এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিপিএম কংগ্রেসের জোট হয়েই গেল তাহলে!

    bip
    অন্যান্য | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ | ৬৯৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • @ PT | 192.75.45.1 | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৩০704044
  • প্রাইভেট ইউনি খুল্লে লেখাপড়ার সর্বনাশ হবে কেন ?
  • quark | 24.139.199.12 | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:০১704046
  • শহরজোড়া নীল-সাদা ফ্লেক্স বোর্ডের একটি বয়ানমত গত তিন বছরে ৪৫টি কলেজ আর ১৫টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে।

    অ্যাডামাস, টেকনো, ইউইএম, সিকম, নেওটিয়া ইত্যাদি ৭টি প্রাইভেট ইউনিভার্সিটি ২০১৪-১৫ র মধ্যেই এসেছে।

    বাকি আটটি কারা? পঞ্চানন বর্মা, ডায়মন্ড হারবার, কাজী নজরুল ছাড়া তো আর পাচ্ছি না।

    ৪৫টি কলেজের লিস্টই বা কোথায় পাওয়া যায়?
  • @ PT | 192.75.45.1 | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:০৫704047
  • কিন্তু এটা তো স্কুল/প্রইমারি এডুকেশন। ইউনি নিয়ে তো কিছু নেই !
  • @ PT | 192.75.45.1 | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:২১704049
  • কোনো মেরিট ছারা লেখা। কোনো প্রাইভেট ইউনি যদি আজ নিজের ফান্ডিঙ্গ এনে, IIT / JU কে রিসার্চ এ টক্কর দেয়, দিক না। এম্নিতেও সরকার এর কাছে রিসার্চ করনোর বেশি পয়্সা নেই।
  • PT | 213.110.242.6 | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:৫৫704050
  • আগামী ৫০ বছরেও পারবে কিনা সন্দেহ আছে। এরা রিসার্চ বলতে কি বোঝায় সেটা বোঝে কিনা সন্দেহ আছে।
  • @ PT | 185.101.9.10 | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:১৫704051
  • তর্কের খতিরে যদি মেনেও নি যে ৫০ বছর লাগবে, তাতে ' লেখাপR্হার সর্বনাশ" হছে কি করে?
  • cm | 127.247.97.63 | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৪৯704052
  • সাধারণ পরামর্শ, কোনটা যুক্তি হিসেবে গৃহীত হবে সে বিষয়ে ঐকমত্যে না পৌঁছে এই যুক্তি ও পাল্টা যুক্তির খেলায় নামা ভাল। হাজার হোক কোনটা সর্বনাশ আর কোনটা পৌষমাস তার কোন সর্বজনগ্রাহ্য সংজ্ঞা এখন হয়নি বলেই মনে করি।
  • cm | 127.247.97.63 | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৪৯703885
  • নামা ভাল নয় না নামাই ভাল হবে।
  • b | 24.139.196.6 | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৫৬703886
  • Date:23 Feb 2016 -- 08:32 AM

    ডায়ালেকটিকসে আস্থা রাখুন। কম্যুনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মনুবাদী) এখনও হয় নাই, তবে হইতে কতক্ষণ?

    এমন দিন কি হবে তারা
    যবে বুদ্ধ বিমান নিকার পরে
    মুসলিমদের করবে তাড়া?
  • PT | 213.110.242.5 | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০০703887
  • আপনেই তো বললেনঃ "প্রাইভেট ইউনি যদি আজ নিজের ফান্ডিঙ্গ এনে IIT / JU কে রিসার্চ এ টক্কর দেয়, দিক না।"-তাই ঐ উত্তরটা দিলাম। আর উচ্চশিক্ষার কেন্দ্রস্থলে যদি রিসার্চ (যত খারাপ মানেরই হোক) না থাকলে শিক্ষাটা বদ্ধ পানাপুকুরের মত হয়ে দাঁড়ায়।

    তবে এবার বোধহয় আপনার পালা খুঁজে বের করার যে প্রাইভেট ইউনি গুলো DST, DBT, ICMR, BRNS ইত্যাদি সরকারি এজেন্সির বাইরে প্রাইভেট সোর্স থেকে কত ফান্ডিং আনছে।
  • @ PT | 185.101.9.10 | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৫৮703888
  • এই সব এজেন্সি র কাছ এ IIT র ফ্যকাল্টি ও পয়্সা চায়, প্রাইভেট ইউনি র ফ্যকাল্টি ও পয়্সা চায়, ২ জনেই এর বাইরে কোনো বেসরকারি এজেন্সি র কাছ থেকেও পয়্সা চাইতে পারে। আর গবেষনার মান ২ জনের ই কষ্টি পাথরে যাচাই হবে তাদের publication এ। this is healthy competition
    লেখাপড়া র সর্বনাশ টা কি করে হোলো!?
  • SS | 182.56.3.46 | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ০১:০৩703889
  • হার্ভাড, এমাইটি, স্ট্যানফোর্ড সবাই প্রাইভেট ইউনিভার্সিটি।
  • PM | 116.78.112.99 | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১০:১৬703891
  • অশোক বাবুর অন্য মত স্বাগত
  • PT | 213.110.242.6 | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৫৫703893
  • Human Resource Minister Kapil Sibal,.....said, "Private sector is not going to invest unless you give them appropriate environment and the fundamental is land".

    However, he said, there were litigations over land given to the private sector. He also supported soft loans for setting up educational and health institutions in the private sector.

    The Narayana Murthy Committee said charge-free 999 year land lease should be provided to the corporate sector entering into education in developed areas with world class air connectivity and well-developed social infrastructure.

    Also, liberal fiscal incentives like 300 per cent deduction from tax income be provided, it said, contending that the country needs additional 26 million seats in the next 10 years.
    http://articles.economictimes.indiatimes.com/2012-05-08/news/31626677_1_private-sector-fee-hike-higher-education

    কয়েক মণ তেল পুড়ুক, রাধা নাচুক তার পরে নাহয় ভারতে উচ্চশিক্ষায় প্রাইভেট সেক্টরের ভূমিকা নিয়ে আলোচনা করা যাবে!!
  • d | 144.159.168.72 | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:০৫703894
  • এটা এখানেই দিয়ে রাখি

  • @ PT | 71.12.40.177 | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:০৯703896
  • বেশ ! "৫০ বছর" এ "কয়েক মণ তেল পুড়ে রাধা নাচবে"... কিন্তু আপনি কি ভাবে conclusion এ পৌছালেন যে "প্রইভেট ইউনি খুলে সর্বনাশের পথে এক ধাপ এগোনো হোলো" !!??
  • @ PT | 192.75.45.225 | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:১৫703897
  • প্রাইভেটাজেশন মানেই সব কিছু খারাপ, এই চিন্তা-ভাব্না থেকে বেরোনোর সময় হয়েছে
  • PT | 213.110.242.6 | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৪৭703898
  • পব-র প্রাইভেট ইউনির তালিকায় কি কি পড়ানো হয় না সেটা দেখলেই বুঝবেন যে সর্বনাশের পথটা কি। তার জন্যে ৫০ বছর বা রাধা নাচার অপেক্ষায় থাকার কোন প্রয়োজন নেই।
    আর "প্রাইভেটাজেশন মানেই সব কিছু খারাপ" এমত জ্ঞানগর্ভ আকাশবাণী আমি করেছি বলে মনে করতে পারছি না।
  • bip | 81.244.130.85 | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৫০703899
  • - মমতাকে আমরা এই জন্যে এনেছিলাম?

    আমার এই প্রবাসী দাদাটিও আই আই টি খরগপুরের প্রাত্তনী-সিপিএম পরিবারের সন্তান এবং এখন কমিনিউস্ট বিরোধি- বিজেপি পন্থী-তবে গোমাতা গোমূত্র মাইনাস।

    আমি বললাম, দেখ, তুমিও ওদেশের নাগরিক না-আমিও না-যারা মমতাকে সমর্থন করে এনেছিল তাদেরকেই ভাবতে দাও।

    শুধু এটুকু বলতে পারি। গত দুবছরে বন্ধের জন্য একটা ও কাজের নষ্ট হয় নি যেটা আমার ব্যবসার জন্য দরকার ভীষন। কারন, স্ট্রাইকের জন্য, কাজ হচ্ছে না-এটা ক্লায়েন্টকে বলা যায় না। যদি আমার ভোটাধিকার থাকত-তাহলে মমতাকেই এবার ভোট দিতাম-কারন ব্যবসায়িক স্বার্থ। সিপিএমের সূর্য্যকান্ত এবং বুদ্ধবাবু-দুজনেই আমার পছন্দের লোক। কিন্ত তাদের মাথার ওপরে আছেন ইয়েচুরী। দিল্লীর পলিটবুরো কখনোই পশ্চিম বঙ্গের স্বার্থ ভাবে নি-ফলে বুদ্ধবাবু চাইলেও বন্ধ কালচার বন্ধ করতে পারেন নি। পারেন নি ইউএস-ইন্ডিয়া নিউক্লিয়ার ডিলের বিরুদ্ধে প্রকাশ কারাতের ছায়াযুদ্ধ আটকাতে-যাতে পশ্চিম বঙ্গ এবং সিপিএম পার্টি দুটোর স্বার্থেরই ক্ষতি হয়েছে অসীম। যারা নিজেদের ভাল বোঝে না, তারা জনগণের ভাল বুঝবে-এটা মানা যায় না। বন্ধ এবং কর্মহীনতার সংস্কৃতি কাটিয়ে একটু একটু করে কোলকাতা উঠছে- সিপিএম এলে আবার সব যাবে।

    দাদাটি অট্টহাস্য করে উঠলেন ।
    -বলো কি মমতা এবং শিল্প? আনন্দবাজার পড় না? দেখছ না পশ্চিম বঙ্গে কোন শিল্পই আসে নি মমতার আমলে

    আমি বললাম -আনন্দবাজারের মাধ্যমে মমতা এবং পশ্চিম বঙ্গ বুঝলে মুশকিল আছে।

    চৌত্রিশ বছরে সিপিএম যে শিল্প এবং শিল্পপতি বিরোধি পরিবেশ গড়ে তুলেছে, তা মমতার পক্ষে চার বছরে রিপেয়ার করা সম্ভব-আমি বিশ্বাস করি না। কেন আসবে শিল্প কোলকাতায়? কোন আধুনিক মেশিন শপ নেই, মোল্ডার নেই, ভাল পিসিবি ম্যানুফ্যাকচার নেই-এখানে ম্যানুফ্যাকচারিং করা খুব কঠিন। সবাই অন্যত্র চলে গেছে। স্কিলড, ট্যালেন্ডেড বাঙালীরা অন্যরাজ্যে । আনন্দবাজার পড়ে তারা বঙ্গাতঙ্কে ভোগে। কেউ ফিরতে চাইছে না। কি ভাবে হবে শিল্প? টাকা ঢাললেই ত শিল্প হয় না-ইকোসিস্টেম লাগে। সেটাইত লাল আমলে ধ্বংশ সম্পূর্ন। কে আসবে এখন?

    আমি প্রতিটা দিন এইসব সমস্যা ফেস করি। এর কোনটার জন্য মমতা দায়ী? আমাদের ভীষন অসুবিধা হয়-প্রতিটা পার্টস এবং পিসিবি অন্যরাজ্য থেকে বানাতে হয়। ফলে এই রাজ্যে শুরু করে অন্যরাজ্যে চলে গেছে অনেক ছোট ছোট কোম্পানী। কিন্ত এর জন্যে কি মমতা দায়ী?

    মমতা কি করতে পারতেন? কোলকাতাকে বসবাসযোগ্য করে তোলার চেষ্টা করতে পারতেন। করছেন ও। শিল্পের ইকোসিস্টেম বানানোর চেষ্টা করতে পারতেন। সে চেষ্টা করেছেন। কিন্ত শিল্পই নেই-ত হবে টা কি?

    আমি প্রবাসী বাঙালীদের বলবো শিল্প হচ্ছে না-সব দোষ মমতার- এমন বলে লাভ নেই কারো। প্রবাসে আপনারা অনেকেই ভাল কামিয়েছেন। পশ্চিম বঙ্গে অন্তত দশ লাখ টাকা ইনভেস্ট করে ছোট একটা আউটসোর্সিং ইউনিট করুন। আপনার নিজের ডিসিপ্লিনে। কোলকাতার লেবার এখনো সস্তা। ছোট করেই শুরু করে বাংলার দুটো লোককে চাকরি দিন নিজের লাইনে। সব কিছু মমতা ব্যানার্জি করে দেবে-এমন আবদার করলে কি করে হবে? আপনার দ্বায়িত্ব পালন করুন। আমি এটা বলতে পারি, আর যাইহোক মমতা জমানায় স্ট্রাইকের কারনে আপনার ইউনিট বন্ধ হবে না। তবে সিপিএম ক্ষমতায় এলে অবশ্য সে গ্যারান্টি নেই।
  • cm | 127.247.96.125 | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৫৭703900
  • দুবছরে কাজের দিন নষ্ট হয়নি কারণ মমতা বিরোধী নেত্রী নন তাই।
  • cm | 127.247.96.125 | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৫৭703901
  • বুদ্ধির বহর না দেখালেই নয়?
  • S | 108.127.145.201 | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:০৪703902
  • আমেরিকাতে প্রধানতঃ তিন ধরনের ইউনি আছে। সরকারী (এর মধ্যেও অনেক রকম হয় - ল্যান্ড গ্রান্ট ইত্যাদি), প্রাইভেট নট ফর প্রফিট, আর প্রইভেট ফর প্রফিট।

    উপরে যেসকল নামি দামি ইউনিভার্সিটির নাম করা হয়েছে, তারা সব্বাই ২ন্দ গ্রুপে পরে। ইনফ্যক্ট প্রথম ২০-৩০ টির মধ্যে বেশিরভাগই ঐ গ্রুপের। কিন্তু এই সকল ইউনিভার্সিটির সব থেকে বড় সাপোর্ট আসে এদের নিজস্ব এনডাউমেন্ট থেকে। এই ফান্ড গুলো বিশাল।

    @বিপদা, ইয়েচুরি এখন অনেকটা মডারেট হয়েছে। কিন্তু আপনি ঠিকই বলেছেন আরো অন্য এলিমেন্টস আছে। এই বন্ধ ব্যাপারটা আমার কোনো কালেই পছন্দ নয় - আজকের দিনের জন্যে একেবারেই উপযুগি নয় (কোনোকালে ছিলো কিনা বলতে পারবোনা)। কোনো কাজের কাজ হয়্না, উল্টে অনেক কাজ পন্ড করে।
  • বলে কী | 192.69.250.130 | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:০৬703903
  • মমতার আমলে বনধ হয় নি?
  • আর সরকারী ছুটি? | 85.137.4.219 | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:০৯703904
  • তাই নিয়ে কিছু বলার নেই?
  • PT | 213.110.246.25 | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:১২703905
  • "গত দুবছরে বন্ধের জন্য একটা ও কাজের নষ্ট হয় নি"
    কিন্তু সেই নষ্ট না হওয়া দিনগুলোতে কোন কাজের কাজটা হল?

    "আমি এটা বলতে পারি, আর যাইহোক মমতা জমানায় স্ট্রাইকের কারনে আপনার ইউনিট বন্ধ হবে না।"
    জেসপ আর ডানলপ কতবার খুলল আর বন্ধ হল এই কাজের দিন নষ্ট না হওয়ার বাজারে? চা বাগানের কি খবর? কতগুলো শ্রমিক অনাহারে অর্ধাহরে মরল নষ্ট না হওয়া কাজের দিনগুলোতে?
    কিছু শিল্পের ইউনিট অবশ্যই খোলা-এক্কেবারে কাছাখোলা। মার্বেল মিস্ত্রি থেকে ১৯০ কোটি ব্যবসার মালিক.............তারপরে পেটে বুলেট ও অক্কা। এই শিল্পের রমরমায় মানুষের মাথায় হাত এখন।
  • T | 24.100.134.166 | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:১৭703907
  • 'পিসিবি ম্যানুফ্যাকচারিং' প্রসঙ্গে ভারতের বেশীরভাগ ইন্ডাস্ট্রী এসব এখন তাইওয়ান কি চীনে কোম্পানীকে বরাত দিয়ে দেয়। প্রায় ওয়ানফোর্থ খরচ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন