এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নেট নিউট্রালিটি-বহ্বারম্ভে লঘুক্রিয়া

    bip
    অন্যান্য | ২৫ এপ্রিল ২০১৫ | ১০১৬৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 118.91.116.131 | ২৮ এপ্রিল ২০১৫ ১২:১৬673654
  • আই মিন, ক্যাপিটালিস্ট মার্কেট ইকনমি --
  • dc | 132.164.65.145 | ২৮ এপ্রিল ২০১৫ ১২:১৭673655
  • আরেকটু পরিষ্কার করে লিখে দি।

    আমি হাজার টাকা দিয়ে এক এম্বিপিএস এর লাইন নিলাম। তাহলে সব কন্টেন্ট আমি অন্তত এক এম্বিপিএসএ পাবো। এবার ফ্লিপকার্ট এয়ারটেলকে বল্লো আমি বেশী পয়সা দেবো, তুমি আমার কনটেন্ট ঐ লাইনেই দুই এম্বিপিএসে ছাড়ো। এতে আমি আপত্তির কিছু দেখছিনা, যতক্ষন আমি বাকি সব এক এমবিপিএসএ পাচ্ছি। ইন ফ্যাক্ট আমি এয়াজ এ কনজিউমারও এয়ারটেলকে বলতে পারি, ঐ হাজার টাকার ওপর আমি আরো একশো টাকা বেশী দেবো, তুমি ফ্লিপকার্টকে দুই এম্বিপিএসে দাও। আমি এগারশো টাকা দেবো, কিন্তো পনেরশো টাকা দিয়ে তোমার দুই এম্বিপিএসের লাইন নেবো না। আমারো লাভ, তোমারো লাভ।
  • dc | 132.164.65.145 | ২৮ এপ্রিল ২০১৫ ১২:২০673656
  • রেগুলশনে আমার আপত্তি নেইকো, অবশ্যই রেগুলেশনের একটা অপ্টিমাম লেভেল আছে মনে করি। তবে সরকারের উচিত রেগুলেশন করা, নিজের ব্যবসায়ে না ঢোকা, এটা আগেও বলেছি।
  • একক | 24.99.130.140 | ২৮ এপ্রিল ২০১৫ ১২:২০673657
  • আর এই "আমি আমার পছন্দের সাইট দেখব " টা লেম লজিক :) আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন ,সামনে টোল রোড আছে আর মাটির রাস্তাও আছে । কোনটা ধরে দেস্তিনেসনে যাবেন সে পছন্দ কে কেড়ে নিয়েছে ?

    পরিবর্তিত পরিস্থিতিতে গুরুচন্ডালি পাবো না এটা কোথায় বলা আছে একটু ক্লিয়ারলি বলুন তো ।অনেকক্ষণ ধরে এই অতিসরলীকরণ টা শুনছি । যেটা হবে তা হলো গুরুর সাইট প্রিমিয়াম চ্যানেলে রেজিস্টার্ড না হলে স্পিড কমে যাবে । সেত যাবেই । অন্যদিকে যদি গুরু-সচল ইত্যাদি ইত্যাদি একগুচ্ছ এরকম সাইট কমন ফোরামে এসে একটা এপ এর আন্ডারে আসে এবং সেটা প্রিমিয়াম চ্যানেলে রেজিস্টার্ড হয় তাহলে আমি ঝপ করে একটা এপ খুললেই মাল্টিপল অপশন পেয়ে যাবো ।আমি তো সেই রাস্তাতেই যাওয়া পছন্দ করব।

    বাজারে একটা জিনিস খেয়াল করুন ।ব্যঙ্গের ছাতার মত সাইট আর এপ বাড়ছে । ইনফরমেশন খুঁজতে গেলে গার্বেজ বেশি । এগুলো চ্যানেলে আসা দরকার । সার্ভার ভাড়া করতেও পয়সা লাগে ।সাইট চালাতেও কোনো একটা কমন গ্রুপে ঢুকতে হবে যদি কম পয়সায় চাই । ভিউআরশিপ ,ফীডব্যাক এস্টিমেশন সবকিছুই বেটার হবে এতে ।নইলে ধ্যার্ধেরে স্পিডে মাটির রাস্তায় চলুন । প্রিমিয়াম সার্ভিস বেসড প্যাকেজ হলে লো-এন্ড সার্ভিস বন্ধ হয়ে যাবে এটা প্যানিক ছাড়া কী ।
  • lcm | 118.91.116.131 | ২৮ এপ্রিল ২০১৫ ১২:২৪673658
  • হা হা, ওকে, আবার লিখি, কাট-পেস্ট ই করি -- -

    Capitalism Requires Government

    Without a whole host of government rules, capitalism could not exist.

    In reality, a market economy does not exist separate from government – it is very much a product of government rules and regulations.

    All capitalist market economy have evolved and survived through the Government rules and regulations. >
  • Abbe Plumpness Calm | 125.112.74.130 | ২৮ এপ্রিল ২০১৫ ১২:২৫673659
  • আপনার ছেলের স্কুলে গিয়ে আপনি কি বলবেন যে আমি মাসে আরো হাজার টাকা বেশি মাইনে দিচ্ছি, আমার ছেলেকে ক্লাসে বেশি পড়ানো হোক, বা বেশি অ্যাটেনশন দেওয়া হোক? নাকি স্কুল এরকম কোনো প্রেফারেন্সিয়াল ট্রীটমেন্টের অপশন রাখতে পারে?

    ইন্টারনেটের শুরু থেকে ব্যাপারটা ওপেন এবং ফ্রী রাখা হয়েছিলো, সেইটা এভাবে নষ্ট করাটা অনেকটাই এথিক্যাল ইস্যু।

    বিজনেসেও কিছু এথিক্স থাকে। আমি শেয়ার ব্রোকার, এবার আমাকে আম্বানি ফোন করে বল্ল কোম্পানি ক-এর এক মিলিয়ন শেয়ার কিনতে। আমি কিনলাম, কিন্তু তার আগে নিজের জন্যে (বা নিজের বউয়ের নামে) দশ হাজার শেয়ার কিনে তারপর আম্বানির এক মিলিয়ন কিনলাম। এইটা ফ্রড - জানেন তো?
  • lcm | 118.91.116.131 | ২৮ এপ্রিল ২০১৫ ১২:২৮673660
  • Opposing Govt regulations and rules to promote open market economy, is like "kill the goose that lays the golden eggs."
  • একক | 24.99.130.140 | ২৮ এপ্রিল ২০১৫ ১২:৩০673661
  • পাই
    নো,ইটস নট রেগুলেশন ।

    আমি কারো পিঠে চড়ে পারা বেড়াতে পারবোনা কন্ট্রাক্ট থাকলেও :
    এটা হচ্ছে স্টেট রেগুলেশন কারণ আমি এবং যার পিঠে চরছি তার মধ্যে স্টেট প্রোএকটিভলি মাথা গলাচ্ছে।যেটা তার অধিকার এর মধ্যে পরেনা ।

    আমি যার পিঠে চড়ে ঘুরবো তার সঙ্গে যদি কন্ট্রাক্ট হয় আমার বডি ওয়েট ৭০ কেজি ছারাবেনা তাহলে সেটা যেন সর্বদা মেইন্টেইন হয় :
    দিস ইস নট রেগুলেশন ।এটা থার্ড পার্টি হেল্প দিয়ে নিজেদের কন্ট্রাক্ট ঠিক রাখা ।এটা স্টেট না হয়ে একটা রোবট ও হতে পারে । সাম থার্ড পার্টি যার নিজের কোনো বায়াস নেই ।লাইক আ ব্লাইন্দ সে কন্ত্রাকট অনুযায়ী বিহেভ করছে ।সে কন্ট্রাক্ট ঠিক না ভুল ,ন্যায় না অন্যায় এগুলো নিয়ে লিস্ট বদারড । এইটুকুই স্টেট এর কাজ । আ মরালি এগনস্তিক থার্ড পার্টি হু মেদিয়েত কন্ট্রাকচুয়াল কনফ্লিক্ট বিটুইন টু কনসেন্তিং কন্ত্রাক্তি । এর বেশি এগনো পাতি গা জোয়ারি ।
  • dc | 132.164.65.145 | ২৮ এপ্রিল ২০১৫ ১২:৩১673662
  • একক যেটা বলছেন, বা আমি, সেটা হলো ডিফারেনশিয়াল প্রাইসিং বা ডিফারেন্শিয়াল সার্ভিস। এই প্রশ্নটাও অন্য টইতে এক্কেবারে প্রথম দিকে করেছিলাম, যে নেট নিউট্রালিটি হলে কি ডিফারেন্সিয়েটেড সার্ভিস পাওয়ার বা বেচার অধিকার আর থাকবেনা? আমি "ওয়ান সাইজ ফিটস অল" নিয়মের খুব বিরোধী। সব ডেটা সেম স্পিডে যাবে, এটা কেমন যেন ওআন সাইজ ফিটস অল বলে মনে হচ্ছে। বেশী পয়সা দিলে আমার ডেটা আগে যাবে, এরকম নিয়ম কেন থাকবে না? বিশেষ করে অন্য সব ব্যবসায়েই যখন এরকম নিয়ম আছে? (এখান থেকেই বোধায় অন্য ব্যবসার সাথে ইন্টারনেট ব্যবসার কম্পেয়ার করার কথাটা উঠেছিল)।
  • lcm | 118.91.116.131 | ২৮ এপ্রিল ২০১৫ ১২:৩৪673664
  • আর একবার বলি, জয় মা তারা!

    দ্য সোল পার্পাস অফ "নেট নিউট্রালিটি" ইজ টু প্রিভেন্ট মনোপলি, হুইচ ইজ ওয়ান অফ দ্য ভেরি ফান্ডামেন্টাল থিংস ইন ওপেন মার্কেট ইকনমি।

    জয় নেট নিউট্রালিটি কি জয়, জয় বাবা ওপেন মার্কেট কি জয়,
  • Abbe Plumpness Calm | 125.112.74.130 | ২৮ এপ্রিল ২০১৫ ১২:৩৫673666
  • এই কথাটা আপনি ওয়াটার/পাওয়ার ইত্যাদি ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে বলতে পারবেন না। হাসপাতাল/ডাক্তার/স্কুলের ক্ষেত্রেও না। পিএসটিএন নেটওয়ার্ককে ইউটিলিটির মধ্যে দেখা হয়, আর ইন্টারনেট তৈরী হয়েছিলো সেই আদলে। সেটা সরিয়ে দিলে অনেক সমস্যা দেখা দেবে, যেটা আপনি শুধু ওই উদাহরণে ধরতে পারবেন না। একটু নিজেকে সরিয়ে রেখে সমস্ত কনজিউমারের দিক দিয়ে দেখলে ভালো হয়।
  • একক | 24.99.130.140 | ২৮ এপ্রিল ২০১৫ ১২:৩৫673665
  • আব্বে

    এগেইন আ ফল্টি লজিক :) স্কুল এবং আমার মধ্যে কন্ট্রাক্ট ঠিক ওয়ান-ওয়ান নেচার নয় ।ইটস বেসিকালি প্যারেন্টস বডি-স্কুল বডি কন্ট্রাক্ট । কাজেই একজনের নির্দেশে এখানে পাল্টাতে পারেনা ।

    আবার দেখো , এই স্কুল টাই যদি অনলাইন হয় তাহলে একশবার রিকোয়েস্ট করতে পারো উইথ এক্সট্রা পেমেন্ট যে আমাকে অমুক সাবজেক্টে দুটো এক্সট্রা ক্লাস দেওয়া হোক বা একটা এক্সট্রা মক এক্সাম । ইটস অলযেস অন দ্য নেচার অফ কন্ট্রাক্ট :)
  • lcm | 118.91.116.131 | ২৮ এপ্রিল ২০১৫ ১২:৩৬673667
  • আহা বেশি পয়সা তো গ্রাহক দিচ্ছে, গ্রাহক "চুজ" করবে কোন ডেটা সে হাই স্পিডে দেখবে - গুরুচন্ডালিও দেখতে পারে, আমাজনেও যেতে পারে। চুজ, চয়েস - আবার, ফান্ডামেন্টাল্‌স অফ মার্কেট ইকনমি।
    জয় নেট নিউট্রালিটি।
  • Abbe Plumpness Calm | 125.112.74.130 | ২৮ এপ্রিল ২০১৫ ১২:৩৭673668
  • একক - অনলাইন স্কুল হল সার্ভিস প্রোভাইডারের ইকুইভ্যালেন্ট, যেমন আমি বেশি টাকা দিলে ফ্লিপকার্ট একদিনে ডেলিভারি দেবে। গোটা ইন্টারনেট আর গোটা কনজিউমার বেজের মধ্যে কনট্র্যাক্ট সেরকম নয় - কারণ সেটা তৈরী পিএসটিএনের আদলে।
  • dc | 132.164.65.145 | ২৮ এপ্রিল ২০১৫ ১২:৩৭673669
  • "আপনার ছেলের স্কুলে গিয়ে আপনি কি বলবেন যে আমি মাসে আরো হাজার টাকা বেশি মাইনে দিচ্ছি, আমার ছেলেকে ক্লাসে বেশি পড়ানো হোক, বা বেশি অ্যাটেনশন দেওয়া হোক?"

    ছেলের পড়াশুনোর সাথে ডেটা স্পিড, এটা কি একটু আপেল আর কমলালেবু হয়ে গেলনা? আমি আরেকটা তুলনা দিচ্ছি, দেখুন এটা চলে কিনাঃ

    ডিপার্টমেন্ট স্টোরে বড়ো এফএমসিজি গুলো বেশী পয়সা দিয়ে নিজেদের প্রোডাক্ট আই লেভেলে রাখে বা স্টোরের সামনের দিকে রাখে। অন্য প্রোডাক্টও থাকে, একটু পেছন দিকে। অন্য প্রোডাক্ট থাকেই না তা নয়। তেমনি, ফ্লিপকার্ট বেশী পয়সা দিয়ে নিজেদের প্রোডাক্ট বেশী স্পিডে চালাতে চাইছে। এই তুলনাটা কি বেটার?
  • lcm | 118.91.116.131 | ২৮ এপ্রিল ২০১৫ ১২:৩৯673670
  • একক/ডিসি মনে হচ্ছে ওপেন মার্কেট ইকনমির এগেইনস্টে। গ্রাহকের চয়েস চায় না, মনোপলি চায়।
  • dc | 132.164.65.145 | ২৮ এপ্রিল ২০১৫ ১২:৪১673671
  • আমিও তো চয়েসের পক্ষে! কিন্তু সব ডাটার সেম স্পিড, এটা কেন যেন চয়েসের বিপক্ষে মনে হচ্চে।

    আবার বলি, এয়ারটেল জিরো কেমন হবে সেই নিয়ে ধারনা নেই। আর সকালে কিছু পোস্ট পড়ে নেট নিউট্রালিটির দিকেই ঝুঁকে গেছি। কিন্তু বেশী পয়সা দিলে বেশী স্পিডে কনটেন্ট পাঠাতে পারবো না, এটা চয়েসের বিপক্ষে আর বিজনেস লজিকের বিপক্ষে মনে হচ্ছে।
  • Abbe Plumpness Calm | 125.112.74.130 | ২৮ এপ্রিল ২০১৫ ১২:৪২673672
  • নাঃ। কারণ মানি ডাজন্ট অ্যান্ড শুডন্ট বাই এভরিথিং। আমার কাছে এটা অনেকটাই এথিক্যাল ইস্যু যেটা নিয়ে আপনি মাথা ঘামান না সেটা অনেকদিন ধরেই জানা।
  • lcm | 118.91.116.131 | ২৮ এপ্রিল ২০১৫ ১২:৪৩673673
  • আরে ভাই ডিসি, তুমি ২০০ টাকার জায়গায় ৫০০ টাকার হাই স্পিড প্যাকেজ কিনবে, আর তোমার এই সামান্য "চয়েস" টুকু থাকবে না যে সেই স্পিড দিয়ে তুমি কি ব্রাউজ করবে!
    তোমার থেকে পয়সা নিয়ে এয়ারটেল ঠিক করে দেবে তুমি কি ব্রাউজ করবে, কি কনটেন্ট দেখবে ---
    তোমরা তো দেখছি সাংঘাতিক ওপেন মার্কেট বিরোধী হে !!
  • dc | 132.164.65.145 | ২৮ এপ্রিল ২০১৫ ১২:৪৩673675
  • lcm না না আমি গ্রাহকের চয়েসের পুরোপুরি পক্ষে। আমি কিন্তু ডিফারেন্সিয়েটে্ড সার্ভিসের ডিমান্ড আর সাপ্লায় দুদিকের কথাই বলছি। অ্যাজ আ কনজিউমারও তো আমি বেশী পয়সা দিয়ে সিলেক্টিভ কিছু ডেটার বেশী স্পিড চাইতে পারি!
  • pi | 24.139.221.129 | ২৮ এপ্রিল ২০১৫ ১২:৪৪673676
  • ডিসি, গ্রাহকের চয়েজের বিপক্ষে নয় কেন ? কোন গ্রাহক কী চান সেটা আগে থেকে ঠিক করে দেওয়া চয়েজের বিপক্ষে নয় ? ফ্লিপকার্ট তো সবার চয়েজ নয় !
  • একক | 24.99.130.140 | ২৮ এপ্রিল ২০১৫ ১২:৪৫673677
  • @আব্বে

    হ্যা ,এখন একভাবে আছে ।কিন্তু মার্কেট সিচুএশন চেঞ্জ হলে কন্ট্রাক্ট নেচার ও পাল্টাবে । আমি তো একবারও বলছিনা যে সবকিছু স্মুদলি চলবে উইদাউত প্রবলেম :) একচুয়ালি উল্টোটা বলছি ।রাইট লিবার্তেরিয়ান রা বলে : যদি দেখো কোনো কনসেপ্ট নিয়ে মার্কেটের হেভিওয়েট রা ভাগাভাগি হয়ে গেছে তাহলে নিশ্চিত থাকো দিস ইস আ দিসরাপটিভ আইডিয়া এন্ড হ্যাস দ্য পটেনশিয়াল টু ফোর্স নিউ বিসনেস রুটস । কোনো স্টেট পাওয়ার ইউস করে মনোপলি দূর করা যায়না ।ওটা বাঁদর কে রুটি ভাগের দায়ীত্ব দেওয়ার মত । যারা মনোপলি চাইছে তাদের মধ্যেই ঝামেলা পাকিয়ে দিতে হয় । এক্ষেত্রেও সেই পটেনশিয়াল আছে । এইটাই বলার ।কন্ট্রাক্ট নেচার পাল্টাবে এবং প্রচুর নতুন ধরনের কন্ট্রাক্ট উঠে আসবে কারণ কোনো ব্যবসায়ী ভাই-ভাই নয় ।
  • dc | 132.164.65.145 | ২৮ এপ্রিল ২০১৫ ১২:৪৫673678
  • হলো না ঃ-) একটা দুশো টাকার প্যাক, আরেকটা পাচশো টাকার প্যাক। এবার আমি দশ টাকা বেশী দিয়ে শুদ্ধু ফ্লিপকার্টের সাইট বেশী তাড়াতাড়ি খুলতে চাই। আর এয়ারটেল এরকম সার্ভিস আমাকে দিতে চায়। এটা কি নেট নিউট্রালিটির পক্ষে না বিপক্ষে?
  • lcm | 118.91.116.131 | ২৮ এপ্রিল ২০১৫ ১২:৪৭673679
  • দেখো না, বেশি পয়সা দিয়ে যা খুশি হাই স্পিডে দেখো না। কে বারণ করেছে। ২৪ ঘন্টা ফ্লিপকার্ট দেখো, বা শুধু ২৪ঘন্টা দেখো। কিন্তু সেটা হবে তোমার চয়েস। এয়ারটেলের নয়। কনজিউমার-কে কয়েকটি অপশনে বেঁধে ফেলা তো ফ্রি-মার্কেট প্রিন্সিপ্‌ল নয় রে ভাই।
  • একক | 24.99.130.140 | ২৮ এপ্রিল ২০১৫ ১২:৪৮673680
  • এল্সিয়েম এর ওপেন মার্কেট নিয়ে ধ্যানধারণা দেখে শাক্য-র জামাতি-ফ্রি স্পিচ থিওরি মনে পরে যাচ্ছে :))) মনোপলি কোনদিন স্টেট ইন্টারভেনশন দিয়ে রোখা যায়না :))
  • dc | 132.164.65.145 | ২৮ এপ্রিল ২০১৫ ১২:৪৮673681
  • pi ফ্লিপকার্ট স্রেফ একটা উদাহরন। ইউটিউব হতে পারে, গুগল হতে পারে, ফেবু হতে পারে, গুরু হতে পারে। একেক গ্রাহকের একেকরকম চয়েস। সেই চয়েস কি স্যাটিসফাই করা যায়? সেটা করতে গেলে নানারকম স্পিডে ডেটা পাঠাতে হবে, সেটা নেট নিউট্রালিটির পক্ষে না বিপক্ষে?
  • lcm | 118.91.116.131 | ২৮ এপ্রিল ২০১৫ ১২:৫০673682
  • বোঝো! আমার ধ্যান ধারণা কেন হবে। আমি তো ওপেন মার্কেট ডেফিনিশন থেকে কাট-পেস্ট করলাম।

    এ বাওয়া, একক ওপেন মার্কেট জানে না।
  • lcm | 118.91.116.131 | ২৮ এপ্রিল ২০১৫ ১২:৫১673683
  • কেন, এত ঝামেলার কি আছে, তুমি বেশি পয়সা দিয়েছ হাই স্পিডের জন্য - সে গুরুচন্ডালিই হোক আর ইউ টিউবই হোক। সব দেখবে।
    তোমরার পয়সার দাম নেই!
  • একক | 24.99.130.140 | ২৮ এপ্রিল ২০১৫ ১২:৫১673684
  • হ্যা,কাট-পেস্ট করলে ওই হয় :)
  • pi | 24.139.221.129 | ২৮ এপ্রিল ২০১৫ ১২:৫২673686
  • তা কেন হবে? সব কিছু সমান স্পিডে যাক। যে গ্রাহকের যা পছন্দ, সে সেটা দেখবে, সেটা তাকে কোন কম স্পিডে দেখতে হবেনা, এটাই তো ঠিকঠাক নিউট্রালিটি মনে হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন