এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমাদের কলেজ হস্টেলের খোরাকসমূহ :

    Sayantan
    অন্যান্য | ২০ সেপ্টেম্বর ২০০৬ | ৮২০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • agantuk | 206.135.171.98 | ১২ অক্টোবর ২০০৬ ০৫:৫৩671329
  • আমাদের নিরুপমদা বলতো, বাঁকুড়ার নাম বাঁকুড়া, কারন কু-টা না দিলে বড্ড খারাপ শোনায়। আর কুইল্যাদার মাথার সব চুল ঝরে গিয়ে দ্রুত টাক পড়ে যাচ্ছে জানতে পেরে এই নিরুপমদাই ওকে অসামান্য মমতায় বুঝিয়েছিল, 'দ্যাখ, সবার-ই টাক অছে, কারো টাকে চুল অছে, আর কারো টাকে চুল নেই'।
  • Tirthankar | 76.17.114.63 | ১২ অক্টোবর ২০০৬ ০৬:১৫671330
  • মহলানবিশ স্টেডিয়ামে ফুটবল খেলতে গিয়ে সৌম্যজিতের মাথা ফেটে রক্তপাত। তড়িঘড়ি তাকে হেল্‌থ্‌ সেন্টারে নিয়ে যাওয়া হল। রক্তাপ্লুত সৌম্যজিতকে দেখে ডক্টর দাশগুপ্ত আঁতকে উঠে বললেন, "কি সাংঘাতিক ব্যাপার! এখানে এনেছো কেন? ডাক্তার ডাকো শিগগির!'
  • Tirthankar | 76.17.114.63 | ১২ অক্টোবর ২০০৬ ০৬:২৩671331
  • বনহুগলীর আনন্দম থেকে সিনেমা দেখে রাতে হোস্টেলে ফিরছি তিনজন; ঢোকার মুখে দাড়িওয়ালা কিংশুক ডিটেকটিভ ডিটেকটিভ ভাব করে "ধরে ফেলেছি' গোছের একটা হাসি দিয়ে বলল, "কি, সব সিনেমা দেখে ফিরলে?' কল্পতরুর মুখ থেকে বুলেটের মত উত্তর ছিটকে বেরোলো, "না না, সব সিনেমা আর কি করে দেখব, কোনোরকমে একটাই দেখে এলাম।' কিংশুক পুরো ভ্যাবাচ্যাকা।
  • Lyadosh Chandra Mitra | 24.5.216.83 | ১২ অক্টোবর ২০০৬ ১১:৪১671332
  • নিরুপম-এর এক বন্ধু ওর ওপর খচে আগুন। কারণটা পরে শোনা গেল।
    ঐ বন্ধু কিছুদিন-এর জন্য খড়গপুর-এ IIT তে গেছিল। যাবার সময় বার বার অনুরোধ করেছে অনুপম-কে, তোর জোকস গুলো খুব মিস করব, চিঠি দিস (ইমেলামেলি-র আগের যুগে) আর শয়ে শয়ে জোকস পাঠাস।
    এর কিছুদিন পরে ঐ বন্ধু অনুপম-এর চিঠি পায় - দু পাতা, তাতে শুধু 'জোকস', 'জোকস' লেখা ছিল ১০০ বার। শেষে লেখা ছিল, আপাতত ১০০ টা পাঠালাম।
  • Lyadosh Chandra Mitra | 24.5.216.83 | ১২ অক্টোবর ২০০৬ ১১:৪৮671333
  • অমর একবার spacebar এর ব্যবহার সম্পর্কে সতর্ক করে দিয়েছিল একটা উদাহারন দিয়ে। হোস্টেলের অনেকেই শুক্রবার করে বাড়ি যেত। এই বাক্যে 'বার' এর আগে একটা space পড়ে গেলে মুশকিল।
  • trq | 58.107.216.189 | ১২ অক্টোবর ২০০৬ ১৩:২২671334
  • বাহ, এটাতো বেশ জমে উঠেছে!
    সব গুলো ঘটনাই বেশ মজার!
  • supriya | 140.181.71.148 | ১২ অক্টোবর ২০০৬ ১৪:৪২671335
  • পিনাকী একদিন কলেজে এসে বলল, "ও: আজ ট্রেন একদম রাইট টাইম, খুব ফাস্ট এসেছে"।
    আমরা জানতে চাইলাম "কেন বলতো?"
    পিনাকীর জবাব "আরে হেব্বি বৃষ্টি হচ্ছিল তো, রাস্তা একদম ফাঁকা"।
  • hmm | 88.109.28.75 | ১২ অক্টোবর ২০০৬ ১৫:২৫671336
  • তাহলে আমাদের হস্টেলের সেই দিদির কথাই বা বাদ দিই কেন? যে কিনা দিনের বেলা মেট্রোতে উঠে কোন দিকে বসলে গায়ে রোদ লাগবে না, তা নির্ধারন করতে বসেছিল।

    বা সেই দিদি, যে দোকানে গিয়ে জিগ্যাসা করেছিল,"দাদা লেডিজ ব্রা পাওয়া যাবে?'
  • b | 59.145.136.1 | ১২ অক্টোবর ২০০৬ ১৫:৩০671337
  • এক মেম সাহেব এসেছে বোলপুরে, পাব্লিক রায় দিয়েছে পোচোন্ডো সুন্দরী। তো জানা গেল সে এই সামনের রাস্তা দিয়ে আসছে। ইলেভেন টুয়েলভ এ পড়ি তখন। তাকে দেখতে জনতা ভীড় করছে হোস্টেলের ব্যালকনি গুলো থেকে। তো তাদের মধ্যে একটি দু:সাহসী, একতলায় নেমে একটু এগিয়ে গিয়ে কাছ থেকে সুন্দরী কে দেখছে। সুন্দরী আদেকলামো দেখে খচে গিয়ে প্রচন্ড রাগি ইংরেজি তে ঝাড় দিয়েছে, দীর্ঘ ঝাড়, তার মধ্যে পুলিশ ডাকার ভয় দ্যাকানো ও আছে।
    ছেলেটি, তার নাম বলছি না, কারণ সে এখন social sector এ বেশ হনু, রাঢ় অঞ্চলে বাড়ি, হজম করলো। কিন্তু পরের দিন একই সময়ে সে মহিলা যখন একই রাস্তা দিয়ে যাচ্চিলেন, তখন সে এক অভিনব বদলা নেয়।
    সে বার আমাদের পাঠ্য ডেভিড কপারফিল্ড। সামনে পরীক্ষা, সেবার আমরা সবাই মুখস্থ করেছি agnes এর চরিত্র।কোচ্চেন আসুক না আসুক ঐটেই লিখছি, এইটেই লিখছি, জনতার আদালতে এই রায়। তো ইংরেজি বলতে চেনা শুনোর মধ্যে ঐটুকুই আমাদের জানা ছিল, কারোর টিউটরের লিখিয়ে দেওয়া।

    রাগি রাগি ঝগড়ার সুরে ও দমকে, মানে বইয়ের ইংরেজি ও বীরভূমী accent এ তে একটি গামছা ও পৈতে পরিহিত কিশোরের মুখে অকারণে, ভর সন্ধেবেলায়, বীরভূমের আধা শহরে, মহান ঔপন্যাসিক ডিকেন্সের মহান সাহিত্যের ইউলজি সহ agnes এর করুণ উপাখ্যান, ভিকটোরীয় বিলেতের সামাজিক অবস্থা ইত্যাদির বর্ণনা ঝাড়া দশ মিনিট কেন তাকে শুনতে হয়েছিল সে বোধকরি বিদেশিনী এখনো বোঝেন নি।

    ভাষার ভয়ে ভীরু ছিল না আমাদের বন্ধুরা।
  • supriya | 140.181.71.148 | ১২ অক্টোবর ২০০৬ ১৭:৪৪671339
  • না হেসে পারলুম না, "লেডিজ ব্রা" টা জাস্ট একঘর!

  • Rana | 212.158.75.199 | ১২ অক্টোবর ২০০৬ ১৯:১৭671340
  • ডাক্তার-এর গল্পোটা আমাদের BE College-এ নিজের চোখে দেখা। 2nd year, reunion-এর সময় মাঠে বসে সুরা-টুরা পান চলছে। এমন সময় চঞ্চল-কে কি জেনো কামড়ালো। দেখা গেল একটা সাপ !!!! সব ধুমকি এক মুহুর্তে হাবিস !! (পরে জেনেছি ওটা ঢোড়া সাপ ছিল)। সাথে সাথে college এর ডাক্তার-এর কাছে নিয়ে যাওয়া হল... রাত তখন ২ টো। ডাক্টার জ্যাঙ্গো অনেক ডাকাডাকি-র পর বেরোলেন। আমরা সবাই সমস্বর-এ বল্লাম সাপ, সাপ, একে সাপ-এ কামড়েছে। শোনা মাত্র জ্যাঙ্গো বলে : আরে আমার কাছে নিয়ে এসেছো ক্যানো? শিগ্গ্রি ডাক্টার-এর কছে যাও।

    এই কথা শুনে আমরা তো বটেই, চঞল অবধি হ্যা হ্যা করে হেসে উঠেছি (এতক্ষন চঞল-এর মুখ দিয়ে ফ্যানা বেরোচ্ছিলো, হাজার হোক সাপে কামড়েছো তো !! তা হোক না ঢোড়া সাপ )

    :))

    জ্যাঙ্গো ততক্ষনে ভুল বুঝতে পেরে বলে: না না, মানে আমার কাছে তো anti-venom নেই, তাই বলছিলাম। শালা, সাধেই কি আর লোকে বলতো, জ্যাঙ্গো BE College থেকেই ডাক্টারি পাস করেছে !!!!
  • r | 61.95.167.91 | ১২ অক্টোবর ২০০৬ ১৯:৪৫671341
  • এর আর একটা ভ্যারিয়েন্ট: ইন্দ্রনীল ব্যাডমিন্টন কোর্টে পড়ে গিয়ে একদিন একরাত ল্যাংচাল। পরের দিন বিকেলে ধরাধরি করে ইনস্টিটুটের ডাক্তারের কাছে। বুড়ো প্রথমে দু:খ দু:খ মুখে জিগাল- "বাবা মায়ের এক ছেলে?" ইন্দ্রনীল বলল- "না"। তার পরেও ঘোঁৎ করে দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর মাথা নেড়ে বলল- "ভালো কোনো ডাক্তারের কাছে নিয়ে যাও।" এইম্‌সে গিয়ে জানা গেল লিগামেন্ট ছিঁড়ে গেছে।
  • Arjit | 128.240.229.66 | ১২ অক্টোবর ২০০৬ ২০:২৩671342
  • রানা - বিই কলেজ কোন ব্যাচ?
  • S | 125.23.108.203 | ১২ অক্টোবর ২০০৬ ২২:২১671343
  • আগন্তুক, ব্যান্ডেলের কোথায় বাড়ি?

    ডাক্তার নিয়েই এক কাপ হয়ে যাক!

    জলু ক্যাম্পাসের ডাক্তারকে সঙ্গত কারণেই বলা হত 'খনি'। আক্ষরিক অর্থে খনি সে। ঐ একই মিথ, সে নাকি জলু ইঞ্জিন কলেজ থেকেই ডাক্তারি পাস করেছিল। খনির বউ রক্তিমাকে আমরা গুছিয়ে ঝারি মারতাম, সে অন্য গল্প।

    খনি সাধারণত দুটো ওষুধ দিত, ব্রুফেন আর প্যারাসিটামল। ফার্স্ট ইয়ারের নাদান বাচ্চা আমি, সবে রুমমেটদের সাথে বার খেয়ে বেগুনটাড়ির দোকান থেকে হিটার কিনে এনেছি। মাসখানেক পাঁউরুটি ওমলেট আলুসেদ্ধ নির্বিঘ্নে চলার পর একদিন হল কি, পাঁউরুটি সেঁকতে সেঁকতে হঠাৎ টাল সামলাতে পারি নি, উবু হয়ে বসা অবস্থা থেকে হেলে গেছি পেছন দিকে, টাল সামলাতে মেঝের দিকে এক হাত বাড়িয়েছি, সেখানে ছিল সরষের তেলের শিশি, আমার পুরো শরীরের ভার হাতের ওপর, হাতের চাপে কাচের বোতলটা পুরো গুঁড়ো হয়ে গেল, হাতের তেলোয় কাঁচ ফুটে রক্তারক্তি কান্ড। সেই অবস্থাতেই খনির কাছে গেলাম, যদি ভেতরে কোনও কাঁচের টুকরো ফুটে থেকে থাকে, খনি কে এবং কী তখনও জানতাম না।

    খনি তাকিয়ে দেখলোও না, জাস্ট ডেটল সাবান দিয়ে হাত ধুইয়ে তুলো দিয়ে জল মুছিয়ে দিল, তারপরেই এক পাতা ব্রুফেন।

    তো, এ হেন খনিকে একবার পাবলিক ঠিক করল ট্যাক্টফুলি খিস্তি মারা হবে। ব্যাপারটা রিস্কি, ক্যাম্পাসের একমাত্র ডাক্তার, সময়ে অসময়ে সাট্টিফিকেট লিখে দেয়, তাকে খিস্তি মারা ... তা সে বলল, এমনভাবে মারব, খনি নিজেই কিছু বুঝতে পারবে না।

    বিকেলে কলেজ সেরে সে গেছে খনির ডিস্পেন্সারিতে। খনি জিগালো, কে হয়েছে?
    --'ডাক্তারবাবু, আমার শরীলটা না, কেমন দুর-বাল দুর-বাল লাগছে।'
    --কী বলছো, পরিষ্কার করে বলো, বুঝতে পারছি না, '
    --'না ডাক্তারবাবু, শরীলটা না, মাইরি বলছি, কেমন দুর-বাল দুর-বাল লাগছে।'

    বার কয়েক জিগ্যেস করার পরে খনি হাল ছেড়ে দিয়ে এক পাতা ব্রুফেন দিয়ে তাকে বিদেয় করে দিল।
  • agantuk | 206.135.171.98 | ১২ অক্টোবর ২০০৬ ২৩:৪৪671344
  • এটা ঠিক হস্টেলের গল্প নয়, তবে হস্টেল থেকে বাড়ি ফেরার পথের গল্প, তীর্থদার সিনেমা দেখার গল্পটা শুনে মনে পড়ে গেল। শুক্রবার বিকেলে বাড়ি ফিরছি, ট্রেনে মরন্ত ভিড়, শেষ কামরাটা প্রায় প্ল্যটফর্ম ছেড়ে বেরিয়ে গেছে, এমন সময় অকজন দৌড়ে এসে প্রচুর হাঁপাতে হাঁপাতে জানতে চাইলেন, 'দাদা, এই ট্রেনটা কি সব স্টেশনে দাঁড়াবে?' জানলার ধারে বসা দাদা মুচকি হেসে উত্তর দিলেন, 'কেন, আপনি কি সব স্টেশনে নামবেন?', আর ট্রেনটাও ঠিক সেই মুহুর্তে প্ল্যটফর্ম ছেড়ে বেরিয়ে গেল...
  • Rana | 83.78.98.115 | ১৩ অক্টোবর ২০০৬ ০০:৪৮671345
  • তাহলে আরেকটা গল্প বলি। exp. অনেকের-ই থাকবে অছে আসা করি।

    ১ মাস ragging period-এর প্রথম থেকে শুনে আসছি একটা quiz compitition হবে। Prize-ও দেওয়া হবে । তো সে একদিন চলে-ই এল। ৫ তলায় TV room-এ গিয়ে দেখি আরো মুর্গিরা অলরেডি জড়ো হয়েছে। ওমা, তার একটু পরে-ই দেখি, senior রা বলছে ফাকা ফাকা করে বোসো, পরীক্ষা হবে, 'পাতি' পরীক্ষা !!

    রীতিমতো xerox করা qu. paper ! তাতে ছোটো-বড়ো মিলিয়ে গোটা ৫০ qu. ছিলো, সন্ধি,সমাস, এক কথায় প্রকাশ ..... সব মিলে সে এক্কেবারে বিরাট qu. paper !! দু-একটা উদা: মনে আছে যেমন, নৈহাটি = নুনু নিয়ে হাটাহাটি (কষ্ট সমাস)।

    আর ছিলো ১৫ নম্বর-এর রচনা -- 'তোমার জন্মের ১০ মাস ১০ দিন আগে তোমার বাবা-মা-এর মধ্যে যে বিশ্বযুধ্য হয়েছিল তার চিত্র সহ বর্ননা কর' !!

    যাইহোক, পরীক্ষা-র result বেরিয়েছিল। সবচেয়ে মজার কথা ragging-এর শেষদিন রাতে যখন নাচগান হচ্ছে, আর princi হস্টেলে হস্টেলে ঘুরছেন, princi-র হাত দিয়ে 1st, 2nd 3rd কে prize দেওয়া হয়েছিলো। সবার সাথে princi-ও হাততালি দিচ্ছেন। princi কে বলা হয়েছিল quiz comp. (যদিও উনি ভালো-ই জানেন কি ব্যাপার!!)
  • tan | 131.95.121.127 | ১৩ অক্টোবর ২০০৬ ০১:৫৯671346
  • আরে এইসব অতি মোটাদাগের পরীক্ষা নেনেওলাদেরই তো অরিজিৎরা পিটিয়ে বেন্দাবনে পাইঠ্যেছিলো!
    এখানে আবার তাদেরই লোক উদয় হলো ক্যামনে?
    !!!!!!!!!

  • tan | 131.95.121.127 | ১৩ অক্টোবর ২০০৬ ০২:০২671347
  • আরে যুদ্ধ বানানটা কি হে?
    বিশ্বযুধ্য!!!!!!
    মরি মরি! দেনেওলা নেনেওলা সমান! মাথাগুলো ধরে ধরে ....
    "অযোধ্যার লোকে যোদ্ধা হয়েছে শুনিয়া মরি যে হাসিয়া"--কোথায় ছিলো,কে বলেছিলো কি প্রসঙ্গে? বলতে না পাল্লে....
  • mandi | 62.6.139.11 | ১৩ অক্টোবর ২০০৬ ০৩:০৮671348
  • মাঝে মাঝে হবু বরের হোস্টেলে পড় তে ( নব্ব ই ভাগ সঠিক) যেতাম। কিন্তু ওদের ট য়ে্‌লতে পাঠা তে তার হেভি লজ্জা ছিলো। তাই পুরোনো কারন বারির বোতোল গতি! মেডিকাল ছাত্র সেইসোম য় এনাটমি ভুলে যেতো। মাঝে মাঝে ওদের কমন গাম্‌ছা দিয়ে মেঝের স্যাক্ষ প্রমান লোপ কর তে হোয়েছে। ওকেও কখোনো বলিনি।সো সরি !
  • agantuk | 206.135.171.98 | ১৩ অক্টোবর ২০০৬ ০৩:১১671350
  • দেশ পত্রিকার প্রচ্ছদে তীব্র অন্তর্দ্বন্দে দীর্ন একটি যুবক মুখ, প্রশ্ন তোলা হয়েছে 'এত বেকারি কেন?' ব্রেকফাস্ট টেবিলে বসে নিধানের চটজলদি জবাব, 'লোকে রুটি খায় বলে'।

    এদিকে তখন সুপারহিট মুকাবলাতে খুব বাজছে, 'তু হাঁ কর ইয়া না কর, তু হ্যায় মেরি কিরন' এবং 'খা কসম খা কসম খা'। তো আমাদের জ্যোতির্ময় আর অনির্বান (যাদের দুজনকে নিয়ে বলা হতো জ্যোতির্ময়দা দিয়ে অনির্বানরুটি তৈরি হয়) এই দুটো গান মিলিয়ে মিশিয়ে চমৎকার গেয়ে উঠতো, 'তু হাঁ কর, ঔর খা কসম খা কসম খা'।
  • Tirthankar | 130.207.93.156 | ১৩ অক্টোবর ২০০৬ ২০:০৪671351
  • বনহুগলীর একটা রোল কর্নারের সাইনবোর্ডে বড় বড় করে লেখা ছিল "এগ্রোল'। সেটা দেখেই বোধহয় অনুপ্রাণিত হয়ে দক্ষিণ ভারতীয় ছাত্র গণেশরামের ঘরের দরজায় কেউ চক দিয়ে বড় বড় করে লিখে রেখেছিল "গণেশ্রাম'।
  • agantuk | 206.135.171.98 | ১৩ অক্টোবর ২০০৬ ২২:৪১671352
  • ... এবং সেটাকে গঁণেSআশ্রম পড়ে নিধান পরম ভক্তিভরে হাত জোড় করে নতজানু হয়েছিল।
  • supriya | 140.181.66.182 | ২৩ অক্টোবর ২০০৬ ১৭:১০671353
  • খানদানী ছাত্রাবাসী রা কোথায় গেলে গো? দু চারটে মণিমুক্তো ইদিক পানে ......
  • Gaza | 170.213.132.253 | ২৪ অক্টোবর ২০০৬ ০৩:৪০671354
  • আমার এখোনো মনে আছে কয়েকটা:
    সমাস জিগ্গাসা কোরেছিলো:
    চমৎকার
    ঊচ্ছে
    লুচি
    গাড়ী
    গুআতেমালা ::এটা আমি পারিনি
    Question :
    Lady Dayana বিয়ের আগে পিয়ানো বাজতো , তিনি এখোন বিয়ের পরে কি বাজয়?
    Answer: Royal Organ
    Note:তখোন ও ডায়ানা মারা যায়ি্‌ন।
    গাজা
  • RATssss | 195.68.73.197 | ০৪ ডিসেম্বর ২০০৬ ২১:৩৮671355
  • আমাদের সময়ে মেসোপটেমিয়া বেশ বিখ্যাত হয়েছিল। পরে সে-টা ভাটেশ্বরি pdf-এও কেউ একটা সারা পৃথিবীতে ছড়িয়েছিলেন। কারো না জানা থাকলে বল, আবার এখানে তুলে দেওয়া যাবে।

    আমি বরঞ্চ আরো ছোট বেলার একটা গল্প বলি।
    ইস্কুলে পড়ি তখন। AS- অমল সরকার ইংরাজী-র নামকরা টিচার। না না পড়ানোর জন্য নয়। height-এর জন্য। আমরা যখন ক্লাস-১০এ, উনি তখনো ক্লাস ৫এর heightএর লোক। তা একবার ওনার বাড়ির গোয়ালের (কোচিং ক্লাস) বাইরে আমরা ঠেক মারচি। আমাদের সঙ্গে ছিলো তিলে খচ্চর পটাই। তা পাশের মহিলা ইস্কুলের এক ছাত্রী-র বাবা বিশুদ্ধ দর্শন মেয়েকে নিয়ে আমাদের জিগালেন
    -- ভাইরা, অমলবাবুর বাড়ি কোনটা?
    পটাই-এর উত্তর - কোন অমল বাবু? যার বইএর দোকান না যিনি খেলা শেখান?
    -- না না - মিশনে পড়ান - ইংরাজি।
    - (১ হাত জিভ লম্বা করে) -- ছি ছি, এই কারনে চিনতে পারিনি, উনি যদি জানতে পারেন খুব দু:খ পাবেন। আসলে উনি ছাত্রদের খুব বন্ধু তো, ওনার নাম ধরে কেউ ডাকুক তা ওনার পছন্দ না।
    -- তা ওনাকে কি বলে ডাকবো?
    - সে কী? তাও জানেন না? উনি তাহলে আপনার মেয়ে কে পড়াবেন না। এই নাম দিয়েই উনি আসলে কতোটা পড়তে ইচ্ছুক তা যাচাই করেন
    -- ভাই প্লীজ বলে দাও, তাহলে আমার মেয়েটার গতি হয়।
    - আমরা পটলবাবুর নাম ওভাবে বলি না। তাও আপনাকে বলছি। ঐ ওনার বাড়ি, ভেতরের ঘরে পড়াচ্ছেন। দরজার সামনে গিয়ে জোরে জোরে ডাক দিন, ভেতরের ঘর থেকে নয়তো শুনতে পাবেন না।

    (বাকীরা অলরেডী সাইকেলের তালা খুলে রেডী। just ভদ্রলোকের দরজার সামনে গিয়ে ওনার ডাকার অপেক্ষা। পটলবাবু, ও পটলবাবু....

    এ-হেন পটলবাবু-র জন্য গোটা মিশন হাইস্কুল ওয়াক-আউট করেছিল। সে গল্প পরেরদিন।

  • um | 59.160.220.2 | ২২ জুলাই ২০০৮ ১৭:২৪671356
  • কিই হোলো র কোনো গোল্পো নই ?
  • Samik | 121.242.177.19 | ১০ জুন ২০১০ ১৯:৪৫671357
  • সাড়ে তিন বছর কেটে গেল। সেই পরের দিন আর এল না।
  • sda | 117.194.203.164 | ১০ জুন ২০১০ ২১:৪৮671358
  • ঠিক হস্টেলের গল্প বলা যায় না এটাকে , কলেজের গল্প বলা উচিত।
    ফার্স্ট সেম এ বেসিক ইলেক্ট্রনিক্স ক্লাস চলছে। পড়াচ্ছেন স্বনামধন্য নাচু ওরফে মৈনাক স্যার। বোর্ডে একটা op amp এঁকে -
    This is my input and this is my output.
    ক্লাশের সম্মিলিত দাঁতকেলানি শুরু হয়ে গেল। তো, সেই বাওয়ালের মধ্যেই এক খুকির প্রশ্ন - "স্যার , ঐ গেন এর ব্যাপারটা ঠিক বুঝলাম না।"
    স্যার বিশাল এন্থু পেয়ে চেঁচালেন - "এই তোমরা চুপ করো , ও কিন্তু (আমার) খুব ভালো জায়গায় ধরেছে!"
    পেছনের রো থেকে আওয়াজ - "স্যার কেমন লাগছে ?"
    এখনো আমরা কোন কারনে নাচুর কাছে গেলে কোন না কোন অছিলায় 'স্যার কেমন লাগছে' টা বলে আসি।
  • Shanku | 117.241.65.196 | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪০671359
  • তারপর! তারপর!

    এইভাবে বছরে একটা করে কি করে থ্রেডটা এগোবে?
  • shanku | 127.201.224.191 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ০০:২৯671361
  • choluk
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন