এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • স্বাস্থ্য / বিজ্ঞান সংক্রান্ত মিসলীডিঙ খবরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা

    একক
    অন্যান্য | ১৩ জুলাই ২০১৬ | ২৩৪৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ২১ জুলাই ২০১৬ ০৬:০৯717659
  • টিভিতে আর্থারাইটিস সারানোর জন্য কোন এক আয়ুর্বেদিক প্রিপারেশনের ঘণ্টা খানেক ধরে অ্যাড দেয়। তার মধ্যে কয়েক মিনিট বা সেকেণ্ড ইতি গজ করে ফ্ল্যাশ করে যে এসব আর্থারাইটিস সারাবে না, খালি ব্যথা কমাবে।
    এইটুকু বোধহয় আইনের হাতে পাকড়াও না হবার জ্জন্যে।
  • π | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ০০:১৩717660
  • আচ্ছা , এই তথ্যগুলো ঠিক ?
    http://www.banglaadda.com/lifestyle/lifestyledetail?lifestyleid=19

    ব্রাশের ব্যাপারটা যা জানতাম যে খালি আসিডিক খাবার টাবার, মানে ফল টলের বেলায় ঠিক। আসিডিক না থাকলে অসুবিধে কী ?

    বাকিগুলো নিয়েও কোশ্চেন হ্যাজ।

    ওদিকে ২৪ ঘণ্টায় অফবিট বলে একটা প্রোগ্রাম হয় রোজ সাতটায়। সেটা শুনলে মনে যাবতীয় জিনিস থেকেই অসুখ হবে। সেও আবার ডাক্তার টাক্তারদের এনে। সেদিন বললো মাইক্রূয়েভে খাওআর গরম করা কত বিপজ্জনক। এই খাবার সেই খাবার কম গরম বেশি গরম করতে করতে বেরোলো, সবই বিপজ্জনক। তারপর বেরোলো যাতেই গরম করা হোক না কেন, তাই।
    এদিকে এই নিয়ে খোঁজাখুজি করতে গিয়ে এরকম কোন স্টাডিই তো পেলাম না। ইঁদুর টিঁদুরকে নিয়ে কি এক্ষপির মেনশন শুনলাম, তাকে এরকম এক্স্ট্রাপোলেট করে মানুষের ব্যাপারে নিদান হাঁকছে কীকরে তাও না। মানে, এরকম হলেও সেতো অনেক বড় স্টাডি সাপেক্ষ !

    তবে ,ইদানিং যেকোনো মিডিয়াতে দেখছি, সবচে বেশি রমরমা এই লাইফস্টাইল বিভাগে। ই ভার্শনগুলোতে তো হঠাৎ করে বাড়লোই, এখন ইলেক্ট্রনিক মিডিয়াতেও আসছে। আগে ছিল খালি সানন্দা, বর্তমান টানে। কিন্তু সেগুলোতেও এত দুমদাম লিখে দেওয়া হত বলে মনে হয়না।

    যেকোন লেখা দিলে, তার প্রামাণ্য রেফারেন্স দেওয়ার অভ্যেস কবে শুরু হবে ?
  • π | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ০২:০৪717661
  • তবে আইনি ব্যবস্থারই কথা হলে তো এই নিয়ে করা উচিত। কোনো এভিডেন্স নেই, উল্টে সেফটি সংক্রান্ত সন্দেহও আছে যে ক্ষতি করতে পারে, ইম্যুনিটি কমাতে পারে, ওভারইউজ হলে, পরিবেশে রিলিজড হলে জীবাণুদের রেজিস্ট্যান্স আসতে পারে।

    তো এত এত বছার বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা করলো কীকরে ?

    In a final ruling issued Friday, the Food and Drug Administration declared there's no evidence that antibacterial washes containing certain ingredients, such as triclosan and triclocarban, are any more effective than regular soap. The FDA added that manufacturers hadn't demonstrated their products to be safe for long-term use.

    Consequently, companies will no longer be permitted to market or sell these kinds of soaps in the United States. Manufacturers have one year to change their recipes or yank products off the shelves. The ruling does not apply to consumer hand sanitizers and wipes or to antibacterial products used in health care environments.

    The FDA first set out to investigate antibacterial soaps in 2013, when it issued a call to determine the safety and efficacy of the stuff after some data suggested possible health risks associated with long-term exposure to specific ingredients found in the soaps. Now, the results are in, and the FDA says manufacturers haven't done enough to demonstrate otherwise.

    To that end, the American Cleaning Institute -- the trade group for the cleaning products industry -- maintains that antibacterial soaps are safe and effective, adding in a statement, "Manufacturers are continuing their work to provide even more science and research to fill data gaps identified by FDA."

    "Consumers can continue to use antibacterial soaps with confidence as they have for decades in millions of homes, offices, schools, daycare centers and other commercial settings."

    Still, the FDA isn't convinced, and recommends washing with plain soap and running water, calling it "one of the most important steps consumers can take to avoid getting sick and to prevent spreading germs to others."

    So please, don't take this as an excuse to stop washing your hands.

    http://www.cnet.com/news/fda-bans-antibacterial-soaps-says-theres-no-evidence-they-actually-work/

    আর এফডিএ তো ব্যান করেছে। আমাদের দেশে ব্যান করবে ? ট্রাইক্লোসান দেওয়া ডেটল ব্যান করবে ?

    এটাও থাকল।
    https://www.consumer.org.nz/articles/antibacterial-soaps
  • π | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ০৩:০৬717662
  • দেশের ডেটলে বোধহয় ট্রাইক্লোসান নেই। জানিনা, বাড়িরটায় দেখলাম না। ওপরের যে ডেটল ফোম ওয়াশ বলেছে, তাতে থাকে কিনা জানিনা।

    এদিকে এই লিস্টটা দেখে চমকে গেলাম। না লাইফবয়কে দেখে না, ডাবরকে দেখে। এবং আরো কিছু 'হার্বাল' প্রোডাক্টকে দেখে।
    http://trendinghotnow.com/guide-purchase-triclosan-free-products.html
  • Ekak | 53.224.129.56 | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ১৮:০৯717663
  • কনজিউমার প্রটেকশন একট এ এমেন্ডমেন্ট আসছে , মিসলিডিং এড এ পয়সা নিয়ে কাজ করার জন্যে সেলিব্রিটিদের পঞ্চাশ লক্ষ জরিমানা , সেকেন্ড টাইম জেইল হতে পারে । দুর্দান্ত ব্যাপার !
  • d | 144.159.168.72 | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ১৮:১৪717664
  • পাই-এর 12:13AM এইটা কোনও একটা ইংরিজি লেখার বাংলা অনুবাদ। এইটা আমি অন্য কোথাও দেখেছি এবং সেইটা নিয়ে আলুচানাও দেখেছি ইংরিজিতেই। অরিজিনাল লেখাটা কোথাও কোথাও মনে হচ্ছে অনুবাদে ঘেঁটেছে।
  • SS | 160.148.14.3 | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০০:০১717665
  • মাইক্রওয়েভ সংক্রান্ত সেফটি টিপস -
    http://www.fda.gov/ForConsumers/ConsumerUpdates/ucm048953.htm

    Injury Risks and Background on Microwaves

    Most injuries related to microwave ovens are the result of heat-related burns from hot containers, overheated foods, or exploding liquids.
    Most injuries do not relate to radiation. That said, there have been very rare instances of radiation injury due to unusual circumstances or improper servicing.

    In general, these radiation injuries are caused by exposure to large amounts of microwave radiation leaking through openings such as gaps in the microwave oven seals. However, FDA regulations require that microwave ovens are designed to prevent these high-level radiation leaks. In fact, manufacturers must certify that their microwave ovens comply with specific FDA safety standards. These standards require any radiation given off by ovens to be well below the level known to cause injury.

    Although some people have been concerned that microwave ovens could cause interference with certain electronic cardiac pacemakers, today’s pacemakers are designed to shield against this interference. You can consult with your health care provider if you still have concerns.
  • π | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০০:০৬717666
  • অনুষ্ঠানে এগুলো নিয়ে বললে কিছু বলতামই না। এগুলো তো অনেকটাই জানা কথা।

    ২৪ ঘণ্টার অনুষ্ঠানে বলে চললো, মাইক্রোয়েভে রান্না করলে খাবারদাবার সব কার্সিনোজেনিক হয়ে যাবে। অমুক মলিকিউল তমুক হয়ে যাবে। ক্যান্সার অনিবার্য ইঃ।

    কনটেইনার নিয়ে কনসার্ন তাও ঠিক। কিন্তু ওখানে তো মাইক্রূয়েভ আর খাদ্যের বিক্রিয়া নিয়ে পড়্লো ! যা যা বললো, তার কোন সাপোর্টিং রিভুড স্টাডি দেখতে পেলাম না।
  • SS | 160.148.14.3 | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০০:০৯717669
  • FDA এর একটা কনজিউমার আপডেট পেজ আছে। কেউ সাবস্ক্রাইব করলে ফুড, ড্রাগ, মেডিকাল ডিভাইস, ভ্যাকসিন, কসমেটিকস ইত্যাদির রেগুলার ইমেল আপডেট পাবেন।

    http://www.fda.gov/ForConsumers/default.htm
  • lcm | 146.152.142.57 | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০০:০৯717667
  • NCDRC - eraa কি দেখে এইসব -

    NATIONAL CONSUMER DISPUTES REDRESSAL COMMISSION

    http://ncdrc.nic.in/
  • Ranjan Roy | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০৫:২৫717670
  • একক,
    এই সেলিব্রিটিদের রাশটানার ব্যাপারে যে বিল আসছে তাতে অনেক ফাঁক রাখা আছে ওদের বাঁচাতে-- এ রকম একটা লেখা ইন্ডিয়ান এক্সপ্রেসে পড়লাম।
    প্রথম , কোন ম্যাঙ্গো পাবলিক এই অ্যাক্টের বেসিসে কোন সেলেবের বিরুদ্ধে suo moto মামলা করতে পারবে না। একটি আইনি বডি থাকবে। পাবলিক ওদের কাছে কমপ্লেন করবে। ওরা কমপ্লেন পরীক্ষা করে মামলাযোগ্য মনে করলে ওরাই কেস করবে, নইলে নয়। আর এর জন্যে ওদের কাছে কমপ্লেইন ফাইলবন্দী হয়ে পড়ে থাকতে পারে ছ'মাস না কি যেন।
    দ্বিতীয়,
    ধরুন আপনি বললেন যে অমুক ওষুধ ব্যবহার করে কোন পল পাইনি, উল্টে আমার এই এই সমস্যা তৈরি হয়েছে। সেলেব বললেন উনি কিন্তু নিজে ওটা ব্যবহার করে আরাম পেয়েছেন। তো উনি বেঁচে যাবেন।
    ঠিক আছে, আইন হোক। তখন দেখা যাবে। এতদিন তো কিছুই হয় নি।
    আমার মনে হয় জোর এখানটায় দেওয়া উচিত যে বিজ্ঞাপনে উনি যে সব গুণাগুণ বলছেন তার কতটুকু নিউট্রাল কোন ট্রায়ালে প্রমাণিত/সার্টিফায়েড?
  • PT | 213.110.242.21 | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১০:৫১717671
  • কিন্তু গায়ে মাথায় হাত বুলিয়ে ক্যান্সার সারিয়ে ভ্যাটিকানে সন্ত হয়ে গেলে তা নিয়ে কি কিছু বলার সাহ্স পাবে বাঙালী?
    শুনলাম কি কাউকে মুখ খুলতে?
    ব্যাচারা আয়ুর্বেদ বা ডেটল কোম্পানী!!
  • π | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১১:০৩717672
  • আর কেউ কেউ নিজে কোনোদিনও কিছুই করবে না। খালি এখানে বসে অন্যে কে কী করলো না তাই নিয়ে বাতেলা মারা ছাড়া। সব টইকে হীরক রানী বানানো ছাড়া।

    বিদ্যুতের মাশুল নিয়ে কেন বললো, চা বাগান নিয়ে কেন বললো কিন্তু অমুক নিয়ে কেন বললোনা জাতীয় ফালতু কথাবার্তার ট্র্যাডিশন সমনে চলিতেছে।
  • PT | 213.110.242.21 | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১১:০৯717673
  • সেফ সাইডে থেকে কি করে বিপ্লব করা যায় সেটাও বেশ পরিষ্কার।
  • sch | 132.160.114.140 | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১১:৩৫717674
  • মাদার টেরেসা তো কোনো কমোডিটি না - আবার সাস্থ্য বা বিজ্ঞানের আওতায় পড়েন না - টেরেসা, শ্রী শ্রী , সাঁই বাবা - এদের নিয়ে মাথা ঘামিয়ে কি হবে। এতো সেই ঈশ্বর আছেন কি নেই এর মতোন বিষয়। যার ব্যক্তিগত বিশ্বাস।
    কিন্তু কপিল দেবের captain TMT bar ভূমিকম্প বাঁচায় খুব মিসলিদিং বিজ্ঞাপন। TMT একটা বিশেষ পদ্ধতিতে তৈরী steel. এই ভাবে তোইরী স্টীলের Ductility আগের HYSD বারের চেয়ে বেশী আর anticorrosive property কিছু বেটার। কিন্তু ভূমিকম্প বাঁচাতে মূলতঃ reinforcement ঠিকমতো প্লেস করা বেশী জরুরী। ঠিক ঠাক ভাবে রি এনফোর্শ্মেন্ট দিজাইন না করলে হাজার রডেও কিচ্ছু ভূমিকম্প রোধ হবে না এরকম সিমেন্টের বিষয়েও ভুলভাল বিজ্ঞাপন দেওয়া হয়। এবং এগুলো সেলিব্রীটীরা এনদোর্স করেন।
  • π | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১১:৪৩717676
  • TMT র আড এখন দাদা দেন।
  • π | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১১:৪৩717675
  • না না, আমি তো সেফ সাইড থেকে বসে বেগুন বেচি।
    বেগুন এবং আরো কত কী।


    তবে, সত্যি, ধন্য এই মানসিকতা।
  • PT | 213.110.242.24 | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১২:২২717677
  • হাত বুলিয়ে যে ক্যান্সার সারানো যায় না সেটা নিয়ে প্রতিবাদ জানাতে গেলে সরাসরি হাওয়াই চটির সঙ্গে সংঘর্ষে নামতে হয়। পিটিকে গাল দেওয়া বেজায় সহজ কিন্তু কটা মোমবাতিওয়ালাও মোমবাতি বেচতে রাজী হবে?
  • d | 144.159.168.72 | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১২:২৬717678
  • একইভাবে পাইকে গাল দেওয়া খুব সহজ এবং ঠিক ঐ ঐ কারণেই গুরুতে বাকতাল্লা এবং পাইকে গালি দেওয়া।
  • PT | 213.110.242.24 | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪২717680
  • কোন একজনকে বেছে গাল দেওয়া হল নাকি "হাত বুলিয়ে ক্যন্সার সারানো" ইস্যুটা এই সময়ে তুললে সাধারণ ভাবে বাঙালী বুজির বর্তমান মেরুদন্ডহীন ডিফাংক্ট চেহারাটা (হ্যাঁ, হ্যাঁ সৌমিত্র চাটুজ্জেকে ধরেই) চোখে পড়ে যায়?
    অবিশ্যি কেউ যদি এখানে বাঙালী বুজির প্রতিনিধিত্ব করেন তাহলে আলাদা কথা।
  • dc | 120.227.243.241 | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪৭717681
  • কিন্তু PT কে গাল দিল কে? PTr পোস্টের পরে দেখছি কপিল দেব, TMT বার আর বেগুন নিয়ে পোস্ট পড়েছে। এগুলোর কোনটার সাথে PTর সম্পর্ক আছে নাকি?

    (কনফিউশান এড়াতে বেগুনবেচা ইমো দিলাম না)
  • bhagidaar | 34.49.119.28 | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১২:৫০717682
  • আমি সেদিনের ঐ এককের দেওয়া বিভিন্ন বেগুনের বর্ণনা ও দামের পোস্টটা টুল্কে রেখেছি
  • dc | 74.62.219.165 | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১২:৫১717683
  • বেশ, তাহলে ভুল্কে যাবার চান্স নেই।
  • bhagidaar | 34.49.119.28 | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৩:০০717684
  • ছেইজোন্নৈ তো!
  • Ranjan Roy | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৫৩717685
  • পিটি,
    অন্যদের পেছনে না লেগে আপনি নিজে কেন সন্ত হওয়া নিয়ে লিখছেন না?
    আপনার প্রবলেমটা এইঃ
    নিজে কোন ব্যাপারে লিখব না। শুধু অন্যেরা কেন করল না সেই নিয়ে খোঁচাব? যার ইচ্ছা চুপ থাকবে যার ইচ্ছা মুখ খুলবে। কে বিপ্লব সেফ সাইডে থেকে করছে আর কে মাঠে গিয়ে করছে সেটা কি আপনি সার্টিফাই করবেন? গুরুর পাতার পরিচয়ে আপনি অন্যদের ব্যক্তিগত জীবন নিয়ে কতটুকু জানেন? অনুরোধ কর্পোরেশনের স্বঘোষিত হেল্থ ইন্স্পেক্টরের চাকরিটা ছেড়ে দিন মাইরি!

    এনিওয়ে, বুজিদের কথা বুজিরা জানে। মাদার তেরেসার সন্ত হওয়া ও তাকে নিয়ে রাজনৈতিক নেতাদের নালেঝোলে ভাব ও মিডিয়ার বঙ্গের গর্ব বলে প্রচার করা-- এ নিয়ে কোন বাম নেতা মুখ খোলেন নি।
    কিন্তু তিক্ত কটু সময়োপযোগী দীর্ঘ পোস্ট করেছেন পল্লব কীর্তনিয়া। নামটা পিটির পছন্দ হবে না।
    আমার হোয়াটস্‌ আপ এ আছে। বোন পাঠিয়েছে। আমি এটা গোটাটাই গুরুতে পোস্টাতে চাই। কায়দা জানিনা।ঃ((
    মূল কথা দু'লাইনে লিখে দিচ্ছি।

    এক, মাদার টেরেসা কোলকাতায় দুঃস্থ ও অনাথদের জন্যে যে সেবাকার্য করে গেছেন তা অতীব প্রশংসনীয়। তিনি ওই কাজের স্বীকৃতিতে নোবেল পেয়েছেন। এটা নিয়ে কোলকাতা ও বঙ্গ ন্যায্য ভাবেই গর্বিত বোধ করতে পারে।
    দুই, কিন্তু ওনার সন্ত হওয়া? কোন সেবাকার্যের জন্যে নয়। ঐশ্বরিক্ক্ষমতার জন্যে। কী সেই ক্ষমতা? বালুরঘাটের কাছে একটি গ্রামের মনিকা বেসরা ও ব্রাজিলের (নাম প্রকাশে অনিচ্ছুক) যুবক জানিয়েছেন যে ওঁদের পেটের টিউমার মাদারের আশীর্বাদে সেরে গেছে।
    যদিও এ নিয়ে কোন বৈজ্ঞানিক/মেডিক্যাল ল্যাব টেস্ট হয় নি। মনিকার ডাক্তাররা কিন্তু তখনই বলেছিলেন যে ওঁর পেটে যক্ষার কারণে একটা সিস্ট মত ডেভেলপ হয়েছিল। সেটা দীর্ঘদিন অ্যালোপ্যাথিক ওষুধ সেবনে নিরাময় হয়েছে। এই ব্যাপারটা মিডিয়ার ঢক্কানিনাদে চাপা পড়ে যায়।
    তিন,
    এসবই হয়েছে মাদারের দেহ রাখবার পরে। কয়েকবছর আগে শুধু একজনের কথিত নিরাময়ের কথা জানা গেল। তখন ওঁর ভ্যাটিক্যানে বিটিফিকেস্শন হল। পোপ বললেন--দুটো মির‌্যাকল লাগে। আর একটি পেলেই ওঁকে সন্ত ঘোষণা করে ক্যাননাইজেশন করা হবে। তখন ব্রাজিলের নাম গোপনকারী কেস এল।
    চার,
    এর মধ্যে বঙ্গের গর্বিত হওয়ার দাবি কেং করে এল? বরং ভারতের বিদেশ মন্ত্রী , বঙ্গের মুখ্যমন্ত্রী ও আমলারা ( প্রায় ১০০ জনের প্রতিনিধি হৈচৈ করে ওই ভ্যাটিক্যানের আভ্যন্তরীণ অনুষ্ঠানে গিয়ে তাকে সরকারী মান্যতা দিলেন।
    চার,
    এখন কোলকাতার আর্চবিশপ বলছেন-- দারুণ হল। এখন থেকে এমন একজনকে কোলকাতা পেল যিনি ঈশ্বরের আশীর্বাদধন্য। এখন ওঁর কাছে প্রার্থনা করলেই সেটা ঈশ্বরের কাছে পৌঁছে যাবে!
    মানে, পরম করুণাময় সর্বশক্তিমান ঈশ্বরের কাছে সাধারণ মানুষের আর্তির স্বর পিটিশনের ভীড়ে চাপা পড়ে থাকে। এখন কোলকাতার সন্ত নামক এজেন্টের মাধ্যমে পাঠালে সেটা তাড়াতড়ি পৌঁছবে!
    ( স্পীড পোস্ট! যীশু এঁদের মঙ্গল করুন। এঁরা জানেন না কী বলছেন!)

    পাঁচ,
    এর ফলে মিডিয়া ও দেশের রাজনৈতিক নেতারা মিলে বৈজ্ঞানিক চেতনার উল্টো রাস্তায় হেঁটে মধ্যযুগীয় অন্ধবিশ্বাসকে মান্যতা দিলেন। [বাবা রামদেব, গণেশের শুঁড় স্টেম সেল সার্জারি দিয়ে শুরু হল, মাদারের টিউমার সারিয়ে সন্ত হওয়ায় এগুলো লেজিটিমেট হল। ]
    এবার পত্রপত্রিকায় লিঙ্গবর্ধক যন্ত্র, রং ফরসা হওয়া, ক্যান্সার সারানোর তুকতাক, ধনবৃদ্ধি লকেট সবই লেজিটিমেট হল।
    আরও আছে, গাঁয়ে গাঁয়ে যে ডাইনী অপবাদে মেয়েদের মেরে ফেলা হয় সেটা আতকানো যাবে?
    বিশেষ শক্তির বলে মাদার যদি টিউমার হাপিস করে দিতে পারেন তো মারণ-উচাটন-বশীকরণের বিশেষ ক্ষমতা সম্পন্ন মহিলা কেন তন্ত্র মন্ত্রের বলে কারও প্রাণসংশয় করতে পারবেন না?

    { আমরা এবার বাচ্চাদের কী শেখাব? ঈশ্বর ছদিন ধরে বসে বসে পৃথিবী গড়েছিলেন আর তারপর রোববারে বিশ্রাম করেছিলেন? নাকি বিবর্তন/ কোনটা সত্যি? দুটোই সত্যি?

    বিতর্ক চলুক।
  • PT | 213.110.242.6 | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৪:১১717686
  • আমি আসলে বড় পন্ডিতদের কাজ থেকে বিগ-গ্যান-চেতনা লাভের অপেক্ষাতে আছি। সব সময়েই। সেই জন্যে নিজে কিছু লিখিনা।
    কিন্তু রিজানুর-সিন্দুর-নন্দীগ্রাম ইত্যাদি নিয়ে PT কাউকে না খোঁচাতেই তো হড়হড় করে বাইটের পর বাইট লেখা হয়ছে!!

    তবে কেন এই ব্যাপারে কিছু লেখা হচ্ছে না সেটা আপনি জানিয়ে দিলেন। তার জন্যে ধন্যবাদ।
    "বরং ভারতের বিদেশ মন্ত্রী , বঙ্গের মুখ্যমন্ত্রী ও আমলারা ( প্রায় ১০০ জনের প্রতিনিধি হৈচৈ করে ওই ভ্যাটিক্যানের আভ্যন্তরীণ অনুষ্ঠানে গিয়ে তাকে সরকারী মান্যতা দিলেন।"
    এখন আর বঙ্গে কোন ব্যাটার ক্ষমতা নেই এই প্রশ্নটা তোলে যে সরকারীভাবে এই হাত-বুলিয়ে-ক্যান্সার সারানোকে কেন মান্যতা দেওয়া হল? সবাই অম্বীকেশকে দেখে শিখে গিয়েছে যে রাস্তায় হাঁটুর বয়সী ছেলেদের হাতে চড়-থাপ্পড় খেয়ে একরাত জেলে কাটানো কোন কাজের কথা নয়।

    "এ নিয়ে কোন বাম নেতা মুখ খোলেন নি।"
    বাপরে, আর যে কটা ভোট আছে সেকটাও যাবে তো। "নিও কমুনিস্ট" বাম বুদ্ধিজীবিদের কি খপর?
    আর সেই শ্রমজীবী ডাক্তারেরা? যারা সিঙ্গুরের জমি, নন্দীগ্রামের হাব ইত্যাদি নিয়ে এত কাতর ছিল-তারা "হাবুক্যাসা" নিয়ে কিছু বলবেন না?
  • sch | 132.160.114.140 | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৪:২৫717687
  • রঞ্জন-দা এই টইতে মাদারের প্রশ্ন আসছে কি করে। মাদারকে নি্য়ে কি কেউ বিজ্ঞাপন দিচ্ছে? মাদারের ছবি ঘরে রাখুন - রোগ সেরে যাবে? আর মাদার বেঁচে থাকা কালীন এইসব মিরাকেলের কথা ওঠে নি। ঊনি নিজে এগুলো সাপোর্ট করতেন কি না জানা নেই। কাজেই এই সেইন্ঠুডের ভাঁড়ামোর সাথে মাদারকে জড়ানো কতোটা লজিক্যাল জানি না।

    PT এই টইতে মাদারের প্রসংগ আনলেন কেন? জাস্ট টই ঘাঁটার জন্যে? মাদারের কুকীর্তি আলাদা জায়গায় লিখলেই তো মিটে যায়। সমস্যা হচ্ছে বঙ্গীয় বামাদের বাবা জ্যোতির সাথে মাদারের খুবই ভালো সম্পর্ক ছিল। একজন নাস্তিক বাম কি করে আস্তিক মাদারের বন্ধু হলেন এ নিয়ে প্রশ্নের উত্তরও দিয়েছেন জ্যোতি বাবু। কাজেই মাদার নিয়ে ছুঁৎমার্গ রাখবেন না PT. বাবা রাগ করবেন। সেইন্ঠুড নিয়ে কিছু পলিতিক্যাল ঠগ ছাড়া আর কেউ মাথা ঘামাচ্ছে না - কাজেই ওটা কাটান দেন

    সমস্যা হচ্ছে যখন ঊষা উত্থুপের মতো পপুলার ফিগার অস্টিও আর্থারাইটিসের মালিশ তেলের বিজ্ঞাপন দেন। যে দেশে ১৮০ মিলিয়ন মহিলা আর্থাইটীসে আক্রান্ত - সেখানে এই ধরণের বিজ্ঞাপন খুব রিস্কি। লোকে শজেই বিশ্বাস করে। এই টুকু দায়িত্ব কি আমরা আশা করতে পারি সেলিব্রেটিদের থেকে যে কোন প্রডাক্ট এনডোর্শ করার আগে একটু খোঁজ খবর করে নেবেন
  • PT | 213.110.242.23 | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৫:৪৫717688
  • "এই টইতে মাদারের প্রসংগ আনলেন কেন? জাস্ট টই ঘাঁটার জন্যে? "
    ক্যান্সার সারানো "স্বাস্থ্য / বিজ্ঞান সংক্রান্ত" ব্যাপার।
    হাত-বুলিয়ে ক্যানসার সারানোর খবরটা "মিসলীডিঙ খবর" তো বটেই।
    অর্থাৎ কিনা মাদারের সন্ত হওয়ার প্রথম ধাপটা এই টইয়ের নামের সঙ্গে জড়িত।
    তাহলে "আইনি ব্যবস্থা" তো এক্ষেত্রেও নেওয়া উচিৎ।
    বিখ্যাত ব্যক্তিদের হাত ধরে ম্যাগী/কমপ্ল্যানের স্বাস্থ্যকরতা ঘরে ঘরে চলে যাচ্ছে।
    মাদারের হাত দিয়ে প্রভুর কৃপা অসুখ সারাচ্ছে।
    বিখ্যাত ব্যক্তিরা প্রভূত পয়সা উপার্জন করেন।
    মাদার সন্ত হলেন।
    মনে হচ্ছে যে টই ঘেঁটে দেব বলে লিখেছি?

    মাদার, তাঁর ব্যক্তিগত বিশ্বাস ও তাঁর বন্ধুদের নিয়ে আমার কোন সমস্যা নেই। এমনকি সরকারী ব্যক্তিরা ব্যক্তিগত ক্যাপাসিটিতে ভ্যাটিকানে উপস্থিত থাকলেও আমার কিছু বলার নেই।
    কিন্তু এক্ষেত্রে added সমস্যা হচ্ছে যে সরকারী প্রতিনিধি সরকারী ভাবে ঐ অনুষ্ঠানে উপস্থিত থেকে সব ধাপেরই মান্যতা দিয়েছে। কেননা প্রথমটি না হলে দ্বিতীয়টি হয়না।

    আমার মতে সব চাইতে ভয়্ঙ্কর হচ্ছে বুজীদের নীরবতা।
    "আমরা এবার বাচ্চাদের কী শেখাব? ঈশ্বর ছদিন ধরে বসে বসে পৃথিবী গড়েছিলেন আর তারপর রোববারে বিশ্রাম করেছিলেন? নাকি বিবর্তন/ কোনটা সত্যি? দুটোই সত্যি?"
  • sch | 132.160.114.140 | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৬:১৬717689
  • সরকারী মান্যতা তো কতকিছুতেই থাকে - --একটা ক্রিকেট দলের একটা প্রাইভেট টুর্নামেন্ট জেতায়, একটা ব্যক্তি মালিকানার ফুটবল দলের চ্যাম্পিয়ান হবার উৎসবে - তো তাতে কি সেগুলো সরকারী দলের মান পেয়ে যায় । মোদীর ছবি দিয়ে রিলায়েন্সের প্রচারে কি আর রিলায়েন্স বি এস এন এল হয়ে যায়। দুর্নীতির খাতায় অঙ্ক বাড়ে।

    আর মাদারের সেইন্ঠুড নিয়ে ফেবুতে বুজীরা তো হদ্দ মুদ্দ লড়ে যাচ্ছেন। মাদারকে বজ্জাত দুশচরিত্তির মেয়েছেলে প্রমাণ করার জন্য নান হবার আগের ছবি ছাবাও ছাপছেন। তো নীরব হয়ে গেছে কে বলল।

    আপনার বাচ্চাকে আপনি সাত দিনের সৃষ্টি রহস্য চেনাবেন না বিবর্তনবাদের কথা জানাবেন সেটা নিতান্তই ব্যক্তি গত চয়েস - কিন্তু বড়ো হয়ে সে নেট ঘেঁটে জেনে বুঝে নিজের সিদ্ধান্ত নিজেই নেবে। সমস্যা হল অনেক তথ্য গুগল করে পাওয়া যায় না। যেমন সত্যিই জানতম না ডেটলসাবানের আলাদা জিবানু হটানর ক্ষমতা থাকে না। এখানে লিঙ্ক দেখে জানলাম। এইসব জিনিসগুলো মাদার চর্চার চেয়ে বেসী জরুরী মনে হয়।

    যাই হোক জ্যোতি বাবুর মাদার প্রীতির কোন উত্তর পেলাম না। বাবা কি তবে ধোঁকা খেয়েছিলেন?
  • pi | 233.191.54.233 | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৬:৩০717691
  • মাদারকে এখানে আনলেন আমাকে গাল দেবেন বলে। ওটা না দিলে মনে হয় ভাত হজম হয়না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন