এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ব্ল্যাকমেল

    J
    অন্যান্য | ২৫ আগস্ট ২০০৬ | ২৯৪৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 130.36.62.139 | ২৬ আগস্ট ২০০৬ ০২:০৪672281
  • এটা যদি সত্যি সত্যিই দুজন ব্যক্তিমানুষকে নিয়ে আলোচনা হয়ে থাকে, তো আমি দীপ্তেন্দার সঙ্গে একমত। টইপত্তর মোটেও পঞ্চায়েত না।

    থিয়োরিটিক্যাল আলোচনা হলে(সেরকম মনে হচ্ছেনা) অবশ্য অন্য কথা।
  • J | 84.73.114.170 | ২৬ আগস্ট ২০০৬ ০২:০৬672282
  • ব্যাস, গপ্পো শেষ।
  • tan | 131.95.121.127 | ২৬ আগস্ট ২০০৬ ০২:১২672283
  • এইখানে এসে দেখলাম ঈশেনের চেয়ে মিঠুর যুক্তি বেশী।
    এই প্রথম দেখলাম।
    এখানে কোনোভাবেই এটা থিওরেটিকালের সীমা ছাড়ায় নি,তবুও সুতার্কিক ঈশেন বল্লেন...
    কোনোভাবেই মনে হচ্ছে না কোনো সত্য দুই ব্যক্তিকে নিয়ে আলোচনা হচ্ছে,কোথাও কোনো নাম বা নামের নামগন্ধ আসে নি।
    অথচ অন্য থ্রেডে তো নাম কোম্পানি তুলে গালাগাল শুয়োর বলা হতো,তখন সে পঞ্চায়েতে আপত্তি হয় নি কারু?
    অবাক হয়ে যাচ্ছি।
  • m | 67.173.95.163 | ২৬ আগস্ট ২০০৬ ০২:২৪672284
  • টই এ পৃথিবীর যাবতীয় বিষয় এর আলোচনা যদিচলতে পারে,এই টাই বা বাদ থাকবে কেন? যারা এই আলোচনার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন তারা কি আসলে নিজেরাই কোনো বিশেষ নাম বা সম্পর্কের কথা ধরে নিয়ে এই আলোচনা টাকে ব্যক্তিগত বলে আলোচনা বন্ধের আর্জি জানাচ্ছেন?? এখানে তো আমি তন্নতন্ন করেও কোনো মানুষের নাম বা কোনো বিশেষ সম্পর্কের কথা খুঁজে পেলাম না।

    তাহলে আলোচনা বন্ধ হবে কেন?বন্ধ হবে না। চলবে।
  • Arjit | 82.39.161.162 | ২৬ আগস্ট ২০০৬ ০২:২৭672285
  • কিন্তু আলোচনাটা কি নিয়ে, সেটাই বোধগম্য হল না।
  • tan | 131.95.121.127 | ২৬ আগস্ট ২০০৬ ০২:৪০672286
  • মিঠুর যুক্তি শাণিত।
    অরিজিৎ, এখানে থিওরেটিকাল আলোচনা চলছে প্রতারণা নিয়ে।
  • J | 84.73.114.170 | ২৬ আগস্ট ২০০৬ ০২:৪২672287
  • অবজেকশান ইয়োর অনার।
    প্রতারণা নয়, কালোডাক। ইমোশানাল কেস। কাগেও আছি, বাঘেও আছি।
  • tan | 131.95.121.127 | ২৬ আগস্ট ২০০৬ ০২:৪৪672289
  • হ্যাঁ, ব্ল্যাকমেল। ইমোশনাল কেস।
  • Arjit | 82.39.161.162 | ২৬ আগস্ট ২০০৬ ০২:৪৪672288
  • আমি খুঁজে পাচ্ছিলুম না। ছরি।
  • dri | 66.81.197.116 | ২৬ আগস্ট ২০০৬ ০২:৪৫672291
  • নারীবাদী আন্দোলনের সময় আমেত্রিকায় একটা কথা খুব চালু হয়েছিল, personal is political। একজনের প্রাইভেট কথা যদি অনেকের প্রাইভেট কথা হয়, তাহলে তার রাজনৈতিক চরিত্র আছে। কি কথাটা কি?
  • J | 84.73.114.170 | ২৬ আগস্ট ২০০৬ ০২:৪৭672292
  • কথাটা বলতে পারবো না। বড়োরা বকে দিয়েছে।
  • tan | 131.95.121.127 | ২৬ আগস্ট ২০০৬ ০২:৪৯672293
  • এইতো এইবারে তবু নিরপেক্ষ আলোচকেরা এসে গেছেন, মিঠু, অরিজিৎ, দ্রিঘান। আগে তো হাঁ হাঁ করে খালি থামা থামা শুনছিলাম!
    পড়ে নিন না দ্রি,পোস্টগুলো।

  • J | 84.73.114.170 | ২৬ আগস্ট ২০০৬ ০২:৫৮672294
  • ঠিকাছে, ইন শর্ট, বহু ছেলেমেয়েই বাড়ীতে না জানিয়ে বিয়ে করে। কিন্তু, সেই বিয়েটা কতদিন বাপমাকে লুকিয়ে রাখে? কোনো টাইম লিমিট আছে কি?
    লুকোয়, কারণ বাপমা দু:খু পাবে, বিয়ে খুব খারাপ জিনিস কিনা। এই দু:খ পাওয়াটা একধরণের ব্ল্যাকমেলিং বলে আমার মনে হয়। ইমোশনাল ব্ল্যাকমেলিং। বাপমা সগ্গে যাওয়া অব্দি কি বিয়েটা লুকিয়ে রাখার কথা? সেটাই প্রশ্ন। প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে বিয়ে করতে ভয় পায় বাপ্‌মার জন্যে। এটা ব্ল্যাকমেলিং নয়?
  • Arjit | 82.39.161.162 | ২৬ আগস্ট ২০০৬ ০৩:০৩672296
  • না জানিয়ে বে না কল্লেই হয়। নিজের কনভিকশন থাকলে লুকনোর দরকার পরে না।
  • bozo | 129.7.154.121 | ২৬ আগস্ট ২০০৬ ০৩:০৩672295
  • আচ্ছা যো দি, মেয়ে টা ছেলেটাকে ডিভোর্স দিয়ে দিলেই তো পারে। ছেলের যখন অত ভয় তখন আর তার বিবাহিত থেকে কি লাভ।
  • tan | 131.95.121.127 | ২৬ আগস্ট ২০০৬ ০৩:০৯672298
  • আইনগত ডিভোর্স নিয়ে নেওয়াই মেয়েটার পক্ষে ভালো, এত লুকোচুরি না করে। কিন্তু যে ইমোশনাল ক্ষতি হবে মেয়েটার, সেটা পুরিয়ে দেবে কে?
  • J | 84.73.114.170 | ২৬ আগস্ট ২০০৬ ০৩:০৯672297
  • বোজো তোমার পয়েন্টটা ঠিক।
    কিন্তু মুশকিল হচ্ছে, কোন পাল্লাটা ভারী আমরা জানি না। ডিভোর্স করবার জন্যে তো কেউ বিয়ের পিঁড়িতে বসে না। সবায় মিটিয়ে নিতে চায় যদি ভুল বোঝাবুঝি থেকে থাকে।
    বাপমার ভয়ে বিয়ে ভেঙ্গে যাবে এটা মেনে নিতে মন চায় না। তবে লুকিয়ে বিয়ে করাই বা কেন?
    আজগের যুবসমাজ কি ধীরে ধীরে আরো বেশি ভীতু হয়ে যাচ্ছে?
    অন্যদিকে বিবাহের পর সামাজিক স্বীকৃতির দরকার তো আছেই, তাই না? নইলে অপমানিত বোধ করতে পারে স্বামী বা স্ত্রী। সেটা বেশ কষ্টকর।
  • tan | 131.95.121.127 | ২৬ আগস্ট ২০০৬ ০৩:১৮672299
  • থিওরেটিকালি একটা পরিস্থিতি ধরি-
    কোনো এক যুবতীকে যদি আজ কোনো যুবক বিয়ে করে আর বেশ অনেকদিন কেটে যাবার পরও বন্ধুদের সামনে বলে,"এ আমার বান্ধবী",কেমন হবে? সামাজিক স্বীকৃতি পেলো কি যুবতী? নিজেকে ওর জায়গায় বসিয়ে দেখি তো মেনে নিতে পারি কিনা!
    এটা হয় না,বিয়ে ব্যাপারটাই হলো একটা এগ্রীমেন্ট, সামাজিক স্বীকৃতি কি তার অঙ্গ নয়?
  • m | 67.173.95.163 | ২৬ আগস্ট ২০০৬ ০৩:২০672300
  • বাপ-মার সব কথা মেনে চলে এমন ছেলে -মেয়ে ডোডো পাখি না হয়ে গেলেও,প্রায় বিলুপ্তির পথে। তাদের কথা বাদ থাকুক।বহু জন কেই দেখেছি প্রেম করছি,ঘুরছি-বেড়াছি-টুকটাক ঘুরে আসছি দিঘা -বকখালি।সব ই হচ্ছে ,শুধু বিয়ের কথা এলেই শোনা যায়,বাবা-মা রাজি হবে না,কি করে বলবো,ইত্যাদি ইত্যাদি। এই সময় এরা পিতা মাতার বাধ্য সন্তান।এদের সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো।

    কিন্তু বিয়ে করে বাবা -মাকে না জানানো, সেটা বহুদিন ধরে গোপন করে চলা র মধ্যে একধরণের অসততা আছে।হয় নিজের প্রতি আস্থা নেই,নয় সম্পর্কের প্রতি আর নয়তো এই সম্পর্ক খুবি ক্ষণস্থায়ী এইটা মনের গভীরে কোথাও রয়েছে।

    এই প্রসঙ্গে ,এমন লোক ও আছেন,যিনি মা মেনে নেবেন না বলে বিয়ে করেন নি, মা মারা যাবার পর বৃদ্ধ বয়সে তিনি প্রেমিকাকে বিয়ে করেছেন,প্রেমিকাও এত দিন অপেক্ষা করেছিলেন। দুজনেই প্রৌঢ়।মহিলার উপায় ছিলো তাই পেরেছেন,সবার এই সুযোগ থাকে না।

    যিনি ফূর্তি করবেন ,তিনি বাবা -মা অমতে বিয়ে করবেন না।আর যিনি বিয়ে করবেন,তার দায়িত্ব ,স্ত্রী কে সম্মান দেওয়া। যিনি বিয়ে করবেন,অথচ গোপন রাখবেন,একে কোন শ্রেনীতে ফেলবো ,বুঝতে পারছি না।

  • bozo | 129.7.154.121 | ২৬ আগস্ট ২০০৬ ০৩:২১672302
  • ইয়ে, পাড়ার দাদাদের দিয়ে ছেলে টাকে একটু কড়কে দেওয়া যায় না?
    কিম্বা ছেলের বন্ধুরা ধরে বেঁধে ওদের নিয়ে গেল ছেলের বাবা মা এর কাছে?
    কিম্বা মেয়ে নিজেই চলে গেল, বলে এলো দেখুন বিয়ে কিন্তু হয়ে গেছে। আপনাদের ছেলের সঙ্গেই।
    ব্যাস, ছেলে এখন কাটবে কোথায়?
    ছেলের আপিসে বললেও হয়।
    কিম্বা ভালো উকিল দিয়ে একটা মামলা ঠুকে দাও। এই সব বিষয়ে আইন খুব কড়া আজকাল।
  • J | 84.73.114.170 | ২৬ আগস্ট ২০০৬ ০৩:২৪672303
  • কলেজলাইফ হলে, বোজোর মতই করা যায়।
  • bozo | 129.7.154.121 | ২৬ আগস্ট ২০০৬ ০৩:২৫672304
  • আরো ব্যাপার আছে। ছেলে কি econmically independent?
    ছেলের কি আরো কারো সঙ্গে সম্পর্ক আছে বা হয়েছে?
    সেই ক্ষেত্রে বাবা -মা এর অজুহাত হল ভাঁওতা। কেটে পড়বে তাল খুঁজছে।
  • Arjit | 82.39.161.162 | ২৬ আগস্ট ২০০৬ ০৩:২৬672306
  • মামী সব বলে দিয়েছে। সম্পত্তির কথা তুলতে যাচ্ছিলুম বোজো তাও বলে দিলো। বাকি রইলো কি? এক গেলাস অরেঞ্জিনা। খেয়ে ঘুমোতে যাই।
  • J | 84.73.114.170 | ২৬ আগস্ট ২০০৬ ০৩:২৬672305
  • এটা ভালো পয়েন্ট!
  • dri | 66.81.197.116 | ২৬ আগস্ট ২০০৬ ০৩:২৭672307
  • জটিল কেস। ছেলেটির মা বাবার অমতে বিয়ে করতে সাহস হয়েছিল। কিন্তু তাও প্রতি পদে পদে মা বাবা কি মনে করবে সেটাকে গুরুত্ব দিচ্ছে? সাহসের ইনকন্সিসটেন্সি দেখতে পাচ্ছি। আর আমাদের দেশের মা বাবারা বিয়েথার ব্যাপারে বড্ড বেশী ইনটার্ফিয়ারিং। না যো, এটার মধ্যে আমি পলিটিকাল চরিত্র খুঁজে পাচ্ছি। শুধু পার্সোনাল হয়ত নয়।
  • m | 67.173.95.163 | ২৬ আগস্ট ২০০৬ ০৩:২৮672308
  • পাড়ার দাদাদের ডেকে এনে কি সমস্যার সমাধান হবে?
    আমি আগেই লিখেছিলাম,মেয়েটির উচিত ছেলের বাবা মার সঙ্গে দেখা করা,তারা খুব সমাদর করবেন এইটা না ধরে রেখে গিয়ে জানা উচিত যে ছেলেটির সেখানে ভূমিকাটা কি?তার স্বরূপ জেনে তার পর ডিভোর্স তো রয়েছেই।
    কিন্তু ডিভোর্স ই এখন ই একমাত্র সমাধান বলে মনে হয় না,ডিভোর্স শেষ অস্ত্র। হতেই পারে তার আগেই সমস্যা মিটে গেলো।
  • J | 84.73.114.170 | ২৬ আগস্ট ২০০৬ ০৩:৩০672310
  • পোলিটিক্‌স্‌
    কালোডাক
    প্রতারণা
    প্রপার্টি ম্যাটার
    গনধোলাই
    ডিভোর্স

    সবই তো দেখছি পাবলিক লিমিটেড। পেরাইভেট তো কিছুই ছিলো না।
  • Arjit | 82.39.161.162 | ২৬ আগস্ট ২০০৬ ০৩:৩০672309
  • রেজেস্টারি বে, না কালিঘাটে? কালিঘাটে হলে বিপদ, রেজেস্টারি হলে মেয়েটার তাও দাঁড়ানোর জায়গা আছে। মেয়েটাও কি মুখ্যু? লুকিয়ে বে করলো কেন?
  • J | 84.73.114.170 | ২৬ আগস্ট ২০০৬ ০৩:৩২672311
  • কালীঘাটের বে হলে তো সেটা বে-ই নয়।
    মুখ্যু মেয়েরা কি লুকিয়ে বিয়ে করে?
  • dri | 66.81.197.116 | ২৬ আগস্ট ২০০৬ ০৩:৩৫672313
  • এই বিশেষ বিয়ের চরিত্রটা অমি এখনও ধরতে পারিনি। বিয়ের সময় কি ছেলেটা বিয়ের ব্যাপারে যথেষ্ট অনেস্ট ছিল না? রেজিস্ট্রি হয়েছিল?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন