এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মে দিবস -আরেকটি বামপন্থী সুলভ রোম্যান্টিসিজম

    bip
    অন্যান্য | ০১ মে ২০১৫ | ৪৫৭৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • robu | 122.79.37.55 | ০২ মে ২০১৫ ১২:০৪678260
  • বাম চিনি কমোড প্রমাণ, বাম-না চিনি কেমনে?
  • janagan | 15.135.148.171 | ০২ মে ২০১৫ ১২:০৮678261
  • অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে রোবু? ভেস্টিজিয়াল অর্গান ক্ষয় পায়, অ্যাপেনডিক্সের মত।

    তবু দেখুন, মালিকেরা হয়তো কিছু শ্রমিক বাঁচিয়ে রাখবে। ব্রিডিং স্টক হিসেবে, মাঝে মাঝে জিনপুলে ভ্যারিয়েশন আনার জন্য। বলা যায় না, কি হয়।
  • robu | 122.79.37.55 | ০২ মে ২০১৫ ১২:১৫678262
  • একক একক নন দেখে ভাল্লাগছে।
  • potke | 126.202.19.117 | ০২ মে ২০১৫ ১৯:৪৯678263
  • " হ্যা, মেশিন লার্নিং ডাক্তারের চেয়ে ভাল সিদ্ধান্ত নিতে সক্ষম এখুনি"--
    কি রকম?
  • Abhyu | 138.192.7.51 | ০২ মে ২০১৫ ২০:৩৮678264
  • মাইরি পোটকেদা হেভি বদ :)
  • Abbe Plumpness Calm | 195.26.182.40 | ০২ মে ২০১৫ ২১:০৮678266
  • আরো একটি টই অচিরেই শেষ নিশ্বাস ত্যাগ করিল।

    বিপকে একটা লিমিটেড স্পেসের হোয়াইটবোর্ড দেওয়া যায় না?
  • কল্লোল | 132.167.74.43 | ০২ মে ২০১৫ ২১:৫১678267
  • আমি আর দেখে কি করবো। বিপই দেখুক।
    হওয়া কথা বললেই হয় না।
  • potke | 126.202.171.40 | ০২ মে ২০১৫ ২১:৫৫678268
  • কেন, বদ কেন? আমি বুঝতে চাইছি, কেস স্টাডি দিলে এবং অ্যালগোরিথমিক অ্যাপ্রোচ টা দিলে আম্মো কিছু শিখতে পারি।

    তুই বদ ঃ)
  • ranjan roy | 24.96.82.36 | ০২ মে ২০১৫ ২৩:১৪678270
  • আমরা সবাই বদ, বদির রাজত্বে!
  • bip | 79.138.209.156 | ০৩ মে ২০১৫ ১৬:১৫678271
  • মেশিন লার্নিং কেন এখনই ডাক্তারের থেকে ভাল ডাক্তারি করতে সম্ভব-সেটা বুঝতে দুটো পয়েন্ট বুঝতে হবে

    (১) ডাক্তারী বিদ্যাটা এখনো বেশ হাতুড়ে- কারন প্রতিটা মানুষের সিস্টেম, অনেক রোগের ক্ষেত্রেই আলাদা তার জেনেটিক গঠন এবং লাইফস্টাইলের জন্য।
    অধিকাংশ ক্ষেত্রে ডাক্তাররা এটা ওটা দিয়ে ট্রাই করে দেখেন কোন চিকিৎসাতে সাড়া দিচ্ছে। সেখানে মেডিক্যাল ডেটা সায়েন্স এই পারসোনালাইজড
    মেডিক্যাল টাকে টার্গেট করছে এবং তা এখনোই মার্কার ডেটাবেস নিতে সক্ষম রোগের চিকিৎসায়।

    (২) ডাক্তারির দুটো ভাগ- রোগ নির্ধারন, এবং উপশমের পথ বাতলানো। প্রথমটা তুলনামূলক ভাবে অনেক সহজ। দ্বিতীয়টা কঠিন কারন
    ইউনিভার্সাল মেডিসিন বলে কিছু হয় না । এগুলো ঠিক ঠাক করতে চারটে ডেটাবেস লাগে --

    জেনেটিক মার্কারের সাথে রোগের সম্পর্ক
    ওষুধের মলিকিউলার কম্পোজিশন এবং তার সাথে লাইফ স্টাইল ও জেনেটিক মার্কারের সম্পর্ক
    মেডিক্যাল টেস্টের রেজাল্ট
    আগের কেস হিস্ট্রির ডেটাবেস -রুগী এবং অন্যান্য রুগীদের

    এখন প্রথম দুটোর ব্যপারে ডাক্তাররা অজ্ঞ। কাজ চালায় শুধু শেষের দুটো দিয়ে।
    তাও সেখানে ডাক্তারদের ডেটাবেস এবং জ্ঞান দুটোই আংশিক।

    এটা বিরাট সাবজেক্ট। আগামি দিনের সব থেকে বড় বিগ ডেটা ইন্ডাস্ট্রি হতে চলেছে।
    আমার কাছে এই বিষয়ে অনেক একাডেমিক পেপারস আছে। কেও চাইলে পাঠিয়ে দেব।
  • pi | 116.218.13.129 | ০৩ মে ২০১৫ ১৬:৫২678272
  • ১।'মেডিক্যাল ডেটা সায়েন্স এই পারসোনালাইজড
    মেডিক্যাল টাকে টার্গেট করছে এবং তা এখনোই মার্কার ডেটাবেস নিতে সক্ষম রোগের চিকিৎসায়।'
    --
    এটার কিছু উদাহরণ দিয়ে দেখাবেন ? কোন কোন রোগ, তার কী কী মার্কার ইত্যাদি?

    ২।'ওষুধের মলিকিউলার কম্পোজিশন এবং তার সাথে লাইফ স্টাইল ও জেনেটিক মার্কারের সম্পর্ক'
    --
    ... এটা নিয়ে আরেকটু বিস্তারিত বলবেন ? এই নিয়ে কী কী জানা গেছে ?

    ৩।'প্রথম দুটোর ব্যাপারে ডাক্তাররা অজ্ঞ', কিন্তু এগুলোর উত্তর গবেষণা থেকে সব জানা হয়ে গেছে ?

    ৪।ক'টা রোগের জেনেটিক মার্কার বেরিয়েছে একটু বলবেন ?

    ৫।মার্কার বলতে কী বোঝাচ্ছেন, সেটাও একটু বলবেন। ঃ)
  • Abbe Plumpness Calm | 92.145.220.23 | ০৩ মে ২০১৫ ১৭:২৭678273
  • পাঠাতে হবে না, বিবটেক্স দিয়া দাও :-p
  • bip | 79.138.209.156 | ০৩ মে ২০১৫ ১৮:১১678274
  • ইপ্সিতা
    মেডিক্যাল ডেটা সায়েন্স এখনো ইনফ্যান্সিতে। কিন্ত সেটুকুও বর্তমান ডাক্তারীর থেকে অনেক এগিয়ে। আমি কিছু পেপারের লিংক দিচ্ছিঃ

    [1] Multiscale integration of -omic, imaging, and clinical data in biomedical informatics. IEEE Rev Biomed Eng. 2012;5:74-87. doi: 10.1109/RBME.2012.221242.
    [2] Survey of Clinical Data Mining Applications on Big Data in Health Informatics : Machine Learning and Applications (ICMLA), 2013 12th International Conference (Volume:2 )

    I have both the papers-if you need it -I can email them. This two papers are two year old-now within last two years, this area
    has exploded...
  • pi | 37.62.143.21 | ০৩ মে ২০১৫ ১৮:৩৩678275
  • আরে পেপার না, আমাকে আপাতত ঐ পাঁচটা প্রশ্নের উত্তর দিলেই চলবে। আপ্নার লেখা পড়ে তো মনে হল এখনি ওগুলো সম্ভব।
  • sosen | 212.142.69.71 | ০৩ মে ২০১৫ ১৮:৪২678276
  • হ্যাঁ হ্যাঁ কি কি সফ্টওয়ার দিয়ে ডাক্তারদের রিপ্লেস করা যায় ঐটা বল্লেই চলবে। হার্ডোয়ারের কথা কইবেন্না, সদাকে ডাকতে হবে। আর প্লিইইইজ, জেনেটিক মার্কার ও লাইফ্স্টাইল নিয়ে কিচ্ছু কইবেন্না, কানের পিছনের চামড়া নীল হয়ে যায়, মাথায় শিং বেরোবে মনে হয়। ঐটা ছেড়ে দিন।
  • Tim | 101.185.30.115 | ০৩ মে ২০১৫ ১৮:৫০678277
  • - এক্স বলে একটা জিনিস হয়। সেটা এস বলে একটা জিইসের থেকে বেটার।
    -ও, কি করে?
    -সেটা বুঝতে গেলে আরো দুটো জিনিস জানতে হবে। অনন্ত ডট। এবার বুঝলে তো ওয়াই আর জেড বলে দুটো জিনিসের জন্য পি আর কিউ হয়, সেখান থেকে এক্স এলো?
    - কই না তো!
    - ওহো, তোমার তো আরো গোড়া থেকে শুরু করতে হবে। এ বলে একটা ব্যাপার আছে, জানো তো? এবার... অনন্ত ডট।
    -?
    অনন্ত টই
  • Abbe Plumpness Calm | 24.99.76.106 | ০৩ মে ২০১৫ ১৮:৫১678278
  • :-D

    তবে ইয়ে, একটা ব্যাপার - ইদানিং আর ওই matrix বা terminator টাইপ দাবীগুলোকে কে পুরোপুরি অসম্ভব মনে হয় না।
  • pi | 37.62.143.21 | ০৩ মে ২০১৫ ১৮:৫৭678279
  • ইপ্সিতা
    মেডিক্যাল ডেটা সায়েন্স এখনো ইনফ্যান্সিতে। কিন্ত সেটুকুও বর্তমান ডাক্তারীর থেকে অনেক এগিয়ে।

    --মেডিক্যাল ডেটা সায়েন্স এখনো ইন্ফ্যান্সিতে কি ডাক্তারির থেকে কত এগিয়ে তাই নিয়ে ঈপ্সিতার কোন প্রশ্ন ছিলনা মনে হয়।
  • Samba Bump Cells Pen | 24.99.76.106 | ০৩ মে ২০১৫ ১৮:৫৯678281
  • অন আ সিরিয়াস নোট - যেটা বলা হচ্ছে করা সম্ভব, তার একটা ইউজ কেস দিইঃ

    SCENARIO: PHYSICIAN’S ASSISTANT
    Dr. Mark Kris, the chief of thoracic oncology at Memorial Sloan Kettering Cancer Center, has developed a detailed scenario describing how he thinks Watson could be used by oncologists:

    Preparation: The oncologist is preparing to treat a Japanese-American woman who has lung cancer. Ahead of their first meeting, he reviews her personal information and medical records, including diagnosis and test results—presented to him by the Watson interface on his tablet computer. He has already spoken to the referring physician. Armed with all of this information, he begins developing a hypothesis.

    But the oncologist wants a second opinion—from Watson. So he types in a request for Watson to use all of the information at its disposal to evaluate the treatment options for this patient. Then he taps the “submit” button. In a matter of seconds, Watson pulls together the patient information, medical records, relevant medical literature, and treatment results based on MSKCC’s experience. Watson points out that women from Japan who are nonsmokers are fairly likely to have a mutation in a gene, EGFR. If so, a drug, Erlotinib, shrinks the cancer 95 percent of the time. Watson suggests a test to see if the patient has the gene mutation.

    Watson suggests other tests as well, and, after reviewing the options, the oncologist can tap a few buttons to submit a request to the patient’s insurance carrier for preauthorization of the tests.

    First Consultation: The physician meets with the patient in his office. He talks to her about her condition and asks her about her treatment preferences. She tells him that she would prefer to avoid a treatment that would result in loss of hair. It would be too disturbing to her children. After the meeting, the doctor types his consultation notes into Watson and orders the new tests.

    Review of Test Results: A few days have passed since the first visit, and the oncologist is reviewing the test results in Watson. It turns out that the patient has one of the EGFR mutations, but it’s a mutation for which Erlotinib will not work.

    Second Consultation: During the second consultation with his patient, the physician explains his deliberations. He also asks the patient if she has noticed any changes in her condition since they last met. She says yes. Two days earlier, she began noticing blood in her phlegm. The physician asks Watson how that new piece of information affects its suggested treatment options. The program comes back with a very different set of options, ranked on its confidence level.

    Watson has 90 percent confidence in the top option on the list, a cocktail of two often-used chemotherapy drugs. In addition, Watson points out that the treatment is less likely than others to cause loss of hair.

    After discussing the treatment with his patient and securing her agreement, the doctor taps a button on the Watson interface to request preauthorization of the treatment from the insurance company. All of the evidence that he and Watson have gathered is forwarded to the insurance company to support the request.

    সোর্স - যে বইটার কথা আগে লিখেছিলাম।

    আপাততঃ ডক্টর'স অ্যাসিস্ট্যান্ট। তবে শোনা যাচ্ছে ফাইনাল অবজেক্টিভ হল ডাক্তারের জায়গায় মেশিন।
  • শ্রী সদা | 113.19.212.22 | ০৩ মে ২০১৫ ১৯:০৫678283
  • বিপের যাবতীয় টেকনলজি/মার্কেট সংক্রান্ত লেখায় একটা কুমীরছানা থাকবেই - বিগ ডেটা অ্যানালিটিক্স। আর বাকীটা গোল গোল ঘোরা।
  • Samba Bump Cells Pen | 24.99.76.106 | ০৩ মে ২০১৫ ১৯:০৫678282
  • তবে এই গোলটা পুরোপুরি বিশ্বাস করি না। যেটুকু করি সেটা হল ওই অ্যাসিস্ট্যান্ট অবধি। এখন যদি কোনো হেল্‌থ সেন্টারে যান - অ্যাপোলো বা ইইডিএফ - সর্বত্র ডাক্তার পেশেন্ট মিটিংটা বড়জোর পাঁচ মিনিট, তার মধ্যে কে-কী-কেন করতে তিন মিনিট আর দুই মিনিট প্রেসক্রিপশন লিখতে। কিছুদিন আগে একটা আর্টিকল পড়লাম - যদি ডীপ লার্নিং দিয়ে raw data থেকে knowledge অবধি ধাপগুলো পেরনো যায়, তাহলে ডাক্তার-পেশেন্ট কমিউনিকেশনটা - যেটা আজকাল প্রায় হারিয়ে গেছে - সেখানে ডাক্তার বেশি সময় দিতে পারবেন।

    raw data - information - knowledge - wisdom - প্রথম তিনটে ধাপ নানাভাবে পেরনো সম্ভব বলেই মনে হয়। শেষ ধাপটা এখনো অবধি ডাক্তারের হাতেই ছাড়বোঃ-)
  • pi | 37.62.143.21 | ০৩ মে ২০১৫ ১৯:১০678284
  • আমার প্রশ্ন তো জেনেটিক মার্কার, ''ওষুধের মলিকিউলার কম্পোজিশন এবং তার সাথে লাইফ স্টাইল ও জেনেটিক মার্কারের সম্পর্ক' ...এই নিয়ে।
  • hu | 101.185.30.115 | ০৩ মে ২০১৫ ১৯:১২678285
  • কাজাখস্তানে খুব হই হই করে মে-দিবস পালন হয় প্রতি বছর। ফেসবুকে যারা আমার ফ্রেন্ডলিস্টে আছেন তারা ছবি দেখেছেন মনে হয়। এই মে মাসটাতে আমাদের বেশ ক'টা ছুটি থাকে। ৭ তারিখ মাদারল্যান্ড ডিফেন্ডার'স ডে, ৯ তারিখ ভিক্টরি ডে। কাজাখ ল অনুসারে কোন ন্যাশানাল হলিডে শনি-রবিবারে পড়লে সেই ছুটিটা পরের সোমবারে দেওয়া হয়। অর্থাৎ সে নিয়ম অনুযায়ী ৮ তারিখটা বাদ দিলে আমাদের ৭ থেকে ১১ তারিখ ছুটি। চমৎকার একটা ভ্যাকেশন প্ল্যান করা যেত। কিন্তু সে গুড়ে বালি। যদি ৮ তারিখটা ছুটি নিই তাহলে এই মাসে যতগুলো ছুটির দিন আছে তার একটাতেও মাইনে পাবো না। মাসের মাইনে হিসেব হয় ওয়ার্কিং ডে কাউন্ট করে। ন্যশানাল হলিডেগুলোকে পেইড হলিডে ধরা হয়। কিন্তু যে মাসে ন্যাশানাল হলিডে পড়ছে সেই মাসে যদি আর কোন ছুটি নেওয়া হয় তাহলে আর ছুটির দিনটা পেইড হলিডে হিসেবে কাউন্ট হবে না। প্রতি বছর ১৬-১৭ ডিসেম্বর ছুটি থাকে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে। কিন্তু আমরা ঐ দুদিনের পেমেন্ট মিস করি কারন ডিসেম্বরে বাড়ি আসার জন্য ছুটি নিই শেষ সপ্তাহটা। এসব নিয়ে প্রশ্ন করলে শুনি সোভিয়েত আমল থেকে এমনই চলে আসছে। কাজেই মে-ডে নিয়ে র‌্যোমান্টিসিজমের সাথে শ্রমিক দরদী হওয়ার কোন কোরিলেশন আমি আর আজকাল খুঁজে পাই না।
  • Samba Bump Cells Pen | 24.99.76.106 | ০৩ মে ২০১৫ ১৯:১৯678286
  • কে জানে, এভিডেন্স-বেজড মেডিসিনকে শিশিবোতলের ভাষায় বল্লে ওইটা হয় কিনা। যে কাজটা অনেকেই করছে বলে জানি সেটা হল মেডিকেল ডেটা সেট, লাইফস্টাইল ইত্যাদি ফিউজ করে সেখান থেকে নানারকম "রুল" বের করা। যেমন - ৩০-৪০ বছরের হিস্প্যানিক অরিজিন (*জেনেটিক*) ডায়াবিটিক ওবিস ছেলেদের (*মেডিকেল কন্ডিশন আর লাইফস্টাইল*) নিমবেগুন (*কেমিক্যাল/মলিকিউলার কম্পোজিশন*) খাওয়ালে কিছু একটা হয় বা হয় না।

    বেশিদূর কেউ এগিয়েছে বলে শুনিনি। ডেটা পাওয়াই কঠিন।
  • Ekak | 24.99.134.194 | ০৩ মে ২০১৫ ১৯:২০678287
  • ডাক্তারির নেচার পাল্টাবে মাস্ট ,পাল্টাচ্ছেও । "উঠে যাবে" টা হাইপ ।হ্যা ,দেখা যাবে মেডিসিন-প্যাথোলজি এরা আর এখনকার
    প্যাটার্ন এ ওয়ান-ওয়ান নেচারে কাজ করছেনা । কেয়ার প্রভাইডার এন্ডে বসে ফাইন টিউন করছে ,এক্সেপশন কেস নিয়ে রিসার্চ করছে ।সেটাকে উঠে যাওয়া বলে না :) বরং ভালই হবে ,শহুরে সেলফ পেইড কাস্টমাররা গুচ্ছের ডিভাইস বেসড মনিটরিং এ চলে গেলে ডাক্তারদের পক্ষে তার নীচের লেভেলে গিয়ে প্রাকটিস করা সম্ভব হবে ।হাসপাতালে সময় বাড়বে ।পাঁচটা সেন্টারে না বসেও অনলাইন মনিটরিং এ রোজগার করতে পারবে ।
  • dc | 132.164.204.216 | ০৩ মে ২০১৫ ১৯:২৪678288
  • আচ্ছা মেশিন দিয়ে সেলসম্যান রিপ্লেস করা যাবে না তো? আমাকে একজন বলেছিল সফটওঅ্যার খুব সৎ হয়, কোনরকম গুপি টুপি করলে ধরে ফেলে। মানে ধরুন একটা কোম্পানি এদ্দিন অটোমেটেড ছিল, সেলস ইনভয়েস পার্চেজ ইনভয়েস মুভমেন্ট শিট ইত্যাদি আলাদা আলাদা কম্পুতে হতো আর তাতে প্রয়োজনমতো জলও মেশানো হতো, এবার স্যাপ ইনস্টল হওয়ার পরে সব কিছু সেন্ট্রালাইজড আর কোন জল টল মেশানো যাবেনা। পরে অবশ্য দেখা গেলো সেখানেও জল মেশানোর কিসব পদ্ধতি আছে, আইটির লোকেরা সেগুলো করে। যাই হোক, প্রথম প্রথম আমি খুব নিস্চিন্তে ছিলাম, যে আমরা যেভাবে ক্লায়েন্ট হ্যান্ডল করি, দরকার মতো ঘুষ দিয়ে, এদিক ওদিক তেল মেরে, এখানে ওখানে টুইপ পরিয়ে, সেসব কোন রোবট করতে পারবে না। এখন দেখছি ডাক্তারিও নাকি মেশিন দিয়ে হয়ে যাবে, তাহলে তো মুশকিল! ঃ-( মানে ডাক্তারের মতো আনএথিকাল সফটওঅ্যার বানাতে পারলে তো সেলস অবধিও পৌঁছে যাবে!
  • dc | 132.164.204.216 | ০৩ মে ২০১৫ ১৯:২৫678289
  • টুপি পরিয়ে
  • Samba Bump Cells Pen | 24.99.76.106 | ০৩ মে ২০১৫ ১৯:২৮678290
  • না হওয়ার কোনো কারণ নেই:-p

    যেট্কু লোকজন বলছে সেটা হল যেকোনো স্পেশ্যালাইজড নলেজ অটোমেট করা সম্ভব। সেল্‌সও নিশ্চয় স্পেশ্যালাইজড।

    লোকে যদি আজ কোড করার কোডটাও লিখে ফেলে তাইলে আমরা সবাই বেকার হয়ে যাবো।
  • pi | 37.62.143.21 | ০৩ মে ২০১৫ ১৯:৩১678292
  • উঁহু ! বিপদার বক্তব্য 'জেনেটিক মার্কারের সম্পর্ক' সম্পর্ক নিয়ে।
    লাইফস্টাইল কি এথনিসিটি নিয়ে কী হেল্থ রিসার্চ চলছে , তার মোটামুটি খবর কিছুটা রাখি।
    কিন্তু জেনেটিক 'মার্কার' নিয়ে কোন কোন রোগের জন্য কী কী এমন জানা গেল এবং যা দিয়ে কিনা লাইফস্টাইল ওষুধের মলিকুলার কম্পোজিশনের সম্পর্ক ও বের করে ফেলা যাবে, বিপদার কাছে জানতে আগ্রহী ঃ)
    খুব স্পেসিফিক কোশ্চেন। আশা করি স্পেসিফিক উত্তর দেবেন।
    কানে কম শুনতে পাওয়া কাউকে প্রশ্ন করলে যেরকম উত্তর পাওয়া যায়, বিপদার সাথে টইয়ের প্রশ্নোত্তর সেশনগুলো মাঝেমধ্যে অমনি হয়ে যায় ঃ(
    ( ডিঃ এতদ্বারা কানে কম শুনতে পাওয়া লোকজনকে কোনোরকম অসম্মান করতে চাওয়া হয়নি)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন