এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দী কেন ??

    শুভদীপ
    অন্যান্য | ০৭ আগস্ট ২০১৫ | ৩২৮০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | 94.75.173.148 | ০৭ আগস্ট ২০১৫ ১৫:৪৩682561
  • জাস্ট গুরুচণ্ডা৯তে লিখতে পারবে না।
  • দেব | 135.22.193.150 | ০৭ আগস্ট ২০১৫ ১৫:৫৪682562
  • হিন্দি নেয় হিন্দি শেখার জন্য নাকি সহজে নম্বর পাওয়া যায় বলে? আমার সন্দেহ এইটাই বোধহয় আসল কারণ।

    বহু ভাষাভাষী দেশে একটা লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা লাগবেই। শুধু কাজ চালানো গোছের হলেই হল। কোনটা নেবেন? ইংরিজি? খেপেছেন? ১২০ কোটি লোক মোটামুটি ইংরিজি বলতে পারবে সে আশা ছাড়েন। পড়ে থাকে ঐ হিন্দিই। ৪০% লোক এমনিতেই বলে। বাকি ৪০% টিভি দেখেই শিখতে পারে (কে বলে টিভি দেখে লোকশিক্ষে হয় না) যেমন আমিই। আর বাকি ২০% দক্ষিণীদের একটু অসুবিধা হয় কিন্তু ওনাদের পক্ষেও ইংরিজির থেকে হিন্দি শেখা সহজ।

    গোদা বাংলায় একটা ভারতীয় বাচ্চাকে ইংরিজি শেখাতে মোট যা খরচ হয়, স্কুল, টিচার, সময়, পরিশ্রম তার ১% ও লাগে না হিন্দি শিখতে। ক্লাসে শেখানোর দরকারই পড়ে না আর যদি ফর্মালি বাচ্চাকে শেখানোও হয় খারাপ কিছু না। ঐ একক যেগুলো বললেন। সবসময় সবকিছু পয়সা, পণ্য ও সংস্থান দিয়ে বিচার করবেন। মানে সেটা আপনারা করেনই, শুধু মাঝে মধ্যে মনে করিয়ে দেওয়া।

    এবার কিছু অপছন্দের কথা বলি। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে প্রাকৃতিক বিজ্ঞান আর অঙ্কের চাপ সামলানোর পর বাংলা ও ইংরিজি দুটো পড়তেই আমার অসহ্য লাগত। ইংরিজি না পড়লে বিজ্ঞান নিয়ে ভবিষ্যতে পড়া সম্ভব নয় সুতরাং ওটা কিছু ছাত্রছাত্রীকে মোটামুটি শিখতেই হবে যারা ঐ দিকে যেতে চায়। মাধ্যমিকে বাংলাতে শুধু ব্যাকরণ রাখুন। ইশ্বরী পাটনী ফাটনী হটান আর ইংরিজিতেও বেশী বাড়াবাড়ী না করলেই ভাল। কবিতা রাখবেন না। ব্যাকরণ রাখুন আর একটা দুটো গপ্পো। এর বদলে অঙ্ক আর বিজ্ঞান এর পাঠ্যসূচি অনুপাতে বাড়িয়ে দিন, পরিমাণে বা গভীরতায়। পুরো ব্যপারটাই ঐচ্ছিক করতে পারেন আপত্তি নেই। মানে কেউ চাইলে বাংলা আর ইংরিজি পুরোপুরিই পড়ুক তাকে অঙ্ক-বিজ্ঞান অত পড়তে হবে না।

    উচ্চমাধ্যমিকের বিজ্ঞান শাখায় বাংলা পুরোপুরি বাদ দিন। ইংরিজির পাঠ্যসূচি উচ্চমাধ্যমিকে কিভাবে ঠিক করবেন? কলকাতার সবথেকে জনপ্রিয় পাঁচটা 'স্পোকেন ইংলিশ' শেখানেওয়ালা কোম্পানীর সাথে যোগাযোগ করুন। এদেরকে দায়িত্ব দিন পাঠ্যসূচি ঠিক করার। যেসব পিএইচডি ওয়ালারা এখন পাঠ্যসূচি এবং ক্লাসে পড়ানোর তরিকা নির্ধারণ করেন তাদেরকে ভিআরএস দিন। একটা ধার থেকে শুরু করবেন।

    আর হিন্দি? টিভির ওপরে ছেড়ে দিন। ছোটা ভীম যথেষ্ট।

    যারা আঁতকে উঠছেন ছেলেমেয়েদের সাহিত্যচর্চার কি হবে ভেবে তাদের উদ্দেশ্যে কিছু নিবেদন। এক, সাহিত্যচর্চা স্কুলে পরীক্ষার ভয় দেখিয়ে হয় না। ওটা সবার জন্যে নয়। বাচ্চাকে বাংলা গল্পের বই কিনে দিন। তাতে অনেক বেশী কাজ হবে। অথবা হবে না। আপনিও বুঝে যাবেন যে এর ধাতে নেই। স্কুলের বই মাথায় মেরে আলাদা কিস্যু হবে না। পয়সা, সময় ও সংস্থান বাঁচান। বাংলা পড়লে ভালো লেগে পড়ুক। স্কুলের বাইরে পড়ুক।

    দুই, রীতিমত সাহিত্যচর্চা, অর্থাৎ ফেলুদা আর প্রোফেসর শন্কু ছেড়ে আরও সামনে এগোতে হলে বয়স ও প্রাপ্তমনস্কতা একটা ফ্যাক্টর। ওটা স্কুলবাচ্চাদের থাকে না। বড় হলে যদি আগ্রহ থাকে তাহলে এমনিই পড়বে। ছোটবেলায় শুধু দেশলাইটা জ্বালিয়ে দেবেন।
  • S | 109.27.138.238 | ০৭ আগস্ট ২০১৫ ১৫:৫৭682563
  • আসলে টিভি, বলিউডে যে ভাষাটা ব্য়্বহার করা হয় সেটা ঠিক হিন্দী নয়; ওটাকে বলা হচ্ছে হিন্দুস্তানি। মানে বেসটা হিন্দি, কিন্তু বাকি অনেক লোকাল কথা ঢোকানো হচ্ছে যাতে সেটা লোকের গ্রহনযোগ্য হয়ে ওঠে। কনস্ট্রাকশন সহজ হচ্ছে।

    এইবারে আমিও ভাষাবিদ।
  • lcm | 118.91.116.131 | ০৭ আগস্ট ২০১৫ ১৬:১৬682564
  • একক,
    বীরভূমের স্কুলের রেফারেন্স দিলাম এই জন্যে, যে এই হিন্দি+ইংরেজি কম্বিনেশন এটা বোধহয় এখনও পুরো রাজ্যের বাঙালীদের ট্রেন্ড নয়। হয়ত, গুটি কয়েক স্কুলের কিছু বাঙালি স্টুডেন্ট। এটা বীরভূমের জায়গায় কলকাতাও হতে পারে।
  • potke | 126.202.175.125 | ০৭ আগস্ট ২০১৫ ১৮:৩২682565
  • ন্যাড়াদা ঠিক ই বলে, " তিলে অপ্পন" ঃ)
  • সে | 204.230.155.198 | ০৭ আগস্ট ২০১৫ ১৯:০৫682566
  • দেবের লেখাটায় ক । আরো সংযোজন ইংরিজি সিলেবাসে লেটার রাইটিং এ আরো বেশী জোর দিন।
  • Du | 34.238.130.225 | ০৭ আগস্ট ২০১৫ ১৯:৩২682567
  • হিন্দি শেখানোর জন্য ঘরে ঘরে একটা মেশিন থাকে। ওতে হিন্দী শুধু না খানিকটা পাঞ্জাবী এমনকি উর্দুও শেখা হয়ে যায়। গ্যারান্টী ঃ)
  • pi | 24.139.221.129 | ০৭ আগস্ট ২০১৫ ১৯:৩৮682568
  • ক্লাসে যেখানে শেখানোর দরকারই পড়েনা, ঘরের লোকশিক্ষের মেশিনটি দিয়ে দিব্বি সেই কাজটি হয়ে যায়, 'ভাঙাচোরা হিন্দি দিয়ে দিব্যি কাজ চলে যায়।
    ', তখন ফর্মালি সেটা শেখানোর প্রয়োজনীয়তার পয়েন্ট আসছে কেন, বা এগুলো যাঁরা বলছেন, তাঁরাই হিন্দি ফর্মালি শেখানোর পক্ষেও কেন বলছেন, তাই তো বুঝছি না !
  • Du | 34.238.130.225 | ০৭ আগস্ট ২০১৫ ১৯:৪৩682569
  • এটা অবশ্য অনেকেই লিখেছেন।

    সে-র সন্দেহটা আমারও । নম্বরটা একটা বড় কারন। সেই জন্যই আমার প্রথম পোস্টটা ছিল বাবা মায়েদের উদ্দেশ্যে যে ছোট ক্লশের নম্বরে ভয় পাবার কিছু নেই-- আই সি এস সি তে ভাল নম্বর দেয় বাংলায়।

    ছোট থেকে ক্লাশে বানান নিয়ে মাথা খারাপ না করে শুধু গল্প পড়্তে উত্সাহ দিলে ( ছোট ছোট বই লেখার ইন্ডাস্ট্রি ও হবে এটা হলে) তিন চার বছরে বাংলা নিয়ে কোন ভয়ই থাকবে না। সংকলন টাইপ বই না করে - যে যা পড়ে দশতা ছোট বই নিজের চয়েসেও করতে পারে। ক্লাশে অন্য বচ্চাদেরও আগ্রহ থাকবে শোনার।
  • pi | 24.139.221.129 | ০৭ আগস্ট ২০১৫ ২০:৪২682571
  • তবে মজা লাগলো।
    কয়েকবছর আগে সুতো খোলা হত, বাংলা কেন মাধ্যম নয় বা, প্রথম ভাষা নয়। সেই নিয়ে বিপক্ষে প্রচুর মন্তব্য আসতো। ইংরাজী কাজের ভাষা, বাংলার কোন চাকুরি মূল্য নাই ইঃ। এখন আর সে নিয়ে তর্ক হয়না, মানে এতে মনে হয় মোটামুটি সব একমতই, এখন তর্ক দ্বিতীয় ভাষাও কেন নয়। এতেও অনেকে বলছেন, দ্বিতীয় ভাষাও অন্য কিছুই হোক। ক'দিন বাদে মনে হয়, এতেও সবাই একমত হয়ে যাবেন। তখন হয়তো সুতো খোলা হবে, কথা বলার ভাষা হিসেবে বাংলা ছেড়ে অন্য ভাষা কেন? ধীরে ধীরে তাতেও হয়তো সবাই একমত হয়ে যাবেন, বাংলায় কথা বলারও আর মানে নেই। কোনরকম বাজারি মূল্য তো নেইই।
    ঃ)
  • Ekak | 113.6.157.185 | ০৭ আগস্ট ২০১৫ ২০:৫২682572
  • টিভিতে খবর -সিনেমা দেখে /শুনে যারা হিন্দি ভাষা শেখেন তাঁদের উদ্দেশ্যে প্রনাম রইলো । কল্পনায় চারপাশে আরশোলার মত প্রতিভা উড়ছে দেখতে পাচ্ছি । অধিকাংশ বাঙালি সেই কবে থেকে হিন্দি সিনেমা গিলেও নাগরী লিপি পড়তে পারেনা ,লিখতেও পারেনা । কিম্বা হয়ত সবাই গরগর করে পড়তে -লিখতে পারেন । আমারি চোখে শুধু অশিক্ষিতরা পরে । তা হবে ।
  • Ekak | 113.6.157.185 | ০৭ আগস্ট ২০১৫ ২০:৫৫682573
  • ইটা আলাদা করে বলার কারন যখন বাংলা ভাষাটাকে বানান -ব্যাকরণের পিন্ডি চটকাই তখন কিন্তু হ্যাটা বা জ্ঞান দাতার অভাব পরেনা । মনের ভাবটা এইরূপ যে ঠিকভাবে লিখতে না শিখলে আর শিখলে কী ? অথচ হিন্দি এম্মি এম্মি শেখা যায় । লিখতে -পড়তে লাগে না :)
  • haldar | 215.174.22.27 | ০৭ আগস্ট ২০১৫ ২১:০৯682574
  • স্কুলে বাংলা পড়ে কচুপোড়া হয় এই আমার করুণ আবিষ্কার।

    আমার এক স্কুলের বন্ধুর মন্তব্য - অবনীন্দ্রনাথ ঠাকুর? দা নেম সাউন্ডস ফ্যামিলিয়ার। ঠিক বন্ধু নয়, ফাস্ট বেঞ্চের ছাত্র, চেনা আরকি।

    যদিও আমি বোঝার চেষ্টা করছি, এটা আসলে খিল্লী ছিল কিনা।
  • S | 109.27.138.238 | ০৭ আগস্ট ২০১৫ ২১:১৩682575
  • ফ্যাশন ও হতে পারে। বাঙ্গলা না জানাটা হেব্বি ব্যাপার।
  • pi | 24.139.221.129 | ০৭ আগস্ট ২০১৫ ২১:২৫682576
  • অনেকটাই তাই। বাংলা জানাটা আউট অব ফ্যাশন, বা বলা ভাল, বাংলা না জানাটা ফ্যাশনেবল।

    ভবানীপ্রসাদ মজুমদারের ছড়াটা বারবার মনে পড়ে যায় ঃ)

    বাংলাটা ঠিক আসে না!

    ছেলে আমার খুব ‘সিরিয়াস’ কথায়-কথায় হাসে না
    জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।
    ইংলিশে ও ‘রাইমস’ বলে
    ‘ডিবেট’ করে, পড়াও চলে
    আমার ছেলে খুব ‘পজেটিভ’ অলীক স্বপ্নে ভাসে না
    জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না।
    ‘ইংলিশ’ ওর গুলে খাওয়া, ওটাই ‘ফাস্ট’ ল্যাঙ্গুয়েজ
    হিন্দি সেকেন্ড, সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ।
    কী লাভ বলুন বাংলা প’ড়ে?
    বিমান ছেড়ে ঠেলায় চড়ে?
    বেঙ্গলি ‘থার্ড ল্যাঙ্গুয়েজ’ তাই, তেমন ভালোবাসে না
    জানে দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না।
    বাংলা আবার ভাষা নাকি, নেই কোনও ‘চার্ম’
    বেঙ্গলিতে
    সহজ-সরল এই কথাটা লজ্জা কীসের মেনে নিতে?
    ইংলিশ ভেরি ফ্যান্টাসটিক
    হিন্দি সুইট সায়েন্টিফিক
    বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওর ‘প্লেস’ এদের পাশে না
    জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না।
    বাংলা যেন কেমন-কেমন, খুউব দুর্বল প্যানপ্যানে
    শুনলে বেশি গা জ্ব’লে যায়, একঘেয়ে আর ঘ্যানঘ্যানে।
    কীসের গরব? কীসের আশা?
    আর চলে না বাংলা ভাষা
    কবে যেন হয় ‘বেঙ্গলি ডে’, ফেব্রুয়ারি মাসে না?
    জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না।
    ইংলিশ বেশ বোমবাস্টিং শব্দে ঠাসা দারুণ ভাষা
    বেঙ্গলি ইজ ডিসগাস্টিং, ডিসগাস্টিং সর্বনাশা।
    এই ভাষাতে দিবানিশি
    হয় শুধু ভাই ‘পি।এন।পি।সি’
    এই ভাষা তাই হলেও দিশি, সবাই ভালোবাসে না
    জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।
    বাংলা ভাষা নিয়েই নাকি এংলা-প্যাংলা সবাই মুগ্ধ
    বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ
    মায়ের দুধের বড়ই অভাব
    কৌটোর দুধ খাওয়াই স্বভাব
    ওই দুধে তেজ-তাকত হয় না, বাংলাও তাই হাসে না
    জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।
    বিদেশে কী বাংলা চলে? কেউ বোঝে না বাংলা কথা
    বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নিরবতা।
    আজ ইংলিশ বিশ্বভাষা
    বাংলা ফিনিশ, নিঃস্ব আশা
    বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না
    জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।
    শেক্সপীয়র, ওয়ার্ডসওয়ার্থ, শেলী বা কীটস বা বায়রন
    ভাষা ওদের কী বলিষ্ঠ, শক্ত-সবল যেন আয়রন
    কাজী নজরুল- রবীন্দ্রনাথ
    ওদের কাছে তুচ্ছ নেহাত
    মাইকেল হেরে বাংলায় ফেরে, আবেগে-উচছ্বাসে না
    জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসেনা।
  • shibir | 113.16.71.17 | ০৯ আগস্ট ২০১৫ ০২:১৬682577
  • আমার হিন্দি প্রথম দ্বিতীয় কোনো ভাষাই ছিলনা কিন্তু আমি মোটামুটি হিন্দী পড়তে পারি আর কাজ চালানো গোছের বলতেও পারি। চেষ্টা করলে লিখতেও পারব কিন্তু কোনো ইনসেনটিভ নেই তাই ট্রাই করিনি । ভদ্রস্থ হিন্দি বলার দরকারটা কি সেটা এখন অব্দি বুঝতে পারলামনা । যখন এটা আমার মাতৃভাষা নয় তখন তো ভুল হবেই এটা তো স্বাভাবিক । অমিতাভ পিকুতে যে ভাবে বাংলা বলছিল আমিও তো সে ভাবেই হিন্দি বলব নাকি ? নিজের মাতৃভাষা জানো ইংলিশ জানো ব্যস এর পরেও যদি কোনো ভাষা জানতে চাও তো বিদেশী ভাষা জানো হিন্দির থেকে অনেক বেশি ইনসেনটিভ ওতে । আমার দক্ষিণী সহকর্মীরা (তামিল নয়) যারা হিন্দি বলেতে পারেনা তাদের দেখেতো মনে হয়না খুব একটা অসুবিধা হয় ।
  • S | 139.115.2.75 | ০৯ আগস্ট ২০১৫ ০৫:৫৬682578
  • শিবির বাবু, আপনার কথার বিরুদ্ধতা না করেও কতগুলো কোস্নো করি?

    "এর পরেও যদি কোনো ভাষা জানতে চাও তো বিদেশী ভাষা জানো হিন্দির থেকে অনেক বেশি ইনসেনটিভ ওতে ।"
    কেন জানতে পারি?

    "আমার দক্ষিণী সহকর্মীরা (তামিল নয়) যারা হিন্দি বলেতে পারেনা তাদের দেখেতো মনে হয়না খুব একটা অসুবিধা হয় ।"
    এরা কি কেউ হিন্দি বলয়ে থাকেন?
  • shibir | 113.16.71.17 | ০৯ আগস্ট ২০১৫ ১৩:২৭682579
  • চাকরির জায়গায় দোভাষী দের তো অনেক কদর দেখি । আমার সাথেই কজন আর্জেন্টাইন কাজ করত স্প্যানিশ দোভাষী হিসেবে । ফ্রীলান্সার ছিল । ভালো টাকা পেত । আমদের দেশে অনেক কোম্পনিতেইতো বিদেশী ভাষা জানার জন্য লোক নেয়।

    আমার পুরনো তেলেগু বস হিন্দি বলতে পারেনা বুঝতে একটু পারে কিন্তু হিন্দি বলয়ে না হলেও অনেক দিন মুম্বইতে ছিল ।
    বাকিরা হিন্দি বলয়ে থাকে না।
  • S | 109.27.138.238 | ০৯ আগস্ট ২০১৫ ১৩:৩৬682580
  • হক কথা।
    তবে হিন্দিটা ভালো জানলেও অনেক গুলো চাকরি করা যায়। হিন্দি বলয়ে যেকোনো কাজ করতে গেলেই লাগে - মানে পিওর হোয়াইট কালার জব বলছিনা - কিন্তু সেল্স, লেবার ম্যানেজমেন্ট, ব্যান্কে কাজে দেয়।

    মুম্বাইতে হিন্দিটা কিছুটা বুঝতে আর একটু বলতে পারলেই চলে। লোকেরা মোটামুটি এক্সেপ্ট করে নেয়। অনেকেই ইংরাজি খুব ভালো বলতে পারে।
  • shibir | 113.16.71.17 | ০৯ আগস্ট ২০১৫ ১৪:২১682582
  • S আমারও তাই মনে হয় । কিছু কিছু কাজ আছে যেখানে লোকাল ভাষাটা জানতেই হবে যেমন আপনি বললেন ব্যাঙ্ক । আমি কিছু দিন কলকাতায় একটা সুপার স্পেসালিটি হাসপাতাল এ কাজ করেছিলাম সেখানে প্রায় সব নার্স হয় কেরালা নয়তো নর্থ ইস্ট থেকে ছিল যাদের প্রত্যেক দিন ১/২ ঘন্টা বাংলা ক্লাস হত ।
  • S | 109.27.138.238 | ০৯ আগস্ট ২০১৫ ১৪:৩২682583
  • আমার তো মনে হয় ইংরাজি শিক্ষা খুব দরকার আজকের দিনে। নিজের মাতৃভাষার থেকেও বেশি। আর আরেকটা ফরেন ল্যাঙ্গুয়েজের থেকে হিন্দি শেখা সহজ হবে। কিন্তু এটা হোলো এলিটিস্ট চিন্তা ভাবনা। যেখানে দেশের বাচ্চাদের ইস্কুলে চার বছর রেখে পড়ানো, লেখানো, আর যোগ-বিয়োগ করতে শেখানো যাচ্ছেনা, সেখানে মাতৃভাষা ছাড়া অন্য ভাষা নিয়ে চিন্তা ভাবনা অনেক পরে আসে।
  • Reshmi | 192.68.202.4 | ০৯ আগস্ট ২০১৫ ১৪:৪৬682584
  • হিন্দি তে বেশি নম্বর পাওয়া যায়? কোন বোর্ডে? সিবিএসই তে তো হিন্দি তে বেশ কম নম্বর ওঠে বলেই জানি, তাই অনেকেই ক্লাস নাইনে গিয়ে থার্ড ল্যাঙ্গুয়েজটাকে সেকেন্ডে কনভার্ট করে নেয়। নম্বর তোলাটাই উদ্দেশ্য হলে বেশিরভাগ স্টুডেন্টই সংস্কৃত নেয় থার্ড ল্যাঙ্গুয়েজে হিসাবে, সেটাই পরে সেকেন্ড করে নেয়। হিন্দি রিলেটিভলি অনেক কম স্কোরিং।

    হিন্দি বেল্টে চাকরি করলে অনেক ক্ষেত্রেই অফিসের কাজের জন্যই হিন্দি জানা দরকারি, আর সেটা শুধু ঐ টিভি দেখে হিন্দি শিখে হয় না, সেট নিজেকে দিয়েই বুঝতে পারি। মেরা/মেরি/মেরে কোনটা হবে এ ধরনের কনফিউসন তো হামেশাই হয়।

    আগেও লিখেছিলাম, প্রবাসে থাকা বাচ্চাদের নির্ভুল বাংলা আর হিন্দি দুটো একসঙ্গে শেখা (পড়তে এবং লিখতে) আমার অন্ততঃ বেশ চাপের মনে হয়েছে। তুলনায় বাংলা/ইংরিজি বা হিন্দি/ইংরিজি একসঙ্গে শেখাটা কিছুটা সহজ মনে হয়।
  • shibir | 113.16.71.17 | ০৯ আগস্ট ২০১৫ ১৫:১৮682585
  • হিন্দি আর বাংলার মধ্যে তুলনা করলে সেন্ট্রাল বোর্ডে কোনটায় বেশি নম্বর পাওয়া যায়? আমার কোনো ধারণা নেই কিন্তু একজন বলেছিল হিন্দিতে বেশি পাওয়া যায় ।

    হিন্দি বেল্টে চাকরি করলে মেরির জায়গায় মেরা বললে কি ধরনের অসুবিধা হয় ? আমি সাউথ এ হিন্দি বেল্ট থেকে আশা লোকদের সাথে আতা হায় জাতা হায় টাইপ কথা বলি কিন্তু কিছু মজা করা ছাড়া আর কোনো অসুবিধা হয়নি ।

    হিন্দি শিখলে ভারতে ওভার অল কিছু সুবিধে হয় কিন্তু নির্ভুল হিন্দি শিখলে মনে হয়না কিছু extra সুবিধা হয়।

    কলকাতায় থাকলে বাংলা না জানলে কতটা অসুবিধে হয় ? বেঙ্গালুরু তে কন্নড না জানলে কতটা অসুবিধা হয় ? আমার মনে হয়না খুব একটা অসুবিধা হয়।
    চেন্নাই তে তামিল না জানলে কতটা অসুবিধা হয় ? আমার মনে হয় হয়।
  • সিকি | ০৯ আগস্ট ২০১৫ ১৫:২৯682586
  • ক। বেশ ভালোরকমের হয়।
  • Reshmi | 192.68.202.4 | ০৯ আগস্ট ২০১৫ ১৭:২৬682587
  • shibir, খুব কিছু অসুবিধে হয়ত হয় না, কিন্তু ভুল বলা হয় তো। সেটা নিয়ে, ওই আপনি যেমন বললেন, কেউ হাসাহাসি করলে কি আর ভাল লাগে?

    "বেঙ্গালুরু তে কন্নড না জানলে কতটা অসুবিধা হয়?" এখন হয়ত হয় না, কিন্তু আজ থেকে বছর ২০ আগে বেশ কিছু জায়গায় সমস্যায় পড়তে হয়েছিল। IISc অ্যাডমিনের স্টাফেদের সঙ্গে কথা বলতে গিয়েই হয়েছে, হিন্দি বলাতে বলেছে হিন্দি বুঝি না, অগত্যা ইংরিজি। তারা অবশ্য তামিল ছিল কি না জানি না। ডাক্তার ইত্যাদি দের সঙ্গেও ইংরিজিতেই বলতে হত।
  • byaang | 132.171.88.74 | ০৯ আগস্ট ২০১৫ ২০:০৪682588
  • কোনো বোর্ডেই হিন্দিতে বেশি নম্বর ওঠে না।
  • sm | 233.223.159.253 | ০৯ আগস্ট ২০১৫ ২১:৩১682589
  • হাসা হাসি করা আর সেটা কে নিয়ে প্যারানয়এড হয়ে পড়া , একেবারে নিজস্ব ব্যাপার।অত কিছু গায়ে মাখলে চলে না। নেপালীরা স স করে বাংলা বা হিন্দি বলবে এটা বাঙালি বা হিন্দি ভাষী ভালো করেই জানে।তামিল, তেলুগুরা থার্টি কে থেরটি বলবে, বা এম কে যেম বলবে এটাও সবার জানা।
    কথা হলো মিছে লজ্জা না পেয়ে, কমুনিকেশন চালিয়ে যাওয়া; কিছুদিন পরেই ব্যাপার টা সোজা হয়ে যাবে।
    ইউরোপ ইস্ট ইউরোপিয়ান দের ইংলিশ একসেন্ট দেখে লজ্জা পেতে দেখিনি। স্বাভাবিক; কারণ সেটি তার মাতৃ ভাষা নয়।
    তবে, হিন্দি বলয়ে চাকরি পাবার পর স্পোকেন ও কাজ চালানোর মত লিখিত হিন্দি রপ্ত করে নিতেই হয়; চাকরির সুবিধে ও প্রমোশন পেতে। বাঙালি দের ক্ষেত্রে সেটা বিশেষ কিছু ডিফিকাল্ট নয়,কারন হিন্দি ও বাংলার অরিজিন এক। যেটা তেঁতুল দের , পক্ষে খুব শক্ত।
  • PT | 213.110.243.21 | ০৯ আগস্ট ২০১৫ ২১:৩২682590
  • বাঙালী কিংবা তামিল ডাক্তার হিন্দি ভাল না জানলে পসার জমাতে পারবে উত্তর ভারতে?
  • Du | 34.238.130.225 | ০৯ আগস্ট ২০১৫ ২২:০০682591
  • অন্য স্টেট বা প্রবাসকে নিয়ে ভেবে লাভ নেই। তাদের তো সেজায়গায় মিশে যাওয়াই ভবিতব্য। সে ধীরে হোক বা সোজা।
    পঃবঙ্গে থেকে বাংলা না নেওয়াটাই মনে হয় টইয়ের টপিক।
  • shibir | 113.16.71.17 | ০৯ আগস্ট ২০১৫ ২২:০২682593
  • আমার কেন জানি মনে হয় বাঙালিরা অন্য ভাষা নিয়ে অনেক বেশি সেনসিটিভ । বললে একদম নির্ভুল বলতে হবে আর তা না হলেই একটা হাসাহাসি হবে । যে খুব ভালো ইংলিশ বলে বা দারুন উচ্চারণ করে সে আলাদা সন্মান পায় আর যে পারেনা তাকে নি খিল্লি হয় । এই পারফেক্টসনিস্ট হবার বাতিক অন্যদের সে ভারতীয় হোক বা বিদেশীদের মধ্যে নেই । কিছু স্প্যানিশ আর চিনেদের সাথে কথা বলেই বুঝেছি যতটা বলতে পারে বলে, কোনো হিন্যমন্নতা :( নেই । এই কদিন আগেই fb তে দেখলাম বাঙালিরা কতরকম ভুল ইংলিশ উচ্চারণ করে তাই নিয়ে খিল্লি করে পোস্ট । এরকম ভুল সবাই করে । আমার কলকাতার পাড়াতে অনেক পাঞ্জাবি বা মালায়ালম আছে যারা ভালো করে বাংলা বলতে পারেনা কিন্তু ৩০/৪০ বছর ধরে কলকাতায় আছে । না পারাই উচিত । যেটা বলে তাতেই communicate করতে পারে । আর কি চাই ? কেন পারফেক্ট হতে হবে ?আর যারা হাসাহাসি করছে তাদের উচিত হাসাহাসিটা বন্ধ করা আমার হিন্দি পারফেক্ট করা নয় ।

    লুরুতে সরকারী কাজে গিয়ে হিন্দি না ব্যবহার করাই ভালো।

    "কোনো বোর্ডেই হিন্দিতে বেশি নম্বর ওঠে না।" এটা কি হিন্দি আর বাংলার মধ্যে তুলনা করলে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন