এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)

    r
    অন্যান্য | ২৫ অক্টোবর ২০০৬ | ২২০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | 59.144.41.120 | ২৬ অক্টোবর ২০০৬ ১২:৫৪696081
  • কল্লোল
    আপনার লেখা পড়ে খুব চমৎকৃত হচ্ছি। আপনার পোস্টিং পড়ে প্রথমে মনে হয়েছিলো আপনি বেশ তরুন। এখন মনে হচ্চে আমরা মোটামুটি সমসাময়িক।

    অজ্জিত একটা কথা প্রায়ই বলে - কিন্তু কেউ কান দেয় না। একতো মার্ক্সইজম তো একটা নীতি/কাল্ট/ধর্ম হিসাবে একেবারেই বাচ্চা। তাকে বড় হতে দিন। আর সেটা সিপিএম নিয়েও খাটে। উত্তরন ই বলুন বা মেটাফরফসিস - সেটাই তো জীবন্ত পার্টীর একটা ইনহেরেন্ট ফ্যাক্টর।

    আর আগের ত্রুটী বিচ্যুতি সম্পুর্ন গেঁড়েমি-এসব ছিলো। ছিলো ই।

    যে পথ দিয়ে সিপিএম (বা বাকী সব মার্ক্সিস্ট পার্টী/ আন্দোলন)চলেছিলো,এমন কি দশ বছর আগেও,এখন সে পথে হাঁটে না। আবার দশ বছর পরেও হয়তো সেই পথে যাবে না।

    পার্লিয়ামেন্ট পলিটিক্স করবো আর হিপোক্রেসী করবো না - এ আবার হয় নাকি ? রাম শ্যাম যদু মধু সবাই করে। খালি যেটা ভালো লাগে না - তথাকথিত মার্ক্সিস্টদের হোলিয়ার দ্যান দাউ অ্যাটিচুড।

    কল্লোল - আরো লিখুন।
  • Arjit | 128.240.229.66 | ২৬ অক্টোবর ২০০৬ ১৪:২৬696082
  • কালকের পোস্টের পর একটা কথা মনে হল লেখা উচিত ছিলো - বিজেপির উত্থানের পিছনে সিপিএমের দায়ভাগ একেবারে অস্বীকার করা যায় না। সেই ভোটের সময়, সিপিএম যদি ভিপিকে আরো জোর দিত, বা নিজেরা জোট ছেড়ে দিত, বিজেপি এত উঠে আসতো কি? আজ বিজেপি অন্তত একটা দিক দিয়ে সফল - শিক্ষিত, আধুনিক ভারতীয়রা যখন মৌলবাদের মধ্যেও কম/বেশি খোঁজে, অমুক মৌলবাদ তমুকের থেকে ভালো জাতীয় "দুর্দান্ত" ডায়লগ দেয়, তখন বিজেপির এই সাফল্যটুকু স্বীকার না করে উপায় থাকে না।

    এবার একটা টেকনিক্যাল প্রশ্ন - এবং খুব সিরিয়াসলি - গণতান্ত্রিক কেন্দ্রিকতার একটা প্র্যাকটিক্যাল অলটারনেটিভ কি হতে পারে? মানে আমি বলতে চাইছি (নিজস্ব ধারণা) - যে এটা না থাকলে আজকের সিপিএম সিপিএম হতে পারতো কি, নাকি অন্য দলগুলোর মতন খেয়োখেয়িতে ডুবে যেত?

    কল্লোল - কেন সিপিএম সেটা নিয়ে প্রোফেসর বৈজয়ন্ত একটা অসাধারণ লেখা লিখেছিলেন, বাংলালাইভে - গেল ভোটের আশেপাশে, "নাস্তিকের ভোটপুজো" - প্রায় অক্ষরে অক্ষরে মিলে যাওয়া। একবার দেখে আসতে পারেন।
  • saa | 62.254.64.15 | ২৬ অক্টোবর ২০০৬ ১৪:৪৯696083
  • আমার বন্ধু শর্মাজী বলেন আমি গোঁড়া হিন্দু, আমি মনে মনে একটা কমলা রঙ দিয়ে ছাপ্পা লাগাই তাতে ব্যাটা মৌলবাদী হিন্দু, আর এক বন্ধু ওসামা তাকে তো সবাই চেনে, সে হল কট্টর মুসলমান, তাকে ও একটা রঙ দিয়ে মৌলবাদী ছাপ্পা লাগাই।
    আর আমার অগুনতি বন্ধু তথাকথিত কমরেড হলেন ঘোষিত সিপিএম, তাদের ও মনে মনে লাল রঙে ছুপিয়ে ছাপ্পা লাগাই মৌলবাদী সিপিএম।
    এদের অনেকের কাছেই বাইরের দুয়ার বন্ধ। পার্টির কথাই এদের কাছে বেদবাক্য! পার্টি বলেছেন 'চলো নিয়ম মতে, দুরে তাকিয়ো নাকো, ঘাড় বাঁকিয়ো নাকো, চলো নিয়ম মতে।' তা তাঁরা তাই চলেন।
    প্রসঙ্গত অরিজিত এটা অবশ্যই তোমাকে বলা নয়, একেবারেই। তোমাকে সেই সব পাড়ার দাদাদের সঙ্গে তুলনা করলে মহা অন্যায় হবে। কল্লোলের কথার সুতো টেনে ই বলি ওরা জানলে তোমায় ত্যাজ্যকর্মী করতো।
    ঐ পাড়ার দাদাদের কাছে সাধারণ লোকের সবসময় ই মাথা নত। তোর পার্টির পায়ে গড় টাইপের। তাঁদের কথায় স্থানীয় পুলিশ ও ওঠানামা করেন, চাঁদার পরিমাণের নড়চড় হয়না, আর ভোট? তেনারাই সেই মহান দায়িত্ব পালন করে থাকেন। এ সব তো আমাদের নিজের চোখে দেখা ভাই। ভুল তো হতে পারেনা। আমরা সাধারণ মানুষ এই টাই অপরাধ, আমরা সিপিএম এর কমরেড নই। হলে একটু ছাড় হতো কিনা জানিনে অবিশ্যি।
    কল্লোলের কথা শুনতে খুব ভালো লাগছে। আরো বলুন।
  • Arjit | 128.240.229.7 | ২৬ অক্টোবর ২০০৬ ১৫:০১696084
  • এগুলো অস্বীকার করছি না 'সা' - তবে তার কারণগুলো তলিয়ে ভেবেছেন? ফালতু লোকে কেন ভিতরে ঢোকে আর জায়গা দখল করে নেয়? কারণ যারা পারে/পারতো, তারা দায় এড়িয়ে সরে যায় - অত্যন্ত আবেগপ্রবণ যুক্তি হলেও এটা অনেকটাই বাস্তব। এবং শুধু সিপিএম নয়, কংগ্রেস ইত্যাদিদের সেত্রেও এটা বাস্তব। মাল্টিপার্টি সিস্টেম তখনই ভালো হবে যখন ভালো লোকে সিস্টেমের ভিতরে থাকবে, পক্ষে-বিপক্ষে - কিন্তু বাইরে নয়।

    এই একটা কারণে আমার ব্রিটিশ পলিটিক্যাল সিস্টেমটা ভালো লাগে, সমর্থন-অসমর্থনের ওপরে উঠে। "First Among Equals" পড়েছেন?
  • kallol | 220.226.209.2 | ২৬ অক্টোবর ২০০৬ ১৫:৩০696085
  • ১৯৬৯। ক্লাশ নাইনে পড়ি। বাবা আইসিআইতে কেরানী। মার্কেন্টাইল ফেডরেশন করা তখনকার সিপিএম, যারা ঘেরাও করত, দরকার হলে ম্যানেজার ঠ্যাঙ্গতো। বাবার সুবাদে বাড়ীতে মার্ক্স থেকে মাও-চে। সেইসব নেড়ে ঘেঁটে বন্ধুদের সাথে বাবার আড্ডা/তর্ক শুনে শুনে বড় হওয়া। বাবা খুব ভালো শচিনকর্তার গান গাইতো। আগরতলার মানুষ বলে, কলকাতায় শচিনকর্তার কাছে গানও শিখেছে।
    তখন নকশালবাড়ীর আগুনে পুড়ে শুদ্ধ হচ্ছে বাম আন্দোলন। বাবা কেনো জানিনা সারাজীবন সিপিএম রয়ে গেলেন। কিন্তু আমার নকশাল হয়ে যাবার কারনে কোনোদিনও একটা বিরূপ শব্দও উচ্চারণ করেননি।

    পড়তাম একটা সাংঘাতিক অ্যান্টি কমিউনিষ্ট স্কুলে-সেন্ট লরেন্স। আমাদের মরাল সায়েন্স নামে একটা বিষয় ছিলো। তাতে পাশ-ফেলও ছিলো। আমাদের প্রথম এবং একমাত্র আন্দোলন হয়েছিলো - ক্লাশ ৯,১০,১১-এ মরাল সায়েন্স তুলে দিতে হবে, এই দাবী নিয়ে।
    সেটা ছিলো এপ্রিল মাসের মাঝামাঝি। টিফিনে, ছুটির পরে মাঠে বসে সিনিয়ারদের সাথে মিটিং। কি করা যায়। আমি তখন মার্ক্স থেকে মাও-চে খামচে পড়া ক্ষুদে তাঙ্কিÄক হাত মুঠো কারে মাথার ওপর ঝাঁকিয়ে অনেক কিছু বলার চেষ্টা করছি। বড়রা বাড়ি ফেরার রাস্তায় নানা বিষয়ে পরামর্শ কারছে। ফাদাররা নজরে রাখছিলেন সব।
    একদিন হঠাৎ শোনা গেলো আমাদের বাংলার মাষ্টারমশাই সান্যাল স্যারকে মামু অপমান করেছে। মামু মানে ফাদার ডি-কক, সিনিয়ার স্কুলের প্রিফেক্ট। সেকেন্ড পিরিয়ডে তেওয়ারী স্যারের বুক-কিপিং ক্লাশের মাঝখানেই ১১-র অমিতাভদার সাথে আরও জনা কুড়ি ১১ আর ১০ এর ছাত্র এসে বলল আমরা ক্লাশ বয়কট করেছি, তোমরাও চলে এসো। তেওয়ারী স্যারের হতভম্ব মুখের সামনে দিয়ে সবার আগে বের হলো মুকুট, তার পরই আমি, তার পর পুরো ক্লাশ। বাইরে তখন ৯,১০,১১-এর দুটো করে সেকশন মিলিয়ে ছটা ক্লাশের প্রায় ২০০ ছেলে ফাদার রেক্টরের ঘর ঘেরাও করে আছে। আমরা ভেবেছিলাম পুলিশ আসবে। সন্ধ্যা নেমে এলো। পুলিশ এলো না। ফাদাররা জানতো, ১৯৬৯-এর ১৪,১৫,১৬ বছরের ছেলেরা সন্ধ্যার পরে বাড়ীর বাইরে থাকতো না। সূর্য ডোবার আগে ঘরে ফিরে হাত-পা ধুয়ে জলখাবার খেয়ে পড়তে বসতে হতো। তাই ঘেরাও উঠে গেলো। পরদিন স্কুলে ঢুকতে গিয়ে দেখি মেইন গেটে তালা। নোটিশ ঝুলছে - আজ থেকে গরমের ছুটি শুরু। কবে খুলবে তা স্টেটসম্যানে জানিয়ে দেওয়া হবে। মুকুটটা শুধু বলল যা: মাইরী শেষে স্কুলেও লক-আউট!
    সেবারের গরমের ছুটি চলল দুমাস। স্কুল যখন খুলল তখন আন্দোলন-টন সবাই ভুলে গেছে। একমাত্র এক ক্ষুদে তাঙ্কিÄক কিছু বলার চেষ্টা করেছিলো। তাকে বোঝানো হলো - ওরা যে দুমাস স্কুল বন্ধ করতে বাধ্য হয়ছে সেটাই আমাদের জয়।
    ফাদাররা সব নজরে রাখছিলেন। সেবার আমি আর অমিতাভদা প্রায় সব বিষয়ে ফেল করলাম। আমাদের টি.সি নিতে বলা হলো। বাবা সব শুনলেন। একটা বিরূপ কথাও বলেন নি। শুধু বললেন - দেখি।
  • Arjit | 128.240.229.3 | ২৬ অক্টোবর ২০০৬ ১৫:৫০696086
  • আপনেও সেন্ট লরেন্স? আম্মো।
  • kallol | 220.226.209.2 | ২৬ অক্টোবর ২০০৬ ১৬:১৮696087
  • কোন ব্যাচ ?
  • Arjit | 128.240.229.3 | ২৬ অক্টোবর ২০০৬ ১৬:২৭696088
  • এই তো সেদিনের, ৮৯ মাধ্যমিক:-)
  • kallol | 221.135.208.165 | ২৬ অক্টোবর ২০০৬ ২০:৩৭696089
  • তখন ক্রিসমাসের ছুটি চলছে। একদিন ভোর রাতে তারা এলেন। আধোঘুমে থাকা ১৪ বছরের ক্ষুদে তাঙ্কিÄক কিছু বোঝার আগেই সরকারী অতিথি হয়ে গেলো। টালিগঞ্জ থানার লক আপে নানা জাতীয় লোকজনের সাথে এই সহাবস্থান বেশ মজার ছিলো। মেনকা সিনেমার ব্ল্যাকার (পরে কতো যে টিকিট পেয়েছি বিনা লাইনে), ওয়াগন ব্রেকার, চোর, চোলাই বিক্রেতা (এরা আজও আমার বন্ধু, রাস্তায় দেখা হলে সুখ দু:খের কথা হয়)। এরা সকলেই সাত দিনের লক আপ বাসে আমায় যে ভাবে সাধ্যমতো আগলে রেখেছিলো, তা আমার সারা জীবনের সুন্দরতম সঞ্চয়গুলোর একটা। আমার উঠে দাঁড়াতে, হাত তুলতে কষ্ট হতো। এরা আমায় খাইয়ে দিতো। পেচ্ছাপ-পায়খানা করিয়ে দিতো।
    বাইরে তখন উত্তাল ঢেউ তার তুঙ্গে। জেলে খবর আসছে কালিঘাট ফাঁড়িতে অ্যাকশন হয়েছে। ফাঁড়ি উড়ে গেছে। গোপীবল্লভপুর-ডেবরা থেকে গণফৌজ মার্চ করছে। কলকাতার চন্ডীতলা, অশোকনগর , অন্ধ্রের শ্রীকাকুলাম মুক্ত।
    আমার বয়স আঠেরোর কম বলে আলিপুর স্পেশাল জেলের বাচ্চা (জুভেনাইল) ফাইলে রাখা হয়ছে। আমিই আলিপুর স্পেশাল জেলের কনিষ্ঠতম নকশাল। তখন পার্টির লাইন, বুর্জোয়া আদালত মানি না। ফলে কারুর মামলায় কোনো উকিল নেই। আমি ছোটো বলে, জেল কমিটি আমায় ছাড় দিয়েছে। বলেছে যত তাড়াতাড়ি পারো জামিন নিয়ে নাও। সেই প্রথম আমি ফলিত অনাথ। বন্ধ থাকার সময়টুকু আমার বন্ধু পশুপতি-পার্ট টাইম ওয়গন ব্রেকার, ফুল টাইম চোর, সত্যিকারের রসিক মানুষ। ওর কাছে চুরি আর ওয়াগন ভাঙ্গার সত্যি-মিথ্যে গল্প শুনে শুনে ""বড়"" হয়েছি আমি।
    সেদিন কেমন যেন একটু থমথমে সবাই। কেমন যেন অন্যমনা। সেদিন চেৎলার লাল্টু, পল্টু, রাসবিহরীর দেবুর, পরিতোষের কোর্টের দিন। পশুপতি কেন জানিনা সারাদিন আমায় খুব একটা পাত্তা দিলো না। কিছু জিজ্ঞাসা করলেই বলছে, মেয়েটার কথা মনে পড়ছে। বিকালের ছাড়া পাবার সময়টা হঠাৎ খুব লুডোর ঝোঁক চাপলো। আমিও ভাবলাম যাক মন খারাপটা তো গেছে।
    লুডো চলছে। বিকেল গড়িয়ে আসছে, কোর্টভ্যান ঢোকার আওয়াজ পেলাম। সামান্য নিস্তব্ধতা, একটা হঠাৎ হৈ হৈ, দুটো গুলির আওয়াজ। সাথে সাথে সারা জেল আচম্‌কা ফেটে পড়ল লক্ষ মেঘের বজ্রনির্ঘোষে - নকশালবাড়ী লাল সেলাম, শ্রীকাকুলামের বীর কৃষক লাল সেলাম, দিকে দিকে বিপ্লবের আগুন জ্বলছে জ্বলবে, অত্যাচারের মুখে লাথি মেরে জেল ভাঙ্গা চলছে চলবে...............
    আমি লাফ দিয়ে উঠে বাইরে যেতে চাইছি আর পশুপতি আমায় জাপটে ধরে অন্যদের চিৎকার করে বলছে দরজা বন্ধ করে দিতে। আমি জানালার দিকে ছুটে গেলাম, এক ঝলক দেখতে পেলাম চার-পাঁচ জন ওয়ার্ডার দেবুকে মাটিতে ছ্যাঁচ্‌ড়াতে ছ্যাঁচ্‌ড়াতে হাসপাতালের দিকে নিয়ে গেলো। প্রায় সঙ্গে সঙ্গে আরও পাঁচ-ছ জন ওয়ার্ডার পরিতোষকে টানতে টানতে নিয়ে এলো আমাদের ওয়র্ডের সামনের শান বাধানো জায়গাটায়। দুজন পরিতোষের হাত আর পা টান করে ধরে রইলো আর বাকিরা খুব মোটা লাঠি দিয়ে পরিতোষের উপর রুটি বেলার মত করে বেলতে লাগলো। আমাদের চোখের সামনে পরিতোষ একটা কেঁপে কেঁপে ওঠা মাংসপিন্ড হয়ে গেলো। কতক্ষন ধরে জানিনা তবে পরিতোষ যতক্ষন একটুও কাঁপছিলো সারা জেল জুড়ে শরীরের সব শক্তি দিয়ে আমদের অসহায়তা ক্রোধ হয়ে ফেটে পড়ছিলো - শহীদ পরিতোষের প্রতিটি রক্তবিন্দুর বদলা চাই।
  • Rana | 212.158.75.199 | ২৬ অক্টোবর ২০০৬ ২১:০১696091
  • ওফ্‌ফ্‌ফ... গায়ে কাঁটা দিচ্ছে, কল্লোল দা, প্লীজ আরো লিখুন !! সব ধরা থাক গুরু-র লিখনি তে
  • Arjit | 128.240.229.66 | ২৬ অক্টোবর ২০০৬ ২১:০৫696092
  • এট্টু বেরসিক কোশ্চেন করছি - টপিক আর এই পোস্টগুলো কি ম্যাচ করছে? এই থ্রেডটা আমি ভাবছিলুম সিপিএম-সংক্রান্ত - মানে পলিসি/তঙ্কÄগত বিতর্ক ইত্যাদি নিয়ে...এই লেখাগুলো (মানে কল্লোলের লেখাগুলো) একটা নতুন টপিক/থ্রেড খুলে রাখলে কিন্তু ভালো, নইলে এখানে পুরো ঘেঁটে যাবে - এবং হারিয়ে যাবার চান্স বেশি।
  • kallol | 221.135.208.208 | ২৬ অক্টোবর ২০০৬ ২১:৪৪696093
  • অর্জ্জিত এটা একদম ঠিক বলছে। আমারও সাবমিট কারার পর তাই মনে হলো। একটা সুতো খুলে ফেলা যাক। কিন্তু একটা আর্জি আছে সেই সুতোয় আমার শেষ দুটো পোষ্ট তুলে দেওয়া যাবে কি ?
  • Parolin | 213.94.228.210 | ২৬ অক্টোবর ২০০৬ ২১:৪৭696094
  • তোলা না গেলে আমি টাইপ করে দিতে পারি। কাল আমার কাজও কম।এমন লেখা আলাদা করে রাখারই দরকার।
  • Rana | 212.158.75.199 | ২৬ অক্টোবর ২০০৬ ২১:৫০696095
  • আমার মনে হয় ঈশেন সহজে-ই তুলে দিতে পারে। তাই আমি ঈশেন-এর কাছে এই প্রস্তাব রাখলাম।
    কেউ সর্বান্তকরন-এ সমর্থন করুন :))
  • Parolin | 213.94.228.210 | ২৬ অক্টোবর ২০০৬ ২১:৫৬696096
  • ঈশেন ব্যবস্থা করে দিয়েছে। হইল ঈশেন।
    আমি কিছুক্ষনের মধ্যে তুলছি।কল্লোল আপনি পছন্দমত নাম দিয়ে টই খুলুন , তুলে দিচ্ছি।
  • Ishan | 130.36.62.140 | ২৬ অক্টোবর ২০০৬ ২১:৫৬696097
  • ঈশেন তো নতুন সুতোর নামটা জানেনা। তাই জিনিসটা পোস্ট করেনি। কিন্তু অলরেডি বাংলিশ করে পারোলিনকে পাঠিয়ে দিয়েছে। পারোলিন মেল চেক করলেই পেয়ে যাবে। জাস্ট একটু প্রুফ রিডিং করতে হবে।
  • Parolin | 213.94.228.210 | ২৬ অক্টোবর ২০০৬ ২১:৫৬696098
  • আই মীন , হেইল ঈশেন :-)
  • bozo | 129.7.152.76 | ২৬ অক্টোবর ২০০৬ ২১:৫৮696099
  • দীপ্তেন দা একটা মূল্যবান কথা বলেছেন।
    Parliament politics করব যখন তখন হিপোক্রিট হতেই হবে।
    পাওয়ারে যখন থাকব তখন করাপ্টশন আসবেই।
    যতই সর্বহারা করে চেঁচাই না কেন ওপরের সারির এলিটিস্ট নেতারা আসবেন একদম সমাজের ওপরের সারি থেকে। অনেক দিন আগে যখন ইন্দিরা গান্ধী 'গরীবি হটাও' বলে ডাক দিয়েছিলেন তখন ইন্ডিয়ান এক্সপ্রেস এর ঠোঁটকাটা সম্পাদক লিখেছিলেন 'Someone coined the term 'garibi hatao', who never knows what 'garibi' is'. সেই রকম পলিটব্যুরোর ঠান্ডা ঘরে বসে যারা আম জনতার (অথবা আম ক্যাডারের) হয়ে decision নেন তারা কি সত্যি সেভাবে সর্বহারা দের কথাই ভাবেন? ৩০ বছর ক্ষমতায় থাকার পরে কেন পার্টি সমালোচনা সহ্য করে না? কেন পার্টির সমালোচনা করতে গেলে আগে পার্টির সদস্য হতে হবে? তবে কি জনতা দুই ক্যাটাগরির। পার্টি সদস্য আর না-সদস্য?
    কোনো প্রশ্ন-ই ওঠে না যদি এরা আরো একটি পার্টি হয়। বি জে পি বা বসপা বা কংগ্রেস বা এমন কি আমরা বাঙ্গালী।
    প্রশ্ন ওঠে তখন যখন 'হোলিয়ার দ্যান দাউ' ইমেজ প্রোজেক্ট করা হয়।

  • kallol | 221.135.208.208 | ২৬ অক্টোবর ২০০৬ ২২:১৫696100
  • ঈশেন - খুলে দিয়েছি, তুলে দাও। কারাগার, বধ্যভূমি ও একঝাঁক স্মৃতি বুলেট
  • r | 61.95.167.91 | ২৬ অক্টোবর ২০০৬ ২৩:০৮696102
  • একটা প্রশ্ন: যখন নক্‌শাল আন্দোলন চলছে, তখন পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সি পি আই এম এবং সি পি আই এম এলের ঘোষিত রাজনৈতিক লাইন কি ছিল? প্রশ্নটা এই কারণে কৌতুহলজনক যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরেই ইন্দিরা গান্ধী এশিয়ার মুক্তিসূর্য বনলেন।
  • kallol | 220.226.209.2 | ২৭ অক্টোবর ২০০৬ ১০:১৯696103
  • বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নকশালদের একাধিক স্ট্যান্ড ছিলো।
    ১) সিপিআইএম-এল অফিসিয়াল স্ট্যান্ড : মুজিব, ""সোভিয়েৎ সামাজিক সাম্রাজ্যবাদ"" এবং তার ""পা চাটা কুত্তা, ভারতীয় সম্প্রসারনবাদীদের দালাল""। এরা ""চেয়ারম্যানের চীনকে ঘিরে ফেলতে চাইছে""। কাজেই এটা মুক্তি যুদ্ধ নয়। - মূলত: চারুবাবুর স্ট্যান্ড।
    ২) এটাকে কাউন্টার করে ডেবরা-গোপীবল্লভপুর থেকে অসীম-সন্তোষ স্ট্যান্ড : মুজিব, ""সোভিয়েৎ সামাজিক সাম্রাজ্যবাদ"" এবং তার ""পা চাটা কুত্তা, ভারতীয় সম্প্রসারনবাদীদের দালাল"" হলেও এবং এটা ""চেয়ারম্যানের চীনকে ঘিরে ফেলার চক্রান্ত"" হলেও, এখন লড়াইয়ের রাশ জনগনের হাতে। ফলে এটা মুক্তিযুদ্ধ।
    ৩) সিপিএম : মুজিব পূর্ব পাকিস্তানের ""বৃহৎ জমিদার ও পূঁজিপতিদের প্রতিনিধি"" যে আমেরিকার দালাল পশ্চিম পাকিস্তানের সামরিক সরকারের বিরুদ্ধে জনগনকে সাথে নিয়ে লড়ছে। তাই সমর্থন।
    প্রথম দুটো নিয়ে আমি নি:সন্দেহ। সিপিএমএরটা মোটামুটি এই স্ট্যান্ড, তবে একদমই যে এইরকম তা হলফ করে বলতে পারবো না। এসেন্স এটাই।
    ৪) নকশালদের অন্য গ্রুপ :
    এন এল ডি এফ - এটা দুই সাম্রাজ্যবাদের লড়াই। সমর্থন বা বিরোধীতার জয়গা নেই।
    নাগী রেড্ডি গ্রুপ - এন এল ডি এফ মত।
    এম সি সি - বিপথগামী বিপ্লবী যুদ্ধ।
  • r | 61.95.167.91 | ২৭ অক্টোবর ২০০৬ ১৪:৫৫696104
  • আমার মনে হয় এই লাইনগুলো থেকে বোঝা যায় যে কেন সি পি আই এমের বাড়বাড়ন্ত হল এবং নকশাল আন্দোলন ঝিমিয়ে গেল। এক, আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কিছু অন্ধবিশ্বাস, যাতে সোভিয়েত মানেই অচ্ছুত এবং চীন মানেই ভগবান। দুই, আন্দোলনের কিছু নেতার শ্রেণীচরিত্র দেখে আন্দোলনের শ্রেণীচরিত্র বিচার করা। তিন, যেহেতু সোভিয়েত এবং ভারত এই মুক্তিযুদ্ধকে সমর্থন করে, তাই বাংলাদেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার বিন্দুমাত্র মর্যাদা না দেওয়া। চার, তাৎক্ষণিক রক্ত গরম করা বিশ্লেষণের মোহ।

    শুধু সি পি এম এবং কংগ্রেসি বাহিনীর মার এবং পুলিশের এনকাউন্টার নয়, প্রথম থেকেই নকশাল আন্দোলনে জনবিচ্ছিন্ন হবার একটা বীজ লুকিয়ে ছিল মনে হয়। পার্টির অন্তর্দ্বন্দ্ব নিয়ে কিছুটা পড়েছি আজিজুল হকের লেখায় আর কিছুটা "অন্তরঙ্গ চারু মজুমদার" বইতে।

    একটা প্রশ্ন: আমাদের রাজনৈতিক ইতিহাসে সি পি এম-নকশাল মারামারির কথা সেইভাবে নেই কেন, যেভাবে কংগ্রেসের মারামারির কথা আছে?
  • dd | 202.122.18.241 | ২৭ অক্টোবর ২০০৬ ১৫:২৭696105
  • কল্লোল
    একটু খটকা লাগছে।
    স্পষ্ট:ই মনে পড়ছে, অসীমের গ্রুপ তখন ১০০% পাকিস্তানের সমর্থনে। স্মৃতিবিভ্রম নেই, কেননা কিছু ব্যক্তিগত দু:স্মৃতি জড়িয়ে আছে।

    আর সি পি এম থেকে সব (সব) রাজনৈতিক পার্টী (কিছু মুসলিম পার্টী বাদ দিলে)বাংলাদেশ মুক্তিযুদ্ধের পক্ষে। সেই প্রথম এস এফ আই,ডি এস এফ আর ছাত্র পরিষদ একসাথে মিছিল করেছিলো। একটা বাংলা বন্ধ ও হয়েছিলো। মুক্তিযুদ্ধের সমর্থনে। একসাথে।

    আমি ৫৩ বর্ন। মুক্তিযুদ্ধের সময়ে আঠারো।
  • Su | 59.93.245.44 | ২৯ অক্টোবর ২০০৬ ০০:৫৩696106
  • এই থ্রেডেই চলুক না। নতুন থ্রেডের দরকার কী? আমার তো মনে হয় সবটাই প্রাসঙ্গিক। কল্লোল, র, ডিডি আরও লিখুন।
    সু
  • shyamal | 64.47.121.98 | ২৮ আগস্ট ২০০৮ ০২:২৪696107
  • এবার দেশে গিয়ে একটা ঘটনা শুনলাম। বিশ্বাস করা না করা আপনাদের ইচ্ছা।
    সম্প্রতি পরলোকগত সিপিএমের এক বড় নেতার একমাত্র মেয়ের পরীক্ষার খাতা দেখেছিলেন এক শিক্ষিকা। কলেজের পরীক্ষা কলকাতা ইউনিভার্সিটির। কি পরীক্ষা মনে নেই। তা এই শিক্ষিকা বোধ হয় জানতেনও না কার খাতা দেখছেন। কারণ খাতায় বোধ হয় রোল নাম্বার থাকে, নাম নয়। তিনি মেয়েটিকে ফেল করিয়েছেন।
    কদিন বাদে আলিমুদ্দিন থেকে ফোন। আপনার আস্পর্ধা তো কম নয়। নেতার মেয়েকে ফেল করিয়েছেন ? শিগ্গির ওকে হায়েস্ট নম্বর দিন। নয়তো আপনার চাকরী.......

    উনি ভয়ে ভয়ে তাই করলেন। রেজাল্ট বেরোনোর পর দেখা গেল, মেয়েটি ফার্স্ট ক্লাস ফার্স্ট।
  • Blank | 65.218.154.195 | ২৮ আগস্ট ২০০৮ ০২:৪৬696108
  • গপ্প
  • Binary | 198.169.6.69 | ২৮ আগস্ট ২০০৮ ০৩:১৪696109
  • হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা। শ্যামলবাবুর গপ্প শুনে। লিচ্চয় যিনি গপ্পটা শ্যামলবাবুকে বলছিলেন, তাঁর-ও কোনো আত্মীয় সেই পরীক্ষায় বসেছিলো। সিঙ্গুর নিয়ে চেপেচুপে আছি, এই মালটায় বেজায় হাসিপেয়ে গেলো।

    এতো সেই জ্যোতিবাবুর চুল কাটার গপ্প হয়ে গেল। তখন সদ্য সদ্য দিদি মার্কেট এসেছেন, তো জ্যোতিবাবুর পরামানিক, নাকি জ্যোতিবাবুর চুলকাটার সময়, জ্যোতিবাবুর কানের কাছে -- 'মমতা মমতা মমতা মমতা' বলত, তাইতে নাকি, জ্যোতিবাবুর দন্ডায়মান, কাটতে সুবিধে।

    গপ্পের গরু-ও গাছে ওঠে।
  • Binary | 198.169.6.69 | ২৮ আগস্ট ২০০৮ ০৩:১৫696110
  • সরি *** চুল দন্ডায়মান।
  • ac | 79.67.109.243 | ২৮ আগস্ট ২০০৮ ০৩:২৫696111
  • প্রয়াত অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাস যে প্রেসিডেন্সি তে ফেল করার পর রবীন্দ্রভারতীর লেকচারার হয়েছেন অনায়াসে তা বোধ করি গল্পকথা নয়।
  • Binary | 198.169.6.69 | ২৮ আগস্ট ২০০৮ ০৩:৩৬696113
  • অজন্তা বিশ্বাস, প্রেসি তে পড়ত সেটা সত্যি। সেই সময় পার্টি বিশেষ নজর করে, একমাত্র সেই সময় ইউনিয়ানে এস.এফ.আই কে জিতিয়ে এনেছিলো সেটাও সত্যি। তবে প্রেসিতে ফেল করেছে মানেটা কি ? ইউনিভার্সিটির পরীক্ষার কথা প্রেসিতে কেউ জানবে কিকরে ? আর শ্যামল বাবুর কথা মত, একজন অধ্যাপকের উপরে পাশ/ফেল/ফার্স্ট কেলাস নির্ভর করে নাকি ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন