এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকান প্রেশিডেনশিয়াল ইলেকশান ২০১৬

    Abhyu
    অন্যান্য | ১০ মার্চ ২০১৬ | ৭০২১৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SS | 160.148.14.2 | ২৭ অক্টোবর ২০১৬ ১৮:৩১699080
  • নিম্ন আয়ের লোকেদের জন্যে আমেরিকাতে মেডিকেড বলে একটা সরকরি প্রোগ্রাম আছে। এই হল লিংক -
    https://www.medicaid.gov/
    যদিও মেডিকেড একটা ফেডেরাল প্রোগ্রাম, প্রতিটা স্টেটে মেডিকেডের এলিজিবিলিটি আলাদা, ডিপেন্ড করে স্টেটের ওপোর। আর সব সোসাল প্রোগ্রামের মতই, ডেমোক্র্যাটিক স্টেট গুলোতে মেডিকেডের এলিজিবিলিটি ব্রডার, টেক্সাসে বোধহয় সবথেকে বাজে। মানে স্ট্রিক্টার এলিজিবিলিটি। ওয়ার্কিং এজ সিঙ্গল পার্সন হলে কোয়ালিফাই করা কঠিন। তবে মোটামুটি সব স্টেটেই ১৮ বছর পর্যন্ত বাচ্চাদের কভারেজ থাকে। কোনো ফ্যামিলি পভার্টি লাইনের কত উপরে, কতজন মেম্বার এইসব ফ্যাক্টর ডিটারমিন করে কে মেডিকেড এলিজিবল আর কে নয়। মোটামুই সব হাসপাতালেই মেডিকেড অ্যাক্সেপ্ট করা হয়। ওবামাকেয়ার চালু হবার পর মেডিকেড আরো বেশি করে এক্স্প্যান্ড করা হয়েছে। প্রায় সাত মিলিয়ান লোক ওবামাকেয়ারের মাধ্যেমে মেডিকেড পেয়েছে। টেন্টেটিভলি, পুরো দেশে প্রায় ৭০ মিলিয়ন লোক মেডিকেডের আওতায়। আর মেডিকেয়ারের মতন এই প্রোগ্রামটাও ট্যাক্স পেয়ার ফান্ডেড।
  • SS | 160.148.14.2 | ২৭ অক্টোবর ২০১৬ ১৮:৪০699081
  • এছাড়া আর একটা ব্যাপার আছে। এখানে হসপিটালের ইমার্জেন্সি রুম কোনো রোগীকে ফেরাতে পারে না। তার টাকা থাক বা না থাক, সেই রোগীর চিকিৎসা করতে হবে। সেই রকম কোনো মহিলা যদি ডেলিভারির জন্যে কোনো হসপিটালে যান, তাহলেও তার তাকে ফেরাতে পারবে না। এমনকি আনডকুমেন্টেড হলেও নয়। নবনীতা উল্লেখ করেছিলেন, এই জন্যে হসপিটালের ওভারহেড বেশি হয়ে যায়। অনেক সময় কোনো ক্রনিক রূগী, মানে যার ডায়াবেটিস বা হার্টের প্রবলেম আছে, হয়ত তারা রেগুলার চিকিৎসা করাতে পারে না ইন্সিওরেন্স নেই বলে, কিন্তু সিরিয়াস প্রবলেম হলে তারা ইমার্জেন্সি রুমে চলে যায়। হয়ত তার দরকার ইন্সুলিন। এখন ইমার্জেন্সি রুম সব সময়েই আউট্পেশেন্টের থেকে একেস্পেন্সিভ, পরে হসপিটাল সেই বিল হয় স্টেটের কাছে পাঠায়, নাহলে অন্যভাবে ইন্সিওরেন্স কোম্পানি থেকে আদায় করে। যেভাবেই হোক না কেন, ট্যাক্স পেয়ারকেই বিল ভরতে হয়।
  • sm | 53.251.88.128 | ২৭ অক্টোবর ২০১৬ ১৮:৪৬699082
  • এতো জটিলতা কেন?সাধারণ মানুষ এতো এংজাইটির মধ্যে কাটায় কেন?
    আমাদের দেশ থেকে প্রচুর ছাত্র যায়, পড়াশোনা করতে।
    তাদের কে কভার করে?
  • pi | 24.139.209.3 | ২৭ অক্টোবর ২০১৬ ১৮:৪৮699083
  • এমারজেন্সিতে গেলে ইন্সিওরেন্স না থাকলেও চিকিৎসা হবেই, আর সেই টাকা স্টেট পে করবে ? আর নইলে কোং ? কোং পরে সেটা চার্জ করবে না ? করে বলেই তো জানতাম। আর সে টাকা প্রচুর বেশি হত।

    আর স্টেট পে করে দিলে সবাই তো সেই রাস্তাই নেবেন, নাকি কিছু মিস করছি ?
  • SS | 160.148.14.2 | ২৭ অক্টোবর ২০১৬ ১৮:৫৯699084
  • ছাত্রদের ইন্সিওরেন্স ইউনিভার্সিটির আওতায় পড়ে। কোর্স ফির সাথে প্রিমিয়ামও পে করতে হয়।
    আর কে ER পেমেন্ট করে খুঁজতে গিয়ে একটা উত্তর পেলাম। এটাই অ্যাকিউরেট মনে হল।

    Anyone who presents himself at an Emergency Room cannot, by federal law, be turned away until the hospital assesses him. The law is the Emergency Medical Treatment and Active Labor Act (EMTALA) and every hospital that accepts federal money has to follow it.

    So, it is true that anyone can get at least ER care. If he cannot pay his bill, the hospital does several things:
    1) It will try to collect the money from the patient.
    2) It will determine whether the patient qualifies for Medicare or Medicaid, who would then pay his bill.
    3) It will write off the bill as "bad debt". This money then goes into the calculation of the hospital's Medicare and Medicaid rates. So the hospital does not lose this money, in a sense. It helps them command a higher rate from government payers.
    4) It will use the bad debt to justify its non-profit tax status, if it is non-profit. They are required to provide a certain amount of charity care, in order to keep their non-profit status.
    5) It will use the charity/bad debt care figures to pressure other payers to pay higher rates. This is called "cost shift" and is largely a negotiating tactic, not a reality. Studies show that when government plans pay hospitals 10% less, private payers 1% more -- not a balancing amount.
  • sm | 53.251.88.128 | ২৭ অক্টোবর ২০১৬ ১৯:৩২699085
  • তার মানে স্টুডেন্ট থাকা কালীন; যে কোনো চিকিৎসায়, ইউনি পে করবে। তাহলে স্টুডেন্ট রা এতো টেনশন করে কেন? দেশে এসে ডাক্তার দেখায়। রোগ পুষে রাখে।অনেক দিনের ঔষধ নিয়ে যায়।যাতে করে অন্তত প্রাথমিক চিকিৎসা টুকু সেরে ফেলতে পারে।
  • SS | 160.148.14.2 | ২৭ অক্টোবর ২০১৬ ১৯:৫৭699086
  • এখানে ইন্সিওরেন্স থাকলেও একটা কোপেমেন্ট থাকে। মানে প্রতিবার ডাক্তারের কাছে গেলে বা ফার্মেসিতে ওষুধ কেনার সময় নিজের পকেট থেকে কিছু টাকা পে করতে হয়। অন অ্যাভারেজ, এই অ্যামাউন্টটা দশ থেকে কুড়ি ডলার। এখন স্টুডেন্ট হলে সেই কুড়ি বা চল্লিশ ডলারও খরচ করতে গায়ে লাগে (অবশ্য আইফোন কিনতে লাগে না)। তাই অনেক স্টুডেন্টরাই দেশ থেকে ওষুধ বিশেষ করে অ্যান্টিবায়োটিক নিয়ে আসে। কারণ এখানে অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যায় না। তবে অনেকেই যেটা রিয়েলাইজ করে না, এই রকম হুট করে অ্যান্টিবায়োটিক খেয়ে ভবিষ্যতে আরো বড় প্রবলেম হতে পারে।
  • cb | 132.169.69.101 | ২৭ অক্টোবর ২০১৬ ২১:০৬699088
  • এদিকে হিলারীর লিড আবার ক্ষয়ে এয়েচে
  • Du | 182.58.105.136 | ২৭ অক্টোবর ২০১৬ ২২:৩৯699090
  • আমি গরীব হয়ে ফিরেছিলাম চাকরি ছাড়াই। এসে ওবামাকেয়ার গোল্ড একটা ফ্যামিলি প্ল্যান নিই ৫৫০ টাকা মাসে। আর্নিং থাকলে ভালো অপশন হয়তো হবে যদি অনেক আর্নিঙ্গ থাকা গ্রাহক থাকে। চিকেন এগ ব্যপার
  • ঈশান | ২৭ অক্টোবর ২০১৬ ২২:৪৪699091
  • কালকে ফক্স দেখলাম ফর আ চেঞ্জ। দেখে একটু কীরকম হাড়ে কাঁপুনি লেগে গেল। মাইরি, এই লোকটা যদি সত্যিই প্রেসিডেন্ট হয়? হিলারিকে কোনোভাবেই দুচোখে দেখতে পারিনা। তাও।
  • ছোটোলোক | 198.155.168.109 | ২৭ অক্টোবর ২০১৬ ২২:৫০699092
  • এতক্ষণে জিনিসটা বুঝলাম। খুব সুন্দর করে বোঝালেন SS, sm এবং Du
  • s | 77.59.60.122 | ২৮ অক্টোবর ২০১৬ ০০:৫১699093
  • লসাগুদা ব্লুক্রসের যেটা বল্লেন সেটা কি ইন্ডিভিডুয়াল ইনস্যুরেন্স? তাহলে তো প্রচুর বেশী।
    আমাদের গত বছর কর্পরেট ইন্স্যুরেন্স ছিল ব্লু ক্রসে (এবছর ইউনাইটেড)। মাসে বোধহয় ৫৫০ ডলার মত কাটতো।
    কভার ছিলঃ
    ডিডাক্টেবেল -
    ইন নেটওয়ার্কঃ ইনডিভিডুয়াল $৫০০, ফ্যামিলি $১৫০০
    আউট নেটোয়ার্কঃ ইনডিভিডুয়াল $১০০০, ফ্যামিলি $৩০০০
    ম্যাক্সিমাম কোপেমেন্টঃ
    ইন নেটওয়ার্কঃ ইনডিভিডুয়াল $৪০০০, ফ্যামিলি $৮০০০
    আউট নেটোয়ার্কঃ ইনডিভিডুয়াল $৬০০০, ফ্যামিলি $১২০০০
    এতে ডাক্তার, হাসপাতাল, ওষুধ সব ছিল। চোখ আর দাঁতেরও আলাদা কভারেজ ছিল।

    মানে বছরে $৬৬০০ প্রিমিয়াম + $৩০০০ (ফ্যামিলি ম্যাক্স ডিডাক্টেবেল) + $৮০০০ (ফ্যামিলি কোপেমেন্ট ম্যাক্স) = $১৭৬০০ (ম্যাক্সিমাম আউট ওব পকেট)।
  • s | 77.59.60.122 | ২৮ অক্টোবর ২০১৬ ০১:১১699094
  • আর হ্যাঁ ওপরেরটা গোল্ড স্কীম।
  • SS | 160.148.14.2 | ২৮ অক্টোবর ২০১৬ ০১:২১699095
  • কর্পোরেটের প্রিমিয়াম সবসময় ইন্ডিভিজুয়াল বা ওবামাকেয়ার এক্সচেন্ঞ্জের থেকে কম হবে। কারণ পারচেজিং পাওয়ার আর নেগোশিয়েশন। আরো একটা শুনলাম, এই প্রিমিয়াম হাইকের জন্যে অনেকে PPO থেকে HMO তে শিফট করছে। এমনিতে খুব কিছু তফাৎ নেই, এক যদি না কেউ আউট অফ স্টেট ট্র্যাভেল করে।
  • 4z | 209.167.35.20 | ২৮ অক্টোবর ২০১৬ ০২:০২699096
  • বাবাগো! বেঁচে থাক কানাডার হেল্থকেয়ার সিস্টেম!
  • lcm | 179.229.10.212 | ২৮ অক্টোবর ২০১৬ ০২:২৩699097
  • s,
    গোল্ড তো ভালো। যদি ৫৫০ কি তোমার থেকে কাটে, তাহলে এম্‌প্লয়ার দেয় অ্যাবাউট ১৮০০-২০০০ । অনেক পে-স্লিপে দেখায় এম্‌প্লয়ার'স কন্ট্রিবিউশন।
    আমার ব্লু-ক্রশ নয়, অন্য ইনসিওরেন্স, এখন আমি দিই মাসে মাসে ৩৮০, এম্‌প্লয়ার দেয় ১৮০০ ( তিন জনের জন্য)।

    ছোটোলোক,
    হ্যাঁ, ইনকাম স্ল্যাব আছে ফ্রি ইন্সিওরেন্স-এর জন্য। ক্যালিফোর্নিয়াতে ৩ জনের ফ্যামিলির ফ্রি মেডিক্যাল পেতে হলে বার্ষিক পারিবারিক আয় ২৭০০০ ডলারের নীচে হতে হবে। অন্য রাজ্যে এই সংখ্যা আলাদা হতে পারে। এটা বহুদিন ধরেই আছে।
  • ছোটোলোক | 198.155.168.109 | ২৮ অক্টোবর ২০১৬ ০২:৫৬699099
  • গরীবদের জন্য ব্যবস্থা আছে জেনে ভাল লাগল। এটা খুব ভাল জিনিস।
    এখানেও তাই।
    ট্যাক্স এখানেও লোকে দেয়। সে টাকা নানান খাতে সরকার ব্যয় করে, যার মধ্যে এটা অন্যতম। তবে এদেশে লোকে কথায় কথায় "ট্যাক্সপেয়ার্স মানি, ট্যাক্সপেয়ার্স মানি" করে চেঁচায় না। সরকারে কোষাগারে টাকা জমা পড়ে জনসাধারনের ট্যাক্স থেকে। সেই টাকা গরীবের চিকিৎসায় খরচ হবার মধ্যে দোষের কিছু নেই। সম্পদের সমবণ্টন যখন হচ্ছে না, তখন এটুকু অন্তত থাকুক। অর্থাভাবে বিনা চিকিৎসায় মানুষের মৃত্যু হবার চেয়ে এটা ঢের মানবিক।
  • aka | 79.73.9.37 | ২৮ অক্টোবর ২০১৬ ০৮:৩৪699101
  • মেডিকেইড প্রোগ্রাম মূলত গরীবদের জন্য। ওটাকেই ক্যালিফোর্নিয়ায় মেডি-ক্যাল বলে। অন্য স্টেটে অন্য নাম আছে। বিটিডাব্লু, আমি মেডি-ক্যালে এই সেদিনও কাজ করেছি, স্যাকে।

    এনিওয়ে, ব্যপার স্যপার খুবই ভালো, আরও ভালো হতেই পারে কিন্তু যা আছে দিব্য।

    ধরুন আলাস্কা মেডিকেইডে, এখানেও আমি কাজ করেছি, কাউকে মেইনল্যান্ডে এসে চিকিতসা করাতে হবে, প্রি অথোরাইজেশন লাগে কিন্তু মেডিকেইড তার প্লেন ভাড়া ও যদি সে একা আসার মতন অবস্থায় না থাকে তাহলে তার সাথে আর একজনের প্লেন ভাড়া অবধি দেয়। অবস্থা বেশ ভালৈ মেডিকেইডে।

    পুরোটাই গরীবদের জন্য আরও কি কি জানি এলিজিবিলিটি আছে, এলিজিবিটি মডিউলে কাজ করি নি কোনোদিন বলে জানি না ঠিক।
  • ছোটোলোক | 198.155.168.109 | ২৮ অক্টোবর ২০১৬ ১৬:৫৬699103
  • মেডিকেইড তো তাহলে খুবই ভালো জিনিস। অথচ এসব নিয়ে অনেকেই কিছু জানে না।
  • pi | 11.39.36.93 | ২৮ অক্টোবর ২০১৬ ১৭:৩৪699104
  • সাইটেই এই নিয়ে বিস্তর লেখা হয়েছিল। বহুকাল আগেই ঃ)
    মেডিকেয়ার নিয়েও।
  • SS | 160.148.14.2 | ২৮ অক্টোবর ২০১৬ ১৮:১৬699105
  • ঈশানের ফক্স নিউজ দেখেই হাড়ে কাঁপুনি ধরে গেল। এবার ট্রাম্পের হিন্দি অ্যাড দেখুন।
    'আব কি বার, ট্রাম্প সরকার'


    http://www.huffingtonpost.com/entry/donald-trump-hindi-ad_us_5812a180e4b064e1b4b18a70
  • PM | 149.5.231.253 | ২৮ অক্টোবর ২০১৬ ২২:০১699106
  • ট্রাম্পবাবু on মোদিবাবু-ও থাক :D
  • Bhagidaar | 106.2.241.35 | ২৯ অক্টোবর ২০১৬ ০১:৩১699107
  • ওদিকে আবার ইমেইল
  • bip | 183.67.5.178 | ২৯ অক্টোবর ২০১৬ ০৫:৫৩699108
  • এত দেখছি হাউস অব কার্ডসের থেকে ভাল থ্রিলার। এফ বি আই এদিকে বেশী কিছু বলছেও না। মামদোবাজি নাকি। ২০ মিলিয়ান ব্যালট অলরেডি কাস্ট করে দিয়েছে লোকজন। মানে ১৫% ভোট দেওয়ার পরে এই! এসব কি হচ্ছে!!!
  • aka | 79.73.9.37 | ২৯ অক্টোবর ২০১৬ ০৭:২৭699109
  • পুতিন সব পুতিন বাবুর খেল।
  • cb | 132.170.186.160 | ২৯ অক্টোবর ২০১৬ ০৭:৫২699110
  • ২০ কই? ১৩ শুনলাম তো
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন