এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ছাত্র রাজনীতিতে পলিটিক্যাল পার্টির লেজুরদের অনুপ্রবেশ বন্ধ হৌক

    bip
    অন্যান্য | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ | ৪৫৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ফাগোল? | 132.177.254.231 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:২৭704209
  • সিকি বড়জোর খিল্লি করে। অপাত্রে জ্ঞানদান করে না। গর্বিত হিন্দুদের তো আরোই না।

    গুরুর তেমন কোনও লিখিত ডেকোরাম আছে বলে জানা নেই। লোকে কিছুমিছু মেনে চলে আর কি। মরাল গার্জেনগিরি একেবারেই কেউ করে না। সিকির বয়ে গেছে ব-এর ওপর গার্জেনি ফলাতে। এই ধরণের ডিসকোর্সে পড়া করে না এসে গাঁ গাঁ করে আনতাবড়ি চেঁচালে বড়জোর পড়া করে আসার অনুরোধ করতে পারে। এর মধ্যে মরাল কোথায় আর গার্জেনিই বা কোদ্দিয়ে আসে?
  • নন্দকিশোর মুন্সী | 195.26.180.166 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৩১704210
  • উফ্‌, পোটকে এট অলঃ

    "নেই তাই পাচ্ছ
    থাকলে কোথায় পেতে?
    কহেন কবি কালিদাস
    পথে যেতে যেতে।"
  • lcm | 83.162.22.190 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৩৫704211
  • খাইসে! গুরুতে আসতে গেলে পড়া করে আসতে হবে, হেক্কেবারে গুরুকুল বানায়ে দিল।
  • Bratin | 11.39.137.102 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৪২704212
  • গুরু র কিছু কিছু লোক আছে তারা হঠাৎ হঠাৎ ভোকাল হয়ে উথে।আই লাইক ইট ভেরি মাচ। ঃ))
  • Bratin | 11.39.137.102 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৪৪704213
  • বেশ করেছি না পড়ে লতে লিখেছি।

    ভবিষ্যতে আরো যতবার ইচ্ছা লিখবো।
  • গুরু, cool | 132.177.254.231 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৪৮704214
  • পড়া করে "আসতে হবে"টা এক ধরণের অর্ডার। এমন কথা কেউ কোথাও লেখে নি। আসার অনুরোধ জানানো হয়েছে মাত্র এবং সম-অনুপাতে খিল্লি করা হয়েছে। আর পড়া করে আসা-টা সিম্বলিক, গুরুর একটা জার্গন মাত্র - সেটা নিশ্চয়ই এলসিএমদাকে বলে দিতে হবে না। চারদিন ধরে, বাইরের মিডিয়া ছেড়ে দিলাম, শুধু গুরুর পাতায় এত লেখালিখি হচ্ছে, সেগুলো একটুও না দেখে সাতকাণ্ড রামায়ণের পরে হঠাৎ কারুর লেখা বা এই জাতীয় মন্তব্য (কোন আন্দোলন কে মান্যতা দিয়ে গিয়ে দেশ বিরোধী স্লোগান দেওয়া যায়? যদি যায়, তাহলে যা করেছে বিজেপি ১০০% ঠিক করেছে।) বেএশ খাপছাড়া লাগে। আর তাই নিয়ে "স্যার, পড়া করে আসুন" টাইপের খিল্লি ছাড়া আর কিছু মাথায় আসে না।

    আবারও কি সিলেক্টিভ ইগনোরেন্সের চাষ শুরু হচ্ছে?

    আর বোতিনবাবু যে খুব একটা ভেরি মাচ লাইক করছেন না, তা তাঁর মন্তব্য থেকেই বোঝা যাচ্ছে - সে তিনি যতই স্মাইলি দিন না কেন। অনেস্টলি, আই লাইক ইট ভেরি মাচ। এবার আর স্মাইলি দিলাম না।
  • Bratin | 74.233.173.198 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:০৭704215
  • নিজের নামে না লিখলে তো উত্তর দেওয়া তো মুশকিল।

    যেখানে গুরু র একটি মহান ব্যক্তি যিনি যে কোন বিষয়ে তাঁর বক্তব্য কে শেষ কথা বলে মনে করেন।আর সব থেকে মজার ব্যাপার হল এই মহান ব্যক্রির এ সব "ভাই" বা " গুণগ্রাহী" আছেন কোন এক অজ্ঞাত কারণে তাঁরা ও বেনামে লিখে থাকেন। কোন দুষ্ট লোক একে "সমাপাতন" হিসাবে ভাবতে ই পারেন। ঃ))

    অন্য প্রশ্নের উত্তরে গুরু তে লোকে জ্ঞান অর্জন করতে আসে বলে মনে হয় না। আসে সম মনস্ক কিছু লোকের ভাট মারতে। আমি অন্ততঃ তাই করতে আসি।

    ২) সারাক্ষণ ফেসবুক গুরু তে ভাট বকে এবং পড়ে জ্ঞান অর্জনের ইচ্ছা এবং সময় কোন টাই আমার নেই

    ডাজ দ্যাট অ্যানসার ইউর কোয়েশ্চেন ?
  • নন্দকিশোর মুন্সী | 195.26.182.42 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:০৯704216
  • প্রথমটা একেবারেই ইরেলিভ্যান্ট।
  • লেপ্পচা | 132.177.254.231 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:১২704217
  • সাধে কি বলদামি বলা হয়?

    কোশ্চেন কে করল এখানে যে ইংরেজিতে ডাজ দ্যাট অ্যানসার দিয়ে শেষ করতে হয়? নাকি ওটা মুদ্রাদোষ?

    ফেসবুক গুরু মানে কী? গুরুর ফেসবুক গ্রুপ? স্যার, আবারও বলি, একটু পড়া করে এসে এইসব ভাট বকলে হয় না? মানে, রাগ হওয়া ভালো, হৃদরোগের চান্স কমে যায় না বেড়ে যায় - মোদ্দা কথা কী একটা যেন হয়, তাই বলে রাগের মাথায় যা খুশি তাই?

    না না, এবারেও কোনো "কোশ্চেন" করি নি, সুতরাং "ইউর" কোয়েশ্চেন "অ্যানসার" না করলেও চলবে। :)

    আই অ্যাম লাভিং ইট।
  • lcm | 83.162.22.190 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:১২704219
  • আগে পিছু কিছু না পড়ে, কোনো থ্রেডে যদি কেউ কিছু লেখে লিখুক না - কি এমন বিগ ডিল।
    আমি তো প্রায়ই এমন পোস্ট করি, সব পাতা পড়া হয়ে ওঠে না সবসময়।
  • বেশ তো | 132.177.254.231 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:১৫704222
  • খিল্লি করলেই বা কি এমন বিগ ডিল?
  • নন্দকিশোর মুন্সী | 151.0.12.143 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:১৫704221
  • হুঁ, সিগারেটের প্যাকেটে কীসব লেখা থাকে। কিন্তু তারপরেও যে খাবে তার দোষ :-p
  • Bratin | 74.233.173.198 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:১৫704220
  • তবে হ্যাঁ।

    গুরু র বিভিন্ন লোকের কাছ থেকে বহু জিনিস শিখে আমি সমৃদ্ধ হয়েছি।

    সেটা অবশ্য পড়াশুনা না করেই।ঃ))
  • Byaang | 233.238.174.254 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:১৬704223
  • আরে এ কেমন পুরুষতোষণ রে বাপু!!! শুধুই কি ভাই? দিদি-বোনরা কি নাই? তাদের বুঝি বেনামে লিখতে নেই? তবে তখন কিন্তু সমাপতন হবে। পাতন নয়।
  • lcm | 83.162.22.190 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:১৭704224
  • না মানে পড়া করে আসতে বলাটা - কেমন যেন, স্কুলের মাস্টারমশাই - এক্সামে পড়া করে আসে নি তাই বকাবকি, কেমন যেন একটু অথোরেটিটিভ।
  • Bratin | 74.233.173.198 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:২২704225
  • ফেসবুক গুরু মানে গুরু র ফেস বুক গ্রুপ আমার ও ঈ টুকু জানা অাছে স্যার সিকি।

    তুই যে কাউকে বলদ বলছিস। তুই নিজে কী "জিনিস" সেটা গুরু র ৮০-৮৫ % লোক জানে। তোর কী ধারনা তারা মুখ খোলে না বলে তারা সে ব্যাপার অবহিত নয়। ভেরি ভেরি রং অ্যাসামসন

    বলদ র উত্তরে তুই বলা হল।

    আপনার লেভেলে নীচে নামা বোধহয় হবে ও শিক্ষা টা আটকাবে।
  • lcm | 83.162.22.190 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:২৩704226
  • আর, কেউ যদি বিজেপি-কে ১০০% কেন, ২০০% ঠিক ও বলে, তাতেই বা কি হল । কত লোক তো এমন বলছে।
  • Abhyu | 106.32.177.222 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:২৬704227
  • যাঃ, মিশনের শিক্ষা কোথায় গেল?
  • ধুত্তেরি | 132.177.254.231 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:২৮704228
  • ঘেঁটে ঘ পুরো। এই তুই লিখছে, এই তুমি লিখছে, তার পরেই আপনি লিখছে।

    শোনেন বোতীনস্যার, যদ্দূর জানা আছে - সিকি গুরুর ফেসবুক গ্রুপে নেই প্রায় এক বছর হয়ে গেল। গত বছর ফেব্রুয়ারি মাসেই সে ওই গ্রুপ থেকে বেরিয়ে এসেছে, আর কখনওই সে গ্রুপে ঢোকে নি। সিকির কাছে গুরু মানে, স্রেফ গুরুচন্ডালি।

    এই জন্যেই বলি, পড়া করে এসে তারপরে ভাট বকুন। আপনি ফেবু গুরু গ্রুপে আছেন কিনা জানা নেই, থাকলে একটু মেম্বার লিস্টিটায় চোখ বুলিয়ে নেবেন। সিকি স্বনামে বা বেনামে, কোনও নামেই নেই সেখানে।

    আপনার তো আবার মিশনের শিক্ষা - সিকির লেভেলে না নামলেও চলবে।

    যাউগ্গিয়া, আর প্যাচাল পাড়বো না। সময়ের দাম আছে।
  • T | 165.69.186.32 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৩০704230
  • আমার মনে হ'ল না সিকি কিছু অথোরেটিটিভ বলেছে।

    দেখো ব্রতীনদা, তুমি যখন বলছ বিজেপি ১০০% ঠিক করেছে তাহলে আশা করা যেতে পারে যে সেটার পিছনে যুক্তি গ্রাহ্য কিছু বক্তব্য তুমি রাখবে। দেশবিরোধী শ্লোগান কোনটা এবং কেন আশা করি তুমি সেটার জবাব দিতে পারবে।
  • meghnad | 186.61.147.146 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৩৯704231
  • ব্রতীনকে দিয়ে কিছু করানোর নেই এখন, একটু মজাই হোক। সামনের বইমেলার আগে আবার দেখা যাবে।
  • lcm | 83.162.22.190 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৪১704232
  • এ কি রে ভাই, এ তো পুরো কোর্টরুম হয়ে গেল - জেরা চলছে। এত তারিখে এই সময়ে অমুক পোস্টে আপনি এই কয়েছেন - ব্যাখ্যা করুন।

    নাহ্‌! দুটো যে আলটপকা পোস্ট করব সে উবায় আর রাখল না।
  • T | 165.69.186.32 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৪৫704234
  • ওমা সেকী! আলটপকা পোস্ট তো করাই যায়। কিন্তু না বললে লোকে বুঝবে কি করে। ব্রতীনদা বলে দিক আলটপকা পোস্ট, কিছু জিজ্ঞাসা করব না।
  • lcm | 83.162.22.190 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৪৫704233
  • আজকাল কেউ বল ছাড়ে না, আগে লোকে আউট-স্টাম্পের বাইরে বল ছেড়ে দিত। শুধু তাই নয়, ছেড়ে দিয়ে ব্যাট তুলে খুব কেতা টেতা করত। এই টি২০ র যুগে এসে, কোনো ছাড়াছাড়ি নাই ।
    ক্ষমা পরম ধম্মো।
  • Ekak | 113.6.157.185 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৪৮704235
  • নাথুরাম এর স্মরণসভা হলে অসুবিধে কি ? আমি তো "নাথুরাম গডসে বলতয়" এর নাট্যাভিনয় দেখেছি। সেখানে আরও লোকজন ছিল ভিন্ন ভিন্ন রাজনীতির। কি কোনো ঝামেলি হয় নি তো :))
    রুনু গুহনীয়গী র স্মরণসভা হলেও কোনো আপত্তি নেই। বা ধরুন চার্লস টেগার্ট স্মরণসভা যদি হয়। কার কি ছেঁড়া যায় ? মুশকিল হবে তাদের যাদের কিনা রুনুর স্মরণসভা হবে বিশাল কিছু ছেঁড়া যায় কিন্তু আরেকজনের ক্ষেত্রে যায়না। তারা ভাবুক। মানুষ কে চেল্লাবার সুযোগ করে দিলে রিয়েল টাইম একটিভিটি কমে আসে। প্রচুর হই-হল্লা-বক্তৃতা-পবন্ধ এইসবে মাতিয়ে দিলে একটা ফলস সেন্স অফ পার্টিসিপেশন তৈরী হয়, যেটা ফিউস বাল্ব এর কাজ করে। আমেরিকা এটা অনেকটাই বোঝে। ভারতের সোসু রা বোঝেনা।
  • onyo toi te | 113.6.157.185 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৪৯704236
  • পোস্ট কল্লুম মনে হয় :|
  • lcm | 83.162.22.190 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৫০704237
  • খাইসে! আবার বলে দিতে হবে আলটপকা।
    টি তো চাপে ফেলে দিল।
    (#আলটপকা)
  • lcm | 83.162.22.190 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৫৩704239
  • আই লাইক একক'স পোস্ট। ক্পি দ্য স্পেস ওপেন, লেট এভরিওয়ান ফিল ফ্রি টু শেয়ার দেয়ার ওপিনিয়ন।

    কারোর বক্তব্যর বিরোধিতা করতে হলে অবশ্যও সেটা করো, কিন্তু বলদ টলদ লেবেল সাঁটিয়ে তার মুখ থামিয়ে দিও না। এটা ঠিক নয়।
  • Ekak | 113.6.157.185 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৫৩704238
  • #আলপটকা
    আরে বহুদিন পটকা ফাটাই না। এই করে অব্যেস ও চলে গ্যাচে। সিদিন এক বন্ধুর ছেলের সন্ঝে খান কয় তে দোমা-চৌ দোমা ফাতালুম শালা আবাজে নিজের ই কান ব্রীয়ক্ত লাগচিলো।
  • Ekak | 113.6.157.185 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৫৭704241
  • # আলপটকা
    হ্যা মুকে যা হবে হোক তক্কাতক্কি কল্লে স্ট্রেস কমে , নো ঝার্পিট।
    আরে আমার অবস্তা হয়েচে ভবদুলালের মতুন। জৈবনে বাড়ি থেকে বেরুতে গেলেই মা পিঠে হাথ রেখে কইতেন "কারো সঙ্গে মারামারি করো না " .....সেই হামার এখুন মারধর দেকলেই ভারী ক্লেশ হয় :|
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন