এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দিদি এবং ব্রান্ড বাংলা

    bip
    অন্যান্য | ০৮ সেপ্টেম্বর ২০১৬ | ৩৭১৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিপ | 183.67.3.44 | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৮:০৬718191
  • মমতা ব্যানার্জি জার্মানীতে ব্রান্ড বাংলাকে তুলে ধরছেন-খুব আনন্দের কথা। বাংলার বর্তমান সরকার শিল্প বান্ধব সেটাও ঠিক। মমতা জমানা ধর্মঘট রোগ থেকে মুক্ত। কিন্ত বঙ্গে শিল্প এর পরেও না আসতে পারে শুধু দুর্বল কাঠামোর জন্য। আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী এগুলোর দিকে নজর দেবেন-যে অসুবিধাগুলো আমি গত চার বছর কোম্পানী চালিয়ে বুঝেছি -কোলকাতায় বিদেশী কোম্পানীর এফিলিয়েট ইউনিট চালানোর অসুবিধা

    (১) সরকারি-রাজ্য এবং কেন্দ্রীয় সরকারী সার্টিফিকেশন ইত্যাদি অফিসে এখনো বাস্তঘুঘুর বাসা। সরকারি অফিসের ওয়ার্ক কালচার আগের থেকে ভাল-কিন্ত আদপে এখনো বেশ খারাপ।

    (২) কোলকাতা কাস্টম অফিস নটোরিয়াস। যেহেতু দিদি এস ই জেড করবেন না-সেহেতু গবেষনা বা ম্যানুফ্যাকচারিং এর জন্য কিছু পাঠালে, কাস্টম ভ্যালু দিয়ে পাঠাতে হয়। শুধু খামোকা ট্যাক্স দেওয়া না-কাস্টম ক্লিয়ারেন্সে অনেক সময় লাগে। দিল্লী কাস্টমস যেখানে ২-৩ দিনে ক্লিয়াএন্স দেয়, কোলকাতায় সময় লাগে সাত আট দিন। এবং অনেক ক্ষেত্রেই ভুল ভাল ফাইন চাপায়। ইনফ্যাক্ট আমরা এখন কুরিয়ার কোম্পানীকে চাপ দিয়ে দিল্লী দিয়ে কাস্টম ক্লিয়ারেন্স করায়।

    (৩) এস ই জেড না থাকার জন্য এখনে ১০০% এক্সপোর্ট বা গবেষনার জন্য কিছু কিনলেও ইম্পোর্টের ওপরে ডিউটি লাগে। এতে খরচ বাড়ে। ১০০% এক্সপোর্ট অরিয়েন্টেড কোম্পানীর জন্য বাংলা আদর্শ স্থান না যদ্দিন না এস এই জেড হচ্ছে।

    (৪) সিপিএম জমানার ফল আউট-সাপোর্টিং শিল্পগুলোর খুব খারাপ অবস্থা। গোটা রাজ্যে একটাও আধুনিক পিসিবি ম্যানুফ্যাকচারিং কোম্পানী নেই। সব অন্য রাজ্য থেকে করাতে হয়। এতে খরচ বাড়ে। একটা ভাল আধুনিক ওয়ার্কশপ পর্যন্ত নেই। যেটা আচ্ছে সেটা সরকারি-এবং সেখানে কর্ম সংস্কৃতি সেই সরকারি। ভাল থ্রিডি প্রিন্টিং ফেসিলিটি নেই। একমাত্র আধুনিক ওয়ার্কশপ আছে আই আই টি খরগপুরে। হাওড়াতে অনেক ওয়ার্কশপ কিন্ত সবই পুরাতন।

    (৫) ভাল প্লাস্টিক মোল্ডার নেই। ভাল মোল্ডিং করাতে পুনে বা গুরগাউ ছুটতে হয়।

    আমার মনে হয় এই মুহুর্তে বাংলাতে একটা আধুনিক ম্যানুফাকচারিং হাব করার জরুরী- প্রাইভেট-পাবলিক পার্টনারশিপে। যেখানে আধুনিক পিসিবি, অত্যাধুনিক সিএন্সি, উন্নত মানের থ্রিডি প্রিন্টার, মোল্ডিং ফেসিলিটি থাকবে। ওবামা সরকার ম্যানুফ্যাকচারিং শিল্পের উন্নতির জন্য গোটা আমেরিকাতে এরকম ২০ টা সেন্টার চালু করেছিল । একটা ছিল বাল্টিমোরে। তার থেকে আমার মতন অনেকেই উপকৃত হয়েছে।

    আরেকটা সমস্যা শিক্ষার মান কমে যাওয়া। বাংলার প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ইঞ্জিনিয়ারিং শিক্ষার মান আরো বাড়াতে হবে। স্কুল লেভেল থেকেই অঙ্ক এবং বিজ্ঞান অন্যভাবে শেখানো হোক। স্কুলে স্কুলে প্রোগ্রামিং শেখা বাধ্যতামূলক করা হৌক। মেধাসম্পদ বাঙালীর আসল। এবং আসল মেধা তৈরী হয় স্কুল থেকে, কলেজ থেকে না। স্কুল সিলেবাস এখনো আদ্দিকালের। এখানে ক্লাস ফাইভে আমার ছেলের সিলেবাসে স্টক মার্কেট স্টাটিস্টিক্স প্রবাবিলিটি শেখানো হচ্ছে একদম প্রাক্টিক্যাল উদাহরন দিয়ে। ইঞ্জিনিয়ারিং প্রোজেক্ট করানো হয়। হাইস্কুলের ছেলেদের ইঞ্জিনিয়ারিং ফার্মে ইন্টার্ন করতে উৎসাহ দেওয়া হচ্ছে।

    শুধু শিল্পপতিদের দ্বারে দ্বারে ভিক্ষা করার চেয়ে যদি আমরা মেধাসম্পদকে উন্নত করতে পারি-শিল্প এখানে নিজে আসবে। শিল্পপতিরা মমতার কাছে ভিক্ষা করবেন।

    মমতা ব্যার্নাজি বাংলার প্রথম স্বাধীন সেনাপতি। এর আগের সব মুখ্যমন্ত্রীর টিকিই বাঁধা ছিল দিল্লীর কাছে-নইতো ভ্রান্ত আদর্শের কাছে। দিদি সেসব থেকে মুক্ত এবং বাংলার জন্য এক অপার সম্ভাবনা সৃষ্টি করেছেন। আশা করব-উনার পরিষদ বর্গ উনাকে সঠিক পথ দেখাবেন।
  • Alcyoneus | 11.186.93.66 | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৮:১৪718202
  • উফ্‌, জমি প্রায় সিওর। :-p
  • cm | 127.247.96.162 | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৩০718213
  • নিয়মিত এরকম রচনা লিখলে অবশ্যই।
  • bip | 183.67.3.44 | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৩৬718224
  • বাঙ্গালী বিশ্বনিন্দুক ছিল এবং থাকিবে।
  • bipad | 152.4.205.238 | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৪২718235
  • বাঙ্গালী ইয়ে-চোষক ছিল ও থাকিবে।

    বিপ, নিজের জমি নিজে মার্কেটে কিনে নাও।
  • bip | 183.67.3.44 | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৯:০৫718246
  • বাংলাতে কোন জমি কেনার ইচ্ছা নেই ----
  • PT | 213.110.242.5 | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৯:১৭718265
  • **ইনভেস্ট
  • PT | 213.110.242.5 | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৯:১৭718257
  • বর্ষাকালের সাঁতরাগাছী। এই পথেই জার্মানরা আসবে inbhesT করতে। (ছবিটা দিতে জানিনা; কিন্তু ছবিটা না দেখলে পেত্যয় যাবে না যে উন্নয়ন কারে কয়!!)

    "বৃষ্টি থামলেও জমা জলের ধাক্কায় প্রাণ ওষ্ঠাগত হাওড়ার দক্ষিণ -পূর্ব শাখার রেলযাত্রীদের৷ বুধবারও সাঁতরাগাছি থেকে হাওড়া পর্যন্ত রেললাইনে জমে ছিল জল৷ লাইন ডুবে আছে টিকিয়াপাড়া কারশেডেও৷ জল আছে হাওড়া স্টেশন সংলগ্ন রেললাইনেও৷ আশপাশের এলাকাও জলমগ্ন৷ তার ফলেই লাইন থেকে জল সরাতে পারছেন না রেল কর্তৃপক্ষ৷ এ দিন বাতিল করতে হয় ৮৭টি লোকাল ট্রেন৷ বাতিল হয় ৯টি দূরপাল্লার ট্রেন৷ একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন চলেছে দেরিতে৷ বহু ট্রেন হাওড়া স্টেশনের বদলে থামিয়ে দেওয়া হয় সাঁতরাগাছি স্টেশনে৷ হাওড়া স্টেশনে হাজার হাজার যাত্রীকে ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়৷ বহু যাত্রী বাসে করে সাঁতরাগাছি পৌঁছন৷ অনেক আবার বাসেই রওনা হন গন্তব্যে৷ এ দিন হাওড়া স্টেশন থেকে বাতিল করা হয় আপ ও ডাউন হাওড়া -বারবিল জনশতাব্দী এক্সপ্রেস , হাওড়া -দিঘা তাম্রলিন্ত এক্সপ্রেস , হাওড়া -পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস , আপ হাওড়া -তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস ও ডাউন পুরুলিয়া -হাওড়া এক্সপ্রেস৷ টিকিয়াপাড়ায় জল না নামায় বাতিল হয় হাওড়া -পাঁশকুড়া , হাওড়া -মেচেদা , হাওড়া -আমতা , উলুবেড়িয়া -বাগনান , হাওড়া -কোলাঘাটের লোকাল ট্রেন৷ দক্ষিণ -পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ বলেন , ‘জল নামতে শুরু করেছে৷ এখনও কয়েক জায়গায় রেললাইনের জয়েন্টগুলিতে জল নামেনি৷ ফলে স্বাভাবিক ভাবে ট্রেন চালানো যাচ্ছে না৷ বৃষ্টি না হলে পরিস্থিতি স্বাভাবিক হবে৷ ’ অজস্র লোকাল ট্রেন এবং বাতিল অনিয়মিত যাতায়াতের ফলে দক্ষিণ -পূর্ব রেলের শহরতলির স্টেশনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন৷ সবচেয়ে বিপন্ন হয়ে পড়েন সাঁতরাগাছির যাত্রীরা৷ অধিকাংশ দূরপাল্লার ট্রেন সেখানে থামায় শহরে ঢোকার যানবাহন পাননি যাত্রীরা৷ মওকা বুঝে চড়া ভাড়া হেঁকেছেন ট্যাক্সিচালকরা৷ সুযোগ নিয়েছে ওলা -উব্রও৷ জামশেদপুর থেকে আসা এক যাত্রী জানান , চার ঘণ্টা দাঁড়িয়ে থেকেও তিনি কোনও ট্যাক্সি পাননি৷ সাঁতরাগাছি থেকে লেকটাউন যাওয়ার জন্য চাওয়া হয়েছে ১২০০ টাকা ভাড়া৷"
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=25919&boxid=142229539
  • সিকি | 165.136.80.173 | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১০:২১718266
  • ধ্যাঃ, বেস্পতিবার ক্ষেউ এইসব পোস্ট দেয়? উইকেন্ডে দিতে হয় তো! নিদেন শুক্কুরবারের সন্ধ্যেবেলায়।
  • dc | 132.164.126.58 | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১০:২২718192
  • উইকেন্ডে টেনে তুললেই হয়।
  • b | 135.20.82.164 | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১০:২৪718193
  • অসুবিধা কি আছে। ইউ বোটে করে আসবে।
  • Bratin | 11.39.56.152 | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪৯718194
  • বাঙালী কে "কাঁকড়া র জাত " নাম তো এমন দেওয়া হয় নি।

    বিপ র সফল স্ট্যার্ট আপ এ দুঃখিত জনতা সংখ্যা থেকে ই সেটা বাংলা পরিষ্কার।

    বিপ একটা আমার বয়েসী ছেলে।বিভিন্ন টই তে চায়ের পেয়ালা য় ঝড় তোলা নানান লেখা লেখে।সেগুলো অনেক গুলোর সাথে ই আমি একমত নয়।সমালোচনা ও করেছি।

    এখানে একটা স্টার্ট আপ করতে গিয়ে ও র কী কী সমস্যা হয়েছে লিখলো।তাতে কমেন্ট কী না এইরকম লিখতে থাকলে ক দিন পরে এমনি তেই জমি পাবে।

    জ্জিও বেটা এই না হলে "বাঙালী"
  • cm | 127.247.96.96 | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৩:০২718195
  • “ মমতা ব্যার্নাজি বাংলার প্রথম স্বাধীন সেনাপতি। এর আগের সব মুখ্যমন্ত্রীর টিকিই বাঁধা ছিল দিল্লীর কাছে-নইতো ভ্রান্ত আদর্শের কাছে। দিদি সেসব থেকে মুক্ত এবং বাংলার জন্য এক অপার সম্ভাবনা সৃষ্টি করেছেন। আশা করব-উনার পরিষদ বর্গ উনাকে সঠিক পথ দেখাবেন।” এতেও জমি পাবেনা বলছেন! তিনি কি পাষাণ?
  • Bratin | 11.39.56.152 | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৩:০৭718196
  • সিপিএম র বি টিম কংগ্রেস ছিল না বলছেন।

    হবে হয়তো!!
  • h | 213.132.214.83 | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৭:৫৭718197
  • লেখাটা তে অনেক তথ্য আছে, কেউ যদি মমতাকে পৌছে দেয় ভালো হবে।
  • dc | 181.49.182.13 | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৮:২৮718198
  • বিশেষ করে "স্বাধীন সেনাপতি" পার্টটা।
  • Arpan | 101.214.5.87 | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৩০718199
  • উনি সেনাপতি হলে রাজা/রানীটা তালে কে দাঁড়ালেন?

    (মাঝে মাঝে এরম বাংলা লিখব এখন থেকে)
  • ব্রতীনের | 193.82.199.156 | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৪২718200
  • মন্তব্যটা কুরূচিকর লাগল। কেঊ বিপের সাফল্য নিয়ে ঈর্ষিত নয়, এই মমতার স্তাবকতা করা মন্তব্য নিয়ে লিখেছে। এর সঙ্গে কাঁকড়ার উদাহরণ নিচু মনের পরিচায়ক
  • Bratin | 11.39.37.100 | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১১:১১718201
  • এই টা তুমি নিজের নামে লেখো তখন উত্তর দেবো।

    যাঁরা নিজেদের
    পরিচয় গোপন করে লেখেন। তাঁদের প্রতি আমার খুব একটা শ্রদ্ধা নেই।
  • Alcyoneus | 120.173.191.170 | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১১:১৬718203
  • যাঃ লুপে পড়ে গ্যালো
  • Bratin | 11.39.37.100 | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১১:২১718204
  • ল্যুপ পড়ার প্রশ্ন নয় ।প্রশ্ন টা কে করেছেব সেটা বুঝে উত্তর দেওয়া।

    ধরা যাক প্রশ্ন টা যদি তুমি করো( আমি জানি তুমি করবে না।তুমি সব সময় নিজের নামে লেখো) তাহলে উত্তর এক রকম হবে । এস এম করকে এক রকম।আর আমেরিকাবাসী করলে আরেক রকম।
  • সিকি | 165.136.80.163 | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১১:৩৯718205
  • ঠিক আছে। এইভাবে এগোক। আরেকটু পরেই তো শুক্রবারের সন্ধ্যে। রাতের দিকে এসে খিল্লি করে যাব। ওকে?
  • bha | 34.49.119.28 | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১১:৫৫718206
  • এস এম কর কে? নামকরা কেউ?
  • Bratin | 11.39.37.100 | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১১:৫৫718207
  • গুরু র বড় ঠাকুর দা এসে গেছে ঃ)))
  • bhagidaar | 34.49.119.28 | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১১:৫৮718208
  • ঐ ওপরের ভা টা আমি।

    আরো প্রশ্ন আছে। ঈর্ষিত বলে কোন কথা হয়? নাকি ওটা ঈর্ষান্বিত হবে? এটা কিন্তু সিরিয়াস প্রশ্ন।
  • bhagidaar | 34.49.119.28 | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১১:৫৮718209
  • ঐ ওপরের ভা টা আমি।

    আরো প্রশ্ন আছে। ঈর্ষিত বলে কোন কথা হয়? নাকি ওটা ঈর্ষান্বিত হবে? এটা কিন্তু সিরিয়াস প্রশ্ন।
  • bhagidaar | 34.49.119.28 | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১১:৫৮718210
  • ঐ ওপরের ভা টা আমি।

    আরো প্রশ্ন আছে। ঈর্ষিত বলে কোন কথা হয়? নাকি ওটা ঈর্ষান্বিত হবে? এটা কিন্তু সিরিয়াস প্রশ্ন।
  • Ranjan Roy | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:২৩718211
  • এই মানে কর্ষিত , মর্ষিত, হর্ষিত,, তৃষিত, গর্বিত , চর্বিত, দলিত, মথিত , কথিত , ব্যথিত--------- ঃ)))))) স্টাইলে।
  • potke | 126.202.167.223 | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১৩:০৫718212
  • আই আই টি ও ঈর্ষিত স্টার্টাপ দের নিয়ে, ব্ল্যাকলিস্টেড স্টার্টাপস রেডি। পাব্লিক করা শুধু সময়ের অপেক্ষা।
  • Ranjan Roy | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৪৩718214
  • ঃ)))))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন