এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এন্ডি গেন্ডি ও তত্সংক্রান্ত আদিখ্যেতা

    Ekak
    অন্যান্য | ২৯ ডিসেম্বর ২০১৫ | ৪০৬১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | 113.6.157.186 | ২৯ ডিসেম্বর ২০১৫ ১৫:০৬690053
  • বাচ্চা কাচ্চা , মানে এমনি ঠিকাছে , ইটস ইওর বেইবি কিন্তু ওই মুনুপুচুপুচুঘুচুকুচুকুচু জাস্ট অসহ্য । অত ন্যাকামির কী আছে টা কী ? কেও কাচ্চা নির্বিশেষে বাচ্চা পছন্দ করতেই পারেন,যার যেমন খুশি কিন্তু এই যে ধরে নেওয়া , যে বাচ্চার সাহচর্য্য পছন্দ না করা মানে একটা অতীব পাপিষ্ঠ পামর ইত্যাদি ইত্যাদি এই উতেরোসেন্ত্রিক ঢপের মাইন্ড সেট দেখলে জাস্ট গা পিত্তি জ্বলে যায়।

    মানে ধরুন ছোট বাচ্চা , জাস্ট নিউ রীলিস , ভ্যা ভ্যা করেই চলেছে। কোলে নিলেন তো মুতে দিলো। বেসিক ট্রেইন করাতে কী বিশাল সময় এর অপচয়! তারপর ধরুন আশেপাশে কার বাচ্চা হয়েছে ওই সেই পুনুপুনুছুনুছুনু চব্বিশ ঘন্টা আম আম হাগু আর কাঁথা কানি তে দই দই গন্ধ আর সেটা অপছন্দ করলেই বাপ-মায়ের কী রাগ !! হওয়াই ? হওয়াই আই শুড বদার এবাঔত ইওর পিস অফ শিটি কোড ?

    ট্রেনে -বাসে-প্লেনে - নাটক এর হলে -আর্ট গ্যালারির সুগন্ধি স্তব্ধতায় যে কোনো মুহুর্তে চ্যাআআআআ করে বীচি টাকে তোলা চিত্কার এন্ড ইউ ফাউন্ড দেয়ার ইস সাম বাচ্চা এত সাম কর্নার এরাউন্দ । অসহ্য !!!
  • de | 69.185.236.51 | ২৯ ডিসেম্বর ২০১৫ ১৫:০৮690064
  • আমাদের ছোটবেলা সব চারপাশে প্রভূত পরিমাণ এন্ডি গেন্ডি দেখেই বড় হতাম - বড় ফ্যামিলি হওয়ার দরুণ বাড়িতে বা চারপাশে সবসময়ই অন্ততঃ দুজন প্রেগন্যান্ট, একেবারে কুঁচো থেকে টিন অব্দি ওয়াইড গসিয়ান ডিস্ট্রিবিউশন ছিলো - সুতরাং বাচ্চাদের ভালোই লাগে - আনলেস তারাপদ রায়ের গল্পের থেকে উঠে আসা হয়! কিন্তু এই জেনারেশনের টিনেরা বাচ্চা মোটে পছন্দ করে না - ঝঞ্ঝাট বলেই মনে করে। বাড়িতে এক্খান একখান বলেই বোধ্হয়!
  • b | 135.20.82.164 | ২৯ ডিসেম্বর ২০১৫ ১৫:১৮690075
  • একককে টইতে পেয়েছে।
  • de | 69.185.236.51 | ২৯ ডিসেম্বর ২০১৫ ১৫:১৯690086
  • আমার দিদিভাই মানে দিদার একটা বিরাট বিছানা ছিলো - তাতে মাঝে মাঝেই ভিজে আর ওই দই দই পড়ে থাকতো ঃ)) সব কুঁচোদের মায়েরা তাদের সেখানেই শুইয়ে যেতো - মাঝে দিদিভাই বসে থাকতো দেখার জন্য। এখন ভাবি কি করে শুতো ওই বিছানায় - তখন অতো হাগিস ইঃ ডায়াপার ছিলো না।
  • san | 113.245.14.121 | ২৯ ডিসেম্বর ২০১৫ ১৫:৩০690097
  • এককের সাহস আছে । হায় , আমাদের অনেকের নাই :-(

    নতুন বাবা-মায়েদের আমি পারিবারিক পরিমণ্ডলে খুব ভয় পাই। যে কথাতেই যাও ঘুরেফিরে বাচ্চাতেই ফেরত আসবে। এমনকি অন্য কারো সঙ্গে বসে শান্তিতে গপ্প করছি , কোথাও কিছু না বাচ্চাসহ এসে গ্যাঁট হয়ে বসবে এবং তারপর অনন্তকাল ধরে ঘুঞ্চুমুনু ও বিভিন্ন প্রকারের শব্দের মধ্যে কোনো কথা বলাই অসম্ভব। এমনিতেও এরা ভাবতে পারেনা এদের নতুন বাচ্চাটি ছাড়া অন্য বিষয়েও অপর মানুষের কথা বলার ইচ্ছে থাকতে পারে। মানে আপিস টাপিসে নিশ্চই ভাবতে পারে , কিন্তু এমনি দেখা হলে উফ।

    ডিঃ শুধু আমার পরিচিতদের মধ্যে।
  • de | 24.139.119.172 | ২৯ ডিসেম্বর ২০১৫ ১৫:৩৮690103
  • আমার কন্যা একদম বাচ্চা পছন্দ করে না - বিশেষত ওই একদম কুট্টি হলে -
  • Ekak | 113.6.157.186 | ২৯ ডিসেম্বর ২০১৫ ১৫:৩৮690102
  • আরে এইযে যাঁরা বাচ্চার সঙ্গে রাত্রদিন কিলিকিলিবিলিবিলি করে বকে যান পুরোটাই অনর্থক ! আমার পরিচিত একজন এর বাচ্চা দেখি চীল চ্যান্চাচ্চে। কি যে জেবনের দাবি বাচ্চাই জানে । তা তার মা কে বোল্লুম হেই এ চেঁচায় কেনো ?? বলে :জানি না ! আরে উদো জানিস যদি না তো সর্বক্ষণ অত কিলিকিলিবিলিবিলি বকিস ক্যাও ? একটা ল্যন্গুএজ ডেভেলপ করেনি এদ্দিনে ?? যত্ত বাকোয়াস ।
  • de | 24.139.119.172 | ২৯ ডিসেম্বর ২০১৫ ১৫:৪০690104
  • যাঃ - মায়ের ল্যাঙ্গোয়েজ সবসময় অনর্থক হয় না - মায়েদের নিজস্ব ভাষা থাকে তো বাচ্চার সাথে কম্যুনিকেট করার!
  • san | 113.245.14.121 | ২৯ ডিসেম্বর ২০১৫ ১৫:৪৮690043
  • দে দি - তা থাকতেও পারে , সে তারা বুঝুক - কিন্তুক আশেপাশের লোকেরাও সহাস্য মুখে তাকিয়ে ঐ কিলিবিলিতে যোগ দেবে এই হল গে সা নি। নইলে লোকে রেগে যায়! আরে অন্য লোকেদের কিলিবিলি করতে বোর লাগতে পারে তো :-(
  • Ekak | 113.6.157.186 | ২৯ ডিসেম্বর ২০১৫ ১৫:৪৯690045
  • কিকরে বোঝা গ্যালো নিজস্ব ভাষা থাকে ! ট্রায়াল এন্ড এরর মেথড এপ্লাই করে । প্রথমে ধরাবাঁধা গুলুবুলুপুচুপুচুমুনুমুনু তাপ্পর না থামলে :

    অ ) নিশ্চই খিদে পেয়েছে
    আ ) ক্লথে হিসি বা হাগু করে দিয়েছে

    এগুলো টেস্ট করে ফেইল কল্লে তখন পেটে থাবরিয়ে দেখে ঢপঢপ কচ্ছে কিনা । পিঠে থাবরিয়ে দেখে গ্লোতিস এ অব্স্ত্রাক্ষণ হচ্ছে কিনা । এরপরেও কিছু না পেলে আবার সেই খুলুগুলুমুলুমুলু :( এই প্রসেস টা বেশ কয়েকবার চালিয়ে তখনো না থামলে ফোং করে ও দাগদার বাবু বাচ্চা সকাল থেকে ঘ্যানঘ্যান করে কেঁদে যাচ্ছে কি হলো নাভি ফুলে উঠেছে ইত্যাদি ইত্যাদি :((
  • T | 165.69.169.72 | ২৯ ডিসেম্বর ২০১৫ ১৫:৪৯690044
  • বিপজ্জনক, খুবই বিপজ্জনক। শাস্ত্রে বলেচে শব্দই ব্রক্ষ্ম কিন্তু আমি বলি, ব্রক্ষ্ম না হইলেও ইহা বিবিধ ফিজিক্যাল ও মেটাফিজিক্যাল কার্যকলাপ হইতে উদ্ভুত। সবেরই উৎস রয়েচে কিনা, কোলে নেওয়ার পর মুতে দিলেও। এখন হয়েচে কি, মন অ্যাতসব শুনবে না। তার খালি চাদ্দিক মেপে ফেলার ধান্দা। নিয়মে না পড়লেই প্রশ্ন। আমি বলি হ্যাঁ গো, শব্দকে মাপছ মাপো, কিন্তু উৎস দেখছ ক্যানো। এ যে বর্ণাশ্রম। ক্যানেস্তারা মেটাফিজিক্যাল, কিন্তু ও পিটলেও যে আওয়াজ বেরোয় তারি মধ্যে প্রকৃত রস খোঁজো। বাঁধনে বাঁধা পড় না, পড় না, পড় না। উৎস মূল দেখো না, দেখো না, দেখো না। শুধুমাত্র তরঙ্গ। ওতেই বিভোর হও। ছেঁকে নাও। শিশুর হিসু ও চীৎকার থেকেও ব্রক্ষ্ম নিষ্কাশন করতে হবে। ব্রক্ষ্ম চতুর্দিকে। ধরে নাও ধরে নাও ধরে নাও। না পারলে গঞ্জিকা।

    -- ঠাকুর, পাদবো?
  • de | 24.139.119.172 | ২৯ ডিসেম্বর ২০১৫ ১৬:০৫690046
  • স্যানের সঙ্গে অবিশ্যি আম্মো একমত - সবার বাচ্চা ভালো না ই লাগতে পারে -

    একক - আমার অবিশ্যি একটিমাত্র এক্সপিরিয়েন্স - কিন্তু অতো ট্রায়াল এন্ড এররও ছিলো না কিন্তু -

    সব এক্সপ্লেইন করা মুশকিল!
  • T | 165.69.169.72 | ২৯ ডিসেম্বর ২০১৫ ১৬:০৭690047
  • ওইতো...শুনবিনি তো কথা। খালি এটা কেন হয় নি, ওটা কেন হয় নি, সেটা কেন হয় নি। আমি বলি হবেই বা কেন? না হওয়াও যে নিয়ম। বলি শোন। তোকে যখন মেসোপটেমিয়ায় কুড়িয়ে পেয়েছিলুম, কলার আড়তে, এইটুকু ছোট। শুধু কাঁদতিস, আর প্রাণ ভরে হাগু হিসু কত্তিস। সে বড় বিপদে পড়েছিলুম। নেবুকে বল্লুম, দেখো দেখি এ কী বিপদ। এস্পারান্তো বলছি, লাতিন বলছি, হিব্রু বলছি, অ্যামনকি আকা-বো অবধি বলে দেইছি, তবু কান্না তো আর থামে না। শেষে নেবু বলল দ্যাকো কান্ড। বুঝতেই বা হবে কেন। না বুঝলে ক্ষতিই বা কি। ও কাঁদছে কাঁদুক, ছোটো তো, ভাবছে কেঁদেই ব্রক্ষ্ম লাভ করবে। তুমি বরং এস্পারান্তোয় কাব্য লেখো। লেখো দেখি, অমল ধবল পালে সারবাঁধা উট। গোটা গোটা অক্ষরে লিখবে।

    সেই থেকে চোখ খুলে গেল। তাইতো। বুঝতেই বা হবে কেন? এই যে তুইই পোঁদ চুলকোচ্ছিস, এর মেটাফিজিক্যাল কারণ থাকতে পারে, সে বুঝে আমার কি হবে। হবে না, হবে না, হবে না। আমি চোখ বন্ধ করে ধরে নেব তোর ওই চুলকানোতেই আনন্দ। এ বিশ্ব সংসারে, খেঁদি পেঁচি কত ঘোরে, ঘুরে ঘুরে মরে ইলেকট্রন। সবই ছকে ফেলতে গেলে স্নান করার সময় যে পেরিয়ে যাবে পোদো।
  • de | 24.139.119.172 | ২৯ ডিসেম্বর ২০১৫ ১৬:১৫690048
  • ঃ))) সুন্দর!
  • Ekak | 113.6.157.186 | ২৯ ডিসেম্বর ২০১৫ ১৬:১৭690049
  • এইযে কইলেন আপনের চারপাশে অনেকানেক এন্ডি গেন্দি সেলো :)

    "মা " এই ব্যাপরটা আলাদা করে কাউন্ট কত্তেই পারি যদি টাচ-বডি স্মেল -হরমন -থার্মাল সিগনেচার এই কমিউনিকেশন মিডিয়াম গুলোকে ধরি। কিন্তু সেক্ষেত্রে হোয়াট এবাউট অর্থহীন গুলুগুলুখুলুবুলুকুচুকুচু :((

    আর আলাদা করে নিজের মা কাউন্টেবল হলে ধাই মা -র কাছে বাচ্চারা চুপ করত না । কাজেই কোনো ইউনিক সিগনেচার ম্যাটার করে বলে মনে হয়না ।

    আবার বাপ দের কাছেও বাচ্চারা চুপ করে। কাজেই জেন্ডার দিপেন্দেন্ট হরমন -বডি অদৰ ভিত্তিক সম্পর্ক বলেও মনে হয়না ।

    সো : রিলেশন ইউনিকনেস -জেন্ডার ইউনিকনেস সব কেটে কুটে পরে থাকছে জেনেরাল হিউম্যান টাচ -প্রেসেন্স । "মা " এবং তাঁদের কুচুমুচুঘুচুঘুচুঅলিবাব্বালিবাবালিবাবালি র কোনো ভাষাগত কৃতকার্জ্যতা নাই ।
  • de | 24.139.119.172 | ২৯ ডিসেম্বর ২০১৫ ১৬:২১690050
  • বাবারা কুচুমুচু করেনা এটা কি করে জানা গেলো -

    আর বাচ্চা কাঁদলে তাকে চুপ করানোই মায়ের একমাত্তর কাজ না - আরো অনেক রকম কিছু ধীরে ধীরে শেখানোর থাকে -

    সেসব এন্ডি গেন্ডি নিয়ে তো তাদের বাপ-মায়েরা কুচুমুচু কত্তো - আমি বড়জোর কোলে নিয়েছি -
  • T | 165.69.169.72 | ২৯ ডিসেম্বর ২০১৫ ১৬:২২690051
  • আরে কৃতকার্যতা আছে ভেবে করে নাকি। লেজ নেই তো, নাহলে নাড়ত। 'কুচুমুচুঘুচুঘুচুঅলিবাব্বালিবাবালিবাবালি' আদরের বহিঃপ্রকাশ।
  • d | 24.97.98.91 | ২৯ ডিসেম্বর ২০১৫ ১৬:৩১690052
  • ওহ! টি'কে দেখা হলে আমি হেমকণা পায়েস খাওয়াবো।

    আর এই একককে কেউ ছোটবেলায় তুলে আছাড় মারে নি কেন?
  • cb | 208.147.160.75 | ২৯ ডিসেম্বর ২০১৫ ১৬:৪০690054
  • আরে বাচ্চা তো হেভি লাগে। বাচ্চা দেখলে মাঝে মাঝে ব্রেন ফ্রিজ হয়ে যায়।

    কোলকাতা যাচ্ছি ট্রেনে করে। একই কুপেতে বাবা মা আর দেড় বছরের সিসু। আমার সাথের জনগণ তো দিব্যি গুলু গুলু করছে। আমিও মাঝে মাঝে তাকিয়ে হাসছি। টাটানগর এর পরে কয়েকটা টানেল আছে। একটা বেশ বড়, কিলোমিটার খানিক। হটাৎ কি মনে হল জানি না, টানেলে ঢোকার পরেই বাচ্ছাটার পেটে হাত বুলিয়ে একটু জোরে বললাম ভৌ ভৌ!!! ওরে বাবা , সে হটাৎ টানা ৫ মিন ভয় পেয়ে কি কান্না। আর আমার তো মনে হচ্ছে, হে ধরণী, ইয়ে হও, আমাকে ইল্লা করে দাও!!! তার বাবা মার মুখচোখ লাল হয়ে গেছে, কিছু বলতেও পারছে না। আমার বেটার হাফ রিপ্রোচফুলি চেয়ে আছেন, আমি তো ছবি!!!!
  • sinfaut | 74.233.173.193 | ২৯ ডিসেম্বর ২০১৫ ১৬:৪৩690055
  • :-D
  • Ekak | 113.6.157.186 | ২৯ ডিসেম্বর ২০১৫ ১৬:৪৪690056
  • টি
    এটাই তো অচ্চজ্যের । অন্য প্রানীদের মধ্যে দামড়া-জুভেনাইল নির্বিশেষে ন্যাজ নাড়া-থাবা তোলা -মাস্ক স্প্রে করা এগুলো প্রত্যেকটাই ভ্যালিড কমিউনিকেশন । এগুলোর অর্থ একদম ছানা থেকে ধাড়ি সবাই বোঝে । নীলগাই দের ন্যাজ নাড়া খেয়াল করবে , একদম বাচ্চা নীলগাই ও বোঝে কোনটা অনুসরণ করার -কোনটা সতর্ক করার । এগুলো ভ্যালিড কমিউনিকেশন মিডিয়াম ।

    একমাত্র মানুষ দেখছি বাচ্চাদের সঙ্গে এই গুলুগুলুপুচুপুচু টা করে যার মানে উভয় পক্ষই বোঝেনা। এটা বেশ ভাবনাচিন্তা করার মত ব্যাপার।
  • de | 24.139.119.172 | ২৯ ডিসেম্বর ২০১৫ ১৬:৪৫690057
  • টাটানগর থেকে মুম্বই পুরো রাস্তাটা তাপ্পর কি করে কাটলো? ঃ))
  • রোবু | 233.29.204.178 | ২৯ ডিসেম্বর ২০১৫ ১৬:৪৭690058
  • ছোটবেলায় কেউ তুলে আছাড় মেরেছিল তো !
  • sinfaut | 74.233.173.198 | ২৯ ডিসেম্বর ২০১৫ ১৬:৪৮690060
  • অন্য প্রাণীর কোনো মুখনিঃসৃত ভাষাও নেই তাই প্র্যকটিশ করতে হয়না বোধহয়।
  • cb | 208.147.160.75 | ২৯ ডিসেম্বর ২০১৫ ১৬:৪৮690059
  • না না, টাটানগর থেকে কোলকাতা। আসছিলাম ফ্রম পুনে। ওনারা তার ৩০-৪০ মিনিট পরেই নেমে গেলেন। আর তারপর সাথে সাথে তিনি রিপ্রোচফুল ভাব ক্যাস কাটিয়ে খ্যাঁক খ্যাঁক করে হাসতে লাগলেন
  • Ekak | 113.6.157.186 | ২৯ ডিসেম্বর ২০১৫ ১৬:৪৯690061
  • প্রিয় সিনেমার অন্যতম প্রিয় সীন । বেদো বাচ্চাদের যা করা উচিত :

  • I | 192.66.90.7 | ২৯ ডিসেম্বর ২০১৫ ১৯:৪৭690062
  • হ্যাঁ হ্যাঁ ব্যাদড়া বাচ্চাকে খুব ক্যলাতে হয়। পরের বাচ্চা অবিশ্যি!
  • aka | 34.96.82.109 | ২৯ ডিসেম্বর ২০১৫ ২০:২০690063
  • ইয়েস নইলে বড় হয়ে একক হয়।ঃ)
  • PM | 233.223.154.118 | ২৯ ডিসেম্বর ২০১৫ ২০:৪৪690065
  • ekaker kathaa shune eTaar kathaa mane parhalo :) :) :)

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন