এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমাদের সাধারণ মানসিকতা কি শুধুই ধংসাত্মক রাজনীতি করা ??

    adhuli
    অন্যান্য | ১১ এপ্রিল ২০১৫ | ৬৩৪২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | 24.96.1.64 | ১২ এপ্রিল ২০১৫ ০৮:১০674528
  • কল্লোলদার অভিধানে কী "অজুহাত" শব্দটা নেই ? :))
    সামাজিক মানুষের কোনো থ্রেসহোল্ড পেরতে অজুহাত লাগে । গায়ে হাত তোলার অজুহাত ।গণপিটুনিতে চুরির অজুহাত । অফিস ভাংচুরে মালিকের অন্যায় এর অজুহাত ।এগুলো জাস্ট থ্রেসহোল্ড টপকে যাবার খেলা । নিজেকে বা চারপাশ কে বোঝানো "অমুক কারণ এ করিচি" । থ্রেসহোল্ড একবার পেরোলেই জাস্ট কারনাল দেসায়ার পরে থাকে । আর একটা অজুহাত একবার লেজিতিমায়স হলেই সেটা ঘিরে ক্রিস্টাল ফরমেশন এর মত বাকিরাও জুট যায় ।
  • dc | 132.164.219.192 | ১২ এপ্রিল ২০১৫ ০৮:১১674529
  • sm, কিন্তু চাইনিস মডেলে কি ভোগবাদের অবসান হয়েছে? উল্টে ওখানে তো সাদা, কালো আর নানান রঙের বেড়াল পোষা হচ্ছে! আমার মনে হয়না চাইনিস মডেল প্রয়োগ করে গুহায় ফিরে যাওয়া সম্ভব।
  • একক | 24.96.1.64 | ১২ এপ্রিল ২০১৫ ০৮:১২674530
  • ঐতো "বাহানা" নিজেই লিখেছ ।এবার ভাবো মানুষ কেন বাহানা খোঁজে । বাকিটাও বোঝা যাবে ।
  • নির | 230.226.2.57 | ১২ এপ্রিল ২০১৫ ০৮:১৩674531
  • আমি দেখেছি সাইকেল উল্টোদিক থেকে এসে গাড়ির সঙ্গে ধাক্কা লাগালো, তাতে রাস্তার ধরে থাকা নিষ্কর্মা লোকজন এসে গাড়িকে ঘিরে ধরে হেনস্থা করতে লাগলো। সেটাকে তথাকথিত আঁতেল লোকজন পরে গ্লোরিফাই করছিল, ওই একই কথা বলে, আমি যা পাবনা তা অন্যে পাচ্ছে কেন, সেই অসাম্যের প্রতি একটা ক্ষোভ প্রকাশ ইত্যাদি ইত্যাদি। কিন্তু তাহলে মেয়ে দেখলে সিটি মারা, হাত ধরে টানাটানি করাও বৈধ। ওই আমি যা পাচ্ছি না তা অন্যে পাচ্ছে কেন সেই অসাম্যের প্রতি একটা ক্ষোভ প্রকাশ আরকি

    আর টই টা যা নিয়ে শুরু হয়েছে সেইসব সবথেকে বেশি দেখবেন পশ্চিমবঙ্গে। একদিকে লোকের কাজকর্ম নেই, তারপর পুলিশকে কেউ পাত্তা দেয় না, জানে কিছু করতে পারবে না একটা পলিটিক্যাল দাদা ধরে নিলেই হবে, চালাও ভাংচুর কিংবা গণপিটুনি, নিজের অপদার্থতার জ্বালাটা একটু হাতের সুখ করে মিটিয়ে নেওয়া যাক।
  • PT | 213.110.246.22 | ১২ এপ্রিল ২০১৫ ০৮:১৯674532
  • যদি এই ঘটনাগুলো অন্য রাজ্যের তুলনায় পব-তে বেশী ঘটতে থাকে তাহলে এই মন্তব্যটির চর্চা করা যেতে পারেঃ
    “If you can’t give them jobs, it may turn into a time bomb. I may add it’s already ticking quite loudly in West Bengal,”
    অবিশ্যি তার সঙ্গে পুলিশী নিষ্ক্রীয়তাকেও জুড়তে হবে।

    কাজের দিনে ও কাজের সময়ে যে পরিমাণ অল্পবয়সী ছেলেপুলে দল পাকিয়ে রাস্তায় আড্ডা মারে সেটা চোখে পড়ার মত।
  • একক | 24.96.1.64 | ১২ এপ্রিল ২০১৫ ০৮:২৫674533
  • ক্ষোভের কারণ খুঁজে ক্ষোভ কে মান্যতা দেওয়া সবচে জঘন্য রাজনীতি । ক্ষোভ সর্বদাই শেপলেস ।আমার বাড়িতে খিটিমিটি হলো ,রাস্তায় জ্যাম ,আপিসে গিয়ে দেখলুম বেয়ারা ফাইলে জল ফেলেছে দিলুম তারে কানের গোড়ায় !! অন্তহীন ইনপুট থেকে আসা ক্ষোভ ।

    এবার এই ক্ষোভের ইনপুট কতগুলো পয়েন্ট থেকে এসেছে সেটা খুঁজে কী হবে ??? আমি কী ক্ষোভ কে মান্যতা দেওয়ার চেষ্টা করছি না নিউত্রালায়স করার সেটা আগে বোঝা দরকার । ক্ষোভের কারণ খুঁজতে গেলে এন্ডলেস লুপে পরে যাবো । নোটে ক্যানো মুরোলো থেকে সাপ কেন খায় :) । আমার কাজ ওসব অন্তহীন গবেষণা না করে সাপ যাতে তার গুর্গুরুতে যাওয়ার কার্নাল ইন্স্তিন্ক্ত বাকিদের ক্ষতি না করে মেটাতে পারে সেটা দেখা । সেইজন্যেই ইমোশন কে অন্য কোনো কম ক্ষতিকর চ্যানেল দিয়ে ড্রেইন আউট করা দরকার ।
  • dc | 132.164.219.192 | ১২ এপ্রিল ২০১৫ ০৮:৩০674534
  • এককের সাথে অনেকটা একমত। মব লিঞ্চিং, রায়টিং, ভাংচুর, এসব করে অ্যাড্রেনালিন রাশ আসে, মব ফ্রেনজির সেটা একটা বড়ো কারন। আবার মবকে এইভাবে ক্ষেপিয়ে তোলার পেছনে কিন্তু অনেক সময়েই দুতিনটে পাকা মাথা কাজ করে, যারা জানে কিভাবে গণউন্মাদনা জাগানো যায় বা কিভাবে লোক ক্ষেপানো যায়। সেইজন্য বেশীর ভাগ আন্দোলন শান্তিপূর্ন ভাবে হয় কিন্তু কিছু কিছু আন্দোলন বা কিছু কিছু মব গ্যাদারিং হঠাত ভায়োলেন্ট হয়ে ওঠে।

    আর হ্যাঁ যেখানে জনতার একটা বড়ো অংশের কাজ নেই সেখানে আন্দোলন করার লোক বেশী জুটবে তো বটেই।
  • dc | 132.164.219.192 | ১২ এপ্রিল ২০১৫ ০৮:৩৩674535
  • "ক্ষোভের কারণ খুঁজতে গেলে এন্ডলেস লুপে পরে যাবো"

    মোটেই না। ক্ষোভের কারন একটাই - ভোগবাদ। ভোগ করবেন না। সাধু সন্ত হয়ে জীবন কাটান, একটুকরো কৌপিন আর একটা গাড়ু যথেষ্ট। আর একটা শুকনো মতো গুহা।
  • একক | 24.96.1.64 | ১২ এপ্রিল ২০১৫ ০৮:৫১674536
  • ভোগবাদ বলে কিসু হয়না ।শরীর থাকলে রিপু থাকবেই । সাধু সন্ত রা ভোগ করেননা বলে সাধু নন । ওয়াঁরা রিপুকে ভার্চুয়ালাইস কত্তে পারেন। তাই সাধু । যা মিথ্যে থেকে আসছে তাকে মিথ্যে তেই মিলিয়ে দেন । কুর্জে লাখাং এর লামা বলেছিলেন বুদ্ধের করাল মূর্তির বর্ণনা দিতে গিয়ে কেন এই ভয়ঙ্কর এর স্তব ।

    কিন্তু ওসব হাই ফাই কেস । সাধারণ মানুষের একটু লো লেভেলের ভার্চুয়ালাইসেশন হলেই চলবে :)
  • dc | 132.164.219.192 | ১২ এপ্রিল ২০১৫ ০৮:৫৩674538
  • বেশ তবে রিপুকে লেজিটিমাইজ করুন, সব কটা রিপুর ভয়েস আসতে দিন। তাহলেই সাধু সন্ত।
  • san | 113.245.13.102 | ১২ এপ্রিল ২০১৫ ০৯:২২674539
  • কেন এই ভয়ংকর এর স্তব , লামা কি বলেছিলেন ? যদিও অফটপিক , কিন্তু কৌতুহল আর কি।
  • dd | 132.172.16.37 | ১২ এপ্রিল ২০১৫ ০৯:২৭674540
  • সাধুবাবুদের কাছে তাইলে একটা ভার্চুয়াল রিপু মেশিন থাকে? 4D কি 5D ?বোঝো?

    আমি তো ভাবতেম যে ওঁয়ারা খালি খালি নিরাকার ব্রহ্ম নিয়েই সময় কাটান। তাতো না।

    ওরম মেশিন আমারো চাই। গুহাও চাই না। গাড়ুও না। না,কৌপীনটা থাকুক। একেবারে স্ট্রেট একটা উই ঢিবিতে ঢুকে যাবো। নো ভয়েস। ভয়েস ও চাই না।
  • PT | 213.110.246.22 | ১২ এপ্রিল ২০১৫ ০৯:২৯674541
  • "মবকে এইভাবে ক্ষেপিয়ে তোলার পেছনে কিন্তু অনেক সময়েই দুতিনটে পাকা মাথা কাজ করে"
    যখন অনুজ পান্ডের বাড়ি ভাঙ্গা হয়েছিল সে সময়ে শুধু গুরুতেই সেটাকে কি ভাবে জাস্টিফাই করা হয়েছিল সেটা কেউ তুলে দিতে পারেন?
  • dc | 132.164.219.192 | ১২ এপ্রিল ২০১৫ ০৯:৩৬674542
  • dd দা, রিপু করার মেশিন পেলে হবে না?
  • dd | 132.172.148.113 | ১২ এপ্রিল ২০১৫ ০৯:৫০674543
  • রিপুদের আউট সোর্সিং হয় না কি ?

    মানে আমি কাউকে বল্লেম "যাতো, এক ধামা গরোম ভাত গোটা ছয়েক ইলিশ মাছ ভাজা দিয়ে খে' আয় দিকি চট করে"। সে ব্যাটা পেটের ব্যাথায় কাৎরাতে কাৎরাতে সে সব খে এলো আর পুরো সোয়াদটা আমার মগোজে চলে এলো মাইনাস জেলুসিল। গাড়ুর ও দর্কার হোলো না।

    এটার একটু সিরিয়াস চর্চা দরকার।
  • একক | 24.96.1.64 | ১২ এপ্রিল ২০১৫ ০৯:৫৪674544
  • হয়তো ! :) যেকোনো voyer একটিভিটি আসলে রিপুর আউটসোর্সিং ।আমি আউট অফ ডোমেইন হ্যাজার্দ নিচ্ছিনা কিন্তু প্লেসার পাচ্ছি । যেমন পানু দেখা :P
  • একক | 24.96.1.64 | ১২ এপ্রিল ২০১৫ ০৯:৫৮674545
  • তারপর ধরুন লাফটার এফেক্ট । আগে টিভিতে কমেডি দেখে লোকে নিজে খ্যা খ্যা হাসত ।তারপর এলো লাফটার এফেক্ট ।হাসির জায়গায় টিভিতেই পেছন থেকে লোকজন হেসে চলেছে । দেখা গেছে অনেক লোক আদ্যন্ত গম্ভীর মুখে এই কমেডি শো গুলো দেখে যায় ।তারা কিন্তু হাসছে ,মনে মনে । কমপ্লিট একটিভিটি আউটসোর্স হয়ে গ্যাছে ।এই নিয়ে জিজাকের কিছু ফাজিল ভাট আছে :D
  • dc | 132.164.219.192 | ১২ এপ্রিল ২০১৫ ১০:০৭674546
  • এহে আমাকে কেউ যদি "এক ধামা গরোম ভাত গোটা ছয়েক ইলিশ মাছ ভাজা দিয়ে" এই রিপুটার আউটসোর্সিং করে তো আমি এক্ষুনি রাজি। খাওয়ার জন্য বেশী টাকাও নেবোনা, ভাত-ইলিশ বাবদ যা খর্চা তার থেকে দু-পাঁচশো বেশী দিলেই পেটের ব্যথার কষ্টটা সামলে নেবো। হপ্তায় চার বার সার্ভিস দিতে পারি, বাকি তিন দিন মটন-পরোটার সার্ভিস। ভেবে দেখবেন।
  • sm | 233.223.152.181 | ১২ এপ্রিল ২০১৫ ১০:৩৮674547
  • মবকে এইভাবে ক্ষেপিয়ে তোলার পেছনে কিন্তু অনেক সময়েই দুতিনটে পাকা মাথা কাজ করে"
    যখন অনুজ পান্ডের বাড়ি ভাঙ্গা হয়েছিল সে সময়ে শুধু গুরুতেই সেটাকে কি ভাবে জাস্টিফাই করা হয়েছিল সেটা কেউ তুলে দিতে পারেন?
    -- পিটি এই ফালতু কথাগুলো কেন লেখেন? কদিন আগে খুব লিখতেন,বিধান সভা ভাংচুর, এবং রাবেল রাউসার এই সব কথা।সম্প্রতি কেরল বিধানসভা ভাংচুরের পর আর ওই নিয়ে মুখ খুলছেন না।
    অনুজ পান্ডে নিয়ে আপনার কি বক্তব্য পরিস্কার করে লিখুন না?
    কেউ যদি এই প্রেক্ষিতে, কেশপুর, বিজন সেতু মনে করিয়ে দেয় সেটা নিয়ে কি বলবেন?
  • কল্লোল | 111.63.193.178 | ১২ এপ্রিল ২০১৫ ১০:৪২674549
  • একক। আমিও তো তাইই বলছি। বাহানা লাগছে। কেন? কোন কিছু করলে আনন্দ (মস্তি) পাওয়া গেলে তার জন্য বাহানা লাগবে কেন? এই যে তুই গিটার নিয়ে বসিস, কখনো কারুর সাথে কখনো একাই, তো তাতে বাহানা লাগে নাকি? ইচ্ছে হলেই হয়। এই যে আমার মাঝে মাঝে মোহিতো খেতে ইচ্ছে করে। কেন ? এমনিই। তার জন্য বাহানা লাগে নাকি?
    কিন্তু কোই তোর তো একবারও ইচ্ছে হয় না রাস্তার মোড়ের দোকানটায় রাতে চুপিচুপি আগুন লাগিয়ে দেই। যাতে তুই ধরাও পড়লি না, আর মস্তিও হলো। কিংবা একটা মদের বোতলে হিসু করে তাতে কিছুটা মদ ঢেলে রাস্তায় ফেলে রাখতে ইচ্ছে করে কি তোর? বেশ মস্তি হয় যদি কেউ টপ করে গিলে ফেলে কিছুটা। এরকম করেছিস কি? না বোধহয়। না না, বিশেষ কাউকে কাউকে ভোগাতে নয়, এমনিই র‌্যান্ডম লোককে ভোগাতে এরকম করেছিস কি?
  • sm | 233.223.152.181 | ১২ এপ্রিল ২০১৫ ১০:৪৪674550
  • চাইনিস মডেল কেন এপ্লিকেবেল হবে না কেউ লিখল না।কেউ বলল ওখানে ভোগ বাদ রয়েছে, কেউ বলল ওখানে আন্দোলন ফান্দোলন করতে দেওয়াই হয় না। তা, চায়না যদি, কমুনিস্ট দের পীঠস্থান হয়,তাহলে নিশ্চয় ওখানে ভালো পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।
    তাহলে কি লরেন বাবুর দেশ কে চায়নার থেকে বেটার বলব?
  • কল্লোল | 111.63.193.178 | ১২ এপ্রিল ২০১৫ ১০:৪৯674551
  • অনুজ পান্ডের উপর রাগ ছিলো মানুষের। তাকে খাতে বইয়ে দেওয়া হয়েছে। এ তো জানা কথা। নইলে অনুজ পান্ডে তো আর সেদিনই নতুন পয়দা হয় নি। ধীরে ধীরে রাগ জমেছে। তাকে ব্যবহার করেছে কেউ কেউ।
    কেশপুর, ছোট আঙ্গারিয়া এই হিসাবে পড়ে না, বিজন সেতু পড়ে। ছেলে ধরা নিয়ে উত্তেজনা ছিলো। তাকে কেউ কেউ খাতে বইয়ে দিয়েছে।
    কিন্তু সবগুলোই অন্যায়। অনুজ পান্ডে শয়তানের গাছ হতেই পারে তার সন্তান বা তার স্ত্রী, মা বাবা তো আর অপরাধী নয়। আনন্দমার্গীরা তরোয়াল আর মাথার খুলি নিয়ে প্রকাশ্য রাস্তায় নাচতো। সেটা কারুর পছন্দ নাইই হতে পারে, কিন্তু তাদের ওভাবে পিটিয়ে মারা একশোবার অন্যায়।
  • sm | 233.223.152.181 | ১২ এপ্রিল ২০১৫ ১০:৫১674552
  • ইতিহাস বলছে, হুন সম্রাট তোর্মানের পুত্র মিহিরকুল, পাহাড় থেকে দড়ি দিয়ে বাঁধা হাতি ঠেলে ফেলে দিত। পড়ন্ত হস্তির বৃন্হন ও আর্তনাদ শুনতে শুনতে উল্লাসে মৈদ্যপান করত।কোনো বাহানার দরকার পরত কিনা জানা যায় না।
    অনেক দুষ্ট ছেলেই , কাঁচের জানলা দেখতে পেলেই ঢিল ছোড়ে বা ইচ্ছা পোষন করে।
    আমাদের ছোটো বেলায় এক মাস্টার,সুযোগ পেলেই বেধরক মারত।
  • b | 135.20.82.164 | ১২ এপ্রিল ২০১৫ ১০:৫২674553
  • এস এম, Date:12 Apr 2015 -- 10:38 AM দয়া করে বিড়ালকে আর ভাঙা বেড়া দেখবেন না। এই টইটা-কে আবার সিপিএম বনাম তৃণমূল হতে দেবেন না।

    (অবশ্যই আপনি কাকে কি উত্তর দেবেন, সেটা আপনার ব্যক্তিগত। এটা শুধু রিকোয়েস্ট মাত্র)
  • একক | 24.99.190.129 | ১২ এপ্রিল ২০১৫ ১১:২০674554
  • @কল্লোলদা

    মস্তি করার উপায়টা লেজিটিমেট হতে হবেতো ! যেখানে এমনিতেই সেটা বেয়ায়নি নয় সেখানে তো কোনো চাপ নেই ।যেমন গীটার বাজানো বা মৈত খাওয়া ।কিন্তু ব্যক্তি মানুষের সবরকম মস্তির ইচ্ছেকে সমাজ মেনে নেয়না তাই সেই ইল্লেজিতিমেট কে লেজিটিমেট করতে তাকে কালেকটিভ এর আশ্রয় নিতে হয় ।

    কিছু পাবলিক থাকে যারা কালেকটিভ এর তোয়াক্কা না করে নিজেই এসব করে ।আমাদের ক্লাসে একটি ছেলে জাস্ট ঢিল ছুঁড়ে বিআই কোম্পানির একপাশের সমস্ত কাঁচ ভেঙ্গে দিয়েছিল ।হেড স্যার জিগ্যেস করায় বলেছিলো বোর লাগছিলো তাই ভেঙ্গেছে ।আমার চেনা এক কবি বোর লাগলে টেলিফোন দিরেক্তরির রান্ডম নাম্বারে ফোন করে একটা অদ্ভুত ভয় জাগানো আআআআ আওয়াজ করে ফোন রেখে দিতো ! নাম করছিনা আর ।

    এখন এই যে স্কুলের ছেলেটি বা কবি এরা হলো এক্কেরে এক্সট্রিম কেস ।এদের কালেকটিভ লাগেনা । কিন্তু অধিকাংশ মানুষের কালেকটিভ এর আড়াল লাগে বেয়ায়নি মস্তি করতে গেলে । তাদের ধরা পরার ভয় আছে । কারণ সবাই জানে যেখানে অনেক লোক জড়িত সেখানে অপরাধ করেও ছাড়া পাওয়ার সম্ভাবনা বেশি । কাজেই এটার সঙ্গে আমাদের ওই নির্মল "আনন্দের" যোগ নাই । ইহা মস্তি । যা কালেকটিভ এর আড়ালে ঘটে । এটাকে আলাদা সেকশন হিসেবেই দেখতে হবে ।

    পাবলিক কমিউনিস্টি/ক্যাপিটালিস্ট এসব তত্ব বোঝেনা ।তারা একটা গোদা ইকুএশোন বোঝে ।যা দলগত তাই রাজনৈতিক ,যা রাজনৈতিক তাই আইনি ।ব্যাস এবার দল পাকিয়ে নিষিদ্ধ মস্তির স্বাদ নাও । হিসেব করে দেখো এখনো অবধি একমাত্র গ্যাংরেপ এদেশে রাজনৈতিকভাবে লিজিতিমেত নয় ।এ বাদে তুমি যা করবে ,দল পাকাতে পাকালেই সাতখুন মাপ । কুকুরের ল্যাজে পটকা বাঁধতে দল লাগেনা কারণ আইন কঠিন নয় , কারো গায়ে কেরোসিন ঢালতে জাস্ট একটা বড় দল দরকার । মস্তির জায়গাটা সেম ।
  • একক | 24.99.190.129 | ১২ এপ্রিল ২০১৫ ১১:২৫674555
  • এসেম
    আরে কিছু কিছু লাইনে ট্রেনে দরজার কাছে দাঁড়ানো যেতনা একসময় ।গ্রামের বাচ্চারা রান্ডম পাথর ছোঁড়ে । জাস্ট মস্তি । কতজনের কপাল ফেটেছে । অপরকে ধ্বংস করা -উত্তক্ত করা -বিনাকারণে অপমান করা এগুলোর মধ্যে মানুষ মস্তি পায় এটা ঘটনা । এইজন্যেই মক দেস্ত্রাক্ষন এর দরকার আছে ।রোস্তিং ক্লাব এর দরকার আছে । আদিম খিদেগুলো মেটানোর জায়গা দরকার ।
  • dc | 132.164.219.192 | ১২ এপ্রিল ২০১৫ ১১:৩৬674556
  • হ্যাঁ ট্রেনে র‌্যান্ডম পাথর ছোঁড়ার চল আছে। আমি যখন ছোট ছিলাম তখন আমার ফ্যান্টাসি ছিলে রেললাইনের ফিশপ্লেট খুলে নেব, বড়ো করে অ্যাক্সিডেন্ট হবে আর আমি কাছে একটা টিলার ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব।
  • একক | 24.99.190.129 | ১২ এপ্রিল ২০১৫ ১১:৪২674557
  • আর রাতের অন্ধকারে চুপিচুপি দোকানে আগুন লাগাচ্চিনা কেন সেই প্রসঙ্গে বলি : নিষিদ্ধ মস্তি এবং নিষিদ্ধ ক্ষমতার স্বাদ পরস্পর জড়িত । "চুপিচুপি" আগুন লাগানোর মধ্যে কোনো নিষিদ্ধ ক্ষমতার স্বাদ নেই ।বরং দিনের বেলা কয়েকজন লোক দোকানদার এর সঙ্গে বাওয়াল লাগাক পানু ম্যাগাজিন বেচছে বলে ।অপসংস্কৃতির বাহানা রেডি ।আরও আট দশ জন জুট যাবে ।ব্যাস ,আগুন লাগানো কোনো ব্যাপার ই না :) বারবার বলছি এটা নিষিদ্ধ মস্তি । মস্তি যে শুধু আমি জানবো ,বাকি লোকে জানবে "অমুক অমুক " কারণে । এমনকি যারা ক্যালাচ্ছে /আগুন দিচ্ছে তারাও পরস্পর কে ওই কারণ গুলোই বলবে । এটাই এর কেমিস্ট্রি ।
  • PT | 213.110.246.230 | ১২ এপ্রিল ২০১৫ ১৬:৩৯674558
  • "কেউ যদি এই প্রেক্ষিতে, কেশপুর, বিজন সেতু মনে করিয়ে দেয় সেটা নিয়ে কি বলবেন?"
    তাতে কোন অসুবিধে নেই তো!!
    কিন্তু আপনার ভাল লাগেনা যে ঘটনাটা শুনতে সেটা "ফালতু" হবে কেন?
    এই দেখুন না কেমন জাস্টিফিকেশন এসে গিয়েছেঃ "অনুজ পান্ডের উপর রাগ ছিলো মানুষের। তাকে খাতে বইয়ে দেওয়া হয়েছে।....ধীরে ধীরে রাগ জমেছে।" খেয়াল করবেন যে আমরা যাদের নিত্য গাল দিই সেই রাজনীতিবিদরাও কিন্তু "জনরোষ" শব্দটিকে ব্যবহার করে তাদের পক্ষের ভাঙ্গচূড়কে সমর্থনে।
    আর এই সব মনে করিয়ে দিলেই তাত্বিকদের "বিড়াল' ভাঙ্গা বেড়া" ইত্যাদির কথা মনে পড়ে যায়। কিন্তু সেই সময়ে কে কি অব্স্থান নিয়েছিল তা দিয়েই এইসব তাত্বিকদের আসল চেহারা বোঝা যাবে।

    "কদিন আগে খুব লিখতেন,বিধান সভা ভাংচুর, এবং রাবেল রাউসার এই সব কথা।সম্প্রতি কেরল বিধানসভা ভাংচুরের পর আর ওই নিয়ে মুখ খুলছেন না।"
    খোলা বন্ধের কিছু নেই। যে কোন বিধানসভা ভাঙ্গচুড়ই অন্ত্যন্ত জঘণ্য ঘটনা।
    কিন্তু অনুজের বাড়ি ভাঙ্গা আর পব-র বিধানসভা ভাঙ্গচূড়ের মধ্যে একটাই ফারাক। অনুজের বাড়ি ভাঙ্গানো হয়েছে আর পাকা মাথারা নিজেরাই পব-র বিধানসভা ভাঙ্গচূড় করেছে।
  • Atoz | 161.141.84.175 | ১৩ এপ্রিল ২০১৫ ০৫:২৫674560
  • ভার্চুয়াল রিপু মেশিন আর ভার্চুয়াল রিফু মেশিন, এই দুটোই খুব দরকার। চিত্ত চাঞ্চল্য ঘটলেই রিপু ম্যানেজ হয়ে যাবে আর জামাকাপড় ছিঁড়ে গেলেই রিফু হয়ে যাবে।
    ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন