এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নেড়ি কুত্তা জীবে প্রেম ডাব্লুএইচও অথবা আমাদের দৈনন্দিন সমস্যা :

    Ekak
    অন্যান্য | ১৭ জুলাই ২০১৫ | ৬৯৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সুশ্রুত সরখেল | 212.54.102.201 | ১৭ জুলাই ২০১৫ ১৮:২৩683893
  • "আচ্ছা রাস্তার ভবঘুরে পাগলগুলোর কি ইকোলজিতে কি কোনো ভূমিকা আছে? আর ওদের তো কোনো মালিকও নেই। ওদেরও টার্মিনেট করে দেওয়া উচিত না কি কুকুরদের সাথে সাথে"
    হুঁ প্রথাগত শিক্ষার অভাব। ইন্দাকটিভ আর্গুমেন্টের বেসিস সম্পর্কে ধারনা না থাকলে এরকম লোকে বলে বটে। ছাগল, দাড়ি ও রবীন্দ্রনাথের সেই পুরাতন সমস্যা।
  • . | 79.157.35.160 | ১৭ জুলাই ২০১৫ ১৮:৩৭683894
  • টেস্ট
  • sch | 132.160.114.140 | ১৭ জুলাই ২০১৫ ১৮:৩৯683895
  • কোন ডাটা বিশ্বাস করবেন আর কোনটায় করবেন না সে আপনার ব্যাপার - তবে এটা পাবলিশড ডাটা এবং প্রেজেন্টেড।

    আরেকটা তথ্য দেখুন - কোচি শহরের । ওই কে একটা বললেন না "মালিক ছাড়া কুকুর সোজাসুজি টার্মিনেট করা উচিত" ,
    এখানে কিন্তু অন্য কথা বলছে

    " Even though the state government has raised an alarm over stray dogs following a series of dog bites, statistics provided by the Ernakulam General Hospital tell a different story.

    As per the data, of the 1,074 dog bite cases reported at the hospital this year, pet dogs were the culprits in 75.6% of cases. As on Sunday, stray dogs have accounted for just 24.4% of dog bites reported at the hospital.

    According to figures, from the 1,074 dog bites reported at the hospital between January 1 and July 12, stray dogs were the villains only in 262 cases, with pet dogs accounting for the rest 812 bites."

    ..................A senior doctor with the hospital said that as per the intradermal rabies vaccination (IDRV) registry at the hospital, domestic dogs were responsible for majority of the bite cases reported.

    (http://timesofindia.indiatimes.com/city/kochi/Stray-dogs-have-data-on-their-side/articleshow/48047003.cms)

    একটু ঠিকঠাক তত্থ্য জেনে মন্তব্য করাই ভালো

    একজন ভেটেনারি সার্জেন কি বলছেন দেখুন

    "According to Dr Kishore Kumar K J, veterinary surgeon with the Kochi corporation, the decision to cull stray dogs will not be a solution to end the menace. "Unless issues of garbage and irresponsible dog owners are addressed, there will be no solution to the issue. The (dog) carrying capacity of a city like Kochi is very high because of the food and meat waste made available to canines from homes, streets and slaughter houses. Trying to wipe out the dog population from a particular area will not help as new ones will keep occupying the territory. The only scientific way to control the population is by slowly bringing down their numbers through animal birth control programmes and by setting up an effective waste management system,"

    এবার চেন্নাইয়ের ডেটার দিকে তাকাই

    "The number of people who died of rabies more than doubled from 5 in 2011-12 to 11 in 2012-13. In 2013-14, 10 people died of rabies. According to the civic body's records, residents reported 38,454 dog bites in 2011-12, 37,937 in 2012-13 and 37,155 in 2013-14."

    (http://timesofindia.indiatimes.com/city/chennai/Corporation-to-count-stray-dogs-in-Chennai-today/articleshow/35740415.cms)

    আমার তো আবার এই ডেটায়ই বিশ্বাস হচ্ছে না ১০- ১৫ জন লোক মাত্র ড়্যাবিসে মারা গেছে একবছরে। তার জন্যে কুকুর মেরে ফেলতে হবে? তো এর থেকে বেশী লোক তো গাড়ী চাপা পড়ে মারা যায় - তাহলে রাস্তায় গাড়ি চলা বন্ধ করে দিলেই হয়
  • ... | 177.124.124.21 | ১৭ জুলাই ২০১৫ ১৮:৪৪683896
  • চাষীর এন্ডী গেন্ডীর পর এবার নেড়ী কুত্তার পালা। বেশ বেশ!
  • ঊমেশ | 118.171.128.168 | ১৭ জুলাই ২০১৫ ১৮:৫৫683897
  • রাস্তা'র নেড়ী কুকুর কামড়ায়, এটা খুব ভুল ধারণা। একমাত্র পাগল হয়ে গেলে, বা খুব বিরক্ত না করলে রাস্তার কুকুর কাউকে চট করে কামড়ায় না।
    তবে ঘেউ ঘেউ আর তাড়া করে বেশ বিরক্ত করতে পারে। এটাতেই সবাই ভয় পায়।

    আমার সমাধান টা সবাই এগিয়ে গেলো দেখছি।

    ছাগল/মুরগী/গরু খেতে পারলে কুকুর কি দোষ করলো?
    পৃথিবী অনেক দেশে রেগুলার খাওয়া হয়, এমন কি ইউরোপেও অল্প-সল্প কুকুর খাওয়ার রেওয়াজ আছে।
  • | 183.17.193.253 | ১৭ জুলাই ২০১৫ ১৯:২০683898
  • কুকুরের মনের খবর জানা ভার। এক মোটর সাইকেল চালক কুকুর কে ধাক্কা দিয়েছিলো। এইবার যাবতীয় মোটর সাইকেল গেলেই সন্ধ্যেবেলা কুকুররা সদলবলে তাদের পেছনে ধাওয়া করে। বহুলোকই কুকুর ভয় পায়। স্পিড বাড়িয়ে দেওয়ায় পেছনের লোক পড়ে গিয়ে রক্তারক্তি কান্ড।
    বদমেজাজি কুকুর পাড়ার লোকদেরও ভয় দেখায়। দল বেঁধে একজনকে ধাওয়া করেছে এও নিজের চোখে দেখা। পাগল কুকুরের তো কথা নেই। খাবারের যোগান নেই,অথ্চ কুকুরের সংখ্যা বেড়েই চলেছে। রাত্তিরে অন্যপাড়ায় হেঁটে যাওয়া অসম্ভব ভয়ের ব্যাপার( আমরাই মাঝরাত্তিরে বন্ধুর বাড়ি থেকে ফিরতাম)।

    নেড়ি কোলে নিয়ে ধেই ধেই নেত্য না করলেও মেরে ফেলাটাই সমাধান- এটা মন থেকে মেনে নিতে পারিনা।
  • Arpan | 192.156.70.46 | ১৭ জুলাই ২০১৫ ১৯:৪১683899
  • ঐ তো, ধরে তুরাহাল্লি ফরেস্টে ছেড়ে দিয়ে আসতে হবে। ওখানে লেপার্ডের ঠেক আছে।
  • Div0 | 170.83.36.130 | ১৭ জুলাই ২০১৫ ২০:৫০683900
  • এদিকে অনেক আছে। লেপার্ড কুকুর খেতে ভালোবাসলেও আছে।

    ফর রেকর্ডসঃ
    ১) আমি স্ট্রে ডগ ভালোবাসি। সঙ্গে খাবার থাকলে দিয়েও থাকি। বেকারিতে পাফ-প্যাটি কেনার সময় পেছনে এসে দাঁড়ালে মুরুক্কু/নিপাট্টু কিনে দিই। খেয়ে চলে যায়। না দিলেও কিছু বলে না, মুখ নামিয়ে চলে যায়। কুকুরকে কিছু খাওয়ানো মানে তাদের লাই বা আশকারা দেওয়া - এটাও মানি না।
    ২) স্পে/নয়্টার করা সাময়িক সমাধান (এর চাইতে বেটার [মাইন্ডফুল] কিছু এখনও দেখিনি)।
    ৩) যাঁরা নিজের গাঁটের কড়ি খরচ করে স্ট্রে ডগ শেল্টার বানিয়েছেন, সেখানে কন্ট্রিব্যুট করার চেষ্টা করি (ক্যাশ অর কাইন্ড)।
    ৪) সমাধান করতে পারবো না তাই মেরে ফেলবো - এই ভাবনার সম্পূর্ণ বিরোধী।
    ৫) পাড়ায় পাড়ায় হঠাত গজিয়ে ওঠা মাছ-মাংসের দোকান আর তাদের উচ্ছিষ্ট ফেলার পদ্ধতি; এবং লুরুর গারবেজ সমস্যা নিয়ে উইম্বলডন খেলা - আগে এগুলোয় নিয়ন্ত্রণ নিয়ে আসা জরুরী বলে মনে করি। নইলে স্ক্যাভেঞ্জার প্রাণীর ক্রমবর্দ্ধমান সংখ্যা দিনদিন আরোই বাড়বে।
    ৬) আমি ২০০৭ সালে অন্ধকারে কুকুরের ল্যাজে পা তুলে কামড় খেয়েছি। র‌্যাবিপোর ইঞ্জেকশনও ফুঁড়েছে। তা সত্বেও টিপিক্যাল স্ট্রে বিহেভিয়রগুলো একটু জেনে নিয়ে ভবিষ্যতে সুরক্ষিত থাকতে আটকায়নি।
    ৭) এটা নিয়ে এখনও কেউ লেখেনি দেখলাম। CUPA বা PFA টাইপের এস্ট্যাব্লিশমেন্টগুলি উঠে যাওয়া উচিত বলে মনে করি। কারণটা/গুলো এখানে যাঁরা ভল্যান্টারি কাজ করেছেন তাঁরা জানবেন।
  • pi | 233.180.138.79 | ১৭ জুলাই ২০১৫ ২১:৩৫683901
  • এটা ছিল এই নিয়ে এককের আগে খোলা একটা টইয়ের পোস্ট।

    Name: একক

    IP Address : 24.96.126.103 (*) Date:03 Jul 2014 -- 12:37 PM

    দিল্লী তে রাস্তার কুকুরের আক্রমনে শিশুমৃত্যু ঘটেছে । খুবই দুঃখ জনক ঘটনা । কিন্তু ভবিষ্যতে এরকম দুঃখ জনক ঘটনা আরও ঘটবে যদি বর্তমান ডগ কিলিং প্রজেক্ট কে থামানো না যায় । প্যাক এনিমাল দের কন্ট্রোল করার উপায় তাদের স্তেরিলায়স করা । মারা নয় । প্যাক এনিমাল দের যেমন কুকুর মারলে কী হয় ?

    ধরুন আপনার লোকালিটি তে A , B ,C তিনটে নেড়ি কুকুরের প্যাক আছে । আপনি সবমিলিয়ে গোটা দশেক কুকুর মেরে দিলেন । কীভাবে মারলেন ? আপনার পক্ষে বোঝা সম্ভব নয় যে কে কোন প্যাকে আছে কাজেই রান্ডম মারবেন । এবার প্রতিটা প্যাকের মধ্যে ভীসন ভাবে ফার্টিলিটি রেট্ বেড়ে যাবে ! যে মাদী কুকুর বছরে চারটে বাচ্চা দেয় সে আট থেকে দশটা দেবে । দু থেকে টিন বছরের মধ্যে মেরে যত কুকুর কমিয়েছিলেন তার বহুগুন কুকুরে এলাকা ভরে যাবে ।

    নেড়ি কুত্তাদের প্রতি কোনো প্রেম-প্রীতি থেকে বলছিনা , মানুষের বাচ্চাদের কামড়ানো অবশ্যই চিন্তার বিষয় কিন্তু কুকুরের মত প্যাক এনিম্যাল দের মেরে নিউওন্ত্রোন করা যায়না । অথচ এটাই দিল্লী পুরসভা করতে চাইছে । যদ্দুর মনে হচ্ছে এরা peta এবং WHO কেও উপেক্ষা করবে ন্যাশানালিস্ট জিগির তুলে । ফল ভুগতে হবে সাধারণ মানুষকেই । ডগ কালিং যে কতবড় ক্ষতিকর স্ট্রাটেজি এই নিয়ে সারা পৃথিবীতেই প্রচুর কাজ হয়েছে এবং তারপরেই এটা নিষিদ্ধ । যার পক্ষে যতটুকু সম্ভব প্রতিবাদ করুন ।
    http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content1404370534895&contentPageNum=1#.Vaklh_mqqko
    ---

    কয়েক মাস আগে অব্দিও তালে স্টেরিলাইজেশন আর পেটা ভাল ছিল আর কিলিং খুব খারাপ ? যাহোক, মতামত বদলাতেই পারে, এক বিষয় নিয়ে একই জায়গায় আলোচনা করলে কেন কোনটা খারাপ ভাল বুঝ্তে সুবিধে হত।
  • a x | 138.249.1.202 | ১৭ জুলাই ২০১৫ ২১:৪১683903
  • ডিভো, স্পে করা সাময়িক সমাধান কেন?
  • | ১৭ জুলাই ২০১৫ ২১:৪৫683904
  • নিপাট্টু কী রে বাপু? খাই নি তো।
  • ... | 177.124.124.21 | ১৭ জুলাই ২০১৫ ২১:৫৭683905
  • হা হা পাই এর পোস্ট টা চরম হয়েছে।
  • Div0 | 132.172.195.193 | ১৭ জুলাই ২০১৫ ২২:০৫683906
  • অক্ষদা', সমস্যার পরিপ্রেক্ষিতে এটা সাময়িক কারণ স্পেইং থেকে তাৎক্ষণিক সমাধান না পেয়ে নেক্সট স্টেজ হিসেবে কালিং করানোর প্রতি লোকজনের ঝোঁক বেড়ে যাওয়া। প্যাকের সাইজ কম করতেই সবাই উৎসাহী। অপরপক্ষে, স্ট্রে শেল্টার বানানো (CUPA, PFA'র মত সংস্থা নয়) আর সেখানে যথাসাধ্য দেখাশোনা করে এদের অ্যাডপ্ট করার জন্য উৎসাহিত করা - যেটা অন্তত কিছুমাত্রায় হলেও লার্জস্কেলে বাস্তবায়িত করানো একটা ব্যাপার, তাই লক্ষ্য করবে, ব্র্যাকেটে স্পে/নয়টার করানোকেই আপাতত বেস্ট লিখেছি।
  • sinfaut | 127.195.34.222 | ১৭ জুলাই ২০১৫ ২২:০৮683907
  • কয়েকমাস কী পাই, গুনে গুনে ১২ মাস ১৪ দিন। এর মধ্যে একক কেন মানুষই বদলে যায়।
  • Syrio Forel | 117.167.108.173 | ১৭ জুলাই ২০১৫ ২২:১৪683909
  • নেড়ি রাখলেন কি মারলেন সে আপনাদের ব্যাপার। যাই সিদ্ধান্ত ন্যান, নেড়িপ্রেমিকরা আমাদের বাড়ির সামনে রাস্তাটা রোজ সকালে একটু ধুয়ে দেবেন, কেমন? ফিনাইল ছড়িয়ে ছড়িয়ে কোমরে বড় ব্যথা। আর আমার পা-টাও যদি সারিয়ে দিতে পারেন...
  • চরক চাটুজ্জে | 125.242.207.41 | ১৭ জুলাই ২০১৫ ২২:১৭683910
  • কি জানি মশায়,
    আমি তো চিরটা কাল তাই দেখে আসছি, রাস্তায় গাদা গুচ্ছের নেড়ি থাকলেও, কোনদিন বিনা কারনে কাউকে তাড়া করেনি। তারা রাত্তিরে চ্যাঁচায় বোলে, তাদের কারনে চোর ছ্যাঁচররা পাড়ায় উদ্দাম হুল্লাট কত্তে না পারার জন্য, আরো নানান এই রম ভালো ভালো কারনের জন্য, মোদ্দা কথা আমার ভাল্লাগে না তাই একটা প্রানীকে পুরো লেপা পোঁছা করে ফেলতে হবে, শুনেই কিরম জানি মাছি-গোঁপওয়ালা জার্মান লোকটার কথা মনে পড়ে গেলো।

    নেড়িরা ইকোসিস্টেম জানেওনা, আর তাদের জন্য ইকোসিস্টেমের কি যায় আসে না সেসব নিয়ে ভাবার আগে মহায় একটা কথা নিয্যস বুঝে নেন, ইকোসিস্টেমের সাড়ে তেরোটা যদি কেউ বাজিয়ে থাকে সে এই তালেবর মনুষ্য জাত।

    ও হ্যাঁ আরেট্টা কথা, শিক্ষিত সমাজ তখনই প্রকৃত শিক্ষিত, যখন সে সকলকে নিয়ে বাঁচতে শেখে। আজ কুকুর হঠাও, কাল বিড়াল, পরশু বাঘ, তরশু গন্ডার, নরশু গাছ... তার পর? শিক্ষিত সমাজ টিকবে তো? যে শিক্ষা একটা প্রানীকে হাপিশ করে দিতে চায়, সে শিক্ষার ক্যাঁথায় আগুন।

    বাই দ্য ওয়ে, লেপার্ডরা আর খাবে কি? তাদের দিনকালও তো খুব একটা ভালো না...

    ও হ্যাঁ পুনশ্চ বোলে রাখিঃ আমি কুকুর থেকে বাঘ সব জীব-জন্তুকেই ভালোবাসি। মানুষ ছাড়া অন্য সমস্ত প্রানীদের একটা বৈশিষ্ট আছে, তাদের কোন ক্ষতি আপনি না করলে তারাও আপনার ক্ষতি করবে না। (তার মানে এই না, আপনি বাঘের সামনে গিয়ে আই এম আ ডিস্কো ড্যান্সার বোলে নাচবেন, আর বাঘ আপনার নাচের তালে তালে ড্রাম বাজাবে)
  • Div0 | 132.172.195.193 | ১৭ জুলাই ২০১৫ ২২:২০683911
  • এদিকে বাঘা বাঘা ঘরোয়া কুকুরের হুদো হুদো মালিকেরাও লিফটে, বেসমেন্টে, পার্কের ঘাসে অ্যা করায়। বলতে গেলে তেড়ে আসে ভুঁড়ি বাগিয়ে। শুধু নেড়িরে দোষ দিলে চলবা!
  • Syrio Forel | 117.167.108.183 | ১৭ জুলাই ২০১৫ ২২:২৫683914
  • সেই আউটপুট প্যাকেটে করে হুদোর দরজার সামনে রেখে এলে হুদোরা শায়েস্তা হয়ে যায়, পরীক্ষিত সত্য। কিন্তু বালতি বালতি ফিনাইল জল ছড়িয়েও...একদিন বাদে যে কে সেই।

    পায়ের সমস্যাটা যদিও আরো বেশি। দেবশ্রীম্যামকে জিগ্গেস করতে ইচ্ছে যায় মাঝেমধ্যে।
  • Abhyu | 118.85.88.75 | ১৭ জুলাই ২০১৫ ২২:২৫683912
  • যে কুকুরের তাড়া খেয়ে পা ভেঙ্গেছে, যে কুকুরের উৎপাতে রাতে বাড়ি ফিরতে পারে না, যে কুকুরের ডাকে রাতে ঘুমোতে পারে না* - এ রকম লোকেদের মত একটু চরমপন্থী হলে আমি দোষ দিতে পারি না।

    * শিয়ালের ডাকে ঘুমের অসুবিধে হওয়ার কথা মনে পড়ে?
  • চরক চাটুজ্জে | 125.242.207.41 | ১৭ জুলাই ২০১৫ ২২:২৮683915
  • অ্যা র কথা আর বোলবেন না মহায়।। আমার চোখের সামনে রোজ দেখি, ভুঁড়ি ওয়ালা হাফ পেন্টূলুন পরা মালিক তাঁর আহ্লাদি কুকুরকে দিয়ে অ্যা করিয়ে গেলেন রাস্তায়।। খানিক পরে সেই তিনি বাজার কত্তে যাবার সময় সেই অ্যা-তেই পা পড়তেই, চিল চিৎকার নেড়িদের উদ্দেশ্যে, তারপর সামনের নেড়ীকে ঢিল ছোঁড়া... ইত্যাদি।। তারপর কর্পোরেশনকে কমপ্ল্যান খাওয়ানো...
  • Syrio Forel | 117.167.108.183 | ১৭ জুলাই ২০১৫ ২২:২৯683916
  • বাই দ্য ওয়ে, মেরে টেরে ফেলার দায় আমার নয় মশাই, সে সিদ্ধান্ত আপনাদের। আমায় ঐ রোজ রোজ বালতি না বইতে হলেই হল। সে অন্যভাবে হলেও চলবে। মশা তাড়ানোর মত গ্যাজেট ইঃ। তবে আর্থোস্কোপির খচ্চা কিন্তু আমি বইব না বলে দিলুম।
  • Div0 | 132.172.195.193 | ১৭ জুলাই ২০১৫ ২২:৩৩683917
  • হুঁ, ক্লীন আপ আফটার হুদো'জ ডগ করতে হবে, প্লাস তারপরের স্টেপটা। আর ফিনাইল জল না ছড়িয়ে পটকা ফাটিয়ে দেখবে একবার? রাতেও ফাটাতে পারো। কিছুক্ষণ গোটা পাড়ার সব কুকুর চিল্লাবে, আশেপাশের বাড়ির আলোও পুটপাট জ্বলতে পারে - কিন্তু পরেরদিন সকালে আশেপাশে দেখো পটি কম পাবে (নেড়িদের)। ইহাও পরীক্ষিত। :)
  • | ১৭ জুলাই ২০১৫ ২২:৩৪683919
  • চরকবাবুর প্রথম পোস্টটাকে অনেক ক। বিশেষ করে ৩য় প্যারাটয় একদম একমত।
  • | ১৭ জুলাই ২০১৫ ২২:৩৪683918
  • চরকবাবুর প্রথম পোস্টটাকে অনেক ক। বিশেষ করে ৩য় প্যারাটয় একদম একমত।
  • sch | 233.223.131.253 | ১৭ জুলাই ২০১৫ ২২:৪১683920
  • Div0 -র লেখাটা খুব ভালো লাগলো। অনেকেই কুকুর প্রেমী নন - কুকুর নিয়ে মাথাও ঘামান না - কোলে নিয়ে নাচেনও না - আর পাঁচটা প্রাণী যেমন আছে সেরকম তাদের সাথে সহাবস্থান করে থাকেন।

    যারা বিশ্বাস করে সব প্রাণীরই বেঁচে থাকার সমান অধিকার আছে, তাদের প্রতি একটু শ্রদ্ধা ভক্তি হয় আর কি। না হলে মানুষের মধ্যে রেপিস্ট থেকে চোর সবাই বেঁচে থাকবে আর মানুষ না হলে তার জন্যে অন্য নিয়ম, এটাকে "আন্থ্রোপসেন্ট্রিক" না এক্সেন্ট্রিক ভিউ বলে মনে হয়।

    একক ফেসবুকে ডগ লাভার কমিউনিটির কথাপ্রসঙ্গে টোকেনিজিমের কথা বলেছেন ) সে তো সবখানেই আছে - নির্ভয়ার মোমবাতি মিছিলেও সেলফি তুলে লোকে প্রোফাইল পিক্স করে - হাই কিঊট কমেন্ট পায়), তবে গত এক দেড় বছরে এই রকম টোকেনিজম মার্কা ফেসবুক কমউনিটির সূত্রে কয়েকজনের সাথে আলাপ হয়েছে যারা NGO-টিও কিছু করেন না কিন্তু নিজের সীমিত সামর্থে অসুস্থ কুকুরদের ওষুধ খাইয়ে, ডাক্তার দেখিয়ে, সেবা করে সুস্থ করে তোলেন, নানা জায়গায় ভ্যাক্সিনেশান করেন। একদম নিজের চোখে বেশ অনেকগুলো কেস দেখেছি। কাজেই অবিশ্বাস করার সুযোগ নেই। অনেকে আডপ্ট করতেও হেল্প করে । একটা কমন প্লাটফর্ম সব সময়েই কিছু পজিটিভ কাযে হেল্প করে আবার কিছু ফালতু কাজও হয়। এটাই তো স্বাভাবিক।

    আমি তো কলকাতার বহু অঞ্চলে বেশ বেশী রাত করে ঘুরেছি, কোনদিন কুকুরকে অকারণে তাড়া করতে দেখি নি। দেখলেও সেই আনেকডোটাল এক্সপিরিয়েন্সের ভিত্তিতে সুইপিং কমেন্ট করতাম না মনে হয়।

    ব্যাঙ্গালোরে খুব ঘনিষ্ঠ আত্মীয় স্বজন অনেক দিন থেকেছে, এখনও থাকে। তাদের কেউ কেউ নেড়ীদের এন্দোর্স করে (ইন্দিরানগর এরিয়া)। আমিও কিছু সময় থেকেছি বেশ কিছুদিন আগে - কোনোদিন ভয়াবহ কোনো সমস্যা দেখি নি। এই লেখা পড়ার পর তিনজন বন্ধুর সাথে কথা বললাম - তারা হয় থেকে এসেছে কয়েক মাস আগে বা থাকে, কেউ সেরকম মারাত্মক চিত্র দিল না। তারা ডগ লাভার ইত্যাদি না - নিউট্রাল লোক। কাজেই এটা মনে হয় ব্যাঙ্গালোরেও আঞ্চলিক সমস্যা ।

    আর পাই - এককের মতবদলে চিন্তিত হলেন কেন - উনি তো মার্কেট ড্রিভেন - এক বছরে মার্কেট দিম্যান্ড বদলাতেই পারে। আর উনি মেরে ফেলার কথা বলেনও নি
  • pi | 233.180.138.79 | ১৭ জুলাই ২০১৫ ২২:৪৩683921
  • আমি চিন্তিত আপনাকে কে বললো ?
    আর মত বদল হতে পারেনা এমন কোন কথাও আমি বলিনি, বরং উল্টোটা বলেছি। আর কী বলেছি, সেটা পোস্টেই লেখা আছে।
  • pi | 233.180.138.79 | ১৭ জুলাই ২০১৫ ২২:৪৬683922
  • আর এককের তো কিছুদিন আগে অব্দি বক্তব্য ছিল, মানুষের মধ্যেও যারা ঐ গরীব বা সেভাবে কন্ট্রিবিউট করেনা বা সেরকম কিছু, তারা মরলেও কিছু আসে যায়না, র‌্যাদার মরবে সেটাই স্বাভাবিক। এরকম কিছু। এদিক ওদিক হতে পারে। সেই ভিউ টাও বদলেছে কিনা জানতে ইচ্ছুক।
  • সুশ্রুত সরখেল | 212.54.102.201 | ১৭ জুলাই ২০১৫ ২২:৫৯683923
  • "তাদের কোন ক্ষতি আপনি না করলে তারাও আপনার ক্ষতি করবে না" --গরুতে বাঘের কোন ক্ষতি করে বুঝি? বাঘের গরু মারা কি ক্ষতি করা বলে ধরব?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন