এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকান প্রেশিডেনশিয়াল ইলেকশান ২০১৬

    Abhyu
    অন্যান্য | ১০ মার্চ ২০১৬ | ৭০৯৭১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দ্রি | 198.165.106.249 | ০৮ নভেম্বর ২০১৬ ১২:৪২699213
  • হিলারীর রাইট হ্যান্ড উওম্যান, হিউমা আবেদিনের ব্যাকগ্রাউন্ড।

  • pi | 233.176.29.186 | ০৮ নভেম্বর ২০১৬ ১২:৪৫699214
  • রইলো।

    https://observe24x7.wordpress.com/2016/11/08/the-secrets-of-the-us-election-julian-assange-talks-to-john-pilger/

    This interview was filmed in the Embassy of Ecuador in London – where Julian Assange is a political refugee and was broadcast on November 5, 2016.

    Excerpts:

    John Pilger:

    What’s the significance of the FBI’s intervention in these last days of the U.S. election campaign, in the case against Hillary Clinton?

    Julian Assange:

    If you look at the history of the FBI, it has become effectively America’s political police. The FBI demonstrated this by taking down the former head of the CIA [General David Petraeus] over classified information given to his mistress. Almost no-one is untouchable. The FBI is always trying to demonstrate that no-one can resist us. But Hillary Clinton very conspicuously resisted the FBI’s investigation, so there’s anger within the FBI because it made the FBI look weak. We’ve published about 33,000 of Clinton’s emails when she was Secretary of State. They come from a batch of just over 60,000 emails, [of which] Clinton has kept about half – 30,000 — to herself, and we’ve published about half.

    Then there are the Podesta emails we’ve been publishing. [John] Podesta is Hillary Clinton’s primary campaign manager, so there’s a thread that runs through all these emails; there are quite a lot of pay-for-play, as they call it, giving access in exchange for money to states, individuals and corporations. [These emails are] combined with the cover up of the Hillary Clinton emails when she was Secretary of State, [which] has led to an environment where the pressure on the FBI increases.

    John Pilger:

    The emails that give evidence of access for money and how Hillary Clinton herself benefited from this and how she is benefitting politically, are quite extraordinary. I’m thinking of when the Qatari representative was given five minutes with Bill Clinton for a million dollar cheque.

    Julian Assange:

    And twelve million dollars from Morocco …

    John Pilger:

    Twelve million from Morocco yeah.

    Julian Assange:

    For Hillary Clinton to attend [a party].

    John Pilger:

    In terms of the foreign policy of the United States, that’s where the emails are most revealing, where they show the direct connection between Hillary Clinton and the foundation of jihadism, of ISIL, in the Middle East. Can you talk about how the emails demonstrate the connection between those who are meant to be fighting the jihadists of ISIL, are actually those who have helped create it.

    Julian Assange:

    There’s an early 2014 email from Hillary Clinton, not so long after she left the State Department, to her campaign manager John Podesta that states ISIL is funded by the governments of Saudi Arabia and Qatar. Now this is the most significant email in the whole collection, and perhaps because Saudi and Qatari money is spread all over the Clinton Foundation. Even the U.S. government agrees that some Saudi figures have been supporting ISIL, or ISIS. But the dodge has always been that, well it’s just some rogue Princes, using their cut of the oil money to do whatever they like, but actually the government disapproves.

    But that email says that no, it is the governments of Saudi and Qatar that have been funding ISIS.

    John Pilger:

    The Saudis, the Qataris, the Moroccans, the Bahrainis, particularly the Saudis and the Qataris, are giving all this money to the Clinton Foundation while Hilary Clinton is Secretary of State and the State Department is approving massive arms sales, particularly to Saudi Arabia.

    Julian Assange:

    Under Hillary Clinton, the world’s largest ever arms deal was made with Saudi Arabia, [worth] more than $80 billion. In fact, during her tenure as Secretary of State, total arms exports from the United States in terms of the dollar value, doubled.

    John Pilger:

    Of course the consequence of that is that the notorious terrorist group called ISIl or ISIS is created largely with money from the very people who are giving money to the Clinton Foundation.

    Julian Assange:

    Yes.

    John Pilger:

    That’s extraordinary.

    Julian Assange:

    I actually feel quite sorry for Hillary Clinton as a person because I see someone who is eaten alive by their ambitions, tormented literally to the point where they become sick; they faint as a result of [the reaction] to their ambitions. She represents a whole network of people and a network of relationships with particular states. The question is how does Hilary Clinton fit in this broader network? She’s a centralising cog. You’ve got a lot of different gears in operation from the big banks like Goldman Sachs and major elements of Wall Street, and Intelligence and people in the State Department and the Saudis.

    She’s the centraliser that inter-connects all these different cogs. She’s the smooth central representation of all that, and ‘all that’ is more or less what is in power now in the United States. It’s what we call the establishment or the DC consensus. One of the more significant Podesta emails that we released was about how the Obama cabinet was formed and how half the Obama cabinet was basically nominated by a representative from City Bank. This is quite amazing.

    John Pilger:

    Didn’t Citybank supply a list …. ?

    Julian Assange:

    Yes.

    John Pilger:

    … which turned out to be most of the Obama cabinet.

    Julian Assange:

    Yes.

    John Pilger:

    So Wall Street decides the cabinet of the President of the United States?

    Julian Assange:

    If you were following the Obama campaign back then, closely, you could see it had become very close to banking interests.

    Julian Assange:

    So I think you can’t properly understand Hillary Clinton’s foreign policy without understanding Saudi Arabia. The connections with Saudi Arabia are so intimate.

    John Pilger:

    Why was she so demonstrably enthusiastic about the destruction of Libya? Can you talk a little about just what the emails have told us, told you about what happened there, because Libya is such a source for so much of the mayhem now in Syria, the ISIL jihadism and so on, and it was almost Hillary Clinton’s invasion. What do the emails tell us about that?

    Julian Assange:

    Libya, more than anyone else’s war, was Hillary Clinton’s war. Barak Obama initially opposed it. Who was the person championing it? Hillary Clinton. That’s documented throughout her emails. She had put her favoured agent, Sidney Blumenthal, on to that; there’s more than 1700 emails out of the thirty three thousand Hillary Clinton emails that we’ve published, just about Libya. It’s not that Libya has cheap oil. She perceived the removal of Gaddafi and the overthrow of the Libyan state — something that she would use in her run-up to the general election for President.

    So in late 2011 there is an internal document called the Libya Tick Tock that was produced for Hillary Clinton, and it’s the chronological description of how she was the central figure in the destruction of the Libyan state, which resulted in around 40,000 deaths within Libya; jihadists moved in, ISIS moved in, leading to the European refugee and migrant crisis.

    Not only did you have people fleeing Libya, people fleeing Syria, the destabilisation of other African countries as a result of arms flows, but the Libyan state itself err was no longer able to control the movement of people through it. Libya faces along to the Mediterranean and had been effectively the cork in the bottle of Africa. So all problems, economic problems and civil war in Africa — previously people fleeing those problems didn’t end up in Europe because Libya policed the Mediterranean. That was said explicitly at the time, back in early 2011 by Gaddafi: ‘What do these Europeans think they’re doing, trying to bomb and destroy the Libyan State? There’s going to be floods of migrants out of Africa and jihadists into Europe, and this is exactly what happened.
  • দ্রি | 105.85.9.117 | ০৮ নভেম্বর ২০১৬ ১৩:৫২699215
  • "ট্রাম্প ইজ অ্যান অ্যালার্মিঙ্গ সাইন, এতেও যদি ডেমোক্রেট ও রিপাব্লিকানরা এই ওয়াল স্ট্রীট ভজনা বন্ধ না করে তাহলে আরও ট্রাম্প উঠবে। ডেমোক্রেট বা রিপাব্লিকান কেউই ওয়ার্কিঙ্গ ক্লাসের কথা ভাবছে না। তাই ওদিকে বার্ণি আর এদিকে ট্রাম্প।"

    এইটাই পয়েন্ট। কেন মিশিগানে আজ এই অবস্থা? এককালে মিশিগান গাড়ী তৈরীর হাব ছিল। ইউনিয়ান ছিল স্ট্রং। আজ ডেট্রয়েট ধুঁকছে। মানুষ কাজ পাচ্ছে না। ডমোক্র্যাটরা এটা অ্যাড্রেস করেনি। শুনুন মাইকেল মুরের ওয়ার্নিং টু দা ডেমোক্র্যাটস।

  • bip | 183.67.5.178 | ০৮ নভেম্বর ২০১৬ ১৬:২৫699216
  • মিডিয়া যেভাবে ইলেকশন খাওয়াচ্ছে, গ্রাউন্ড রিয়ালিটি আলাদা।

    হিলারীর বিরুদ্ধে যাওয়ার কারন ইমেল না-ওইসব নিয়ে পোঁদপাকা কিছু রাজনৈতিক ভোটার ছাড়া ভাবে না-যাদের রং আগে থেকেই ঠিক করা। আমেরিকার সাধারন মানুষের কাছে সমস্যা চাকরি নেই, হেলথ প্রিমিয়াম বেড়েছে অনেক। চাকরীর জন্য তারা আউটসোর্সিং এবং ইমিগ্রান্টদের দায়ী করছে। ট্রাম্পের মতন খুললাম খুল্লা ভাবে এগুলো আগে কেউ নির্বাচনে প্রাইম টপিক করে নি। কাললে ট্রাম্প তার ট্রাম্প কার্ডেই খেলেছে-চাকরি কোথায়?? চাকরি চুরি হইয়ে গেছে ভারতে মেক্সিকো এবং চীনে। এটা আমেরিকার সাদা মানুষদের বহুদিনের রাগ। তাদের জীবনযাত্রার মান ক্রমাগত নিম্নমুখী। মধ্যবিত্তরা দিন আনে দিন খায়। এগুলো যে সমস্যা তা নিয়ে মিডিয়াতে হোলদোল নেই। একমাত্র রবার্ট রিখ, প্রাত্তন লেবার সেক্রেটারি ক্লিনটন আমলে-সেই সঠিক বিশ্লেষন দিচ্ছে।

    হিলারি জিতলে জিতবে এশিয়ান, ল্যাটিনো , কালোদের ভোটে। ওখানে হিলারী ৩০ মিলিয়ান প্লাস। মানে ২০% লিড।
  • ছোটোলোক | 198.155.168.109 | ০৮ নভেম্বর ২০১৬ ১৭:১১699217
  • উঁহু শুধু সাদা নয়, চাকরি চুরি হয়ে যাওয়ায় কালো লোকোদেরো রাগ হয়েছে।
  • h | 11.39.57.51 | ০৮ নভেম্বর ২০১৬ ১৭:৩৯699218
  • কিন্তু আমেরিকায় থাকা ভারতীয় ব্যবসায়ী বিপ কেন ট্রন্স্পরন কে চান্দা না দিয়ে হিলারি কে কেন চাদা দিছে এটা পরিস্কার না।, বিশেষত ট্রাম্প কে নিয়ে যখন অন্য ভারতীয় ব্যাবসায়ীর রা যখন হৈ হৈ করছেঃ-) ট্রেন্ড অ্যানালিসিস শুনে কি করব?
  • h | 213.132.214.84 | ০৮ নভেম্বর ২০১৬ ১৭:৪০699219
  • *ট্রাম্প কে চাঁদা না দিয়ে হিলারি কেন চাঁদা দিচ্ছে এটা পরিষ্কার না।
  • ছোটোলোক | 198.155.168.109 | ০৮ নভেম্বর ২০১৬ ১৭:৪৬699220
  • বিপ তো ভারতীয় নন। ভারতীয় হলে অ্যামেরিকায় ভোট দেয়া যায় না। উনি অ্যামেরিকার নাগরিক।
  • cb | 208.147.160.75 | ০৮ নভেম্বর ২০১৬ ১৮:০১699221
  • হনুদা চাড্ডি ব্রিগেডের কথা বলছে মনে হয়। হিন্দুস ফর রিপাবলিকান :)
  • ছোটোলোক | 198.155.168.109 | ০৮ নভেম্বর ২০১৬ ১৮:০৩699223
  • হিন্দুস ফর রিপাবলিকান হলে, মাসলিমস ফর ডেমোক্র্যাটস? :-))
  • h | 213.132.214.83 | ০৮ নভেম্বর ২০১৬ ১৮:২৫699224
  • হিলারি কে চাঁদা দেওয়ার কপাল কটা লোকের হয়, তাই একটু জিজ্ঞেস করছিলাম। তাছাড়া বিপ যখন পুরো বুঝতে পারছে ট্রাম্প জিতছে, তখন বেতো হেরো ঘোড়া কে ভোট বা চাঁদা দিচ্ছে কেন? মানে হাতের কাছে তো আর আমেরিকান নাগরিক নাই, তাই জিজ্ঞেস করছিলাম। ছোটোলোক আর সিবি মাইরি ঘেঁটে দিচ্ছে ঃ-))))
  • cb | 208.147.160.75 | ০৮ নভেম্বর ২০১৬ ১৮:২৭699225
  • না না হনুদার পোশ্নো অক্ষত হ্যাজ। বিপ উত্তর দেবে ৬ ২৫ পিএমের পোশ্নের
  • SS | 160.148.14.2 | ০৮ নভেম্বর ২০১৬ ১৮:৩১699226
  • অর্পণ,
    ব্রাইটবার্ট, রাশিয়া টিভি কি অন্য কোনো কনস্পিরেসি নিউজ সাইটের লিংক দেখলে ডিসক্লেমার থাকলেও আওয়াজ দেবো। আমার ক্ষমতা থাকলে কনস্পিরেসি থিওরিস্টদের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট প্রোটেক্শান কেড়ে নিতাম।
  • h | 213.132.214.83 | ০৮ নভেম্বর ২০১৬ ১৮:৩৮699227
  • আমার একটা জিনিস ব্যাপক লেগেছে। সারা পৃথিবী তে আমেরিকা ফোকর দালালী করে দুটো জিনিস বলে, আমাদের উচ্চ গণতন্ত্র, তার ডিবেটের ট্র্যাডিশন , জেফারসনিয়ান ডেমোক্রাসি ইত্যাদি। আরেকটা হল সকলের রাজনীতি তে গিয়ে কাঠি করে সরকার বসায়। এবার এক তো অতি বোগাস ডিবেট হয়েছে, তায় আমেরিকান ডেমোক্রাসি র গুষ্টির তুষ্টি হয়েছে, তার উপরে সৌদ পরিবার আর পুতিনের মত বিদেশী শক্তির পাপেট বলে একে অন্যকে গাল দিচ্ছে ক্যান্ডিডেট রা মনে হচ্ছে যেন বাংলা দেশ বা ফিলিপিন্স এ ইলেকশন হচ্ছে, এইটা বেড়ে হয়েছে। সারা পৃথিবীতে তে ছায়া যুদ্ধ করে, এবার সত্যি হোক মিথ্যে হোক, লোকের একটা ধারণা হবে, আমেরিকান ইলেকশন ও কেনা যায়। শুধু চীন সোভারেন ফান্ড কার পক্ষে বেশি খাটছে এটা বোঝা গেলেও ভালো হত, আমাদের ৫৬ ইঞ্চি তো ফল যাই হোক বলবে আমি ই করালাম, ট্রাম্প জিতলে তো আরো বলবে, ভালো খোরাক।
  • ছোটোলোক | 198.155.168.109 | ০৮ নভেম্বর ২০১৬ ১৮:৪২699228
  • আর তো কটা ঘন্টা বাকি। তারপরে ঘনাইছে মহাকাল।
  • Bip | 183.67.5.178 | ০৮ নভেম্বর ২০১৬ ১৯:০১699229
  • I am active Hillary supporter..now going to booth although I voted early..my polling duty is from 3 to 7pm..will be driving car to bring few voters in..

    Why Hillary? Because she supports outsourcing and my business is based on outsourcing model...
  • ছোটোলোক | 198.155.168.109 | ০৮ নভেম্বর ২০১৬ ১৯:০৭699230
  • এইত উনি বলে দিলেন।
    বেস্ট অফ লাক।
  • h | 213.132.214.88 | ০৮ নভেম্বর ২০১৬ ১৯:৫৮699231
  • একটা খুব ভালো লাগছে, আমাদের দেশে রিক্সা আর গাড়ি করে ভোটার আনলে রাজনৈতিক কর্মী দের কত ভোটার ইনফ্লুএন্স করার গল্প শুনতে হয়, তো আমেরিকার নব্য এন্ঠারপ্রিনিওর যারা নাকি আমেরিকার লোককে চাগরি ই দেয় না, তারাও গাড়ি করে ভোটার আনে মাইরি দেখেও ভাল্লাগে। আমি অবশ্য বিপর অ্যাক্টিভিজম টায় খুশি হয়েছি, ভাই বক্তব্য যা আছে তো আছে, অ্যাকটিভিজম খুব ভালো জিনিস। তবে মাইরি আমি ব্যাবসায়ী দের, এবং বড় মাপের ব্যাবসায়ীরা হাতে করে ব্যাবসার স্বার্থে দৌড়ো দৌড়ি করে ভোটার আনে এ জিনিস দেখিনি। আমরা দেখিচি পাড়ার কেলোদা, পাড়ার কুচোভাই কে বল্লো, যা মালগুলো নিয়ে আয়, সেটা ভোটার ও হতে পারে, পেটো ও হতে পারে। আমেরিকাতেও করতে হয় দেখে ইম্প্রেসড। আগে সিপিএম, এখন টি এম্সি এটাই করে। তো বিপ কি গান ওপেন ক্যারি করা যায় এরকম কোন স্টেটের এরকম কোনো কাউন্টি তে আছে নাকি, তাইলে আরো রোমহর্ষক গপ্প শোনা যেত।
  • aka | 79.73.9.37 | ০৮ নভেম্বর ২০১৬ ২০:০৭699232
  • এই হল আমার হিসেব, ইলেকটোরাল কলেজ ভোটের পরিপ্রেক্ষিতেঃ

    হিলারী জিতবে

    ডিসি, ভারমন্ট, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, রোড আইল্যাণ্ড, ওয়াশিংটন, ইলিনয়, কানেক্টিকাট, ডেলাওয়ার, নিউ জার্সি, ওরেগন, মিনেসোটা, নিউ মেক্সিকো, ভার্জিনিয়া। উইন্সকনসিন, মিশিগান, কলোরাডো, পেনসিলভেনিয়া, নিউ হ্যাম্পশায়ার, নেভাডা, নর্থ ক্যারোলিনা, ফ্লোরিডা।

    ডিসিতে জেতার চান্স সবথেকে বেশি আর ফ্লোরিডায় সবথেকে কম। এইটা যদি ঠিক হয় তাহলে ইলেকটোরাল কলেজ ভোটের ডিস্ট্রিবিউশন হল

    ৩২২/২১৪। ৮০ শতাংশ নিশ্চিত।

    এবারে নর্থ ক্যারোলিনা, নেভাডা, মিশিগান বাদ দিলেও, ট্রাম্পকে ফ্লোরিডা জিততেই হবে। ফ্লোরিডায় ল্যাতিনোরা নিশ্চয়ই ভোট দিতে বেরবে। এবং শুধু ফ্লোরিডা জিতলেই হবে না নর্থ ক্যারোলিনা বা মিশিগানের মধ্যে একটা ও নেভাডা চাই। আমি ১০০ শতাংশ নিশ্চিত যে হিলারী জিতছে, মার্জিন কত সেটাই দেখার। হিলারী ৩০০+ হবেই বলে মনে হয়।
  • ছোটোলোক | 198.155.168.109 | ০৮ নভেম্বর ২০১৬ ২০:১০699234
  • বিপের গাড়িতে চড়ে ট্রাম্পকে ভোট দিয়ে এলে সেটা খুব বাজে হবে।
  • pi | 233.231.33.94 | ০৮ নভেম্বর ২০১৬ ২০:১৩699235
  • ট্রাম্প নিঃসন্দেহে খুব খারাপ লোক, আন্টি ট্রাম্প ভোট তো বুঝি। কিন্তু ইমেইল ফাঁসের পরে, এই আসাঞ্জে যা যা বলেছেন, তা শোনার পরে লোকে এখনো হিলারিকে সমর্থন করে ? মানে, করলে কীভাবে ও কী ভেবে ভেবে পেলাম না।
  • h | 213.132.214.88 | ০৮ নভেম্বর ২০১৬ ২০:১৮699236
  • পার্সোনালি আমার কিছুই জানা নেই, আমেরিকার ইলেকশন সম্পর্কে, সে দেশে থাকিনা, তাই মাইল্ডলি অ্যামিউজ্ড হওয়া ছাড়া ভূমিকাও নাই, তবে আমি কিছুটা অবাক হব ট্রাম্প জিতলে। আমার মনে হয় না, একটা সীমিত ডেমোগ্রাফিক কে শুধু অ্যাড্রেস করে আজকের আমেরিকায় ভোটে জেতা কতটা সম্ভব জানি না
  • h | 213.132.214.88 | ০৮ নভেম্বর ২০১৬ ২০:১৯699237
  • এই রে পাই বিপের সঙ্গে তর্ক করবে বলে ট্রাম্পকে টেনে খেলাচ্ছে, আর ডঃ কিং কবরে ককিয়ে কাঁদছেন ;-)
  • ছোটোলোক | 198.155.168.109 | ০৮ নভেম্বর ২০১৬ ২০:৩২699238
  • আকার মুখে চপ কাটলেট পড়ুক।
  • aka | 79.73.9.37 | ০৮ নভেম্বর ২০১৬ ২০:৪৭699239
  • আমার ডিস্ট্রিবিউশন হল

    হিলারী/ট্রাম্প

    ২৭২/২৬৪ - ১০০% বা প্রোবাবিলিটি ১
    ৩২২/২১৪ - ৮০% বা প্রোবাবিলিটি ০.৮
  • SS | 160.148.14.2 | ০৮ নভেম্বর ২০১৬ ২০:৫৮699240
  • aka র অ্যানালিসিস প্রায় পার্ফেক্ট। আজ নেল বাইটার হবে নর্থ ক্যারোলাইনা আর ফ্লোরিডা। হিলারির জন্যে যেটা ভাল খবর, ফ্লোরিডাতে ল্যাটিনো আর্লি ভোটিং প্রায় ১০০% বেড়েছে। ২০১২ এ যেখানে ৪০০ হাজার ল্যাটিনো আর্লি ভোট ছিল, এই বছর সেটা প্রায় ৯০০ হাজার। এছাড়া, এই বছর প্রচুর পোর্তোরিকান ফ্লোরিডাতে মুভ করেছে। পোর্তোরিকানরা এলিজিবল ফর ভোটিং আর বিগ ডেমোক্র্যাট বেস। অন্যদিকে, নর্থ ক্যারোলাইনাতে আফ্রিকান অ্যামেরিকান টার্ন আউট ২০১২ এর তুলনায় প্রায় ৮% কম। ওবামার থাকলে যা টার্ণ আউট হত সেরকম হবে না ঠিকই, কিন্তু লো তার্ন আউট চিন্তার ব্যাপার। দেখা যাক, আজ কিরকম ভোট পড়ে।
    আর একটা ভাল খাবর হচ্ছে নেভাডা। নেভাডার ক্লার্ক কাউন্টি, মানে লাস ভেগাসে ল্যাটিনো আর্লি ভোটিং প্রায় ১০০% বেড়েছে। এটাও বড় ডেমোক্র্যাটিক বেস।
    অন্য বছর যে স্টেট ডিসাইডিং ফ্যাকটর হয়, সেই ওহায়ো এবার ট্রাম্পের। পেনসিলভ্যানিয়া আর মিশিগানে ট্রাম্প অনেক র‌্যালি করছে বটে কিন্তু এই দুটো স্টেটও হিলারি পাবে বলা যায়। যদিও ডেট্রয়েটে টার্ন আউট আগের বছরের তুলনায় কমেছে।
    নেভাডা ইত্যাদির রেজাল্ট আসতে আসতে ইষ্ট কোস্টের রাত এগারোটা বাজবে প্রায়। ততক্ষণ ওয়েট করতে হবে। আর তার আগে যদি নর্থ ক্যারোলাইনা আর ফ্লোরিডা হিলারি পেয়ে আয়, তাহলে খেলা শেষ।
  • aka | 79.73.9.37 | ০৮ নভেম্বর ২০১৬ ২১:১৩699241
  • নর্থ ক্যারোলিনা আর ফ্লোরিডা নয় - যেকোন একটা পেলেই খেলা শেষ।
  • revolutionary | 92.221.139.25 | ০৮ নভেম্বর ২০১৬ ২১:৩৯699242
  • প্রশ্ন হল, হিলারী জিতে এসে ওবামার চেয়ে বেশী ল্যাটিনো ডিপোর্ট করবে, না কম ডিপোর্ট করবে। ওবামা তো রেকর্ড সংখ্যায় ডিপোর্ট করেছিল। ওবামার প্রোতেজে হিলারী কি করে সেটা দেখার।

    আমরা তখন স্পেকুলেট করতে পারি ট্রাম্প কত বেশী বা কম ল্যাটিনোকে লাথ মেরে তাড়াত।
  • ঈশান | ০৮ নভেম্বর ২০১৬ ২১:৪১699243
  • ২১৪-২৭১ -- এই প্রোবাবিলিটি রেঞ্জ টা পাওয়া গেলে ভালো/কজের হত। :-)
  • SS | 160.148.14.2 | ০৮ নভেম্বর ২০১৬ ২২:৩৯699245
  • রেভোলিউশনারি,
    হ্যাঁ, আপনি ইন্টারনেটে স্পেকুলেট করে টাইম পাস করতেই পারেন, কিন্তু যাদের কাছে এটা জীবন-মরন সমস্যা, তারা আগেই স্পেকুলেট করে ফে্লেছে আর দলে দলে ডেমোক্র্যাটদের ভোট দিচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন