এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সার্জিকাল স্ট্রাইক

    Surgical Strike
    অন্যান্য | ২৯ সেপ্টেম্বর ২০১৬ | ২১৮৫০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 11.39.57.105 | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ১৪:১৭721703
  • গুরুর এফবি তে আপনি আক্টিভ নাকি? তা ভাল তো , নামটা জানাবেন না ?
  • news | 190.179.40.25 | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ১৫:১৫721705
  • কাল রাতে ইন্ডিয়া টুডে চ্যানেলে দেখলাম ইয়েচুরি কাল সর্বদল মিটিং সেরে বেরিয়ে ইন্ডিয়ান আর্মি কে কংগ্রাচুলেট করলো ,
    http://www.dnaindia.com/india/report-surgical-strike-rajnath-briefs-leaders-at-all-party-meet-2259930
    এখানেও বলছে
    Yechury said that his party supported the Army action but felt that military action is not the answer and talks should resume between the two neighbours.
  • সিকি | 165.136.80.160 | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ১৫:২৬721706
  • যা শালা। ফেসবুকের লিং কে চেয়েছে? ও তো আমি নিজেও গিয়ে দেখে আসতে পারি। টেক্সট চাই মশাই, ঐ রকম রক্ত গরম করা মাকু ব্যাশিং টেক্সট চাই।

    হ্যায় কোই?
  • ... | 185.156.141.24 | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ১৮:২৫721707
  • Korle hridoy chin chin,
    aste kore nere nin
  • Robu | 11.39.39.231 | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৪১721708
  • নেপালি মানে নর্থ ইস্ট। গোটা ভারত হয় নেপালি নয় চিন্কি বলে।
  • ranjan roy | 192.69.111.196 | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৩৯721709
  • বিপ কে বেশ বড় করে ক। দেব্রবতর দেওয়া পাকিস্তানের কমেডিয়ানের পোস্ট খাসা।
  • aranya | 154.160.5.104 | ০১ অক্টোবর ২০১৬ ০০:০৩721710
  • রাজনৈতিক ইসলামকে ডাইল্যুইট করতে হলে, সৌদি আরব-কে চাপ দেওয়া দরকার। সে তো আম্রিগাও দেয় না
  • s | 77.59.61.153 | ০১ অক্টোবর ২০১৬ ০০:২৯721711
  • বিপ এই কথাগুলো কি ৯/১১ র পরে মর্কিন জনগণকে বোঝানোর চেষ্টা করেছে? নাকি এগুলো শুধু ভারতের বেলাতেই খাটে? মার খাও আর হজম করে যাও।
  • Atoz | 161.141.85.8 | ০১ অক্টোবর ২০১৬ ০৫:০১721713
  • বোঝাতে গেলে ওর ধুর্ধুড়ি নেড়ে সোজা জিবুতিতে ছেড়ে দিয়ে আসবে। ঃ-)
  • bip | 183.67.3.44 | ০১ অক্টোবর ২০১৬ ০৮:১৫721714
  • এই আটোজ ভদ্রমহিলা নিশ্চয় আমেরিকাতে থাকেন না
  • pn | 18.37.233.233 | ০১ অক্টোবর ২০১৬ ২০:৫৭721716
  • লেখাটা darun hoeche
  • pn | 18.37.233.233 | ০১ অক্টোবর ২০১৬ ২০:৫৭721715
  • লেখাটা darun hoeche
  • Abhyu | 106.10.148.226 | ০২ অক্টোবর ২০১৬ ০৮:২৩721717
  • উরিতে শহিদ দাদা, তবু সেনা হওয়ার দৌড়ে ভাই
    http://www.anandabazar.com/national/uri-martyr-s-brother-wants-to-be-soldier-1.488369#

    ‘‘তা ছাড়া, আমার ওপরেই তো এখন পুরো পরিবারের দায়িত্ব। খুব গরিব আমরা।’’
  • সিকি | ০২ অক্টোবর ২০১৬ ০৮:৩৮721718
  • ট্রোলেরা উইকেন্ডে আসে না?
  • ছোটোলোক | 204.230.155.222 | ০২ অক্টোবর ২০১৬ ১৪:১৯721720
  • বিপ,
    উনি অ্যামেরিকাতেই থাকেন এক যুগের ওপর।
  • pi | 233.231.33.202 | ০৩ অক্টোবর ২০১৬ ১৯:৫৯721722
  • যাঁরা ঘরে বসে এত যুদ্ধ নিয়ে রক্ত আর বাজার গরম করছেন, উত্তেজনার আগুন পোহাচ্ছেন, শহীদের মৃত্যুতে আরও উদ্দীপ্ত হচ্ছেন, নিজেদের যুদ্ধে যেতে হলে, নিজেদের চারপাশের লোকজন মরলেও এরকমই চেগে উঠবেন নিশ্চয় ! হ্যাঁ, যুদ্ধ হলেআপনি নিজের দুর্গে সুরক্ষিত থাকবেন এরকম দুরাশা করে থাকলে আলাদা কথা। অন্য দেশের সাধারণ মানুষ মরলে নাহয় সেলিব্রেট করবেন, বিশেষ করে মুসলিমরা মরলে তো সেলিব্রেট করার মতই ঘটনা, নিজেদের দেশের লোকজন মরলে নাহয় নিহতের ধর্ম দেখে প্রতিক্রিয়া দেবেন।হিন্দু সৈনিক মারা গেলে উত্তেজনার পারা আরো চড়বে, মুসলমান সৈনিক মারা গেলে সেটা হবে মুসলমানদের কাছে দৃষ্টান্ত স্থাপনের মত 'গুড মুসলিম' এর ন্মুনা, দেশের সাধারণ মুসলিম মারা গেলে নাহয় মাথা না ঘামালেও চলবে, বা হয়তো সেও গুড মুসলিম বলে কিছু সম্মান আটেনশন পাবে, দেশের সাধারণ হিন্দু মারা গেলে প্রতিশোধের আগুন জ্বলবে । তা বেশ। নিজের ঘরের কেউ মরলে ? নিজের ঘরে বোম পড়লে ? নিজের ছেলেমেয়েমাবাবাবৌবরের বুকে মাথায় পেটে গুলি লাগলে ?
    উত্তর পাব কি ? না পেলে, যুদ্ধু যুদ্ধু গা গরম করা পোস্ট দেখলেই এই প্রশ্ন করে যাব।
  • ranjan roy | 192.69.185.198 | ০৩ অক্টোবর ২০১৬ ২০:০৮721724
  • আজ "টাইমস নাও" এ মহেশ ভাট চমৎকার ভাবে অর্ণবের বাউন্সার গুগলি সব সামলে দিয়ে শান্তির পক্ষে, পাকিস্তানের সিভিল সোসাইটি ও সাধারণ নাগরিকের পক্ষে এবং দু'দেশের পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ বিকাশের পক্ষে সওয়াল করে গেলেন।
    স্পষ্ট বললেন --নওয়াজ শরিফই গোটা পাকিস্তান নয়।

    এদিকে আবাপ নিউজ (হিন্দি)র উগ্র হুংকার অসহনীয় হয়ে উঠেছে। কোহলির নেতৃত্বে ভারত কিউয়িস দের বিরুদ্ধে সিরিজ জিতে গেল। ফলে টেস্টম্যাচের আন্তর্জাতিক মাপকাঠিতে ভারত পাকিস্তানকে শীর্ষস্থান থেকে নামিয়ে একনম্বরে উঠে গেল।
    আবাপ হিন্দির চীৎকার।
    নিউজিল্যান্ড কা হার,
    পাকিস্তান পর মার।
    তুম কুছ ভি কর লো পাকিস্তান,
    উপর রহেগী হিন্দুস্তান!

    এগুলোকে কী বলব?
  • এলেবেলে | 11.39.56.44 | ০৩ অক্টোবর ২০১৬ ২০:২৫721725
  • যুদ্ধু-যুদ্ধু খেলার খেসারত যাঁরা দিচ্ছেন —
    http://epaperbeta.timesofindia.com/Gallery.aspx?id=01_10_2016_010_015_003&type=P&artUrl=BY-THE-NUMBERS-01102016010015&eid=31812

    অবশ্য কী এসে যায় তাতে ! আমরা সারারাত প্যান্ডেল হপিং করব জমিয়ে আর ফাঁকতালে যুদ্ধুর লেটেস্ট আপডেট দেখে নেব নতুন কেনা জিওতে ।

    জিও গুরু ! এনজয় গুরু !!
  • সিকি | ০৩ অক্টোবর ২০১৬ ২১:০৯721726
  • দেব | 135.22.193.148 | ০৩ অক্টোবর ২০১৬ ২১:১২721727
  • @পিএম

    মনে হচ্ছে খুউব বড় একটা গুল মারা হয়েছে। সামান্য কিছু এলোপাতারি গুলি চালিয়ে দু'তিন জন পাকসেনাকে মেরে মোদিদা গপ্পো মেরেছেন 'সার্জিকাল স্ট্রাইক' এর।

    আমি বলব মন্দের ভাল। দেশের লোককে সত্যিটা বলার হিম্মৎ যখন নেই, তখন গুল মেরে শান্ত রাখলে সেকেন্ড বেস্ট অপশন।

    কিছুদিন পরে সত্যিটা বেরোবে ঠিকই। সিম্যুর হার্শ যেমন লাদেন হত্যা গপ্পোটাকে কিছুটা লাইনে এনেছেন। কিন্তু এই ধরনের ঘটনায় মজার ব্যাপার হল প্লসিবল ডিনায়েবিলিটি। ফলে কোনদিনই সত্যিটা প্রমাণ হবে না। হনুমান ডিভিশনও শান্ত থাকল আপাতত।
  • সিকি | ০৩ অক্টোবর ২০১৬ ২১:১৬721728
  • সাদ্দাম ক্যাপচারের বিষয়েও অনুরূপ কাহিনি প্রচলিত আছে - ওকে আগে ধরে ঘুমের ওষুধ খাইয়ে ভিডিও ক্যামেরা এনে ক্যাপচারটা লাইভ রেকর্ডিং করা হয়েছিল।
  • h | 213.132.214.88 | ০৩ অক্টোবর ২০১৬ ২১:৪৬721729
  • সার্জিকাল স্ট্রাইকের ক্লেম টাকে আমার অসংখ্য কারণে ঢপ মনে হয়, তবে প্রচার টাকেও বিপজ্জনক এবং সিনিকাল মনে হয়। কি কি কারণে ঢপ মনে হয়, সেটা কি সকলে বলে দিয়েছেন, যাক আমার কারণ গুলো মোটামুটি এরকমঃ

    ১- ২৫০ কিমি আর্কে নাকি কমান্ডো অপারেশন হয়েছে, এটা আমার ওভারল কমান্ডো অপারেশন এর পক্ষে, কো-অর্ডিনেট করার পক্ষে বেশি বড় এরিয়া মনে হয়েছে।
    ২ - ৩৮ জনের মৃত্যু, এটা অফিশিয়াল ব্রিফিং এ সম্ভবত বলা হয় নি, পরে অনেক মিডিয়া নিজেদের সোর্স এর কথা উল্লেখ করে বলেছে। তারপরে আবার বিভিন্ন প্রচার মাধ্যমে এসছে, যে অনেক জংগে রিয়ার গার্ড অ্যাকশনে পি ও কে র ভেতরে ঢুকে গেছে/পালিয়ে গেছে , নাম্বার ও ক্লেম করেছে অনেকে ৩০০ মতন, এটা আদ্যপান্ত ঢপ মনে হয়েছে। ট্রোফি কিলিং হিসেবে একটি ও "নন-স্টেট" অ্যাকটর এর কোনো আইডেন্টিটি এসটাবলিশড হবে না এটা অবাক লেগেছে। আর বলা হয়েছিল এই তথা কথিত লঞ্চিং প্যাড গুলি নাকি এক হপ্তা ধরে নজরে ছিল, হ্যাঁ এটা মেনে নিতে অসুবিধে নেই, ইনফরমেশন গ্যাদারিং অ্যাসেট ঐ অঞ্চলে থাকতেই পারে, কিন্তু তারা এদ্দিন কোন খবর দিলো না, এখন একেবারে গুণে ফেল্লো, এটা জাস্ট হজম হয় নি।
    ৩ - প্যারাট্রুপার কাজ করতে গেলে এয়ার ড্রপ লাগে, সেটা ডিটেকট হওয়ার চান্স বেশি, যতই 'নাইট কভার' হোক, এটা গুল মনে হয়েছে।
    ৪। লঞ্চিং প্যাড টার্ম টাকে ঢপ ও ডেলিবারেট সিভিলিয়ান কিলিং এর অজুহাত বলে মনে হয়েছে, কি করে লোকে বুঝলো, একটা গ্রামে, বা একটা বিল্ডিং কম্প্লেক্স এ বা কয়েকটা ছউনি তে, শুধু টেররিস্ট আছে। আমার মনে হয় না, ভারতীয় আর্মি, সিভিলিয়ান পপুলেশন অ্যাম্বুশ করবে লাইন অফ কন্ট্রোল এর ওপারে, অন্তত যখন ফুল ওয়ার চলছে না, এটা করলে ইনফরমেশন গ্যাদারিং অ্যাসেট রাখতে পারবে না।
    ৫। এটা হতে পারে না, বড় শেলিং এই প্রথম হচ্ছে, বা ইনকারশন ও এই প্রথম হচ্ছে, ভারতের দিক থেকে। হতে পারে এটা যে কমান্ড স্ট্রাকচার টার কন্ট্রোল সিকিউরিটি অ্যাডভাইজর কিছুটা পেয়েছে, কিন্তু তাও পুরোটা আমাদের সেট আপে সম্ভব না।
    ৬। ভিডিও প্রকাশ হবে শোনা যায়, তখন আরেকবার করে আলোচনা হবে, তার আগে পর্যন্ত এই ক্লেম কে ক্লেম ই বলতে হচ্ছে।
    ৭। ক্যাজুআল্টি যেটা স্বীকার করা হচ্ছে সেটা পাকিস্তানি আর্মি করেছে, যদিও এটা বোঝা যায় পাকিস্তানের পক্ষে সরকারী ভাবে নান স্টেট অ্যাকটর এর হতাহতের খবর স্বীকার করা অসুবিধে আছে, সে ক্ষেত্রে সিভিলিআন ক্যাজুআলটি বলে চালাতে পারতো, কিন্তু গোটাটাই সন্দেহজন্ক।
    ৮ - ইন জেনেরাল, সার্জিকাল স্ট্রাইক টার্মটা আমি শিখি আফগান যুদ্ধ প্রসঙ্গে আর ইউরোপে ন্যাটো বম্বিং এর সময়ে, একেবারেই বিশ্বাস্যোগ্য না। তবে অসমর্থিত সুত্রে শোনা যাচ্ছে, ক্রস বর্ডার ফায়ারে, সার্জিকাল স্ট্রাইক টার্মটা মিলিটারি ডকট্রিন হিসেবে ব্যবহৃত হয়েছে ভারতেই, কিন্তু এর যথেষ্ট এভিডেন্স পাছি না।

    অতএব নতুন কিসু হয় নি, পুরোনো কিসু হতে পারে।

    একটু বেশি শেলিং "হয়তো" হয়েছে, হয়তো শর্ট আর্ম ফায়ারের ডিসটান্স থেকে এক্সচেঞ্জ হয়েছে, বেশি মাত্রায়, এর থেকে বেশি কিসু এখনো কিসু বোঝা যাচ্ছে না, তবে এটা আগুন নিয়ে মানুষের জীবন নিয়ে খেলা এবং দুটো রাষ্ট্রই যে স্সন্ত্রাসবাদীদের, সৈন্য দের, এবং কাশ্মীরি জনগণের জীবন কে বিন্দুমাত্র মূল্য দেয় না, এটা বুঝতে পরে দেশপ্রেমীদের লজ্জা পাওয়া উচিত, তবে তাঁরা কোন রহস্য জনক কারণে খুব উত্তেজিত ও আনন্দিত হয়ে আছেন।
  • Robu | 11.39.39.186 | ০৩ অক্টোবর ২০১৬ ২১:৫৭721730
  • সেই।
  • h | 213.132.214.88 | ০৩ অক্টোবর ২০১৬ ২২:০৪721731
  • আমি এল আর বি তে সেমুর হার্শের প্রবন্ধটা পড়েছিলাম, ২০১৫ তে সম্ভবত। আমি জানি না আর কোনো ভারসন গার্ডিয়ান/নিউ ইয়র্ক টাইম্স এ বেরিয়েছিল কিনা, কারণ এদের বড় গ্লোবাল হেডলাইন নিউজ শেয়ার করা অভ্যেস আছে। উদা উইকি লিক।

    কিন্তু হার্শের মেন টার্গেট বলে মনে হয়েছিল, আমেরিকা আর পাকিস্তানের অফিশিয়াল রিলেশনশিপ, আর পাকিস্তান লাদেনের ব্যাপারে কিছু জানত না, এই দাবী টা। সেই ডাক্তার চরিত্রটি , ইনফর্মার রা ইত্যাদি। হার্শের , বিন লাদেন এর হত্যার অভিযান হয়েছিল কিনা এই নিয়ে সন্দেহ কম ছিল, নিরস্ত্র অবস্থায় মারা হয়েছিল কিনা এই নিয়ে খানিকটা কথা ছিল। আর দেহ সৎকার সংক্রান্ত ব্রিফিং কে নিয়ে সন্দেহ প্রকাশ করা ছিল।
  • pi | 233.176.40.2 | ০৪ অক্টোবর ২০১৬ ০০:১৫721732
  • লাদেনকে নিয়ে ঐ প্রবন্ধটা পাওয়া যাবে ? বা, কেউ সারমর্ম লিখলেও হবে।
  • pi | 233.176.40.2 | ০৪ অক্টোবর ২০১৬ ০০:২৬721735
  • ধন্যবাদ !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন