এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিপিএম কংগ্রেসের জোট হয়েই গেল তাহলে!

    bip
    অন্যান্য | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ | ৬৯৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 132.164.19.42 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:০৫703978
  • ওপরের পোস্টটা আমার না, মানে আমি আগে dc নামে লিখতাম চেন্নাই থেকে (এখনও আছি), ওপরে যিনি লিখেছেন তিনি অন্য কেউ।
  • কল্লোল | 125.241.95.54 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৩০703979
  • পিটি।
    না, সিপিএম দলগতভাবে কংএর সাথে জোট অনুমোদন করেনি। পলিটব্যুরো থেকে কেন্দ্রীয় কমিটি পব'র বিশেষ পরিস্থিতিতে বামের সাথে ধর্মনিরপেক্ষ-গণতান্ত্রিক জোটের কথা বলেছে। বাম-কং জোট নয়।
    আরাবুল বা অনুব্রতকে তৃণমুল কোনকালেই অচ্ছুত বলে মনে করে না। সাপেন্ড করা, ধমক দেওয়া, দলে ফেরত নেওয়া, প্রশ্রয় দেওয়া ইঃ মমতার মর্জিমাফিক।
    কিন্তু এটা ঘটনা, মমতার গ্রামের সমর্থন এখনো ভালো-ই আছে।
  • T | 165.69.181.103 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৪৩703980
  • কল্লোলদা, স্মাইলি দিলুম।
  • PM | 11.187.245.11 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১০:০৯703981
  • রন্জনদা, বিজেপী কেনো কলকাতায় মিছিল করছে বলে তাহলে আর নাকি কান্না কাঁদবেন না প্লিজ। বরং আমি-ই আপনাকে জিগ্গেস করছি ৩৪ বছরে করে নি এখন কেনো করছে ? ঃ) ধন্যবাদ ঃ)

    যে আসে আসুক তত্ত্ব ছেড়ে ভোট দেবার জন্য একটু ভবিষ্যতের কথাও ভাবছেন জেনে ভালো লাগলো ঃ)।
  • Arpan | 24.195.229.41 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১০:১৩703982
  • গত ৩৪ বছরে তো বিজেপি কেরালাতেও জিতত না। এখন খুচখাচ জিতছে।

    তা দিয়ে কী প্রমাণ হয়?
  • PM | 11.187.245.11 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১০:২৫703983
  • প্রমান কি আর কিসু হয়? সূর্য্য পূ দিকে ওঠে , এটা প্রমান করাও চাপ প্যাথোলজিক্যাল সিপিএম বিদ্দেষী অতিবামেদের কাছে ঃ) ঃ)।

    কিন্তু অ্যানালিসিস অন্তত হয় যে কেনো ৪ বছরের মধ্যে RSS এর এতো বাড় বাড়্ন্ত পঃবঃ এ, যা ৩৪ বছরে আটকানো গেছিলো ঃ)। আর তার জন্য " যে আসে আসুক তত্ত্ব" কতটা দায়ী সেটার ওপোর অ্যানালিসিস-ও হতে পরে ঃ)। অন্য যুক্তিগ্রাহ্য কারন-ও দেখানো যেতে পরে ঃ)
  • Arpan | 24.195.229.41 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১০:২৯703984
  • আর কেরালায় বাড়বাড়ন্তের কারণটা কী?
  • PT | 213.110.243.21 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৪৪703985
  • " বাম-কং জোট নয়।"
    সেসব তো দিল্লীর টেকনিকাল অবস্থান। এখানে প্রাণে বাঁচার জন্য এমনকি সুসিও কং-এর সঙ্গে জোটের ব্যাপারে (বোধহ্য) রাজে হয়েছে।

    "মমতার গ্রামের সমর্থন এখনো ভালো-ই আছে"
    ক্লাবে ক্লাবে টাকা, ঘরে ঘরে জুতো ও সাইকেল দিলে কিছু সমর্থন তো পাওয়াই যাবে। কিন্তু সমর্থন "ভালো-ই" থাকলে আরাবুল-অনুব্রতকে কিসের প্রয়োজন? নাকি "ভালো-ই" রাখার জন্য এদেরকে দরকার?
  • PM | 116.78.59.66 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১২:০৮703986
  • অ্যানালিসিস করার মতো জ্ঞান, কেরলার রাজনীতির ব্যাপারে আমার নেই। সত্যি কথা বলতে খুব উত্সাহ-ও নেই। আমি তো পঃবঃ এ থাকি, আর সামনের বিধান সভা নির্বাচন নির্নয় করবে আমার মতো লোকেরা এরাজ্যে কিভাবে থাকবে। তাই আপাততঃ এই রাজ্য নিয়েই উৎসাহী। এই টই টাও বোধ হয় এই রাজ্য নিয়েই।

    কেরলের রাজনীতি নিয়ে কারুর জ্ঞান থাকলে , বলুন শুনতে আগ্রহী। অন্য টই-এ হলেই ভালো।
  • SC | 117.206.249.8 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১২:২২703988
  • পি টি দা, কংগ্রেস জোটের জন্য কনগ্রাটস। এতে সিপিএমের অনেক লাভ হবে বিধানসভা নির্বাচনে।
    আচ্ছা, সুসি ও লিবারেশন এর অবস্থান কি যত সম্পর্কে? কেউ একটু লিখবে?
  • cb | 208.147.160.75 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৪৩703989
  • সুসি তো বলেছিল (আবাপতে দেখেছিলুম বলে মনে হচ্ছে কদিন আগে) যে এই বেশ ভাল আছি, সরকার পরিবত্তনের খুব একটা প্রয়োজন নেই :)

    এখন জানি না
  • Arpan | 74.233.173.181 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:১২703990
  • বেশ পঃবঙ্গে আরেসএসের বাড়বাড়ন্ত নিয়ে যে অ্যানালিসিস সেটাই শুনি। অ্যানালিসিস যখন পরিসংখ্যান নিশ্চয়ই থাকবে?
  • PT | 213.110.242.6 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৩৫703991
  • আগাছা বাড়তে দিলে তো বাড়বেই!! মাসীমার মালপো খাওয়ালে আরো বাড়বে। কিন্তু আগাছা একেবারেই জন্মাবে না সেটা ভাবাটাও বোধহয় খুব একটা যুক্তিসঙ্গত নয়।

    SC
    ধন্যবাদ। আমার বরাবর মনে হয়েছিল যে এটাই সবচাইতে যুক্তিসিদ্ধ রাজনৈতিক অবস্থান হওয়া উচিৎ দুটো দলের। হয়্ত ভোটের পরেই আবার জোট ভাঙবে কিন্তু পব-তে কংগ্রেসের পুনর্জীবনের একটা প্রয়োজন আছে। বাম বিরোধী ভোট যাতে পথহারা হয়ে দাঙ্গাবাজ আর লুম্পেনদের দুটো দলের দখলে চলে না যায় তার জন্যে কংগ্রেসকে প্রয়োজন।
  • kc | 198.70.7.130 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৪৪703992
  • '..... পশ্চাতে রেখেছে যারে সে তোমারে পশ্চাতে টানিছে ..... "

    চারিদিকে ব্ল্যাঙ্কেট লুম্পেন আর দাঙ্গাবাজ ট্যাগিং দেখে মাঝে মাঝে বিড়বিড় করতে ইচ্ছে হয়।
  • PT | 213.110.242.6 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৫৭703993
  • ট্যাগিং মাথাদের ক্ষেত্রে প্রযোজ্য আর সেক্ষেত্রে ট্যাগিং করাটা খুব জরুরী। চিতা যে তার গায়ের দাগ বদলায় না সেটা দিল্লীতে দ্বিতীয়বার ক্ষমতাসীনদের দেখলে আর কোন কন্ফ্যু থাকার কথা নয়। তাদের পশ্চাতে রাখা বা পাশ কাটিয়ে যাওয়া ছাড়া অন্য কোন উপায় নেই।
  • PM | 116.76.134.150 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:০৪703994
  • আর্পন বাবু , বর্তমান পরিস্থিতিতে বিজেপি ১৭ % ভোট ধরে রাঝতে পারলে কাদের লাভ সেটা বুঝতে গেলে পরিসংখ্যান লাগলে আমি নাচার।

    সেটা যাতে হয় তার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা সুবিধাভোগী দল কেনো করবে না সেটাও পরিস্কার নয়। সংখ্যাগুরু/লঘুদের মধ্যে বিভাজন ঘটানোর জন্য সব রকম প্রচেষ্টা করা হবে সরকার বিরোধী ভোট ভাগ করার জন্য। আর এটা হবে সরকারী প্রচেষ্টায়। মাথায় ভেল পরে সংখ্যলঘু ভোট কনসোলিডেট করার চেষ্টা, ঝমেলা লাগিয়ে সংখ্যাগুরু ভোট কনসোলিডেট করার চেষ্টা দুটই সরকারী প্রচেষ্টায় চলবে। নতুন কি?

    ধর্মনিরপেক্ষ শক্তিকে এটা আট্কনোর জন্য সবরকম প্রচেষ্টা করতে হবে। এই প্রচেষ্টা সফল হতেও পরে, নাও পরে। না পারলে রাজ্যের দুর্ভাগ্য
  • sm | 233.223.159.253 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:১১703995
  • কেরালায় বাড় বাড়ন্তের কারণ কোনদিন ই জানা যাবেনা! গোপন কথাটি রহিবে গোপন।
  • sm | 233.223.159.253 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:১৭703996
  • পিটি, সি পি এম এর আমলে তো তপন শুকুর ছিল!এত আশ্চির্জ্যির কি আছে?
    আর জুতো, সাইকেল তো; মমতার আমলে দিতে দেখলাম।সর্বত্র নীল্ সাইকেল চোখে পড়ছে ।চোখ টাটালে চাইনিস বাম টেরাই করতে পারেন।কিন্তুক, বাম আমলে তো গণ ভাবে কিছু দিতে দেখিনি। ক্ষীর সব নিজেদের মধ্যে ভাগা ভাগী হয়েছে।
  • PT | 213.110.246.25 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:২৬703997
  • না জানা ও জানতে না চাওয়ার ক্রমাগত প্রচেষ্টার যে কতই আনন্দ সেকি আগে জানা ছিল?
  • ranjan roy | 24.96.108.150 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:৪১703999
  • পিএম,
    বাংলা নিয়েই বলি।
    গত নির্বাচনে কংগ্রেস মমতার সঙ্গে হাত মিলিয়ে "উদ্ধত" বামকে ৩৪ বছরের মৌরসীপাট্টা থেকে নামিয়ে দিল।
    আর এবারে সেই কংগ্রেসের কাছে সব তাবড় তাবড় নেতারা মিলে "সাড়া দাও, সাড়া দাও, আঁধারের ঘোরে" বলে নিবেদন করলেন।
    তাতে বাম 'উদ্ধত" রইল, কি "অবনত" হল--নিজেই ভেবে দেখুন।
    আর ঘটনা হল তাতেও এবার মমতাকে হটানো যাবে না।
    অন্ততঃ গোটা সত্তর সীটের তফাৎ থাকবে।
  • T | 165.69.181.103 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:৫২704000
  • রঞ্জনদা শুনুন, এই জোট ভীষণ রকম দরকারী। অন্ততঃ মিলেজুলে এরা শক্তিশালী প্রচার চালাতে পারবে। কে কটা সিট জিতল বড় কথা নয়, গোটা সত্তর কেন, একশোর বেশী তফাত থাকতে পারে। থাকুক, কিছু আসে যায় না। কিন্তু বিজেপি যেন একটাও না পায়। সিপিয়েম কংগ্রেস এরা মার্কেট থেকে সরে গেলে কি হবে বুঝতেই পারছেন।
  • sm | 233.223.159.253 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:০২704001
  • কিছুই হবে না। বরঞ্চ ভালই হবে।
  • PT | 213.110.246.22 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:২৪704003
  • "গত নির্বাচনে কংগ্রেস মমতার সঙ্গে হাত মিলিয়ে....."
    সেবারে এই দুজনের মধ্যে কে উদ্ধত আর কে অবনত ছিল? এই পোশ্নোটা তিনো-বিজেপি জোটের ক্ষেত্রেও করে রাখলাম।
    নাকি ঐতিহাসিক বাম-বিরোধী অবস্থানের কারণে শুধু বামেদেরকেই উদ্ধত বা অবনত দেখতে ইচ্ছে হয়?
  • ASAP | 127.194.39.4 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:২৪704002
  • যেমন এখন হচ্ছে। বা গত তিন/চার বছরে হয়েছে। টিভি, এফএম যে কোন একটাতে চোখ রাখলে বা কান পাতলে দেখা বা শোনা যাবে। গত লোকসভা ভোটের আগের মোদী-প্রচারের কপি-পেস্ট।
  • dc | 132.164.45.104 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:৩৯704004
  • বুদ্ধদেব ভট্টাচার্য্য, নিরূপম সেন ও আরও অনেক বাম নেতা গত ইলেকশনের পর সিপিয়েমের ঔদ্ধত্যের কথা স্বীকার করেছিলেন ও এও বলেছিলেন যে নির্বাচনে হেরে আওয়ার এটাও একটা কারন। নানান সংবাদপত্রে এই নেতাদের আলোচনা বেরিয়েছিল।
  • sm | 233.223.159.253 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:৪৫704005
  • খালি পিটি জানে, তাঁরা উদ্ধত ছিলেন না।
    জানার আনন্দ কি কম!
  • PT | 213.110.242.6 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:৫৬704006
  • অনেকের-ই এখন কোন কোন না কোন জোটে সামিল হওয়ার ইচ্ছে বড়ই প্রবল!!
  • কল্লোল | 125.241.29.199 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:৩৫704007
  • পবতে বিজেপির বাড়বাড়ন্ত মমতার আমলেই। কারন ১) বিজেপি কেন্দ্রে ক্ষমতায় এককভাবে। বাজপেয়ী আমলে তৃণমুল এনডিএতে থাকার দরুন পবতে বিরোধী মুখ হিসাবে মমতার গ্রহণযোগ্যতা বেড়ে যায় ফলে বিজেপি হালে পানি পায় নি। ২) মমতার রাজত্বে বামেরা বিরোধী হিসাবেও গ্রহনযোগ্যতা হারায়। শূণ্যস্থানে কেন্দ্রীয় মদতপুষ্ট বিজেপি উঠে আসে।

    বাম-কং জোট হলে বিরোধী হিসাবে গ্রহনযোগ্যতা বাড়বে, তাতে তিনোবিরোধী ভোট বিজেপিতে না গিয়ে জোটে আসবে। আর বেশকিছু বিজেপিবিরোধী মুসলমান ভোট, তিনো থেকে বাম-কংএ যাবে।

    কিন্তু মমতার পপুলিস্ট রাজনীতির কারনে গ্রামের ভোট এখনো খুব একটা বাম-কংএ নেই।

    বাম আমলে যেমন শহরে তিনো - গ্রামে বাম, তিনো আমলে শহরে বাম-কং - গ্রামে তিনো এমন সম্ভাবনা আছে।

    আরাবুল-অনুব্রত হলো অধিকন্তু ন দোষায়ঃ
  • ranjan roy | 24.96.108.150 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:০৮704008
  • T,
    আরে আপনি যা বলছেন আমিও তাই শুরুতে বললাম, নইলে নোটায় দিতাম বললাম। কিন্তু ফালতু গায়ে পড়ে খোঁচালে --!
    সেদিন বুদ্ধবাবুর বক্তৃতা মন দিয়ে শুনলাম। উনি বললেন-- মমতার জমানায় একটাও ইউনিভার্সিটি হয় নি। শেষ আমরাই করেছিলাম।
    শুনে চমকে গেলাম।
    কারণ, আমার আগের ল্যান্ডলেডি পুরুলিয়ায় সিধু-কানু ইউনিতে কার্য্যরত আর আমার কট্টর সিপিএম ভাগনীটি আসানসোলে কাজি নজরুল ইউনিতে! দুটোই তিনো আমলে।
    আমার প্রশ্ন ঃ কংএর হাত ধরলেই কি গলার শিরা ফুলিয়ে অমন ডাহা মিথ্যে কথা বলতে হবে? ধম্মে সইবে? এসব তো এতদিন তিনোদের কালচার বলেই জানতাম।
  • Arpan | 24.195.231.96 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:১৫704010
  • পিএমম্বাবু,

    আগেও লিখেছি, আবারো লিখছি। ভোটের শতাংশের বিচার করলে ৯১ সালেও ১৩% ভোট পেয়েছিল। ২০১৪ সালে ১৭% পেয়েছে। দুবারই সারা দেশে বিজেপির অভূতপূর্ব বাড়বাড়ন্ত হয়েছিল যার ঢেউ পঃবঙ্গেও এসে পড়েছিল। সারা দেশে বিজেপি দুর্বল হলে এখানেও ভোট কমে গেছে। নগর পুড়িলে দেবালয় এড়ায় না।

    এটা অত্যন্ত স্বাভাবিক ফেনোমেনন। এতে করে ৩৪ বছরে ওদের আটকে রেখেছিলাম এরকম আত্মপ্রসাদের ঢেঁকুর তোলার কোন মানে হয় না।

    এইবার সারা দেশে জনসমর্থনে যা ভাঁটা, পঃবঙ্গে বিধানসভা আসনে ঐ ভোটের শতাংশ ৮-৯% এ নেমে আসলেও আশ্চর্য হব না। রাজ্যের সাম্প্রতিক কিছু উপনির্বাচনে সেই ট্রেন্ড সুষ্পষ্ট।

    এইবার এই বাড়তি ৮-৯% ভোট যেটা বিজেপি থেকে বেরিয়ে আসছে সেটা কোনদিকে যাবে সেটা নিয়ে তো দুই যুযুধান পক্ষই নিজেদের মত করে অংক কষবে। যেমন আপনি এখানে আপনার মত অংক কষেছেন, আর আমি আমার মত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন