এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকান প্রেশিডেনশিয়াল ইলেকশান ২০১৬

    Abhyu
    অন্যান্য | ১০ মার্চ ২০১৬ | ৭০১১৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঈশান | ১৯ অক্টোবর ২০১৬ ০৮:৪৯698980
  • খোঁচা, সকলেরই গায়ে লাগে। কনস্পিরেসি থিওরিস্টদেরও। এইটা মনে রাখলেই গোল থাকেনা। আর মনে না রাখলে একটু তো খোঁচা খেতেই হবে। নিজের চামড়া পাতলা এবং অন্যের চামড়া গন্ডারের, এটা মনে করাটাও বেশ ইন্টারেস্টিং কিন্তু।
  • PM | 11.187.231.76 | ১৯ অক্টোবর ২০১৬ ১২:০৩698981
  • Donald Trump losing the election to Hillary Clinton is a 'nailed-on certainty', bookmakers decide

    http://www.independent.co.uk/news/world/americas/donald-trump-hillary-clinton-odds-who-will-win-polls-chances-paddy-power-betting-bookmakers-a7368256.html

    জুয়ারী রা যখন বলেই দিয়েছেন ট্রাম্প হারছে তাইলে আর ভোটে খরচা পাতি কেনো। এমনিতেও তো পপুলার ভোটে কিস্সু যায় আসে না ঃ)

    আমি কিন্তু চেয়েছিলাম ট্রাম্প জিতুক। নেগেটিভ ভাবে হলেও এস্ট্যাব্লিশমেন্টে ঘা পরুক। ২য়

    আমেরিকায় প্রবাসীরা স্থিতাবস্থা-ই চাইবেন সে নিয়ে ডাউট নেই, ক্লিনটন-ই সেফেস্ট বেট সেক্ষেত্রে ঃ)

    কিন্তু বাইরের লোক হিসেবে চাই আমেরিকাও একটু মোদী, দিদির স্বাদ পাক :D :D। মন্থন ওখানেও হোক ঃ)
  • SS | 160.148.14.65 | ১৯ অক্টোবর ২০১৬ ১৮:৪৫698982
  • ঈশান,
    এই যে গ্রীন পার্টি আর গ্যারি জনসনকে নিয়ে এত আহা উহু করছেন, কিন্তু প্রতি চার বছর প্রেসিডেনশিয়াল ইলেকশান ছাড়া এদের দেখা পাওয়া যায় না কেন বলতে পারেন? গ্যারি জনসন আর লিবার্টেরিয়ান পার্টি তাও ওয়েস্টের স্টেট্গুলোতে অ্যাকটিভ, কিন্তু গ্রীন পার্টি? হিলারি ক্লিন্টন ইরাক যুদ্ধের জন্যে যতটা দায়ী, তার থেকে গ্রীন পার্টির দায়ীত্ব আরো বেশি। র‌্যালফ নাডার ২০০০ এ ফ্লোরিডাতে অ্যাল গোরের ভোট না কাটলে বুশ প্রেসিডেন্টই হত না।
    স্কুল বোর্ড, কাউন্টি বোর্ড এই সব ইলেকশানে গ্রীন পার্টির দেখা পাওয়া যায় না কেন? এই সব ইলেকশানে তো সেরকম কিছু পয়সা লাগে না। তবে কাজ করতে হবে আর সেরকম লাইমলাইট নেই। কাউন্টি, স্টেট এইসব যায়গায় প্রার্থীরা জিততে শুরু করলে লোকে এমনিতেই জানতে পারবে। কিন্তু তা না করে প্রতি চার বছর অন্তর কনভেনশানের বাইরে মুখ দেখিয়ে আর কিছু ডিসরাপটিভ বিহেভিয়ার দেখিয়ে প্রচার পাবার চেষ্টা। একটা স্টেটেও গ্রীন পার্টির কোনো সেনেটর বা কংগ্রেসপার্সন নেই কেন? প্রতি চার বছর এক নাটক, আর তারপর হোয়াইনিং যে আমরা পাবলিক ফান্ডিং পাই না। বলতে ইচ্ছে করে, গ্রো আপ। টিন এজ বিহেভিয়ার আর কতদিন? হাইস্কুল শেষ না করেই গ্রীন পার্টি সোজা গ্র্যাজুয়েট স্কুলে অ্যাডমিশান চায়। লোকে অন্তত ঠেকে শেখে। আর এরা বছরের পর বছর ঠেকেও শিখছে না। তাহলে পাবলিক এদের সিরিয়াস চয়েস ভাববেই বা কেন?
    আর পারসেপশান ইত্যাদি বাজে অজুহাত। ২০০৮ এ ওবামা যেভাবে ক্লিন্টন মেশিনারিকে বিট করেছিলেন, সেটা দেখেও তো এরা শিখতে পারে। ২০০৮ এ ক্লিন্টনের জনপ্রিয়্তা অনেক বেশি ছিল, ইমেল ইত্যাদি স্ক্যান্ডালও ছিল না। সেই সময় লোকে বলত ক্লিন্টন একটু হেসে লোকের দিকে হাত নাড়লেই কাজ উদ্ধার হয়ে যাবে। সেই অবস্থা থেকে একবার নয়, দুবার জেতা। ২০১২ এ পুরো রিপাবলিকান এস্ট্যাবলিশমেন্ট আর ডার্ক মানি রমনির সাথে ছিল। মিডিয়া, টাকা, সোসাল মিডিয়ার পরেও আরো কিছু জিনিস লাগে ইলেকশান জেতার জন্যে - মেসেজ, পলিসি আর গ্রাসরুট অরগানাইজেশান। গ্রীন পার্টিকে এই জিনিসগুলো নিয়ে একটু চিন্তা করতে বলুন। তাহলে বছরের পর বছর আর ২% এ আটকে থাকতে হবে না।
  • cb | 208.147.160.75 | ১৯ অক্টোবর ২০১৬ ১৯:১৩698983
  • র‌্যালফ নাডার ২০০০ এ ফ্লোরিডাতে অ্যাল গোরের ভোট না কাটলে বুশ প্রেসিডেন্টই হত না।

    - ইয়ং টার্কের একটা প্রোগ্রামে শুনছিলাম, কথাটা প্রোবাবলি ঠিক নয়। বহু র‌্যালফ নাদেরের ভোট অ্যাকচুয়ালি বুশ পেতেন। অ্যাল গোরে হেরেছেন, নিজের জন্যই হেরেছেন। তবে এই নিয়ে তর্ক তো চিরন্তন
  • Bhagidaar | 106.2.241.35 | ১৯ অক্টোবর ২০১৬ ১৯:৩১698985
  • এই ব্যাপারে ওবামা সত্যি কিছু করে দেখিয়েছিল! ২০০৮ এ বিশেষ করে ঐভাবে ক্লিন্টন মেশিনারিকে হারানো! ২০০৮ এক্চুআলি কোরোনেশান হতে যাচ্ছিল।
  • SS | 160.148.14.65 | ১৯ অক্টোবর ২০১৬ ১৯:৩১698984
  • গ্রীন পার্টির প্ল্যাট্ফর্ম আর ডেমোক্র্যাটদের প্ল্যাটফর্ম সিমিলার। তাই গ্রীন পার্টি যা ভোট পায়, তারা না থাকলে সেই ভোটের সিংহভাগ ডেমোক্র্যাটরা পাবে। অ্যালা গোর ফ্লোরিডাতে পাঁচশ মত ভোটে হেরেছিলেন আর নাডার পেয়েছিলেন একশহাজার ভোট। এই একশহাজারের মধ্যে যদি ধরে নি কুড়ি হাজার বুশ ভোটার (বাস্তবেও সংখ্যাটা ঐরকম), তাহলেও হিসেব করুন অ্যাল গোর কত ভোটে জিততেন।
  • cb | 11.39.57.38 | ১৯ অক্টোবর ২০১৬ ১৯:৪৭698986
  • ওবামা শুধু করেই দেখায় নি, ডেমদের রাজা রাণীর তকমা মিশেলের সাথে নিয়ে নিয়েছে। এবার হিলারীকে ওদের ওপরেই নির্ভর করতে হচ্ছে
  • Bhagidaar | 106.2.241.35 | ১৯ অক্টোবর ২০১৬ ২০:১৭698987
  • বিল্লুর ইন্ডিস্ক্রেশান সাহায্য করে থাকলেও, দ্য ওবামা'স আর রাইটফুল ওনার্স অব দ্যাট।
  • cb | 132.179.141.231 | ১৯ অক্টোবর ২০১৬ ২০:৩৫698988
  • কলিন পাওয়েল অন বিল্লুদা

    " still dicking bimbos at home" :-)
  • দ্রি | 89.124.59.202 | ১৯ অক্টোবর ২০১৬ ২২:৩৭698990
  • "আমার এই "আসল এলিট" বা "কলকাঠি" কনস্পিরেসি থিওরি গুলোতে যেটা সবচে ইন্টারেস্টিং লাগে সেটা হলো, চয়েসকে অস্বীকার করা। রিপাবলিকান পার্টির ভোটাররা ট্রাম্পকে চুস করেছে, পার্টি বসরা হাজার চেষ্টা করেও ট্রাম্পকে থামাতে পারেনি বা তাদের ফার্স্ট চয়েস জেব্বুশকে জেতাতে পারেনি।"

    চয়েসকে অস্বীকার করাটা ম্যাটার নয়। রাদার, 'পার্টির বসরা ট্রাম্পকে থামানোর হাজার চেষ্টা করেছিল' এইটা স্বীকার করা। এই চেষ্টাটা সাধারনত বিহাইন্ড ক্লোজ্‌ড ডোর, অ্যাওয়ে ফ্রম পাবলিক আই করা হয়। তাই তার নাম 'কনস্পিরেসি থিওরি'। কনস্পিরেসির ল্যাটিন রুট হল, কন-স্পিরারে, অর্থাৎ ব্রিদিং টুগেদার।

    "ডেমোক্র্যাট ভোটাররাও চাইলে বার্নিই জিততেন, ডেমোক্র্যাট ভোটাররদের চয়েস ছিল হিলারি তাই হিলারি জিতেছেন।"

    এইটা আমি একটু অন্যভাবে বলব। ডেমোক্র্যাটিক পার্টির মেশিনারী ভীষনভাবে মিডিয়ার সাথে কলিউড করে বার্নিকে আটকেছে। সেটা ডিএনসির হ্যাক্‌ড ইমেল থেকে পরিস্কার। যে কারনে ডিএনসির চেয়ারপার্সন রিজাইন করলেন। ইমেল হ্যাক না হলে ব্যাপারটা কনস্পিরেসি থিওরীই থেকে যেত। কিন্তু হ্যাক হওয়ার পর কেসটা কনস্পিরেসি ফ্যাক্ট হয়ে গেল।

    আমার যতদূর মনে পড়ে, অন্য কোন এক থ্রেডে আপনি লিখেছিলেন, ট্রু ফ্রি উইল বলে কিছু হয়না (বলে আজকাল বিজ্ঞানীরা বলছেন) কিন্তু এখানে আপনার পোজিশানটা একটু ভিন্ন দেখছি। মানুষের চয়েসকে বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করা যায় (অন্তত স্ট্যাটিস্টিকালি তো বটেই)। যারা (এবং যে সব এজেন্সি) সেই ইন্ফ্লুয়েন্স করার মীনসগুলো কন্ট্রোল করে তারাই পাওয়ার এক্সারসাইজ করে। তারাই এলিট। তাদের স্পেসিফিক অ্যাজেন্ডা থাকে, হিলারীর লীকড ইমেল ফলো করলে তার একটা চিত্র পাওয়া যাবে। ক্যান্ডিডেটের ফাইনান্সিং থেকেও তার আভাস পাওয়া যায়। এটসেট্রা।
  • দ্রি | 89.124.59.202 | ১৯ অক্টোবর ২০১৬ ২২:৪৩698991
  • কিন্তু এই যে শুনলাম, বিল ক্লিন্টন নাকি তাঁর জন্মদিনে কাতারের রাজার থেকে ১ মিলিয়ান ডলার উপহার পেয়েছিলেন? (উইকিলীক)
  • SS | 160.148.14.81 | ১৯ অক্টোবর ২০১৬ ২২:৪৭698992
  • রাজা রাজড়ার ব্যাপার, হাত ঝাড়লেই পর্বত। এক মিলিয়ন তো তুচ্ছ।
  • দ্রি | 124.143.75.140 | ১৯ অক্টোবর ২০১৬ ২২:৫৩698993
  • আরে ঐ তুচ্ছ তুচ্ছ দিয়েই তো পর্বত গড়ে ওঠে। হার্ড আর্নড মানি বাবা।

    আর এই যে শুনলাম বিভিন্ন মিডল ইস্টের দেশ (সৌদি, কাতার, কুয়েত) থেকে ক্লিন্টন ফাউন্ডেশান বেশ কিছু তুচ্ছ (মিলিয়ান) পেয়েছে?
  • SS | 160.148.14.81 | ১৯ অক্টোবর ২০১৬ ২২:৫৫698994
  • পেয়েছে। তা ভাল। আফ্রিকায় কিছু এইড্স পেশেন্ট আরো কিছুদিন ওষুধ পাবে।
  • SS | 160.148.14.81 | ১৯ অক্টোবর ২০১৬ ২২:৫৯698995
  • আর হার্ড আর্নড মানি কার? কাতারের রাজার?
    তবে রাজা যাকে যতখুশি দিন, কিছু অসুবিধা নেই, খালি এয়ার্লাইন্সের সাবসিডি যেন ঠিকঠাক থাকে। ইষ্ট কোস্ট থেকে মাত্র দুটো এয়ার্লাইন্স টিমটিম করছে ডাইরেক্ট কলকাতা যাবার।
  • দ্রি | 195.100.85.101 | ১৯ অক্টোবর ২০১৬ ২৩:৪৫698996
  • ঃ)। কিন্তু এই যে শুনলাম আই আর এস ক্লিনট্ন ফাউন্ডেশানের ইরেগুলারিটির কিসব ইনভেস্টিগেশান করছে?

    আরো শুনলাম, The Clinton Foundation spent less than 6 percent of its budget on charitable grants in 2014, according to documents the organization filed with the Internal Revenue Service (IRS) in 2015.

    এসব কি ট্রু?
  • দ্রি | 195.100.85.101 | ১৯ অক্টোবর ২০১৬ ২৩:৫১698997
  • হ্যাঁ। কাতারের রাজার অবশ্যই।

    হাইতির ভূমিকম্পের পর হিউম্যানিটারিয়ান এইডের দায়িত্ব ওবামা দিয়েছিলেন ক্লিন্টন ফাউন্ডেশানকে। কাতারের রাজা নাকি হাইতির রিকনস্ট্রাকশানের বরাত পেয়েছিলেন?

    রাজা সবারে দেন মান (মানি), সে মান (মানি) আপনি ফিরে পান।
  • দ্রি | 119.201.154.182 | ২০ অক্টোবর ২০১৬ ০০:০৪698998
  • ক্লিন্টন ফাউন্ডেশানের কীর্তিকলাপ সম্বন্ধে হাইতির সেনেটারের বক্তব্য।

  • ছোটোলোক | 198.155.168.109 | ২০ অক্টোবর ২০১৬ ০০:২৯698999
  • ওবামার ভাই বিভীষণ আসবে কয়েক ঘন্টা বাদে। সে ট্রাম্প সাপোর্টার!
  • Du | 57.184.54.93 | ২০ অক্টোবর ২০১৬ ০০:৩২699002
  • হিলারীকে যে সবার লাভলেস মনে হয় সেইটা শুনে কষ্ট লাগলো।
  • ছোটোলোক | 198.155.168.109 | ২০ অক্টোবর ২০১৬ ০০:৩৩699003
  • দ্রি | 202.160.102.166 | ২০ অক্টোবর ২০১৬ ০০:৪১699004
  • ক্লিন্টন ফাউন্ডেশানের এই পে টু প্লে স্কীমের স্পুফ রচনা করেছেন ট্রাম্প। দেখুন এই চত্ব অনুভিডিওটি।

  • দ্রি | 202.160.102.166 | ২০ অক্টোবর ২০১৬ ০০:৪৪699005
  • মাদাম শোতো কি ট্রাম্পকে রাম আর ওবামাকে রাবণ বললেন বাই এনি চান্স? মোদি শুনলে খুবই খুশি হবেন।
  • ছোটোলোক | 198.155.168.109 | ২০ অক্টোবর ২০১৬ ০০:৫০699006
  • একদম। ;-)
  • ঈশান | ২০ অক্টোবর ২০১৬ ০১:০১699007
  • উইকিলিকসে ফাঁস হওয়া মেল বিষয়ে হিলারির একমাত্র স্ট্যান্ড হল 'ওসব রাশিয়ার চক্রান্ত' (যেন মেলের বিষয়বস্তুও রাশিয়াই লিখে দিয়েছে)। কনস্পিরেসি থিয়োরি নিয়ে যাঁরা খিল্লি ওড়ান, তাঁরা এই কনস্পিরেসি থিয়োরিটা নিয়ে একেবারে চুপ, এটাও ভারি ইন্টারেস্টিং। অবশ্য অন্ধ সমর্থন করতে গেলে ওরকম একটু হয়। হাজার হোক অন্ধবিশ্বাসই তো।
  • SS | 160.148.14.81 | ২০ অক্টোবর ২০১৬ ০১:৩৯699008
  • হুম, গ্রীন পার্টি আর অন্য ক্যান্ডিডেটদের নিয়ে ঈশানের আর কিছু বলার নেই মনে হচ্ছে। এখন গোলপোস্ট উইকিলিকসএর দিকে ঘুরে গেছে। তবে জিল স্টাইন এসে সব সমস্যার সমাধান করে দেবেন এটাও অন্ধবিশ্বাস। আর এই অন্ধবিশ্বাসের জন্যেই মনে হচ্ছে ক্লিন্টন এসেই ওয়ার্ল্ড ওয়ার শুরু করে দেবেন।

    দ্রি,
    শেষে ট্রাম্পের তৈরি পে টু প্লে ভিডিও? চালুনি আর ছুঁচ সংক্রান্ত কি একটা প্রবাদ ছিল না?

    কাল ওবামা ট্রাম্পকে একটু ঠুকেছে আর আজ ট্রাম্প ওবামার হাফ ব্রাদারকে ডিবেটে ইন্ভাইট করেছে। এই লোকটা যে কি করতে পারে আর না পারে ভাবা যায় না! দেখা গেল হয়ত ডিবেটে জামা কাপড় খুলে দাঁড়িয়ে পড়ল। ঐটাই খালি বাকি আছে। আজকের ডিবেটটা শেষ হলে বাঁচা যায়।
  • Bhagidaar | 106.2.241.35 | ২০ অক্টোবর ২০১৬ ০১:৫৩699009
  • ডিবেট শেষ হলে নয়, এই ভোটপর্ব চুকলে বাঁচা যায়! প্রথমে মজা লাগছিল, এখন বিরক্তি লাগছে।
  • aka | 79.73.9.37 | ২০ অক্টোবর ২০১৬ ০৬:৪০699010
  • স্যানিটি ইজ ব্যাক। ট্রাম্প আজ কি শান্ত, কম্পোজড।
  • Bhagidaar | 106.2.241.35 | ২০ অক্টোবর ২০১৬ ০৭:৩৯699012
  • ট্রাম্প আশা করছে যে পাবলিক মেমরি ইজ শর্ট। সেশেরদিনেরটাই সবাই মনে রাখবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন