এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ছাত্র রাজনীতিতে পলিটিক্যাল পার্টির লেজুরদের অনুপ্রবেশ বন্ধ হৌক

    bip
    অন্যান্য | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ | ৪৫৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিপ | 81.244.130.85 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ০৬:৪৩704175
  • জেনইউকে কেন্দ্রকরে যে সমস্যাটা আবার উঠে আসছে- এই ভাবে ছাত্র রাজনীতি চালিয়ে একটা বিশ্ববিদ্যালয়ের কি লাভ হচ্ছে? সবথেকে বড় কথা ছাত্ররা শিক্ষা নিয়ে রাজনীতি না করে, হঠাৎ অতিবাম ইস্যুগুলি নিয়েই ক্ষেপে উঠল কেন?

    ভারতের রাজনীতিতে আমি দুজনকে বেশ শ্রদ্ধা করি-এবং মনে করি-এরা ভারতকে অনেক কিছু দিতে পারেন। প্রথম জন কেজরিওয়াল, দ্বিতীয় জন মনোহর পারিকর। মনোহর পারিকরের রাজনৈতিক আদর্শের সাথে ( উনি আর এস এস প্রচারক ছিলেন) আমি সহমত নই-কিন্ত এই ভদ্রলোক যথেষ্ট ভদ্র এবং নম্র-এবং মোটামুটি বোঝা যায় মাটিতে পা রেখে কাজের চেষ্টা চালান-অন্যন্য সঙঘীদের মতন হাম্বা করার অভ্যেস নেই। কাজের লোক এই জন্য বলছি-ডিফেন্স ম্যানুফ্যাকচারিং এর অনেক কিছুই ভারতে বানানোর একটা রোডমাপ উনি দিতে পেরেছেন। যা কংগ্রেসের আমলে দিল্লীর রাশিয়ান দালালদের চক্করে কিছুই এগোয় নি।

    কেজরিওয়ালকে নিয়ে কিছু বলার নেই- আমি মনে করি ভারতে এই মুহুর্তে কেজরিওয়ালই ভরসা। কারন একমাত্র উনারই কোন হিন্দুত্ব বা কমিনিউজমের এজেন্ডা নেই-নিখাদ ভারতের প্রতি ভালোবাসা আছে। জনগনের দুঃখ লাঘব করার সৎ আকাঙ্খা আছে। এবং সব থেকে বড় কথা -মাথায় বুদ্ধি আছে। ভুল উনি অনেক করেছেন-কিন্ত মাথায় বুদ্ধি থাকার জন্য শুধরেও নিয়েছেন দ্রুত। আমি অবশ্যই আশা রাখি, কেজরিওয়াল কোনদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন।

    এদের মধ্যে কেজরিওয়াল আই আই টি খরগপুরের, পানিকার আই আই টি মুম্বাই এর। আই আই টিতে ছাত্র রাজনীতি আছে-কিন্ত সেখানে ভারতের পার্টিগুলির প্রবেশ নেই। এত ছাত্র রাজনীতি করে তাহলে জেন এন ইউ ভারতকে কোন ধরনের নেতা উপহার দিল ? যদি ধরেই নিই ছাত্রদের রাজনীতি করার দরকার আছে- দেশের রাজনৈতিক নেতা তুলে আনতে -তাহলে ভারতের রাজনীতিতে জেন এন ইউ এর অবদান, সিতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত। প্রথম জন চেসেস্কু এবং কিম জং কত বড় কমিনিউস্ট ছিলেন তা প্রমান করতে পিপলস ডেমোক্রেসির পাতায় দস্তার পর দিস্তা লিখেছেন। দ্বিতীয় জন দ্বায়িত্ব নিয়ে ভারতের বাম রাজনীতিকে কবরে পাঠিয়েছেন। যেখানে কেজরি-মাত্র একবছরের মধ্যে একটা পার্টি তৈরী করে দিল্লীতে বিজেপি এবং কংগ্রেসকে সাইনবোর্ড বানিয়েছে।
    এইত হচ্ছে জেনিইউ বনাম আই আই টি থেকে তৈরী রাজনীতিবিদদের পার্থক্য!!! সিতারাম ইয়েচুরী এবং প্রকাশ কারাত যদি জেন এন ইউ এর রাজনৈতিক নেতা তৈরীর উদাহরন হয়-আমি এটাই বলব, জেন ইউ কে যে সাবসিডি দেওয়া হয়, তা যোগমায়া কলেজকে দেওয়া হৌক। তারা তাও একপিস মমতা দেখাতে পারবে।

    ইনফ্যাক্ট ভারতের বামরাজনীতির এই দুর্দশার জন্য জেন এন ইউ সর্বাধিক দায়ী। কারন ওখানে গিয়ে বাম মনোভাবা সম্পন্ন ছেলে মেয়েরা রেজিমেন্টেড বাম হয়ে যাচ্ছে- মুক্তমনের , ক্রিটিক্যাল মাইন্ডের অধিকারি হতে পারছে না। ফলে সেই বাতিল লেনিন নিয়ে লুলুবাবু হয়ে বাকী জীবন কাটাচ্ছে। এতে দেশের বা দেশের বামপন্থার কোনটারই কিছু লাভ হচ্ছে না। বামপন্থায় যে আলটারনেটিভ চিন্তা দরকার -দেশের মাটির সাথে সম্পৃক্ত একটি বাম ধারার দরকার-তার কোন কিছুইত জেন এন ইউ দিতে পারে নি। তাহলে তারা কিসের বাম ইন্টেলেকচুয়াল ? আমি মনে করি তারা ইউজলেস জাঙ্ক। পাতি মেয়ে পটানোর জন্য, একটু মিডিয়া লাইট খাওয়ার জন্য ক্যাম্পাস রাজনীতি করে।

    বিশ্ববিদ্যালয়ে পার্টির রাজনীতি ঢুকিয়ে রাজনৈতিক নেতা তৈরী করা যায় না। কেজরিওয়াল, নীতিশ কেউই সেই অর্থে ছাত্রনেতা ছিলেন না। এবং এই দুজনই বর্তমানে ভারতের সেরা দুই মুখ্যমন্ত্রী।

    পাশাপাশি জেন এন ইউএর বাম নেতাদের মুক্তির দাবি জানাচ্ছি। বিজেপি যদি এইসব খাঁচার তোতাপাখিদের ও ভয় পায়, বুঝতে হবে, বিজেপির ভিত বলে কিছু নেই-শুধু কাদার ওপরে মাচা বাঁধা। বিশেষত এইসব বামতোতারা যখন দেশের সংবিধানের প্রতি আস্থা রেখেছেন এবং দেশ বিরোধি শ্লোগানের বিরোধিতা করেছেন, তাদের জেলে আটকে রাখা গণতন্ত্রের জন্য কলঙ্ক। এবং যেখানে বাক স্বাধীনতা নেই, সেখানে গণতন্ত্র নেই। ইনফ্যাক্ট তারা দেশ বিরোধি শ্লোগান দিলেও-তাদের ওইভাবে জেলে আটকানো যায় না। কারন আইডিয়াকে আইডিয়া দিয়েই আটকাতে হয়-পুলিশ দিয়ে আইডিওলজি আটকানো যায় না। আমি জানি ভারতের রেজিমেন্টেড বামেরাও বিজেপির মতনই রাজনৈতিক দিক দিয়ে অসহিষ্ণু-কিন্ত কান্টিয়ান লজিক মেনে-এটাই বলা যাক, গণতন্ত্রে বাকস্বাধীনতার শর্ত আনকন্ডিশনাল। বামছাত্র নেতারা লেনিনের মতন ঘৃন্য একজন বাক স্বাধীনতা বিরোধি, খুনী নেতার পূজারী-এসব ঠিক ই । কিন্ত তারা বাক স্বাধীনতার বিরোধি রাজনীতির ধারক বাহক বলে, তাদের বাক স্বাধীনতার অধিকার নেই-এটাও লজিক হতে পারে না।
  • সিরিয়াসলি | 132.177.254.231 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ০৭:৩১704196
  • বিপ, খিল্লি ভালো, গাম্বাটপনাও ভালো। কিন্তু সবসময়ে সব পরিস্থিতিতে ভালো লাগে না এসব। চুপ করে থাকলে কি মুখ চুলকোয়?
  • . | 208.7.62.204 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:১৮704207
  • @"কারন একমাত্র উনারই কোন হিন্দুত্ব বা কমিনিউজমের এজেন্ডা নেই-নিখাদ ভারতের প্রতি ভালোবাসা আছে"!! বড়ো ভুল করে ফেলেছেন। জানেন না, দেশের প্রতি ভালোবাসা আর দেশপ্রেম দেখানো ভারি অন্যায়? লেফটিরা দেশটাকেই তুলে দেবার তোড়জোড় করছে তো দেশের প্রতি ভালোবাসা! এজন্যেই আপনার কিস্যু হোল না।
  • দেশপ্রেমীকে | 132.177.254.231 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:২৯704218
  • মঙ্গল হোক, মঙ্গল হোক।
  • ক বাবু | 116.51.136.225 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:১৬704229
  • বিপের সঙ্গে একমত যে ছাত্র রাজনীতি হোক ছাত্রদের স্বার্থে, ইন্সটিটিউটের স্বার্থে। কোনো রাজনৈতিক দলের লেজুড় হয়ে নয় বা তাদের হাতে ব্যবহৃত হয়ে নয়।
  • নিষ্পাপ প্রশ্ন | 132.177.254.231 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:২০704240
  • কেন??
  • blank | 11.39.36.29 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ১০:২২704251
  • ছাত্র রাজনীতি কেমন হবে সেটাও ঠিক করে দেবে এই জেঠু রা। আবার তার মডেল হবে আইআইটি। সত্যি মাইরি - কে দেয়!!
  • PT | 213.110.243.22 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৩৭704273
  • "As for JNU, it is time the government asked students to pay the full cost of education;"
    ভাল প্রস্তাব কিন্তু তাহলে তারপরে ছাত্ররা কি "extreme views or an archaic Left" নিয়ে চর্চা করতে পারবে?
  • T | 165.69.182.209 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪২704176
  • আরেকটি বালের আর্টিকল।
  • উফ | 132.177.254.231 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৩৮704187
  • মোহনদাস পাই লিখেছেন এটা? পড়ে তো মনে হল পার্সোনাল খার মিটিয়েছেন। অবিশ্যি ওই আর কি, একদা ইনফির এইচার হেড, পরে বোর্ড অফ ডিরেক্টর্সের সদস্য হলেই যে দেশপ্রেমী হবেন না এমনটা তো কোথাও বলা নেই। অন্য টইতে অভি কথিত বক্তব্যের ইকো করা যায় - শিক্ষিত দেশপ্রেমী অনেক বেশি বিপজ্জনক। :)
  • ranjan roy | 24.99.232.10 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৩৯704188
  • আমি বিপএর আইআইটি মারানো বিশ্লেষণকে যুক্তিযুক্ত মনে করছি না। কিন্তু নীচের বক্তব্যের সঙ্গে একমতঃ
    "বিশেষত এইসব বামতোতারা যখন দেশের সংবিধানের প্রতি আস্থা রেখেছেন এবং দেশ বিরোধি শ্লোগানের বিরোধিতা করেছেন, তাদের জেলে আটকে রাখা গণতন্ত্রের জন্য কলঙ্ক। এবং যেখানে বাক স্বাধীনতা নেই, সেখানে গণতন্ত্র নেই। ইনফ্যাক্ট তারা দেশ বিরোধি শ্লোগান দিলেও-তাদের ওইভাবে জেলে আটকানো যায় না। কারন আইডিয়াকে আইডিয়া দিয়েই আটকাতে হয়-পুলিশ দিয়ে আইডিওলজি আটকানো যায় না। "
    -- ফুটকি কি বিপের ওই বক্তব্য দেখতে পান নি?
  • Bratin | 74.233.173.193 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৩৩704189
  • ছাত্র আন্দোলনের এক্তিয়ার ঠিক কত খানি?

    কোন আন্দোলন কে মান্যতা দিয়ে গিয়ে দেশ বিরোধী স্লোগান দেওয়া যায়?

    যদি যায়, তাহলে যা করেছে বিজেপি ১০০% ঠিক করেছে।
  • এই আর অ্যাক | 132.177.254.231 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৩৪704190
  • এলেন। স্যার, একটু পড়াশোনা করে এলে কি খুব সময় নষ্ট হয়ে যেত?
  • avi | 113.252.164.43 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৫১704191
  • পড়াশোনা করা চাপ। কাল ফেবুতে দেখলাম কলকাতার এক স্বনামধন্য সাইকিয়াট্রিস্ট লিখলেন, ছাত্রদের এরকম দেশবিরোধী স্লোগান অন্য কোনো দেশে, আমেরিকা, এমনকি বিপ্লবের আঁতুড়ঘর ফ্রান্সেও বরদাস্ত করা হত না, কখনো হয় নি ইত্যাদি। কি বলব? ১৯৬৮, সরবোন বিশ্ববিদ্যালয়, সার্ত্র, দ্য গল, পম্পিদু - যেকোনো একটা নিয়ে পড়াশোনা করলে পারতেন, অন্তত ফ্রান্সের নামটা না নিলেও পারতেন। ঃ)
  • d | 144.159.168.72 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৫৫704192
  • দেশবিরোধী শ্লোগানগুলো তো বিজেপীর ছাত্র ইউনিয়ানের ছেলেরা দিয়েছে।
    ১০০% ঠিক করেছে যখন, বাকীদেরও দিতে মানা নেই তাহলে। যাক! নিশ্চিন্ত হওয়া গেল।
  • avi | 113.252.164.43 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:১১704193
  • d, উঁহু, পার্থক্য হ্যাজ। অভাবিপ করলে সেটা ফর গ্রেটার গুড, অন্যে করলে দেশদ্রোহিতা। একটা গপ্পো বলি।
    সেদিন আমার এক কলিগ চৌরঙ্গীতে বিয়ারে চুমুক দিতে দিতে এক প্রস্তাব দিলেন। তিনি নিজে নিয়মিত ফেসবুকে দেশপ্রেমী রকমারি পোস্ট শেয়ার করে থাকেন দীর্ঘদিন ধরে। তো তাঁর সাম্প্রতিকতম ভ্যলেন্টাইন ও ভগত সিং সম্পর্কিত পোস্টের তলায় বিনীত আপত্তি জানিয়েছিলাম, তাতেই তাঁর সাথে 'রাজনৈতিক' আলাপ। যাই হোক, প্রস্তাব দিলেন আমি যদি সচেতন নাগরিক হই, তাহলে তাঁদের অনলাইন ক্যাম্পেনে যোগ দিতে পারি, অফলাইনেও আসা যায়, আমার যা পছন্দ। বললাম, এত তথ্যগত শিশুসুলভ ভুল প্রচার করা তো যাবে না, উল্টে হয়তো খিল্লি করবো, আমাকে না নেওয়াই ভালো। এতে তিনি জানালেন, আমরাও বুঝি কিছু জায়গায় হয়তো ভুল তথ্য দেওয়া হয়েছে তাড়াহুড়োয়, কিন্তু ফর গ্রেটার গুড এটা দরকার। ঃ) ঃ)
  • নন্দকিশোর মুন্সী | 125.112.74.130 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:১২704194
  • ক্লাসনোটস (পড়া করতে সুবিধা হবে) -

    Indian Express: "They want to peddle a patriotism whose condition of possibility is the wiping out of all thought. It is important not to confuse several issues. Some of the students may have been deeply misguided in the beliefs they hold. But a university is the space to debate them: yes, even the hanging of Afzal Guru. But nothing they said amounts to a definition of illegality that should befit a liberal democracy. As a society, we are also losing sight of a basic distinction: the threshold of justification required for using the coercive power of the state is not satisfied merely because someone disagrees. In fact, the critique of what the students were doing has been vitiated because it has resorted to force. It is also important to remember that what is at issue here is not the definition of patriotism, or who is or is not anti-national. Large sections of the media and intelligentsia are gullibly letting the question of nationalism frame the terms of debate. So, even at the risk of hyperbole, it is a moment to assert that being anti-national is not a crime. Indeed, if the definition of nationalism is narrow and pinched-up, if it does not brook serious criticism, if it is aligned with tyranny, if it trades on an anti-intellectual ignorance, and its purpose is to unleash a frenzy of destructive passion, then being anti-national might even be an obligation. Make no mistake: the purpose of such a use of state power is to put all defenders of liberty, all radical critics of the state, on the defensive. Its purpose is to make traitors of all of us. - See more at:

    http://goo.gl/qIU5hH

    Hindustan Times: "No one in the party seems to have given a thought to the optics of arresting Kumar, the son of an anganwadi worker who earns Rs. 3,000 a month. Have the ABVP leaders who are evidently able to force the hand of Cabinet ministers even done a background check on Kumar? Barely weeks after it was perceived as abetting a talented Dalit scholar’s suicide, the BJP and its government is now arresting the son of a paralysed farmer on dubious charges. The BJP seems to have no idea how many social forces it is lining up against itself in the course of the culture wars it is waging across the country."

    http://goo.gl/4P2rCA

    The Telegraph: "A day before he was arrested, Kanhaiya Kumar, the JNU students union's president, made a speech in the populist tradition of the Left in which he scorned the notion of taking lessons in patriotism from the RSS. He invoked a generous patriotism grounded in the Constitution, based on the teachings of Ambedkar and committed to the defence of India's real majority, the poor.

    Kanhaiya is a PhD student. His home is Begusarai, in Bihar. His father is a partly paralyzed peasant, his mother is an anganwadi worker who earns Rs 4,000 a month. This is the poor, politically engaged young man that Rajnath Singh and Smriti Irani want us believe is India's Public Enemy No 1. As I write, the deputy commissioner of police (South) has recommended that his case be handed over to the Delhi Police's Anti-Terrorism Squad. An elected student leader has been charged with sedition and might be given over to the tender mercies of a notorious ATS because sloganeering students outraged nationalist sensibilities? Have we all gone mad?"

    http://goo.gl/Mefpmq

    The Hindu: "Elsewhere, the ABVP has filed police complaints on ‘hurting of religious sentiments’ when a hostel warden cautioned against the holding of a ‘havan’ inside a small hostel room, as a fire hazard (JNU); physically threatened the president of the Students’ Union, but her letters of complaint to the MHRD have been ignored (Allahabad University); and in campuses across the country, violently disrupted or tried to disrupt the screening of Muzaffarnagar Baaqi Hai, the documentary by Nakul Sawhney that clearly shows the culpability of Hindutva-wadi organisations in the communal violence in Muzaffarnagar. The ABVP has also physically attacked organisers of militantly Dalit ‘Beef Festivals’ in campuses in States where cow slaughter is not illegal."

    http://goo.gl/zTzwnq

    Firstpost: "Nobody knows why Kanhaiya is in jail? Did he shout the alleged anti-India slogans at the protest meet, did he eulogise Pakistan or call for a war-until-barbadi against the Indian state? What exactly was his fault apart from defeating the ABVP candidate by a huge margin in the varsity polls or blasting the RSS?
    You can make up your mind on Kahaiya by listening to his speech
    The only plausible reason behind Kanhaiya's arrest is this: He has been punished to satisfy the collective conscience of the Akhil Bharatiya Vidyarthi Parishad (ABVP) and its ideological mentors and protectors. Yet, those who protest this irrational, disproportionate crackdown are labelled anti-nationals."

    http://goo.gl/in7OLF

    জাগো বাংলা এই নিয়ে কিছু বলেছে বলে শোনা যায়নি, তাই সেইটা দেওয়া গেলো না :-p
  • Rit | 213.110.243.21 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:২৬704195
  • কেজরী বা পারিক্করের রাজনৈতিক উত্থানে আই আই টি র খুব একটা অবদান আছে বলে মনে হয় না।
  • উফ | 132.177.254.231 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৩৩704197
  • অজ্জিত পারেও বটে, এত লেবার, এত মেহনত দিয়ে ক্লাসনোট তৈরি করেছে। অবশ্য ক্লাসনোটের চেয়ে ফুটনোটটা বেশি সুইট লেগেছে :)

    খিল্লি করো না, খিল্লি করতে কে মানা করেছে?
  • নন্দকিশোর মুন্সী | 117.167.108.63 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৫৯704198
  • আরে ধুর, নোটটা তো পুরন্দর ভাটের ফেবু পোস্ট থেকে টোকা।
  • s | 117.77.87.19 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৩১704199
  • একদিকে হাজার হাজার ধৃতরাষ্ট্র। অন্যদিকে লক্ষ লক্ষ গান্ধারী। :(
  • Bratin | 74.233.173.198 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৪৮704201
  • অরি ধন্যবাদ।

    পড়ছি
  • Bratin | 74.233.173.193 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৪৮704200
  • সিকি, তুমি গুরু র মরাল গার্জেন গিরি করা টা এই বার বন্ধ করো।অনেক হল তো।

    আমি পড়ে কমেন্ট করবো কিংবা না করে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার।
    কেমন?

    আশা করি কথা টা মনে থাকবে।
  • উত্তর | 132.177.254.231 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৫৫704202
  • সিকিও কারুর বলদামি নিয়ে খিল্লি করবে কিনা, সেটা সিকির নিজস্ব ব্যক্তিগত ব্যাপার।

    ক্লিয়ার?
  • Bratin | 74.233.173.203 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ০০:০৬704203
  • আমাকে ছাড়া পৃথিবীর ( এন -১)
    জন কে জ্ঞান দিলে আমার কোন আপত্তি নেই।

    কিন্তু আমাকে জ্ঞান না দিলে ও চলবে।

    ব্রতীন দাসের এখনো এত দুরবস্থা হয়নি যে তাকে শমীক মুখার্জী র থেকে 'কোন" বিষয় শিখতে হবে।

    ক্লিয়ার??
  • potke | 126.202.22.63 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ০০:২৩704205
  • " শমীক মুখার্জী" কে?
  • potke | 126.202.22.63 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৩২704206
  • এই দুম করে নাম লিখে দেয়া এটা বেসিক ডেকোরাম এর বিরূদ্ধে। কম্প্লিট ওয়েস্ট অফ মাই টাইম, কিন্তু না লিখে পারলাম না!!
  • PP | 86.175.75.119 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৪:৫১704208
  • মরাল গার্জেন গিরি করা টা কি বেসিক ডেকোরাম এর বিরূদ্ধে নয়? অবশ্য গুরু ডাবল স্ট্যান্ডার্দ মেন্টেন কোরলে সেটা আলাদা ব্যাপার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন