এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গ্রীস এর গল্পটা আসলে হচ্ছ কি ?

    Khujchi
    অন্যান্য | ২৯ জুন ২০১৫ | ৯২৫২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • 4z | 79.157.35.160 | ০১ জুলাই ২০১৫ ০০:৪৮681295
  • ইতালি আর স্পেনের ইকনমি অনেকদিন ধরেই নড়বড়ে। নেহাত জি৭ এর পার্ট নয়ত ইতালির ঘটি আরো আগে উল্টোতো।
  • সে | ০১ জুলাই ২০১৫ ১৩:৫০681296
  • পোর্তুগালের ইকনমির অবস্থাও ঢিলে।
    ইস্ট ইয়োরোপের কিছু দেশ প্রথমে ইইউতে ঢুকেছে ও পরে ইউরোজোনে ঢুকতে চায়।
  • সে | ০১ জুলাই ২০১৫ ১৪:১৪681297
  • What happens next?

    1 July - Eurogroup - the finance ministers of the eurozone - holds a telephone conference to discuss new proposal from Greek Prime Minister Alexis Tsipras

    5 July - Referendum on creditors' proposals takes place, which many say is effectively a vote on Greek membership of the eurzone

    20 July - Greece must redeem €3.46bn of bonds held by the European Central Bank. If it fails to do so, the ECB can cut off Greece's access to emergency loans

    http://www.bbc.com/news/world-europe-33339363
  • সে | ০১ জুলাই ২০১৫ ১৪:১৬681298
  • সে | ০১ জুলাই ২০১৫ ১৫:৩১681299
  • Greek PM concedes to creditors
  • সে | ০১ জুলাই ২০১৫ ১৬:৩৮681300
  • গ্রীসের প্রধানমন্ত্রী বেইল আউটের প্রায় সমস্ত শর্তই মেনে নিতে রাজি হয়েছেন।
    সামনের রবিবারে রেফেরেণ্ডাম আদৌ হবে কিনা বলা যাচ্ছে না।
  • সে | ০১ জুলাই ২০১৫ ১৬:৪১681301
  • আঙ্গেলা ম্যার্কেল ভাষণ দিচ্ছেন পার্লামেন্টে। ইয়োরোপ আগের থেকে শক্তিশালী হবে - ওঁর বক্তব্য।
  • sm | 53.251.88.199 | ০১ জুলাই ২০১৫ ১৬:৪৫681302
  • আমার দেখা গ্রিসের লোকজন খুবই মার্জিত,উচ্চ শিক্ষিত ও ইন্টেলিজেন্ট।অনেকটা ইতালির লোকেদের মতন, একটু কম গম্ভীর ও ফুর্তিবাজ।আমার মনে হয়, একটা মিডিয়া হাইপ চলছে।
    সম্ভত যাতে গ্রিসের লোকজন চাই ইউরো থেকে বেরিয়ে আসতে।মিডিয়া একটা ব্লিক ফিউচার এঁকেই চলেছে। এতে করে রেফারেন্ডামের সময় লোকজন চাইবে বেরিয়ে আসতে। জার্মানি, ফ্রান্স, ইউ কে ও তাই ই চায়।
    বেরিয়ে আসার পর গ্রিস কে এই এম এফ ও আমেরিকা অর্থ সাহায্য করতে শুরু করবে।
    ক্ষুদ্র দেশ, লোক সংখ্যা কম এবং অদ্ভুত প্রাকিতিক সৌন্দর্য্য,ওএদার এর জন্য টুরিসিম করেই প্রচুর কমিয়ে নেবে।শিল্প বানিজ্যের বিকাশ ও ঘটবে দ্রুত। কারণ নিজের মতন পলিসি সাজাতে পারবে এবং কারেন্সির ভ্যালু প্রচুর কমে যাবে।
    তবে বেরিয়ে এলেও পুনরায় ঢোকার আবেদন ও বিবেচনার পথ ও খোলা থাকবে।
  • সে | ০১ জুলাই ২০১৫ ১৬:৫০681303
  • উঁহু, এখন তো আর বেরিয়ে আসবার কোনো প্রশ্নই নেই।
  • সে | ০১ জুলাই ২০১৫ ১৬:৫১681305
  • লেটেস্ট নিউজ দেখে মতামত দিন। বেরিয়ে আসাটা এখন অপ্রাসঙ্গিক।
  • sm | 233.223.158.97 | ০১ জুলাই ২০১৫ ১৮:৫৯681306
  • There is no precedent for a country to leave the euro and no-one knows how it might happen. But a No vote on 5 July would most likely push Greece towards the exit door.
    But several European leaders - Italy's Matteo Renzi, Francois Hollande of France and German deputy chancellor Sigmar Gabriel - have said they see the referendum as a choice between staying in the eurozone or leaving it.
  • সে | ০১ জুলাই ২০১৫ ১৯:১৬681307
  • দ্যাখা যাক, কী হয়।
  • khujchi | 165.136.184.8 | ০১ জুলাই ২০১৫ ১৯:৪৯681308
  • EURO কে টেনে নামানোর জন্য এই পুরো ঘটনা তা USA এর কোনো লং টার্ম চক্রান্ত নয় তো ? ভাবছি ।। জানি না ।
    গ্রীস বেরোলে overall EURO খানিকটা দুর্বল তো হবেই ।। IMF + USA এর এক্সপোজার কিন্তু খুব একটা কম নেই গ্রীস এ ।। যদিও USA এর ইকোনমিক্স এর তুলনায় ওই টাকাটা কিছুই নই ।।
    কিন্তু অন্যদিকে ভাবলে - জার্মানি এরও বিশাল এক্সপোজার আছে ।। জার্মান গুলো অত বোকা তো নই ।। confusing !!
  • ranjan roy | 132.162.185.232 | ০১ জুলাই ২০১৫ ২২:৩২681309
  • আমার পরিচিত এক গ্রীক ছেলে নিকিতাস ক্রীট দ্বীপের নিবাসী ফোটোগ্রাফার। দিব্যি সংসারী, ভালো রান্না করতেও পারে।ঃ)))
    ওকে জিগাইলাম তোমাদের এই হাল কেন? সাধারণ লোকের পারসেপ্শন কী?
    -- করাপ্শন; আদ্যোপান্ত করাপশানে ডুবে আমাদের পলিটিশিয়ান ও ব্যবসায়ীরা।
    -- তা কেন? করাপশন তো আমাদের দেশেও আছে।
    --কী বলছ আংকল! তোমাদের দেশে তো ধরা পড়লে জেলেও যায়। মিনিস্টাররাপ যায়। শুনেছি এক প্রধানমন্ত্রীও নাকি তিনমাসের জন্যে--, এক মুখ্যমন্ত্রীও--!
    --- হ্যাঁ, তবে পাকা প্রমাণ পেলে--।
    --আরে আমাদের দেশে ওসব ভাবাই যায় না। কাঁচা পাকা কোন কিছু দিয়েও করাপ্ট পলিটিশিয়ানদের ছোঁয়া যায় না। সিস্টেম টাই--।

    একক,
    কী মনে হয়? ওদেরও একটা নরেন্দ্র মোদী গদিতে বসবে?
  • sm | 233.223.159.253 | ০১ জুলাই ২০১৫ ২২:৫৮681310
  • লেটেস্ট নিউজ দেখে মতামত দিন। বেরিয়ে আসাটা এখন অপ্রাসঙ্গিক।
    ---
    এই পোস্ট টার অর্থ কি?
  • সে | ০১ জুলাই ২০১৫ ২৩:০২681311
  • অর্থ ঃ- এখন গ্রেক্সিট হবে না।
  • দ্রি | 181.25.193.78 | ০১ জুলাই ২০১৫ ২৩:০৫681312
  • আরে গ্রেক্সিটের এত তাড়া কী? গ্রীসের এখন যা দেনা ২০৫৭ সাল পর্য্যন্ত শোধ করতে হবে।

    লোন দেনা হ্যায় তো অ্যায়সা।
  • sm | 233.223.159.253 | ০১ জুলাই ২০১৫ ২৩:২৪681313
  • গ্রেক্সিত নাই হতে পারে। কিন্তু লেটেস্ট নিউস এ তো অনেকে বলছে হতেও পারে। তা, আপনি এত স্যান্গুইন কি করে হলেন? আর দুম করে অপ্রাসঙ্গিকই বা বলে দিলেন কেন?
  • S | 218.54.86.195 | ০২ জুলাই ২০১৫ ০৬:১৬681314
  • ইউকের কি স্বার্থ?

    আর সব জায়গায় কন্স্পিরেসির ভুত দেখে লোকে।
  • lcm | 118.91.116.131 | ০২ জুলাই ২০১৫ ০৮:৪৮681316
  • - গ্রিস -
    আয়তন ৫০০০০ বর্গ কিনি (তামিলনাড়ু)
    জনসংখ্যা ১ কোটি (উত্তর ২৪ পঃ)
    জিডিপি ৩০০ বিলিয়ন ডলার (মহারাষ্ট্র+উত্তরপ্রদেশ)
    পার ক্যাপিটা ২১০০০ ডলার (পর্তুগাল ২৬০০০)
    ঋণ ৩১০ বিলিয়ন ডলার (পর্তুগাল ৫৪৮ বিলিয়ন)
  • sm | 233.223.159.110 | ০২ জুলাই ২০১৫ ০৯:৪৫681317
  • ইউ কে বরাবর ই প্রো ইউরো নয় ।এখানে লিব দেম ছাড়া কেউ ই খুল্লম খুল্লা ইউরো কে সাপোর্ট করে না। UKIP তো ইউরো স্কেপটিক।
    জনগণ ও নেতারা চারটি জিনিসের ওপর খুব গুরুত্ব দেয়। অর্থনীতি ইনক্লুডিং কারেন্সি,ল এন্ড অর্ডার,ট্যাক্স,মাইগ্রেশন।
    প্রথম থেকেই ইউ কে পাউন্ড সারেন্ডার করে নি;কারণ জনগণ পাউন্ডের উঁচু বিনিময় মূল্য পছন্দ করে।
    তাহলে ইউ কে, ইউরো তে আছে কেন? কারণ হিস্টরিক্যালি প্রায় ১৫০- ২০০ বিলিয়ন পাউন্ডের বানিজ্য হয় ইউরো দেশগুলোর সঙ্গে।
    আইসলেট হয়ে গেলে, এই বানিজ্য অসাড় হয়ে পড়বে।তাই ইউরো তে যুক্ত থাকতেই হবে।
    কিন্তু ইউরোতে থাকার জন্য কি কি মূল্য চোকাতে হয়; দেখে নেওয়া যাক। বেশ কিছু বিলিয়ন পাউন্ড যায় অনুদান ও ঋণ হিসেবে।
    যেমন ইচ্ছে না থাকলেও গ্রিস কে প্রায় ১০ বিলিয়ন লোন দিতে হয়েছে।এই রকম আরো কিছু দেশ কে ভবিষ্যতে দিতে হবে।
    দ্বিতীয়ত,মাইগ্রেশন। আফ্রিকা থেকে প্রায় ৩০-৪০ হাজার মাইগ্রেন্ট ইতালি বা অন্যান্য দেশে ঢুকে পড়েছে।এদের থেকে অন্তত ৩-৪ হাজার কে স্থান দিতে হবে।এটা ইউরো তে থাকার জন্য অস্বীকার করা মুশকিল।এর পরেও দুর্বল অর্থনীতির দেশ গুলো থেকে হু হু করে মাইগ্রেশন হচ্ছে ইউ কে তে।এটা আটকানো অসম্ভব; কারণ এক্ষেত্রেও ইউরো আইন প্রযোজ্য হবে।ইউ কের বেনিফিট সিস্টেম খুব স্ট্রং( শিক্ষা সাস্থ্য ফ্রি), তাই মাইগ্রেশন বেশি হবে বলাই বাহুল্য।
    এই ইউরোজন কে পুরোপুরি জার্মানি ও ফ্রান্স কন্ট্রোল করে।তাই নীতি নির্ধারণের ক্ষেত্রে এদের স্বার্থ ই বেশি দেখা হয়।
    সুতরাং ইউরো জনের স্টেবিলিটি কমলে ইউ কের ক্ষতি নেই ; বরঞ্চ লাভ। আর বেইল আউটের পরিমান বাড়লে বা আরো বেশি দেশকে বেইল আউটের টাকা দিতে গেলে,ইউ কের ভাগের টাকা বেশি দিতে হবে।
    এছাড়াও আরো অনেক কারণ আছে। যেমন কোটা সিস্টেমের দরুন ইউ কের ফিসারী ইন্দাস্ত্রী বহুত মার খেয়েছে।
  • S | 139.115.2.75 | ০২ জুলাই ২০১৫ ১০:০১681318
  • কিন্তু এটা একটা কারেন্সি প্রবলেম। বিভিন্ন দেশ - যাদের ইকনমিক কন্ডিশন আর ফিলসফি আলাদা - তাদের একই কারেন্সি থাকলে কি হয় সেইটা দেখা যাচ্ছে এই কেসে। ইউকে তো সেই প্রবলেম থেকে মুক্ত, অ্যাজ অ ম্যাটার অব ফ্যাক্ট গ্রীস ইউরোজোনে থাকলে ইউরো আরো দুর্বল হবে যেটা পাউন্ডের ভ্যালু বাড়াবে।

    গ্রীস থাকলে ইউরোজোনের বরন্চ ক্ষতি। বেড়িয়ে গেলেই ভালো হোতো। অন্য কিছু বড় ইকনমিকে (স্পেন আর ইতালি) বাঁচানো যেতো। এখন এইগুলোর হাল কে ধরবে কে জানে।

    গ্রীস ছাড়লেই ইউরোজোন ভেঙ্গে যাবেনা। আর ইউরোজোন ভেঙ্গে গেলেও ঐসব ইমিগ্রেশন তো বন্ধ হবে না যতদিন ইউ আছে।
  • sm | 233.223.159.253 | ০২ জুলাই ২০১৫ ১২:১১681319
  • ভালো করে বুঝিয়ে বলুন ইউরোজোন ভেঙ্গে গেলে কেন ইমিগ্রেশন বন্ধ হবে না?
    যদি ইউরোজোন না থাকে, অন্তত ইউ কের বানিজ্যে কোনো ক্ষতি হবে না। কিন্তু থাকলে বিভিন্ন বাঁধা নিষেধ এর আওতায় পড়বে। ফিসারী ইন্ডাস্ট্রির কথা যেমন বললাম।
    কোটার জন্য ডেয়ারী শিল্পের ও ক্ষতি হচ্ছে। পুরো নীতি নির্ধারণ করছে ফ্রান্স ও জার্মানি।
    ইউরোজোন স্ট্রংহলে , ভবিষ্যতে ইউরোপের অর্থনৈতিক ক্যাপিটাল হয়ে উঠবে বার্লিন। স্বভাবতই একটি দুর্বল ইউরোজোন ইউ কের দিক থেকে সুবিধাজনক।
  • S | 139.115.2.75 | ০২ জুলাই ২০১৫ ১২:২৬681320
  • প্রথমটার কারণ ইউ আর ইউরোজোন আলাদা। ইমিগ্রেশন ইত্যাদি ইউর ব্যাপার, ইউরোজোনের নয়। ইউকে ইওরোজোনের মেম্বার নয়।

    আর গ্রীস ইউরোজোন থেকে বেড়িয়ে গেলে, ইউরোজোনেরই ভীলো ভালো মনে হয়। কারণ এখন গ্রীস একটা লস্ট কজ। কোনো লাভ নেই, একগাদা আনসার্টেনটি। অতএব গ্রীসকে নিয়ে এই নাটকটা যতদিন চলবে, ইউরো ক্রমশ তত উইক হবে। এগুলো সবই আমার অনুমান, উল্টোটাও হতে পারে ভবিষ্যতে।

    এইমুহুর্তে মেইনল্যান্ড ইউরোপের ফাইনান্সিয়াল ক্যাপিটাল ফ্র্যান্ক্ফার্ট আর জুরিখ। অতএব, ভবিষ্যতে যেতে হবে না।
  • ঊমেশ | 118.171.128.168 | ০২ জুলাই ২০১৫ ১২:৩৭681321
  • ইউরোজোন ভেঙ্গে গেলে যে ইউ-কে এর লাভ এর সাথে সাথে ক্ষতিও আছে। ইউ-কে তে ইন্ভেস্টমেন্ট কমে যেতে পারে।
    ইউরোজোন এ ইউ-কে থাকার জন্যে বড়ো মার্কেট-সাইজ এর কথা ভেবে ইউ-কে তে ইনভেস্টমেন্ট আসে। শুধু ইউ-কে খুব বড়ো মার্কেট নয় কিন্তু।
  • S | 139.115.2.75 | ০২ জুলাই ২০১৫ ১৩:০০681322
  • ইউকে ইওরোজোনের মেম্বার নয়।
  • lcm | 118.91.116.131 | ০২ জুলাই ২০১৫ ১৩:৫২681323
  • ইউরোপিয়ান ইউনিয়ন হল ইকনমিক ইউনিয়ন, পলিটিক্যাল ইউনিয়ন নয় (অন্তত টেকনিক্যালি নয়)। কিন্তু, ইকনমিক কন্ট্রোল ক্রমশ হয়ে দাঁড়ায় পলিটিক্যাল কন্ট্রোল - অপেক্ষাকৃত গরীব দেশের ওপর।

    আজ যদি, ইউ একটা দেশ হত, আর গ্রীস সেই দেশের এক গরীব রাজ্য হত, তাহলে কি আর বড়লোক রাজ্য বলত যে আমাদের টাকায় ওদের চলে তাই ঐ রাজ্য বাদ দিয়ে দাও, বা ওদের পেনসন কমিয়ে দাও, বা ঐ রাজ্যে রিটায়ারমেন্টের বয়স বাড়াও ইত্যাদি।

    এর উল্টো আর্গুমেন্ট হচ্ছে, গ্রিস যদি ইউ নামক দেশের একটি অঙ্গরাজ্যের মতন হত, তাহলে গোটা দেশের কিছু রুল গ্রিস-কেও মেনে চলতে হত, যেমন ফেডারেল ট্যাক্স, পেনসন রুল ইত্যাদি।

    এই সব কারণে, ব্রিটেন/নরওয়ে এরা ইউ-তে ঢোকেনি।

    আজ গ্রিস যদি ইউ থেকে বেরিয়ে যায়, নিজেদের টাকা (দ্রাখমা) নিজেরা ছাপায়, তাহলে ইনিশিয়ালি খুব কষ্টের মধ্যে দিয়ে হয়ত যাবে ৫-১০ বছর, ইনফ্লেশন হতে পারে, ইন্টারন্যাশনাল ট্রেডিং খুব ঝামেলা হবে - এই সব - কিন্তু লং রানে সামলে নেবে, সামলে নিতে হবে।

    আর নইলে, আইএমএফ/ইউ-র শর্ত মেনে ইউ-র মধ্যে থাকলে আপাতত হয়ত কিছু এদিক ওদিক রদলবদল করে যেমন চলছে চলবে, কিন্তু লং রানে প্রবলেম সল্‌ভ্‌ড হবে এমন বলা মুশকিল, কারণ আইএমএফ/ইউ ধার মকুব করার কোনো ইশারা দেয় নি।

    গ্রিস-এর লোককে ঠিক করতে হবে তারা কোন সল্যুশন এখন চায় - এবং ঠিক এই কারণেই সিপ্রাস গনভোট চাইছিলেন।
  • lcm | 118.91.116.131 | ০২ জুলাই ২০১৫ ১৩:৫৭681324
  • গ্রিস বেরিয়ে গেলে, ইউ-র গোটা কনসেপ্টটাই একটা ধাক্কা খাবে। ভাঙবেনা হয়ত, কিন্তু ইউ-র নিয়মকানুন কিছু বদল হবে।
    আর সব থেকে কনফিউশন হবে যে সব দেশে লাইনে আছে ইউ-তে ঢোকার জন্যে (টার্কি এবং পূর্ব ইউরোপের অন্যান্য দেশ) - দুপক্ষই ধন্ধে পড়বে।
  • সে | ০২ জুলাই ২০১৫ ১৪:০০681325
  • ব্রিটেন কিন্তু ইইউ মেম্বার স্টেট, যদিও ইউরোজোনের মেম্বার নয়।
    নরওয়ে ইইউ মেম্বার স্টেট নয়।
  • সে | ০২ জুলাই ২০১৫ ১৪:০১681327
  • থুড়ি, নরওয়ে ইউরোজোনের মেম্বার নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন