এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নাহ ! তিনোমূল কাজ কচ্ছে ।

    Ekak
    অন্যান্য | ১৮ জানুয়ারি ২০১৬ | ৫৭৭২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | 125.99.230.220 | ১৮ জানুয়ারি ২০১৬ ১৮:১৭692828
  • মাঝে মাঝেই বোর লাগলে উটকো পাটকা ফোন করি এদিক ওদিক। অনেক পুরনো পরিচিত যার সঙ্গে কাজ-চিন্তাভাবনা কিছুই মিল নেই এমন। তারা কে কোন ক্ষেত্রে সেটা অবস্য নোট্ থাকে নইলে গোলাব। তো একটা ট্রেন্ড প্রায় ই দেকচি। বেশ কিছু মফস্বল -গ্রামের জনতা কে আগামী ভোটের ফল কী হবে তাই নিয়ে খোঁচালে বলচে : না গো তিনোমুল কাজ কচ্ছে।

    কী কাজ ? প্রতি প্রোপাগান্ডা এই লেভেল গ্যাছে যে কেও মুখ খুলছেনা নাকি ? কিছু কাজ শুনলুম যেমন বিভিন্ন জায়গায় রাস্তা বাঁধানো -আলো লাগানো -পার্ক সংস্কার এটা সেটা উদ্বোধন। পর্যটন ব্যবসায়ী দুজনের সঙ্গে কথা বোল্লুম। উত্তরবঙ্গে এবং দক্ষিন বঙ্গে টুর কন্ডাক্ট করেন । ভালই প্রতিষ্ঠিত। বললেন তিনো কাজ কচ্ছে।

    কী কাজ কচ্ছে ? এক সরকারী আমলা বন্ধু বল্লো আরে কাজ মানে ঢাক ঢোল পিটিয়ে রাস্তায় আলো লাগাচ্ছে আর যেখানে যা পাচ্ছে আগের রঙের ওপর নীল -সাদা করে দিচ্ছে। ন্যাচেরালি লোকে দেখতে পাচ্ছে। আগের জমানা তে তো কিজে কচ্ছে দেখাই যেত না।

    এনিওয়ে পরিস্কার হয়নি । তিনো ঠিক কী কাজ কচ্ছে ??

    সমালোচনা -মমতার গুষ্টি উদ্ধার তো অনেক হলো .....একটু হিসেব নেওয়া যাক। ভোট এ নো ডাউট জিতবে। সরকারী লোকজন ই বলছে রিগিং হলে জিতবে, না হলেও জিতবে। সাধারণ মানুষ কী এত গান্ডু ? কিছু ভিসিবিলিটি তো আছেই । কী কাজ কচ্ছে তৃনমূল সরকার ?
  • Ekak | 113.6.157.185 | ১৮ জানুয়ারি ২০১৬ ১৮:২৬692841
  • *পার্টি প্রোপাগান্ডা
  • সে | 198.155.168.109 | ১৮ জানুয়ারি ২০১৬ ১৮:২৭692852
  • আমার এক বন্ধু মেদনিপুরে থাকে, ও ও বলেছে যে কাজ করেছে তৃণমূল। যোগাযোগ ব্যবস্থার উন্নতি, রাস্তা উন্নয়ন।
  • | 213.132.214.83 | ১৮ জানুয়ারি ২০১৬ ১৮:৩৬692863
  • প্রচুর কাজ করেছে। বিশেষতঃ রাস্তা ঘাটের প্রভূত উন্নতি হয়েছে।

    ফুটপাত সুন্দর করে বাঁধিয়ে দেওয়া হয়েছে। কলকাতা তো বটেই ।বালে র মফঃস্বল জায়গা তেও।

    আরো লেখার আছে..
  • সে | 198.155.168.109 | ১৮ জানুয়ারি ২০১৬ ১৮:৪০692874
  • গ্রামাঞ্চলে রাস্তা খুব ইমপরট্যান্ট। আমার বন্ধু বেশ স্যাটিসফায়েড। বলল এবারেও তৃণমূলই জিতবে। কারণ ওরা প্রচুর কাজ করেছে। নীল সাদা রং নিয়ে ওর কোনো আপত্তি নেই। কাজ হলেই হলো। এইরকম বলল।
  • Ekak | 125.99.230.220 | ১৮ জানুয়ারি ২০১৬ ১৮:৫১692885
  • হ্যা বেশিরভাগ মানুষ ওভাবেই ভাবেন । কোয়াইট ন্যাচেরাল। কাজ হলেই হলো। এমনিতেই রোজগারের অনিশ্চয়তা -চাকরি নেই এগুলো পব র মানুষ মেনে নিয়েছে। তাই এসব বাদদিয়ে রেগুলার লাইফ ওয়ান পার্সেন্ট বেটার থাকলেও মানুষ বর্তে যায় সেই সরকারের ওপর।

    গুরুর পাতায় রাজনৈতিক হিংসা -হত্যা নিয়ে প্রচুর করচা তে একটা বাস্তবতা ঢাকা পরে যায় আমাদের সকলের কাছ থেকেই । বরানগরে থাকার সময় ছোটব্যালায় রাস্তায় বোমাবাজি শুনলে বা খুনের খবর পেলে লোকজন জাস্ট একবার মুখ বেঁকিয়ে বলত ও তো পাট্টি র ব্যাপার । পলিটিকাল কেস । ব্যাস । আবার প্রতিদিনের জীবন। কাজেই যতই আক্রমন করা হোক না কেন তৃণমূলের আমলে হিংসা ইত্যাদি কে ........প্রথমত মানুষ একটা লেভেল অবধি হিংসা দেখে অভ্যস্ত । অন্তত আমাদের বরানগর -আলমবাজার -কাশিপুরের জনতা তো একদম রাস্তায় খোলা চাপাতি নিয়ে না দৌরলে তাকাবেই না। পেটো ফেত কান খুসকি। গ্রামেও আলের ধরে বডি পরলে পুলিশের জীপ্ এর চাদ্দিকে ততক্ষণ ই ভীর যতক্ষণ চ্যানেল এর দিদি বুম ধরে আছে।

    আমার যদ্দুর মনে হয়েছে লোকজনের কথা শুনে যে ........সাধারণ মানুষ যেভাবে উন্নয়ন মাপে সেই মাপকাঠি তে তৃনমূল বেশ এগিয়েই আছে। এবং গণতন্ত্রে তো সেটাই মাপকাঠি । কে ক' পাতা প্রবন্ধ নাবল সেটা নয় ।
  • সে | 198.155.168.109 | ১৮ জানুয়ারি ২০১৬ ১৮:৫৯692896
  • ঠিক
  • Arpan | 74.233.173.193 | ১৮ জানুয়ারি ২০১৬ ১৯:২১692907
  • গুরুর ছদ্ম-নিরপেক্ষরা আবার ভোটের আগে তিনোর পক্ষে প্রচার করতে নেমেছে।

    ;-)
  • kc | 198.236.88.254 | ১৮ জানুয়ারি ২০১৬ ১৯:২৮692918
  • হাচা কতা। ইমোটিকনের দরকার ছিলনা।
  • | 213.99.211.18 | ১৮ জানুয়ারি ২০১৬ ১৯:৩১692829
  • " কথায় কথায় যে রাত হয়ে যায়, সে কথা রাখলে বাকি.."

    ঃ))
  • | 213.99.211.18 | ১৮ জানুয়ারি ২০১৬ ১৯:৩৫692832
  • / কী কথা
  • Arpan | 192.156.66.225 | ১৮ জানুয়ারি ২০১৬ ১৯:৩৬692833
  • আরে ওটা যাতে ভাবাবেগে আঘাত না লাগে সেই জন্য।
  • PM | 233.223.155.159 | ১৮ জানুয়ারি ২০১৬ ১৯:৩৮692834
  • একক বাবু বরানগর সম্পর্কে কাঁচা মিথ্যে বলছেনেন। আমি বরানগরের স্কুলে পড়েছি ৯২ পর্য্যন্ত। । কুটি ঘাটের কাছে আমার আত্মীয়ের বাড়ি। চাপতি হাতে ৮০র দশক থেকে কাউকে ঘুরতে দেখি নি হ্যা নবজীবন ক্লাব ছিলো--কংগ্রেসী দুর্বৃত্ত দের শেষ ঘাটি, প্রচুর সমস্যা করতে চেষ্টা করতো। ৮৫ র পর থেকে খুব একটা খাপ খুলতে পরে নি , তারা।

    একদিনের জন্যেও স্কুলে যাতায়াতের পথে সমস্যা পাই নি। শুনিও নি।
  • | 213.132.214.81 | ১৮ জানুয়ারি ২০১৬ ১৯:৩৯692835
  • শালা PMP সার্টিফায়েড ম্যানেজার!!

    বল্লে হবে খরচা আছে ঃ)
  • Ekak | 113.6.157.185 | ১৮ জানুয়ারি ২০১৬ ১৯:৪৮692836
  • পিএম , কালিয়া কে মনে আছে ? আলোম্বাজারের মোড়ে কুপিয়ে মেরেছিল পুরো মব মিলে। আর নীয়গিপারা পুলিশ কোয়ার্টার এর পেছনে ওই গ্যারেজ এর গায়ে এই লাস্ট দুহাজার সালেও লাশ পড়েছে। বরানগর চিরকালের নতরিয়াস জোন । তবে বেল্ঘরে র চে কম। বেল্ঘরে তে শাটার নিয়ে ঘোরা কমন। বরানগরে সেটা নয় । খুব একটা খাপ না খোলা নিয়ে আপনার কি ধারণা আমি জানিনে অবশ্য :) কাঁচা-পাকা র তক্ক রেখে বরং তিনো কাজ কচ্ছে এরকম মানুষ ভাবছে ক্যানো সেটা লিখুন। নাকি বলবেন কেও ওরকম ভাবছেনা শুধু আগামী ভোট বাক্সে ভুতে ভোট দিয়ে জেতাবে তিনো দের।
  • kc | 198.70.59.236 | ১৮ জানুয়ারি ২০১৬ ১৯:৫১692837
  • মানুষ ভাবছেনা। "নিরপেক্ষ" মানুষেরা ভাবছে। এরকম বল।
  • kc | 198.70.59.236 | ১৮ জানুয়ারি ২০১৬ ১৯:৫৩692838
  • তেলেভাজা শিল্পে বেশী খরচা করেন যাঁরা, তাঁরা ভাবছেন।
  • cb | 208.147.160.75 | ১৮ জানুয়ারি ২০১৬ ১৯:৫৫692839
  • ধুর পাগলা ২ - ১ টা লাশ আবার কোন কথা হল :)

    উদাইয়া কে পাতি রাস্তা থেকে ৩ তলায় গুলি করে মেরে গেল, কি হয় তাতে?

    ছোটবেলায় দেখছি কংগ্রেসী গুন্ডারা হাতে বোম নিয়ে দৌড়ে বেড়াচ্ছে, আমাদের সামনের বাড়ির ই ছেলে। কি বলব, সেই দৃশ্য এখনো চোখে ভাসে। তারপর সব ঠান্ডা ৯৪ থেকে। কিরকম সব ম্যাদামারা হয়ে গেল। এখন শুনি খুব হিন্দু মুসলমানে টেনশন চলছে, এসব আগে দেখিনি
  • Ekak | 113.6.157.185 | ১৮ জানুয়ারি ২০১৬ ১৯:৫৯692840
  • তাহলে পব তে পছ্কার পছুর নিরপেক্ষ মানুষ , বলুন ? :))

    এইটা ভারী মজার । আপনারা ইগালেতেরিয়ান , কিছুতেই মুখে বলবেননা যে জনগণ উদ্গান্দু কান্ডজ্ঞানহীন ছাগল। অথচ জাস্টিফাই করার অছিলায় সর্বদা বলে যেতে হবে কিছু "নিরপেক্ষ " এরকম ভাবছে , বেশিরভাগ মানুষ ভাবছেনা । সেই যেমন আগে জনগণ কে দিকভ্রান্ত না বলে বলা হত "কিছু লোক " প্রতিক্রিয়াশীল । ভারী জ্বালা পাঁচি পাঁচ ছাগলের মা -মার্কা একটা থিওরি সাবস্ক্রাইব করার।
  • kc | 198.70.59.236 | ১৮ জানুয়ারি ২০১৬ ২০:০০692842
  • কাজ তো হচ্ছে। গত চার বছরে আটষট্টি লক্ষ চাকরি হয়েছে। বল্লে হবে?
  • Ekak | 113.6.157.185 | ১৮ জানুয়ারি ২০১৬ ২০:০২692843
  • না হাতে চাপাতি নিয়ে দৌড় বহুদিন নেই। সেটা যদ্দুর সম্ভব অপরাধের কেন্দ্র গুলো অর্থনৈতিক কারণে সরে যাওয়ায়। যেমন একটা বড় দল সরেছে রাজ্চন্দ্রপুর এ । আরেকটা নুঙ্গি সাইড এ । আমরা যখন ফাইভ সিক্স তখনো পুজোর সময় ফাঁড়ি থেকে লোক এসে বসে থাকত । যখন নাইন টেন তখন জাস্ট কিছু জায়গা এড়িয়ে চলতুম বা দলে না থাকলে যেতুম না। রাস্তায় ক্যাচাল তদ্দিনে ঘটনা হয়ে গেছে। প্রাত্যহিক নয়।
  • | 213.99.211.81 | ১৮ জানুয়ারি ২০১৬ ২০:০৪692845
  • " যা খুশী ওরা বলে বলুক ওদের কথায় কী আসে যায়..." ঃ))))
  • | 213.99.211.81 | ১৮ জানুয়ারি ২০১৬ ২০:০৪692844
  • সিপিএম সমর্থক দের আমার মুচকি হাসি ছড়া কিছু ই দেবার নেই ঃ)))
  • T | 24.100.134.101 | ১৮ জানুয়ারি ২০১৬ ২০:০৫692847
  • আমি হাওড়া সদরের কথা বলতে পারি। মুলোরা ক্ষমতায় আসার পর প্রথমেই যেটা করেছে সেটা হ'ল মানুষকে মনে করিয়েছে তাদের নিজেদের দায়িত্বের কথা। যেমন, বিধায়ক যত্ন করে বুঝিয়েছেন সাধারণ মানুষকেই দায়িত্ব নিয়ে ডেঙ্গির মশা মারার তেল ছড়াতে হবে। পৌরসভার উপর নির্ভর করা উচিত নয়। তাদের আরো অনেক কাজ আছে। তারপর, রাস্তা সাফ সুতরো রাখার দায়িত্বও স্রেফ জনগণেরই। বিবিধ উন্নয়ন মূলক কাজ যেমন পুকুর ভরাট করে বাড়ী তোলা ইত্যাদির ক্ষেত্রে ওঁদের ভূমিকা উল্লেখযোগ্য। পাছে অন্য কেউ ভুলটা না করে ফ্যালে তাই ওঁরা নিজেরাই সেটি ভরাট করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। সাধুবাদ প্রাপ্য। এরকমই লোকাল অথচ সুগভীর তাতপর্যপূর্ণ খুঁটিনাটির দিকে ওঁদের নজর খুব।
  • Ekak | 125.99.230.220 | ১৮ জানুয়ারি ২০১৬ ২০:০৫692846
  • চাকরির খবর -এইচ ডি আই এগুলো তো ডেটা । কিন্তু লোকে ঠিক ডেটা পড়ে "তৃনমূল কাজ কচ্ছে" বলে না তো ! ওই তাই আমার আগ্রহ :) বোঝা যে ভিসুয়ালি এমন কি করলো যে লোকে ভাবছে কাজ করছে ।
  • kc | 198.70.59.236 | ১৮ জানুয়ারি ২০১৬ ২০:০৮692848
  • কিছু কাজ অবশ্য বোমা তৈরিকরণ শিল্পে আর পয়সামারা শিল্পে হয়েছে বটে।
  • | 213.99.211.81 | ১৮ জানুয়ারি ২০১৬ ২০:১০692849
  • " ছুঁ কর মেরে দিল কো , কিয়া তুনে কেয়া ঈশারা" ঃ)))
  • PM | 233.223.155.159 | ১৮ জানুয়ারি ২০১৬ ২০:২৬692850
  • নব্বই এর বরানগরের সবচেয়ে বড় হিংসাত্বক ঘটনা ভোটের সময় দুলাল ব্যানার্জ্জীর পুলিশকে থ্রেট করার ঘটনা। যার ছবি আবাপ তে বেশ পপুলর হয়েছিলো। তার পোর থেকেই ওনার পতন শুরু হয়।

    ওনার সাঙ্গ পাঙ্গরা এখোন সব তিনোতে।

    তিনোর ভালো কাজ আমি কয়েকটা জানি। বাকিরা না বললে আপনার টইয়ের মান রাখতে অমি বলবো ঃ)
  • সে | 198.155.168.109 | ১৮ জানুয়ারি ২০১৬ ২০:২৭692851
  • তোওমার হোলো শুউরু
    আআমার হোলো সাআরা
  • Arpan | 192.156.66.225 | ১৮ জানুয়ারি ২০১৬ ২০:৪৪692853
  • জয়্ক্কালি।

    ট্রেলারটা ভালোই হয়েছে। মে-জুন অব্দি আরো টই এদিক ওদিক খোলা হবে।

    পোচুর পোচুর খোরাক ইন পাইপলাইন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন