এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দী কেন ??

    শুভদীপ
    অন্যান্য | ০৭ আগস্ট ২০১৫ | ৩২৭৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | 116.76.188.30 | ০৭ আগস্ট ২০১৫ ১৪:২৪682528
  • না না, এলসিয়েম মোটেই তা নয় ঃ)। পঃ বঃ এর অর্থনৈতিক অবনতি সিঙ্গুর দিয়ে শুরু হয় নি, শেষ হয়েছে বলতে পারেন। শুরু সেই ষাটের দশক থেকে। কেউ কেউ অবশ্য ১৯১১ থেকেও বলতে পারেন ঃ)

    স্যার বিরেন যদি জামশেদজি টাটা হতে পারতেন , তাহলে অন্যরকম হতো হয়্তো।

    মোটমাট ভাষা/শিল্পের উন্নতি আর অর্থনৈতিক উন্নতি হাতে হাত ধরেই চলে- ইতিহাস সাক্ষী ঃ)
  • সিকি | ০৭ আগস্ট ২০১৫ ১৪:২৬682529
  • হিন্দিতে দু রকমের শব্দ হয়। রাজভাষা এবং রাষ্ট্রভাষা। খেয়াল করে দেখবেন, আগ্রাসনের পার্ট হিসেবে প্রোগা করা হয় হিন্দি হমারা রাজভাষা হ্যায়। কখনও রাষ্ট্রভাষা হ্যায় বলে না।

    রাষ্ট্রভাষা মানে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সংবিধানে তার কোনও প্রভিশন নেই। আর, রাজভাষা মানে, গভর্নমেন্ট ল্যাঙ্গুয়েজ। সরকারি ভাষা। যেটা সংবিধানে লেখা আছে। একটু সংবিধানটা দেখে নিই -

    भारतीय संविधान के अनुच्छेद 343 (1) के अनुसार "संघ की राजभाषा हिन्दी और लिपि देवनागरी होगी। संघ के शासकीय प्रयोजनों के लिए प्रयोग होनेवाले अंकों का रूप भारतीय अंकों का अंतर्राष्ट्रीय रूप होगा।" भारतीय संविधान के अनुच्छेद 351 कहता है की “संघ का यह कर्तव्य होगा की वह हिंदी भाषा का प्रसार बढ़ाए, उसका विकाश करे जिससे वह भारत के सामासिक संस्कृति के सभी तत्वों की अविब्यक्ति का माध्यम बन सके और उसकी प्रकृति में हस्तक्षेप किए बिना हिंदुस्तानी में और आठवीं अनुसूची में विनिर्दिष्ट भारत की अन्य भाषाओं में प्रयुक्त रूप, शैली और पदों का आत्मसात करते हुए और जहां आवश्यक या बांछनीय हो वहां उसके शब्द भंडार के लिए मुख्यतঃ संस्कृत और गौणतঃ अन्य भाषाओं से शब्द ग्रहण करते हुए उसकी समृद्धि सुनिश्चित करे।”

    মানে না বুঝতে পারলে জানাবেন, পরের পোস্টে অনুবাদ করে দেব।

    প্রথমে ভাবা হয়েছিল, ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজের সাথে সাথে হিন্দিকে ধীরে ধীরে ইনডিউস করিয়ে সারা ভারতের একটাই কাজের ভাষা বানানো হবে। কিন্তু ক্রমাগত এর বিরোধিতা আসতে থাকে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং অন্যান্য দক্ষিণ ভারতীয় রাজ্যসমূহ, যার ফলে, ১৯৬৩ সালে "রাজভাষা অধিনিয়ম" নামে একটা অ্যাক্ট পাস হয়, যেটা হিন্দির সঙ্গে ইংরেজিকে অ্যাট পার মর্যাদা দিয়েছে ভারতের কাজের ভাষা হিসেবে।

    দুটো ভাষারই সমান স্ট্যাটাস, এখন মেনলি বিতর্কটা দাঁড়িয়েছে - ইংরেজি, আফটার অল, বিদেশি ভাষা। একটা বিদেশি ভাষাকে অনন্তকাল রাজভাষার স্ট্যাটাস দিয়ে যাবার চেয়ে এটা কি বেটার নয়, যে একটা ভারতীয় ভাষা ধীরে ধীরে সারা ভারতের কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ হয়ে উঠুক?

    বিতর্ক এখনও চালু আছে, এখানেও চলছে - কেবল গত বছরই কোন একটা যেন হাইকোর্ট রুলিং দিয়েছে, হিন্দি রাষ্ট্রভাষা কোনওমতেই নয়, কারণ সংবিধান ভারত দেশে কোনও রাষ্ট্রভাষার অস্তিত্ব স্বীকার করে না।
  • সিকি | ০৭ আগস্ট ২০১৫ ১৪:৩১682530
  • AP,

    হিন্দি-বলা রাজ্যগুলোতে, স্পেশালি দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রকের অফিসগুলোতে হিন্দি জানা, পড়তে এবং লিখতে জানা আবশ্যিক। যারা নন-হিন্দি স্পিকিং বেল্ট থেকে আসেন, তাদের হিন্দি ক্লাস করতে হয়, তিনটে ধাপে হিন্দি পরীক্ষা পাস করতে হয় - খুবই সোজা পরীক্ষা অবশ্য, প্রবেশ, প্রবোধ আরেকটা কী যেন, তবে তাদের মাইনেতে কিছু কিছু ইনক্রিমেন্ট লাগে।

    সংসদের অধিবেশনে প্রতিদিন যত কোশ্চেনের উত্তর মন্ত্রক বা ডিপার্টমেন্ট থেকে তৈরি করা হয়, তার প্রতিটা হিন্দি অনুলিপি সহ পরদিন সংসদে জমা দিতে হয়, এর জন্য হিন্দি ট্র্যানস্লেটর এবং হিন্দি টাইপিং জানা বাড়তি লোক সরকারকে পুষতে হয়, সরকার চেষ্টা করছে এই ওভারহেডটা কমানোর, যাতে এক্সিসটিং লোক দিয়েই হিন্দি অনুবাদের কাজট করানো যায়।
  • Arpan | 37.61.226.16 | ০৭ আগস্ট ২০১৫ ১৪:৩৩682532
  • ভবিষ্যতে (বছর কুড়ি-পঁচিশ বাদে তো বটেই) লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে ইংলিশ হিন্দির সমগোত্রীয় হয়ে উঠবে বলে আমার ধারণা। দুটো কারণ। এক, ম্যাসিভ আর্বানাইজেশন, আর দুই, নিম্নবর্গের মানুষের মধ্যেও পরের প্রজন্মকে ইংরেজি মাধ্যমে পড়াবার ব্যকুলতা। এগেইন দুই নং ট্রেন্ডটা আর্বান অঞ্চলে সীমাবদ্ধ, কিন্তু সেটা এক নং কারণে আরো বেশি লোকের কাছে গ্রহণযোগ্য হবে।
  • সিকি | ০৭ আগস্ট ২০১৫ ১৪:৩৩682531
  • ভারত ছাড়াও, হিন্দি আরেকটা দেশের "রাজভাষা"। বলুন তো কোন দেশ - গুগল না করে?
  • Arpan | 37.61.226.16 | ০৭ আগস্ট ২০১৫ ১৪:৩৪682533
  • মরিশাস হবে।
  • সিকি | ০৭ আগস্ট ২০১৫ ১৪:৩৬682534
  • এদিকে প্রত্যন্ত গ্রামেও ইংরেজি মিডিয়াম স্কুলের বাড়বাড়ন্ত। তবে ইংরেজি জিতে গেলে আশ্চর্য হবো না, কারণ চাকরি বাকরির সীমা এখন আর ভারতে সীমাবদ্ধ নেই, ইংরেজি হল গ্লোবালাইজেশনের ভাষা।

    দেশটা হল ফিজি। ইংরেজি, ফিজি আর হিন্দি, তিনটে রাজভাষা।
  • Arpan | 37.61.226.16 | ০৭ আগস্ট ২০১৫ ১৪:৩৮682535
  • এক্স্যাক্টলি, ইংলিশ হল গ্লোবালাইজেশনের ভাষা।
  • সে | 94.75.173.148 | ০৭ আগস্ট ২০১৫ ১৪:৩৯682536
  • নাগাল্যাণ্ড, মেঘালয় - সরকারী ভাষা ইংরিজি।
  • সে | 94.75.173.148 | ০৭ আগস্ট ২০১৫ ১৪:৪৩682538
  • ইংরিজিকে এখন আর বিদেশী ভাষা বলা যায় না।
  • AP | 24.139.222.45 | ০৭ আগস্ট ২০১৫ ১৪:৪৫682539
  • @ সিকি,
    কোনো ভাষাই না শিখে কেউ পুরোপুরি বোঝে না। আসলে হিন্দি বিষয়ে আমাদের একটা আমাদের সুবিধেজনক অবস্থন আছে। আমরা বাঙালীরা বরাবর হিন্দি ফিল্ম দেখে, গান শুনে অভ্যস্ত, হিন্দি না পড়েও কিছু কিছু কথা বুঝি, হিন্দি আমাদের কাছে তাই খুব অপরিচিত ভাষা নয়। হিন্দিতে আমাদের খুব একট অসুবিধে হয় না, আমাদের তাই আমরা এত সহজে দেশ জোড়ার জন্য একটা ভাষা যে চাইই আর সেটা হিন্দি হলেই ভালো হয় এইটা বলতে পারি। বা হিন্দিই যে সেই ভাষা 'যা সবাই বুঝবে' এইটা বলতে পারি। ভারতের কতজন হিন্দি ভাষা বলে সেই হিসেব মাথায় রেখে নিশ্চই বলি না। আজ যদি তামিল বা কন্নড় কে দেশ 'জোড়ার ভাষা' বলে শিখতে হত তখন আমরা বুঝতাম কেন তামিলরা হিন্দিকে ঢুকতে দিতে চাননা ! সেটা বোঝার চেষ্টা না করে কত সহজে আমরা 'গাঁট' বলে দিতে পারি !

    সরকারী কাজের জন্য ইংরেজী আছে, অন্য রাজ্যে গেলে আরো একটা ভাষা কেন লাগবে ? ভাঙা ভাঙা হিন্দির বদলে ভাঙা ইংরেজীতেই না হয় কাজ চলবে !
  • PM | 116.76.188.30 | ০৭ আগস্ট ২০১৫ ১৪:৪৮682540
  • AP, ইংরাজী এবং হিন্দি।

    আপনি যদি জিগ্গেস করেন এটা হওয়া উচিত কি? আমি বলবো না। আর ঐচিত্যের ওপোর ভিত্তি করেই আমি আমার মেয়ের ২য় ভাষা বাংলা দিয়েছি।
    "'
    কিন্তু, আপনি যদি জিগ্গেস করেন এটা কি আদৌ হচ্ছে ? আমি বলবো হ্যা, মাস স্কেলে হচ্ছে। কেনো হচ্ছে সেটা যদি ভালো করে না জানা যায় তাহলে কিভাবে অটাকানো যাবে?

    "অন্য রাজ্যে মানে কোথায় কোন চাকরীতে হিন্দি জানা 'আবশ্যিক' বলুন তো ? বড়জোর জানা থাকলে সুবিধে হয়, আর যেটুকু দরকার সে তো কথোপকথনের হিন্দি, তার জন্য স্কুল থেকেই হিন্দি বলা-পড়া দরকার কি ?"

    এই সিবিধাটুকুও অভিভাবকরা ছাড়তে রাজী নন। তারা মনে করছেন যে তাদের সন্তান পিছিয়ে পড়ছে কাট থ্রোট কম্পিটিসনে। এই মনে হওয়াটা দুর করার জন্য আমরা কি করছি?

    নর্মাল প্ল্যান্ট লেভেলে কাজ করতে গেলেও মহরষ্ট্র, গুজরাট সমেত উত্তর ভারতের বিস্তির্ন রাজ্যে হিন্দি-ই হচ্ছে রোজকার কাজের ভাষা। আমাদের কর্নটক আর অন্দ্রের প্ল্যান্টেও দেখছি হিন্দিতে কাজ চলে। মায় বোর্ড মিটিংএও দেখছি হিন্দি না জানা থাকায় অসুবিধা।

    আপনি যে খারাপ লাগার জায়গা থেকে বলছেন সেত আমি বুঝতে পারছি , আমিও একই রকম ভাবে ফিল করি। কিন্তু এটাই সত্যি। মেনে নেওয়া ছাড়া উপায় নেই।

    গাছের আর তলার একসাথে খাওয়া যাবে না। আপনি একদিকে বলবেন কাজ করতে হলে রজ্যের বাইরে যাও, অন্য দিকে বাংলা ভাষা, সাহিত্য, শিল্পের প্রতি অনাগ্রহের জন্য চোখের জল ফেলবেন---দুটো একসাথে চল মুসকিল।
  • PM | 116.76.188.30 | ০৭ আগস্ট ২০১৫ ১৪:৫০682541
  • মরিসাসে রাশ্ট্রভাষা হিন্দি না ভোজপুরী? গুগল না করেই সিকিকে জিগালাম ঃ)
  • lcm | 118.91.116.131 | ০৭ আগস্ট ২০১৫ ১৪:৫৩682543
  • তামিল-দের আরো করুন অবস্থা। সেই নব্বই-এর দশকেই চেন্নই-তে তামিল মিডিয়াম স্কুল পাওয়া যেত না। ইংরেজি ছাড়া পড়াশোনা চালানৈ মুশকিল তামিলনাড়ুতে।
  • সে | 94.75.173.148 | ০৭ আগস্ট ২০১৫ ১৪:৫৩682544
  • আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যেকোন ভাষাই শিখতে গেলে দুটো জিনিষ খুব জরুরী।
    ১। ভালোবাসা
    ২। পরিবেশ
    এদুটো যুগপৎ না থাকলে কোনো ভাষাই ঠিক করে শেখা যায় না। জোর করে চাপিয়ে দিলে আরোই না। আর বয়স ও খুব বড়ো ফ্যাক্টর।
  • সিকি | ০৭ আগস্ট ২০১৫ ১৪:৫৩682542
  • আমাদের হিন্দি শেখার মেন সোর্স ছিল দূরদর্শন। সেটা বাকি ভারতের জন্যেও সত্যি। হিন্দি গান বলো, হিন্দি সিনেমা বলো, সবই ঐ দূরদর্শন। তার বাইরেও হিন্দি সিনেমা - সে-ও সারা ভারতেই রিলিজ হয়, হিন্দি গানের ক্যাসেটও সারা ভারতেই বিক্রি হয়। সুবিধেজনক অবস্থানটা কোথায়? বরং বাঙালিরা বেশ অসুবিধেজনক অবস্থানেই আছে এই স্কুলে হিন্দি না শিখে। ওড়িয়ারা সুন্দর হিন্দি বলে, অ্যাকসেন্ট সমেত যদিও, কিন্তু সঠিক হিন্দি বলে। বাঙালিরা তোতলায় প্রথম বাড়ি থেকে বেরিয়ে।

    না আমি তামিলদের সেন্টিমেন্টটা বুঝতে পারি কিন্তু তাকে রেসপেক্ট দিতে পারি না। হ্যাঁ, দেশ জোড়ার জন্য একটা ভাষা দরকার। সেটা যদি তামিলরা না মানে, তা হলে তারা গাঁট।

    ইংরেজি তো আছেই, কেন ইংরেজিকে রিপ্লেস করার চেষ্টা চলছে, সেটা ওপরেই লিখেছি। প্রয়োজন হলে সংবিধান বদলাবার কথা ভাবো, কিন্তু অনেক মানুষই মনে করেন ভাঙা ভাঙা হিন্দিই ভাঙা ভাঙা ইংরেজির থেকে বেটার, কারণ, হিন্দি ভারতীয় ভাষা।

    আন্দামানে গেলে দেখবেন সেখানে কী ভাবে হিন্দিকে ব্যবহার করা হয়। জনগোষ্ঠীর ষাট সত্তর পার্সেন্ট বাঙালি, বাকি তামিল তেলুগু মালয়ালম। কিন্তু কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ হিন্দি। সবাই ভাঙা ভাঙা হিন্দিই বলে, কিন্তু হিন্দিই বলে, ইংরেজি বলে না।
  • সিকি | ০৭ আগস্ট ২০১৫ ১৫:০১682545
  • মরিশাসটা আমারও জানা ছিল না - গুগল করে দেখলাম মরিশাসের সংবিধানে অফিশিয়াল ভাষার প্রভিশনই নেই। সব চলে সেখানে। ইংরেজি ফ্রেঞ্চ ক্রেওল হিন্দি উর্দু তামিল মালয়ালম - সব চলে।
  • AP | 24.139.222.45 | ০৭ আগস্ট ২০১৫ ১৫:০৩682546
  • @ সিকি (২। ২৬), ধন্যবাদ।

    প্রথমত এটাই চরম অনৈতিক এ সংবিধান কোনো রাষ্ট্রভাষার অস্তিত্ব না থাকলেও হিন্দিকে ভারতের অন্য ভাষার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হছে, সব সরকারী কাজকর্মে অপ্রয়োজনীয় ভাবে হিন্দি প্রতিলিপি রাখতে হচ্ছে। এর জন্যই আজ অন্যন্য সমৃদ্ধ ভারতীয় ভাষাগুলো 'আঞ্চলিক' হয়ে দাঁড়াচ্ছে।

    আর 'আবশ্যিক' মানে বলতে চেয়েছিলাম 'এসেনসিয়াল'। অর্থাত যার জন্য আপনি আবেদনপত্রে বেশি নম্বর পাবেন বা যেটা না থাকলে আবেদন করতে পারবেন না। সেই অর্থে কেন্দ্রীয় সরকারী চাকরীতে হিন্দি আবশ্যক নয়, না জানা থাকলে শিখে নেওয়া যায়। যে কথা আপনার পোস্টেই আছে। তার জন্য স্কুল থেকে হিন্দিতে পোক্ত হয়ে বেশি কিছু লাভ নেই।
  • S | 109.27.138.238 | ০৭ আগস্ট ২০১৫ ১৫:০৪682547
  • প্রথম ভাষা হিসেবে ইঙ্গরাজী, দ্বিতীয় ভাষা হিসেবে চাইনিজ, তৃতীয় ভাষা হিসেবে হিন্দি চালু করা উচিত।
  • Ekak | 113.6.157.185 | ০৭ আগস্ট ২০১৫ ১৫:০৮682549
  • তামিল রা একেবারেই মানে না এমন না । আমার আগের এবং এখনকার আপিসে একাধিক তামিল কলিগ । তারা বেশ বাজে হিন্দি বলে । আপ-তু-তুম পুরো গোলায় কিন্তু কোনো এভার্শন নেই হিন্দি নিয়ে । আসলে নতুন প্রজন্মের লোকজন এই জাতীয়তাবাদ হিজিবিজি নিয়ে কম ভাবিত । কাজ চালাতে যা লাগবে ঝটপট তুলে নাও । এটাই মেন্টালিটি । হিন্দি নিয়ে ত্যান্দ্রামি তামিল অটোওয়ালা দের মধ্যে দেখেছি । যেন কিছুই বুঝছেনা এমন ভাব । তেরে দুটো হিন্দি খিস্তি দিলে ঠিক বোঝে ।

    আর সিকি যেটা লিখল "संघ की राजभाषा हिन्दी और लिपि देवनागरी होगी।" এই দেবনাগরী লিপি শেখা এবং পড়তে পারার গুতুত্ব নিয়েই বলছিলুম । এর জন্যেই স্কুল করসে হিন্দি থাকা দরকার । ওটা সিনেমা দেখে হয়না । আমার মনে হয় ভাষা শেখার সিলেবাস টার কমপ্লিট এপ্রোচ চেঞ্জ করা উচিত । হিন্দি -কান্নাদিগা বলে আলাদা করে কোর্স না রেখে লিপি ধরে ধরে একদম ব্রাহ্মী ,খরোষ্ঠী এইভাবে এগোনো উচিত । তাহলে প্রথমে বাচ্চারা ভারতে প্রচলিত লিপিগুলো ঝটপট পড়তে শিখে যাবে । এটা হলেই আস্তে আস্তে কোন শব্দের মানে কি ,কোন ভাষার ব্যাকরণ কি শেখায় চাপ থাকবেনা । মানে সোজা কথা আপনি যেন খুব সাধারণ পড়াশোনা জেনেও অন্য জায়গায় গিয়ে প্রাইভেট বাস-এর স্টপেজ , দোকানের সাইনবোর্ড ,লিফলেট এসব পড়তে পারেন । দিস ইস ভেরি ইম্পর্টান্ট ।
  • সিকি | ০৭ আগস্ট ২০১৫ ১৫:১০682550
  • ও দাদা, সংবিধান কিন্তু একতরফা এই অনৈতিক সিদ্ধান্তটা নেয় নি। রীতিমত মতামত গ্রহণ করে এইটা সংবিধানে লেখা হয়েছে। বাংলার সাথে হিন্দির জোর ফাইট হয়েছিল তার আগে।

    না না, সংবিধান এটাও বলেছে যে ভাষা না জানাটা চাকরি পাবার ক্ষেত্রে ডিসক্রিমিনেশন ফ্যাক্টর হতে পারবে না - যদি না চাকরিটাই সেই ভাষাবিষয়ে হয়। তবে আপনার যদি মনে হয় স্কুল থেকে হিন্দিতে পোক্ত হয়ে লাভ নেই - তো সেখানে আমার কিছু বলার নেই। আমার মতে হিন্দি ইংরেজি দুটোই স্কুল থেকে শিখে বেরনো উচিত।
  • S | 109.27.138.238 | ০৭ আগস্ট ২০১৫ ১৫:১২682551
  • হ্যাঁ হিন্দি নিয়ে তামিলদের ছুচিবাই চলে গেছে। শেষবার চেন্নইতে গিয়ে মনেই হয়নি ওরা হিন্দি শুনে রেগে যাচ্ছে। বরন্চ, যতটা পরছে বোঝার আর বলার চেস্টা করছে। এই ধর্ম, জাতপাত, ভাষা নিয়ে একইদিকে চাপ দেওয়া (মোদিজীর সাঙ্গপাঙ্গদের সালাম), আর উল্টো আবেগ যত কমে ততই ভালো। এগুলো মানুষকে শুধুই দুরে করে দেয়।
  • AP | 24.139.222.45 | ০৭ আগস্ট ২০১৫ ১৫:১৪682553
  • সুবিধেজনক অবস্থান মানে হিন্দি আমাদের কাছাকাছি ভাষা। আমরা বাঙলার পর হিন্দি ফিল্ম দেখি, হিন্দি গান শুনি। তাই হিন্দিকে জোড়ার ভাষ হিসেবে মেনে নিতে আমাদের কিছু অসুবিধে নেই, কোনো গাঁটামো করতে হয় না। তামিলরা নিজের ভাষাতে বা অন্যন্য দক্ষিণ ভারতীয় ভাষাতে ফিল্ম প্রচুর দেখেন, গান শোনেন, তাই তাদের আপত্তি। আমাদের মত এত ভাষার দেশে একটা ভাষাকে চাপাতে গেলে এই সমস্যা তো হবেই !
  • Arpan | 37.61.226.16 | ০৭ আগস্ট ২০১৫ ১৫:১৪682552
  • ওড়িয়াদের দেখে করুণাই হয়। নিজেদের বাড়িতেও ওড়িয়া না বলে সন্তানের সাথে হিন্দিতে কথা বলেন। কিন্তু এই নিয়ে জিগ্যেস করলে আবার গুটিয়ে যান।

    সমস্যাটা একা বাঙালীদের নয়।
  • AP | 24.139.222.45 | ০৭ আগস্ট ২০১৫ ১৫:২০682555
  • ইংরেজী শেখা নিয়ে কোনো কথা নেই, কথাটা হচ্ছিল মাতৃভাষাকে বাদ দিয়ে (বোল্ড & আন্ডার্লাইন্ড) হিন্দি শেখা নিয়ে। সেটা স্কুল থেকে হলে কিছু বিশেষ লাভ নেই, সেই কথাই বলছিলাম।
  • lcm | 118.91.116.131 | ০৭ আগস্ট ২০১৫ ১৫:২০682554
  • অন্ধ্রেও তাই, তেলুগু মিডিয়াম স্কুল তুলে দিচ্ছে, খালি পড়ে থাকে।
  • lcm | 118.91.116.131 | ০৭ আগস্ট ২০১৫ ১৫:২৭682556
  • ভালো তো। বাড়িতে, পাড়ায়, মাঠে, ঘাটে - মাতৃভাষায় কথা বলবে, স্কুলে দুটো অন্য ভাষা শিখবে - এত কিছু যদি সামলাতে পারে তো ভালো। কিন্তু এরকম আর কজন - সংখ্যাগুরু নয়। বীরভূমের হাই স্কুলে, ইংরেজি+বাংলা-র থেকে ইংরাজি+হিন্দি কম্বিনেশন স্টুডেন্ট বেশি হলে তখন না হয় উদ্বিগ্ন হওয় যাবে।

    আর, ইন জেনারেল ভাষা শিক্ষা নিয়ে ব্যতিব্যস্ত হবার কিছু নেই। স্কুল মাতৃভাষা না পড়ে শিখেও, উচ্চশিক্ষা বা চাকরি করা যায়, এমনকি মাতৃভাষায় কথা বলতেও অসুবিধে হয় না।
  • Ekak | 113.6.157.185 | ০৭ আগস্ট ২০১৫ ১৫:৩৪682557
  • "বীরভূমের হাই স্কুলে, ইংরেজি+বাংলা-র থেকে ইংরাজি+হিন্দি কম্বিনেশন স্টুডেন্ট বেশি হলে তখন না হয় উদ্বিগ্ন হওয় যাবে।"

    স্যরি টু সে , এই গ্রাম কে উদাহরণ হিসেবে টেনে বলাটা আমার কাছে একেবারেই যুক্তিযুক্ত লাগেনা । আমার ও দেশ এর বাড়ি গ্রাম এ । তাঁদের সময়ে বাংলা -সংস্কৃত ছিল । সংস্কৃতের কোর্স অনেক বেশি ছিল । মা মৌলবী সাহেবের কাছে আরবি শিখতেন । কার মুখে ভাষা শেখা নিয়ে কোনো অভিযোগ শুনিনি । আমি জানি এক্ষুনি কিছু সো কল্ড স্টাডি রিপোর্ট হাজির করা হবে কত শতাংশ বাচ্চা ভাষা শিক্ষার চাপে পড়া ছাড়ছে । এটা খুবই গোলমেলে ব্যাপার । রাতারাতি লোকজন গাধা হয়ে গেছে এমন না । ভাষা শিক্ষার টেকনোলজি /এপ্রোচ সময়ের সঙ্গে বদলানো জরুরি ছিল যেটা হয়নি । সেই ব্যর্থতা ঢাকতে এই একটি মাত্র বা দুটিমাত্র ভাষা শিখলে চাপ পরবেনা থিওরি আমদানি করা হয়েছে বলে আমার ধারণা ।
  • lcm | 118.91.116.131 | ০৭ আগস্ট ২০১৫ ১৫:৩৯682558
  • পশ্চিমবঙ্গের সব ঐ ২৬০০০ স্কুল ইংরেজি মিডিয়াম বা ইংরেজি+হিন্দি করে দিক। ইংরেজি বা হিন্দি শিখলে যে অ্যাডভান্টেজ পাওয়া যায় - সেটা সবাই পাক। কারিকুলাম-টা ইউনিফর্ম হোক। স্টেট বোর্ড, সিবিএসই, আইসিএসই - সব এক কারিকুলাম হোক।
    তারপরে কোনো স্কুল ভালো, কেতাদুরস্ত , এলিট - যেমন পারে হোক।
  • S | 109.27.138.238 | ০৭ আগস্ট ২০১৫ ১৫:৪৩682560
  • "বাড়িতে, পাড়ায়, মাঠে, ঘাটে - মাতৃভাষায় কথা বলবে, স্কুলে দুটো অন্য ভাষা শিখবে - এত কিছু যদি সামলাতে পারে তো ভালো।"
    এইটা হক কথা। অন্ক আর সায়েন্স পড়বে কখন?

    "পশ্চিমবঙ্গের সব ঐ ২৬০০০ স্কুল ইংরেজি মিডিয়াম বা ইংরেজি+হিন্দি করে দিক।"
    কিন্তু অত শিক্ষক পাবে কই? কোলকাতার বাইরের ইস্কুল গুলোতে যাঁরা ইঙ্গরাজী শেখায়, তাদের কথা আর কি বলবো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন