এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আনন্দবাজার ও ভারতের প্রতিরক্ষাবাহিনী

    Abhyu
    অন্যান্য | ০৮ জানুয়ারি ২০১৬ | ৮৩৭৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিংগল k | 212.142.123.156 | ০৮ জানুয়ারি ২০১৬ ২২:৪৩689077
  • বিশাখা পত্তোনমে আর কে পুরমে ডুবোজাহাজের মিউজিয়ামটা তো দেখেছেন, কুর্সুরা? ভারতের প্রথম ডুবোজাহাজ।
    ঠিক বিশাখা পত্তোনম পোর্টের চ্যানেলটার বাইরেই পাকিস্থানের প্রথম সাবমেরিনটা (গাজী) ডুবে রয়েছে। সেটা দেখার আমার খুব ইচ্ছে। ডুব দেবার পার্মিশনের জন্য আমার জানা চেনা যত বাঘা বাঘা লোকের কাছে দরবার করিচি একসময়। সবাই মুখে হ্যাঁ হ্যাঁ বল্লেও কেবল পিয়ার টু পোস্ট দৌড় করিয়েছে, সে আর আমার দেখে ওঠা হয় নি আজও।
    তবে শুনিচি ভারত দাবী করে ওরা ওটাকে ডুবিয়েছিল কিন্তু আসলে নাকি সেসব নয়, নিজে নিজেই স্বয়ংক্রিয় হ্যান্ডগ্রেনেডের মত ডুবেছিল ওটা নিজগুনেই। পাছে কেউ চোখে দেখলে বুঝে ফ্যালে তাই বোধহয় যেতে দিতে চায় না।
    তার ওপর আমি আবার যেরকম পেট পাতলা মানুষ...

    পুনশ্চ- না হোক গাজী দেখা, আঙ্গুর ফল টক্, কোরালের বাগান ওরচে ঢের ভাল।
  • avi | 125.187.41.211 | ০৮ জানুয়ারি ২০১৬ ২২:৫৯689078
  • হ্যাঁ হ্যাঁ, বিশাখাপতনমের সাবমেরিনটা দেকিচি বই কি, ২০১২তে। খুব ক্লস্ট্রোফোবিক কষ্ট হয়েছিল মেরিন সেনাদের জন্য। আগে দাস বুট সিনেমাটা দেখিনি তখনো।
    গড়ের মাঠের ঐ ট্যাঙ্ক দেখলেই দোল খাওয়ার ইচ্ছে হত। আম্মো খেইচি। একবার চিন আপ ব্যায়াম করার ইচ্ছে হয়েছিল, ঢালু কামানে সুবিধে হয় নি। এখনকার জায়্গায় কামানের মুখটাকে মাটির দিকে করে রেকেচে।
    ইয়ে, গাজী আর আই এন এস রাজপুত না কার ব্যাপক যুদ্ধ হয়েছিল, এসব পড়তাম যে ছোটবেলায়?
  • r2h | 215.174.22.27 | ০৮ জানুয়ারি ২০১৬ ২৩:০৬689079
  • দিসপুরে একটা পরিত্যক্ত ট্যাংক দেখেছিলাম তাতে পাড়ার লোকে ঘুঁটে দিতো, আর ভেতরে ঢুকে ছাগলছানারা খেলতো আর নোংরা করতো। কোন দেশের কে জানে।
  • সিংগল k | 212.142.123.156 | ০৮ জানুয়ারি ২০১৬ ২৩:১১689080
  • না না গাজীর সঙ্গে রাজপুতের বোধহয় দেখা হয় নি। রাজপুত কমিশনড হবার আগেই গাজী তলিয়ে গেসল।
    আপনি বোধহয় আদর্শ স্ক্যামের সঙ্গে গোলাচ্ছেন ...
  • সিংগল k | 212.142.123.156 | ০৮ জানুয়ারি ২০১৬ ২৩:২৭689081
  • তুমুল লড়াই হয়েছিল পাক সাবমেরিন হাঙ্গরের সঙ্গে কুকরী আর কৃপানের। কিন্তু কুকরী ছিল ভয়ঙ্কর পুরোনো, আর হাঙ্গর ছিল তখনকার দিনের হিসেবে প্রায় মাঝবয়সী চমত্কার একটি এমেরিকান ডাফনি ক্লাস সাবমেরিন। ফল যা হবার তাই হয়েছিল। কৃপান পালালেও কুকরী ডুবেছিল। ভারতের নেভীর বোধহয় সবচেয়ে বড় ট্রাজেডি ওটা।
    কুকরীর সেলারদের আত্মীয়স্বজনকে দেবার জন্যই আদর্শ তৈরি হয়েছিল বা ঐরকম কিছু। তারপর তো ঘাপলাই ঘাপলা।
    তবে কুকরীর ক্যাপ্টেন মহেন্দ্রনাথের বীরত্বের কাহিনী সুবিদিত, উনি জাহাজের সঙ্গে জলমগ্ন হন, যা একজন যুদ্ধজাহাজের ক্যাপ্টেনের কাছে চরম সম্মানের। ঐ বিষয়ে তাঁর মেয়ের একটি লেখা কোন কাগজে বেরিয়েছিল, পড়েছিলাম। আপনারাও খুঁজলে পাবেন।
  • avi | 125.187.41.211 | ০৮ জানুয়ারি ২০১৬ ২৩:৩৮689082
  • থ্যাঙ্কু। ঃ)
  • dd | ০৮ জানুয়ারি ২০১৬ ২৩:৪৭689083
  • এই"ভল্ল" নিয়ে আমার জোরালো বক্তব্য রয়েছে। বলি?

    মহাভারতে বার বার ভল্ল আর ভল্লাস্ত্রের উল্লেখ আছে। যদি বলেন কুরুক্ষেত্র যুদ্ধে সব থেকে এফেকটিভ অস্ত্র কোনটি তাহলে ভল্লের ধারে কাছে কেউ দাঁড়াতে পারে না।

    ভল্ল দিয়ে সব সময়েই ছেদন/ছেদ করা হতো। মানে হাত,পা,গলা কেটে ফেলা হতো। সেক্ষত্রে ওটির ফলকের হওয়া উচিৎ চওড়া আর ধারালো(অ্যাজ অপসড টু ছুঁচালো আর তীক্ষ)।

    এইবারে প্রশ্ন - উটি তীর না জ্যাভেলিন জাতীয়। এইখানে সমস্যা হচ্ছে মহাভারতে সবই "নিক্ষেপ" করা হোতো। তীরও নিক্ষেপ করতো- বল্লম ও। ইংরেজীতে নয়। (shot an arrow or throw a spear)। মহাভারতে এক যায়গায় রেফারেন্স পেয়েছিলাম ধনুকে করে ভল্ল নিক্ষেপ করছে।

    আমার ধারনা ওটা লম্বা তীর যেটা ধনুকে এবং হাতে করে ছুঁড়ে - দু ভাবেই ইউজ হোতো। বুঝলেন ?
  • dd | ০৮ জানুয়ারি ২০১৬ ২৩:৪৯689084
  • ফর দ্যাট ম্যাটার - হরিবংশেও ভল্ল আর নেই। অন্য পুরাণ ইঃতে খুঁজলেও আর পাই নি। দেব দেবীদের হাতেও ভল্ল কই? এটা একটা মিস্ট্রি। কিন্তু কে আর নজর দেয় বলুন?
  • সিংগল k | 212.142.123.156 | ০৯ জানুয়ারি ২০১৬ ০০:০৪689085
  • ভল্লের ব্যাপারটা আমি নোট করেছি তো ডিডিদা। আপনি কদিন আগেই চক্রবুহ্য-পদ্মবুহ্য বোঝাবার সময় একবার উল্লেখ করেছিলেন। তখনই নোট করিচি।
  • avi | 125.187.41.211 | ০৯ জানুয়ারি ২০১৬ ০০:২৭689087
  • হুঁ, তীরের আগায় আধখানা চাঁদের আকারের ধাতব প্লেট বসানো অর্ধচন্দ্রবাণ নামে একখানা বাণের কথা পড়েছিলাম কি, কুচ করে গলা কেটে নিত? মনেও পড়ে না আর ঠিকঠাক। সে জিনিস কি ভল্লেরই লাইট এডিশন?
    'নিক্ষেপ' বলতে মনে পড়লো। আমাদের বাংলা স্যরের প্রিয় প্রশ্ন চিল, অস্ত্র আর শস্ত্রের পার্থক্য কী?
  • TB | 118.171.130.186 | ০৯ জানুয়ারি ২০১৬ ০১:০৮689088
  • তীর ও ভল্লের আর একটা তফাত থাকা উচিত।
    ভল্ল কিনা একটা লম্বা লাটির মাতায় ছেদনকারি কিচু একটা। তীর খানিকটা সেরকমই, সাইজে ছোট; কিন্তু তার পেচুনে চাট্টি মাছের কাঁটার মত খাঁজ কাটা থাকার কতা।
    মানে, ক্ষুদ্রকালে ওভাবেই তীর এঁকেচি। ভল্ল আঁকার আর দরকার পড়েনি, তার আগে যুদ্ধশান্তি হয়ে যেত।

    মনে হচ্ছে একপিস পেইচিঃ
  • avi | 125.187.41.211 | ০৯ জানুয়ারি ২০১৬ ০১:৩৭689089
  • তীরের পিছনে পাখির পালক টাইপ গোঁজা থাকতো, শরটাকে সোজা যেতে সাহায্য করতো সম্ভবত। শর ছিল আদর্শ মেটেরিয়াল, হালকা কিন্তু শক্ত। সামনে লোহার ফলা বসানো। এরম তীর নিয়ে ছোটবেলায় পাশের গ্রামের সাঁওতালদের ক্যানালের ওপারের জঙ্গলে খরগোশ, শুয়োরছানা শিকার করতে দেখেছি।
  • সিংগল k | 212.142.123.156 | ০৯ জানুয়ারি ২০১৬ ০২:০৮689090
  • অভিদা, আপনার তো বেশ ইন্টারেস্ট আছে দেখছি, ফের পুনে গেলে আর শনিবারওয়াড়ায় গিয়ে বসে না থেকে অবশ্যই জি স্মিথে র দোকানটিতে পায়ের ধুলো দেবেন। ভারতের অস্ত্রশস্ত্রের এটি একটি আদি পারিবারিক দোকান। শুটিং বা আর্চারী স্পোর্টসে আছে এমন কেউ এর নাম শোনেনি এমন নেই। যেমন ওদের স্টক তেমন মিষ্টি ব্যবহার। ওদের তৈরী পি-টেন এয়ার রাইফেল পিলেট হল একটি বিশ্বমানের গুলি। ওরা এসর্টেড গুলির জন্য বিখ্যাত। মেশিনে নয়, হাতে করে বাছাই হয় ওদের গুলি। প্রিসিহোলের গুলিও ওরাই তৈরী করে, কিন্তু প্রিসিহোলের নামে রিপ্যাকেজিং করে বিক্রি হয়।
    ওদের আর্চারীর কালেকশন দেখার মত। বিশেষ করে ক্রসবো। এখানে কিছু নমুনা দেখুন। http://www.gsmithco.com/index.php
    পুনে গেলে ওদের দোকানে যেতে কক্ষনো ভুলবেন না। নিজে এসব স্পোর্টসে উত্সাহী না হলে দেওয়ালে টাঙ্গিয়ে রাখার জন্য কিছু কিনতেও পারেন। হুঁকোবাবুকে একবারটি আওয়াজ দিয়ে দেখতে পারেন, ওনার কাছে আরও বহু কিছু জানা যেতে পারে এদের কার্যকলাপ সম্পর্কে। পুনের অস্ত্র মিউজিয়ামের চেয়ে সে কিছু কম ইন্টারেস্টিং নয়।

    যাগ্গে আমি টই বেলাইন করব না। অলরেডী করে ফেলিচি অনেকটাই। অভিদা আর দমদি বিজয় দিবস ফিবস বলে আর জিতে আনা যুদ্ধসরঞ্জামের প্রদর্শনীর কথা বলে আমায় বেলাইন করে দিল তো সেকি আমার দোষ? আমিও ডুবে থাকা ডুবোজাহাজের গল্পে চলে গেলাম। ওটা তুলে বিজয় দিবস মানালে আমার আর কিচ্ছুটি বলার থাকত না।
  • সিংগল k | 212.142.123.156 | ০৯ জানুয়ারি ২০১৬ ০২:২৫689091
  • ডিডিদার দ্বারা অনুপ্রানিত হয়ে সবাই ভল্লের ছবি দিচ্ছে, আমিও এই তালে খেলোয়াড়ী কিছু তীরের ছবি দিয়ে যাই। ঐ জি স্মিথ থেকেই-

    আপনাদের পিএনজি ইমেজ ফোটে তো ?
  • সিংগল k | 212.142.123.156 | ০৯ জানুয়ারি ২০১৬ ০২:২৭689092
  • ফুটেছে ফুটেছে , ছিলার পর্যন্ত ছবি ফুটেছে। ফাইন...
  • avi | 125.187.41.211 | ০৯ জানুয়ারি ২০১৬ ১১:৩০689093
  • থ্যাঙ্কু থ্যাঙ্কু।
    হ্যাঁ হ্যাঁ, দিস টই ইজ অনলি ফর আবাপ।
    এখানে ঐতিহাসিক বা আধুনিক অস্ত্রশস্ত্র আলোচনা কোথায় হয়? কোনো টই আছে?
    ভবানীপুর কাঁসারিপাড়ার একটা গলিতে সেদিন দেখি একখানা তলোয়ার ম্যানুফ্যাকচারিং শপ, থরে থরে তলোয়ার সাজানো। ওই গলি হয়ে অন্তত তিরিশবার গেছি, কখনো খেয়াল করি নি। তলোয়ার এখন কারা কেনে? কেনই বা কেনে? দাঙ্গা টাঙ্গায় লাগে বোধ হয়।
  • তোপচাঁচি | 192.69.246.234 | ০৯ জানুয়ারি ২০১৬ ১১:৪৫689094
  • তোপচাঁচি গেছেন কখনও? কলকাতা থেকে বর্ধমান হয়ে ধানবাদ পেরিয়েই পড়ে, এন এইচ টু-তে। সেখানে হঠাৎ দেখবেন রাস্তার দুধারে সারি সারি দোকান। তিরিশ বত্তিরিশটা। সেখানে বিক্রি হচ্ছে ছুরি ছোর চাকু নেপালা, কুকরি, চাপাতি, ভোজালি, টাঙ্গি, তলোয়ার, বর্শা, বল্লম, ঢাল, তলোয়ারের খাপ, হকিস্টিক, বাঁশের তেলমাখানো লাঠি - সার দিয়ে বিক্রি হচ্ছে।

    আশেপাশে লোকবসতি নেই। কারা কেনে, কে জানে।
  • robu | 11.39.39.123 | ০৯ জানুয়ারি ২০১৬ ১১:৪৯689095
  • বুগু।
  • :/ | 192.69.246.234 | ০৯ জানুয়ারি ২০১৬ ১২:১২689096
  • হতভাগা।
  • Arpan | 125.118.22.221 | ০৯ জানুয়ারি ২০১৬ ১২:২১689098
  • ঃ))
  • PM | 116.78.49.39 | ০৯ জানুয়ারি ২০১৬ ১৬:১৮689099
  • আমার বাড়িতে জাপানি সামুরাই , থাই ক্রাবি , দেশী তলোয়ারের কিছু কালেকসন আছে
  • জাপানি সামুরাই | 109.172.116.187 | ০৯ জানুয়ারি ২০১৬ ১৭:৪৩689100
  • জ্যান্ত কালেক্ট করে বাড়িতে রেখেছেন?
  • avi | 125.187.41.211 | ০৯ জানুয়ারি ২০১৬ ১৮:৪৬689101
  • ক্ষি চাপ!
    সামুরাই এটিকেটের সাথে পাল্লা দিয়ে এক বাড়িতে থাকাই তো দুষ্কর ব্যাপার। ডান হাত বেরোলেই কিন্তু তলোয়ার ধরে, আর সে তলোয়ার বেরোলে রক্ত দর্শন না করে কোষে ফেরে না।
  • তা'লে চিন্তা করুন | 109.172.116.187 | ০৯ জানুয়ারি ২০১৬ ১৯:১৬689102
  • বাড়িতে সাতখানা সামুরাই থাকলে কেমন পুঁদিচ্চেরি ব্যাপার হবে?
  • kolkata Poice - Arms Departmen | 108.228.215.87 | ১১ জানুয়ারি ২০১৬ ০৩:৪২689103
  • PM বাবু - ওপেন ফোরামে সদর্প ঘোষনা না করলেই ভালো করতেন। আপনাকে জানিয়ে রাখি , Indian Arms Act 1959 এর section 4 অনুযায়ী যে কোন ব্লেড যার দৈর্ঘ্য ৯ ইন্চির বেশি বা ২ ইন্চির বেশি চওড়া, তা বাড়িতে রাখতে গেলে আর্মস লাইসেন্স লাগে। এবং প্রতিটি ব্লেডের জন্য আলাদা আলাদা, যেরকম ব্ন্দুক, রাইফেল, ও রিভলভার/পিস্তলের জন্য লাগে। একমাত্র ব্যাতিক্রম শিখ সম্প্রদায়। এদের Edged weapon এর জন্য আলাদা লাইসেন্স লাগে না। পশ্চিমবংগ নিবাসী হিসাবে সহ্জই অনুমেয় আপনি তার তোয়াক্কা না করে বাড়িতে এগুলো রেখে্ছেন (একাধিক) । যা সম্পূর্ণ বেআইনি অস্ত্র। IPC Section 120B এবং section 25 of Arms Act অনুযায়ী অজামিন যোগ্য অপরাধ , যার নুন্যতম সাজা পাঁচ ব্ছর সশ্রম কারাদন্ড।

    আপনার লোকাল পুলিশ থানায় অস্ত্র গুলো সারেন্ডার করার অনুরোধ করছি।
  • Ekak | 125.99.230.220 | ১১ জানুয়ারি ২০১৬ ১১:৪৪689104
  • উপরের ইনফরমেশন টা ঠিক। লাইসেন্স ছাড়া এগুলো রাখলে মুশকিলে পরতে পারেন। একটা শিল-কতরূঊ ডেকে সবকটা র এজ একদম ভোঁতা করিয়ে নিন এবং সরকার থেকে একটা পারমিশন নিয়ে নিন যে এথনিক আইটেম হিসেবে এগুলো সংগ্রহে রেখেছেন।
  • | ১১ জানুয়ারি ২০১৬ ২২:০৮689105
  • কিন্তু ক্রাবিই বা কী? থাইল্যান্ডের ট্যুর প্যাকেজে দেখেছি ক্রবি, মনে হয় একটা জায়গা। কেউ একটু আলো দেখাও/দেখান না।
  • Blank | 213.132.214.81 | ১২ জানুয়ারি ২০১৬ ১২:১৫689107
  • যদ্দুর জানি জাপানি সামুরই সোর্ড রাখা বেআইনি সম্পুর্ন। মানে ওর জন্য লাইসেন্স ও পাবেন না।
  • Rupert Hentzau | 117.167.108.172 | ১২ জানুয়ারি ২০১৬ ১২:৩০689109
  • স্কটল্যান্ডের কালেক্টেবল আইটেমের দোকানে কিনতে পাওয়া যেত - হেব্বি লোভ হত দেখলেই। কিল বিল দেখার পর থেকে সামুরাই সোর্ডের ওপরেও লোভ হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন