এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ব্ল্যাকমেল

    J
    অন্যান্য | ২৫ আগস্ট ২০০৬ | ২৯৪১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • J | 160.62.4.10 | ২৫ আগস্ট ২০০৬ ১৩:০৪672220
  • চেনা অচেনা আধচেনা মানুষেরা প্রতিনিয়ত করো না কারোর দ্বারা ব্ল্যাকমেলিত হয়ে চলেছেন। সেই কথাই এখানে খুলে লিখুন। যে আপনাকে ব্ল্যাকমেলাচ্ছে, তার নাম গোপন রাখলেও চলবে।
  • Arjit | 128.240.229.6 | ২৫ আগস্ট ২০০৬ ১৩:৩৪672268
  • ডিটেকটিভ কোম্পানী খুল্লে?
  • Arjit | 128.240.229.6 | ২৫ আগস্ট ২০০৬ ১৫:০০672279
  • চুনোপুঁটিরা কি ব্ল্যাকমেলিত হয়? এইডা হল পয়লা কোশ্চেন। এই "প্রতিনিয়ত হয়ে চলেছেন" কোত্থেকে পাইলা? সুত্র?
  • J | 160.62.4.10 | ২৫ আগস্ট ২০০৬ ১৫:০৯672290
  • ডিটেকটিভ কোম্পানী নয়। বাস্তব। জীবনের অনেক স্তরেই বহুলোক প্রতিনিয়ত ব্ল্যাকমেলিত হচ্ছে, ঘটনা। ছোটোখাটো ব্ল্যাকমেলিং কে আমরা পাত্তা দিই না। কিন্তু তা ঘটে চলে। জোর গলায় অস্বীকার করি, তবু ঘটে চলে। ইমোশনাল ব্ল্যাকমেলিং ও হয়। সেগুলো নিয়ে লিখা হোক।
  • bemmodatyi | 59.93.254.76 | ২৫ আগস্ট ২০০৬ ২২:০৬672301
  • আমায় ঐ গোবড়চুন্নী যাস্‌সেতাই ব্ল্যাকমেল কচ্ছে । তেরাত্তির সেরেফ কাটিয়েছিলাম, মহাই। বলে, মেছোপেত্নীকে সব জানিয়ে চিটি লিকবে। ফটোসহ।
    কারে বা জানাই বলো ব্যাদনা আমার । কে বা সুপারি নেবে। পেত্নী কি আর খাল্লাস হবে।
    হিং টিং ছট পোশ্ন এসব।
  • tan | 131.95.121.127 | ২৫ আগস্ট ২০০৬ ২৩:৫২672312
  • বেম্মদত্যি,
    সিরিয়াস ব্যাপারে ইয়ার্কি মারবেন না প্লীজ।কিছু বলার থাকলে ঠিকভাবে বলুন।
    ধন্যবাদ।
  • dd | 202.122.18.241 | ২৬ আগস্ট ২০০৬ ০০:১২672323
  • অন দ্য আদার হ্যান্ড ইয়ার্কি না মারার কোনো কারন দেখছি না। সরসতা উপভোগ না করার কোনো ব্যক্তিগত কারন থাকলে সেটা তার নিজস্ব।
  • tan | 131.95.121.127 | ২৬ আগস্ট ২০০৬ ০০:১৬672334
  • সরসতা ডিফাইন করুন।
  • dd | 202.122.18.241 | ২৬ আগস্ট ২০০৬ ০০:২৩672345
  • পার্বো না। চেষ্টাও করবো না।

    এক্সাম্পল দিতে পারি - বেম্মোদত্যির পোস্টিং। নেহাত মজাটাই উদ্দেশ্য ছিলো।

    সব টই তেই হয়। ফ্রী ফ্লোটিং । সিরিয়াস থেকে নিছক মজা। এটাও ব্যতিক্রম নয়।
  • J | 84.73.114.170 | ২৬ আগস্ট ২০০৬ ০০:২৮672221
  • একটা লোক বে করেছে, কিন্তু বৌ কে কোথাও পরিচয় করিয়ে দেয় না। কী? না বাপ মায়ে দু:খ পাবে, সে বিয়ে করেছে যদি জানতে পারে। বাপ-মায়ের এটা ইমোশানাল ব্ল্যাকমেল নয়? আরো আছে।
  • dd | 202.122.18.241 | ২৬ আগস্ট ২০০৬ ০০:৩৫672232
  • সেটা ঐ বাপ মা আর তার ছেলের প্রাইভেট ইকুয়েশন। তুমি আমি রামাকৈবর্ত্ত কি বলবে ?

    ব্ল্যাকমেইল = অন্যায় কিছু করেছো। কেউ জেনেছে। অন্য কেউ -থার্ড পাট্টী তার ফয়দা তুলছে।

    ছেলে যদি ভাবে বাপ মার অমতে বিয়ে করে অন্যায় করেছে তো ঐ পাঁটামীর জন্য তাকে ভুগতে হবে। যদি মনে করে বেশ করেছে - তো ন্যাটাই চুকে গ্যালো।
  • J | 84.73.114.170 | ২৬ আগস্ট ২০০৬ ০০:৩৭672243
  • আর কিছু বলার নেই
  • dd | 202.122.18.241 | ২৬ আগস্ট ২০০৬ ০০:৪০672254
  • মোটকথা জো।

    এসব পেরাইভেট অংক। এগুলো পাব্লিকে ধুতে নেই। কারুর ই উবগারে লাগে না।
  • J | 84.73.114.170 | ২৬ আগস্ট ২০০৬ ০১:০০672262
  • সবই পেরাইভেট। একটা কাগ পড়ে গেলে দশটা কাগে তার কাছে ছুটে আসে। আর মানুষ পড়ে গেলে সবায় পেরাইভেট ভেবে দূরে সরে যায়। এর চেয়ে কাগ হয়ে জন্মানো ভালো।
  • dd | 202.122.18.241 | ২৬ আগস্ট ২০০৬ ০১:০৪672263
  • কাগের কথা,বাঘের কথা আমি জানি না।

    শুদু বলি - ভাটিয়ালিতে কাচলে কোন কাপড় পোষ্কার হয় ?

    এটা আদৌ ধোবিখানা নয়।
  • J | 84.73.114.170 | ২৬ আগস্ট ২০০৬ ০১:০৮672264
  • তবে কোথায়?
  • tan | 131.95.121.127 | ২৬ আগস্ট ২০০৬ ০১:১১672265
  • আমার গোটাটা পেরাইভেট লাগছে না,সমাজের অন্য লোকেদের মাঝে মাঝে কিছু বলার থাকে,অনেক সমায় হয়তো নেহাত আকাটের মতন,তবু।
    কতগুলি পোশ্নো-
    ১।বিয়ের আগে লোকটা হবু বৌকে বলেছিলো যে সে বিয়ের পরে কাউকে বলতে পারবে না যে সে বিয়ে করেছে?
    ২।উত্তর যদি হ্যাঁ হয় তাহলে বৌয়ের দিক থেকে কিছু বলার নেই,সে জেনেশুনে প্রতারণা মেনে বিয়ে করেছে। উত্তর যদি না হয় তাহলে অবশ্যই তার অধিকার আছে স্বামীর বিরুদ্ধে বিচারালয়ে যাবার।বিয়ে করা মানে স্ত্রীর মর্যাদা দিতেই হবে।নইলে এটা কি ইয়ার্কি নাকি?

  • dd | 202.122.18.241 | ২৬ আগস্ট ২০০৬ ০১:১৪672266
  • অ্যাডাল্টদের অ্যাডাল্টের মতই থাকতে দেও।

    আমার চাগরীর সমস্যা কি তুমি ভাটিয়ালিয়ে সলভ কর্বে ? না আমার বিন্দুমাত্র প্রাপ্তবয়স্কতা বা আত্মসম্মান থাকলে আমি চাইবো কেঁদে কেটে এটা ভাটিয়ালিএ পঞ্চায়েতে নিয়ে আসবো।

    আবার বলছি। ভাটিয়ালি পঞ্চায়েত নয়।
  • J | 84.73.114.170 | ২৬ আগস্ট ২০০৬ ০১:১৭672267
  • ট্যান,
    আমি সবকিছু পেরাইভেট বলে দূরে সরিয়ে রাখতে পারি না। সে ম্যাচিওরিটি আমার এই প্রৌঢ় বয়েসেও আসে নি।
    আমি আবেগ নিয়ে চলি। ভালোবাসা নিয়ে চলি। আপনজন বলে নিতে পারি রক্তের সম্বন্ধ না থাকা কারোকে। কোথায় কাচলে কাপড় পরিষ্কার হবে বলে দাও। সেখানেই যাবো। কিন্তু তুমি যে পয়েন্টগুলো লিখেছ, তার প্রথমটা হয়ত ওরকম ছিলো না। আর দুনম্বরের জন্য সময় লাগে। তার আগেই যদি মিটিয়ে নেয়া যায় সেটাই তো ভালো। আমি সেরকম ভেবেই লিখেছি। আফটার অল এত দিন ধরে সবায় লেখার মাধ্যমে কিছুটা হলেও তো চিনি নিজেদের।
  • dd | 202.122.18.241 | ২৬ আগস্ট ২০০৬ ০১:২২672269
  • আদালতে।

    স্বামী স্ত্রী নিজেদের সমস্যা নিজেরা মিটাতে না পারলে ওখানেই যায়।

    রুঢ়। কিন্তু রুঢ় সত্য।
  • tan | 131.95.121.127 | ২৬ আগস্ট ২০০৬ ০১:২৪672270
  • যোদি,
    আমি কোনোদিনই হয়তো ওভাবে প্রাইভেট করে দিতে পারবো না কিছুই,সারাজীবনেও, আমার মানুষকে লাগবেই,কারণ আপনজন ছাড়া অনেকবেশী সাহায্য সহায়তা পেয়েছি সম্পূর্ণ অনাত্মীয় লোকের কাছে,অনেক সময় অপ্রত্যাশিতভাবে।তাই এভাবে আমিও প্রাইভেট বলে খারিজ দিতে পারছি না,কারণ এখানে এর আগেও কর্মক্ষেত্র সমস্যা বলে থ্রেডে অনেক প্রাইভেট সমস্যাই আসছিলো, আলোচনাও হয়েছে।
    এখানে কারুর এতবড়ো সমস্যা আলোচিত হবে না প্রাইভিটাইজেশানের ফেরে,তা হতে পারেনা।

  • tan | 131.95.121.127 | ২৬ আগস্ট ২০০৬ ০১:২৫672271
  • না না,আদালতে যাওয়ার আগে ম্যারেজ কাউন্সিলরের কাছেও যায় কেউ কেউ।
  • J | 84.73.114.170 | ২৬ আগস্ট ২০০৬ ০১:২৯672272
  • হুঁ ট্যান। দেখি ...
  • dd | 202.122.18.241 | ২৬ আগস্ট ২০০৬ ০১:৩১672273
  • তনু

    আমার সমস্যা আমি পাব্লিকে র কাছে এনে কেঁদে কেটে একশা হলো তোমার বোরড লাগতে পারে কিন্তু সেটা আমার দায়।

    কিন্তু এই ফোরামে অন্যের সমস্যা (যেখানে দুই পক্ষই আছে) তাদের হয়ে তুফান তোলা আমার কাছে আবেগ নয়। কাদা ঘাঁটা।

    ভালো কথা - আমি এটা জো কে বল্লাম।

    যত খুসী আবেগ তাড়িত হও। কিন্তু হেথা নয় হেথা নয়,অন্য কোনো খানে।

    এই ফোরাম নেহাৎ মধ্য প্রাচ্যে সমস্যা সমাধানেই ব্যস্ত। এটা আদালত নয় - আবার জানাই।
  • J | 84.73.114.170 | ২৬ আগস্ট ২০০৬ ০১:৩৪672275
  • যা জানবার, জানা হয়ে গেল, দেরীতে হলেও।
  • tan | 131.95.121.127 | ২৬ আগস্ট ২০০৬ ০১:৩৪672274
  • হতে পারে বাবামা আসলে কিছুই মনে করবেন না,ছেলে নিজেই ঐ অজুহাত দিচ্ছে।সেক্ষেত্রে কাউন্সেলর ব্যাপারটা সলভ করে দিতে পারেন দুপক্ষকে বুঝিয়ে।কারণ আফটার অল, অ্যাডাল্ট ছেলেমেয়ের জীবনের উপরে তো বাবামায়ের আইনগত অধিকার কিছু থাকে না যদি না সম্পত্তি থেকে বঞ্চিত হবার ভয়ে সন্তান নিজেই বশে থাকার ভান করে!
  • J | 84.73.114.170 | ২৬ আগস্ট ২০০৬ ০১:৩৬672276
  • কাদা থাকলে তো ঘাঁটব। সবই তো ধোয়া তুলসী পাতা। তাছাড়া কারো নামও ঘুণাক্ষরে উচ্চারণ করা হয় নি। তবুও? ব্রেশ ব্রেশ।
  • tan | 131.95.121.127 | ২৬ আগস্ট ২০০৬ ০১:৩৭672277
  • এই নিয়ে দ্বিতীয়বার অমত হলাম ডিডি।
    এখানে লক্ষ্য করে দেখবেন অধিকাংশ লেখাই আবেগতাড়িত ব্যাপার,একেবারে প্রথম থেকে।
    কোনো কোনো থ্রেডে তো কিছু কিছু এত আবেগতাড়িত ব্যাপার এসেছিলো যে তাতে যুক্তি বলে কিছু ছিলো না।ব্যক্তিগত আক্রমণ পজ্জন্ত তাতে থাকতো। তখন কিন্তু বোরডম বা আবেগের দোহাই তুলে বা কাঁদাকাটা বলে আমরা ওগুলো থামানোর জন্য বলিনি।
  • tan | 131.95.121.127 | ২৬ আগস্ট ২০০৬ ০১:৪৮672278
  • আর একটা কথা,এখানে কোনো পক্ষই নেই। এটা আলোচনামাত্র, এখানে কাউন্সেলর টিপস দেবে না বা উকিল আসবেন না।এখানে বড়োজোর উকিলবাড়ী যাবার পরামর্শ বা কাউন্সেলরের বাড়ীর কথা বলা যাবে।আদালত তো নয়ই এটা, ডাক্তারবাড়ীও নয়।
    এত আপত্তির কি আছে আমার মাথায় আসছে না।
  • m | 67.173.95.163 | ২৬ আগস্ট ২০০৬ ০১:৫২672280
  • কয়েক টা উপায় আছে।

    ১,নিজেদের মধ্যে আলোচনা করা।

    ২,নিজে গিয়ে সেই বাবা-মার সঙ্গে আলাপ করা,তাহলেই তো বোঝা যাবে,বাবা-মা আদৌ ও কিছু জানেন কিনা,বা কি জানেন।যদি দেখা যায় ,তারা পুরো অন্ধকারে,তাহলে ছেলেটিকে চেপে ধরা।

    ৩,ম্যারেজ কাউন্সিলারের কাছে যাওয়া,হতে পারে ছেলেটির হয়তো কোনো সমস্যা আছে সত্যি ই( যদি ও আমি এই পয়েন্টকে খুব একটা পাত্তা দিচ্ছি না)

    ৪,এক্ষুণি কিছু চরম সিদ্ধান্ত না নিয়ে আরো কিছু দিন দেখা,হয়তো কোনো সমাধান দু জনের ই নজরে পড়তে পারে।

    কিন্তু এই গোটাবিষয় টার মধ্যে একটা অসম্মান জড়িয়ে আছে।বাড়ির লোক মেনে নিক বা না নিক,দুজন প্রাপ্তবয়স্ক মানুষ যখন একসাথে থাকে,ধরেই নেওয়া যায়,যে তারা একে অন্যকে ভালোবাসে।একজন যদি নিজের পরিবারের কাছে অন্যজনের উপস্থিতি স্রেফ গোপন করে যায়,তাহলে সেটা খুব অস্বাস্থ্যকর এবং অপমান জনক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন