এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দিদি এবং ব্রান্ড বাংলা

    bip
    অন্যান্য | ০৮ সেপ্টেম্বর ২০১৬ | ৩৭১৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | 165.136.80.163 | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৪৮718215
  • ঠিক আছে, এখনও অবধি সন্তোষজনক।

    চলুক :)
  • Abhyu | 160.129.103.141 | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৫৭718216
  • কিন্তু ব্রতীন্দা, বিপের "সাফল্য" নিয়ে ঠিক ক'জনের ধারণা আছে তোমার মনে হয়? মানে, গুরুর পাতায় লেখা পড়ে সে সম্পর্কে সম্যক ধারণা করা সম্ভব নয় বলেই আমার মনে হয় :)
  • Bratin | 11.39.37.100 | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১৫:২১718217
  • এর আগে বেশ কিছু মন্তব্য পড়ে অন্য টই তে পড়ে এই ধারণা হয়েছে।

    আমার নিজের বিশ্বাস আমরা বাঙালী রা যেটা সবথেকে ভালো পারি সেটা হল সমালোচনা। সেইটা গঠনমূলক হলেও বলার কিছু ছিল না। যা ই হোক।

    এই যে পোটকে। এর সাথে আমার একসময় সম্পর্ক বেশ ভালো ছিল।সম্পর্ক খারাপ হয় এই বিপ র কোন টই তেই। আমি তখন কেরালা বেড়াতে গিয়েছিলাম।২০১৬ জানু তে।আমার কোন একটা কথা পোটকে র গায়ে লেগে যায়। এটা আমার বেশ খারাপ লাগে। আমি এটা নিয়ে পোটকের সাথে কথা বলাও চেষ্টা করে ছিলাম।কিন্তু একসময় আমার ধৈর্য্য র বাঁধ টুটে যায় এবং আমি ক্ষান্ত দি।
  • Bratin | 11.39.37.100 | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১৫:২২718218
  • ঈর্ষান্বিত।

    কথাটি সঠিক।
  • Abhyu | 160.129.103.141 | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১৫:২৫718219
  • ইয়ে মানে আমি বলতে চেয়েছিলাম বিপের "সাফল্য" সম্ভবতঃ গুরু পড়ে যা ধারণা হয় তার চেয়ে বেশি :)
  • Bratin | 11.39.37.100 | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১৫:৩৮718220
  • জানি।

    আমি তো কোন একটা টই তে এর উচ্ছসিত প্রশংসা করেছিলাম।

    ও ই আগের টাতেই সম্ভবতঃ

    একজন বাঙালী হিসাবে আমাদের সাথে রেগুলার আড্ডা দেয় এমন একজন এত টা উন্নতি করেছে এতটা কঠিন পথ পেরিয়ে এস, সেই টা আমার কাছে খুব গর্বের ব্যাপার মনে হয়েছিল।
  • cb | 208.147.160.75 | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১৫:৪৯718221
  • হ্যাঁ, সেই সময়ে বোতীন্দার কল্যাণে গুরুতে প্রথম প্রপিনকুইটি শব্দটি কনভার্সেশনের অংশ হিসেবে ব্যবহার হয়
  • Abhyu | 160.129.103.141 | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১৬:০৩718222
  • আচ্ছা ফোনে প্রপিনকুইটি বললে ব্যাপারটা কেমন হত? ওদিকে পোটকে নাকি আবার তামিল না তেলেগু ভাষাতেও ঝগড়া করতে পারে!
  • সিকি | 165.136.80.163 | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১৬:৫৯718223
  • আমি হিন্দি ভাষাতে লাগাতার ঝগড়া করতে পারি। দরকার পড়বে কি কারুর জন্য? আবার টর্কের পরিমাণ বাড়ছে মনে হচ্ছে।
  • PM | 116.78.48.143 | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১৮:২৭718225
  • বিপের ওপেনিং স্টেটমেন্টে একটু "নির্মোহ ব" দিতে চাই ।

    "মমতা ব্যানার্জি জার্মানীতে ব্রান্ড বাংলাকে তুলে ধরছেন-খুব আনন্দের কথা। " -- হুমম, অম্মো আনন্দিত হয়ে একটা পোস্ট করেছিলুম হিরাভ টই তে কদিন আগে।

    কিন্তু পঃ বঃ এ BMW র ইন্ভেস্টমেন্ট নিয়ে যে ঢপের চপটি ভাজা হচ্ছিলো তা BMW কিনতে রাজী হয় নি--

    No plans yet for 2nd India plant: BMW

    http://timesofindia.indiatimes.com/city/kolkata/No-plans-yet-for-2nd-India-plant-BMW/articleshow/54201287.cms
  • sm | 53.251.88.119 | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৪৭718227
  • সবচেয়ে উল্লেখ যোগ্য ব্যাপার হলো বি এম ডাবলু মূল খারখানা টি 150 একরের কমে।আগে কয়েকজন এক্সপার্ট যে ঢপের চপ দিয়ে চলেছিল;কারখানা গড়তে হাজার একর কুনো ব্যাপার না;অন্তত সেই ঢপের মিথ টাকে ভাঙা গেছে।
  • একক | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৫১718228
  • বিয়েম্দাব্লুর কিসের কারখানা সেটাই তো জানা হলনা । সেখানে কী তাদের গাড়ির পার্টস তৈরী হবে ? নাকি এসেম্বলিং হবে । এমনিতে যত বেশি রোবটিক্স এর ব্যবহার তত জায়গা কম লাগবে এবং কম লোকের চাকরি হবে । আর দুটো কারখানার কোর্ অপারেশন কী না জেনে তুলনা টানলে কিছুই পরিস্কার হচ্ছে না ।
  • বিপ | 183.67.3.44 | ১০ সেপ্টেম্বর ২০১৬ ০০:৫১718229
  • ্পিটি সাহেব
    আপনি বোধ হয়, আমার প্রবন্ধের সুর বুঝতে ভুল করেছেন। আমি কিন্ত লিখেছি এত কিছু করিয়াও পশ্চিম বঙ্গে শিল্প আসিবে না-কারন ইনফ্রাস্টাকচার খারাপ ।
  • cm | 127.247.96.63 | ১০ সেপ্টেম্বর ২০১৬ ০২:১৮718230
  • এত কিছু কি করা হয়েছে সেটাই বোঝা যায় নি। এখন উনি আর বিরোধী নেত্রী। নেই তাই কথায় কথায় বন্ধ ডেকে রাস্তা আটকাচ্ছেননা। এবাদে আর কি হয়েছে বুঝতে পারিনি।
  • cm | 127.247.96.63 | ১০ সেপ্টেম্বর ২০১৬ ০২:২০718231
  • আর জমি ছাড়া রাস্তাঘাট হবেনা আর যেখানে যাতায়াতের ভাল ব্যবস্থা নেই সেখানে শিল্প নেই। চেন্নাইএর এদিকটা ঘুরে গেছেন নিশ্চই।
  • Bratin | 11.39.36.1 | ১০ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৪৩718232
  • না আমি কালকে রাতে ভেবে দেখলাম এই ভাবে লেখা টা ঠিক হয় নি।

    এখানে মমতার গুণ কীর্তনের বিরুদ্ধেই জনগন বলতে চেয়েছে।

    আমি অরি আর সিএম র কাছে আন্তরিক ক্ষমাপ্রার্থী
  • Bratin | 11.39.36.1 | ১০ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৪৬718233
  • ইয়ে মানে প্রপিনকুইটি মানে আমি কী বলতে চেয়েছিলুম কারুর মনে আছে?

    আমি একে বারে ভুলে মেরে দিয়েছি।ঃ((
  • cb | 132.170.173.209 | ১০ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৪৮718234
  • তুমি বল নি, তোমায় বলা হয়েছিল।

    তোমার কল্যাণে বলেছি মানে এই নয় যে তুমি বলেছ (আইনের ফাঁকটা কেমন রেখেছি দেখ :-))
  • সিকি | ১০ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৫৪718236
  • জয় গুরু। খুব বেশি এগোয় নি তো দেখছি। আরেকটু চালিয়ে খেলুন। আমি বাদাম্ভাজা কিনে আনি।
  • Bratin | 11.39.36.1 | ১০ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৫৬718237
  • ওহো।

    কিছু ই মনে নেই তবে বেশ কয়েক জনের সাথে
    মনোমালিন্য হয়েছিল সেটা মনে আছে।
  • π | ১০ সেপ্টেম্বর ২০১৬ ০৯:১৮718238
  • ইন্দ্রনীল বসু নামে একজন লিখেছেন দেখলাম, ( ডিঃ আমি এর সাথে সহমত টত কিছুই না। এনিয়ে কোন মতামত নাই)

    'ব্যাঙ্গালোরে আজ ব্যপক বনধ হয়েছে শুনলাম। কেউ অফিস যেতে পারেনি, এমনকি যে বাবুরা ব্যাঙ্গালোরে নিজের গাড়ি ছাড়া এক পাও চলতে পারেন না, তারাও বেরোতে পারেননি। সবচেয়ে ভয়ঙ্কর কোনো কোনো কোম্পানীর অফিসে (তাদের মধ্যে এম এন সি আছে) আক্রমন হয়েছে। আমি প্রায় ১১ বছর ব্যাঙ্গালোরে আছি। লোকাল লোকজনের কিরকম মানসিকতা, আমি অনেকের থেকে ভালো জানি। বাঙ্গালীদের আমরা ল্যাদ বলি, কাজ করতে চায় না, ২ দিনের কাজটা ১০ দিন লাগায়, এরকম বলে বাঙ্গালী কুখ্যাত। যারা এগুলো বলে, আমি তাদের অনুরোধ করব, ব্যাঙ্গালোরে এসে কিছুদিন থেকে যেতে। কপালে তিলক কেটে, কথায় কথায় বালাজীর নাম নিয়ে কথা কম বলে কত বিচিত্র প্রকারে শয়তানি করা যায়, সুযোগ পেলেই অন্যের, বিশেষ করে অদক্ষিন ভারতের মানুষদের জ্বালিয়ে মারা যায়, যে কোনো ছুতোয় টাকা বেশি নেওয়া যায়, সেটা এখানে না থাকলে বোঝা যায় না। আমি যেদিন কলকাতা এসেছিলাম, সেদিনও ভারত বনধ ছিল, দেশের বেশির ভাগ অংশের থেকে ব্যাঙ্গালোরে জোরদার স্ট্রাইক ছিল আর সবচেয়ে বেশি ভোগান্তি হয়েছিল সাধারন মানুষের (আমাকে ২৫০০ টাকা দিয়ে ওলা লাক্সারি চেপে এয়ারপোর্টে যেতে হয়)। অথচ সেদিন ওলা, উবের সবই ছিল। ড্রাইভারগুলো বদমাইশি করছিল, একদম নিজের অভিজ্ঞতা।
    এরকম আগেও দেখেছি। ব্যাঙ্গালোরে বনধ হলে সেটা সাঙ্ঘাতিক অবস্থায় চলে যায়। মানতেই হবে মমতা এব্যাপারে পশ্চিমবঙ্গকে একদম বদলে দিয়েছেন। যেটা ভেবে দেখার, এত ঔত্সিদের উন্ফ্রিএন্দ্ল্য একটা রাজ্যে এত বহুজাতিক বিনিয়োগ আর পশ্চিমবঙ্গে কিছু আসে না কেন। এখানেই ভাবমূর্তির প্রশ্ন আর এই ব্যাপারেই তৃনমূল শাসিত বঙ্গ একদম শেষের দিকে। এর চেয়েও বড় একটা বিষয় আছে। ব্যাঙ্গালোরে প্রযুক্তি নির্ভর কোম্পানীর জন্য ঠিকঠাক ট্যালেন্ট পাওয়া যায় আর কোলকাতা সেই স্কেলে একদম শুন্য। কিন্তু কেন এরকম? ব্যাঙ্গালোরের থেকে শহর হিসেবে কোলকাতা অনেক এগিয়ে। কোনো রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে গেলে দায়িত্ব শুধু রাজ্য সরকারের, এরকম নয়। আমি অনেকের সাথে কথা বলে দেখেছি, তামিলরা চেন্নাই চলে যেতে চায়, তেলুগুরা অন্ধ্রে, মাল্লুরা দুঃখ করে কেরলে এত বেশি বিনিয়োগ নেই বলে, কেউ কেউ চলেও যায়। আলাদা শুধু বাঙ্গালীরা, ব্যাঙ্গালোর আলো করে বসে আছে। আই বি এম, টি সি এস, কগনিজ্যান্টের ভালো ভালো প্রোজেক্ট সব ব্যাঙ্গালোরে, চেন্নাইতে, তার কারন দক্ষিনীরা সফলভাবে নিজেদের রাজ্যকে বেটার সিটি হিসেবে দেখাতে পেরেছে, সুযোগ পেলেই উচ্চপদস্থ দক্ষিনীরা উত্তর আমেরিকা, ইউরোপ থেকে প্রোজেক্ট নিয়ে যায় ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাইতে। আর সেখানে উচ্চপদস্থ বাঙ্গালীরা কি করে, সেটা দেখতে হবে।
    অন্য রাজ্যের মানুষের থেকে বাঙ্গালীরাই কোলকাতার নিন্দা করে সবচেয়ে বেশি। এরা ব্যাঙ্গালোরে দুরগাপুজো মাতিয়ে তোলে, সেখানে ১০০ টাকা দিয়ে ২টো শুকনো লুচি, আলুর দম খেয়ে আত্মপ্রসাদ লাভ করে; নিজের শিশুপুত্র, কন্যার সাথে বাংলা ছাড়া যে ভাষায় পারে কথা বলে; নিজের বাঙ্গালীত্ব বোঝায় ব্যান্ডের গান শুনে; কিন্তু ভুলেও ভাবে না নিজের রাজ্যকে কিকরে ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন হিসেবে প্রোজেক্ট করা যায়; বরং চেষ্টা করে কোলকাতাকে কালচারাল ক্যাপিটাল হিসেবে তুলে ধরতে, কিন্তু বানিজ্য! কদাপি নয়। নিজের টীমের কোন বাঙালী ছেলে, মেয়ে যদি কোলকাতায় রিলোকেট করতে চায়, তাকে সবচেয়ে আগে আটকায় এই উচ্চপদস্থ বাঙ্গালীরাই। কথায় কথায় বলবে, "কি করবে কোলকাতায় গিয়ে, ওখানে কিসসু নেই"। আমি অনেককে বলেছি, জব নেই, কারন কোম্পানী কম, আর কি নেই কেউ বলতে পারবেন। কেউ বলেছে, ওলা, উবের পাওয়া যায় না (এখন সেটা বলা যায় না আর কেউ স্বীকার করে না কোলকাতার হলুদ ট্যাক্সি ওভার অল অনেক সস্তা); কেউ বলেছে ইন্তের্নতিওনল স্চূল্স নেই (ওই আবর্জনা না থাকাই ভালো সেটা মূর্খরা বোঝে না); কেউ বলে রাস্তাঘাট খারাপ (ব্যাঙ্গালোরে অনেক বেশি খারাপ, সেটা দেখবে না); কেউ বলে হেলথকেয়ার ভালো নয় (এটা কিছুটা সত্যি); কেউ বলে পলিটিক্স বেশি (ব্যাঙ্গালোরের অফিসে পলিটিক্স নেই?) ইত্যাদি। আর সুবিধাগুলো কেউ দেখে না। একটু ভেবে দেখলেই বোঝা যাবে, মূল কারন এদের বেশির ভাগ ব্যাঙ্গালোরিয়ান হতে ভালোবাসে, অন্যের সবকিছু নিজের মধ্যে নেওয়ার থেকে নিজেকে অন্যের মধ্যে মিশিয়ে দেওয়াতেই বাঙ্গালীর আনন্দ। এমন গর্ব ভরে পরের নকল করে আমরা ছাড়া আর দেখা যাবে না। ব্যাঙ্গালোর শহরকে হোলি কাউ হিসেবে বাঙ্গালীদের মত কেউ দেখে না। বছর দুয়েক আগে আমার এক বান্ধবীকে বলেছিলাম, কোলকাতায় পটল ২০-২৫ টাকা কেজি, এখানে ৬০ টাকা ছাড়িয়ে যাচ্ছে। তার জবাব, এটুকু তফাৎ তো কলকাতার সাথে হবেই। তার মানে কোলকাতার দ্বিগুনের বেশি দাম দিয়ে ব্যাঙ্গালোরে থাকা স্বাভাবিক? সব মিলিয়ে সবজির দাম ব্যাঙ্গালোরে কোলকাতার আড়াই গুন আর মাছ ধরলে ৩ গুন হবে। কাজের লোকের টাকা তো ৩ গুন হবেই। এগুলো কোনো বাঙ্গালীকে বলতে শোনা যাবে না। মাঝে মাঝে মনে হয়, কোলকাতা এত নেগেটিভ পাবলিসিটির শিকার যে এখানে থাকা মানেই একটা আউট অফ ফ্যাশন ব্যাপার। কে জানে প্রোগ্রেসিভ বাঙ্গালী বোধহয় বাবা, মা, ছোটোবেলার প্রিয় মানুষদের থেকে দূরে থাকা "ইন থিং" বলে মনে করে।
    কোলকাতায় যেটা নেই, সেটা ভালো চাকরি, এটাই একমাত্র অভাব। যত নতুন কোম্পানী কোলকাতায় হয়েছে, বলতে বাধ্য হচ্ছি, ব্যাঙ্গালোরের সাপেক্ষে বেতন কিছুই দিতে পারে না। স্বাস্থ্য যা আছে, দরকার হলে অন্য রাজ্যে যাওয়াই যায়। তার জন্য ব্যাঙ্গালোরে চিরকালের জন্য চলে যেতে হবে কেন? সুতরাং বহুজাতিক কোম্পানী, বিশেষ করে আই টি, ব্যাঙ্কিং এসব সেক্টর কোলকাতায় বেশি করে আসতে শুরু করলেই ছবি পালটে যাবে। কিন্তু সেটা হবে কিকরে? শুধু মমতাকে গালাগালি দিয়ে বাঙ্গালী সপ্তাহান্তে মদ খাবে, কিন্তু যেসব কোম্পানীর কোলকাতায় অফিস আছে (খুব কম সংখ্যা নয়), তারা ভাববে না কিকরে প্রোজেক্টের বা বানিজ্যের কিছুটা কোলকাতায় নিয়ে যাওয়া যায়। অক্টোবর আসছে, ব্যাঙ্গালোরের বাঙ্গালীরা যদি কিছুমাত্র শুভবুদ্ধি থাকে, দুরগাপুজো একটু কম করে কোলকাতায় কিছু কিছু কাজ ও প্রযুক্তি কর্মী ধীরে ধীরে যাতে শিফট করা যায়, সেটা ভেবে দেখতে পারেন। ব্যাঙ্গালোরে আপনার যা পাওয়ার আছে, তার থেকে অনেক বেশি আপনাকে কোলকাতা দিতে পারে।
  • dc | 132.174.108.216 | ১০ সেপ্টেম্বর ২০১৬ ০৯:২৭718239
  • এতো বড়ো পোস্টের সামারিঃ "এখানেই ভাবমূর্তির প্রশ্ন"

    পার্সেপশান। পব অ্যাস অ্যান ইনভেস্টমেন্ট ডেস্টিনেশান - বহু বহু কাল থেকেই বাকি ভারতে এই পারসেপশান নেগেটিভ ছিল। গত দশ বছরের পুরো সিঙ্গুর এপিসোড আর তার আফটারম্যাথের ফলে এখন বাকি ভারতের বিজনেস কমিউনিটিকে পাগলা কুকুর কামড়ালেও আর পবতে গিয়ে ইনভেস্ট করবেনা।
  • Alcyoneus | 127.194.237.112 | ১০ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৩৪718240
  • ট্রাফিক দেখতে হয় গুরগাঁও ঘুরে আসুন। উরিবাবা, পাঁচদিনেই হেজে গেছি। একটা ঝক্কাস হাইওয়ে সত্ত্বেও কি করে ট্রাফিক সিস্টেমের ১০৮ করা যায় কোঈ ইনসে সিখে।

    গতমাসে নাকি একদিন ষোল ঘন্টা জ্যাম হয়ে বসেছিলো।
  • বিপ | 183.67.3.44 | ১০ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৫৬718241
  • "খন বাকি ভারতের বিজনেস কমিউনিটিকে পাগলা কুকুর কামড়ালেও আর পবতে গিয়ে ইনভেস্ট করবেনা।"

    -খুব ভুল ধারনা ডিসি। আমার ও এই ধারনা ছিল ছমাস আগে। ইনফ্যাক্ট আমার প্রোডাক্ট ভারতের ম্যানুফাকচারিং সেক্টরে লঞ্চ করার জন্য, মার্কেট স্টাডি করছিলাম। এখন বেচছি। আমি আমার সেলস টিমকে প্রথমে পুনে মাদ্রাস এলাকায় পাঠাই। পশ্চিম বঙ্গে কিছুই নেই এটাই জানতাম। এখানে কাছেপিঠে দুটো একটা বিটা লোকেশনের দরকার ছিল।

    আমি অবাক হলাম সিপিএম জমানায় যারা পশ্চিম বঙ্গে ব্যবসা গুটিয়েছে, এখন তারা তাদের ম্যানুফাকচারিং বাড়াচ্ছে। জাস্ট এই লেখাটা লেখার আগেই একটা কলে ছিলাম দুর্গাপুরের সার কারখানার এক জেনারেল ম্যানেজারের সাথে। তারা ফ্যাক্টরিতে আরো সাতটা বয়লার বসাচ্ছে। এটা কয়েক বছর আগেও ভাবা যেত না। এসব হয়েছে দিদির শ্রমিক ধর্মঘট বিরোধি কড়া মনোভাবের জন্য।

    গুরুতে বসে পশ্চিম বঙ্গকে জানা যায় না। এই ভ্রুমটা না থাকাই ভাল।
  • dc | 132.174.108.216 | ১০ সেপ্টেম্বর ২০১৬ ১০:১৭718242
  • বিপ, আমিও নানান লোকের সাথে কথা বলেই বলছি, তাদের মধ্যে ইনভেস্টর কমিউনিটির লোকেদের সাথেও মাহে মাঝে কথা বলেই বলছি। পাঁচ-ছ মাস আগেও কথা বলেছি, লাস্ট পাঁচ-ছ মাসেও কথা বলেছি। পবতে লার্জ প্রোজেক্টে ইনভেস্ট করার মতো আগ্রহ কারুর মধ্যেই দেখিনা। আর গুরুতে বসে পবকে জানা যায়না এটা ঠিক কথা, আবার পবতে কোন বড়ো প্রোজেক্ট শুরু হলে সেটা পেপারেই দেখতে পাবেন এটাও ঠিক। বয়লার বসানো খুব ভালো কথা, কিন্তু লাস্ট পাঁচ বছরে পবতে বড়ো প্রোজেক্ট কটা হয়েছে?
  • PT | 213.110.242.8 | ১০ সেপ্টেম্বর ২০১৬ ১০:৪২718243
  • বিপ, যারা পব-তে লেখাপড়া শিখছে, পিএইচডি করছে তারাও পবকে না জেনে পব ছাড়ার জন্য উদগ্রীব হয়েছে, এমনটাই বলতে চান?
    দুএকটা বড় ফারমা বা কেমিকাল কোম্পানীর নাম জানাবেন যারা দোকান খুলেছে এখানে? আমার ছ্ত্রদের খপরটা দিতাম!!
  • আপনারা এত পশ্চাদগামী কেন? | 195.129.62.63 | ১০ সেপ্টেম্বর ২০১৬ ১১:১৪718244
  • 'বাংলা' বলুন। 'পব' বলছেন কেন?
  • Arpan | 15.148.31.130 | ১০ সেপ্টেম্বর ২০১৬ ১২:২২718245
  • লুরুতে পটলের চাষ হয় না, বাইরে থেকে আমদানি করতে হয়। স্বাভাবিক কারণেই তার দাম ২৫ টাকা রাখা যায় না।
  • Bratin | 11.39.37.220 | ১০ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩৩718247
  • অর্পণ " টুমি কী বলিতে চাও এই যে বাংলায় "পটল টোলা" অনেক সহজ আছে?"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন