এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকান প্রেশিডেনশিয়াল ইলেকশান ২০১৬

    Abhyu
    অন্যান্য | ১০ মার্চ ২০১৬ | ৭০২১০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দ্রি | 172.247.72.216 | ২৬ অক্টোবর ২০১৬ ১৭:০৯699046
  • জেমস ওকিফের ভিডিওর পার্ট পার্ট থ্রি।

  • দ্রি | 56.105.100.149 | ২৬ অক্টোবর ২০১৬ ১৭:২৭699047
  • উইকিলীকসঃ

    মিডিয়ায় ট্রাম্পকে কিভাবে হ্যান্ডল করতে হবে,

    "Best approach is to slaughter Donald for his bromance with Putin, but not go too far betting on Putin re Syria."

    সিরিয়ান পলিসি,

    "Does she really want to co-own the Obama-Clinton ISIS strategy? She will never state what I believe we need to do---at least 20,000 ground troops with 3,000 American and at least 10,000 from Sunni Muslim nations--- because she is consumed with keeping Obama's goodwill and afraid of liberal backlash."

    https://wikileaks.org/podesta-emails/emailid/25651
  • দ্রি | 56.105.100.149 | ২৬ অক্টোবর ২০১৬ ১৭:৪৩699048
  • উইকিলীকসঃ

    "I know you can't look past Bernie and March primaries -- but who is in charge of the Trump swift boat project? Needs to be ready, funded and unleashed when we decide -- but not a half assed scramble."

    https://wikileaks.org/podesta-emails/emailid/27434

    সুইফটবোটিং কাকে বলে?

    An untrue or unfair political attack or smear campaign.

    http://politicaldictionary.com/words/swiftboating/
  • SS | 160.148.14.1 | ২৬ অক্টোবর ২০১৬ ১৮:৪০699049
  • সুইফটবোটিং করেছে? ভাল হয়েছে। রিপাবলিকানদের তৈরি করা ওষুধ (টু বি প্র্রিসাইজ, কার্ল রোভের তৈরি ওষুধ জন কেরিকে হারানোর জন্যে) রিপাবলিকান ক্যান্ডিডেটের উপরেই টেষ্ট করেছে। থ্রি চিয়ার্স ফর জন পোডেস্টা।
  • cb | 208.147.160.75 | ২৬ অক্টোবর ২০১৬ ১৯:০৪699050
  • কার্ল রোভকে ছেড়ে দিন। ২০১২ নাইটে ওহায়ো নিয়ে বড় কান্নাকাটি করছিল। ডোনারদের ৪০০ মিলিয়ন ডলার উড়িয়ে দিয়ে হাওয়া হয়ে গেছিল :)

    আর সেই তেজ নেই। বলে দিয়েছে ট্রাম্পের কোন ভায়াবেল পাথ দেখতে পাচ্ছি না। ক্রিস ওয়ালেস প্রায় বলে বসে, অ্যাঁ, আপনার মুখে শেষে এই কথা ? :)
  • SS | 160.148.14.1 | ২৬ অক্টোবর ২০১৬ ১৯:১৯699051
  • হ্যাঁ, এখন কার্ল রোভকে ছেড়ে দেওয়া যায়। তবে আমি ২০০৪ এর কার্ল রোভের কথা বলছি। জন কেরিকে হারানোর জন্যে জঘন্য স্মিয়ার ক্যাম্পেন চালিয়েছিল। এখন সেটাই বাঁশ হয়ে আসছে। এই সব দেখে বেশ মজা লাগছে আর কি।
  • দ্রি | 195.104.120.2 | ২৬ অক্টোবর ২০১৬ ১৯:২২699052
  • হ্যাঁ, সুইফ্টবোটিং করে ভালো করেছে, মেনস্ট্রীম মিডিয়াকে হাত করে নিয়ে ভালো করেছে। আমি তো বলব, ট্রাম্পের র‌্যালিতে গোলমাল করেও ভালো করেছে। ক্লিন্টনকে জেতানোর মহৎ কার্য্যটি করার জন্য সকলি চলতা হ্যায়।

    এ বিষয়ে লীকড ইমেল উল্লেখ্যঃ

    "politics is like sausage being made. It is unsavory, and it always has been that way, but we usually end up where we need to be. But if everybody's watching, you know, all of the back room discussions and the deals, you know, then people get a little nervous, to say the least."

    https://wikileaks.org/podesta-emails/emailid/927

    আমার আবার সসেজ বানানো দেখতে খুব ভলো লাগে।
  • cb | 208.147.160.75 | ২৬ অক্টোবর ২০১৬ ১৯:২৭699053
  • আরে পয়্সার খেল সব। রিপাবলিকান পার্টি এখন টোটালি ডোনাল্ড ট্রাম্প আর রাশ লিমবাও এর হাতে। সকলি তোমারই ইচ্ছে , ইচ্ছেময়ী তারা তুমি। এদের অডিয়েন্স আছে, যা বলবে তাই শুনবে, আর এরাও গুচ্ছ পয়সা কামিয়ে বেড়িয়ে যাবে। আবালের দল যতসব। পোচুর এস্টাবলিশমেন্টের গাঁড় ফাটবে ট্রাম্প হেরে গেলে। সবার আগে যাবে পল রায়ান।
  • SS | 160.148.14.1 | ২৬ অক্টোবর ২০১৬ ১৯:৩৪699054
  • আহা, ফক্স নিউজ, টক রেডিও, অ্যালেক্স জোন্স, জেমস ওকিফ, রাশিয়া টিভি মায় উইকিলিকস নিয়েও মেনস্ট্রিম মিডিয়াকে সামাল দেওয়া যাচ্ছে না? একটু দেখেশুনে বড় গাছে নৌকা বাঁধবেন তো!

    আমি আবার ওয়েট করছি কবে জুলিয়ান অ্যাসাঞ্জ নামক রেপিস্টকে সুইডেনে এক্স্ট্রাডাইট করা হবে। ভরসার কথা, ইকুয়েডরে আবার প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে। অলরেডি একবার টাইম আউট পেয়েছে।
  • দ্রি | 195.104.120.2 | ২৬ অক্টোবর ২০১৬ ১৯:৪৬699056
  • পয়সার খেলায় কোথায় ট্রাম্প, আর কোথায় হিলারী।

    হুট বলতেই মরোক্কোর রাজার থেকে বারো মিলিয়ান ট্রাম্প কস্মিনকালেই পেত না।

    "This was HRC's idea, our office approached the Moroccans and they 100 percent believe they are doing this at her request. The King has personally committed approx $12 million both for the endowment and to support the meeting."

    https://wikileaks.org/podesta-emails/emailid/22030
  • Bhagidaar | 106.2.241.35 | ২৬ অক্টোবর ২০১৬ ১৯:৫৩699057
  • তা হিলারীকে নিয়ে উইকিলিকস এর যা যা বেরিয়েছে, সবই কি এইরকম? তা হলে নো ওয়ান্ডার মিডিয়া ইজ নট শোয়িঙ্গ ইন্টারেস্ট! নিরীহ কিছু স্ট্র্যাটেজি ডিসকাশন। এর থেকে ট্রাম্প অনেক বেশি ইন্টারেস্টিং।
  • SS | 160.148.14.1 | ২৬ অক্টোবর ২০১৬ ২০:১৪699059
  • তা ট্রাম্পের পয়সার দরকার আছে নকি ? প্রতি পাঁচ সেকেন্ড অন্তর সবাইকে মনে করিয়ে দেয় আই অ্যাম ভেরি রিচ।
  • দ্রি | 195.100.85.101 | ২৬ অক্টোবর ২০১৬ ২০:১৪699058
  • হ্যাঁ, সবই এইরকম ড্রাই। 'নিরীহ', আয়েম নট সো শিওর। তবে সেরকম কিছু যৌনতা ফৌনতা কিছু নেই।

    আর মিডিয়া ইজ নট শোয়িং ইন্টারেস্টের কারনটা বোধহয় আরেকটু গভীর। উইকিলীকসে নিউ ইয়র্ক টাইমসের জন হারউডের সাথে হিলারীর ক্যাম্পেন চেয়ারম্যানের প্রায় দেড়শো ইমেল চালাচালি হয়েছে, এই পলিসি ডিসকাশান সংক্রান্ত। কিন্তু হায়, ট্রাম্প ক্যাম্পের সাথে এই যোগসাজস পাওয়া যায় নি।

    https://wikileaks.org/podesta-emails/?q=john+harwood&mfrom=&mto=&title=

    গরীব ট্রাম্পের আছে শুধু ব্রাইটবার্ট।
  • দ্রি | 195.100.85.101 | ২৬ অক্টোবর ২০১৬ ২০:২১699060
  • প্রেসিডেনশিয়াল ডিবেটে রাশিয়া/পুতিন এসেছে ১৭৮ বার, আইসিস ১৩২ বার, ট্রাম্পের ট্যাক্স রিটার্ন ৮০ বার, ওবামাকেয়ার ৪৫ বার, আর হিলারীর ইমেল ৩০ বার।

    https://sputniknews.com/us/201610221046608106-putin-russia-mentioned-wikileaks/

    কেসটা হল, ব্রাইটবার্ট তো আর প্রেসিডেন্সিয়াল ডিবেট কন্ডাক্ট করে না। মেনস্ট্রীম মিডিয়া এখনো ঐসব টক শো ফক শোর চেয়ে বেশী পাওয়ারফুল।
  • SS | 160.148.14.1 | ২৬ অক্টোবর ২০১৬ ২০:২৭699061
  • যাদের সামান্য বুদ্ধিশুদ্ধি আছে তার ট্রাম্পের ক্যাম্পেনের সাথে যোগাযোগ রেখে ইহকাল পরকাল সব নষ্ট করুক আর কি! ঐ যাদের বাটপাড়ের ভয় নেই, যেমন ধরুণ ব্রাইটবার্ট, খালি তারাই রিচ ট্রাম্পের সাথে যাবে। কাল দেখ্লাম কোথয় যেন ডাউন ব্যালট রিপালিকান ক্যান্ডিডেটরা টিভি নেটওয়ার্কের এগেনস্টে লিগাল অ্যাকশান নেবে বলেছে যদি তাদের সাথে ট্রাম্পকে কানেক্ট করে অ্যাড দেখানো হয়। এই তো অবস্থা। নিজের পার্টির ক্যান্ডিডেটরা পালাবার পথ পাচ্ছে না।
  • দ্রি | 195.100.85.101 | ২৬ অক্টোবর ২০১৬ ২০:২৮699062
  • অথচ ক্লিন্টনকে দেখুন। এত রিচ হওয়া সত্বেও এতটুকু গর্ব নেই। জনদরদী পার্টির হয়ে নেমে পড়েছেন।

    অব্শ্য কথাটা হিলারী একটা পেইড স্পীচে স্বীকার করেছেন।

    Hillary Clinton: “I'm Kind Of Far Removed” From The Struggles Of The Middle Class “Because The Life I've Lived And The Economic, You Know, Fortunes That My Husband And I Now Enjoy.

    https://wikileaks.org/podesta-emails/emailid/927

    তবে পাবলিক পোজিশান, আর প্রাইভেট পোজিশান ভিন্ন, হিলারীর নিজের কথায়। সর্বসমক্ষে এসব কথা বলা যায় না।
  • দ্রি | 195.100.85.101 | ২৬ অক্টোবর ২০১৬ ২০:৩৩699063
  • ওহ, তবে আর চিন্তা কি? আমেরিকায় মোট কজনের সামান্য বুদ্ধিশুদ্ধি আছে কাউন্ট করে ফেললেই ভোটের রেজাল্টটা বেরিয়ে যায়।

    আমি দেখতে চাই মোট কজনের সামান্যতম বুদ্ধিশুদ্ধি নেই।
  • SS | 160.148.14.1 | ২৬ অক্টোবর ২০১৬ ২০:৩৬699064
  • এটা তো সৎ কনফেশন মনে হচ্ছে। আই লাইক ইট অ্যান্ড আই অ্যাম নট অ্যালোন।
    আর ডিবেট কন্ট্রোল করতে হলে একটু জাতে উঠতে হবে আর কি। কনস্পিরেসি থিয়োরি পাবলিশ করলে মিডিয়া ল্যাডারেও ঐ স্ট্র্যাটাতেই থাকতে হবে। ইউ ক্যান নট হ্যাভ ইট বোথ ওয়েজ।
    আর দু সপ্তাহ অপেক্ষা করুন, জানতে পেরে যাবেন কতজনের বুদ্ধি আছে।
  • nabanita | 162.79.255.200 | ২৬ অক্টোবর ২০১৬ ২২:০৪699065
  • বিপ,
    আপনার ইন্স্যুরেন্স কোন কোম্পানীর জানা নেই, কিন্তু ১২০০ ডলারের প্রিমিয়াম ক্যালিফোর্নিয়ার মাপেও বেশি হয়ে যাচ্ছে! BTW আপনার ৪০০ ডলারের ইন্সিওরেন্সে কিন্তু life time max আর pre-existing condition মেনে চলত। সেগুলো উঠে গেছে। বন্ধু বান্ধব ও অন্যান্য চেনা জানা যাঁরা ব্যবসা করেন তাঁরাও ৬০০-৭০০ তে PPO পেয়েছেন এখানে - চার জনের পরিবারের, blue cross blue shield আর united healthcare।
    আর ব্যবসা যাঁরা করেন অনেকেই মনে করেন কর্মচারীদের কিছু দিতে হলেই সেটা ওনাদের human right violation এর পর্যায়ে পড়ে যায়, কাজেই ও নিয়ে মন্তব্য করছি না।
    আর ওবামার execution নিয়ে আমার বলার দরকার নেই। এদেশের economyই বলছে। ভদ্রলোক worst recession after great depression inherit করেছিলেন। গত কয়েক বছরের মার্কেট, জব সব কিছুই ঊর্ধমুখী। আমার দাদি বলতেন " যারে দেখতে নারি, তার চলন বেঁকা"।
  • cb | 132.170.93.109 | ২৬ অক্টোবর ২০১৬ ২২:১৪699068
  • ৫২% অ্যাপ্রুভাল রেটিং ২ন্ড টার্মের শেষে, বাল মুখের কথা?

    ট্রাম্প রেসিস্ট বার্থার মুভমেন্ট চালিয়েও শেষে এখন বলছে, অ্যাঁ অ্যাঁ হিলারীর আনফেয়ার অ্যাডভান্টেজ , কেন পপুলার প্রেসিডেন্টের ক্ষীর খাবে হিলারী, অ্যাঁ অ্যাঁ :-) ভেরি ভেরি স্যাটিসফাইং
  • দ্রি | 87.247.181.165 | ২৭ অক্টোবর ২০১৬ ০০:২২699069
  • The political organization of Virginia Gov. Terry McAuliffe, an influential Democrat with longstanding ties to Bill and Hillary Clinton, gave nearly $500,000 to the election campaign of the wife of an official at the Federal Bureau of Investigation who later helped oversee the investigation into Mrs. Clinton’s email use.
    ...
    Mr. McAuliffe has been a central figure in the Clintons’ political careers for decades. In the 1990s, he was Bill Clinton’s chief fundraiser and he remains one of the couple’s closest allies and public boosters. Mrs. Clinton appeared with him in northern Virginia in 2015 as he sought to increase the number of Democrats in the state legislature.

    http://www.wsj.com/articles/clinton-ally-aids-campaign-of-fbi-officials-wife-1477266114
  • দ্রি | 188.20.55.18 | ২৭ অক্টোবর ২০১৬ ০০:৪০699070
  • A review of FBI Director James Comey’s professional history and relationships shows that the Obama cabinet leader — now under fire for his handling of the investigation of Hillary Clinton — is deeply entrenched in the big-money cronyism culture of Washington, D.C. His personal and professional relationships — all undisclosed as he announced the Bureau would not prosecute Clinton — reinforce bipartisan concerns that he may have politicized the criminal probe.

    These concerns focus on millions of dollars that Comey accepted from a Clinton Foundation defense contractor, Comey’s former membership on a Clinton Foundation corporate partner’s board, and his surprising financial relationship with his brother Peter Comey, who works at the law firm that does the Clinton Foundation’s taxes.

    http://www.breitbart.com/2016-presidential-race/2016/09/10/exposed-fbi-director-james-comeys-clinton-foundation-connection/
  • দ্রি | 227.13.197.5 | ২৭ অক্টোবর ২০১৬ ০১:১৭699071
  • জেমস ওকীফের ভিডিওতে জুলেমা রড্রিগেজ আর অ্যারন ব্ল্যাক নামে যে দুজনকে দেখা গিয়েছিল, তাদের দেখা গেল ট্রাম্পের র‌্যালিতেও।

  • lcm | 83.162.22.190 | ২৭ অক্টোবর ২০১৬ ০৯:১৩699072
  • ক্যালিফোর্নিয়াতে ৩ জনের ফ্যামিলির ইন্সিওরেন্স খুঁজছিলাম এই মাসেই এই বন্ধুর জন্য, তো, ব্লু-ক্রশ যা দেখালো ---

    Anthem Bronze : $1163/month, $5,850 per Individual up to $11,700 per Family.

    ব্রোঞ্জ হল সবথেকে শস্তা ।

    এবার দেখা যাক এর মানে কী --- অর্থাৎ প্রত্যেক মেম্বারের প্রথম ৫৮৫০ ডলার অবধি নিজে দিতে হবে, বা, ফ্যামিলির টোটাল প্রথম ১১৭০০ ডলার অবধি নিজেদের দিতে হবে। তারপর থেকে ইনসিওরেন্স পয়সা দেবে।

    তার মানে, মাসে মাসে ১১৬৩ ডলার করে প্রিমিয়াম, অর্থাৎ, বছরে ১৩৯৫৬ টাকা দিতে হবে, প্লাস, ১১৭০০ ডলার নিজের পকেট থেকে ডিডাক্টেব্‌ল্‌, মোট ২৫৬৫৬ টাকা খরচ হলে তারপর থেকে ইন্সিওরেন্স পয়্সা দেবে। তাও পুরো পয়সা দেবে না, বিলের ৮০% ইনসিওরেন্স দেবে। ওষুধের দামেরও পুরো পয়সা দেবে না।

    এবার যদি একটু বেটার ইন্সিওরেন্স নিতে হয়, তাও আছে, সিলভার প্ল্যান, প্রিমিয়াম বেশি, মাসে ১৫২৩। তাতেও ডিডাক্টেব্‌ল্‌ আছে - $1,900 per Individual up to $3,800 per Family

    আর আছে গোল্ড, মাসে ২১৫৭ ডলার করে, তাতে ডিডাক্টেব্‌ল নেই - $0 per Individual up to $0 per Family

    তার মানে, মাসে দুই থেকে আড়াই হাজার না দিলে তেমন ভালো ফ্যামিলি ইনসিওরেন্স নাই। আর, খেয়াল রাখবেন, ২০১৭ থেকে রেট আরো ১৮-২০% বাড়ছে।
  • cb | 132.169.69.101 | ২৭ অক্টোবর ২০১৬ ০৯:৫৮699073
  • আরে এতো বিশাল টাকা। পুরোটাই লেস কভার আর লেস প্রিমিয়ামের ট্রেড অফ।

    লাভ শুধু ইনশিওরেন্স কোম্পানির
  • ট্রিডিঙ্গিপিডি | 131.241.218.132 | ২৭ অক্টোবর ২০১৬ ১০:১৮699074
  • পিপিও আর এইচএমও এখনো আছে? থাকলে এইগুলো কি পিপিওএর ক্ষেত্রে?

    এনএইচএস ঢের ভালো বাবা!
  • ছোটোলোক | 72.2.128.34 | ২৭ অক্টোবর ২০১৬ ১৩:১৯699075
  • তাও সস্তা এখানকার চেয়ে।

    এবং কিছু প্রশ্নের উত্তর চাই। আপনাদের অ্যামেরিকাতে গরীবদের কীভাবে চিকিৎসা হয়? ঠারে ঠোরে বুঝেছি যে এখানে হাই ইনকাম গ্রুপের দুশ্চিন্তার আলোচনা হচ্ছে, যাদের বাৎসরিক ইনকাম আড়াইলাখ কি চারলাখের ওপরে। সে সব মেনে নিলাম। এবার বলুন, গরীবরা কী করে? যাদের মাসিক ইনকাম একহাজার কি দেড় হাজার কি দু হাজার? তাদের ঘরেও তো বাচ্চাকাচ্চা জন্মায়। হাসপাতালেই জন্মায় ধরে নিচ্ছি। টাকার অভাবে ঘরের মধ্যে নিজেরাই প্রসব করায়, এতটা অনুন্নত নয় নিশ্চয় অ্যামেরিকা। আবার নাকি হাসপালে যেতে হলে ইনশুরেন্স ছাড়া কোনো ডাক্তার ছোঁবে না, এরকম শুনি। এরাতো বছরেই আপনার হিসেবমতো ইনশুরেন্স প্রিমিয়াম আয়ই করছে না। তাহলে প্রিমিয়াম তো দূর কি বাত। এই লোকগুলোর তো বহু আগেই বিনা চিকিৎসায় ঝাড়ে বংশে মরে নিশ্চিহ্ন হয়ে যাবার কথা ছিলো। তারা বেঁচে রয়েছে কীকরে? আপনারা যেরকম হাহুতাশ করছেন, সেত জাস্ট বড়োলোকি দেখানোর মত ব্যাপার, টেক্স্টবুক কেস। কারণ ইনশুরেন্স অ্যাফোর্ড করতে আপনাদের ফাটছে না। কিন্তু যেটা জানতে চাইছি, সেটা বলুন। গরীবরা কী করছে? নিম্ন মধ্যবিত্তরা কী করছে? তারা কোনোদিনো কোনো চিকিৎসা করায় না - এরকম বললে তো তাদের সকলেরি বিনা চিকিৎসায় মরে যাবার কথা। অ্যামেরিকায় গরীব নেই, একথাও বিশ্বাস করব না। কিন্তু গরীবদের জন্য নিম্ন আয়ের লোকেদের জন্য কী ব্যবস্থা সেত জানতে চাই।
  • Bip | 183.67.5.178 | ২৭ অক্টোবর ২০১৬ ১৪:২২699076
  • LCM
    THANK YOU. SINCE NABANITA GETS GOVT INSURANCE SHE WONT KNOW HOW BAD IT IS FOR PEOPLE LIKE US WHO ARE ON PRIVATE AND ON OUR OWN. TOTAL DISASTER. IT USED TO BE 1/3RD.
  • sm | 53.251.88.128 | ২৭ অক্টোবর ২০১৬ ১৫:২৭699077
  • এন হেইচ এস ও ল্যাদ -
    কাজ করি কেন্ট এর একটা হাসপাতালে।অপ্পন চেনে।
    একজন ম্যানেজার এসে জানালো এক জাপানি রোগী আসছে ইমার্জেন্সি তে ;খুবই অসুস্থ। জানা গেলো,ওই জাপানি ,ক্রুজ এ ওয়ার্লড ট্যুরে বেরিয়েছিল-পথিমধ্যে ভয়ানক অসুস্থ হয়ে পড়ে-তাই এয়ার এম্বুলেন্স করে আনার ব্যবস্থা হয়েছে।
    যাই হোক,দেখা গেলো ; ওই বৃদ্ধ জাপানি খুব সাংঘাতিক নিউমোনিয়া ও সেপসিস এ আক্রান্ত।
    বেশ কিছুদিন আই টি ইউ তে কাটানো পর জেনেরাল বেড এ স্থানান্তরিত হলেন।ওনার স্ত্রী রোজ দেখা করতে আসতেন।দুজনের ই সদাহাস্য মুখ ,কোনো কিছুতেই কোনো অভিযোগ নেই।ভদ্রলোক জানালেন উনি খুব বড় কোম্পানি তে চাকুরী করতেন।ওনার বিশাল অংকের মেডিকেল ইন্সুরেন্স করা আছে।দয়া করে যেন বিল টি ওনার কোম্পানিতে পাঠিয়ে দেওয়া হয়।ওরা সব কিছু পে করে দেবে।
    ওনার ইচ্ছার কথা ম্যানেজার কে বলে দিলাম। ম্যানেজার ভদ্র মহিলা আমাকে একটু অবাক হয়ে বললো -আমি ই কি ছাই জানি কিসের কতো চার্জ!ঠিক আছে পাঠিয়ে দেবোখন।
    ভদ্রলোক এর পরে আর দুতিন সপ্তাহ বেঁচে ছিলেন।হটাৎ করে কার্ডিয়াক এরেস্ট হয় ও মারা যান।মারা যাবার আগে আরো দুতিন বার একই রিকোয়েস্ট করেছিলেন।
    ম্যানেজার কে জিগাতে বললো;অরে ছাড়ুন তো, এন হেইচ এস আবার চিকিৎসার পয়সা নেই নাকি!বলা বাহুল্য ওনার বিল কম করে চল্লিশ -পঞ্চাশ হাজার পাউন্ড হতোই!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন