্টি রবীন্দ্রসংগীতও, কিন্তু তাতে তোর কী আসবে-যাবে? তোর তো চুকে গেল।

    অবান্তর কাজেই লোক কুমির ডেকে আনে। মুক্তমনা হওয়ার দরকারটা কী? মুক্তমনা মানেই বা কী? কেউ সত্যি মুক্তমনা হতে পারে? যে লোকটা সাম্প্রদায়িকতা মানে না, সে-ও সমকামের ব্যাপারটায় হোঁচট খায়। যে বিবাহ প্রতিষ্ঠানকে তুলোধোনা করে, সে-ও এক বিছানায় তিন জনকে দেখলে বোমকে বিয়াল্লিশ। গোটা মহাবিশ্বকে আকচে নেওয়ার মেগা-কোলাকুলির খ্যামতা ক’জনের?

    আরও গ্যাঁড়াকল আছে। থিয়োরি চর্চার সময় সর্বদা মনে রাখতে হয়, যে কোনও যুক্তির মোক্ষম প্রতিযুক্তি থাকতেই পারে, অতএব, নিজের সব তত্ত্ব, সব অনুমান নিমেষে ভুল প্রমাণিত হয়ে যেতে পারে। যথার্থ মুক্তমনা হলে, এমন একখান সম্ভাব্য পাহারোলা মনে খাড়া রেখেই কথাবাত্তা বলতে হয়। ‘আমার আপাতত এটাই ঠিক মনে হচ্ছে। যদি কেউ দুর্দান্ত লজিক সহ অন্য সাইড দেখাতে পারে, নির্ঘাত মেনে নেব’ এই আলোচনাবান্ধব পোজে ছক্কা চালতে হয়। সোজা কথায়, প্রফেশনাল কনফিউজ্ড হতে হয়। তা হলে, আল্টিমেটলি, থিয়োরি কপচাবারই আদৌ দরকার কী?

    এই ফিল্ডে আমাদের অসম্ভব সুবিধে। আমরা এক সেকেন্ডের জন্যও ভাবি না, আমাদের ভাবনা এক কণাও ভুল হতে পারে। কী করে হবে? আমাদের হাতে যে চাকু! যার আওতায় পেটানির ডান্ডা, আর একখান চিক্কুর পাড়লেই ডান্ডা হাতে ছুটে আসার খানতিনশো লোক, তার ফিলজফি কখনও খুঁতো হয়? আর, ভাবনা ভুল হবেই বা কী করে? আমি তো কখনও কিছু ভাবিই না। আমি তো কিচ্ছু পড়িনি, শুনিনি, জানিনি। ভাবতে বসে তো তারা, যারা নিশ্চিত নয়। যারা ভগবানের সাচ্চা বাচ্চা, যাদের মনে গাবদা ভাল্লুকের মতো বিশ্বাস উবু, তাদের কাজ শুধু লাল লাল চোখ নিয়ে ঘুরে বেড়ানো আর বেগড়বাই বুঝলেই থাবড়া তোলা। আমি শুধু রোজ সকালে উঠে ঠিক করি, আজ কাকে পেটাব। মানুষকে গুছিয়ে পেটাবার যে আরাম রে ভাই, ওঃ, সব অর্গ্যাজ্ম, সব ইউফোরিয়ার বাবা! নাড়িভুঁড়ি ফেঁসে যখন রক্ত গলগলিয়ে ওগলায় না, বিউটি! মজা দেড়া হয়ে মৌতাত কীসে জমে বল দিকিনি? যখন বুঝি, আমাকে কেউ ফিরে মারতে পারবে না।

    মারবে কোত্থেকে? আমি তো আমার মতো অন্য গুন্ডাকে পেটাতে যাচ্ছি না! ও বাবা, সে দিকে বহুত স্যায়না আমি। কক্ষনও আর্মড লোকের পেছনে লাগি না। আমি শুধু তাদের সঙ্গে রোয়াব মারি, যে লোকটা লেখালিখিতে বাঘ, কিন্তু হাঁটাহাঁটির টাইমে একলা। তার ট্যাঁকে বন্দুক নেই, চারপাশে লাল-আলো জ্বলা ইস্পাতের গাড়ি নেই, বামচাক বডিগার্ড নেই। তার চিমড়ে পকেটে ওই লিকলিকে পেন আমাদের কী করবে? অসির চেয়ে মসী ধারালো ওটা প্রিন্টিং মিসটেক, বাওয়া। নইলে তো রাজা-রাজড়ারা ইয়া ইয়া কলম বাগিয়ে ঘোড়ায় চড়ে হারেরে ধেয়ে যেত! মসীর গ্লোরি তো বোঝাই গেল, যখন ভারতের মুরুগান নামে লেখকটা অপমানের ঝাপড়া খেয়ে নিজের ওবিচুয়ারি লিখে বসল!

    সেই সিনে আমি অবশ্য অন্য ধর্মের ইজারা নিয়ে টকাস টকাস তুড়ি বাজাচ্ছিলাম। তাতে কী? ধর্মটা আমাদের কাছে ইম্পর্ট্যান্টই নয়, আসলি হল মার-টা। মুরুগান নিজেই ফেসবুকে লিখল, তার লেখক-সত্তার মৃত্যু হয়েছে, তার বইগুলো যেন প্রকাশকরা আর বিক্কিরি না করে, পাঠকরা যেন তার বই পুড়িয়ে ফেলে। প্রতীকী সুইসাইড না করে ব্যাটা যাবে কোথায়? আমরা ওর নভেলের বিরুদ্ধে রাস্তায় শয়ে শয়ে লোক নামিয়ে দিয়েছিলাম। হয়তো ওকেও কুপিয়ে মারতাম, তার আগে নিজেই মোলো! মর! আরও মর! লেখকগুলো কবিগুলো ঝাড়েবংশে মর! সব স্বাধীন চিন্তক, বেপরোয়া ভাবুক, নাছোড় থটবাজ মরে খাক হ!

    অ্যায়, ঠিক ধরেছ, আমাদের আসলি অ্যালার্জি স্বাধীনতায়। ভগবান আল্লা গড নিয়ে আমাদের মাথাব্যথা নেই। মৌলবাদী বললেই স্ক্রিনে ধর্মান্ধ পাবলিক ভেসে ওঠে তো? টোটাল মিসটেক! মৌলবাদী সে, যার বুকের ভেতর বহুত খার লকলকাচ্ছে। সারা দিন এই ঝাঁঝালো বিষ লোপালুপি করে সে কার ঘাড়ে ঝাড়বে? বউ? ভাইপো? মুদি? ওরে, তাতেও অনেক বাড়তি থাকে। তখন দুপুরটায় মনে হয় সিনেমা হল ভেঙে আসি, সন্ধেয় ভাবি কয়েকটা খুলি দুমড়ে এলে কেমন হত, রাত্তিরে বস্তি জ্বালাবার জন্য মশাল নিশপিশ করে। অশান্তি, আরও অশান্তি বাধিয়ে দিতে ভেতরটা সুলসুলোয়। সবচেয়ে রাগ চড়ে যায় তাদের দেখে, যারা শেখানো বুলি না কপচে, চলতি মতে গৎ না মিলিয়ে, নিজের মতো বাক্যি আওড়ায়। আরে, আমরা সব্বাই ঠেসাঠেসি মেরে এক কাদায় নাক গুঁজড়ে আছি, এক বাগে থুতু ছুড়ছি, তুমি কোথাকার হনু, নিজ ভাবনার ডানায় উড়াল নিচ্ছ, দড়িদড়াহীন? সব আপ্তবাক্যকে ওজনদাঁড়িতে চাপাবার আস্পদ্দা তোমায় হয় কোত্থেকে? মানুষ হচ্ছে পরিবারের অধীন, সমাজের অধীন, নেতার, টিভির, প্রথার, ঈশ্বরের অধীন। তাই মেনে আমরা অলটাইম হাতজোড় পোজে নতমাথায় শেকল-ঝনঝনের তালে ঘাস-বিচুলি করছি, আর তুমি রেলার চোটে মাথা তুলে মিটিমিটি হাসছ? উঁচু মাথা দেখলে হেভি অবাক লাগে, হিংসেও হয়। নিজের ব্যাঁকা মেরুদাঁড়া এক্সট্রা ছ্যাঁকা মারে। অ্যাত্ত জ্বলুনির মোকাবিলা কী দিয়ে করব, ধারালো ছুরি ছাড়া?"
    http://www.anandabazar.com/editorial/%E0%A6%AD%E0%A6%97%E0%A6%AC-%E0%A6%A8-%E0%A6%B0-%E0%A6%B8-%E0%A6%9A-%E0%A6%9A-%E0%A6%AC-%E0%A6%9A-%E0%A6%9A-1.119718
  • dd | 132.172.56.217 | ০১ মার্চ ২০১৫ ১৭:৫৩668687
  • এই খুনেদের সাথে যোগ করতে হবে নিরপেক্ষতা ক্ষ্যাপাদেরও যারা এই সব আগাপাসতলা সাইকোপাথদের মদত দিয়েছে গলা কাঁপিয়ে পদ্য লিখে। নিজের পিঠ চাপড়ে এই সব জন্তুদের মান্যতা দিয়ে।
  • sosen | 212.142.95.110 | ০১ মার্চ ২০১৫ ১৮:২৮668688
  • ডিডিদা, ঠিক।
  • চান্দুমিঞাঁ | 116.208.43.195 | ০১ মার্চ ২০১৫ ১৮:৩১668689
  • আগমার্কা নিরপেক্ষতা ভাল নয় বলছেন!
  • a x | 60.171.26.111 | ০১ মার্চ ২০১৫ ১৮:৩৮668690
  • লেখাটা ভালো লাগল।
  • de | 24.96.162.26 | ০১ মার্চ ২০১৫ ১৯:২৬668691
  • কি করে আটকানো যাবে এইসব খুনগুলো? বাংলাদেশে অভিজিৎ রায় সহ আরো সব মুক্তচিন্তক, মহারাষ্ট্রে অ্যান্টি টোল অ্যাকটিভিস্ট পানসারে, ভুডু, ব্ল্যাক-ম্যাজিকের বিপক্ষে বলা অ্যাকটিভিস্ট দাভোলকর - এদের খুনগুলো প্ল্যান করেছে মৌলবাদী এবং রাজনীতিবিদেরা। তারপরে এক্সিকিউট করার জন্য কাজে লাগিয়েছে কিছু ভাড়াটে খুনীকে। পুলিশ ধরলেও তো এই ভাড়াটে খুনী অব্দিই পৌঁছবে - আসল লোককে ধরা খুব মুশকিল। যে উপমহাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এতোটাই ভালো যে লাখখানেক টাকা খরচ করলেই ভাড়াটে খুনী কিনতে পাওয়া যায় - সেখানে এদের পিছনে আসল মাস্টারমাইন্ডকে ধরা খুব মুশকিল হবে।

    পানসারে ছিলেন অ্যান্টি-টোল অ্যাকটিভিস্ট। মহারাষ্ট্রে যাঁরা রোড ট্রাভেল করেন তাঁরা জানেন - কি প্রচন্ড ফ্রিকোয়েন্টলি টোল প্লাজা বাসানো আছে এখানে। যেমন ধরুন, আমি মুম্বই থেকে পুনে যাবো। রোড খুব ভালো কিন্তু কিছুদূর পরে পরেই টোল প্লাজা, ভাসিতে একটা(৩৫ টাকা), পানভেলে একটা(৩৫ টাকা), এক্সপ্রেস ওয়ে (২৫০ টাকা)। এগুলো সব একপিঠের টোল । ফেরার সময় আবার দিতে হবে। তেমনি মুম্বই থেকে কোলাপুরে বাই রোড যেতে প্রায় চোদ্দ-পনেরোশো টাকা টোল দিতে হয়। এই যে বিপুল পরিমাণে টাকা আদায় হয়, খাতায় কলমে দেখানো হয় এর থেকে অনেক কম। ওই টাকার ভাগ প্রায় লোকাল ডন থেকে রাজনৈতিক দাদারা সবাই। বিরাট ঘুঘুর বাসা। পানসারে এই ঘুঘুর বাসায় সার্চ করতে গিয়েছিলেন। সুপ্রীম কোর্টের সম্ভবত অর্ডার আছে কোন রাস্তা তৈরী হওয়ার পর বেশ কিছু বছর পরে যখন সেই রাস্তা বানাবার খরচ অদায় করা হয়ে যায়, তারপরে আর টোল আদায় করা যায় না। এই নিয়ে কোন সুস্পষ্ট নিয়মাবলী আছে কিনা তাই নিয়েই পানসারে লড়ছিলেন। সুতরাং তাঁকে ও তাঁর স্ত্রীকে খুন হতে হোলো।

    একইরকম ভাবে দাভোলকর লড়ছিলেন বাঙালী কালা জাদু ইঃ তান্ত্রিক প্রাকটিসের বিরুদ্ধে। এইসব বাবারা ও তাদের লোক্যাল রাজনৈতিক স্যাঙাতরা মিলে ভাড়াটে খুনী লাগিয়ে মারলো ওনাকে। দুক্ষেত্রেই তো ভাড়াটে খুনীরা দুদিনের মধ্যে ধরা পড়ে গেছে। কিন্তু এই অ্যাশিওরেন্স কি পাওয়া গেছে, যে এই ঘটনার পুনরাবৃত্তি হবে না?

    মাস্টারমাইন্ডরা এইসব ক্ষেত্রেই ধরাছোঁয়ার বাইরেই থাকে!
  • Ekak | 24.99.64.214 | ০১ মার্চ ২০১৫ ১৯:৩৩668692
  • সেই অর্কুট আমল থেকে (রেডিফেও একেবারে ছিলনা তা নয়) মেরে ফেলব,কেটে ফেলব ,দেখে নেব এসব শুনে আসছি । কিন্তু ঘটনা গুলো যখন ঘটছে বাস্তবে তখন ফেসবুককে অভিযোগ জানানোই যায় । দুনিয়ার লোকাল ল্যন্গুএজ অনুবাদ করে ফেসবুক তদন্ত করবে এটা সম্ভব না কিন্তু যেটা করতে পারে তা হলো প্রোফাইল রিপোর্টের জায়গায় আরও কতকগুলো অপশন বাড়ানো । হেট্ ক্রাইম ,ডেথ থ্রেট এগুলো সিলেক্ট করে সিলেক্টিভলি রিপোর্টেড হলে সেগুলো শুধু ফেসবুক পড়ে দেখতে পারে তাই নয় রিপোর্ট একনোলেজমেন্ট এর ওপরেই ভিত্তি করে সাইবার ক্রাইমে অভিযোগ জানাতেও সুবিধে । ফ্রিডম অফ স্পীচ মানে খুনের হুমকি নয় কখনই । ফেসবুক এই দায়ীত্ব টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু চাপ দিলে কাজ হবে বলে মনে হয় । বাকিরাও বলুক কীভাবে এটা এগোনো যেতে পারে । টিপিকাল চেঞ্জ ডট অর্গে সই করে এটা মিটবেনা ।
  • একক | 24.99.64.214 | ০১ মার্চ ২০১৫ ১৯:৩৯668693
  • প্রসঙ্গত , মাল্টিপল সোশাল নেটওয়ার্ক পোর্টালের এবিউস রিপোর্ট কে সিঙ্গল ওয়ে দিয়ে রাউট করিয়ে সাইবার ক্রাইমে পৌছে দেওয়া নিয়ে একবার আমরা বেসিক লেভেলে এগিয়েছিলুম । ওই পাবলিক সারভাইল্যেনস এর একটা পার্ট হিসেবে আর কী । লাইসেন্স এগ্রিমেন্টে ব্যাপারটা আটকায় । আবার যদি লোকজন এগিয়ে আসে এগোনো যেতে পারে । এটা দরকার ।
  • itihas | 127.194.41.25 | ০১ মার্চ ২০১৫ ২০:৩৯668694
  • "তসলিমাকে বের করে দেওয়া হল ভোটের অংকে; করলেন বাম সরকার।তাকে বাম বুদ্ধিজীবিরা জাস্টিফাই করলেন।" - কবীর সুমন ও জাস্টিফাই করেছিলেন।
  • PT | 213.110.243.22 | ০১ মার্চ ২০১৫ ২১:১৯668695
  • ওটি RR-এর "নিরপেক্ষতা" দেখানোর প্রচেষ্টা। কোন না কোন ভাবে অন্ধ বাম বিদ্বেষের প্রদর্শন।

    একজন সুইডিশ নাগরিকের কোন ক্ষতি হলে সুইডিশ সরকার পব-র নয় দিল্লীর সরকারের-ও মুন্ডু চিবিয়ে খেত।

    সেই এট্যাক অন্যত্র ঘটেওছিলঃ


    আর বিদেশী নাগরিকের ভারতে থাকা না থাকার ব্যাপারে যে রাজ্য সরকারের বিশেষ ভূমিকা থাকে না সেসব জেনেও না জানার ভান করাটা অনেকেই প্যক্টিস করে ফেলেছেন।

    .........the Indian government extended her residential permit "with a condition that she must not reside in India. She was forced to leave India again." In August, the government had extended her residential permit for six months till February 16, 2010.
    http://news.rediff.com/report/2009/oct/14/india-rejected-taslimas-plans-to-live-in-delhi.htm

    এবার রাজনাথ সিং কি করেন দেখা যাক!!
    ....after her meeting with Rajnath Singh, she tweeted "Gave him my book `Wo Andhere Din` (Those Dark Days). He said,`Aapka Andhere Din Khatam Ho Jayega` (Your dark days will end)".
    http://zeenews.india.com/news/nation/modi-govt-extends-visa-of-controversial-writer-taslima-nasreen-for-one-year_1463497.html
  • lcm | 118.91.116.131 | ০১ মার্চ ২০১৫ ২২:৩০668696
  • ফেসবুক-এর কম্যুনিটি স্ট্যান্ডার্ড গাইড বুক থেকে

    Violence and Threats

    Safety is Facebook's top priority. We remove content and may escalate to law enforcement when we perceive a genuine risk of physical harm, or a direct threat to public safety. You may not credibly threaten others, or organize acts of real-world violence. Organizations with a record of terrorist or violent criminal activity are not allowed to maintain a presence on our site. We also prohibit promoting, planning or celebrating any of your actions if they have, or could, result in financial harm to others, including theft and vandalism.

    ...

    Hate Speech

    Facebook does not permit hate speech, but distinguishes between serious and humorous speech. While we encourage you to challenge ideas, institutions, events, and practices, we do not permit individuals or groups to attack others based on their race, ethnicity, national origin, religion, sex, gender, sexual orientation, disability or medical condition.

    https://www.facebook.com/communitystandards
  • lcm | 118.91.116.131 | ০১ মার্চ ২০১৫ ২২:৩৯668698
  • ফেসবুকে কমপ্লেইন করলে ওরা ভেরিফাই করে, আপত্তিকর মন্তব্য ডিলিট/হাইড করতে পারে, সেরকম হলে ইউজার প্রোফাইল ব্যান করতে পারে। তবে সময় লাগবে হয়ত। লোক্যাল পুলিশ/এফবিআই কে অবহিত করতে পারে।

    ফেসবুক-এ ডেথ থ্রেট বা অন্য রকমের থ্রেট, বুলিং, হ্যারাসমেন্ট - সারা পৃথিবী জুড়ে হচ্ছে।

    NPR-র একটা প্রোগ্রাম হয়েছিল এই নিয়ে -

    Is A Threat Posted On Facebook Really A Threat?
    শোনা যাবে এখানে
    http://www.npr.org/2014/12/01/366534452/is-a-threat-posted-on-facebook-really-a-threat

    ক্রেইগ্‌সলিস্ট ও বিপজ্জনক - বেশ কিছু মানুষ খুন হয়েছে ক্রেইগ্‌সলিস্টের মাধ্যমে যোগাযোগ করে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন