এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • achintyarup | 24.99.67.232 | ১৮ এপ্রিল ২০১৫ ০০:০৮674132
  • দূর! আসল প্রশ্নটাই কেউ করছে না।

    আচ্ছা একটা ছোট্টো জিনিস বলুন। ধরুন আপনি আপনার প্রেমিকার সাথে খুব প্রেম করছেন ফোনে বা চ্যাটে। সে মানে খুব প্রেম। এই তোর হাতটা দে, আমার হাতে রাখ, তোকে জড়িয়ে ধরলাম। আমার চোখে তাকা। তোর ঠোঁটে কিস করলাম। ভয় করছে। আচ্ছা রাখলাম। এরকম করিস না। আচ্ছা একবার মাত্র জড়িয়ে ধরব, আর না। এইরকম চলছে চ্যাটে বা ফোনে। আপনার স্ত্রী পাশের ঘর থেকে এসে আপনার কাছে বসলেন। কি করবেন? সামান্য প্রশ্ন। একটু সৎ উত্তর দেবেন, ফাজলামো না মেরে?
  • - | 109.133.152.163 | ১৮ এপ্রিল ২০১৫ ০০:৩৩674133
  • এগুলি কি পরকীয়া কেসে পড়ে? পড়লে বিপ-বাবুর মত আশা করতে পারতেন আপ্নেরা। ঃ-)
  • ranjan roy | 24.99.182.168 | ১৮ এপ্রিল ২০১৫ ০০:৫১674134
  • চিন্টু,
    এখানে হড়বড়িয়ে বলবো -- আচ্ছা। আবার পরে কথা হবে।
    বলে লাইন কেটে দেবো। অন্য পার্টিও বুঝতে পারবে।
    স্ত্রী জিগ্যেস করবেন-- কার সঙ্গে আড্ডা দিচ্ছিলে? এতক্ষণ ধরে?
    -- দেখ না! কী জ্বালা, একজন জবরদস্তি বকবক করে যাচ্ছে। মেয়ে বলে কিছু বলতেও পারছি না। যদি অভদ্র ভাবে?
    --- তোমার সঙ্গে কোন মেয়ে জবরদস্তি বকবক করবে? তুমিই লোকের কানের পোকা বের করে দাও। আর কিছু কথা আমার কানে গেছে।
    কারও সঙ্গে ফ্লার্ট করতে ইচ্ছে হলে একবার আয়নায় নিজের চেহারাটা দেখে নিও। তাহলেই হবে।

    অনেস্টলি, এইরকমই হবে। নো জোকস্‌!
  • ranjan roy | 24.99.182.168 | ১৮ এপ্রিল ২০১৫ ০০:৫৩674135
  • আর আমার আদর্শ পুরুষ হচ্ছেন ঘরে-বাইরের নিখিলেশ।
    যদি স্ত্রী ফোনে প্রেমালাপ করে তো সত্যিই দুকাপ কফি বানাবো। তবে তাতে দু-ফোঁটা চোখের জলও মিশে থাকবে, অনেস্টলি।
  • একক | 24.99.32.24 | ১৮ এপ্রিল ২০১৫ ০১:২১674136
  • সৎ অবস্থান নিয়ে ভাবছেন মানে আপনার কপালে এমনিতেই দুর্গতি আছে । বরং সেফ অবস্থান নিয়ে ভাবুন । উকিলের সঙ্গে কথা বলুন ।খাবারে বিষক্রিয়া নিয়ে সচেতন হোন । পূর্বতন প্রেমিকটি সম্পর্কে বেসিক খোঁজখবর নিয়ে রাখুন । সবদিকে থেকে তৈরী থাকুন আপনি যেন কোনো বিপদে না পরেন ।

    এ বাদে আবেগের বশে লম্ফঝম্প করতে পারেন ,কান্নাকাটি ও ।তবে তাতে লাভ হবে না ।উপরন্তু কোনো না কোনোভাবে প্রমান হবে পুরো ব্যাপারটার জন্যে আপনিই দোষী । 'সময়' দেননা,'এটাচমেন্ট' নেই ইত্যাদি। বরং উকিল যেমন পরামর্শ দেবে সেইভাবে চলুন । খুব্বেশী শক লেগে থাগলে নিজের একটা কাউন্সেলিং ও করাতে পারেন । আপনার ঠিক থাকা জরুরি ।
  • achintyarup | 24.99.67.232 | ১৮ এপ্রিল ২০১৫ ০১:২৮674137
  • ও হো, সৎ অবস্থান নিয়ে কথা হচ্ছে বুঝি? আমি ভাবছিলুম শুধু সৎ উত্তর চাওয়া হচ্ছে
  • potke | 126.202.96.132 | ১৮ এপ্রিল ২০১৫ ০১:৩১674138
  • এ ধরনের সমস্যায় পড়লে আগে একক কে ফোনান, রন্জন দাকে খরদার না ঃ)
  • potke | 126.202.96.132 | ১৮ এপ্রিল ২০১৫ ০১:৩২674139
  • "খবর্দার"
  • একক | 24.99.32.24 | ১৮ এপ্রিল ২০১৫ ০১:৩৮674140
  • এক্ষেত্রে সৎ উত্তর কথাটা অর্থহীন তো ! এই যে দাদা আপুনার কয়টি অন্ডকোষ ?...জাতীয় প্রশ্নের সৎ উত্তর হয় কারণ উহা একটি প্রত্যক্ষ বর্তমান । এখানে একটা ইউস-কেস দেওয়া হয়েছে মাত্র যার প্রয়োগ একেকজনের ক্ষেত্রে একেকরকম। এর থেকে একটি সাধারণ অবস্থান হতে পারে বড়জোর :)
  • 4z | 208.231.20.20 | ১৮ এপ্রিল ২০১৫ ০১:৪৬674142
  • সৎ উত্তর? এরকম শুনতে পেলে দুটো বাচ্ছাকেই তাদের বাপের কোলে বসিয়ে রেখে আসবো। ও পাশ থেকে এমনিতেই লাইন কেটে দেবে।
  • কেসি | 198.71.220.198 | ১৮ এপ্রিল ২০১৫ ০১:৫১674143
  • সৎ উত্তর? কিছুই করবনা, যদিও প্রচুর জ্বলবে। হাল্কা করে শুশু করে এসে আবার ভাটপাতা রিফ্রেশ করব।
  • achintyarup | 24.99.142.74 | ১৮ এপ্রিল ২০১৫ ০২:০৪674144
  • একক ঠিকই বলেছে। যে ভাবে প্রশ্নটি ফ্রেজ করা হয়েছে, তার মানে ওই রকমই দাঁড়ায়
  • achintyarup | 24.99.142.74 | ১৮ এপ্রিল ২০১৫ ০২:০৯674145
  • এবং সে উত্তর একেক জনের কাছ থেকে একেক রকম আসবে -- ডিডি এক রকম বলবেন, রঞ্জনদা এক রকম, কেসি এক রকম, ফোজ্জি এক রকম এবং আমার খিল্লি করতে ইচ্ছে হবে
  • achintyarup | 24.99.142.74 | ১৮ এপ্রিল ২০১৫ ০২:১৬674146
  • কিন্তু একক, কেসি আর ফোজ্জি সেই আগের কোশ্নোটারই জবাব দিয়ে চলেছে, আমার কোশ্চেনটা কেউ পড়েও দেখলে না :(
  • riddhi | 226.249.140.123 | ১৮ এপ্রিল ২০১৫ ০২:২৬674147
  • "একটু সৎ উত্তর দেবেন, ফাজলামো না মেরে?"
    গুরুচন্ডালী ডট কমে যাব। দেখব লেটেস্ট কোন নারী-পুরুষ/যৌনতা/পরকীয়া টই ওপরে আছে। সেখানে একটা নিক নিয়ে এই প্রশ্নটা রাখব। প্রথমদিকে পাতার পর পাতা ফাজলামিতে ভরে যাবে, এটা ধরে নিয়েই একটা বাং লার বোতল হাতে নিয়ে পেজ রিফ্রেশ করতে থাকব। বাই চান্স লাখের মধ্যে একটা অন্তত কাজের উত্তর আসবে। সেই অনুযায়ী এগোব। নাও আসতে পারে, সেই ক্ষেত্রে ল্যাপটপ টা বন্ধ করে চোখ বুজে দুটো জোরে শ্বাস নেব।

    ল্যাপটাপ টা খুলে আবার গুরুচন্ডালী ডট কমে যাব। এবারে হীরকরাণীর টইয়ে ক্লিক। পুরো টইটা মন দিয়ে পড়ব। ওখানেও প্রশ্ন টা রাখব। ওখানে কিন্তু অনেক সিরিয়াস উত্তর আসবে। বেস্ট উত্তরটা এইরকম হবে - 'বৌ এত সরল বোকা, ও তো আমারি, শুধু ওকে একটু ভুল বোঝানো হয়েছে। মরুগ্গে, আবার লাথ খেয়ে ফিরে আসবে, তখন বলা যাবে দেখ কেমন লাগে, এখন পুরসভায় মন দাও' যে এই উত্তরটা দেবে তার শিষ্যত্ব গ্রহন করে তাকে লালে লাল লাল সেলাম জানিয়ে টই য়ে প্রবল উৎসাহের সাথে লিখতে থাকব, তর্ক করব রেগুলার, ঋদ্ধ হব, আনন্দিত হব। মনেই হবে না আমার আর বৌ নেই।
  • 4z | 208.231.20.20 | ১৮ এপ্রিল ২০১৫ ০২:২৭674148
  • তোমার প্রশ্নের উত্তরই তো দিলাম।
  • Atoz | 161.141.84.175 | ১৮ এপ্রিল ২০১৫ ০২:২৮674149
  • এঃ, আমি তো ভেবেছিলাম পাশের ঘরের বোকা হাসব্যান্ডটাকে স্টিমুলেট করার জন্য বানিয়ে বানিয়ে বলছে তার ওয়াইফ, শুনিয়ে শুনিয়ে। যাতে এই লোকটা শুনতে পেয়ে দৌড়ে গিয়ে ঐ ঐ জিনিসগুলো করে।
    ঃ-)
  • achintyarup | 233.176.35.38 | ১৮ এপ্রিল ২০১৫ ০২:৩৯674150
  • ন্নাঃ, আমার ১২ :০৮ -এর পোস্ট। মন দিয়ে পড়তে হবে
  • Atoz | 161.141.84.175 | ১৮ এপ্রিল ২০১৫ ০২:৪৩674151
  • অচিন্ত্য,
    এইজন্যেই তো স্ত্রী এসে বসলেন পাশে!
    ভার্চুয়ালি লাভ করে লাভ কী?
    ঃ-)
  • একক | 24.99.105.88 | ১৮ এপ্রিল ২০১৫ ০২:৪৫674153
  • অচিন্ত্যর প্রশ্নে ক্লিয়ারলি বলা নেই স্ত্রী এবং চ্যাটালো প্রেমিকা এক মানুষ কিনা । হয়ত ল্যাদ খেয়ে দুজন দুঘর থেকে চ্যাট কচ্ছিলো । বাকি কেস টা সাল্টাতে চ্যাট থেকে ম্যাট এ এলো ।
  • কেসি | 198.71.220.198 | ১৮ এপ্রিল ২০১৫ ০২:৪৯674154
  • অচিন্ত্যর কোচ্চেনের উত্তর? বউকে বলব, " এই আচিন্ত্যর সঙ্গে একটু কথা বলছিলাম। "
  • Atoz | 161.141.84.175 | ১৮ এপ্রিল ২০১৫ ০২:৫৫674155
  • আহা, আপনারা কেউ চাড্ডী সাইটে গিয়ে বলুন যে সুপ্রাচীন ভারতে এইসব ভার্চুয়াল পেরেম পীরিতের ব্যবস্থা ছিল। আরো গভীর। আরো সাটল। এই যে দেখুন্না অগ্নি আর স্বাহার কেসটাই দেখুন। ভার্চুয়ালি শিব আর পার্বতী ওদের দুজনকে রিমোট ইউজ করে পেরেম পীরিত যা করবার করে নিলেন। ওরা ভাবলো বুঝি ওরাই প্রেম করছে, আসলে করছেন ওনারা।
    ঃ-)
  • achintyarup | 233.176.35.38 | ১৮ এপ্রিল ২০১৫ ০২:৫৭674156
  • আহা, উইন্ডোজ হলে তো অল্ট-ট্যাব মারব, ম্যাকের কম্যান্ডটা কী? আগে ব্যবহার করিনি কিনা
  • achintyarup | 233.176.35.38 | ১৮ এপ্রিল ২০১৫ ০৩:১০674157
  • আর আম্নারা কেবলই এক পতি-পত্নী নিয়ে কথা বলেন। আপনার ধর্মে-সংস্কৃতিতে যদি একাধিক দার/পতি পরিগ্রহ করার বিধান থাকে, সে ক্ষেত্রে কেসটা কী হবে একটু আলোচনা করুন না
  • Ekak | 24.99.105.88 | ১৮ এপ্রিল ২০১৫ ০৩:২০674158
  • সেক্ষেত্রে আইন টিঁকবেনা :| গনক্যালানি ভবিতব্য :/
  • একক | 24.99.105.88 | ১৮ এপ্রিল ২০১৫ ০৩:২১674159
  • এতো স্পেস এলো কোদ্দিয়ে ?!
  • Atoz | 161.141.84.175 | ১৮ এপ্রিল ২০১৫ ০৩:৪১674160
  • একাধিক পতি ও দারের জন্য এত স্পেস। ঃ-)
  • cb | 68.106.60.21 | ১৮ এপ্রিল ২০১৫ ০৩:৫৯674161
  • আমি উঠে ঘুম চোখে প্রথম পোস্টেই দেখি এইসব অসৈরণ কান্ড চলছে

    "অক্ষ তোর গলায় কিস করলাম, সোনা তোর পিঠে হাত বুলিয়ে দিচ্ছি, তোর জিভটা আমার মুখের মধ্যে দে"

    আমি না পুরো ব্যোমকে গেলাম, মাইরি কি পোগোতি এসে গেচে!!! পরে পুরোটা প্রথম থেকে পড়ে কনটেক্স্ট পেলুম
  • a x | 60.171.26.111 | ১৮ এপ্রিল ২০১৫ ০৬:৩৬674162
  • ওরে বাবা রে!!!!!!
  • sosen | 113.225.178.220 | ১৮ এপ্রিল ২০১৫ ০৭:৩৭674164
  • সকাল সকাল , অক্ষদা !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন