এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সার্জিকাল স্ট্রাইক

    Surgical Strike
    অন্যান্য | ২৯ সেপ্টেম্বর ২০১৬ | ২১৮৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ধুস | 190.179.40.51 | ০৪ অক্টোবর ২০১৬ ১২:১৪721737
  • আগের লিংক থেকে -
    "To this ‘riddle wrapped in an enigma, inside a mystery’, I would add another paradox: Pakistan denies any Indian forces crossed the Line of Control as part of the surgical strikes India says it launched, yet it has in its custody an Indian soldier. And India, which says it launched the strikes – but which has officially refrained from saying whether the strikes involved soldiers crossing the LoC – insists the soldier in Pakistani custody crossed the LoC inadvertently. This situation has created a delicious irony: The only way for Pakistan to stick to its stand that there was no Indian attack is to accept the Indian claim – that the jawan indeed crossed over by mistake."
    এবং সার্জিকাল স্ট্রাইক আগেও হয়েছে চুপি চুপি।
    "Previous Indian border crossings were never publicised because they had the limited objective of raising the tactical cost to Pakistan of its transgressions – such as the beheading of an Indian soldier in January 2013. The army then took a call that the message from its action would go across even without publicity, and without triggering the pressure for further escalation."
    তৎকালীন সেনাধ্যক্ষ বিক্রম সিং মুখ ফস্কে একবার সেটা বলেও ফেলেছিলেন। কংগ্রেস ও সেটা কন্ফার্ম ও করেছে ।
    http://www.telegraphindia.com/1161004/jsp/nation/story_111827.jsp
    এবারেও সার্জিকাল স্ট্রাইক ঘোষণার পরেই শরীফের ইনিশিয়াল আফার্মেটিভ রিঅ্যাকশন তারপরেই পাক আর্মির অস্বীকার করাও সন্দেহজনক লাগে না ? টেরর ক্যাম্প এটাক হয়েছে মেনে নিলে মানতে হয় টেরর ক্যাম্প এর অস্তিত্ব -সেটা কি পাকিস্তান as a state করতে পারে ?
  • h | 213.132.214.87 | ০৪ অক্টোবর ২০১৬ ১২:৫৪721738
  • ক - সরকার পন্থী রিপোর্ট গুলোর দাবী ছিল 'সার্জিকাল স্ট্রাইক' টা আগে হয় নি, ইন্ডিয়ান এক্সপ্রেস রিপোর্ট টা শুরু হয়েছিল, 'র‌্যাডিকাল ডিপারচার' ফ্রেজ টা ব্যবহার করে। এখন দেখা যাছে এ আগে অনেক হয়েছে। তাই সরকারের দায়িত্ত্ব এই ধোঁয়াশা ক্লিয়ার করা।

    খ - একই দিনে হঠাৎ কেন একজন সেনা ধরা পড়ল পাকিস্তানি দের হাতে, আর টেরর লঞ্চ প্যাড ধ্বংস করতে গিয়ে কেন দুজন সরকারী পাকিস্তানি সেনা মারা গেল, সেটা দু দেশের সরকারের দুটো ভারসন থাকবে স্বাভাবিক, ভারত আর পাকিস্তানের ভারসন দুটো র প্যারাডক্স দুটোর কথাই লেখায় বলা হয়েছে। উদ্ঢৃত বাক্যে।

    গ-টেরর ক্যাম্প টার্ম টা ব্যবহার হয় নি, টেরর লঞ্চ প্যাড কথা টা ইউজ করা হয়েছিল ব্রিফিং এ। হ্যাঁ এটা পাকিস্তানের মেনে নিতে অসুবিধে আছে, তবে পাকিস্তান এই অসুবিধে অনেক দিন আগেই কাটিয়ে উঠেছে, তাদের ভারসনে এগুলো অফিসিয়াল আর্মির বিভিন্ন থাকার জায়গা। সমস্যাটা একা পাকিস্তানের না, ভারত যদি বলে যে তারা সরকারী আর্মির পাকা বা আধা পাকা স্ট্রাকচার ধ্বংস করেছে, তাহলে যুদ্ধ শুরু হয়েছে ঘোষণা করতে হয় বা অন্তত বলতে হয়, দুটো সরকারী আর্মির মধ্যে ফর্মাল কনফ্রন্টেশন হয়েছে। সেটা তে আন্তর্জাতিক সমস্যা আছে। আমাদের প্রশ্ন টা ছিল, ট্রোফি হিসেবে হতাহতের ডিটেল আরেকটু দিচ্ছে না কেন ভারত, বা কি সমস্যা আছে দিতে সেটা দেশপ্রেমী অয়্নালিস্ট রা কেন লিখছেন না, 'সোর্স' কোট করেও কিসু আসতে পারতো, নাম্বার দুটো এসছে, প্রথম দিন এসছিল ৩৮(জি নিউজ এর ইউথ ইন্টারন্যাশনাল ডিজিটাল চ্যানেলটা) কাল হিন্দুস্থান টাইম্স বলেছে ৪৫, তো প্রশ্ন হল কে ঠিক সেটা সরকারকেই বলতে হবে। বা থার্ড নাম্বার ও আইডেন্টিটি তাদের কেই এসটাবলইশ করতে হবে, ইন ফ্যাক্ট এতে নন স্টেট আর স্টেট দু ধরণের অ্যাকটর ক্যাজুআল্টি হলে, ভারতের ই সুবিধে হওয়ার কথা, এটা দেখানোর জন্য, অসহায় শরিফ ততটা অসহায় নন, নন-স্টেট অ্যাকটর সংগে তাঁর আর্মি সম্পৃক্ত, অতএব বিশদের অভাব ধোঁয়াশার ও স্পেকুলেশন এর জন্ম দেবেই, এটাকে কস্ট অফ প্রোপাগান্ডা হিসেবেই ধরা আছে ধরে নিচ্ছি।
  • h | 213.132.214.85 | ০৪ অক্টোবর ২০১৬ ১৩:০৬721739
  • আমার বাংলা কথা আরেকটা আছে, যে সাংবাদিকতা র নিজের কোন সোর্স নাই, গোটাটাই আর্মি বা স্টেট ব্রিফিং এর সংগে জড়িত, সেটায় এসব সমস্যা হবে, স্পেকুলেশন ও হবে। এটা এম্বেডেড রিপোর্টিং এর ফান্ডামেন্টাল সমস্যা।
  • h | 213.132.214.83 | ০৪ অক্টোবর ২০১৬ ১৩:৪৯721740
  • ওয়াশিংঅটন পোস্ট একটা রিপোর্ট করেছে, আর একটা সিএনেন ভিডিও দেখা যাচ্ছে, কিন্তু সেটা সি এন এন সাইটে নেই, সেটাতে পি ও কে র সাইডের কিসু সিভিলিয়ান ইনটারভিউ করে বলেছে কয়েকটা কথা --

    ক - কোনো পাবলিক মোর্নিং হচ্ছে না পি ও কে সাইডে।
    খ - পাবলিক ট্রান্সপোর্ট চলছে
    গ - স্কুল চলছে

    ঘ - স্থানীয়া লোকজন বলছে, জায়গাটা এমন , যে যে কোনো মুভমেন্ট দেখা যাবে, তারা দেখেনি। (শেলিং শুনেছে বলেছে কিনা মনে নেই)। এটা একটু গ্যাস ও হতে পারে, কারণ রাত্রিবেলা মুভমেন্ট দেখার জন্য লোক বসে থাকবে আশা করা যায় না, অথবা যাদের ইনটারভিউ করা হয়েছে, তারা পাক আর্মির নিজের 'ইনফরমেশন অ্যাসেট' ও হতে পারে। যাদের কাছে দুটো বিদেশী নিউজ এজেন্সী সরকারের সাহায্য বা ইনডিরেক্ট সহযোগিতা ছাড়া অ্যাকসেস পেত কিনা সন্দেহ।

    এটা ভিম্বাল এরিয়া। অ্যাপারেন্টলি এই এরিয়া তে সার্জিকাল স্ট্রাইক হয়েছিল, যদিও শুধু এখানেই হয় নি, বলে ভারত ক্লেম করেছে।

    যদিও দুটো রিপোর্ট কেই আমি খুব বেশি গুরুত্ত্ব দিছি না, যদিও 'ইন্ডিপেন্ডেন্ট সোর্স' হিসেবে বলা হচ্ছে, তবু দুটো স্টোরি ই পাকিস্তান আর্মির প্রেস ব্রিফিং এর কাছা কাছি সময়ে সারফেস করেছে, সুতরাং এটা প্রোপাগান্ডা ইনসার্ট কিনা জানি না।
  • Ekak | 53.224.129.56 | ০৪ অক্টোবর ২০১৬ ১৪:১৫721741
  • উফফ এ পুরো হৈত্যের হান্ধানে হানুমেস :):)

    পেচুনের খপর শোনেন । বান কি মুন , মান কি বাত আর টিন কি পু , এই তিনে মিলে টেলিফুনে জোর আলোচনা চলচে পাকিস্তানকে কতটা কোনঠাসা করার প্রচার হৈত্য হিসেবে মেনে নিতে বাধ্য করা হবে আর তাতে কার ভাগে কী লাভ । ওনাদের আলোচনা শেষ হলেই , হৈত্য ফুটেজ -হৈত্য রিপোর্ট এবম্বিধ হতোরকম হৈত্য চান, সব দিনের আলোয় প্রকাশ পাবে । দর কষাকষিটা এখনো ফয়সাল হয়নি কিনা , তাই এট্টু দেরি হচ্ছে :)
  • h | 213.132.214.88 | ০৪ অক্টোবর ২০১৬ ১৪:৪৪721742
  • ঃ-))) ভেতরের খবর তো জানি না, উপায় ও নাই, ইস্সাও নাই, বাইরের খবর ই পড়ছি। কি পড়লাম সেটা ধুস(নিক) সহ অন্যদের জানালাম।
  • Ekak | 53.224.129.56 | ০৪ অক্টোবর ২০১৬ ১৪:৫২721743
  • আম্মো পড়ছি , থুড়ি কল শুনে তাস বোঝার চেষ্টা কচ্ছি । ইন্ডিয়া ওপেনিং কল দিলো টু ডাইস । পাকিস্তান খেপে গিয়ে গাল দিলো ওর হাতে ডাই কোদ্দিয়ে আসবে আমার এতো ফোঁটা অমুক তমুক । আমেরিকা আলগা করে টু হার্টস দিলো । রাশিয়া বাজার বুঝে পাস্ । এবার দেখা যাক সেকেন্ড রাউন্ড কী হয় । ওপেনিং কলে ব্লাফ দিয়েছে ধরেই নিচ্ছি । কিন্তু সাপোর্টিং আছে কিছু । আমেরিকার কাছে যদি হার্টস ঠিকমতো থাকে আর রাশিয়া স্পেড নিয়েও চেপে খেলতে আড়চোখে রাজি হয়ে যায় , এযাত্রা পাকিস্তানের দুঃখ আছে :)
  • Ekak | 53.224.129.56 | ০৪ অক্টোবর ২০১৬ ১৪:৫৮721744
  • ক্ষমতায় এসে থেকে মোদী একটাই কাজ করেছে । ট্যাক্সপেয়ার দের টাকার শ্রাদ্ধ করে দেশে দেশে ঘুরে গুটি সাজানো । সার্জিকাল ফারজিকাল ব্লাফ সবাই জানে , কিন্তু ওপেনিং এ প্রেসার তৈরী করাটা মাস্টার স্ট্রোক হলেও হতে পারে । আবার ফুল কেস খেয়ে যেতেও পারে ।
  • avi | 113.220.208.35 | ০৪ অক্টোবর ২০১৬ ১৬:১৭721583
  • এই কোটেশনটা দেখালেই লোকজন তেড়ে মারতে আসছে এখন। ঃ))
    Göring: Why, of course, the people don't want war. Why would some poor slob on a farm want to risk his life in a war when the best that he can get out of it is to come back to his farm in one piece? Naturally, the common people don't want war; neither in Russia nor in England nor in America, nor for that matter in Germany. That is understood. But, after all, it is the leaders of the country who determine the policy and it is always a simple matter to drag the people along, whether it is a democracy or a fascist dictatorship or a Parliament or a Communist dictatorship.

    Gilbert: There is one difference. In a democracy, the people have some say in the matter through their elected representatives, and in the United States only Congress can declare wars.

    Göring: Oh, that is all well and good, but, voice or no voice, the people can always be brought to the bidding of the leaders. That is easy. All you have to do is tell them they are being attacked and denounce the pacifists for lack of patriotism and exposing the country to danger. It works the same way in any country.

    (In an interview with Gilbert in Göring's jail cell during the Nuremberg War Crimes Trials (18 April 1946)
  • h | 213.132.214.84 | ০৪ অক্টোবর ২০১৬ ১৬:১৮721584
  • সমস্যাটা যখন মানুষের জীবন নিয়ে, তখন আমার সিনিকাল হতে খানিকটা লজ্জাই করে, এটাও একটা পেসিফিস্ট এবং রাজনইতিক পজিশন।

    সাংবাদিকতার একটা পদ্ধতি হল রাজনইতিক কূটনীতিক জাতীয় আন্তর্জাতিক সব সমস্যা কেই, 'I was there(implied)' গোছের একটা টোনে রিওর্টিং হয়, ইনসাইডার নলেজ ক্লেম করা হয়। পেশাদার সাংবাদিকের জীবনে, অ্যালোকেটেড ক্ষেত্রে ইনসাইডার হয়ে ওঠাটাই কাজ। কিন্তু এই ক্ষব ক্ষেত্রে বিশেষতঃ প্রতিরক্ষা বিষয়ে এম্বেডেড রিপোর্টিং হলে, সমস্যা হল, কেউ ই আর 'ইনসাইডার' থাকে না, সবাই কেই কোন একটা গুঁফো জেনেরাল ঢপবাজ এর বয়ান এ, মাধুরী এবং 'অন্যান্য সূত্র' র খবর দিয়ে খবর ছাপতে হয়।

    ইনভেস্টিগেটিভ জার্নালিজম এর যেটা বেস্ট ট্র্যাডিশন , সেটা এই ধারা টাকে খানিকটা সাবভার্ট করে, ইনসাইডার নলেজ রাখে, তবে, সেটাকে গণতান্ত্রিক কনভেনশনে অ্যাকাউন্টেবিলিটি র দোহাই দিয়ে বা আইনের ফ্রেমওয়ার্ক থেকে বিষয়টা কে দেখে, তাই হুইসল ব্লো-ইং ও এর সোর্স হয়ে ওঠে। সেমুর হার্শ বা পল ফুট এই জঁর টার আধুনিক পিতা।

    কিন্তু এই সমস্ত ট্র্যাডিশনের একটা বড় সীমাবদ্ধতা হল, রাজনীতি কে শুধুই ক্ষমতার একটা খেলা হিসেবে দেখা। এই ভুল টা কনস্পিরেসি থিয়োরিস্ট দের প্রেমাইস থেকে খুব দূরে না।

    বড় কাগজ গুলোয় অন্তত এখন, টেলিভিশনের ব্রেকিং নিউজ এর সঙ্গে কমপিট করতে গিয়ে, বা সোশাল নেটওয়ার্কের বিস্ফোরন টাকে রেলিভান্সের লড়াই এ মোকাবিলা করতে গিয়ে একটা জিনিস ঘটেছে। সেটা হল ওপিনিয়ন বলে একটা ঘটনার বহুল প্রচলন হয়েছে। লং রিড খানিকটা ফেরাতে বাধ্য হয়েছে। সাইনাথ হিন্দুর চাকরি ছেড়ে দিল লং রিড কমানোর চাপ আসছে বলে, কিন্তু লং রিড আর্টিকল এখন আছে, তাতে মাইনে করা অপিনিয়ন মেকার ও আছে বিভিন্ন গোষ্ঠীর কিন্তু আছে। তো আমার এই ফর্ম টা র প্নরুজ্জীবন ভালো লাগে, কারণ এতে হার্ড হেডলাইন নিউজ বা ইনভেস্টিগেটিভ জার্নালিজম এর মত I was there সিন্ড্রোম টা কম, অবজেকটিভিটির একটা শ্রাউড রাখতে হয়। কারণ লং রিড এর আসল কম্পিটিটর আসলে লং এসে এবং তার একটা ফর্মের ট্র্যাডিশন রয়েছে প্রিন্ট কালচারে।

    তো আমি লংঅ রিড পন্থী, এবং ক্ষমতার বিন্যাস এবং শুধুই ক্ষমতার বিন্যাসে ওঠা নামা হিসেবে রাজনীতি/কুটনীতি কে দেখি না, কারণ I was nowhere ;-)
  • ei re | 174.100.41.2 | ০৪ অক্টোবর ২০১৬ ১৬:২৮721586
  • এ কি করলেন দাদা। চাড্ডি স্ট্যাম্প আপনার উপর লাগলো বলে।
  • h | 213.132.214.84 | ০৪ অক্টোবর ২০১৬ ১৬:৩৫721587
  • আগের পোস্ট টা একক কে।
  • robu | 213.132.214.87 | ০৪ অক্টোবর ২০১৬ ১৬:৪৪721588
  • চাড্ডিদের আজকাল স্ট্যাম্পও লাগছে?
  • PM | 11.187.175.225 | ০৪ অক্টোবর ২০১৬ ১৬:৪৫721589
  • দুটো জিনিষ হলো বলে মনে হয়-

    এতোকাল খেলাটা যেভাবে হতো , তা ছিলো স্লো আর স্টেডি। ভারতের ইমেজ তৈরী হয়েছিলো গুড বয় আর পাকিস্তানের গুন্ডা মস্তান টাইপের --দুনিয়ার আলসার টাইপ

    মোদি এই খেলাটাকে পালটাতে চাইছে। পথটা এক্কেবারে অজানা। নিজে যেভাবে ওপেন করছে খেলাটাকে, আর দুনিয়ার দাবার বোর্ড যেভাবে পাল্টাচ্ছে--- যে কোনো দিন সেমসাইড বা কাউন্টার অ্যাটাকে গোল হয়ে যেতে পারে। রাশিয়াকে এলিয়েনেট করে নিশ্চিত ভেটো হাতছাড়া করার মুল্য বড় দাম দিয়ে চোকাতে হতে পারে। আমেরিকা ভীষন ই আনপ্রেডিকটেবল, ওদের পন হয়ে চীনের পেছনে লাগাও যুক্তিযুক্ত নয়। পাকিস্তান খেসারত দিচ্ছে আফগানিস্তানে

    এই সার্জিকাল স্ট্রাইক সত্যি হোক বা না হোক--- এটা একটা মারত্মক প্রিসিডেন্স হয়ে গেলো। জনতার এরপর থেকে কোনো বড় সন্ত্রাসী হামলা হলে জনগন চাইবে সার্জিকাল অ্যাটাক হোক-- পরবর্ত্তী সরকারের ওপোর ( মোদী আর নো মোদী) এটা একটা খুব বড় চাপ হয়ে উঠবে। মনমোহনের মতো লিডার এই অন্যায় এক্সপেকটেসনের চাপে চেপ্টা হয়ে যাবে। না করলে, বা ডিপ্লম্যাটিকালি হ্যান্ডেল করতে চাইলে দরপোক/চুহা ইত্যাদি উপাধিতে ভূষিত হতে হবে
  • etao roilo | 174.100.41.2 | ০৪ অক্টোবর ২০১৬ ১৬:৫৭721590
  • Today, I was part of a panel discussion in JNU, interestingly called “Intellectual Terrorism”. The term is self-explanatory, though wide ranging. I will discuss one type of intellectual terrorism here. The proponents of this type of terror are to found in every walk of life, but the roots of this disease are embedded in some institutions of higher learning. More of that some other time.

    Karan Johar wants to know if asking Fawad Khan to go back to Pakistan will stop terror. Mahesh Bhatt joins the chorus by saying “stop terrorism, not talks” implying that we must continue to talk to Pakistan. The cricket board will continue to play matches with Pakistan. Certain business houses will continue to do business with Pakistan. All this, while our soldiers are dying on the border.

    Will sending Pakistani artists back, stopping cricket and business with Pakistan actually end terror from Pakistan? No, it most certainly will not. But there is an emotion called solidarity. You cannot make films, play cricket and do business as if everything is fine, because it is not. It makes the soldier wonder aloud, “Why should I alone bear the weight of conflict?”

    This conflict between India and Pakistan is not the soldier’s personal war. He is dying and killing for you and me. Imagine a situation in which the soldier felt, and behaved, like Karan Johar and Mahesh Bhatt? Imagine if a soldier walked up to his superior and said, “Sir, while I am dying on the Line of Control, these people are going about as if everything is absolutely fine between the two countries.”

    How many of you would like it if a soldier felt that this was not his personal war, and he, like Mahesh Bhatt, should walk across the Line of Control and shake hands with a Pakistani soldier? Why should he alone sacrifice for India, when others were making merry?

    A soldier will die before the thinks of such treason, but its certainly food for thought, isn’t it?

    Patriotism and sacrifice is not the sole responsibility of the soldier. India is Mahesh Bhatt’s country, as much as it is the soldier’s.

    The United States boycotted the Moscow Olympics in 1980, and the Russians did likewise when they boycotted the Los Angeles Olympics in 1984. This is what happens when national interest is held paramount. And this is what must happen now.

    For 70 years, Pakistan has been killing Indian citizens. Are we so inured to the pain of our fellow brethren that making a movie or playing a cricket match takes precedence over a soldier’s mourning home?

    18 families have been shattered like glass. Not a word for them by our Bollywood royalty, mind you. But the pain of Fawad Khan’s departure is too much to bear, it seems. A tweet in support of Pakistani artists is mandatory.

    These directors and producers will have you believe that before Rahat Fateh Ali Khan sang for Bollywood, there was no music of significance in the Hindi film industry. The cricket board is so busy making money that a widow’s silent sob and an orphan’s scream does not matter. What actually matters are day and night matches between India and Pakistan. The most keenly contested sporting event in history, they say; even better than the Ashes.

    And the soldiers? Well, as far as they are concerned, they are on another planet, far removed from the glitzy Bollywood studios, and the teak paneled walls of the stately boardrooms of the BCCI. The blood, the mud, the screams and the exploding gunpowder are just distant and inconvenient, not very different from traffic during the Mumbai monsoons. Life must go on.

    Its easy to ask for peace when you are a thousand miles away from the Line of Control, and your primary concerns are which party to attend this evening and where to get financing for your next film.

    Peace is not a punch line. It is the end result of war.

    There is a 10-year-old girl, Aditi, who under stands the nation and its ebbs and flows far better than Mahesh Bhatt and Karan Johar. See her letter attached. Then see the poster made by Mahesh Bhatt, which he so proudly displays.

    I leave it to you to decide who speaks for you. My vote goes to Aditi. This little angel has the spirit of a soldier.

    The others have mala fide intent.

    Jai Hind.

    Major Gaurav Arya (Veteran)
  • geopolitics | 190.179.142.19 | ০৪ অক্টোবর ২০১৬ ১৭:০৪721591
  • "রাশিয়াকে এলিয়েনেট করে নিশ্চিত ভেটো হাতছাড়া করার মুল্য বড় দাম দিয়ে চোকাতে হতে পারে। " - আদৌ এলিনিয়েট করছে কি ? আর রাশিয়া ইন্ডিয়ার বিপক্ষে ভেটো দেবে কি ? রাশিয়া নিজেও কিন্তু সন্ত্রাসের শিকার , পুতিন কিন্তু বেসলান,চেচনিয়া,মস্কো ব্লাস্ট ভোলার বান্দা নয় , IS কেও রাশিয়ানরাই মারছে । আর ইন্ডিয়া তো রাশিয়া থেকে যুদ্ধাস্ত্র কেনা কমাচ্ছে না ,এই 2016 সালেই S400 কেনার নেগোশিয়েশন ফাইনাল স্টেজ ।ওদিকে ভেটো দেবার আরেক দাদা আছে - ফ্রান্স । ওরাও নিজেরা সন্ত্রাসের শিকার আবার রাফেল বেচবে । এতো বড় অস্ত্রের বাজার কে হারাবে ? সবটাই গিভ এন্ড টেক পলিসি
  • PM | 149.5.231.253 | ০৪ অক্টোবর ২০১৬ ২৩:৩৪721594
  • "এতো বড় অস্ত্রের বাজার কে হারাবে ?" -- এটাই একমাত্র যুক্তি তথাকথিত "থিন্ক ট্যান্ক"দের। এটাই একমাত্র লিভারেজ ভারতের--- কিন্তু এটা যথেষ্ট কি দ্রুত পরিবর্তন্শীল জিও পলিটিক্সকে ইন্ফ্লুএন্স করতে? নিশ্চিত নয়।

    a. ভারতের ইম্পোর্টে রাশিয়ার শেয়ার ক্রমশঃ কমছে
    b. উরির প্রতিক্রিয়ায় রাশিয়া জৌথ মহরজ প্রত্যাহার করেছে , এমন প্রোপাগানডা দিয়ে ভারতের মিডিয়া চেয়ে দিয়ে রাশিয়ার ওপোর চাপ তৈরী করলেও রাশিয়া তা অগ্রাহ্য করেছে- ডিফেন্স মারকেট যথেষ্ট্লিভারেজ হিসেবে প্রমান করতে পরে নি।
    c. ভারত চিন আমেরিকার সম্পর্ক যেভাবে পোলারাইস্ড হচ্ছে, তাতে অদুর ভবিষ্যতে রাশিয়া ভারত বা চিন কোনো একজন কে বেছে নিতে বাধ্য হতে পরে, সেক্ষেত্রে বলাই বাহুল্য পছন্দ চীনই হবে। এই পরিস্থিতি এড়িয়ে চলাই ভালো।
    d. ভারতের মতো গরীব দেশে অস্ত্র কেনাকে লিভারেজ হিসেবে ব্যবহার করার থেকে প্রতিবেশী দের সাথে শান্তিতে থাকা অর্থনৈতিক ভাবে অনেক লাভজনক বলেই মনে হয়
  • PM | 149.5.231.253 | ০৪ অক্টোবর ২০১৬ ২৩:৫৫721595
  • এই ফাঁকে মোদি ২০০০০-২৫০০০ কোটি টাকার রাফায়েলের মেক ইন ইন্ডিয়া ডীল অনিল আম্বানিকে দিয়ে দিয়েছে ঃ)

    অনিল ২০১৫ তে পিপাভা কোম্পনিকে কিনে ডিফেন্স এ পা রাখে , নতুন নাম রাখে রিলায়েন্স ডিফেন্স অ্যান্ড এন্জিনিয়ারিং। ওনার যুদ্ধ জাহাজ/বিমান তো ছাড়া প্রতিরক্ষাতেই কোনো অভিজ্ঞতা নেই । কিন্তু এই গরম বাজারে কেউ ওদিকে মাথা ঘামাচ্ছে না।

    এই গটয়াপের আন্দাজ আগেই করে আমি আমার শেয়ারের পোর্টফোলিও অনেক আগে আপডেট করে রেখেছিলাম যদিও ঃ) তবু বদমায়েশি বদমায়েশি-ই
  • ranjan roy | 132.176.8.110 | ০৫ অক্টোবর ২০১৬ ০৫:৪৭721596
  • ১)
    যুদ্ধ অবশ্যই কোন সৈনিকের ব্যক্তিগত যুদ্ধ নয়। কখন কার সঙ্গে কোথায় যুদ্ধ হবে সেটা ঠিক করেন রাজনৈতিক নেতারা।
    সৈনিক হয়ে কেউ জন্মায় না। চাকরির জন্যে জয়েন করে--আর দশটা চাকরির মতই, রিস্ক আছে জেনেই। দমকলকর্মী, পুলিশ ও অন্য অনেক পেশায়।
    ২) সৈনিকের কাছে দুটো অপশন-- আদেশ পালন বা চাকরি ছেড়ে দেওয়া। অন্য পেশাতেও কমবেশি তাই।
    ৩) যদি বিগত ৭০ ন্বছর ধরে পাকিস্তান ভারতীয়দের হত্যা করে আসছে এই যুক্তিতে ওদের সঙ্গে সব কিছুই বন্ধ করে দিতে হয় তো প্রধানমন্ত্রী বিনা সরকারি আমন্ত্রণে কী করে পাকিস্তানে চলে যান?
    নাকি সেটা প্রশ্ন করা যাবে না?
    ৪) না; পাকিস্তানিরা ভারতীয়দের হত্যা করে নি; পাকিস্তানের সরকার ও তার সৈন্য করেছে। সাধারণ ভারতীয় নাগরিকরা ভারতীয় বই, সিনেমা, গান ও নাটক এনজয় করেছে। ভারতের সঙ্গে ব্যবসা করেছে। ভারতের সঙ্গে খেলেছে। ভারতে বেড়াতে এসেছে এবং vice versa।
    ৫)
    একটা দেশের ভাগ্য শুধু পবিত্র আগেগে চলে না। নইলে সেই দশবছরের বাচ্চা মেয়েটিকে দিয়ে দেশ চালানো উচিত।
    ৬) ২১শে শতাব্দীতে কোন দেশ অন্য দেশের অস্তিত্ব মুছে ফেলতে পারে না। কিছুদিন পরে আবার দুইদেশের প্রধানমন্ত্রী বিভিন্ন চুক্তি স্বাক্ষর করবেন, করমর্দন করবেন, একই টেবিলে ডিনার করবেন। আর আজকের স্বজন হারানো পরিবারগুলি , আজকের পবিত্র দেশপ্রেমে উদ্দীপ্ত মুখগুলো, পবিত্র সাংবাদিকতা সব ডায়েরির ছেঁড়াপাতা হয়ে যাবে।
  • সিকি | 165.136.80.171 | ০৫ অক্টোবর ২০১৬ ১০:২৫721598
  • http://timesofindia.indiatimes.com/city/meerut/Rajnath-for-CM-chorus-grows-in-UP-BJP/articleshow/52713712.cms

    আর্টিকলের তারিখটা খেয়াল করবেন। ১২ই জুন, ২০১৬। তখনও কাশ্মীর অশান্ত হয় নি, বুরহান ওয়ানি বেঁচে, উরিতেও কিছু হয় নি, পাকিস্তানের সাথে যুদ্ধু যুদ্ধু খেলা তখনও মানুষের মনে আসেই নি। সেই সময়ের আর্টিকল।

    "There is a lot of buzz around Rajnath. There are other names doing the rounds, like those of Varun Gandhi and Smriti Irani, but they are political novices compared to the home minister. UP is not a cakewalk and we will need our most experienced leader at the helm and nobody knows UP like Rajnath Singh. He has already governed UP before and that experience will come in handy. The local party leaders and workers will easily rally behind him. If someone so senior is made the CM, it will also quell the egos of leaders like Yogi Adityanath. The senior leadership, including Amit Shah, is enthusiastic about him," a BJP functionary said.

    He added, "There is talk among ministers that the central government is planning a major internal security-related military operation in Jammu and Kashmir. Once the operation is successful, they will hail Rajnath Singh as a hero in the media. That will increase his standing among the people as a tough leader. Once that image is seared into the minds of the people, it will be much easier to project him as the CM face by November. The momentum will be with us and we can win UP."

    আর কিছু বলার দরকার আছে?
  • cong | 125.112.74.130 | ০৫ অক্টোবর ২০১৬ ১০:৩০721599
  • http://www.telegraphindia.com/1161005/jsp/nation/story_112025.jsp#.V_SHCeZnBIY
    কাল কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা বলেছে আমাদের আমলেও অমুক অমুক ডেটে সার্জিকাল স্ট্রাইক করেছি ।
    "The Congress has full faith in the bravehearts of Indian armed forces in conducting a surgical strike as we recognise that this is neither the first nor will be the last surgical strike conducted to defend the country and our people," he said.
    "We are proud that even in the past, our forces have successfully conducted such surgical strikes on numerous occasions, particularly on 01.09.2011, 28.07.2013 and 14.01.2014, giving a befitting reply to the enemy."
  • thik to | 174.100.41.2 | ০৫ অক্টোবর ২০১৬ ১০:৪৪721600
  • আগেও হয়েছে এরকম অপারেশন। কিন্তু সেটা নিয়ে সস্তা পাবলিসিটি গেইন করার চেষ্টা বা ভক্তকুলের আবালপনা বা রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা হয় নি। এইগুলো এবারে ফাউ।
  • h | 213.132.214.86 | ০৫ অক্টোবর ২০১৬ ১৩:১১721602
  • ইন্ডিয়ান এক্সপ্রেস রিপোর্ট টা একটা গুড অ্যাটেম্প্ট। এম্বেডেড রিপোর্তিং থেকে সরে আসার চেষ্টা।

    সমস্যা যেগুলি চোখে পড়েছে, সেগুলি মোটামুটি এরকম। রিপোর্ট না পড়লে এবং একই সঙ্গে ভিডিও না দেখলে বোঝা যাবে না।

    ক - এই সাংবাদিক প্রচেষ্টা কে সাধুবাদ জানাতে হবে, কারণ এটা মিলিটারি ব্রিফিং এর বাইরে যাওয়ার চেষ্টা করেছে। তবে ক্লাসিফায়েড ইনফরমেশন অ্যাকসেস করেছে বলছে এবং এপারের কাশ্মীরিদের ওপারের আত্মীয়দের সঙ্গে মেসেঞ্জার টাইপের কোনো জিনিস দিয়ে যোগাযোগ করেছে বলছে। অর্থাৎ সরকার চেয়েছে বলেই এই সোর্স দের সঙ্গে কথা হতে পেরেছে। সুতরাং সোর্সের পুরো ইন্ডিপেন্ডেন্ট নেচার প্রশ্নের ঊর্ধে নয়, কিন্তু মিলিটারি ব্রিফিং এর থেকে ভালো এটা মানতে হবে।

    খ - ৩৮-৪৫ রেঞ্জে লোক জন মারা গেছে বলে যে বলা হছিলো, ইন্ডিয়ান এক্সপ্রেস এর এই রিপোর্ট সেটা ক্যাটিগোরিকালি বলছে সংখ্যা তার থেকে কম। তবে 'সারপ্রাইজ' এলিমেন্ট ছিল বলে সারকম্স্টান্স থেকে বোঝা গেছে বলে দাবী করা হয়েছে।

    গ- যে যে জায়গায় ক্লেম করা হয়েছিল অভিযান হয়েছে বলে, তারমধ্যে দুটো জায়গার কথা এই রিপোর্টে বলা হয়েছে। সব জায়গার কথা বলা হয় নি।

    ঘ- আশা প্রকাশ করা হয়্ছে, যে এই খবরের পরে দুটো সরকার আরো খবর প্রকাশ করবে। অতএব মনে হয় এই খবরে ভারত সরকারের সমর্থন আছে। মানে পাকিস্তান কে ডিনাইয়াল থেকে বেরোতে চাপ দেওয়া। সুতরাং এই রিপোর্ট টা সরকারের স্ট্র্যাটেজির একটা পার্ট, তবে ঐ বার বার বলছি, মিলিটারি ব্রিফিং এর থেকে ভালো।

    ঙ - যেটা বলা হচ্ছে সেটা হল লশ্কর - জইশ এর একট চ্যারিটি অর্গানাইজেশন আছে জামাত-উদ-দোয়া তাদের ক্যাম্পে , যেখানে ন্যারেটর নিজেই বলছে রিলিফ ক্যাম্প চলেছে অগাস্টেও, সেখানে অ্যাটাক হয়েছে। তো ঘোর জঙ্গী সন্ত্রাসবাদী যারা নাকি ভারতে আসবে বলে লঞ্চিং প্যাড এ আছে বলে বলা হচ্চিলো, তারা চ্যারিটি ওয়ার্কের সঙ্গে জড়িত লোক ও হতে পারে, সন্ত্রাস এর সঙ্গে সরাসরি যোগাযোগ কম হতে পারে।

    চ - "টেরর লঞ্চিং প্যাড" সম্পর্কে গ্রামীন বাড়ি হওয়ার যে সম্ভাবনা ও বিপদের কথা আমি বলেছিলাম, তার সমর্থন এই রিপোর্টে আছে। নোটেবল অ্যাবসেন্ট রয়েছে কিছু, এব` আমার ঐ ২৫০ কিমি সম্পর্কে যে সন্দেহ ছিল সেটা জোরদার হল।

    দেখা যাক আর কি বেরোয়। এই রিপোর্ট মূল উদ্দেশ্য হল, পাকিস্তানের পক্ষে ডিনাইআল টা আরো কঠিন করা, কিন্তু সেটা করতে গিয়ে আরেকটু ইন্টারেস্টিং কিছু লেয়ার বেরোলো খবরে, এটা ওভারল খারাপ না। এবার পাকিস্টান মিডিয়া থেকে কিসু বেরোবে আশা করা যায়, তবে এক্সক্লুসিভ অ্যাকসেসের জন্য সরকারের উপরে এত নিরভরতা থাকে বড় কাগজের, কতটা কি বেরোবে বুঝতে পারছি না, নইলে কোয়ালিটি জার্নালিজম দু দেশেই কম কিসু নাই।
  • kintu | 190.179.40.17 | ০৫ অক্টোবর ২০১৬ ১৫:০৩721603
  • " 250 কিমি " কোথা থেকে এলো ? LOC থেকে 500 মিটার থেকে ২ কিমি এটাই তো ডে ওয়ান থেকে শুনছি
  • h | 213.132.214.85 | ০৫ অক্টোবর ২০১৬ ১৫:২০721605
  • ২৫০ কিমি আর্ক জুড়ে অ্যাটাক হয়েছিল এই খবর টা বেরিয়েছিল। অপারেশনের পর দিন ইন্ডিয়ান এক্সপ্রেস এ। ২-৩ কিমি ভেতরে গেছিল সেটা ঠিক ই বলেছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন