এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দী কেন ??

    শুভদীপ
    অন্যান্য | ০৭ আগস্ট ২০১৫ | ৩২৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শুভদীপ | 111.221.135.217 | ০৭ আগস্ট ২০১৫ ০১:৫৪682493
  • ICSE বা CBSE বোর্ডে পাঠরত অনেক বাঙালী স্টুডেন্টকেই দেখছি তারা স্কুলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলার বদলে হিন্দী পড়ছে, অবশ্যই তাদের গার্জেনদের ইচ্ছেয় । বুঝতে পারছি না বাপমা রা কি ভেবে এটা করছেন ?
    যদি কমিউনিকেশনের ভাষা হিসেবে হিন্দী শেখাই কারণ হয় তবে এই টেক্সটবুক হিন্দী শিখে কোনও লাভ নেই, কারণ সংস্কৃত মাখিয়ে ল্যাটপ্যাট করে দেওয়া যে ভাষাকে হিন্দী হিসেবে স্কুলে পড়ানো হয়, সেই ভাষা দিল্লী মেট্রোর ঘোষণা ছাড়া আর কোথাও ব্যবহার হয় বলে জানা নেই । ঐ 'হিন্দী'তে কথা বললে দেশের হিন্দীভাষীদের আশিভাগই বুঝবেন না । কাজেই স্কুলে পড়ানো হিন্দী শিখে আদৌ কি লাভ হয় জানি না ।
    বাঙালি বাড়ীর ছেলেমেয়ে বাংলা না শেখার দরুণ বাংলা অক্ষর পড়তেই হোঁচট খায়, ফলত বাংলা সাহিত্য পড়ার থেকে তারা বঞ্চিত থেকে যায় । অন্যদিকে বাড়ীতে হিন্দীচর্চার পরিবেশ না থাকায় হিন্দীটাও তারা যা শেখে স্কুলেই শেখে, এবং তাতে আর যাই হোক, হিন্দী সাহিত্যের প্রতি আগ্রহ জন্মায় না ।
    বাপমায়েরা বুঝতে পারছেন না, যে বাংলার বদলে হিন্দী শেখানোর চক্করে আদতে বাংলা হিন্দী কিছুই শিখছে না তাদের সন্তানেরা । হিন্দীর নামে যা শিখছে তাতে মেট্রোরেলের ঘোষক বা হিন্দী টাইপিস্ট ছাড়া আর কোথাও কোনো হেল্প হবে না । এমন একটা জেনারেশন তারা তৈরী করছেন যারা ফেলুদা, শংকু, ব্যোমকেশ, কাকাবাবু পড়বে ইংরেজী অনুবাদে ।
  • Du | 34.238.130.225 | ০৭ আগস্ট ২০১৫ ০৪:৫২682515
  • ক্ক। বাংলা শিখলে কম নম্বর এটাও ঠিক নয়। বাবা মাদের অনুরোধ, অন্ততঃ পঃবঃ তে থাকলে তো বটেই, বাংলা নেওয়াতে উত্সাহ দিন।
  • b | 135.20.82.164 | ০৭ আগস্ট ২০১৫ ১০:৪৭682526
  • কেন্দ্রীয় বিদ্যালয় (কে ভি) গুলিতে হিন্দি নেওয়া মাস্ট।
  • byaang | 132.167.122.28 | ০৭ আগস্ট ২০১৫ ১০:৫০682537
  • কিছু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা লিখি।

    ১) শুধু পশ্চিমবঙ্গের বাঙালীরাই যে ছেলেমেয়েকে দ্বিতীয় ভাষা হিসাবে হিন্দি নিতে বলছে, তা নয়। প্রায় বারোবছর ব্যাঙ্গালোরে থাকার সুবাদে দেখেছি, এখানকার অনেক কন্নড়ভাষী পরিবারেও ছেলেমেয়েদের দ্বিতীয় ভাষা হিসাবে হিন্দি নিতে, এবং বাবামায়ের ইচ্ছেতেই।

    ২) আমার ছেলের ইস্কুলে একেকটি ক্লাসের ছাত্রসংখ্যা ৪০০ থেকে ৪৫০। এই স্কুলটিতে দ্বিতীয় ভাষা হিসাবে অধিকাংশ ভারতীয় ভাষা (এমনকি মনিপুরীও) অথবা ফ্রেঞ্চ, স্প্যানিশ ইত্যাদি নেওয়া যায়। প্রতিটি ভাষা শেখানোর জন্য প্রতিটি ভাষার শিক্ষক-শিক্ষিকাও আছেন।

    কিন্তু এই ৪০০ থেকে ৪৫০ জন ছাত্রের ৫০শতাংশ নেয় হিন্দি, ৩০শতাংশ নেয় ফ্রেঞ্চ, (অনেকেরই হিন্দিতে অসুবিধা হলে ফ্রেঞ্চে চলে যায়)। ১০ থেকে ১৫ শতাংশ নেয় কন্নড়। বাকি যে কয়্জন পরে থাকে, তারা তামিল, তেলেগু, মালয়ালম, বাংলা, অসমীয়া, ওড়িয়া ইত্যাদি নেয়।

    আমার ছেলের ক্লাসেই তামিল নিয়েছে ২ জন, মালয়ালম নিয়েছে ৪জন, তেলেগু ১ জন, বাংলা ১ জন। ক্লাসে ওড়িয়াভাষী অথবা গুজরাতিভাষী ছাত্র থাকলেও তারা মাতৃভাষাটি দ্বিতীয় ভাষা হিসাবে না নিয়ে হিন্দি অথবা ফ্রেঞ্চের দিকে ঝুঁকেছে। আর যারা হিন্দি অথবা ফ্রেঞ্চ নিয়েছে, তাদের মধ্যে কিন্তু অনেকেরই মাতৃভাষা মালয়ালম, অথবা তেলেগু বা তামিল।

    ৩) এদের বেশির ভাগেরই অভিভাবকের বক্তব্য মূলতঃ দুটি। এক, হিন্দি হল রাষ্ট্রভাষা, দেশের যে কোনো জায়্গায় চাকরি পেতে সুবিধে হবে। আর দুই একটা বিদেশি ভাষা শেখা থাকলে বিদেশি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে অগ্রাধিকার পাবে।
    হিন্দিভাষা রাষ্ট্রভাষা , বাকি আর কোনো ভাষা নয়, এই তত্ত্বটির উদ্ভব যে কোত্থেকে হল, কে জানে!

    ৪) এই যে ৪০০ থেকে ৪৫০ জন ছাত্রের হিসেব দিলাম, এদের প্রায় সবারই দুর্বলতম জায়গাটি হল, দ্বিতীয় ভাষা। সেটি যেকোনো ভাষাই হোক না কেন। যারা হিন্দি নিয়েছে, তাদের মায়েদেরও হাহাকার করতে শুনি, যারা ফ্রেঞ্চ নিয়েছে তাদের মায়েদেরও, যারা কন্নড় নিয়েছে তাদেরও। বাকিদের কথা ছেড়েই দিলাম। আর এ শুধু ঐ স্কুলের কথাই না, যে পাড়ায় থাকি সেখানকার দুইহাজার পরিবারেরও প্রায় একই গল্প।

    ৫) এবার আসি পশ্চিমবঙ্গের কথায়। আমি নিজে যে স্কুলে পড়েছি সেটি উত্তর কোলকাতার একটি বাংলামাধ্যম স্কুল। আমাদের ব্যাচের যে একশোজন মাধ্যমিক দিয়েছিল ঐ স্কুল থেকে, তাদের মধ্যে একজন বাদে আর কেউ নিজেদের মেয়েকে নিজের স্কুলে ভর্তি করে নি। আমাদের স্কুলে কয়েকবছর হল ইংরাজি মাধ্যমও চালু হয়েছে। (বেশ কিছুকাল যাবত তেমন ছাত্রী হচ্ছে না বাংলা মাধ্যমে)। আমার যে বন্ধুটি নিজের মেয়েকে নিজের স্কুলে ভর্তি করেছে, সেও ইংরাজি মাধ্যমেই ভর্তি করেছে। অথচ আজও বাংলা মাধ্যমটিতে বেশ কিছু পুরানো শিক্ষিকা আছেন, যারা অসম্ভব ভালো পড়াতেন। কিন্তু তবু বাংলা মিডিয়ামটিতে তেমন ভিড় নেই।

    ৫) যেসব বন্ধুবান্ধব কোলকাতাতেই থাকে তাদের অনেকেরই ছেলেমেয়ের দ্বিতীয় ভাষা হিন্দি অথবা ফ্রেঞ্চ অথবা জার্মান।। তাদেরও প্রায় একই যুক্তি , উপরে যা লিখেছি। আরো একটা কথা শুনি, অন্য শহরে ট্রান্সফার হলে কী করব? তখন কি করে বাংলা পড়াব? তাই হিন্দি অথবা বিদেশি ভাষা।
  • byaang | 132.172.81.98 | ০৭ আগস্ট ২০১৫ ১১:০৪682548
  • বক্তব্য এটুকুই যে এ দশা শুধু বাংলারই না, অধিকাংশ ভাষারই এই একই দশা। এমনকি দক্ষিণী রাজ্যেও এই অবস্থা। সেখানকার অভিভাকরাও হিন্দি নিতেই উৎসাহ দিচ্ছেন।
  • Arpan | 125.118.214.1 | ০৭ আগস্ট ২০১৫ ১১:০৭682559
  • ভুল বোঝাবুঝির আগেই বলে রাখি লুরুতে ওই হাতে গোনা একটি বা দুটি স্কুলে বাংলা দ্বিতীয় ভাষা হিসেবে নেবার অপশন পাওয়া যায়। এটা লুরুর সামগ্রিক চিত্র নয়।

    আমার মেয়ের স্কুলে যেমন হয় হিন্দি বা কন্নড় সেকন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে নিতে পারা যায়। তবে কন্নড়ভাষী অভিভাবকদের মধ্যেও দেখেছি দুটো স্কুল অফ থট আছে। একদলের যুক্তি ওই "রাষ্ট্রভাষা" এবং অন্য শহরে ট্রান্সফার হয়ে যাবার সম্ভাবনা। অপর দলের প্রশ্ন সেকন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শুধুই কন্নড় থাকবে না কেন।
  • byaang | 132.172.81.98 | ০৭ আগস্ট ২০১৫ ১১:০৯682570
  • এটা তো শুধু বাংলার কথা লিখি নি। লুরুর অনেক স্কুলেই তামিল অথবা তেলেগু দ্বিতীয় ভাষা হিসাবে নেওয়া যায়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই অভিভাবকেরা সে খবরই রাখেন না।
  • byaang | 132.172.81.98 | ০৭ আগস্ট ২০১৫ ১১:১০682581
  • আমার জানা লুরুর পাঁচটি আইসিএসই স্কুলে বাংলা নেওয়া যায়।
  • byaang | 132.172.81.98 | ০৭ আগস্ট ২০১৫ ১১:১৩682592
  • আমার ছেলের ক্লাসে ২০টি বাঙালী ছাত্র আছে, তাদের প্রায় সবারই বাবা-মা বাংলা মাধ্যম স্কুলে পড়েছে, কিন্তু সন্তানের বেলায় বাংলা পড়ানোর অপশন থাকলেও হিন্দি অথবা বিদেশি ভাষা।
  • Arpan | 125.118.214.1 | ০৭ আগস্ট ২০১৫ ১১:১৫682494
  • বাংলার কথা লিখেছি বাকি জনতার কথা ভেবে। বিশেষ করে টই যিনি শুরু করেছেন তার মূল প্রতিপাদ্যই ছিল বাংলা নিয়ে।

    আর লুরুতে আরো অন্তত গোটা পঞ্চাশেক আইসিএসসি স্কুল আছে যেখানে বাংলা নেওয়া যায় না। লোকে তো নেইবারহুডের মধ্যেই স্কুল খুঁজবে নাকি!
  • byaang | 132.172.81.98 | ০৭ আগস্ট ২০১৫ ১১:১৭682505
  • মানা করেছি নাকি বাড়ির পাশে স্কুল খুঁজতে? পাঁচটা স্কুলের কথা এই জন্য লিখলাম, যে ভিনরাজ্য হলেও পাঁচটা স্কুলও কম কথা নয়। কিন্তু অপশন থাকলেও সেই সব স্কুলের অভিভাবকেরা সেই অপশন নিচ্ছেন না।
  • Arpan | 125.118.214.1 | ০৭ আগস্ট ২০১৫ ১১:২১682507
  • অর্থাৎ পপুলেশনের .৫% জনতা। সেইটা পরিষ্কার করে লিখে না দিলে এক্ষুণি বাকি 99.5%-এর উপরেও সুযোগ থাকা সত্বেও বাংলা কেন পড়াচ্ছি না সেই প্রশ্ন ধাবিত হত আর আত্মগ্লানিতে মরমে মরে যাওয়া ছাড়া তাদের আর কোন উপায় থাকত না।

    এটা আমি বানিয়ে বলছি না। আগেই কোন একটা টইতে হয়েছে।
  • byaang | 132.172.81.98 | ০৭ আগস্ট ২০১৫ ১১:২৩682508
  • শুধু যে বাঙালীদের ছেলেমেয়েরাই বাংলা পড়ছে না, তা নয়, প্রায় সব ভাষারই এক হাল। এখানে তো দেখি কন্নড়ভাষী দুটি বাচ্চাও নিজেদের মধ্যে ইংরাজিতে কথা বলে। পরবর্তী শহুরে প্রজন্ম ঐ একটি ভাষাতেই ভাব বিনিময় করবে - ইংরাজি। শুধু বাংলার জন্য কেঁদে লাভ নেই।
  • byaang | 132.172.81.98 | ০৭ আগস্ট ২০১৫ ১১:২৫682509
  • অর্পণ ঃ))
  • | 77.98.72.126 | ০৭ আগস্ট ২০১৫ ১১:৫৬682510
  • সবার হিন্দী শেখা উচিত। বিশেষ করে বাঙ্গালী দের । শালারা হিন্দী বললেই বোঝা যায় যে বাঙ্গালী !! ঃ))
  • lcm | 118.91.116.131 | ০৭ আগস্ট ২০১৫ ১২:০০682511
  • সেকি! সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অপশনে জাভা নেই !
  • সে | 94.75.173.148 | ০৭ আগস্ট ২০১৫ ১২:০১682512
  • মাসখানেক আগে অ্যামেরিকান বাঙালি একটি পরিবার ( গুরুর সপা ও নীপা ) আমার বাড়ীতে এসেছিলেন। পুরো আড্ডা বাংলায় হল। এঁদের কিশোর পুত্র আজন্ম অ্যামেরিকায় থেকেছে। অসম্ভব ভাল বাংলা বোঝে ও বলে। এমন বুদ্ধিদীপ্ত ছেলে বড়ো একটা দেখা যায় না তা বলা বাহুল্যমাত্র।
  • Ekak | 113.6.157.185 | ০৭ আগস্ট ২০১৫ ১২:৫১682513
  • দ্বিতীয় ভাষা হিন্দি শেখা পুরোপুরি সমর্থন করি । একেবারেই কিছু শেখা যায়না এটা বাড়াবাড়ি । ওরকম বল্লে ইস্কুলে বাংলা যা শেখায় তা দিলেও বামন্দেব মার্কা পোবন্ধ ছাড়া কিস্যু হয়না । সেটা কথা নয়।ইস্কুলে হিন্দি শিখলে বেসিকস ক্লিয়ার হয়। ব্যাকরণ শেখে । নাগরী পড়ার অভ্যেস তৈরী হয় । এটা দরকার। হিন্দি রাষ্ট্রভাষা নয় । কিন্তু ভারতবর্ষে ঘুরতে হলে একটু ভদ্রস্থ ভাবে হিন্দি পড়তে /বলতে পারা জরুরি ।
  • AP | 24.139.222.45 | ০৭ আগস্ট ২০১৫ ১৩:১৯682514
  • হিন্দি রাষ্ট্রভাষা নয়, দেশের সব মনুষের এমনকি বেশির ভাগ মানুষের (৫০%-এর বেশি) ভাষাও নয়। তবু অনেক মানুষ মনে করছেন হিন্দি রাষ্ট্রভাষা (কেন ভাবেন কে জানে !) আর হিন্দি জানলে সরকারি চাকরী পেতে সুবিধে হবে আর দেশটা ঘুরতে হলে হিন্দিই জানতে হবে, এইটার নাম হিন্দি আগ্রাসন। আমরা বুঝে বা না বুঝে এইটাকে সমর্থন করছি।
  • pi | 24.139.221.129 | ০৭ আগস্ট ২০১৫ ১৩:২০682516
  • ভারতবর্ষ কিছু কম তো ঘুরছি না, অসুবিধেও হচ্ছে না, স্কুলে হিন্দি দ্বিতীয় ভাষা হিসেবে না শিখে !
  • AP | 24.139.222.45 | ০৭ আগস্ট ২০১৫ ১৩:২২682517
  • শুধু হিন্দি শেখা নিয়ে কিছু বলার নেই, যে কোন ভাষাই শেখা ভালো। কিন্তু বাংলা / তামিল/ কন্নড় বাদ দিয়ে হিন্দি শেখানোকে বেশি গুরুত্বপূর্ন মনে করায় অপত্তি।
  • lcm | 118.91.116.131 | ০৭ আগস্ট ২০১৫ ১৩:৪৭682518
  • ঠিক হ্যায়।
    আপ পেহলে বাংলা, তামিল, কন্নড় সব শিখো, উসকা বাদ হিন্দি শিখো। কিসিকো পেহলে হিন্দি শিখনা হ্যায়, তো ও ভি ঠিক হ্যায়।
    জিসকা জো মর্জি।
  • Ekak | 113.6.157.185 | ০৭ আগস্ট ২০১৫ ১৩:৫৫682519
  • ধুর পার্সেন্টেজ দিয়ে কি হয় । ১৩% লোক হিন্দি বল্লেও হিন্দি শেখায় ভোট দিতুম । কোন ল্যন্গুএজ এবং বেল্ট কে ঘিরে পাওয়ার একুমুলেত করছে সেটাই ম্যাটার । হিন্দি এখন ভারতে ক্ষমতার ভাষা । সাউথ ইন্ডিয়াতে যেমন পাবলিক সেক্টরে করে খেতে হলে তামিল-কন্নোর জানলে ভালো । কিসে ধান্দা সেটা বোঝা জরুরি । আমাদের ভাষা -ওদের ভাষা বলে কিছু হয়না । কেও দেখবেন হয়ত কোনো আদিবাসী ভাষা মন দিয়ে শিখছে । সেটাই তার ধান্দা । এর মধ্যে জাতীয়তা -আং -বাং এসব কিস্যু নেই ।
  • সে | 94.75.173.148 | ০৭ আগস্ট ২০১৫ ১৪:০৮682520
  • হিন্দি ও ইংরিজি দুটোই লিঙ্গুয়া ফ্রাঙ্কা একথা অস্বীকার করবার উপায় নেই।
  • PM | 116.76.188.30 | ০৭ আগস্ট ২০১৫ ১৪:০৯682521
  • আমার মেয়ের দ্বিতীয় ভাষা বাংলা। দুর্ভাগ্য তা সত্ত্বেও তার বাংলার প্রতি আগ্রহ কিছুমাত্র জাগে নি। অনেক বাংলা কমিক্স ইত্যাদি দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

    কিন্তু রুট কসটাও বুঝুন। পঃবঃ এখন অন্য রাজ্যে লেবার সাপ্লাই এর ঘাঁটি ( স্কিল্ল্ড, আনস্কিল্ড দুটই) হতে চলেছে। এখন যারা স্কুলে পড়ে সে সব ছেলে মেয়েরা এই রাজ্যে চাকরী পাবে এরকম সম্ভবনা খুব কম। অন্য রাজ্যে চাকরী করতে গেলে ইংরাজী/হিন্দি জানা আবশ্যিক। সেক্ষেত্রে আপনি সেই সব মা-বাবা দের কিভাবে দোষ দেবেন যারা বাচ্ছার জন্য ২য় ভাষা হিসেবে হিন্দি সিলেক্ট করছে। মানুষ তো বেসিক নিড সামলাবার কথাই ভাববে প্রথমে, তারপর সাহিত্য ইত্যাদির কথা।

    পঃ বাংলার অর্থনৈতিক অধঃপতনের সাথে বাংলার শিল্প, সাহিত্য, নাটক , সিনেমা র নিম্নগামীতার তুলনা করলে একটা চমৎকার কোরিলেসন পাওয়া যাবে বলেই আমার ধারনা। অর্থনৈতিক কারনেই বাংলা ভাষা বাংলাদেশেই বাঁচবে।

    মোদ্দা কথা বাংলা ভাষা শেখা ও জানার জন্য ইন্সেন্টিভ না থাকলে লোকে তা শিখবে না সে আমাদের যতই খারাপ লাগুক । রবিঠাকুর/সত্যজিতের লেখা বাংলায় পড়ার আনন্দ একজন ফরাসী বা কন্নর ভাষীর কাছে যতটা ইন্সেন্টিভ নতুন প্রজন্মের বাঙালীর কাছে তার থেকে অল্পই বেশী। দূর্ভাগ্য জনক হলেও এটা বাস্তবতা
  • AP | 24.139.222.45 | ০৭ আগস্ট ২০১৫ ১৪:১১682522
  • "হিন্দি এখন ভারতে ক্ষমতার ভাষা । সাউথ ইন্ডিয়াতে যেমন পাবলিক সেক্টরে করে খেতে হলে তামিল-কন্নোর জানলে ভালো ।"

    জানা গেল সাউথ ইন্ডিয়া (?) ভারতের বাইরে...
  • lcm | 118.91.116.131 | ০৭ আগস্ট ২০১৫ ১৪:১৪682523
  • পিএম-এর পোস্ট পড়ে যা বুঝলাম - সিঙ্গুরে ফ্যাক্টরি হলে বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয়ে যেত
  • সিকি | ০৭ আগস্ট ২০১৫ ১৪:১৭682524
  • "আর হিন্দি জানলে সরকারি চাকরী পেতে সুবিধে হবে আর দেশটা ঘুরতে হলে হিন্দিই জানতে হবে, এইটার নাম হিন্দি আগ্রাসন। আমরা বুঝে বা না বুঝে এইটাকে সমর্থন করছি।"

    আগ্রাসনটা অস্বীকার করছি না। কিন্তু সারা ভারতকে জুড়বার জন্য একটা কমন ভাষা দরকার। হিন্দিকে যদি বাদ দিতে হয়, তা হলে একটা অল্টারনেট ভাষা বলুন যেটা মোটামুটি সারা ভারতের লোক বুঝবে।

    ভারতের লোক বুঝবে - অর্থে তামিলনাড়ুকে বাদ রাখছি কারণ সারা ভারতে এই একটি রাজ্যের লোক অসম্ভব গাঁটামো করে নিজেদের ভাষা নিয়ে। এটা আমি যদ্দূর দেখেছি দক্ষিণ ভারতের অন্য কোনও রাজ্য করে না। এক তামিলরাই গাঁট হয়। বাকি ভারতে ভাঙাচোরা হিন্দি দিয়ে দিব্যি কাজ চলে যায়।
  • lcm | 118.91.116.131 | ০৭ আগস্ট ২০১৫ ১৪:২২682525
  • ধুস, তেমন কোনো ক্রাইসিস না।
    পশ্চিমবঙ্গে ৯ কোটি মানুষের ব্সবাস, ২৫০০০ এর মতন স্কুল (সবরকম স্কুল মিলিয়ে)। কজন আর হিন্দি শেখে বাংলার বদলে।
    রাজ্যে অত হিন্দি মাস্টারই নেই।
  • AP | 24.139.222.45 | ০৭ আগস্ট ২০১৫ ১৪:২৩682527
  • @PM
    ইংরেজী / হিন্দি ? মনে ইংরেজীর বিকল্প হিন্দি ?

    না ইংরেজী & হিন্দি ? হিন্দি কেন ইংরেজীর সমান গুরুত্বপূর্ণ হল ? অন্য রাজ্যে মানে কোথায় কোন চাকরীতে হিন্দি জানা 'আবশ্যিক' বলুন তো ? বড়জোর জানা থাকলে সুবিধে হয়, আর যেটুকু দরকার সে তো কথোপকথনের হিন্দি, তার জন্য স্কুল থেকেই হিন্দি বলা-পড়া দরকার কি ? শুধুমাত্র উত্তরভারতের কিছু রাজ্যের কথা মাথায় রেখে নিজের সন্তানকে বাংলা সাহিত্য থেকে বঞ্চিত করাটা কতদুর সঙ্গত !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন