এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকান প্রেশিডেনশিয়াল ইলেকশান ২০১৬

    Abhyu
    অন্যান্য | ১০ মার্চ ২০১৬ | ৭০৯২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 233.231.56.228 | ০৯ নভেম্বর ২০১৬ ০৯:৫৫699379
  • 'Canada’s immigration website has crashed multiple times, according to news reports (it was very slow for this reporter).

    Officials do not appear to have addressed why the website is crashing – no updates appeared on Canadian immigration officials’ social media – but many election watchers presumed traffic is slowing the site down following Trump’s lead in electoral votes.

    '
  • pi | 233.231.56.228 | ০৯ নভেম্বর ২০১৬ ০৯:৫৭699380
  • 'Eyes are glued to the TVs around the Javits Center in New York, where Hillary Clinton is due to speak later, as the returns roll in showing a much closer than expected race.

    The mood has dropped markedly. Where supporters started the night with the wind at their backs, hours later the the returns are showing a much different picture.

    News that Trump picked up Ohio and Florida was met with grimaces and head shakes. But it was North Carolina that really sent shivers down the spines of her supporters and staff. There was hardly a whisper from the thousands of people at the center.

    When a network pans to the Javits Center, the glum crowd roars to life, cheering and applauding in a signal that they still have hope the night will end well for Clinton.

    Coverage of the returns is beamed to the crowd on big screens positioned around the center. Peppering the nail-biting, drama of each call, are a series of peppy campaign videos that are failing to fire up the crowd in the current mood.

    Facebook Twitter Google plus
    14m ago
    04:18
    Sheriff Joe Arpaio, whose police force in Maricopa county, Arizona, has been repeatedly found to practice racial profiling, and who faces criminal charges, has been defeated.

    Arpaio has been a major Trump supporter. It is unclear what the disposition of justice department investigations of Arpaio would be under a Trump-appointed attorney general.

    '
  • SD | 55.116.204.2 | ০৯ নভেম্বর ২০১৬ ০৯:৫৯699381
  • SS, aka noy. Dem party aar super delegates der kothaa bolchhilaam. Bernie ke jara egote dilo naa.
  • Abhyu | 57.32.74.49 | ০৯ নভেম্বর ২০১৬ ১০:০১699382
  • কিন্তু মোদীবাবুর ক্ষমতা দেখলেন? একদিনে পাঁচশ/হাজার টাকার নোট তুলে নেবার নোটিশ দিয়ে এমন ধাক্কা দিলেন যে পুরো আম্রিকা নড়ে গেল। মাঝে NDTVতে দেখলাম কে একটা রিপাবলিকান হিন্দু নিয়ে বকবক করছিল।
  • pi | 233.231.56.228 | ০৯ নভেম্বর ২০১৬ ১০:০২699385
  • আচ্ছা।

    বার্নিকে এগোতে না দেওয়া ফঁ পা হয়েছে, সেটা স্বীকারোক্তি এখন এক এক করে আসবে আশা করি।

    তবে ডেমোক্রাটরা লেফট লিবারেল, এরকম কি বলতে পারা যায় ? অনেক আগে একবার এই ম্যাপিং নিয়ে প্রশ্ন করেছিলাম।
  • aka | 79.73.9.37 | ০৯ নভেম্বর ২০১৬ ১০:০২699384
  • আরে দাদা রাস্তায় নেমে তো ডেটা কালেক্ট করি নি, যা পোলস্টার বলেছে তার থেকে বলেছিলাম, সেকেন্ড হ্যান্ড ডেটা, এরমধ্যে কোন প্রফেসি নেই।

    অনেকের আশম্কা ছিল যেমন বিপের। কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট হবার একটাই মাত্র একটাই পথ ছিল। ট্রাম্প সেটা করছে। উইন্সকন্সিনও গেল।

    ফ্লোরিডাতে কালো আর ল্যাতিনোরা বেশি ভোট দেওয়াতেও ফ্লোরিডা হিলারীর এগেইন্স্টে গেছে। এরমধ্যে কোন প্লিটিকাল অ্যাফিলোয়েশন নেই আমার।

    ট্রাম্পকে পছন্দ করি না।
  • T | 165.69.199.255 | ০৯ নভেম্বর ২০১৬ ১০:০২699383
  • সে তো বটেই। মোদীই তো করল সব।
  • aka | 79.73.9.37 | ০৯ নভেম্বর ২০১৬ ১০:০৫699387
  • আর অন্ক কষতে ইচ্ছে করছে না তবে উইথ উইনস্কনসিন ট্রাম্প ইজ দা নেক্সট প্রেসিডেন্ট মনে হয়।
  • d | 144.159.168.72 | ০৯ নভেম্বর ২০১৬ ১০:০৫699386
  • হ্যা হ্যা হ্যা হ্যা
    ওরে রাজদীপ, কোথায় গেলে? আমাদের ইচ্ছা পূর্ণ হইতে চলিয়াছে
  • একক | 53.224.129.53 | ০৯ নভেম্বর ২০১৬ ১০:০৬699389
  • সেনেটে আর তিনটে পেলেই মেজরিটি । গো ট্রাম্প গো !
  • T | 165.69.199.255 | ০৯ নভেম্বর ২০১৬ ১০:০৭699390
  • আরেঃ, লাভলি। ট্রাম্প ২৩২।
  • revolutionary | 105.142.161.63 | ০৯ নভেম্বর ২০১৬ ১০:০৯699391
  • মন খারাপ লাগছে। হিলারী যদি শেষ অবধি জেতেও, আগামী চার বছর খুব খারাপ সময়।

    ডেমোক্র্যাট পার্টি ভীষণভাবে দুর্নীতিগ্রস্ত পার্টি। আজকে দাঁড়িয়ে মনে হয় কারো বিশ্বাস করতে অসুবিধা নেই যে হিলারীকে ক্যান্ডিডেট করা হয়েছিল অনেকরকম ম্যানিপুলেশন করে। কার্ড হোল্ডারেরা সেটা মেনে নিতে পারে, কিন্তু সাধারণ ভোটারের মেনে নেবার কোন বাধ্যবাধকতা নেই। জেরেমি করবিন মডেলে এই দুর্নীতিগ্রস্ত পার্টি বসদের উৎখাত করতে না পারলে এই পার্টির, সাথে সাথে আমেরিকার, কোন ভবিষ্যত নেই। শুধু রিপাবলিকানদের হাতে আমেরিকার ভবিষ্যৎ ভাবলেই শিড়দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে যায়।

    SS এর জন্য। দেখুন, কেউ আপনার ক্যান্ডিডেটের বিরুদ্ধে কথা বলছে মানেই সে আপনার শত্রু এমনটা নাও হতে পারে। হতেই পারে সে আপনার বন্ধু, আপনাকে সতর্ক করার চেষ্টা করছে।
  • pi | 233.231.56.228 | ০৯ নভেম্বর ২০১৬ ১০:১০699392
  • 'in the WI exits, Trump was viewed unfavorably by 63% of voters, but he won 21% of those voters who don't like him.

    কে যেন বলেছিল না, অনকেই মুখে ট্রাম্পের সমর্থক বলতে লজ্জা পাচ্ছিলেন, কিন্তু মনে মনে সমর্থন ট্রাম্পকেই আর ভোটটিও। সেটাই হয়েছে মনে হয়। এই সব নানা পোলে কি সামনাসামনি বা ফোনে কেউ জিগেশ করে ?
  • aka | 79.73.9.37 | ০৯ নভেম্বর ২০১৬ ১০:১১699393
  • এ কান্ট্রি ডিজার্ভস দা লিডার ইট চুজেস।
  • bip | 183.67.5.178 | ০৯ নভেম্বর ২০১৬ ১০:১২699394
  • বার্নিকে এগোতে না দেওয়া ফঁ পা হয়েছে, সেটা স্বীকারোক্তি এখন এক এক করে আসবে আশা করি।
    >>
    Bernie aro baje vabe harto...
  • ট্রিডিঙ্গিপিডি | 131.241.218.132 | ০৯ নভেম্বর ২০১৬ ১০:১৩699396
  • (মানে আকার লাস্ট পোস্টটা)
  • ট্রিডিঙ্গিপিডি | 131.241.218.132 | ০৯ নভেম্বর ২০১৬ ১০:১৩699395
  • ^^^^

    এটাও deja vu :-p
  • PM | 116.76.153.0 | ০৯ নভেম্বর ২০১৬ ১০:১৫699397
  • গলি নয় , গালি নয়--- আলুচনা।

    ক্লিন্টনের হারে আমি খুব-ই দুঃখিত, SS, বিপ এর মতো-ই।

    কিন্তু বিপ বাবুর রিয়েলিস্টিক প্রেডিকসন (আশংকা) আর ওদেশের মানুষের পাল্স বোঝার ক্ষমতাকে সেলাম।

    এটা একরকম আত্ম সমালোচনাও বটেক। আমিও পঃবঃ এ থেকে সংখ্যাগরিষ্ঠ পঃবঃ বাসীর পালসের সাথে লিন্ক হারিয়ে ফেলেছি, S বাবুর ই মতো ঃ(
  • aka | 79.73.9.37 | ০৯ নভেম্বর ২০১৬ ১০:২১699398
  • দিজ ইলেকশন ওয়াজ নট ওনলি অ্যাবাউট যাস্ট ইকনমিক্স, ফরেন পলিসি, ট্যাক্স রিফর্ম টু মি।

    এ ম্যান হু ব্র্যাগ্স অয়্বাউট গ্রোপিঙ্গ উইমেন, হু হ্যাজ এ রেপ চার্জ পেন্ডিঙ্গ, অ্যান্ড মোর টু দ্যাট হু ইজ ভোকালি রেসিস্ট শুড নট বি দা লিডার।
  • bip | 183.67.5.178 | ০৯ নভেম্বর ২০১৬ ১০:২৫699401
  • কিন্তু বিপ বাবুর রিয়েলিস্টিক প্রেডিকসন (আশংকা) আর ওদেশের মানুষের পাল্স বোঝার ক্ষমতাকে সেলাম।
    >>
    না, এতে ক্যালি নেই। কারন আমাকে কর্মসূত্রে এই ম্যানুফ্যাকচারিং বেল্টেই ঘুরতে হয়। তাদের কাছ থেকেই বিজনেস বার করতে হয়। শয়ে শয়ে মাইল ড্রাইভ করে যখন দেখতাম গ্রামের বাড়িগুলোতে ট্রাম্পের পোষ্টার-একমাত্র আশা ছিল শহরের ভোটাররা। সেখানেও দেখেছি সবাই ডিপ্রেসড। তাছারা লোকের মাইনে বাড়ছে না। প্রিমিয়াম বাড়ছে। অনেকগুন। চাকরি চলে যাচ্ছে অন্য দেশে। কদ্দিন সহ্য করবে লোকে । এই সব ইমেল, মিজোগাইনি ইস্যু নিয়ে মাতামাতি তারা করেছে যাদের রাজনীতিতে প্রচুর উৎসাহ। তারা ১০% ও না। এবং ক্লিনটন ক্যাম্পেইন ফ্লড ছিল সেটা লিখেছি।
  • একক | 53.224.129.53 | ০৯ নভেম্বর ২০১৬ ১০:২৯699402
  • আকা যে আশংকা গুলো বলেছেন সেগুলো ভুল কথা না । কিন্তু ট্রাম্প জিতলে আমেরিকা ওরকম হয়ে যাবে তাও বোধহয় না । নেক টু নেক এ জেতা মানে বিরোধীদের যথেষ্ট জোর থাকবে প্রতিবাদ করার । ইকনমিক পলিসি থাকুক রিপাবলিকান আর সোসাল ব্যাপারে মেতে থাকুক লেফটরা এটাই ঠিকঠাক কম্বি মনে হয় । ট্রাম্প জিতলে জুডিশিয়ারী তো উল্টে যাচ্চেনা !
  • T | 165.69.199.255 | ০৯ নভেম্বর ২০১৬ ১০:৩৫699404
  • পেনসিলভেনিয়া তো ট্রাম্প পেয়ে গেল মনে হয়।
  • s | 108.209.202.160 | ০৯ নভেম্বর ২০১৬ ১০:৩৫699403
  • PA য়ো গেল প্রায়।
  • lcm | 83.162.22.190 | ০৯ নভেম্বর ২০১৬ ১০:৪০699406
  • কেন ট্রাম্প-এর সভায় লোকে যাচ্ছে তা নিয়ে পলিটিকো-তে লেখা বেরিয়েছিল... ৯ মাস আগে এই থ্রেডেই পোস্ট করেছিলাম....

    ------
    Name: lcm

    IP Address : 83.162.22.190 (*) Date:11 Mar 2016 -- 09:48 AM

    ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন, কেন কিছু লোক তাকে সাপোর্ট করছে --
    *******

    সোসাল সিকিওরিটি, মেডিকেয়ার নিয়ে --

    Trump has vowed to oppose cuts to Social Security and Medicare and to ensure every American has health coverage, horrifying some on the right. “It was a red flag for me,” radio host Rush Limbaugh said last week about Trump’s promise not to leave anyone without access to needed care.

    এডুকেশন লোন নিয়ে --

    Trump sounds like liberal hero Sen. Elizabeth Warren when he talks about college loan - “These student loans are probably one of the only things that the government shouldn’t make money from and yet it does,” Trump wrote in his 2015 book “Crippled America.”

    ট্রেড টারিফ, ডোমেস্টিক জব গ্রোথ নিয়ে --

    Trump has called for as much as a 45 percent tariff on Chinese exports to the U.S. and a 35 percent tax on cars crossing the Mexico border, arguing his protectionist approach would bring high-paying manufacturing jobs back to the U.S.
    ...
    He has also called out corporations like Apple, demanding they “build their damn computers and things in this country.” He boasts of “a great relationship with the unions,” ... ...

    মেডিক্যাল কস্ট, ড্রাগ প্রাইস নিয়ে ---

    Trump also supports allowing Medicare to negotiate drug prices with pharmaceutical companies — a longstanding Democratic idea reflexively opposed by the GOP.
    ....
    While Trump has denounced Obamacare, he’s also spoken approvingly of single-payer systems in the past, making it difficult to figure out his precise positions.

    পলিটিকো-তে ট্রাম্পের পপুলিস্ট স্টান্স নিয়ে লেখা বেরিয়েছিল, কেন কিছু লোকে ট্রাম্পকে সাপোর্ট করছে
    http://www.politico.com/story/2016/02/donald-trump-working-class-voter
    s-219231

    -----
  • aka | 79.73.9.37 | ০৯ নভেম্বর ২০১৬ ১০:৪০699405
  • সবই রিপাব্লিকানদের। কথা তা নয়।

    পলিসি, পলিটিক্স সবই মানুষের জন্য। একজন মেয়েদের গ্রোপ করার জন্য ব্র্যাগ করে, ফরমার বউ রেপ চার্জ এনেছে, প্রকাশ্যে হোয়াইট সুপ্রিমেসিকে প্রোমোট করে সে লিডার হলে লিডার।

    জিজেক সহ অনেকেই বলেছে স্ট্যাটাস কুয়ো ভাঙ্গো। তো ভাঙ্গো। লেঃ

    এখন গডের সাথে কানাডা নাকি ভারতে মুভ করতে হয় দেখতে হবে। থাকি বাইবেল বেল্টে, কবে কেলিয়ে দেবে কে জানে।
  • aranya | 154.160.226.94 | ০৯ নভেম্বর ২০১৬ ১০:৪১699407
  • এমন দিনও দেখতে হল :-((((((

    পৃথিবীর গভীর, গভীরতর অসুখ এখন..
  • pi | 233.231.56.228 | ০৯ নভেম্বর ২০১৬ ১০:৪৩699408
  • এরকম গুজবও ছড়াচ্ছে নাকি।

    'No, Trump supporters haven’t been chanting “We hate Muslims, we hate blacks” at a Manhattan rally.

    The rumour comes from a tweet by a British parody account. It has been retweeted over 40,000 times already, including by journalists, enough to get the account trending in India and Malaysia. The account is known in the UK for doing this for all sorts of occasions, usually making false claims about chants at sports events. The fact that it subsequently claimed that the chant was being sung to the tune of “Enjoy The Silence” by Depeche Mode might have been a further clue that it didn’t happen.'
  • bip | 183.67.5.178 | ০৯ নভেম্বর ২০১৬ ১০:৪৬699409
  • (১) ট্রাম্প এবার সুপ্রীম কোর্টের জাজ নিয়োগ করবে। যারা রক্ষণশীল । এলজিবিটি কমিনিউটির পি মারা গেল।
    (২) মেক্সিকো, কানাডার অর্থনীতি ধ্বসতে পারে।
    (৩) ডেমোক্রাটিক পার্টি, রিপাবলিকান পার্টি ভাংতে পারে। এদের মধ্যম পন্থীরা নতুন পার্টি তৈরী করতে পারে
    (৪) লিজ ওয়ারেন বা মিশেল ওবামাকে নেক্সট বারের ক্যান্ডিডেট করে এখন থেকেই ডেমোক্রাটদের লাফাতে হবে । লিজ ওয়ারেন, মিশেল ওবামা এবং বার্নি ডেমোক্রাটদের মুখ হতে চলেছে।

    হিলারীর জাজমেন্ট দুর্বল। লিজ ওয়ারেনকে উনি ভিপি করলেন না কর্পরেট টাকার আশায়। ওটা মারাত্মক ভুল ছিল। কেইন আরেক অপদার্থ। কেরিয়ার রাজনীতিবিদদের দিন শেষ।
  • Ekak | 53.224.129.53 | ০৯ নভেম্বর ২০১৬ ১০:৪৭699410
  • হাউসে জিতে গেলো !

    সিনেটে জিততে আর তিনটে বাকি ।
  • pi | 233.231.56.228 | ০৯ নভেম্বর ২০১৬ ১০:৫২699412
  • এবার অনেক বেশি জোরদার প্রতিবাদ হবে। যে লেফট ধরি মাছ না ছুঁই পানি করে থাকতো আর সঙ্ঘবদ্ধ হবার প্রয়োজনীয়তা বোঝেনি, শেষমেশ সেই হিলারির মত একজন ভুলভালকে সমর্থন জানিয়েছেন ( ট্রাম্পের বিরোধিতার কথা বলছিনা, হিলারির জন্য অকুণ্ঠ সমর্থন জানানো বলছি) , এবার বুঝবে। এবার অনেক বেশি অকুপাই মুভমেন্ট আর তার অনেক সদর্থক আউটকাম দেখব আশা করছি। নইলে ঐ ডেমোক্র্যাটদের সেফটি ভালভ থাকলে কী হয় তো দেখলামই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন