এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নেড়ি কুত্তা জীবে প্রেম ডাব্লুএইচও অথবা আমাদের দৈনন্দিন সমস্যা :

    Ekak
    অন্যান্য | ১৭ জুলাই ২০১৫ | ৬৯৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | 113.6.157.185 | ১৭ জুলাই ২০১৫ ১২:১৮683856
  • টোকেনবাজ পাবলিক রা হলো জীবনে সবচে সুখী । কর্নাটকে ,কেরালায় নেড়ি কুত্তা কিলিং নিয়ে এনিমাল লাভার্স ফোরাম , ফেসবুক সর্বর্ত্র উদ্দাম টোকেনবাজি শুরু হয়েছে । সবাই বলে কুকুর মেরো না । ইদিকে এই আমরা সাধারণ শহুরে খোলবাসী জনতা যারা কিনা স্কুটারে চড়লেই কুকুরে তারা করে ,একটু রাত করে বাড়ি ফিরতে হলে কামড়ের ভয় তারা হচ্ছে মানুষ হিসেবে সবচে লেস প্রায়োরিটি । ব্যাঙ্গালোর এ কী পরিমানে নেড়ি কুত্তা বেড়েছে সে আর বলার নয় । একদিকে মিউনিসিপ্যালিটির উদাসীনতা ওপর দিকে এনজিও দের আদিখ্যেতা ,দুই এর মাঝখানে কুত্তা বংশ বেড়ে চলেছে যারা সন্ধ্যের পর পাড়ার গুন্ডার মত রাস্তার দখল নিয়ে নেয়। নিজেদের মধ্যে সারারাত কামরাকামরি করে । রাত করে বাড়ি ফেরা লোকদের কামড়ায় ।

    অনেকদিন ধরে এই কুকরামি দেকচি । আর সেইসঙ্গে এনজিও দের টোকেনবাজি । ভাবলাম একটু লিখি । স্ট্রে পপুলেশন কন্ট্রোল এমন একটা সাবজেক্ট যেখানে আনকা পীরিত দেখানোর হাজার লোক জুটবে। যারা নিজেরা কোনদিন প্রবলেম ফেস ই করেনি তারা কিভাবে সমাধান হয় তাই নিয়ে জ্ঞান দেবে । তা ,কুকুর ভেকুরের সঙ্গে তো কমদিন কাটালুম না । যারা প্রবলেম ফীল করছেন , কেন করছেন এসব নিয়ে লেখা টা জরুরি ।
  • AD | 213.91.201.54 | ১৭ জুলাই ২০১৫ ১৩:০৬683891
  • এককের সঙ্গে এক মত। কিন্তু কুকুর কমানোর দ্রুত ও কার্যকরী কি উপায় আ্ছে ?
  • shibir | 113.16.71.17 | ১৭ জুলাই ২০১৫ ১৩:০৬683880
  • লুরুতে একটা জোক চালু আছে - লুরুতে রাস্তায় যদি একটা ঢিল মারো তবে সেটা হয় একটা সফটওয়ার ইঞ্জিনিয়ারের অথবা কুকুরের গায়ে লাগবে । এখানে মনে হয় বেড়াল , কাক পায়রা সব কুকুর হয়ে জন্মায়।

    এটা জোক নয় । এই সোমবার আমি আর আমার বস রাত ৩তে অব্দি কাজ করেছি । বস এর বাইক আছে কিন্তু ফেরার সময় অফিস cab বুক করলো কারণ কুকুরের ভয়।
  • shibir | 113.16.71.17 | ১৭ জুলাই ২০১৫ ১৩:১২683902
  • একবার শুনেছিলাম কুকুর দের ধরে Sterilization করে আবার ছেড়ে দিচ্ছে
  • Abhyu | 118.85.88.75 | ১৭ জুলাই ২০১৫ ১৩:৩৬683913
  • ঐ জন্যেই সাউথ ইণ্ডিয়ার কোথায় কুকুর উৎসব শুরু হয়েছে না?
  • de | 24.139.119.173 | ১৭ জুলাই ২০১৫ ১৩:৪১683924
  • কেরালায়!
  • Ekak | 113.6.157.185 | ১৭ জুলাই ২০১৫ ১৪:০২683935
  • ওয়েল । ব্যাপার হলো ডাব্লু এইচ ও হেব্বি চিন্তিত । তাদের ফোকাল কনসার্ন রাবিস ও অন্যান্য জুনোটিক ডিসিস (যে সব রোগ পশু থেকে মানুষে ছড়ায় ) , সেই সুত্রে তারা স্ট্রে দগ পপুলেশন কন্ট্রোল নিয়ে পাতার পর পাতা জ্ঞান দিয়ে থাকে । এর সঙ্গে জুটেছে এনিম্যাল লাভার এসোসিয়েশন গুলো , যার মোদ্দা কথা এরকম ।

    ১) স্ট্রে ডগ পপুলেশন কন্ট্রোলের একমাত্র ঠিকঠাক উপায় হচ্ছে ফর্স্দ নিউটার অর স্পেইং । অর্থাত জোর করে জন্মনীয়ন্ত্রন । পাঠক এখানে "জোর করে " কথা টা রেজিস্টারে নোট্ রাখুন ।
    ২) কুকুর মেরে কুকুরের সংখ্যা কমানো চলবে না । কারণ গবেষণায় প্রকাশ প্যাক এনিম্যাল দের মেরে খতম করতে গেলে তারা জন্মহার বাড়িয়ে দেয় । তাছাড়াও এটা একটা ইন্হিউম্যান প্রসেস ।

    ----এবারে বাস্তব দাঁড়িয়েছে এই যে , আপনার চত্ব পাড়ার গলিতে হয়ত সবকটা কুকুরের স্তেরিলায়সেষণ করা আছে । কিন্তু তাতেই মোট কুকুরের সংখ্যা ওই জায়গার ডগ হ্যাবিতেবিলিতি স্কোর এর চে অনেক বেশি । মানে সাদা বাংলা কথায় ঐটুকু অংশে অতগুলো কুকুরের সুস্থ্য জীবনযাপনের জন্যে কুকুর প্রতি যে খাবার , যত ফাঁকা জায়গা দরকার কিছুই নেই । ফলাফল রাত্রদিন কুকুরদের মধ্যে কামরাকামরি এবং মানুষকেও কামড়ানো ।

    এনজিও বাবু দের কাছে এসবের উত্তর নেই । ওনারা ফেসবুকে নেড়ির বাচ্চার ছবি শেয়ার করে অম্ম্মা হাউ কিউট করবেন কিন্তু কুকুরপ্রতি রিসোর্স বাড়ানোর জন্যেই যে কুকুরের সংখ্যা কমানো নিয়ে সিরিয়াসলি ভাবা দরকার এটা ওনাদের মাথায় ঢোকেনা । পলিটিশিয়ান রা যেমন গরিব মানুষ কে হাতিয়ার করে , এনারাও নেড়ি দের হাতিয়ার করেছেন ।

    স্ট্রে ডগ পপুলেশন কন্ট্রোল নিয়ে বাস্তব ছবিটা তাই তুলে আনা সবচে আগে দরকার । নইলে "কী করিতে হইবে " আর্টিকল এ তো ইন্টারনেট ভর্তি । সমস্ত পলিটিকাল কারেক্ত্নেস , আহা উহু কাটিয়ে লোকজন ক্লিয়ারলি বলুন তাঁরা কিরকম অসুবিধে ফেস করেন নেড়ি দের উত্পাতে ।
  • Ekak | 113.6.157.185 | ১৭ জুলাই ২০১৫ ১৪:১৮683946
  • আরেকটা ব্যাপার প্রথমেই এড্রেস করে নি । ডগ ফোবিয়া । মানে আপনি যদি কুত্তা লাভার হন বা পাড়ার নেড়িদের লাই দেওয়া অভ্যেস থাকে তাহলে আরেকটা অভ্যেস আপনার অজান্তেই আপনার মধ্যে গড়ে উঠবে । তা হলো যারাই কুকুর পছন্দ করেনা বা কুকুরকে ভয় পায় তাদের ডগ ফোবিয়া আছে বলে লেবেল সেঁটে দেওয়ার চেষ্টা ।

    ইটস ফাকিং দিস্গাস্তিং । হতেই পারে মানুষটিকে কুকুরে তাড়া করছিল কোনো কালে , বিরূপ অভিজ্ঞতা আছে । অথচ কুকুর্প্রেমিরা এসব শুনতে রাজি নন । এ যেন ইসলামফোবিয়ার আরেক সংস্করণ । আরে বাবা ভয় পাছে মানে কিছু অবজেক্টিভ কারণ আছে । একটা ফোবিয়া নাম দিয়ে থিওরি নাবালেই হলো নাকি ? ??

    তো মাথার মধ্যে থেকে এইসব দ্বিধা - ফোবিয়া হিসেবে ট্যাগ হবার ভয় এসব ঝেড়ে ফেলে কজন মুখ খোলেন সেটাই দেখার ।
  • সুশ্রুত সরখেল | 212.54.102.201 | ১৭ জুলাই ২০১৫ ১৪:২৩683957
  • যদি সিস্টেমের সব স্ট্রে কুকুর মেরে ফেলা হয় তাহলে আর প্যাক অ্যানিম্যাল আর্গুমেন্ট খাটবে কি করে? কুকুরই তো নেই। কিছু মারলে আর কিছু ছাড়লে সমস্যা।
  • শ্রী সদা | 113.19.212.21 | ১৭ জুলাই ২০১৫ ১৪:২৪683857
  • আপিস থেকে বাড়ি মেরেকেটে দশ মিনিটের হাঁটা। গতকাল রাত দুটো অব্দি কাজিয়েছি। বাড়ি ফিরলামনা জাস্ট কুকুরের ভয়ে। রাত্তির হলে পুরো রাস্তাটা কুকুরদের দখলে চলে যায়। আবার একটা ময়লার ভ্যাট আছে পাশে। সোনায় সোহাগা।
    কুকুর বেশ ভালো লাগে, কিন্তু সে হল গিয়ে ভ্যাকসিন দেওয়া গৃহপালিত কুকুর। নেড়িদের থেকে দূরে দূরেই থাকি, একবার দাঁত বসালে পাঁচটি ইনজেকশন।
  • sch | 132.160.114.140 | ১৭ জুলাই ২০১৫ ১৪:৪৭683868
  • "যদি সিস্টেমের সব স্ট্রে কুকুর মেরে ফেলা হয় তাহলে আর প্যাক অ্যানিম্যাল আর্গুমেন্ট খাটবে কি করে? কুকুরই তো নেই। কিছু মারলে আর কিছু ছাড়লে সমস্যা।"
    -------------------------------------------------------------------------------------------

    আচ্ছা মারবেন কেন - এই ব্যাপারটা জানতে ইচ্ছে করছে। সব কুকুরই কি কাউকে না কাউকে কামড়েছে? না কি কামড়াবে এই সম্ভাবনাতেই মেরে ফেলতে চান বা দেখে মনে হচ্ছে কামড়াতে পারে এই সম্ভাবনাতেই মারতে চান
  • AD | 213.91.201.54 | ১৭ জুলাই ২০১৫ ১৪:৫১683872
  • কেন মারব না, সেটা বলুন।
  • AD | 213.91.201.54 | ১৭ জুলাই ২০১৫ ১৪:৫৩683874
  • আমি যতদূর জানি ইকোলজি সিস্টেমে এদের খুব একটা ভূমিকা নেই
  • সুশ্রুত সরখেল | 212.54.102.201 | ১৭ জুলাই ২০১৫ ১৪:৫৩683873
  • মারার কথা বলা হয়নি, আর্গুমেন্টের সমস্যা দেখানো হচ্ছে। তবে মারলেও আমার আপত্তি নেই। প্রত্যেক কুকুরে লাইসেন্সড মালিক থাকা দরকার। মারায় যাদের আপত্তি তারা বাড়ি নিয়ে গিয়ে পুষুন না কে আটকাচ্ছে? ঐ ওপর ওপর ভালোবাসা বড় মারাত্মক।
  • AD | 213.91.201.54 | ১৭ জুলাই ২০১৫ ১৪:৫৫683875
  • মানে রাস্তার বেওরারিশ নেড়িদের
  • AD | 213.91.201.54 | ১৭ জুলাই ২০১৫ ১৪:৫৮683876
  • সরখেল বাবু যেমন বল্লেন, মালিক ছাড়া কুকুর সোজাসুজি টার্মিনেট করা উচিত।
  • sch | 132.160.114.140 | ১৭ জুলাই ২০১৫ ১৫:৩১683877
  • আচ্ছা তাহলে দুটো জিনিস বুঝলাম

    ১) ইকোলজিতে রাস্তার কুকুরের কোন ভূমিকা নেই

    ২) মালিক ছাড়া কুকুর হলেই টার্মিনেট করা উচিত। তার মানে এটা অন্য প্রাণিদের ক্ষেত্রেও প্রযোজ্য তো? গোরু, বেড়াল এসবের জন্য?

    আচ্ছা রাস্তার ভবঘুরে পাগলগুলোর কি ইকোলজিতে কি কোনো ভূমিকা আছে? আর ওদের তো কোনো মালিকও নেই। ওদেরও টার্মিনেট করে দেওয়া উচিত না কি কুকুরদের সাথে সাথে
  • ঊমেশ | 118.171.128.168 | ১৭ জুলাই ২০১৫ ১৫:৪৭683878
  • খুব ভালো একটা সমাধান হলো,
    চাইনিজ, কোরিয়ান, ভিয়েৎনামিজ বা মিজোরামি দের মতো একটা অভ্যাস তৈরী করা।

    তাতে মনে হয় না কুকুর-প্রেমীরা কিছু বলতে পারবে।
  • Ekak | 113.6.157.185 | ১৭ জুলাই ২০১৫ ১৫:৫২683879
  • ইকোলজি সিস্টেম ও নেড়ি কুকুর
    -------------------------------

    আগেও অনেকবার বলেছি আমাদের একটা টার্মিনেশন মডেল দরকার । যে মডেল কিছুটা হলেও প্রেডিক্ট করতে পারবে এক্স হ্যাবিতাত এ ওয়াই স্পিসিসের ফ্লোরা বা ফন্যা , টি টাইম এর মধ্যে এন সংখ্যক টার্মিনেটেদ হয়ে গেলে উইদিন এক্স এন্ড এদ্জাসেন্ট টু এক্স ইকোলজি তে তার একচুয়াল প্রভাব কী পর্বে । এরকম অনেক বিচ্ছিন্ন পেপার দেখেছি কিন্তু এস্ত্যাব্লিশ্দ মডেল দেখিনি । বায় সায়েন্স এর সঙ্গে যুক্ত লোকজন প্রো-পাগান বাই বিলিফ । কাজেই টার্মিনেশন শুনলেই এনারা আঁতকে ওঠেন । সারা জগত একটা সুতোয় বাঁধা এবং কোথাও টান পরলেই সব নড়েচড়ে যাবে এরকম একটা বিশ্বাস আগে থেকেই করে নিয়ে বাকি সব থিওরি খাড়া করা ।

    এবার স্পেসিফিকালি গ্রৈং আরবান ল্যান্ডস্কেপে নেড়িদের অবস্থান নিয়ে কিছু জিনিস দেখা দরকার । নেড়ি রা এখানে তিন শ্রেনীর ।

    ১) টেম্পরারি কেয়ার গিভার এর আন্ডারে থাকা নেড়ি । মানে ধরুন রোজ কেও তাকে খাওয়ায় ,রোগ হলে দেখে ,কিন্তু নেড়ি রাস্তাতেই থাকে ।

    ২) ফেরাল নেড়ি : এরা হলো মানুষের কুকুর পোষার সখ থেকে আমদানি হওয়া নেড়ি । যে কোনো ফাস্ট গ্রোইং আরবান এরিয়াতে এদের প্রায় ই দেখবেন । বাড়ির ল্যাব্রাদর ,স্পিটজ এই সমস্ত ফরেন স্পিসিস কে ছেড়ে দেওয়া হয়েছে পোষার সখ মিটে যাওয়ার পর । তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় এবং বাচ্চা পয়দা করে ।

    ৩)কোনরকম মালিকানার ইতিহাস না থাকা নেড়ি : এদের সংখ্যা বিশাল । বিচিত্র সমাজ । এবং প্রচন্ড এগ্রেসিভ বাই নেচার ।

    ----- ঘটনা হচ্ছে আরবান পপুলেশন বাড়ার প্রথম ফেসে গার্বেজ কালেকশন এন্ড রিসাইক্লিং সিস্টেম খুব পুওর থাকে । সেই সমস্য়টাতে স্কাভেন্জার এনিম্যাল দের হুলিয়ে বংশ বৃদ্ধি হয় । এবার মানুষ একটু গুছিয়ে বসেই প্রপারলি গার্বেজ কালেক্ট করতে শুরু করলে এই স্কাভেন্জার এনিম্যাল রা মুশকিলে পরে । এদের খাবার যায় কমে । তখন বিজ্ঞানী রা এসে বলছেন ,ওদের জন্মনীয়ন্ত্রন করো । কিন্তু যতই নিয়ন্ত্রণ করুন , যে মালগুলো পয়দ হয়েছে সেগুলো যাবে কই ? মিনিমাম দশ -পনের বছর তো লাগবেই একেকটা স্যাম্পল কালেকশনে জন্ম নিয়ন্ত্রনের সুফল পেতে । এদিকে আরবান গ্রোথ রেট্ এই ডগ পপুলেশন দিক্লায়নিং রেট্ এর চে অনেক অনেক বেশি । এদের কে নিয়েই নেড়িদের ক্রমবর্ধমান সমাজ ।

    আশা করি সমস্যাটা আন্দাজ পাওয়া যাচ্ছে । এককথায়, হু বলেছে নিউটার করলেই সমস্যা মিটে যাবে বলে উদ্বাহু হওয়ার কোনো জায়গানেই ।
  • সিকি | ১৭ জুলাই ২০১৫ ১৬:৩৫683881
  • এককের সাথে অনেকাংশে একমত।

    আমি কুকুর ভালোবাসি। অ্যাট লিস্ট ভয় পাই না। রাস্তার ধারে রাত দুটোর সময়ে খেয়োখেয়ি করতে থাকা একপাল কুকুরের পাশ দিয়েও হেঁটে যেতে আমি ভয় পাব না, কারণ, কুকুরের মনস্তত্ত্ব খানিকটা বুঝি। ওদের সাথে ঝামেলা না করলে ওরা আসবে, শুঁকবে, বড়জোর চাটবে, কিন্তু কামড়াবে না - এক যদি না পাগল হয়। এখন ঐ কুকুরের এগিয়ে আসাতেই অনেকে ভয় পায়, দৌড়ে পেরিয়ে যাবার চেষ্টা করে, তাতে কুকুর তার আরও পিছু নেয়। না পালালেই কুকুরও কোনও চাপ নেয় না। অপরিচিত অ্যালসেশিয়ানের সঙ্গেও আমি ভাব করে নিয়েছি সহজে, শোঁকে, চাটে তারপরে বন্ধু হয়ে যায়।

    আমি কুকুর ভালোবাসি, কিন্তু কুকুর নিয়ে আদিখ্যেতা একেবারে সহ্য করতে পারি না। এই সো কলড ডগ লাভাররা - ফ্র্যাঙ্কলি আমার দুচক্ষের বিষ। স্ট্রে কুকুরদের পাল যেভাবে বাড়ছে আমাদের সোসাইটির আশেপাশে, অলরেডি একটা দুটো বাচ্চা কামড় খেয়েছে, নিতান্ত মেরে ফেলা না গেলে আমি পুরোপুরি স্টেরিলাইজেশন করে দেবার পক্ষে।

    ও হ্যাঁ, আমি কুকুরের কামড়ও খেয়েছি, ক্লাস ওয়ানে। পাগল নয়, নিতান্তই নেড়ি, আমার হাতে টিফিনের পাঁউরুটি ছিল কুকুরটা লোভে লোভে পেছন থেকে এসে পাঁউরুটিশুদ্ধ আমার হাত মুখে নিয়ে নিয়েছিল। আমি সাথে সাথে চেঁচামেচি করায় ছেড়ে দেয়, কিছুই হয় নি, ওষুধও খাই নি, ইনজেকশনও নিই নি। চামড়ায় দাগ বসেছিল, দাঁত ফোটে নি। :)
  • sch | 132.160.114.140 | ১৭ জুলাই ২০১৫ ১৬:৩৬683882
  • @একক আপনি যা লিখছেন তা খুব নতুন কিছু না - পাথব্রেকিং কোন আইডিয়া একদমই না - কেউ নোবেল দেবে না এর জন্য- ইতিমধ্যেই চেন্নাইতে এটা ইমপ্লিমেন্টেড হয়ে গেছে। একটু কষ্ট করে পড়ে ফেলুন



    "he Chennai Corporation began to kill dogs from 1860 for reasons as varied as rabies, aggression and not wearing a license-tag. From killing one dog a day on an average in 1860, the Corporation was killing, on an average, as many as 135 dogs every single day as of 1996."
    ...............................................................................................................।

    "From administering Sodium Pentothal directly into their hearts, poisoning them, electrocuting them, clubbing them to death and burying them alive in pits covered with bleaching powder and pesticides, successive governments in Tamil Nadu, as well as non-State actors, have employed every one of these horrific methods to kill street dogs. It took the Chennai Corporation 136 years to travel from ‘kill’ in 1860 to ‘not kill’ in 1996. At the end of this arduous and challenging journey, Chennai showed the rest of India and the world, the successful and civilised way to deal with the issue of street dogs: the number of human deaths in Chennai due to rabies dropped from 120 in 1996 to zero in 2007."

    লেখার নিচে কমেন্টগুলোও পারলে পড়বেন

    এবার দেখুন ভারতে আর কোন কোন শহর এই পদ্ধতি অনুসরণ করে। চেন্নাইতে গিয়ে শিখেই আসা যায়। তবে মজা হল এই ভাবে চালিয়েও ১৩৫ বছরে একটা স্পিসি কে ভ্যানিস করতে পারে নি ইকোসিস্টেম থেকে।

    আমার শুধু অবাক লাগছে যে vengeance দেখতে পাই - "মালিক ছাড়া কুকুর সোজাসুজি টার্মিনেট করা উচিত", "কেন মারব না, সেটা বলুন।", "তবে মারলেও আমার আপত্তি নেই" - কথাগুলোর মধ্যে তাতে খুব অবাক লাগে এই লোকগুলোই কোরবান সাহের গণহত্যাকারীদের বিরুদ্ধে সরব হয় বা ধর্ষকদের ফাঁসি দেওয়া উচিত না রাস্তায় হাঁটাহাঁটি করে।

    আয়নায় একটু নিজেদের মুখগুলো দেখুন - দেখবেন জ্যোতির্বলয়ের মতো নিজেদের মাথার পেছনে "HYPOCRITE" লেখা একটা দেখতে পাবেন।
  • Ekak | 113.6.157.185 | ১৭ জুলাই ২০১৫ ১৬:৪৬683884
  • এস্সিএইচ

    অল্প কথায় লিখুন না :) আপনি যেটা বলতে চাইছেন সেটা হলো আমাদের সব থিওরি এন্থ্রপসেন্ত্রিক । তাই মানুষ হত্যা না চাইলেও কুকুর হত্যায় মদত দিচ্ছি :) এত সামান্য কথা বোঝাতে এত কর্পান-ফর্পান হ্যাজাবার কি দরকার ।

    এন্ড এগেইন , আমি যুগান্তকারী কোনো থিওরি দিয়েছি এমন দাবি কথায় করলুম ? চেন্নাই এর উদাহরণ দেখার কি দরকার । রুমানিয়া তে বেশ কয়েক হাজার কুকুর হত্যা ও তার ফলশ্রুতি নিয়ে গুচ্ছের রিপোর্ট আছে । নো ওয়ান সেস দিস ইস দ্য বেস্ট কন্ত্রলিং মেথড । প্রেসেন্ট সিস্টেমকে প্রশ্ন করলেই এত উত্তেজিত হয়ে পরেন ক্যান ?
  • de | 69.185.236.53 | ১৭ জুলাই ২০১৫ ১৬:৪৬683883
  • আমি একটু নেড়িদের পক্ষেই বলে যাই - আমাদের বিল্ডিং এর চারপাশের নেড়িগুলো ভারী লক্ষ্মী - চেনা লোকেদের কখনোই কিছু বলে না। রাত্তিরবেলা আমি পার্কিং স্পেসে গাড়ি রাখার পর এসে চুপচাপ একবার দেখে যায়। গাড়ি থেকে আমি নামছি দেখলেই নিশ্চিন্ত হয়ে চলে যায়। ওদের আমি খাওয়াইও না - কিছুই করি না - তাও আমাকে খুব চেনে। বিল্ডিংয়ের বাচ্চাদের সাথেই ওদের বেশী ভাব। আর সারারাত পাহারা দেয়।

    তবে, একক যেমন লিখলেন - লুরুর নেড়িরা খুবই হিংস্র দেখছি!

    বম্বেতে, পাওয়াই, অ্যারে ইঃ জায়গায়, মানে যেসব জায়গাগুলো সঞ্জয় গান্ধী ন্যাশন্যাল পার্কের গা ঘেঁষে, সে সব জায়গায় নেড়ি নেই মোটে। সব লেপার্ড খেয়ে নিয়েছে। লুরুতে বরং লেপার্ড পুষুন! ঃ)
  • sch | 132.160.114.140 | ১৭ জুলাই ২০১৫ ১৬:৫৯683885
  • @একক

    ১)রুমানিয়ার থিয়োরী দিই নি কারণ স্ট্রে-র নেচার সোশ্যাল স্ট্রাকচারের ওপর নির্ভর করে। চেন্নাই এর টা এদেশের পরীক্ষিত তথ্য। আর আমি কিছু "এন্থ্রপসেন্ত্রিক থিওরী" বলতেও চাই নি -শুধু বলেছি যে এটা একটা অলরেডী ইমপ্লিমেন্টেড আইডিয়া আর তার রেজাল্ট দেখা যাচ্ছে

    ২)বেশী কথা বলার এক্তিয়ার শুধু আপনার আছে এরকম ভাবলেন কেন। কথা বলতে গেলে কথা শোনারও অভ্যেস রাখা উচিত

    ৩) ঊত্তেজিত আমি হলাম কোথায়? মুখোস খুলে দেওয়াইয় উত্তেজনা তো আপনি দেখাচ্ছেন। আমি তো লিঙ্কশুদ্ধু কিছু তথ্য দিলাম
  • Ekak | 113.6.157.185 | ১৭ জুলাই ২০১৫ ১৭:০৩683886
  • আবার উত্তেজনা :( এন্থ্রপসেন্ত্রিক কেন বললাম এড্রেস ই করতে পারেন নি ।

    "
    আমার শুধু অবাক লাগছে যে vengeance দেখতে পাই - "মালিক ছাড়া কুকুর সোজাসুজি টার্মিনেট করা উচিত", "কেন মারব না, সেটা বলুন।", "তবে মারলেও আমার আপত্তি নেই" - কথাগুলোর মধ্যে তাতে খুব অবাক লাগে এই লোকগুলোই কোরবান সাহের গণহত্যাকারীদের বিরুদ্ধে সরব হয় বা ধর্ষকদের ফাঁসি দেওয়া উচিত না রাস্তায় হাঁটাহাঁটি করে।

    আয়নায় একটু নিজেদের মুখগুলো দেখুন - দেখবেন জ্যোতির্বলয়ের মতো নিজেদের মাথার পেছনে "HYPOCRITE" লেখা একটা দেখতে পাবেন।"

    এর মধ্যে হিপক্রিসির কিস্যু নেই । আপনি আইদার হিপক্রিসি মানে বোঝেন না নৈলে সেটার ইউস বোঝেন না । মানুষ মানুষের ক্ষেত্রে যে মরালিটি /মেসার মেন্টেন করবে সেটা বাকি জগতের ক্ষেত্রে করবে তার কোনো মানে নেই । মানুষের থিওরির ফোকাল ইন্টারেস্ট মানুষ । দিস ইস এন্থ্রপসেন্ত্রিসিতি । একে হিপক্রিসি বলেনা আদৌ । এরকম একটিভিস্ট দের মত বেলাইনে বকছেন ক্যান ।
  • Ekak | 135.99.254.214 | ১৭ জুলাই ২০১৫ ১৭:১৬683888
  • দে

    আমার চারপাশের কুকুর রাও আমাকে আক্রমন করেনা । তারা আমার হাতে খায় , সঙ্গে ঘোরে । কিন্তু এগুলো কোনো কথা নয় । আমি পশুপাখি পুষি , খানিকটা কমিউনিকেট করার চেস্টা করি । বাট এভরিবডি আর নট সাপস্দ টু ডু দ্যাট । তাই না ? আমার গেস্ট এলে তারা রাস্তার কুকুরদের প্রচন্ড ভয় পায় । এছাড়া প্রতিদিন রাত তিনটে অবধি কুকুরদের মারামারি । আমি নাহয় সকাল ছটায় কফি খেয়ে এসে ঘুমুতে যাই । বাকি অনেকেই তো রাত্রে ঘুমোয় । ইটস আ টোটাল নুইসেন্স । পৃথিবীর সব লোকের দায় পরেনি কুকুর বেড়াল দের কমিউনিকেশন বোঝার । দে নিড টু লিভ আ সিম্পল লাইফ । সারাদিন কাজ সেরে মাঝরাত্তিরে ফিরলেও আমাকে পারার কুকুর কিছু বলেনা একটু মাথায় হাত বুলানো খেয়ে চলে যায় , কিন্তু এট দ্য সেম টাইম প্রচুর লোক কে কামড়ায় । সমস্যাটা সেখানেই । দীর্ঘদিন ধরে এই সমস্যাটা দেখছি এবং আমাকে কুকুর রা কামড়ায় না বলেই চুপ করে থাকা মোটেই উচিত ঠেকছে না ।
  • Ekak | 135.99.254.214 | ১৭ জুলাই ২০১৫ ১৭:১৬683887
  • দে

    আমার চারপাশের কুকুর রাও আমাকে আক্রমন করেনা । তারা আমার হাতে খায় , সঙ্গে ঘোরে । কিন্তু এগুলো কোনো কথা নয় । আমি পশুপাখি পুষি , খানিকটা কমিউনিকেট করার চেস্টা করি । বাট এভরিবডি আর নট সাপস্দ টু ডু দ্যাট । তাই না ? আমার গেস্ট এলে তারা রাস্তার কুকুরদের প্রচন্ড ভয় পায় । এছাড়া প্রতিদিন রাত তিনটে অবধি কুকুরদের মারামারি । আমি নাহয় সকাল ছটায় কফি খেয়ে এসে ঘুমুতে যাই । বাকি অনেকেই তো রাত্রে ঘুমোয় । ইটস আ টোটাল নুইসেন্স । পৃথিবীর সব লোকের দায় পরেনি কুকুর বেড়াল দের কমিউনিকেশন বোঝার । দে নিড টু লিভ আ সিম্পল লাইফ । সারাদিন কাজ সেরে মাঝরাত্তিরে ফিরলেও আমাকে পারার কুকুর কিছু বলেনা একটু মাথায় হাত বুলানো খেয়ে চলে যায় , কিন্তু এট দ্য সেম টাইম প্রচুর লোক কে কামড়ায় । সমস্যাটা সেখানেই । দীর্ঘদিন ধরে এই সমস্যাটা দেখছি এবং আমাকে কুকুর রা কামড়ায় না বলেই চুপ করে থাকা মোটেই উচিত ঠেকছে না ।
  • Ekak | 135.99.254.214 | ১৭ জুলাই ২০১৫ ১৭:১৭683889
  • দুঃখিত , দুবার পোস্ট হলো ।
  • sch | 132.160.114.140 | ১৭ জুলাই ২০১৫ ১৭:১৮683890
  • একক - যুক্তি দিয়ে তক্ক করুন - উত্তর দেব - এক্টিভিস্ত বলে খিস্তি করলে পালটা আমাকেও খিস্তির রাস্তা ধরতে হবে।

    Dog menace নিয়ে প্রচুর লেখালেখি হয়ে গেছে। কেউ বলে নি প্রবলেমটা নেই। আছে প্রবল ভাবে - সেটার সমাধান করা খুব দরকার। প্রচুর লোক অনেক কাজ কম্মও করেছেন (মানে যারা এই ইচ্ছে হল একটা ব্লগ খুলে কিছুটা লিখে ফেললাম - মত তৈরী করলাম গোছের না, মানে পরিশ্রম করে কাজ করেন ), সেগুলো একটু দেখে টেখে নিয়ে এই বক্তব্যগুলো রাখলে ভালো হয়।

    মারলে কি হয় - না মারলে কি হয় - এই নিয়ে তথ্য দিয়ে কিছু প্রেজেন্টেশান আছে এই লিঙ্কে - পারলে দেখে নেবেন
    http://www.strays.in/wp-content/uploads/2011/07/Blue-Cross-Brussels.pdf

    Hypocrite শব্দের মানে আমি ভালোই বুঝি - মুখোস খুলে দেওয়ার পর হিপোক্রিটরা সেটা বুঝতে পারে না। আপনাকে হিপক্রিট বলি নি - যাদের বলেছি তারা ভালোই বুঝবে
  • sushrut sarakhel | 212.54.102.201 | ১৭ জুলাই ২০১৫ ১৮:১৮683892
  • the Corporation was killing, on an average, as many as 135 dogs every single day as of 1996. তাহলে দেখা যাক বছরে কত কুকুর মারা হচ্ছিল ১৩৫x৩৬৫= ৪৯২৭৫ এই বার চেন্নাইএর জনসংখ্যা দেখি, http://www.cmdachennai.gov.in/Volume3_English_PDF/Vol3_Chapter03_Demography.pdf অনুযায়ী ২০০১ সালে ৪৩.৪৪ লক্ষ। অর্থাৎ প্রতি ৮৮ জন প্রতি একটি করে লেড়ি। বিশ্বাসযোগ্য মনে হচ্ছেনা। আর একক যেমন বললেন প্যাক অ্যানিম্যাল ইত্যাদি তাই খুব কম সময়ের মধ্যে এন্টায়ার স্ট্রে ডগ পপুলেশন খতম না করলে কাজ দেওয়ার কথা নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন