এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ন্যাশানাল পুলিশ কমিশন এবং সিপিএমের ডিগবাজি

    bip
    অন্যান্য | ২৯ আগস্ট ২০১৫ | ৩৪৪১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 132.162.248.208 | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২২:৫৮685166
  • পুলিশ কমিশন কী রাজ্যসরকারের মুখ্যমন্ত্রীর হাত থেকে পুলিশের নিয়ন্ত্রণ পুলিশের নীচের তলার কর্মীদের হাতে ছেড়ে দিতে প্রস্তাব করেছিল?

    মোদ্দা কথা ডান-বাম কোন মুখ্যমন্ত্রীই ইন্দ্রজিত গুপ্তের রিফর্ম প্রপোজালে রা কাড়েন নি। এটাই ফ্যাক্ট, ও ডকুমেন্টেড। কোন আশকথা পাশকথা দিয়ে এই লজ্জাজনক ইতিবৃত্ত ঢাকা যাবে না।
    শুধু কেরালা, বঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী মুখ খুললে কি হত সে প্রশ্ন অবান্তর।
    ১)অন্ততঃ নীতিগত বিতর্ক জারী থাকত, হয়ত আজ পাশ হয়ে যেত। যেভাবে ট্রান্সজেন্ডার ইস্যু বা মৃত্যুদন্ড রদের ইস্যু বা আফস্পা রদের একসময়ের মাইনরিটি ডিমান্ড আজ পায়ের তলায় মাটি পেয়েছে।
    ২) নীতিগত প্রশ্নে কমিউনিস্টরা কবে হারজিতের সংখ্যাতত্ত্ব দেখে নিয়ে স্ট্যান্ড নেয়!
    ৩) কনসিস্টেন্সির প্রশ্ন।
    ৪) হ্যাঁ, আজ সংসদে তিনোদের সঙ্গে গলা মিলিয়ে মোদীর শিল্পবন্ধু কৃষকবিরোধী ভূমিসংস্কার বিল আটকানো গেছে।
  • PT | 213.110.246.23 | ০১ সেপ্টেম্বর ২০১৫ ২৩:১৮685167
  • "এই ধরো পঞ্চায়েতের সদস্য, মিউনিসিপালিটির সদস্য, বিধানসভার সদস্য, লোকসভার সদস্য - এরাও তো ঐ সব গয়লা, তরকারীওলা, মাছওলাদের থেকেই আসে!!! তাদের কাজ করার জন্য কতটা স্বাধীকার দেওয়া যেতে পারে ????????"

    "পঞ্চায়েতের সদস্য, মিউনিসিপালিটির সদস্য, বিধানসভার সদস্য, লোকসভার সদস্য" সকলেই আইন ভাঙ্গলে ঐ নীচু তলার পুলিশ দিয়ে আইন সংক্রান্ত কম্মটি শুরু হওয়ার কথা। কাজেই পুলিশের ওপরে নজরদারীটা অন্যদের চাইতে বেশী দরকার (নজরটান)। সেটা তোমাদের ঐ পুলিশ কমিশন ও মন্ত্রী সভা যৌথভাবে কি করে পালন করবে সেটার উত্তর পাওয়াটা জরুরী।
  • কল্লোল | 125.242.135.172 | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৭:১১685168
  • রাজ্য নিরাপত্তা কমিশন একটা অটোনমাস বডি হিসাবে রাখতে চেয়েছিলো ইন্দ্রজিত গুপ্তের প্রস্তাব।
    তাতে অন্ততঃ দলের পা চেটে পুলিশকে চলতে হতো না।
    সেটাতে এতো আপত্তি?
    বাঃ
    তখন জ্যোতিবাবুরা (উনি ও অন্য বাম মুখ্যমন্ত্রীরা ভুল করেছিলেন ঐ প্রস্তাবের পক্ষে না দাঁড়িয়ে। এই সহজ সত্যটিকে এড়াবার এইসব উদ্ভুতুরে কৌশল করে নিজেদের আর হাসির খোরাক করে নাই বা তুললে।
  • PT | 213.110.246.23 | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৭:৪৩685169
  • আমার সেসবে আপত্তি নেই।
    আপত্তি ঐ গল্পের গরু গাছে চড়ানো নিয়ে। আজকাল কাদম্বরী আর তাঁর দেওরের সঙ্গে সম্পর্ক নিয়ে লেখা কেচ্ছা হেব্বি খাচ্ছে পাবলিক। বিপ কথিত জ্যোতি-ইন্দ্রজিৎ মান অভিমান প্রায় ঐ পর্যায়ের। তার সঙ্গে আসল ঘটনার যোগাযোগ অতি সামান্যি।
  • কল্লোল | 135.17.65.130 | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১০:৫৮685170
  • কোনসবে আপিত্ত নাই?
  • PT | 213.110.247.221 | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১২:১৬685171
  • ঐ যে, "অন্ততঃ দলের পা চেটে পুলিশকে চলতে হতো না।" তার জন্য যা যা করা দরকার।
  • কল্লোল | 135.17.65.130 | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৩:২১685172
  • ব্যাস। তবে আর আমার সাথে তোমার তক্কো নেই।
  • cm | 127.247.96.46 | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৩০685173
  • কিন্তু তাবললে হবেনি, ঐ গপ্পের গরু গাছে চড়ানো নিয়ে কি মত? সেবিষয়েও কি পিটিদার সাথে একমত হলেন!
  • কল্লোল | 135.17.65.130 | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৫:০৪685174
  • গপ্পের গরু কি তথ্যের মোষ নিয়ে আমার বিন্দুমাত্র মাথাব্যথা নাই।
    বাম মুখ্যমন্ত্রীরা কাজটা ভালো করেন নি। তাতে ইগু চাদ্দিন কমোডে না হেগে কচুবনে হেগেছিলেন কি না তা নিয়ে আমার কোনও আগ্রহ নাই।
    ইগু দুঃখ পান বা আনন্দে নেত্য করেন তাতে কিই বা মোজা উৎপাটিত হয়। মোদ্দা, কাজটা ভালো করেন নি জ্যোতিবাবুরা। ব্যস।
  • PT | 213.110.246.23 | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৫:৪৮685176
  • কিন্তু জ্যোতি-ইন্দ্রজিৎ কি কথা হয়েছিল তা না জেনে কারো অবস্থান সম্পর্কেই কি মন্তব্য করা যায়? আমিও তো লিখতে পারি যে ইন্দ্রজিৎ "নাকি" জ্যোতিবাবুর বক্তব্যে কন্ভিনস্ড হয়ে এই নিয়ে আর কিছু করেন নি।
    সব সময়েই একটা কন্সপিরেসি থিওরির দিকে ঝোঁক কেন?
  • কল্লোল | 135.17.65.130 | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৬:১৬685177
  • সেটাও হতে পারে। যে জ্যোতিবাবু ইন্দ্রজিতকে বোঝাতে পেরেছিলেন যে - দলের পা চেটে পুলিশকে না চলতে হলে সব্বোনাশ। ইন্দ্রবাবু বুঝে গিয়ে চেপে গেলেন।
    তাতেও জ্যোতিবাবু খারাপ কাজই করেছিলেন।

    আগেই তো লিখলাম - ইগু দুঃখ পান বা আনন্দে নেত্য করেন তাতে কিই বা মোজা উৎপাটিত হয়। মোদ্দা, কাজটা ভালো করেন নি জ্যোতিবাবুরা। ব্যস।
  • cm | 127.247.96.46 | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৮:২০685178
  • যা বুঝলাম কল্লোলদা যদি মাস্টার হতেন আর ক্লাস স্গুদ্ধু ছেলে দুষ্টুমি করত কল্লোলদা শুধু বেছে সিপিএম ছেলেটাকে কানমলা দিতেন। কি ঠিক বুঝেছিতো?
  • cm | 127.247.96.46 | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৮:২১685179
  • স্গুদ্ধু নয় শুদ্ধু
  • PT | 213.110.246.225 | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৩৮685180
  • ঐ, "ও অধম বলিয়া তুমি উত্তম হইবে না কেন"-র কেস আর কি!!
  • কল্লোল | 111.63.82.19 | ০২ সেপ্টেম্বর ২০১৫ ২০:২৪685181
  • সিএম ও পিটি।
    যা বুঝলাম কল্লোলদা যদি মাস্টার হতেন আর ক্লাস স্গুদ্ধু ছেলে দুষ্টুমি করত কল্লোলদা শুধু বেছে সিপিএম ছেলেটাকে কানমলা দিতেন

    ও অধম বলিয়া তুমি উত্তম হইবে না কেন"-র কেস আর কি!!

    আবারও বলি, কি বলছো/বলছেন তার খেয়াল আছে?????

    ১) ক্লাশ শুদ্ধু ছেলে দুষ্টুমী করলো (কং, বিজেপি, সিপিআই, সিপিএম কোন মুখ্যমন্ত্রীই ইগুর প্রস্তাবে সাড়া দিলেন না)
    ২) কল্লোলদা শুধু বেছে সিপিএম ছেলেটাকে কানমলা দিতেন (অন্য দলের মুখ্যমন্ত্রীদের কিছু বলা হলো না - দোষ হলো শুধু বাম মুখ্যমন্ত্রীদের)

    - আমি নতজানু হয়ে ক্ষমা চাইতে রাজি, যদি তুমি/আপনি স্বীকার করো/করেন, যে দল হিসাবে কং, বিজেপির সাথে বামেদের কোন পার্থক্য নাই।

    ৩) ও অধম বলিয়া তুমি উত্তম হইবে না কেন

    - বেশ বেশ। ও অধম তাই তুমিও অধম - তাই তো?
    তবে আর এতো ন্যাকামো কেন!!!

    যাক। আজ থেকে যাহা কং, তাহাই বিজেপি ও তাহাই বাম - একথা পিটি ও সিএম সর্বসমক্ষে স্বীকার করলো/করলেন।

    ঝামেলাই মিটে গেলো। ক্যাবাৎ ক্যাবাৎ....................
  • cm | 127.247.96.46 | ০২ সেপ্টেম্বর ২০১৫ ২১:৩০685182
  • আপনার লজিকের সমস্যাটা ধরিয়ে দিই। আগেও সাধারণভাবে বলেছি হয়ত স্পষ্ট করা হয়নি। সমস্যাটি লজিকের। প্রেডিকেট ক্যালকুলাসে এক্সিস্টেনশিয়াল আর ইউনিভার্সাল দুরকম কোয়ান্টিফায়ার হয়। ওদের ব্যবহার না করলে ঠিক স্পষ্ট মানে হয় না। ইচ্ছে করেও ওদের কেউ গুলিয়ে দিতে পারে। বুঝিয়ে বললে হবে এমন ইস্যু আছে/ছিল যাতে কং, বিজেপি, বামফ্রন্ট একই অবস্থান নিয়েছিল। এখানে এক্সিস্টেনশিয়াল কোয়ান্টিফায়ার রয়েছে। ঐ রকম ইস্যুর এক্সিস্টেন্সের কথা বলা হচ্ছে। আর আপনি সিদ্ধান্ত করছেন সমস্ত ইস্যুতেই কং, বিজেপি বাম একই অবস্থান নেয়। অর্থাৎ ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার বসাচ্ছেন। না তেমন কথা কেউ বলেনি। আশা করি বুঝিয়ে বললাম।

    যদি মাস্টারমশাই শুধু একটি ছাত্রের দোষই দেখে তাকে বোধহয় নিরপেক্ষ বলা যায় না, কি বলেন?
  • কল্লোল | 111.63.195.50 | ০২ সেপ্টেম্বর ২০১৫ ২৩:০৪685183
  • সিএম। এতোটা জটিল করার দরকার ছিলো না।
    আপনি বলছেন, "এমন ইস্যু আছে/ছিল যাতে কং, বিজেপি, বামফ্রন্ট একই অবস্থান নিয়েছিল".......
    আমিও তাইই বলছি , পুলিশকে ক্ষমতাসীন দলের পা চাটা থেকে মুক্তি দিতে যে প্রস্তাব ইন্দ্রজিত গুপ্ত এনেছিলেন, তাতে কং, বিজেপি, বামফ্রন্ট একই অবস্থান নিয়েছিল। তারা কেউই সেটা চায়নি। সেটা যদি আপনি মেনেই নিলেন তো আমার আর ঝামেলা কিসের।
    সব ইস্যুতে তারা একই অবস্থান নেয়, এরকম আমিও কোথাও বলিনি। বরং আপনি যে উদাহরণটা দিয়েছিলেন (ক্লাশ শুদ্ধু ছেলে দুষ্টুমী করলো) তাতেই ওরকম মানে দাঁড়িয়ে যায়।

    এরবর আর কি কি অসাধারণ যুক্তি আনা যায় ভেবে নিন।
    তবে বাম মুখ্যমন্ত্রীদের মুখ রক্ষার এই গোটা ব্যাপারটাই খুব হাস্যকর হয়ে যাচ্ছে।
  • cm | 127.247.96.46 | ০২ সেপ্টেম্বর ২০১৫ ২৩:১১685184
  • তাহলে কং বাম বিজেপি এক হয় কি করে? শুধুমাত্র একটি ইস্যুতে অবস্থানের ভিত্তিতে? " আজ থেকে যাহা কং, তাহাই বিজেপি ও তাহাই বাম - একথা পিটি ও সিএম সর্বসমক্ষে স্বীকার করলো/করলেন। " এরকম হাসির কথা বললে হাস্যকরই তো হবে।
  • PT | 213.110.243.23 | ০২ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৪১685185
  • এটা আগেও লিখেছি। তবু আরেকবার লিখি।
    বামেদের নিয়ে এত গুজব ও বাজে রটনা হয়েছে ও এখনো চলছে যে সেই সব গুজবের জট ছাড়াতে ছাড়াতেই প্রচুর সময় নষ্ট হয়ে যায়। তার পরে আর বামেদের আসল দোষটা নিয়ে আলোচনা করার দম থাকে না!!
  • sm | 233.223.159.253 | ০২ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৫৯685187
  • বামেদের নিয়ে আবার গুজবের কি আছে?কিছু দিন কংগ্রেসের তোষা মুদি করলো, তারপরে কিছুদিন বি জে পির । এখন আবার কংগ্রেসের সঙ্গে ডাকিলেই যাইবো অবস্থা!
  • কল্লোল | 125.242.164.43 | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ০৬:৫৬685188
  • আলোচনাটা হচ্ছিলো ইন্দ্রজিত গুপ্তের পুলিশকে দলের প্রভাবের বাইরে রাখার প্রস্তাবে জ্যোতিবাবু সহ বাম মুখ্যমন্ত্রীরাও অন্য দলের মুখ্যমন্ত্রীদের মতো সায় দেন নি - এটা নিয়ে।
    সেটা পিটি ও সিএম মেনেই নিয়েছে।
    এবার, তাতে ইন্দ্রজিতবাবু দুঃখ পেয়েছিলেন কি পান নি তাই নিতে সিএম ও পিটি লড়ে জাচ্ছেন/যাচ্ছে। যাক।
    বা,
    অন্য মুখ্যমন্ত্রীদের দোষ দেওয়া হলো না কেন - তাই নিয়ে নাকি কান্না কাঁদছেন/কাঁদছে।
    কি আর করা, পষ্টো করে তো বলাই হয়েছে কেউ তাতে সায় দেয় নি। সকলেই চেয়েছে পুলিশ দলের পা চেটে চলুক।
  • PT | 213.110.247.221 | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ০৭:২৪685189
  • "সায় দেন নি"-এটা এইরকম সাদা কালোতে কোথায় ডকুমেন্টেড হয়েছে?
  • Du | 107.79.230.34 | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ০৭:৪৮685190
  • বিপ এর অন্য টই আর জ্যোতিবাবুর নাম ওয়ালা টইয়ের একটা তুলনা করলেই বোঝা যাবে এই টপিকে ওনার নামটা কেন এসেছে। এই নিয়ে আলোচনা করার কিছু আছে কি?
  • ঈশান | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৩২685191
  • সিপিয়েমের নামটা বিশেষ করে আসে একটাই কারণে। এই সর্বশেষ কংগ্রেসের খসড়া দলিলে সিপিএম "শাসক পার্টি-পুলিশ-মাফিয়া আঁতাত"এর বিরুদ্ধে প্রস্তাব নিয়েছে। বামদলীয় সরকারের তৎকালীন নীরবতা ও বর্তমান বিরোধীদলের উচ্চস্বরের বৈপরীত্য একটি দিকেই আঙুল দেখায়, যে, বস ক্ষমতায় থাকলে পুলিশ আমার থাকুক, বিরোধী হলে শাসক দল ঘনিষ্ঠ পুলিশের নিন্দে করব।

    এরকম আরেকটা উদাহরণ আছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্যসভায় রাজ্যেরই প্রতিনিধিদেরই যাওয়া উচিত, এই দাবী নিয়ে বামরা দীর্ঘদিন সোচ্চার ছিলেন। মানে, স্রেফ শাসকদলের জোর থাকলেই আসাম থেকে পাঞ্জাবের লোককে রাজ্যসভায় পাঠানো যাবেনা (ধরুণ মনমোহন যেমন গিয়েছিলেন কোনো একবার), দাবীটা এরকমই ছিল। অথচ নিজেদের পলিটব্যুরো সদস্যদের যখন রাজ্যসভায় পাঠানোর প্রয়োজন হল, ওঁরা ঠিক সেই কাজটিই করলেন, অর্থাৎ, ভিন রাজ্যের লোকেদের পঃবঃ থেকে রাজ্যসভায় পাঠালেন।

    তা, এরকম হয়ে থাকে। নতুন কিছু না।
  • ঈশান | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৩৭685192
  • ওহো খসড়াটা নেটে আছে। দেখতে পারেন।

    "Increasingly, the police is used to serve the interests of the ruling party and there is a nexus of the police, ruling politicians and mafia gangs in certain places. A dangerous feature which is emerging is the use of the police for carrying out the illegal diktats of the Hindutva forces targeting the minorities in BJP ruled states."

    লোকসভায় ক্ষীয়মান অবস্থায় এই আওয়াজটা না তুলে "বন্ধু সরকার"এর আমলে তুললে বেশি কাজ হত, এ নিয়ে কোনো সন্দেহ নেই।

    http://cpim.org/documents/draft-political-resolution-21st-congress
  • কল্লোল | 125.248.76.233 | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ১০:০১685193
  • পিটি তোমার নিজের পোস্টেই আছে।
    Name: PTIP Address : 213.110.243.21 (*) Date:31 Aug 2015 -- 09:10 AM
    প্রথম সূত্র শুধুমাত্র জানাচ্ছেঃ
    Indicative of the deeply entrenched resistance to police reform is the fact that a letter written on the subject in April 1997 by Shri Indrajit Gupta, the then Union Home Minister to the Chief Ministers of all States exhorting them to rise above narrow partisan or political considerations and introduce police reforms on the lines recommended by the NPC, failed to produce even a single response.
    ফেইলড তো প্রোডিউস ইভন আ সিঙ্গল রেসপন্স - অর্থাৎ কেহই তাতে উচ্চবাচ্চটি করেন নাই।
  • PT | 213.110.246.22 | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ১২:১৮685194
  • এটা একটি "খবর" মাত্র। ইন্দ্রজিৎ বাবুর কোন উক্তি নয়। এমনকি কোন মিটিং-এর মিনিট্স থেকেও উদ্ধৃত নয়।

    অনেক বিশাল পন্ডিত মনে করে যে ইতিহাস চর্চা খুব সহজ ব্যাপার এবং কোন প্রমাণ ছাড়াই যে কোন ঘটনার দায় কারো ওপরে চাপিয়ে দেওয়া যায়।
  • | 213.99.211.133 | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ১২:৫১685195
  • নান উত্তম /অধম কেস টা আপনাদের ঠিক্ঠাক জানা নেই মহায়। শুনুন তাহলেঃ

    "উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে
    তিনি ই সৌমিত্র
    যিনি চলে তফাতে" ঃ)
  • ranjan roy | 132.180.163.108 | ০৪ সেপ্টেম্বর ২০১৫ ১৭:০৮685196
  • না, না। ইতিহাস চর্চা বেশ কঠিন।
    হরদম আপনিই লিং দিচ্ছেন আপনিই তার কন্টেন্ট অস্বীকার করছেন।
    ইন্দ্রজিৎ গুপ্তের লেখা চিঠি কি ডকুমেন্ট নয়?
    অবশ্যি আগেও আপনি জরুরী অবস্থা নিয়ে সিদ্ধার্থ রায়ের লেখা কোট করলেন। যেই দেখা গেল তাতে বাম নেতাদের বঙ্গে থাকলে গ্রেফতার না করার আশ্বাসন দেওয়া হয়েছে অমনি--।
    আগে বললেন সোভিয়েত নিয়ে কুৎসা করা হচ্ছে । যেই গোপালনের সংসদে সাহসী বক্তব্যটি কোট করা হল যাতে উনি দুঃখের সঙ্গে আঙুল তুলেছেন রুশ সহ সমস্ত ওয়ারশ প্যাক্টের কম্যুনিস্ট দেশগুলোর দিকে ইন্দিরার জরুরী অবস্থাকে সমর্থন করার জন্যে , অমনি আপনি বললেন--ইতিহাস চর্চা ছেড়ে বর্তমানে আসতে।
  • ranjan roy | 132.180.163.108 | ০৪ সেপ্টেম্বর ২০১৫ ১৭:১৫685198
  • বাম দল ও ট্রেড ইউনিয়নের দাবি ন্যুনতম বেতন ১৫,০০০/- হতে হবে। সরকার বলছে ৭৩০০/-। সেটাকে জাস্টিফায়েড দেখাতে একজন খেটে খাওয়া মানুষের দৈনন্দিন আবশ্যক জিনিসের যে প্যাকেজ ও তার যে দাম ধরেছে তা বাস্তবের থেকে ভিন্ন।
    আমার মনে হয় এর চেয়েও বেশি জরুরি শ্রম আইনের মোদী প্রস্তাবিত রিফর্ম আটকানো। ৮০ % কারখানা যদি শ্রম আইন, ন্যূনতম মজুরী আইন, বোনাস আইন , শ্রমবিবাদ আইনের আওতার বাইরে চলে যায় তো আইন করে মজুরী ১৫ কি ২০ যাই হোক না কেন দেবে কে? কী করে কাউকে বাধ্য করা যাবে?
    হ্যাঁ, পাবলিক সেক্টর বা সংগঠিত ক্ষেত্রের শ্রমিক বা হোয়াইট কলরদের কথা আলাদা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন