এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নেড়ি কুত্তা জীবে প্রেম ডাব্লুএইচও অথবা আমাদের দৈনন্দিন সমস্যা :

    Ekak
    অন্যান্য | ১৭ জুলাই ২০১৫ | ৬৯৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সুশ্রুত সরখেল | 212.54.102.201 | ১৭ জুলাই ২০১৫ ২৩:১৪683927
  • sch কি নিরামিষ খেতে বলছেন?
  • sch | 113.42.157.29 | ১৭ জুলাই ২০১৫ ২৩:২৫683928
  • কোন শব্দ পড়ে এই অভূতপূর্ব আইডিয়াটি আপনার মাথায় এল? কারুর খাওয়া দাওয়া কন্ট্রোল করার কোন ইচ্ছে তো আমার হয় নি।আর ইকোসিস্টেমকে অগ্রাহ্য করার কথাও বলেছি বলে মনে হয় না। খাদ্য - খাদক সম্পর্ক আর অন্যের বেঁচে থাকার অধিকারকে স্বীকৃতি দেওয়া মিউচুয়ালি কন্ট্রাডিক্টারি না।
  • চরক চাটুজ্জে | 125.244.227.150 | ১৭ জুলাই ২০১৫ ২৩:২৫683929
  • "গরুতে বাঘের কোন ক্ষতি করে বুঝি? বাঘের গরু মারা কি ক্ষতি করা বলে ধরব?"

    ও মহায়,

    আপনি তো দেকচি, বাঘে গরুতে এক ঘাটে জল খাইয়ে ফেললেন... এলেম আচে কত্তা...
    বাচ্চাদের বইতে তো আবার অন্য ছবি থাকে, অনেকটা এইরম... একটুক দেখে নেন...
  • sm | 233.223.159.253 | ১৭ জুলাই ২০১৫ ২৩:২৭683930
  • এই নিয়ে প্রতিবেশী দেশের একটা জোক বলছি।সত্য/মিথ্যা যাচাই করে নিতে হবে। ওখানে কিছু হাই ওয়ে প্রজেক্টের বরাত পেয়েছিল কোরিয়ান না মালয়েশিয়ান কোম্পানি। তা, প্রজেক্ট শেষে ঝক ঝকে রাস্তার সঙ্গে বোনাস পাওনা, রাস্তা থেকে নেড়িকুত্তা কূল ভ্যানিশ।
    জোকস এপার্ট, আজকাল নতুন ফ্যাশন হয়েছে পাড়ায় পাড়ায় কিছু লোক/মহিলা বিস্কুট, মাংশের ছাঁট ,ভাত তরকারী এইসব দুবেলা নেড়ি দের খাইয়ে চলেছে। এতে নাকি রাহুর দোষ কাটে।
    এরা যে কেন, নেড়ি গুলো কে নিয়মিত ভ্যাকসিন দেয় না কে জানে।
  • সুশ্রুত সরখেল | 212.54.102.201 | ১৭ জুলাই ২০১৫ ২৩:২৮683931
  • এই যে, "যারা বিশ্বাস করে সব প্রাণীরই বেঁচে থাকার সমান অধিকার আছে, তাদের প্রতি একটু শ্রদ্ধা ভক্তি হয় আর কি। " রুই কাতলার বেঁচে থাকার অধিকারটুকু থাকলেই হয় আর কি।

    আর চরকবাবুর জন্য "তাদের কোন ক্ষতি আপনি না করলে তারাও আপনার ক্ষতি করবে না"। শুনেও ভাল লাগে।
  • একক | 24.99.32.10 | ১৭ জুলাই ২০১৫ ২৩:৪১683932
  • পাই,

    কোথায় কুকুর মারতে বলেচি ? :( হিউম্যান আরবান সেটাপের গ্রোথ রেট্ ,জন্মনিয়ন্ত্রণ (ইম্প্লিমেন্টেশন লেভেলে) মডেলের আউটপুট যে কুকুর কমার রেট্ তার চে অনেক বেশি । কুকুর আস্তে আস্তে কমালে হবেনা কারণ কুকুরপ্রতি স্পেস এন্ড রিসোর্স কমছে তার চে অনেক দ্রুতগতিতে । এটা তো প্রাথমিক ভাবে কুকুরদেরও সমস্যা । যখন এই জলা বুজিয়ে বা ফাঁকা জায়গায় বড় হাউসিং , বহুতল ওঠে তার চারপাশে একটা অস্থায়ী ওয়ার্কার্স কলোনি গড়ে ওঠে । ফেলে দেওয়া খাবার থেকে স্কাভেন্জার বাড়ে। এবার এটা তো স্থায়ী কলোনি নয় । তারা অন্য কাজ করতে যায় ,চারপাশেও জমিতেও ফ্ল্যাটবাড়ি হয় । এবার এই কুকুরগুলো যাবে কোথায় ? কিন্তু ওদের ফুড রিসোর্স লো হচ্ছে দিন দিন । প্রতিদিন মারামারি করে । এটা সারা ভারতেই যে কোনো ফাস্ট আরবান গ্রোথ এরিয়ার কমন প্রবলেম ।

    কাজেই ,জন্ম নিয়ন্ত্রনের চে বেটার প্রসেস দরকার । দ্যাটস অল । লুকিং ফর অপশনস ।
  • sch | 113.42.157.29 | ১৭ জুলাই ২০১৫ ২৩:৪৬683933
  • sm একদম একমত। আংশিক দায়িত্ব নিয়ে লাভ নেই - নিলে পুরোটা নেওয়া উচিত। তবে ভ্যাকসিন তো অনেক কিছুর হয় - পারভো, র‍্যাবিস ইত্যাদি ইত্যাদি। কোনটা দেবেন? পারভো কুকুর থেকে কুকুরে ট্রান্সমিটেড হয় - মানুষের হয় না সাধারণতঃ। র‍্যাবিসের ভ্যাকসিন বেশ ব্যায়সাপেক্ষ আর রাস্তার কুকুরকে ধরে ইঞ্জেমশান দেওয়া খুব সহজ কাজ না - সে আপনি তাকে রোজ খেতে দিলেও (এটা একদম ফার্শট হ্যান্ড এক্সপিরিয়েন্স), প্যারাভেট ছাড়া মুস্কিল। কাজেই লোকে অতো ঝামেলায় যেতে চায় না।

    বাড়ির যে খাবারটা ডাস্টবিনে যেত সেটা খেয়ে একটা প্রাণির পেট ভরলে ভালোই এই ভেবেই বোধহয় দেয়। ইদানিং তো দেখি একটা বিজ্ঞাপনও দেয় কারা জানি উদবৃত্ত খা বার পথশিশুদের দেওয়ার আবেদন করে। রাহূ, শনি কেতু ইত্যাদির দোষ কাটবে, পূণ্য হবে এত ভাবনা ভাবে কি সব্বাই? কি জানি
  • | 183.17.193.253 | ১৭ জুলাই ২০১৫ ২৩:৫৬683934
  • জন্ম থেকে একগাদা পুষ্যি( কুকুর) নিয়ে বড় হয়েছি। তারা বাড়ির কুকুর এবং নেড়ি না। চরম আহ্লাদে বড় হয়েও তাদের মেজাজমর্জি দেখেছি।আমাদের মতই, রেগে টেগেও যায়,দুঃখও পায়। মানে ঐ তথাকথিত ' খারাপ' ইমোশানগুলো আরকি। রাস্তার নেড়িদের অবস্থা তো আরো ই খারাপ।খেতেই পায় অর্ধেকদিন। কিছু না করলে মানুষকে কিছু করে না -এইটা মানতে পারলাম না।
  • একক | 24.99.32.10 | ১৮ জুলাই ২০১৫ ০০:০০683936
  • আর হ্যা , আরেকটা জিনিশ স্পষ্ট করে দি ,কুকুর আমাকে কামড়াচ্ছে না বলেই তার উত্পাত ,চলন্ত গাড়ি দেখলে তেড়ে যাওয়া ,মাঝরাত্রে ঘেউ ঘেউ করা মেনে নিতে হবে এমন না । ডগ ইস থ্রেট টু সাম পিপল ।এই গোদা কথাটা বুঝতে অসুবিধে কিসের ।
  • | 183.17.193.253 | ১৮ জুলাই ২০১৫ ০০:০৩683937
  • তবে রাতে বেড়ালের ডাক, ঝগড়া শুনলে মাথায় রক্ত চড়ে যায়, কুকুরের ঘেউ ঘেউ অনেক ভালোঃ)
  • pi | 192.66.12.182 | ১৮ জুলাই ২০১৫ ০২:১০683938
  • ওহ, কিলিং নিয়ে আপত্তি নিয়ে আপত্তির ও তাইলে অন্য মানে।
    দিল্লির কিলিং আর চেন্নাইয়ের কিলিং ও বোধ্হয় আলাদা। বা, চেন্নাইতে বোধহয় কিল করা হচ্ছে না তাইলে। যাগ্গে।
  • pi | 192.66.12.182 | ১৮ জুলাই ২০১৫ ০২:১৩683939
  • *কর্ণাটকে, কেরালায়
  • Syrio Forel | 24.99.6.117 | ১৮ জুলাই ২০১৫ ০৯:১৯683940
  • একটা নেড়ি-প্রেজেন্স-ডিটেক্টর সেন্সর বানিয়ে দিলেও চলবে - সেইটা পাঁচিলে লাগিয়ে রাখবো, নেড়ি এলেই ঘ্যাঁও করে বাঘের ডাক শোনা যাবে।

    আর্থোস্কোপিটা তাও বাকি থাকছে।
  • | ১৮ জুলাই ২০১৫ ০৯:২৫683941
  • আরে যে জায়গাটা পরিস্কার রাখতে চাও সেখানে গোলমরিচ বা লংকাগুঁড়ো ছড়িয়ে রাখো না। ওটা ছেড়ে দুরে গিয়ে ওরা কাজকম্মো করে আসবে।
  • Syrio Forel | 47.228.108.15 | ১৮ জুলাই ২০১৫ ০৯:২৮683942
  • সেসব হয়ে গেছে। বড়জোর দুই-তিন দিনের বেশি থাকে না। আর গোলমরিচের দাম জানো? কয়েক কৌটো নস্যি পেলে একবার দেখা যেত।
  • Syrio Forel | 47.228.108.15 | ১৮ জুলাই ২০১৫ ০৯:৩১683943
  • আর গোটা রাস্তা জুড়ে অত তরিবৎ করা যায় নাকি?
  • ... | 193.90.37.94 | ১৮ জুলাই ২০১৫ ০৯:৪৮683944
  • যখন বার্ড ফ্লু হয়, তখন কোটি কোটি মুরগি মেরে ফেলা হয়। তাহলে নেড়ি কুত্তা নিয়ে আঁতেল বর্গের এই আদিখ্যেতা কেন?
  • sch | 233.223.129.245 | ১৮ জুলাই ২০১৫ ০৯:৫৩683945
  • সে তো বার্ড ফ্লু হলে। না হলে এমনি এমনি মারে নাকি ??? আর সে তো কুকুরও পাগল হয়ে গেলে বা খুব অসুস্থ হলে পুট ডাউন করতে হয়।
    কথা বার্তাইয় কোন যুক্তি নেই - অশিক্ষিত নাকি?
  • চরক চাটুজ্জে | 125.241.120.137 | ১৮ জুলাই ২০১৫ ১০:৩৬683947
  • মহায়দের একটা কথা জিগাই,

    এই ধরেন কত্তা, আপ্নে যদি ভুল করে একখান জোলাপের গুলি খেয়ে ফেলেন... (ফেলতেই পারেন, খুব বেশি বিরিয়ানি খেলেও এক ই অবস্থা)।। এরম অবস্থায় গাড়ি করে লম্বা রাস্তা ধরে যাচ্ছেন (ব্যাকগ্রাউন্ডে, এই পথ যদি না শেষ হয় গান)।। এমনি তর সময়, হঠাৎ বিনা মেঘে বজ্রপাতের মতন পেট গুড়গুড়... ভীষন বেগ, জলপ্রপাতের মতন ধেয়ে আসছে... আগে পিছে কোথাও ২ ঘন্টায় বাথ্রুম নাই।। কি করবেন কত্তা? কোথায় করবেন? বাসে? পেন্টুলেনে? রাস্তায়? কয়েক বছর পিছিয়ে যান কত্তা, আপনি আমি আমাদের পূর্বপুরুষ/মহিলারা যত্র তত্র-ই... (এখনও বিদ্যা বালানকে, বাড়িতে শৌচালয় বানাতে বিজ্ঞাপন দিতে হয়... সে বিজ্ঞাপন স্বয়ং ভারত সরকারের তরফ থেকেই।। মানে এখনও ভারতবর্ষে যত্র তত্র মানুষরাও...)

    তা কত্তা, কুকুরের বাস ও নেই, পেন্টুলেন ও নেই, রাস্তাই শেষ ভরসা... সুলভ তো নেইইইই।
    আর রাস্তা পরিষ্কার করবে কে? যাদের আপনি ট্যাক্সো দেন (যদি দেন আর কি)... যাদের কর্পোরেশন ভোটে জিতিয়েছেন (অস্বীকার করবেন না কত্তা, আপ্নেই জিতিয়েছেন)... তারাই করবেন, আপনার হুউউউউউইইইই করে ছুঁড়ে ফেলা আঁশ-পচা ভাতের পেলাস্টিকের ছেঁড়া প্যাকেট-টা যেটা সেদিন অফিস যাবার সময় আমার মাথার পাশ ঘেঁসে বেড়িয়ে গেছে...আর ফ্যাটাআআশশশ করে ছেতরে পড়েছে রাস্তাময় হয়ে, নিদারুন খোশবু ছড়িয়ে... সেটার সঙ্গে ওই নেড়ীদের ইয়েটাকেও...

    একি? ও কত্তা, দেখলেন? নেড়িদের কি সাহস? আপনার ফেলা প্যাকেট থেকে বেড়িয়ে পড়া দূর্মুল্য জিনিসগুলো খেয়ে ফেলছে বিনা আপনার পারমিশান নিয়ে... ও কত্তা।। ও কত্তা মশায়... না না এ বড় অন্যায্য ব্যাপার।। মেরে ফেলুন মেরে ফেলুন।। খালি আপ্নে আমি থাকবো আর কেউ না... গোটা ধরা টাই আমাদের সরা... না না কত্তা ক্ষমা করে দেবেন, আমার ভুল, এবারের মতন ক্ষমা করে দেন কত্তা, আমি আপ্নারে কিছহু বোলিনাই, আমাকে ধরাছহাড়া করবেন না।। ও কত্তা আম্মো যে আর নাই।। আপনি বেঁচে আছেন পৃথিবীতে? খাছহেন কি নুড়ি পাথর? নিশ্বাস নিছহেন কি কোরে? গাছও নেই যে।। জল ও নেই, কাগজ ও নেই... ইয়ের পরে কি দিয়ে ইয়ে কচ্ছেন?

    আজ আপনি লিশ্চয় হেব্বি ঝিঙ্গা লা লা টাইপ ভালো আছেন...।

    Anyway, শুভ রথযাত্রা এবং ঈদের শুভেচ্ছা সব্বাইকে... ভালো থাকুন, বেঁচে থাকুন সকলের সঙ্গে... পৃথিবী সুন্দর হোক।
  • Syrio Forel | 47.228.108.15 | ১৮ জুলাই ২০১৫ ১০:৫৯683948
  • উরিন্না, কবে হবে এমন স্বর্গ?
  • Syrio Forel | 47.228.108.15 | ১৮ জুলাই ২০১৫ ১১:০৪683949
  • হুঁ, ডিঃ টা দেওয়া হয় নাই। মারতে টারতে বলিনি কিন্তু। সেন্সর বা নস্যি, কিন্তু তার ব্যবস্থাটা নেড়িপ্রেমীরা করে দিলেই ভালো - ভাঙা পা নিয়ে আর পেরে উঠি না।
  • | 24.96.3.5 | ১৮ জুলাই ২০১৫ ১১:১৩683950
  • কুকুরেরা আমার খুব প্রিয়। বর্তমানে পাঁচ পিস আছে, তাদের মধ্যে দুটো ছোট।তাদের জন্যে রীতিমতো চাল,মাছ ইত্যাদি আসে । তেনারা দুধ ভাত খেতে পারেন না বলে মাছ না থাকলে তাদের জন্যে আলাদা করে ডিম সেদ্ধ করে ভাতের সঙ্গে মেখে দেওয়া হয়।

    মেরে ফেলা কোন সমস্যা র সমাধান নয়। যেটা একক বললো অর্থাৎ নির্বীজিকরণ। আমাদের দুটো কুকুর কে করানো হয়েছে। বেহালা থেকে এসে নিয়ে গেছে আবার দিন ১০/১৫ পরে দিয়ে গেছে। তবে এত দূর থেকে এসেছে বলে খরচা অনেক টা বেশী পড়েছে। ২৫০০ এক এক জনের জন্যে।
  • | 212.62.77.82 | ১৮ জুলাই ২০১৫ ১১:১৯683951
  • চরকবাবুর লেখা এইবারে পথ হারাচ্ছে।
  • - | 109.133.152.163 | ১৮ জুলাই ২০১৫ ১৩:৪৯683952
  • নির্বীজকরণের কথা এমন করে লিখতে পারলেন? আর আপনাদের কেউ সঞ্জয়ের সঙ্গে তুলনা করে জরুরী অবস্থা জারী করল না! ঃ-)
  • Bratin | 122.79.39.181 | ১৮ জুলাই ২০১৫ ১৪:২৪683953
  • ঃ)))
  • ... | 193.90.37.94 | ১৮ জুলাই ২০১৫ ১৪:৫৪683954
  • উন্নত দেশগুলির কি খবর? রাতবিরেতে রাস্তায় ঘ্যাঁক করে কামড়াতে আসে? শিক্ষিত বাবু বিবিরা কি বলেন? আর কিউবা চিনেই বা কি খবর?
  • HE HE PARTY | 91.145.165.209 | ২০ জুলাই ২০১৫ ০৩:১০683955
  • দোর মশাই
    জাস্ট PG তে নিয়ে গিয়ে ডায়ালিসিস করে দিন, কে আবার কুকুরের ঐসব কাটাকাটি তে যাবে, আর মেরেও তো শেষ করা যাবেনা
  • ঊমেশ | 118.171.128.168 | ২০ জুলাই ২০১৫ ১৪:৪৩683956
  • উন্নত দেশে রাস্তার কুকুর বলে কিছু থাকে না।
    আর চীনে কুকুর টা কোনো সমস্যা নয়।
    বেশী হয়ে গেলে খেয়ে ফেলে (যে সমাধান টা আমার সব থেকে ভদ্র বলে মনে হচ্ছে)
    জুন মাসেই তো চীনের একটা শহরে ১৫০০০ হাজারের উপর কুকুর খাওয়া উৎসব হয়। উৎসবটা নিয়ে এখন খুব সমালোচনা হচ্ছে পশ্চিম দেশগুলো তে। না কুকুর কেন খাচ্ছে সেটা নিয়ে নয়, যেভাবে মারা হচ্ছে সেটা অমানবিক সেটা নিয়ে। একটু মানবিক ভাবে মেরে খেয়ে ফেললে পশ্চিম দেশের ও আপত্তি হবে না।

    আর 17july-11:27PM এরকম একটা গল্প আমাদের গ্রামেও ছোটোবেলা শুনেছি। অল্প অল্প মনে পড়ে।
    একটা রাস্তার কাজের প্রোজেক্টে কিছু কোরিয়ান কিছু দিন আমাদের গ্রামে ছিল। আমাদের গ্রামে সেই সময় রাস্তার কুকুরের সংখ্যা বেশ কমে গিয়েছিল।
  • Ekak | 113.6.157.185 | ২০ জুলাই ২০১৫ ১৬:০১683958
  • অন্ক্ক্ষণ ধরে উমেশ্বাবু কুকুর্খেতে চাইছেন তো একটা কথা বলি । মিট মার্কেটে দুরকম মিট চলে । ফার্ম মিট আর গেম মিট । রাস্তার ঘেও কুকুর এর মধ্যে কোনটায় পরে বলে আপনার মনে হয় ? ফার্ম এ কুকুর পালন করে কাটুক না । অনেকই খাবে । আজকের দিনে হাইজিন মেন্টেন না হলে ওরকম রাস্তা থেক ধরে কেও কিছু খায় নাকি ?

    আর এই নাগাদের ,কোরিয়ান দের সিভিল এর কাজে এসে কুকুর ধরে খাওয়ার গল্প আমিও শুনেছি , এগুলোকে জাস্ট গুল্গাপ্পা বলেই মনে হয় । এরকম নয় যে কুকুর কেও খায়না ,কিন্তু স্বাস্থ্যসচেতন কোনো মানুষ রাস্তার জন্তু ধরে খায়না । ফার্ম এর বাইরে জন্তু মানে তার ফ্লু আছে না এনথ্রাক্স কেজানে ? কাজেই নারী কুকুর ধরে খেয়ে ফেলা কে সমাধান হিসেবে দেখছিনা , স্যরি :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন