এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নেট নিউট্রালিটি-বহ্বারম্ভে লঘুক্রিয়া

    bip
    অন্যান্য | ২৫ এপ্রিল ২০১৫ | ১০১৭১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 138.192.7.51 | ২৭ এপ্রিল ২০১৫ ১৯:০৯673830
  • এবং সম্ভবতঃ বয়স ও অভিজ্ঞতার কারণে পিন্টুবাবু অন্য অনেককে "তুমি" বলতে পারেন। (আমার আন্দাজ 05:52 AM পোস্টটা পড়ে)
  • sosen | 212.142.68.158 | ২৭ এপ্রিল ২০১৫ ২০:৩৫673831
  • টেকি না হইলে কিস্যু বোঝন যায়না ঃ(
  • Tim | 101.185.30.163 | ২৭ এপ্রিল ২০১৫ ২০:৩৯673832
  • অমকো কত্তে না জানলে হবে?
  • potke | 126.202.104.183 | ২৭ এপ্রিল ২০১৫ ২০:৪৭673833
  • সোসেন, এ জিনিস সহজ করে বোঝান মুস্কিল।

    বিপ পালের মত পি-হেচ-ডি থাকন লাগব।
  • aka | 34.96.239.132 | ২৭ এপ্রিল ২০১৫ ২১:০২673835
  • নেট নিউট্রালিটি কি কঠিন। বাপ্পোস। মোদ্দা কথা ইন্টারনেট দেখার জন্য পয়সা না দিলেই ভালো। আবার যদি বা দিইও তাহলে গুগুলের জন্য ১০০, ফেবুর জন্য ৫০, অ্যামাজনের জন্য ২০, এমন হলে বড় গায়ে লাগবে। এখন যেমন আছে দিব্য আছে। বরং সব ফ্রি হলে ভালো হয়। এইটুকুই বুঝি, রাউটার ফাউটার লোকে বল্লেই কেমন জানি ঘামতে শুরু করি।
  • sosen | 212.142.68.158 | ২৭ এপ্রিল ২০১৫ ২১:০২673834
  • আপনারা বুঝাতে পারেন্না তাই কন, হুঁঃ
  • Abbe Plumpness Calm | 24.99.86.106 | ২৭ এপ্রিল ২০১৫ ২১:০৮673836
  • রাউটার আর লেয়ার-১/২ বোঝনের কুনো দরকার নাই - হেইখানে বিপ যা ল্যাখসে সবই টিপিক্যাল বিপ। এইটুকু বুঝে ন্যান, সুখে থাকবেন।
  • Tim | 101.185.30.163 | ২৭ এপ্রিল ২০১৫ ২১:২০673837
  • না না সবচে ভালো পয়সা দিচ্ছি কিন্তু বুঝতেই পারছিনা সেইটা
  • Atoz | 161.141.84.175 | ২৭ এপ্রিল ২০১৫ ২১:২৬673838
  • কাকে দিলাম, কেন দিলাম, কবে দিলাম, কোথায় দিলাম?
    সবচেয়ে বড়ো কথা হলো কে দিলাম?
    ঃ-)
  • শ্রী সদা | 24.96.27.192 | ২৭ এপ্রিল ২০১৫ ২১:৫৭673598
  • পিন্টুবাবুর লেখা খুব আগ্রহ নিয়ে পড়ছি।
  • dc | 132.164.65.145 | ২৮ এপ্রিল ২০১৫ ০৭:৪৮673599
  • অনেকে কিন্তু স্যার ফার্মাকোলজি নিয়েও একটু আধটু জানতে চায়,ডাক্তার না হয়েও। বিগ ফার্মা কিভাবে ওষুধের দাম ঠিক করে,কিভাবে নিজেদের মধ্যে আর সরকারের সাথে মারপিট করে, এসবও স্যার অনেকে জানতে চায়। নেট নিউট্রালিটি নিয়ে তর্ক হচ্ছে,নেটের ব্যাবসায়ীরা কিভাবে নেট ব্যবসা করে সেকথা তো উঠবেই স্যার। বারবার রাউটিং প্রোটোকল আর লেয়ার ১/২ জানার দরকার নেই কেন লেখাহচ্ছে জানিনা। বিপ আর পিন্টুর পোস্ট্গুলো আমার খুব রেলিভ্যান্ট মনে হয়েছে স্যার। একটা লবি গ্রুপ এসে বল্লো নেট নিউট্রালিটি চাই আর আমিও সায় দিলাম নেট নিউট্রালিটি চাই,সেটা না করে ব্যাপার্টা একটু জেনে বুঝে নিলেই ভালো হয়। বিপ আর পিন্টুর লেখা আমিও খুব আগ্রহ নিয়েই পড়ছি, ইন্টারনেট ব্যাবসার দুয়েকটা ব্যাপার আমিও জানছি।
  • Abbe Plumpness Calm | 92.145.223.18 | ২৮ এপ্রিল ২০১৫ ০৯:১৫673600
  • কনসিস্টেন্সী রইলো না, তবে নতুন কিছু না:-p
  • t | 127.18.229.50 | ২৮ এপ্রিল ২০১৫ ০৯:১৬673601
  • 'একটা লবি গ্রুপ এসে বল্লো নেট নিউট্রালিটি চাই আর আমিও সায় দিলাম নেট নিউট্রালিটি চাই,'

    dc, এটা কোনো লবি বলেনি।১ নেট নিউট্রালিটি 'অলরেডি আছে' ইন ইট'স ইম্পার্ফেক্ট ফর্ম, ইন্টারনেটের একেবারে শুরু থেকেই ছিল । এটাকে 'নেই' করে দিতে চায় কিছু জায়ান্ট কর্পো লবি। একে বাঁচানোর জন্য যে লবিগুলো কাজ করছে তারা প্রায় সকলেই সিটিজেন-কনজ্যুমার রাইট বাঁচানোর জন্যই করছে। তাদের ব্যক্তিগত বা অর্গানাইজেশনাল প্রফিট এখানে নেই। পাবলিক সেন্টিমেন্ট এর পালস ধরতে পারাটা যদি প্রফিট ধরেন তাহলে অন্য কথা। নেট নিউট্রালিটি ভায়োলেট হলে এটা শুধু সিটিজেন/কনজ্যুমারের জন্যই খারাপ হবে না, ক্যারিয়ার সার্ভিস প্রোভাইডারদের মধ্যে লেট-কামারদের ও বিশাল ক্ষতি হবে। কারণ ব্যারিয়ার অভ এন্ট্রি অনেক উপরে উঠে যাব। এবং রুল অভ ফিউতে সার্ভিস ইনোভেশনের চাপটাও কমে যাবে।

    ফর ফ্রিডম অ্যান্ড বেটার সার্ভিস (এনশিওর্ড বাই কম্পিটিশন অ্যান্ড ইনোভেশন) উই নিড নেট নিউট্রালিটি।

    What is Net Neutrality?
    Net Neutrality is the Internet’s guiding principle: It preserves our right to communicate freely online. This is the definition of an open Internet.

    Net Neutrality means an Internet that enables and protects free speech. It means that Internet service providers should provide us with open networks — and should not block or discriminate against any applications or content that ride over those networks. Just as your phone company shouldn't decide who you can call and what you say on that call, your ISP shouldn't be concerned with the content you view or post online.

    Without Net Neutrality, cable and phone companies could carve the Internet into fast and slow lanes. An ISP could slow down its competitors' content or block political opinions it disagreed with. ISPs could charge extra fees to the few content companies that could afford to pay for preferential treatment — relegating everyone else to a slower tier of service. This would destroy the open Internet.
  • dc | 132.164.65.145 | ২৮ এপ্রিল ২০১৫ ০৯:৪৫673602
  • t, আপনার পোস্টগুলো পড়তেও বেশ ভাল্লাগছে। দুয়েকটা কথা লিখে নি।

    আমি নেট নিউট্রালিটির পক্ষেও নই, বিপক্ষেও নই (আমাকে নেট নিউট্রালিটি ব্যাপারে নিউট্রাল বলতে পারেন)। কিন্তু গুরু তে অন্য টইতে এই ডিবেট শুরু হওয়ার পর থেকেই আগ্রহ নিয়ে পড়ছি, অনেক কিছু জানছিও। অন্য টইতে নানান দিকে নিয়ে কথা হচ্ছিল, আমিও কিছু প্রশ্ন করছিলাম, যেমন অ্যাজ আ কনসিউমার আমি বেশী পয়সা দিয়ে ডিফারেন্সিয়েটেড বা প্রিমিয়াম রার্ভিস পেতে পারি কিনা বা আইএসপি সেরকম সার্ভিস আমাকে বেচতে পারে কিনা।

    এর মধ্যে এই টইতে বিপের পোস্টগুলো আর তার উত্তরে পিন্টু বা আপনার পোস্টগুলো পড়তেও খুব ইন্টারেস্টিং লাগলো। বিশেষ করে বিপ ইন্টারনেট ব্যবসা সংক্রান্ত যে পোস্টগুলো করেছেন ওঅগুলো আমার বেশ লজিকাল আর প্রাসঙ্গিক মনে হয়েছে। তার কারন একটাই, আমি খুব প্র্যাক্টিকাল লোক, যেকোন বড়ো সার্ভিসে (যেমন ইন্টারনেট) ব্যাবসায়িক দিকগুলো না বুঝলে সেটা নিয়ে তর্ক করার কোন মানে হয়না, এটা মনে করি। আপনি যে জায়ান্ট কর্পো লবির কথা বলছেন, আমরা কনজিউমাররা সেই কর্পোদের বাদ দিয়ে চলতে পারবো না, তাদের বাদ দিলে হয়তো ইন্টারনেটের অনেক কিছু যেগুলো আমরা ব্যবহার করি সেগুলোও আর থাকবে না (এটা আমার আন্দাজ)। কাজেই পাবলিক সেন্টিমেন্ট কে কিভাবে ইনফ্লুয়েন্স করছে সেটাও বুঝতে চাই। বিপের পোস্ট পড়ে এটুকু বুঝতে পারছি যে ফেসবুক/গুগলের একরকম স্বার্থ, কমকাস্ট বা অন্য আইএসপিদের অন্যরকম স্বার্থ। আর তারা যুদ্ধ করছে নেট নিউট্রালিটি সামনে রেখে। তো এই বিতর্কে যদি বলা হয় লেভেল ওয়ান নিয়ে কিছু না জানলেও হবে, রাউটিং নিয়ে আলোচনা না করলেও হবে, তাহলে একটু অবাক হতে কয় কারন কিছু পোস্ট পড়ে মনে হচ্ছে লেভেল ওয়ান নিয়ে ফেসবুক/কমকাস্টের লড়াই চলছে, আর ফাস্ট/স্লো ট্রাফিক হওয়ার পেছনে এটাই একটা কারন। এই নিয়ে বিতর্ক হোক, আমাদের মতো পাতি পাবলিকরা আরো জানুক, এটাই আমার বক্তব্য।

    আর বেটার সার্ভিস, ফ্রি কম্পিটিশন, ইনোভেশন, আমি এই সবগুলোরই পক্ষে। কিন্তু "ফ্রিডম অফ ইনফর্মেশন", "নেট নিউট্রালিটি", "কর্পো সোশ্যাল রেসপনসিবিলিটি", এই পপুলার কথাগুলো কে কিভাবে নিজেদের স্বার্থে ব্যবহার করছে সেটাও জানার পক্ষে।
  • dc | 132.164.65.145 | ২৮ এপ্রিল ২০১৫ ০৯:৫১673603
  • "মজার ব্যপার হলো, বর্তমান ইন্টারনেটেই নেট নিউট্রালিটি নেই । না সব বাইট ইক্যুয়াল না । গুগল বা আমাজনের বাইট -আপনি সবার আগে পাবেন।"

    এই থ্রেডের এক্কেবারে শুরুতে এই কথাটা লেখা আছে। এটা কি ঠিক না ভুল? যদি ঠিক হয় তাহলে বলতে হবে নেট নিউট্রালিটি জিনিসটা এখনো খুব একটা নেই, বা ইম্পারফেক্ট। (এখনো এই থ্রেডে কেউ লেখেন নি যে এটা ভুল, তাই আন্দাজ করছি যে কথাটা হয়তো ঠিক)। কাজেই গুগল বা আমাজনের কাছে নেট নিউট্রালিটি সংক্রান্ত স্বার্থ একরকম, আর কমকাস্টের কাছে এর স্বার্থ আরেকরকম। এই কর্পো লবি গুলো, যেগুলো বাস্তবে হয়, সেগুলো বাদ দিয়ে নেট নিউট্রালিটি নিয়ে ডিবেট করলে বোধায় ডিবেটটা অসম্পূর্ণ থেকে যাবে।
  • Abbe Plumpness Calm | 125.112.74.130 | ২৮ এপ্রিল ২০১৫ ১০:০০673604
  • গুগুলের সার্চ রেজাল্ট আগে আসে তার কারণ গুগুলের টেকনোলজি অনেক উন্নত, গুগুল কমকাস্ট বা এয়ারটেলের সাথে ডীল করেছে বলে নয়। অ্যাজ অফ নাও, ইন্টারনেট একটা *মোর অর লেস* ফেয়ার প্ল্যাটফর্ম (ইন্টারনেটের জন্মই কোলাবরেশনকে মাথায় রেখে, পড়তে চাইলে কিন্তু সেই ইতিহাসটাও পড়তে হবে) - সেখানে আপনি গুগুলের টেকনোলজিকে হারাতে পারলে আপনার বাইট আরো আগে আসবে। নেট নিউট্রালিটি উঠে গেলে কোম্পানি ক অ্যাপ বানিয়ে এয়ারটেলের সাথে ডীল করবে এমনভাবে যাতে কনজিউমার হিসেবে আপনি কোম্পানি খ-এর সাইট (বা অ্যাপ) ব্যবহার করতে গেলেই ঝুলে যাবে - আপনার প্রেফারেন্স যাই হোক না কেন, আপনি কোম্পানি ক এর অ্যাপ ব্যবহার করতে বাধ্য হবেন। কনজিউমারদের দিক থেকে আপত্তিটা এইখানেই।
  • Abbe Plumpness Calm | 125.112.74.130 | ২৮ এপ্রিল ২০১৫ ১০:০১673605
  • এবার গুগুলের টেকনোলজি কোথায় উন্নত সে সম্পর্কে জানতে চাইলে প্রচুর লিঙ্ক বা জ্ঞান দেওয়াই যায়, কিন্তু তার বিশেষ রেলিভ্যান্স আছে বলে মনে হয়না।
  • dc | 132.164.65.145 | ২৮ এপ্রিল ২০১৫ ১০:১৩673606
  • Calm, গুগুলের টেকনোলজি অনেক উন্নত এটাও হতে পারে। তার মানে বিপ ভুল লিখেছেন। তাহলে দেখাই যাচ্ছে, ডিবেটে নানারকম দিক উঠে আসছে, যেটা আমি আগেও চাইছিলাম।

    কিন্তু দেখা যাচ্ছে নেট নিউট্রালিটি অলরেডি ইমপার্ফেক্ট, কারন গুগল উন্নতত প্রযুক্তি ব্যবহার করে নিজেদের স্পিড বাড়িয়ে নিচ্ছে। আর চাইছে অন্য কেউ যেন ওদের এই স্পিড বাড়ানোতে বাধা দিতে না পারে (এমনও হতে পারে, ইউটিউব লোকে কম দেখলে গুগলের রেভিনিউ কমে যাবে)। এই দিকগুলো ইন্টারেস্টিং, যদিও নেট নিউট্রালিটির ডিবেটে গুগলের লাভের ব্যাপারটা সেভাবে আলোচনায় থাকছে না (গুগল/ফেবু লাভের কথাটা বিপ বোধায় প্রথম বল্লেন, যদিও আপনার মতে উনি ভুল লিখেছেন)।
  • lcm | 118.91.116.131 | ২৮ এপ্রিল ২০১৫ ১০:২৭673607
  • কথাটা ঠিক নয়। গুরুচন্ডালি ডট কম টাইপ টাইপ করলে যখন সাইটের পাতা আপনার ল্যাপটপে এসে পৌঁছোয়, তাতে যে নেটওয়ার্ক দিয়ে ডেটা আসে তার কোনো কারিগুরি নাই। সেখানে সবাই সমান।
    এবার ধরুন, আপনি প্রত্যেক দেশে দেশে একটা করে গুরুর সার্ভার বসিয়ে দিলেন, বা, সার্ভারের টেকনলজি খুব উন্নত করলেন, তখন গুরুর পেজ দ্রুত আসবে, কিন্তু তার সঙ্গে মাঝে যারা নেটওয়ার্ক লাইনের মালিক তাদের খুব একটা সম্পর্ক নাই।

    আর, এই বিভিন্ন দেশে লোকাল সার্ভার বসিয়ে দেওয়া, যাকে বলে কিনা কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক (সিডিএন) সেটা যে শুধু গুগল/ফেসবুক করতে পারে তা নয়। Akamai এই বিজনেস প্রথমে শুরু করে, গুরু যদি আকামাই-কে পয়্সা দেয় তাহলে আকামাই-ও করে দিতে পারে। এখন অনেক সিডিএন কোম্পানী হয়েছে, আপনার ওয়েব সাইটের ডেটা রেপ্লিকেট করে দেবে বিভিন্ন প্রান্তে যাতে লোকাল ইউজাররা তাড়াতাড়ি ডেটা পায়।

    এবার কথা হল এই সার্ভার গুলো যেখানে বসে সেটা কি কোনো শক্তিশালি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকরে পারে, অবশ্যই পারে, বেশি পয়সা দিলেই টি-ওয়ান, টি-টু হাই স্পিড লাইনে সার্ভার লাগিয়ে দিতে পারে।

    ফোন/টেলেকমে এমন জিনিস কিন্তু হয়, বড় কোম্পানী শহরে শহরে লোকাল ফোন বসিয়ে দেয় দ্রুত পরিসেবার জন্য। তার মানে এই নয় যে সেই ফোনের কলগুলো প্রেফারেন্স পায়।
  • Abbe Plumpness Calm | 125.112.74.130 | ২৮ এপ্রিল ২০১৫ ১০:২৯673609
  • "আর চাইছে অন্য কেউ যেন ওদের এই স্পিড বাড়ানোতে বাধা দিতে না পারে"

    এইটে কোত্থেকে এলো আমার জানা নেই। সফটওয়্যার লেয়ারে যাবতীয় যা রিসার্চ হচ্ছে সবই ওপেন। না হলে ফেসবুকের নিজস্ব টেকনোলজি বা এখন অ্যাপাচে স্পার্ক/স্টর্ম কিসুই তৈরী হত না। গুগুল সফটওয়্যার লেয়ারে যা করেছে, সেটা ছাড়াও অন্য অনেক কোম্পানি নতুন নতুন টেকনোলজি এনেছে। যেমন ২০০৮ এ গুগুল আনে বিগটেবল, তার পরেই আমাজন একটা পিয়ার-টু-পিয়ার টেকনোলজি আনে ডায়নামো বলে। এই দুটোর ভালো দিকগুলো নিয়ে তৈরী হয় ফেসবুক-স্পনসরড ক্যাসান্দ্রা (এখন যেটা ডেটাস্ট্যাক্স)। এছাড়াও আরো হাজার গন্ডা আছে। কম্পিটিশনটা তো এখানেই হচ্ছে। আর কম্পিটিশন হচ্ছে বলেই অ্যাপাচে নতুন করে স্পার্ক/স্টর্ম আনতে পেরেছে।
  • lcm | 118.91.116.131 | ২৮ এপ্রিল ২০১৫ ১০:৩১673610
  • আর নেট নিউট্রালিটি-র বিল/সিদ্ধান্ত তো এখানে তো বোধহয় হয়ে গেছে, সেরকমই তো শুনলাম কিছুদিন আগে। ফেডারেল কম্যুনিকেশন্‌স কমিশন (এফসিসি) এর পাঁচজন কমিশনার, তাদের মধ্যে ভোটাভুটিতে ৩-২ ভোটে জয় হয়েছে নেট নিউট্রালিটির।

    সিমিলার জিনিস টেলিকমে/ফোন বিজনেসে অনেক আগে বেল কোম্পানী গুলোর সঙ্গে হয়েছিল, নেটওয়ার্ক ওনারদের মনোপলি আটকানোর জন্যে।
  • Abbe Plumpness Calm | 125.112.74.130 | ২৮ এপ্রিল ২০১৫ ১০:৩২673611
  • বিপের সমস্যা হল বিপ অনেক টেকনোলজি টার্ম জানে, এবং সুযোগ মত সেগুলো গুঁজে দেয় - কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ঘেঁটে ফেলে। সে ওর সাথে এর আগে "হাডুপ করা" নিয়ে কথা বলে বুঝে গেছি, এবং দ্বিতীয়বার সেসব নিয়ে ইন্ট্যার‌্যাক্ট করার কোনো স্পৃহা নেই।
  • lcm | 118.91.116.131 | ২৮ এপ্রিল ২০১৫ ১০:৩৩673612
  • এগজ্যাক্টলি, আব্বে যেটা বলেছে।
    বড় কোম্পানীগুলোর প্রযুক্তিগত দক্ষতা ডেটা ম্যানেজমেন্ট নিয়ে, তারা নিজেদের অ্যালগরিদম বানিয়েছে যাতে সারা পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ কনকারেন্ট আপডেট সিন্ক করা যায়।
  • pi | 24.139.221.129 | ২৮ এপ্রিল ২০১৫ ১০:৩৪673613
  • লসাগুদা, একটু চটপট মেইল দেখুন।
  • Abbe Plumpness Calm | 125.112.74.130 | ২৮ এপ্রিল ২০১৫ ১০:৩৬673614
  • হ্যাঁ, যেটা না বল্লে ভুল হবে - গুগুলের বিগটেবল/ম্যাপ-রিডিউস স্ট্যাকটা প্রোপ্রাইটারি। কিন্তু রিসার্চটা ওপেন ছিলো বলে সেই নিয়ে ইয়াহু/অ্যাপাচে বের করে হাডুপ (এখন বলা হয় ইয়ার্ন) - এগুলো পুরোই ওপেনসোর্স।
  • lcm | 118.91.116.131 | ২৮ এপ্রিল ২০১৫ ১০:৪০673615
  • আর, টেলেকমে কাজ হচ্ছে না তা নয়। একটা দেশের টেলেকম নেটওয়ার্কের হার্ডওয়ার ইন্ফ্রাস্ট্রাকচার তো রাতারাতি বদলানো যায় না, আপনার বাড়িতে/অ্যাপার্টমেন্টে যে কপার ওয়ার কেব্‌ল/ফোন লাইন এসেছে সেই লাইনের নেটওয়ার্ক ৩০০০x২০০০ মাইল সাইজের দেশে, আপগ্রেড করা খরচসাপেক্ষ।
    তাই একজিস্টিং হার্ডওয়্যার ইনফ্রাস্ট্রাকচারের ওপরেই যতভাবে পারা যাচ্ছে কাজ হচ্ছে, ডেটা ট্রান্সফার/কম্প্রেশন ইত্যাদি নিয়ে কাজ হচ্ছে।
    ওয়্যারলেস নেটওয়ার্ক প্রোটোকলে তো যুগান্তকারী কাজকর্ম হচ্ছে। আর অনেক সময়, ভালো কাজ হলেও সেটা মার্কেটে পেনিট্রেট করতে সময় লাগে।
  • dc | 132.164.65.145 | ২৮ এপ্রিল ২০১৫ ১০:৪৩673616
  • বেশ বেশ, নানারকম রিসার্চ আর ইনোভেশন যদি হতেই থাকে আর প্রতিযোগিতাও চলতে থাকে, তাহলে তো নেট নিউট্রালিটি জিনিসটা ভালোই বলতে হবে! তাহলে আমারও বোধায় আর নিউট্রালিটি নিয়ে নিউট্রাল থাকলে চলবে না।

    কিন্তু ৩-২ তে জয় হয়েছে মানে কি আমেরিকায়? তাহলে ভারতে আবার ডিবেট হচ্ছে কেন? একেক দেশের ফোন কোম্পানিরা আলাদা আলাদা ভাবে ইনটারনেট কন্ট্রোল করতে পারে নাকি?
  • Abbe Plumpness Calm | 125.112.74.130 | ২৮ এপ্রিল ২০১৫ ১০:৪৮673618
  • এখানে এয়ারটেল গান্ডুমিটা শুরু করেছে। গত বছর একবার চেষ্টা করেছিলো, পাত্তা পায়নি। এবার এয়ারটেল জিরো দিয়ে একই কাজ করার চেষ্টা করেছে - যারা এয়ারটেল জিরো তে থাকবে, তাদের অ্যাপ/সাইট তাড়াতাড়ি অ্যাকসেসিবল হবে - যেটা ফ্লিপকার্টের হয়েছিলো। গালি খেয়ে ফ্লিপকার্ট এখন বেরিয়ে এসেছে। ডিবেট হচ্ছে তার কারণ ট্রাই পয়সা খেয়ে একটা কনসালটেশন পেপার বের করেছে পাবলিক ডিবেটের জন্যে, যার মর্ম সাধারণ পাবলিক কিছুই বুঝবে না।

    রিলায়েন্সও আছে - ইন্টারনেট ডট অর্গ শুধু ওদের নেটওয়ার্কে দেখা যায়। সেখানে নিউট্রালিটি ছাড়াও অন্য প্রশ্ন আছে - অন্য টইটাতে দেখে নিন, গার্ডিয়ানের একটা লিঙ্ক আছে।
  • lcm | 118.91.116.131 | ২৮ এপ্রিল ২০১৫ ১০:৪৮673617
  • হ্যাঁ, প্রত্যেক দেশের রেগুলেশন তাদের নিজেদের।
    আসলে, বেশির ভাগ দেশেই ইন্টারনেট নিয়ে তেমন সরকারি রেগুলেশন নেই। তবে হচ্ছে আসতে আসতে।
    টেলিকম আইন যদিও প্রায় সব দেশেরও নিজস্ব নিজস্ব আছে।
  • dc | 132.164.65.145 | ২৮ এপ্রিল ২০১৫ ১০:৫৪673620
  • আমি আগে ভাবতাম ইনটারনেটা একটা বিরাট বড়ো ব্যাপার আর কোন একটা দেশের নিয়ন্ত্রনের বাইরে। মানে আরব রিভোলিউশন ইত্যাদির সময়ে শুনেছিলাম ইজিপ্ট সরকার চাইলেও ইন্টারনেট কন্ট্রোল করতে পারবে না, এরকম কিছু।

    তবে এয়ারটেলের জিরো নিয়েও কিছু প্রশন আছে। এটা তো শুধু মোবাইলের জন্যই তাই না, নাকি কম্পুর জন্যও? যারা এয়ারটেল না নিয়ে ভোদাফোন নেবে, তাদেরও কি জিরো ব্যবহার করতেই হবে? আর জিরোতে ফ্লিপকার্ট যদি পয়সা দেয়, তো ওদের সাইট তাড়াতাড়ি খুলবে সেটা বুঝলাম, কিন্তু তার মানে কি আমাজনের সাইট দেরী করে খুলবে? নাকি নর্মাল টাইমে খুলবে? আর আমি যদি আদৌ এয়ারটেল ব্যবহার না করি, তাহলেও কি আমাজন স্লো খুলবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন