এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমাদের কলেজ হস্টেলের খোরাকসমূহ :

    Sayantan
    অন্যান্য | ২০ সেপ্টেম্বর ২০০৬ | ৮১৯৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • gaza | 180.213.132.253 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ০৬:০৩671362
  • বেসু র মাল গুলি যদু থেকে সব ঝেরে চালায়।
  • SG | 134.124.204.10 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:০৬671363
  • যদুর আবার হোস্টেল...।।।।।। বেসুর মত হোস্টেল জীবন rare ।
  • SG | 134.124.204.10 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:০৮671364
  • যদুর ragging মানে তো " সরে যা নইলে ফুল ছুড়ে মারব ""
  • SG | 134.124.204.10 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:১১671365
  • থার্ড year এ হল এ গেলাম ।।।। সুপার প্রথম দিন আমাদের বক্তিতা দিলেন ।।।" তোমরা তরল খাউ ঠিক আছে , কিন্তু শুকনো যেন না হই ।। তাবলে কি একেবারেই নই ।।কেউ চাকরি টাকরি পেল , একটু আধটু চলতে পারে"।।।কথাগুলো ভোলা যাই না
  • gaza | 180.213.132.253 | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ০২:১৯671366
  • বললে হবে ? খার্ছা আছে
  • anandaB | 145.214.40.30 | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ০২:৫২671367
  • এটা ঠিক হস্টেলের গল্প নয়, তাও লিখি
    মফস্বল থেকে আসা অনেকেই মাঝে মাঝে প্রেসিডেন্সি তে ঢুকে পড়তেন মেডিকেল কলেজ ভেবে, সেরকম একজন পর্টিকো তে এসে জিগ্যেস করলেন লেবার রুম টা কোথায়?
    ট্যাপা সোজা গার্লস কমন রুম টা দেখিয়ে দিল, তার পরের রিয়াকশন দেখার জন্য অবশ্য সাহস করে সেখানে থাকতে পারি নি
  • জিতু | 84.78.226.70 | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ০৫:৫৮671368
  • কল্যানী ইউনিভার্সিটি, ফার্স্ট ইয়ার । মফস্বল থেকে পড়তে এসেছে সৌমেন (নাম পরিবর্তিত)। একটু খ্যাপাটে, পড়াশোনায় ভালো। কে বা কারা তাকে বুঝিয়েছিল -

    ১) "লোকাল ট্রেনে চেন টানলে গ্যালপিং হয়"
    ২) "ডাউন কল্যানী লোকাল শিয়ালদা স্টেশনে থামলে তাড়াতাড়ি নেমে যাবি, নইলে ওই ট্রেনটা সাউথের দিকে চলে যায়"
    ৩) "কল্যানী ঘোষপাড়া স্টেশন তো ছোট স্টেশন, ট্রেন এলে হাত দেখাবি - নইলে নাও থামতে পারে"

    এগুলো এপেটাইজার। সবার ভালো লাগলে আরো লিখব।
  • জিতু | 84.78.226.70 | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ০৬:০৩671369
  • আর একটা মনে পড়ে গেছে বলে দি, চেপে রাখলে পেট ফুলবে। এই সৌমেন-এরই অবিস্মরনীয় ডায়লগ - "আমাদের হোস্টেল এখন ফাকায় ভর্তি"!
  • Abhyu | 138.192.7.51 | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ০৬:০৬671370
  • ঘোষপাড়া নিয়ে কমেন্টটা খুবই বিশ্বাসযোগ্য :)
    চালিয়ে যান। শুনব বলেই তো আছি।
  • জিতু | 84.78.226.70 | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:৫০671372
  • ছুটিতে এক বন্ধুর গ্রামের বাড়ি বেড়াতে গেছি সব ছেলেরা মিলে। তখন থার্ড ইয়ার হবে। জায়গাটার নাম মগরাহাট। শিয়ালদা থেকে গেলে ডায়মন্ড হারবার-এর ১/২ টো স্টেশন আগে পড়বে। ওখানে তখনও কারেন্ট এসে পৌছয় নি।

    আমাদের বন্ধু অমিত - তার বেজায় ভূতের ভয়। হোস্টেলে রাতে বাথরুম গেলে কাউকে সঙ্গে নিয়ে যেত। রাতের বেলা পুরনো জমিদারবাড়ি ঘুরতে গিয়ে সবাই মিলে তাকে প্রবল ভূতের ভয় দেখানো হল। যে বন্ধুর বাড়ি বেড়াতে গেছি, ওরা এককালে এ অঞ্চলের জমিদার ছিল - বাড়িটা ওদের-ই। প্ল্যানমাফিক সে ওই বাড়ির আনাচে-কানাচে কত অতৃপ্ত আত্মার বসবাস তার ফলাও বিবরণ দিল। বেচারা অমিত দেখি দু-হাতে দুপাশে দুজনের হাত শক্ত করে ধরে বসে আছে আর বলছে - "এইসব পুরনো বাড়িতে অনেক spirit থাকে। ওদের আমরা agitate করে ফেলেছি"। শেষমেষ অমিত-কে ভরসা দিতে এবং agitated স্পিরিট-দের শান্ত করতে যজ্ঞ করা হল সবাই মিলে। সে এক চরম খিল্লি-র ব্যাপার। হাসতে হাসতে লোকজন আক্ষরিক অর্থেই মাটিতে লুটিয়ে পড়েছিল।

    পরে ফিরে এসে এই নিয়ে একটা বিরাট কবিতাও লেখা হয়েছিল। ফেস্ট-এ সেটা আবার আবৃত্তি-ও করা হয়। হেব্বি পপুলার হয়েছিল। এখন একদম মনে নেই। তবে একটা লাইন ছিল - "অশরীরী আত্মারা ক্ষমা করে দাও / মোর পাপ তব পুণ্য swap করে নাও"
  • aranya | 78.38.243.161 | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৪৫671373
  • জিতু, ভাল লাগছে। লিখতে থাকুন।
  • siki | 132.177.244.21 | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ২১:২৮671374
  • শুনুন, আমাদের ইঞ্জিনীয়ারিং কলেজের গল্প। মেশিনস পড়াত বেঘো। চোথা মেরে আসত আর সেদিনের চোথার বাইরে কোশ্চেন করলে খুব ছড়াত।

    তো, সেই বেঘো সেকেন্ড ইয়ারের শুরুতে ফান্ডামেন্টাল পড়াতে গিয়ে আমাদের ভোল্টেজ ডিফারেন্স বা বিভব প্রভেদ বুঝিয়েছে। নতুন কিছু বোঝার ছিল না কারণ ও আমরা হায়ার সেকেন্ডারিতেই পড়ে এসেছি। এইবারে বেঘোর কোশ্চেন, বলো তো, শালিক পাখি যে উ-ই হাই টেনশন তারে বসে থাকে, ওদের কারেন্ট লাগে না কেন?

    ক্লাস চুপ, কেউই ভেবে দেখে নি এটা তার আগে। "কেমন দিলাম" এই রকম একটা ভাব নিয়ে মুচকি হেসে গোটা ক্লাসের দিকে চোখ বুলিয়ে বেঘো এক্সপ্ল্যানেশন দিলঃ

    দেখবে, শালিক পাখি যখন তারে বসে, দুটো পা জড়ো করে বসে। ফলে কী হয়, দুটো পায়ের মধ্যে বিভব প্রভেদ বেশি হয় না। তাই কারেন্ট খায় না। শালিক পাখি যদি পা ফাঁক করে বসত, তা হলেই বিভব প্রভেদ বেড়ে যেত, আর কারেন্ট পাস করে যেত শালিক পাখির শরীরে। ঃ)

    গোটা ক্লাস হুব্বা!
  • shanku | 127.201.229.182 | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৩৬671375
  • কথাটা ঠিকই। শালিখ পা দু'খানা কিলোমিটারখানেক ফাঁক করে বসলে শক খেতো বৈকি...
  • কৃশানু | 213.147.88.10 | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৫৯671376
  • আমার বাড়ির দোতলায় আমার যে বন্ধুটি থাকে খুব ঘনিষ্ট বন্ধুমহলের বাইরে সে খুবই চুপচাপ। সিরিয়াস মুখ করে থাকতে পারে। জিতুর গল্পের অমিতের পাশে সেই সর্বক্ষণ সিরিয়াস মুখে ছিল এবং তার ফলে ঘটনার বিশ্বাসযোগ্যতা অমিতের কাছে আরো বেড়ে গেছিল।
    আর একটি ছেলে ছিল, বেশ কালো গায়ের রং, আমার থেকেও। সে অন্ধকারে মিশে যেতে পারত। সেই জমিদার বাড়ির আশেপাশে যখন ঘোরা হচ্ছে তখন অমিতের কাছাকাছি এসে মুখে কেরোসিন নিয়ে সেই কেরোসিন কুলকুচি করে সামনে ছুড়ে তাতে লাইটার দিয়ে আগুন জালিয়ে অমিতকে এজিটেটেড স্পিরিটের আলেয়া দেখানো হয়েছিল।
    পরের দিনও অমিতের ভয় ভাঙে নি। ভ্যানে করে মগরাহাট স্টেশনে ফেরার সময় অমিত যে দিকে বসেছিল সেই ভ্যানের সেই দিকের টায়ার পাংচার হওয়াকেও অশরীরী আত্মার অভিশাপ বলে চালানো গিয়েছিল।
  • T | 24.139.128.15 | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৩৭671377
  • এই হাইটেনশন তার ও পাখি সংক্রান্ত মূল্যবান গবেষণা আমিও শুনেছি। শুনুন তবে।

    গরমকাল। ইলেক্ট্রনিক্স ল্যাবের ভেতর খুচখাচ সার্কিট বানিয়ে নানান জায়গায় সি আর ও র প্লাগ গুঁজে খেলা চলছে। জানালার পাশে বাইরে হু হু
    করে পাখি ডাকছে। ল্যাবের ভেতর হাই উঠছে আর মেয়েদের নিয়ে গবেষণা চলছে। হঠাৎ দেখা গেল, একটা পিনে খোঁচা মারতেই কেমন একটা ঝিরঝিরে সাইন ওয়েভ। রোগা লিকলিকে মার্কা কিন্তু যেন ঠিক মতো চুল আঁচড়ায় নি। টেবিলের চারপাশে জনতা হঠাত এমন একটা উত্তেজনা পেয়ে মৃদু হ্যা হ্যা করতেই থ্যাপাত থ্যাপাত করে চটির আওয়াজ হল।
    আধপাকা চুলের, মৃদু গোঁফের অধ্যাপক টেবিলের সামনে এসে সব দেখে টেখে বিরক্ত মুখ করে জানলার ধারে গিয়ে খানিক উঁকিঝুঁকি মারলেন। তারপর মোলায়েম হেসে বললেন, ওফ্‌ এই কাকগুলো...

    এই ভদ্রলোক অবশ্য ছিলেন একজন প্রকৃত ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার। সদা সর্বদা কম্পিউটরে কাজকর্ম সেরে উঠবার সময় অম্লানবদলে ঠকাত করে সুইচটি অফ করে চলে যেতেন।
  • Abhyu | 138.192.7.51 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ০৫:২৫671378
  • আমাদের কলেজে এক ভদ্রলোক কেমিস্ট্রি পড়াতেন। মেটালার্জি। বুঝতেই পারছেন লোকে কেমন পছন্দ করত। ওনার আবার কবিতা লেখার বাই ছিল। বাড়িতে ফিরে -
    খুকুমণি খুকুমণি করছ তুমি কি?
    এই দ্যাখো না তোমার জন্যে ক্লোরিন এনেছি।
    বা বাড়িতে গেস্ট এলে,
    খুকুমণি খুকুমণি মাকে গিয়ে বল
    বিসিমার কনভার্টারে চড়িয়ে দিতে জল।
  • Abhyu | 138.192.7.51 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ০৫:৩২671379
  • এক ভদ্রলোক ইন্টিগ্রেশন পড়াতেন। ওনার একটা লিস্ট ছিল - এই রকম অঙ্ক হলে এই সাবস্টিটিশন করতে হবে। রীতিমত পড়া ধরতেন "তের নম্বর putটা বল"। পাবলিক থাকতে না পেরে একদিন ইন্টিগ্রেশন-এর ডেফিনিশন দিল - " ইন্টিগ্রেশন ইস দ্য ম্যানিফেস্টেশন ওফ ইন্টিউশন ওফ সাব্স্টিটিশন অলরেডি ইন ম্যান।"
    উনিই একদিন বলেছিলেন - আমার ক্লাসের ডিসিপ্লিন আমিই রক্ষা করি। আমার গায়ে জোর আছে, যে বাঁদরামো করবে তাকে ধরে জানলা দিয়ে ছুঁড়ে বাইরে ফেলে দেব (মিশনের জানলায় গ্রিল থাকত না)। আগেও এ রকম হয়েছে। (প্রসঙ্গতঃ তিনতলায় ক্লাস হত।)
    তবে এনারা কিছুই না, আসল খোরাক ছিলেন ভঞ্জ। প্রাতঃস্মরণীয় ননী ভঞ্জ।
  • Abhyu | 138.192.7.51 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ০৫:৩৩671380
  • *সাবস্টিটিউশন

    আর এই কোটটাও জানা থাকা দরকার “Education is the manifestation of perfection already in man” (বিবেকানন্দ)
  • Abhyu | 138.192.7.51 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ০৫:৩৬671381
  • আমাদের ভর্তি হওয়ার আগে এক জন ছিলেন স্ট্যাট ডিপে। শোনা যায়, ছাত্রাবস্থায় একদিন রাতে লোডশেডিং হলে উনি গবার মাথায় বালতি চাপিয়ে প্রবল প্রহার করেন। দু ঘা খেয়েই নাকি উনি গবা বলেছিলেন, ওরে আমি তরুণদা। উত্তর এলো, সেই জন্যেই তো পেটাচ্ছি।
  • Yan | 161.141.84.239 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ০৫:৫০671383
  • কিন্তু গলা চিনে ফেললো না???? অন্ধকারেও কান কাজ করে তো! ঃ-)
  • Abhyu | 138.192.7.51 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ০৫:৫২671384
  • নরেন্দ্রপুরের গল্প বলতে গিয়ে মনে পড়ে গেল, দুখেদা ইত্যাদিরা জানো কি, গবা আর ব্রহ্মানন্দ ভবনে থাকেন না, এমনকি সত্যদাও সামনের মাস থেকে নরেন্দ্রপুর ছেড়ে গোলপার্ক চলে যাবেন।
    ধুস। জীবন গিয়েছে চলে কুড়ি কুড়ি বছরের পার।
  • Abhyu | 138.192.7.51 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ০৫:৫৫671385
  • আমার ধারণা গবা ভালোই জানত কে পেটাচ্ছে। তবে একবার নাকি এই রকম মার খাবার সময় উনি প্রতিরোধ করার চেষ্টা না করে ভালো করে বালতিটা আঁকড়ে ধরেছিলেন। যার বালতি সেই অপরাধী। আলো আসতে দেখা গেল ওটা গবারই বালতি।
  • rivu | 85.102.68.77 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ০৬:৩৬671386
  • গবারা যায়না, গবারা যুগে যুগে বেঁচে থাকে। সত্যদা তো সেক্রেটারি ছিলেন, উনি চলে গেলে এখন কে হবেন?
  • Abhyu | 138.192.7.51 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ০৬:৪৭671387
  • আরে এ যে দেখি সত্যদার মত কথা কয় (ভি বালসারাকে নাকি বলেছিলেন - আমরা প্রার্থনা করি ভগবান ওঁকে নিজধামে ডেকে নিন) - গবা দিব্যি আছে। নরেন্দ্রপুরেই আছে, শুধু কর্মী ভবনে ট্রান্সফার হয়ে গেছে (কে যে ওনাকে কর্মী ভেবেছে কেজানে)।

    সত্যদা গেলে কে সেক্রেটারি হবেন, বা কবে যাবেন কিছুই ডিটেলে জানি না।
  • Abhyu | 138.192.7.51 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ০৬:৪৯671388
  • একবার সবাই টিউশানি পড়ে ফিরছে আর গবা হাতে নাতে ধরেছে (টিউশানি পড়া বারণ ছিল) - বলল, তরুণদা, আমরা জয়েণ্টের ফর্ম ফিলাম করব তো, তাই ফটো তোলাতে গিয়েছিলাম। গবা একটু ভেবে বলল, সে তো হল, কিন্তু সবাই মিলে যাবার কি দরকার ছিল? একজন গিয়ে তুলিয়ে আনলেই তো হত।
  • b | 122.79.41.135 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ০৭:৪০671389
  • বেশ কিছু পরিবর্তন হচ্ছে। আনন্দ মহারাজ দেওঘরে। বরানগরের সঞ্জীব মহারাজ বিদ্যামন্দিরের প্রিন্সিপাল।নরেন্দ্রপুরে খুব সম্ভবর দীপঙ্কর মহারাজ আসছেন।বাপী বল্লো আমি ভুলে গেছি।
  • Abhyu | 138.192.7.51 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ০৭:৫৭671390
  • আরিব্বাস, দীপঙ্করদা ফিরে আসছেন?
  • Ekak | 69.99.230.125 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:০৫671391
  • বেলঘরিয়া স্টুডেন্টস হম এর বিশ্বরূপ মহারাজ বরানগরের সেক্রেটারি হয়ে গ্যাসেন । একটা ওয়ান লাইনার মেইল পেলুম "দিস পুউৰ মঙ্ক হাস বীন অপয়েন্তেদ ,,,,,,,,,,,,,,,,,,," ।
    ফোন করে গলা মোটা করে বল্লুম "হ্যালো , কন্গ্রাত্দ্স " ।
    "সন্ন্যাসীর আবার কনগ্রাটস কি রে ?"
    "পূওর লিখে দীনতার অহং দেখালে কনগ্রাটস ও শুনতে হবা "

    ,,,,,,,,, অতপর হা হা হা হা করে ছাদ্ফাটানো হাসি ওদিক থেকে এলং উইথ শালা শয়তান :) :)
  • b | 122.79.42.11 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:২২671392
  • ঃ))))
  • জিতু | 84.78.226.70 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৪৮671394
  • কৃশানু যে সিরিয়াস-মুখো বন্ধুর কথা বলেছে ধরা যাক তার নাম প্রণব। তো এই প্রণব গেছে L & T Infotech এর অফ-ক্যাম্পাসে।
    Interviewer - What is your hobby ?
    প্রণব - Thinking
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন