এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গ্রীস এর গল্পটা আসলে হচ্ছ কি ?

    Khujchi
    অন্যান্য | ২৯ জুন ২০১৫ | ৯২৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • khujchi | 165.136.184.8 | ২৯ জুন ২০১৫ ১৯:২১681227
  • কিরকম একটা ভজঘট কান্ড চলছে - বেরোব বেরোব করছে কিন্তু বেরোচ্ছে না ! অদ্ভুত একটা কান্ড !
    IMF থেকে আরো টাকা নেওয়ার ধান্দা ? নাকি আরো অন্য কিছু ? ব্যাপারটা কি ? কেউ জানেন ?
  • Arpan | 192.156.70.198 | ২৯ জুন ২০১৫ ২৩:০৬681282
  • IMF-এরও ধান্দা থাকতেই পারে। খাতক চলে গেলে মহাজনের বড় অসুবিধা। ঃ)
  • S | 139.115.2.75 | ৩০ জুন ২০১৫ ০৯:৩৯681293
  • আচ্ছা গ্রীসের ব্যাপারটা আমি যেটুকু বুঝেছি সেইটুকু লিখি। আমার লেখার হাত খুবই খারাপ। তাই ক্ষমা করে দেবেন।

    ইউরোজোন যখন তইরী হোলো, তখন গ্রীস সহ বেশ কিছু নট সো বড়লোক দেশ সেখানে যোগ দেয়। গ্রীসের আশা ছিলো হয়তো একটা স্টেবল সমৃদ্ধ ইকনমি তইরী করা। আর বড়লোক দেশগুলি (জার্মানী, ফ্রান্স - এখন এইদুইটির কথাই আসে) চেয়েছিলো ইউরোজোনের বিস্তার, বিভিন্ন কারণে।

    প্রবলেমটা হয় যে, গ্রীসকে একটা ডেফিসিট টার্গেট দেওয়া হয়, যেটা তারা কখনই রিচ করে নি, ইচ্ছে ছিলো বলেও মনে হয়না। হয়তো স্ট্রঙ্গ ইউরোর কারণে খুব কম ইন্টারেস্টে লোনও নেয়। এবং অলদো নট সো বড়লোক, প্রচুর খরচা পাতি করে। ফলে আজকের হাল।

    এইবারে এইরকম অবস্থায় সাধারণতঃ একটা উপায় থাকেঃ ডিভ্যালুয়েশন। কিন্তু যেহেতু কারেন্সি হোলো ইউরো, তাই সেটি সম্ভব নয়। ফলে ফেঁসে গেছে। এখন আরেকটা উপায়, ম্যাসিভ লেভেলে খরচ কমানো আর ট্যাক্স বাড়ানো। তা সে আর কে করবে, পলিটিকালি করা সম্ভব নয়।

    এইবারে হাতে দুটো অপশান, ইউরো থেকে বেড়িয়ে আসা। বা আশা করে ইউরোতে পরে থাকা। ইউরোতে পরে থাকলে সুবিধেঃ আইএমেফ থেকে বা জার্মানীর থেকে ধার পাওয়া যেতে পারে, রিলেটিভলি সস্তায় বা বেটার টার্মে। আর বেড়িয়ে এলে সুবিধে নিজের কারেন্সির ডিভ্যালুয়েশন করে এক্সপোর্ট বা টুরিজম বাড়িয়ে ইকনমি ঠিক্ঠাক করা। কিন্তু দুটই একসাথে হইবে না। আর দুটতেই প্রচুর আনসার্টেনটি। এইটাই মনে হয় প্রবলেম।
  • potke | 190.215.43.138 | ৩০ জুন ২০১৫ ১০:৫৪681304
  • বেরিয়ে আসার চান্স ই বেশী, মনে হয়।
  • S | 139.115.2.75 | ৩০ জুন ২০১৫ ১০:৫৫681315
  • হ্যাঁ বড়দা আর কত সামলাবে। তবে বেড়িয়ে আসা মনে ঐ আগের সব ইনভেস্টমেন্ট জলে গেলো।
  • S | 139.115.2.75 | ৩০ জুন ২০১৫ ১১:২৬681337
  • আমার তো মনে হয় সক্কলের মঙ্গল হবে। ইউরোজোনও বেঁচে যাবে। গ্রীস গন কেস, ঐ ইউরো খরচ করে অন্য দেশগুলোকে বাঁচিয়ে দেওয়া যাবে। ইওরোজোন নিয়ে কোস্চেন উঠবে, ফলে ডলার স্ট্রঙ্গ হবে। কিছু কন্টানজিয়ান এফেক্ট হতে পারে, কিন্তু গ্রীসের ইকনমি ইজ নট অ মেজর ইকনমি - ২৫০ বিলিয়নের ইকনমি, অতএব খুব বিশাল কিছু একটা ঝড় উঠবেনা। আর গ্রীসও স্বস্তির নিশ্বাস ফেলবে, আর এইবারে নিজের ভালো নিজে বুঝে নাও।

    কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এতো গুলো ভালো কি একসাথে হবে? মনে হয় নাটকটা আরো কয়েকদিন চলবে। দেখাই যাক।
  • pi | 24.139.221.129 | ৩০ জুন ২০১৫ ২২:৫৭681348
  • এই যে, গ্রীসের এখনকার ছবি।




    Thousands are assembled in Athens right now, calling for a vote against austerity in the July 5 referendum.
  • 4z | 79.157.35.160 | ৩০ জুন ২০১৫ ২৩:০৮681228
  • ইউরো ডে ওয়ান থেকেই আ ডিজাস্টার ইন ওয়েটিং ছিল। এভাবে হয় নাকি? প্রত্যেকটা দেশের কালচার আলাদা, গভার্নেন্স প্রসেস আলাদা। জোর করে সবাইকে এক ছাতার তলায় আনার ফল কি হতে পারে তা গ্রীসের সমস্যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।

    জার্মানি আর কোন লোন দেবে না (মনে হয়)। আর গ্রীসের ইকনমি আজ থেকে নয়, ডুবছে সেই অলিম্পিকের পর থেকেই। যাস্ট ইউরোতে যাতে টিঁকে থাকতে পারে তার জন্য গোল্ডম্যানকে দিয়ে তৎকালীন সরকার কি খিচুড়ি পাকিয়েছিল দেখুন।

    http://www.spiegel.de/international/europe/greek-debt-crisis-how-goldman-sachs-helped-greece-to-mask-its-true-debt-a-676634.html

    গ্রীসকে তো জোর করে ধার নিতে বাধ্য করা হয়েছে। ইউরো তে জয়েন করার গুনাগার বলা যায়। আজ গ্রীসকে ঘটি বাটি বেচে তার দাম চুকোতে হচ্ছে।
  • pi | 24.139.221.129 | ৩০ জুন ২০১৫ ২৩:১২681239
  • একজন।
    “I want freedom for my country and dignity for its people, because right now my country does not have its freedom and its people do not have their dignity. It might be very hard work after Sunday, but freedom needs hard work.”

    --

    আরেকজন।
    '“We probably have a lot to lose if we leave Europe,” said Alex Zoubouglou, a photographer. “But it will be worth if if that is what it takes to recover our dignity. We’re here because we’re fed up with being treated as if we were ignorant. We’re well educated, we’re civilised, we’ve been around and we’re being being treated like so much less.”'

    ---
    আরো আরেকজন।
    '“austerity is not working for anyone. It’s just so clear. Well, maybe its working for the top 1%, but not for the rest. Not for ordinary people. We will stand by our government. It’s a question of morality, of basic human dignity”.

    --

    Maybe in other countries “you have another concept of dignity,” said Sotiris Sousanis, an unemployed chemical engineer. “But it’s a right for all humans. And these last few years, they have been playing with us in Europe. If we have to leave the EU, it will be difficult, but it’s difficult anyway. We can’t live like this, being kept on a rope.”

    --

    George Karababis, an unemployed construction worker, said he had come to say “no to the EU, no to what the EU is doing to ordinary people.” His wife, Aspasia Apostoulou, said she earned €500 a month as a hospital cleaner and felt “almost a slave”.

    “We can’t live like this. This whole system is just stamping on ordinary people. We have to stand up and say no. Greece, Europe, has to be about people. It’s a moral question. It’s a question of dignity,” she said.

    ---

    Friends Josephine and Amalia, both unemployed, shared that sentiment. “In the end, I took early retirement. There was clearly no chance of me ever working again,” said Josephine, a former shop assistant in a furniture store.

    “For five years, we have said yes,” said Amalia. “Yes to this, yes to that, yes to everything they demanded, even though it has put us in the terrible situation we’re in now. And now it’s time to say no. Is there democracy in Europe or not?”

    Josephine added: “We have very little to lose. We have lost our jobs, our money, half our pensions. The 99% have nothing to lose. Europe cannot be just for capital. It has to be also about human beings. This is about a better future for us, for our children. It is just about dignity.”

    ---

    এই এত জন মানুষের জড়ো হওয়া আর কথাগুলো শুনে মনে হছ্চে , গ্রীসে এখন #হোকডিগনিটি চলছে।
  • S | 109.27.138.238 | ৩০ জুন ২০১৫ ২৩:২৫681250
  • গ্রীস বেরিয়ে এলে সকলেরই মঙ্গল।

    আসলে বেশ কিছু স্ট্রঙ্গ ইকনমি ইউরোজোনে ঢোকেনি। এইটা মুশ্কিল হয়ে গেছে। তার বদলে কিছু দুব্বল ইকনমিকে নিতে হয়েছে।
  • PM | 53.251.89.225 | ৩০ জুন ২০১৫ ২৩:২৭681261
  • "ঋণং কৃত্তা ঘৃতং পিবেৎ"করার সময় এই ডিগনিটির কথা মাথায় রাখলে আরো ভাল হতো।

    আপাতত গ্রীসের ইউরো থেকে বেরোনো আর কারেন্সি ডিভ্যালুয়েসনের দিকে তাকিয়ে আছি। অনেকদিন ধরে গ্রীস আর টার্কি বেড়ানোর প্ল্যান, এবার কম খরচে সারা যাবে।
  • 4z | 79.157.35.160 | ৩০ জুন ২০১৫ ২৩:৩৩681272
  • স্ট্রং ইকনমিরা জেনেশুনেই ঢোকেনি।

    কারোর প্রপার্টি ইনভেস্টমেন্টে ইন্টারেস্ট থাকলে এই তালে গ্রীসে এক-আধটা কিনে ফেলতে পারেন। জোকস অ্যাপার্ট, গ্রীস শুধু নয়, ছোটখাট বেশ কিছু ইকনমি বেরিয়ে গেলে তাদের জন্য আখেরে ভালই হবে।
  • S | 109.27.138.238 | ৩০ জুন ২০১৫ ২৩:৩৬681277
  • তবে জার্মানীর এক ইউরোপের প্ল্যানটা ভেস্তে গেলো। এইসব দেখে ইউক্রেন কি ঠিক করলো?
  • Arpan | 125.118.162.58 | ৩০ জুন ২০১৫ ২৩:৩৯681278
  • গ্রীসের পর কারা লাইনে আছে? স্পেন, পর্তুগাল?
  • S | 109.27.138.238 | ৩০ জুন ২০১৫ ২৩:৪২681279
  • না ঐগুলো তো মোটামুটি ঠিক ঠাক করা গেছে বলেই মনে হয়। অবশ্যি পর্দা সড়ালে বোঝা যাবে।
  • S | 109.27.138.238 | ৩০ জুন ২০১৫ ২৩:৪৯681283
  • আচ্ছা আপনারা সব্বাই এতো প্রো গ্রীস হয়ে গেলেন কেন?
  • সুশ্রুত সরখেল | 212.54.102.201 | ৩০ জুন ২০১৫ ২৩:৫৪681286
  • গ্রীস না দিলে গতি কমে যাবে তাই প্রোগতিবান জনতা প্রোগ্রীস হয়েছেন। অবাক হওয়ার কিছু নেই।
  • pi | 24.139.221.129 | ৩০ জুন ২০১৫ ২৩:৫৪681285
  • এই অলিম্পিকের পর থেকেই ডুবছে টা নিয়ে একটু শুনতে চাই।
  • Arpan | 125.118.162.58 | ৩০ জুন ২০১৫ ২৩:৫৫681287
  • এইত্তো আমি মোটেও প্রো-গ্রীস নই।
  • S | 109.27.138.238 | ৩০ জুন ২০১৫ ২৩:৫৬681288
  • না না অলিম্পিক্স টা একটু বাড়ানো চড়ানো। ওটির ফলে অবস্থার অবনতি হয়েছে ঠিকই, কিন্তু না করলেও হোতো।
  • Ekak | 24.99.224.160 | ০১ জুলাই ২০১৫ ০০:০৩681289
  • দুটো কারনে গ্রিসের ইউরোজোন থেকে বেরোনো সমর্থন করি । এক হলো দেশটায় লোকজন হেব্বি হ্যাজের বলে মনে হয় (লেখা,খবরের কাগজ পড়ে,মুখোমুখি কাওকে ব্যক্তিগতভাবে চিনি না )। এরা বেরিয়েই একটা অতিবাম গন্ধওয়ালা রাষ্ট্র বানাবার তাল করতে পারে । তাহলে তো টেররিস্ট ফেররিস্ট পয়দা করে জমে ক্ষীর !

    আর দ্বিতীয় কারণ হলো ,এই ইউরোজোন ব্যাপারটা তো টপ লেভেলের কিছু দেশের কারেন্সি কন্ট্রোলের ব্যবসা । অপেক্ষাকৃত দুর্বল দেশকে গাধা বানিয়ে চলে ।গ্রীসের পর গুটিগুটি তারাও সরতে থাকল ইওরো ঝাড় খাবে ।

    মানে ,একটা সুন্দর ক্যাচাল লাগার সম্ভাবনা আছে আর কী । বা হয়ত বেশি আশা করছি ।
  • S | 109.27.138.238 | ০১ জুলাই ২০১৫ ০০:১২681290
  • এক গ্রীক কে জিগালাম তোমার দেশের হাল কেমন। সে জানালো জে তেমন কিছু না। তারপরেই জিগালো তুমি কোন দেশের, সেখানের কেমন হাল।

    ইউরোজোন ব্যাপারটা ঠিক শুধুমাত্র তা নয়।
  • একক | 24.99.224.160 | ০১ জুলাই ২০১৫ ০০:১৭681291
  • "শুধুমাত্র" অবশ্যই নয় ।
  • 4z | 79.157.35.160 | ০১ জুলাই ২০১৫ ০০:৩০681292
  • অলিম্পিক্সের কথা বলা এটা বোঝাতে যে গ্রীক ইকনমি আজ নয় বেশ কিছুকাল ধরেই ডুবছে। টাইমফ্রেম বোঝানো ছাড়া অলিম্পিক্সের আলাদা কোন ভুমিকা নেই এখানে।

    ইউরো তো তৈরি হয়েছিল বেসিকালি ফ্রান্স আর জার্মানীকে একসঙ্গে আনার জন্য। দুটো দেশের কন্স্ট্যান্ট ঠোকাঠুকি বন্ধ করতে। এবারে জোন তৈরি হয়ে গেলে সেটার ইম্পর্ট্যান্স বাড়াতে নাকের ডগায় বেনিফিটের গাজর ঝুলিয়ে ছোট ইকনমিগুলোকে ছাতার তলায় এনে ইউরোকে একমাত্র কারেন্সি হিসেবে অ্যাকসেপ্ট করতে বাধ্য করা। জার্মানী আর ফ্রান্স ছাড়া বড় ইকনমি কে আছে?
  • S | 109.27.138.238 | ০১ জুলাই ২০১৫ ০০:৩৫681294
  • ইতালি। স্পেনও তো ছোটো নয়। বড় ইকনমির মধ্যে ইউকে আসেনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন