এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমাদের কলেজ হস্টেলের খোরাকসমূহ :

    Sayantan
    অন্যান্য | ২০ সেপ্টেম্বর ২০০৬ | ৮১৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sayantan | 59.160.140.1 | ২০ সেপ্টেম্বর ২০০৬ ১৪:৪৪671299
  • হস্টেলে থাকাকালীন যে সব হ্যাটা/খোরাক/KLPD .... মানে যা যা ঘটেছিল এবং হয়েছিল, সে সব তোলা হবে এখানে। একটু সময় পেলেই লিখছি। আপনারা ততক্ষণ কী-বোর্ড বাগিয়ে বসুন। সব ইগো ব্লাশিং কান-লাল নির্বিশেষে শুরু হোক লেখা।
  • dam | 202.54.214.198 | ২০ সেপ্টেম্বর ২০০৬ ১৪:৪৫671316
  • আর যারা হস্টেলে থাকে নি?
  • sayan | 59.160.140.1 | ২০ সেপ্টেম্বর ২০০৬ ১৪:৪৯671327
  • হোস্টেল, অ-হস্টেল, মেসবাড়ী, পাকিস্তানী (লেডিজ) হস্টেল, বোর্ডিং সব চলবে। এমনকি শুদু কলেজের ক্রিয়াকলাপ এবং কেচ্ছা - সেসবও লিপিবদ্ধ হোক।
  • Parolin | 213.123.142.148 | ২০ সেপ্টেম্বর ২০০৬ ১৪:৫০671338
  • উফ্‌ফ আমার এক গুচ্ছ গল্প আছে হস্টেল নিয়ে। রাতে হোটেলে ফিরে লিখবোখন।এখন কাজাচ্ছি।
  • Rana | 212.158.75.196 | ২০ সেপ্টেম্বর ২০০৬ ১৫:২৬671349
  • ওফ্‌ফ্‌ফ্‌ফ..... হাত নিস পিস করছে লেখার জন্য, হস্টেল-এ আমি নটি বয় নামে কুখ্যাত ছিলাম... প্রোচুর গল্পো আছে... জমিয়ে লেখা যাবে!!
  • Arjit | 128.243.87.174 | ২০ সেপ্টেম্বর ২০০৬ ১৫:৩৬671360
  • যারা হোস্টেলে থাকেনি তাদের জীবন অসম্পূর্ণ। দাঁড়াও, বাড়ি ফিরে নামাবো।
  • Sayantan | 59.160.140.1 | ২০ সেপ্টেম্বর ২০০৬ ২১:২৬671371
  • সব লিখবো বলে কেটে পড়েছে। অলসতা আর কারে কয়! আমিই একটা পাতি দিয়ে শুরু করি।

    সেকেন্ড সেম। অনিন্দ্য। ভালো ছেলে। বাকি সব ভালো। কোনও বদ অভ্যাস নেই। থাকার মধ্যে শুধু ঐ এক, আকারে দু-এক সাইজ বড় ল্যাঙ্গট পরা। সেই থেকে নাম চাড্ডি। ভালোবেসে চাড্ডু। অক্ষয় খান্নার লাওয়ারিস সিনেমা। সবে রিলিজ হয়েছে। বেশ গোটা দল এসেছে, বন্ধু বান্ধব ব্যথা সব্বাই। অনিন্দ্যর সাইডের সিট চাই।
    - আরে কার সাথে বসবি তুই!
    - দেখতেই পাবি।
    এলো জিনিয়া।
    পিছনের রো তে আমরা। ইন্টারভ্যালের ঠিক আগে বিকট চীৎকার -
    - চাড্ডু উ উ উ উ ...
    কি জানি এক রুমমেটের এত প্রেম কেন জেগেছিল ঠিক তখনই। সে তেরিয়া হয়ে উঠে দাঁড়িয়ে "কোন ...' ইত্যাদি প্রভৃতি।
    ব্যাপারটা এখানেই শেষ হয়ে যেতে পারত। কিন্তু পাশে তিনি ছেড়ে দেবেন কেন।
    - তোমাকে বলল? তোমার একটা সম্মান নেই?
    পিছনের সিট থেকে আমরা -
    - এটা কিন্তু ঠিক হল না। এরকম খোলামেলা ...
    এরপর দুজনেই চলে গেল। আর ফিরে আসেনি। তারপর ঠিক কি হয়েছিল সে কোনওদিনও জানা জাবে না। সেদিন রাতে বহুত বাওয়ালি হয়েছিল হস্টেলে ফিরে।
  • Samik | 125.23.120.58 | ২০ সেপ্টেম্বর ২০০৬ ২৩:২৯671382
  • আমি এখেনে কিস্যু লিখব না। আমার হস্টেলের কাহিনি নিয়ে আমি একটা উপন্যাস লিখব। আবাপ কপিরাইট কিনে রেখেছে।
  • am | 88.109.199.121 | ২১ সেপ্টেম্বর ২০০৬ ০৩:৪৮671393
  • হোস্টেল এ থাকা । দিব্য ব্যাপার । পার্মানেন্ট হেড ড্যামেজ পর্ব চলাকালীন (পি এইচ ডির কথা বলছিলুম আরকি হি হি হি) বাড়ী পালানোর তেমন সুযোগ পেতুম না। বস্‌ সকাল ১০ টা থেকে রাত ১০ টা ওবধি ল্যাব এ। কাজ দেখে তো এক্কেবারে উদ্ধার করে দিচ্ছে। খালি উল্টোপাল্টা কাজ করিয়ে মারত। তাই সব সমই পালবার ধান্দা করতুম। এমনকি ল্যাব ছেড়ে হোস্টেল এ পালিয়ে আসাটাও আমার কছে এক দারুন আনন্দের ব্যাপার ছিলো বলতে পারেন। হোস্টেল এর ঘর। আহা। যেন এক টুকরো স্বাধীনতা। আমার ঘরে আমি একাই থাকতুম। তাই সাররাত আলো জ্বেলে রেডিও মির্চি শুনতে শুনতে ঘুমোতে যাওয়া। বেশ লাগত জানেন। আবার মধ্যরাতে মোবাইল প্রেম। তাতেও কেউ আড়ী পাতার ছিলো না। উফ্‌ফ্‌ফ্‌ফ্‌ সুখের একদম সপ্তম স্বর্গ। মোট কথা পার্মানেন্ট হেড ড্যামেজ হত বলেই কিনা জানিনা, আমার এই হোস্টেল টার মধ্যে একটা মিষ্টি মিষ্টি সুশীলা ব্যাপার ছিল। মেয়েদের হোস্টেল যেমন হয়ে থাকে আরকি (ব্যাক্তিগত ভাবে আমার মনে হয় যে বসবাসকারীদের লিঙ্গ বিভেদ ছাড়াও বয়েজ আর গার্লস হোস্টেল এর মধ্যে কিছু বেসিক পার্থক্য থাকেই)

    স্নাতোকোত্তর পাঠ চলাকালীন রক্ত একটু বেশিই গরম ছিল। কথায় কথায় কর্তৃপক্ষ কে ঘেরাও। মীটিং, মিছিল। মাস্টার প্ল্যান তৈরী থেকে পোস্টার বানানো।।।।।। মনে পড়ে সেই সব দিনের হোস্টেলকে ??????

    আর হোস্টেল এর গ্র্যান্ড। ভুলে গেলে চলবে বুঝি তার কথা !!!! আহা রে ! সেন্টুদার হাতে বানানো বিরিয়ানি। কয়েক মাস ধরে বড্ড মিস করছি সেই অভূতপূর্ব স্বাদ ।
  • bozo | 70.241.93.24 | ২১ সেপ্টেম্বর ২০০৬ ০৮:৩৯671300
  • সব নাবালক হোস্টেল পার্টি। মেরে কেটে হোস্টেল ৪-৬ বছর। কেউ খানদানী হোস্টেল পাট্টি নেই (অবশ্য-ই আমি বাদে-:))
  • maitri | 203.197.89.222 | ২১ সেপ্টেম্বর ২০০৬ ১১:১০671307
  • দারুন জিনিস শুরু করেছেন তো!ব্যপক চলিয়ে যান। আমি ও অসি্‌ছ পরে।
  • Sayantan | 59.160.140.1 | ২১ সেপ্টেম্বর ২০০৬ ১৪:০৪671308
  • অ্যাই হতচ্ছাড়া বোজো, খানদানি হলে চাপিয়ে নামাও না মেটিরিয়াল কিছু। খানদানি হলে কেটে পড়লি যে বড়! লেখ না।

    শমিক, আবাপ কপিরাইট কিনে রেকেচে? সত্যি নাকি? সত্যি হলে কোনও কথা নেই। না হলে দুটো কথা আছে।
    . তুইও খানদানি নয় তো?
    . খানদানি যদি না হোস তো চটপট লিখে ফেল।
  • Sayantan | 59.160.140.1 | ২১ সেপ্টেম্বর ২০০৬ ১৪:০৫671309
  • am, মৈত্রী আপনাদের লেখা পড়ার অপেক্ষায় রইলাম।
  • dam | 61.246.155.155 | ২১ সেপ্টেম্বর ২০০৬ ২৩:০৮671311
  • অথচ*
  • dam | 61.246.155.155 | ২১ সেপ্টেম্বর ২০০৬ ২৩:০৮671310
  • ইকিরে!!!! সবাই বলছে অনেক গল্প অথছ কেউ লিখছে না!! কিপ্পনের দল সব।
  • maitri | 203.197.89.222 | ২২ সেপ্টেম্বর ২০০৬ ০৯:১১671312
  • dam তোমার বুঝি বলার মতো কিচ্ছু নেই , hostel থাকো নি যে ভাই।
  • Sayantan | 59.160.140.1 | ২২ সেপ্টেম্বর ২০০৬ ১৯:৪৩671313
  • দমদি, সব মনে হয় পুজোর ছুটির মেজাজে।

    মগনলালজি, আপনার হস্টেলে থাকা সম্বন্ধে কোনও সন্দেহ নেই। ডাক পাঠালাম।
  • trq | 58.107.216.189 | ২৩ সেপ্টেম্বর ২০০৬ ১৪:১৩671314
  • কেলাশ সেভেনে বাড়ি ছেড়েছি, সেই অর্থে আজো ফেরা হয় নি।

    যে কলেজে পড়েছি, সেভেন থেকে টুয়েলভ, ওটারে ক্যাডেট কলেজ বলে, মিলিটারিরা চালায়।

    একজন স্যার ছিলো, ইংরাজিতে সো বলতে পারতনা, বলতেন সু। অবধারিত ভাবে তার নাম ছিল সুসু!
    দিনে রাতে যেখানেই তারে দেখা যায়,সবাই আওয়াজ দেয় সুসু- সুসু।
    একদিন সকালে উনি টহলে বেরিয়েছেন, আমাদের হোষ্টেলে, একেকটা রুমের পাশ দিয়ে যান আর সাথে সাথে একজন বারান্দায় মুখ বাড়িয়ে বলে, সুসু-সুসু। উনি রেগে মেগে তড়িত গতিতে পেছন ফেরেন, ততক্ষনে সব চম্পট!
    কপাল মন্দ, আমাদের উঁচু কেলাশের একজন তখুনি টয়লেট থেকে ফিরছিলেন। হাতে সাবানের কেইস, কোমরে টাওয়েল। তখনো ঘুমঘোর কাটেনি।
    পরেরবার সুসু শুনতেই স্যার পেছন ফিরে তাকে পেয়ে গেলেন। বাঘের মতন এক লাফ দিয়ে তার সামনে গিয়ে বললেন, বল ব্যাটা, তুই সুসু করেছিস, হু? সুসু করেছিস?
    মাত্র বড়-বাথরুম সেরে এয়েচেন, এখন যদি কেউ তারে এই কোশ্চেন করে তো কি উত্তর দিবে? ঘুমেরে ঘোরে ঐ বেচারা স্যারের সুসু আর বাথরুমের সুচুর পার্থক্য করতে পারলো না। প্রবল বেগে মাথা নাড়িয়ে বলল, জ্বি স্যার, অবস্যই স্যার, আমি অবশ্যই সুচু করেছি, এই দেখেন এখনো হাত ভেজা!

    আর যায় কোথা! ঘাড় মটকানোর জন্যে স্যার একেবারে ঝাঁপিয়ে পড়লেন, আর সাবান ফেলে সে বেচারা দুইহাতে কোনমতে টাওয়েল চেপে ভোঁ দৌড়!
  • saa | 62.254.64.15 | ২৪ সেপ্টেম্বর ২০০৬ ১৫:১৬671315
  • তারেক, তোমার লেখা পড়ে আমার বর আর ছেলে (কি বুঝলো ও ই জানে) একেবারে হেকুপা !
    খুব মজা লেগেছে পড়ে! আরো শুনিয়ো এরকম লেখা!
  • trq | 58.107.216.189 | ২৪ সেপ্টেম্বর ২০০৬ ১৬:৩৩671317
  • হেকুপা মানে কি-হেসে কুটিপাটি? :-)
    অনেক কিছুই লিখতে চাইছিলাম, কিন্তু পোলাপানদের হোষ্টেল যেরকম হয়- কোন ঘটনাই শালীনতার ফিল্টার পার হচ্ছিল না।
    এটারে একটু বাইপাস ধরে গলিয়ে দিলাম আর কি!
    দেখি, আরো দু'চারটা গলানো যায় কি না। :-)
  • trq | 58.107.216.189 | ০৪ অক্টোবর ২০০৬ ১০:২৪671318
  • এটা ভার্সিটির হলের গল্প।

    ঢাকায় থাকি, দুইখান টিউশানি করি। দুইজনই ছাত্র, কোন ছাত্রী নাই।

    আমার রুমমেট নতুন টিউশানিতে যায় কয়েকদিন হলো। যাবার সময় দেখি পারফিউম মারে, শার্টে, গলায়, ঘাড়ে। আমাদের চোখ টনটন করে। আবার পড়ানো শেষে রুমে ফিরে গুন গুন গন গায়, কুছ কুছ হোতা হ্যায় ...। আমাদের বুকে জ্বালাপোড়া।
    একদিন দেখি বালিশে হেলান দিয়ে সিগারেট টানছে। সাথে গুন গুন তো আছেই।
    আমরা জিগেস করি, কি রে? নতুন টিউশানি কেমন? ছাত্রী ভালো?
    বলে, আর কইসনা। বড় জ্বালায় আছি।
    আমরা বলি, ক্যান, কি হইছে?
    ও বলে, মাইয়া জানি কেমুন কেমুন। পড়া পারে না। আমি ঐদিন রাগ করে বললাম, একটা চড় দিবো তোমাকে, বুঝেছো?

    আমরা তো হা! কি সাংঘাতিক! জিগ্গেস করি, তারপর?
    ও একটা সুখটান দেয়, তারপরে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে, মেয়ে আমাকে বলে কি, দিয়ে ফেলেন স্যার। কেউ দেখবেনা। আম্মুও ঘুমাচ্ছে!
  • vikram | 134.226.1.136 | ০৪ অক্টোবর ২০০৬ ১৯:০৯671319
  • zওটিল!

    বিক্রম
  • saa | 62.254.64.15 | ০৪ অক্টোবর ২০০৬ ২৩:৫৫671320
  • হে হে তারেক! বল দেখি তারপর চড় গিয়া পড়লো গালে? ... ভানুর কমিক টা মনে পড়ছে।
  • supriya | 140.181.71.148 | ০৫ অক্টোবর ২০০৬ ১৪:১৫671321
  • তিন বছর ছিলুম হিন্দু হোস্টেলে (খানদানী নই) - আর কেউ আছো নাকি এপাড়ায়?

    কনকনে শীতের রাত। মদন (আসল নাম নয়) ঘুমোচ্ছে মশারি ফেলে - কলেজ স্ট্রীট কলুটোলার মশা, ম্যালেরিয়ার ১০০ % সাকসেস রেট, একটি কামড়ালেই মেডিক্যাল কলেজ। অতি কষ্টে সুনিপুণ হাতে দরজার ছিটকিনি খোলা হল বাইরে থেকে। একটা বিরাট বড় প্লাস্টিকের প্যাকেটে জল ভরে তাতে সূচ দিয়ে একটা ফুটো করে রেখে দেওয়া হল মশারির ওপর। এফেক্ট টা আশা করি বোঝাই যাছে, তবুও বলি - অনেকক্ষণ পর একফোঁটা ঠান্ডা জল, কিছুবোঝার আগে আবার ঘুম, অনেকক্ষণ পর পুনরাবৃত্তি - এইভাবে প্রায় আধ ঘন্টা পর ঘুম ভেঙ্গে অবাক বিস্ময়ের সাথে চোখ কচলে আবিস্কার জলের উৎস এবং তারপর "শা...,শূ....,মা .... "ইত্যাদি (মাফ করো ফিল্টার করা ছাড়া উপায় নেই) বলতে বলতে সুপার এর ঘরে নালিশ। রাত তখন দুটো। অনেক ডাকাডাকি, কড়া নাড়ার পর এক পাহাড় বিরক্তি নিয়ে তিনি দরজা খুললেন, সব শুনলেন, মিনিট তিনেক সব চুপ, তারপর সুপার "হারা...., তোমার ঘরের সামনেই তো কল, ঘরে প্লাস্টিক নেই? ওদের ঘরে জল দিতে পারোনা, এই রাত্তিরে আমাকে বলতে এয়েচো কেন? বেশ করেচে দিয়েচে"

    সুপারের ডায়ালোগ বিশ্বাস হলো না? হিন্দু হোস্টেলের বরুণ বাবু কে চেনে এমন কাউকে জিগিয়ে দেখ।
  • r | 194.203.201.92 | ০৫ অক্টোবর ২০০৬ ২০:০০671322
  • হোস্টেলের গপ্পো এখেনেই সব লিখে দিলে আত্মজীবনীতে কি লিখব শুনি? :-)
  • Samik | 125.23.111.228 | ০৫ অক্টোবর ২০০৬ ২১:৩৩671323
  • এই কতাটাই তো কাউরে বোঝাতে পাল্লাম না। সাধে কি আবাপ-র জন্য জমিয়ে রাখছি? হুঁ হুঁ বাওয়া, আনন্দ পুরুস্কার নোবোই নোবো।
  • r | 194.203.201.92 | ০৫ অক্টোবর ২০০৬ ২১:৪০671324
  • তার উপ্রে বলে আমাদের হোস্টেলে বালকবালিকারা একসাথেই থাকতেন এবং যাওয়া আসার সময়ের উপরে কোন বিধিনিষেধ ছিল না, এবং ছাত্র-অধ্যাপক মিলে সম্মিলিত মদ্যপান....এবং এই সবই আইনসিদ্ধ! এ কি সেই স্ট্যান্ডার্ডাইজ্‌ড হোস্টেলি গপ্পো বাওয়া! বললেই হল আর কি!
  • agantuk | 206.135.171.98 | ১১ অক্টোবর ২০০৬ ০২:২৪671325
  • একদিন কেন যেন ছুটি হয়ে গেছে, ভারি মজা, class যেতে হবে না, সবাই এদিক ওদিক গজ্‌লা গজলি করছে, আমরা কজন বেশ carrom খেলতে শুরু করেছি সকাল সকাল, এমন সময় চিত্রতারকাদের মত সুন্দর সৌম্যদা খালি গায়ে হলুদ তোয়ালে পরে ঘুম চোখ মুছতে মুছতে এসে জানতে চাইল, 'এই, তোদের করো কাছে shampoo অছে?' সবাই পর পর না বললাম, তাতে সৌম্যদা ভারি মুখ ব্যাজার করে 'ধুস, তাহলে আমার নিজেরটাই use করি', বলতে বলতে দিব্যি উদাসীন হেঁটে চলে গেল...
  • agantuk | 206.135.171.98 | ১২ অক্টোবর ২০০৬ ০১:৪২671326
  • শুক্রবার রাতের ব্যান্ডেল লোকাল, শ্রীরামপুর ছাড়িয়ে কামরাটা বেশ ফাঁকা হয়ে এসছে। কলেজের বন্ধুদের নিয়ে বাড়ি যাচ্ছি weekend কাটাতে। সবাই মিলে গুলতানি চলছে দুলতে দুলতে, বাইরে পিছলে যাচ্ছে রাত। একজন ভদ্রলোক একা বসে আছেন একটা জানলার ধারে, এদিকে নিধানের চাই window seat, তাই ও সমানে শুধু ঘ্যান ঘ্যান করে যাচ্ছে, 'দাদাকে নেমে যেতে বল না, দাদাকে নেমে যেতে বল না', যাতে ও গিয়ে বসতে পারে খোলা হাওয়ায় মুখ রেখে। অনেকক্ষন এরকম চলার পর বিরক্ত হয়ে আমরা বলি, 'নেমে যাবেন কেন, তোর যখন এতই ইচ্ছে, ওনাকে একটু সরে বসতে বললেই তো পরিস'। নিধান চোখ বুজে কিছুক্ষন ভেবে নেয়, তারপর নির্বিকার বলে, 'না, সেটা ঠিক ভদ্রতা হবে না'।
  • Tirthankar | 76.17.114.63 | ১২ অক্টোবর ২০০৬ ০৫:১৮671328
  • আগন্তুক, আপনি কি ব্যান্ডেলের চক্কোত্তিমশাই?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন