এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফ্যাসিবাদ,, নিও ফ্যাসিবাদ, কানহাইয়া কুমার ও কমঃ কারাত

    Ranjan Roy লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১১ সেপ্টেম্বর ২০১৬ | ১০৯২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 233.227.134.255 | ১৫ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৩৩723453
  • ওঃ। কংগ্রেসে দলের মধ্যে অধিক ফলনশীল গণতন্ত্রের চাষ হচ্ছে বুঝি। পরিবাতন্ত্রের অন্য নাম গণতন্ত্র - আজ নতুন শুনলাম।
    কংগ্রেস আর তৃণমূলের শ্রেনীচরিত্রের তফৎটা কেউ বুঝিয়ে বল্লে না আজও!!
    বল্লাম তো কেন্দ্রে বিজেপি হঠাতে চাইলে বিজেপি বিরোধী জোট চাই। সেই জোটে তৃণমূল থাকতেই হবে। তবে ওসব কর্পোরেট বিরোধীতা-টিরোধীতা ভুলে যাও।
  • cm | 127.247.99.240 | ১৫ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৩৯723454
  • রাহুল গান্ধী দুর্বল প্রকৃতির হওয়ায় ওনাকে অন্যদের ওপর নির্ভর করতে হবে।

    তৃণমূলকে নিয়ে কোন রকম জোট ভারী মজার জোট হবে সন্দেহ নাই।

    ১২০ কোটির দেশে জাতীয় দলের ধারণাই ভুল মনে হয়। নতুন পরীক্ষার প্রয়োজন।
  • PT | 213.110.242.5 | ১৫ সেপ্টেম্বর ২০১৬ ০৮:০৬723455
  • cm
    লড়াই কইরেন না। এটা যদিও হীরাভ নয়, তবু এটা তিনোদের তোল্লাই দেওয়ার টই। বালখিল্যতার শেষ নাই তাই এখন সাম্প্রদায়ীকতা/কর্পোরেটের বিরুদ্ধে লড়াই করার প্রধান "আশ্রয়" তিনোরা। সাম্প্রদায়ীকতা/কর্পোরেটের বিরুদ্ধে লড়তে গেলে বামেদের দরকার "রণনীতি" আর তিনোদের "সংখ্যা"। এমন আজিব আলোচনা আগে হয়নি!! সেই "সঙ্গে বাছুর সিপিআই"-এর কথা মনে পড়ে যাচ্ছে। ইন্দিরাকে দারুণ বামপন্থী মনে করে সিপিআই জরুরী অবস্থাকে সমর্থন করেছিল............!!

    RR
    না খেয়াল করিনি কেজরির নাম। দুঃখিত। আসলে আশাই করিনি যে আপনাদের একদা প্রিন্স চার্মিং বা মেসাইহাকে আপনারা বাকি সকলের সঙ্গে একাসনে বসিয়ে দেবেন। তাতে বোঝাই যাচ্ছে যে আআপ আর সাম্প্রদায়ীকতা/কর্পোরেটের বিরুদ্ধে লড়াইয়ের জনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নয়। তবে এতদিন সিপিএম আদৌ বামদল কিনা তাই নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন তাই কারাটের চারপাশে ঘুরে ঘুরে খেলা করা দেখে বিস্মিত হচ্ছি। যাদের রণনীতিও নাই সংখ্যাও নাই তাদের বাদ দিয়েই সাম্প্রদায়ীকতা/কর্পোরেটের সঙ্গে লড়াইয়ের রাস্তা বাতলান দেখি!!
  • কল্লোল | 233.227.134.255 | ১৫ সেপ্টেম্বর ২০১৬ ০৮:২২723456
  • সিএম এর শেষ লাইনের সাথে পুরোপুরি একমত।
    ভারত (পাকিস্তান, বাংলাদেশ বাদ দিয়েও) নিজেই একটা উপমহাদেশ। এখানে অঞ্চলভিত্তিক (আজকে যেটা প্রায় প্রদেশভিত্তিক) আলাদা রাজনীতি। ফলে তার সমীকরণও আলাদা হতে বাধ্য। এটা বোঝার সময় এসেছে।

    আসলে ফ্যাসীবাদ নিয়ে এই তর্কটাই অবান্তর।
    যদি ধ্রুপদী মার্কসবাদী যুক্তি ধরি তবে প্রকাশ কারাত ১২০% ঠিক, তার জায়গা থেকে। সিপিএম এখনো মনে করে ভারতে জনগণতান্ত্রিক বিপ্লবের স্তর। অর্থাৎ ভারত পুরোপুরি ধণতান্ত্রিক দেশ নয়। ওরা কি যেন বলে? আধা বুর্জোয়া-আধা জমিদার রাষ্ট্র। ফলে যেখানে ধণতন্ত্রের পূর্ণ বিকাশই হয়নি সেখানে ফ্যাসীবাদ আসতে পারে না।
    কিন্তু এসব ধ্রুপদী মার্কসবাদের যুক্তি, যার আজকের দিনে খুব একটা প্রাসঙ্গিকতাই নেই। আজকের ধণতন্ত্র মার্কস বা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ধণতন্ত্রের চাইতে অনেক আলাদা ও ভয়ংকর।
    তাছাড়া বিজেপি ফ্যাসিস্ট কি ফ্যাসিস্ট নয়, এই তর্কের কি প্রয়োজন আছে? ক্ষমতায় থাকলে কং, বিজেপি, বাম, তৃণ সকলেই অবস্থান পাল্টায়। কাজেই বিজেপি স্বৈরতান্ত্রিক আর কং, বাম, অন্যেরা স্বৈরতান্ত্রিক নয় এমনটা আদৌ নয়। ক্ষমতায় আসার জন্য এরা সব কিছু করতে পারে সাম্প্রদায়িকতার চাষ থেকে প্রগতিশীল বুলি - কোনটাই আটকায় না।
    কাজেই শুধু বিজেপি হঠানো যদি উদ্দেশ্য হয় তো নির্বাচনী জোট চাই, তাতে তৃণকেও চাই। কিন্তু কর্পোরেট বিরোধীতা, সাম্প্রাদায়িকতার বিরুদ্ধে লড়াই এদের দ্বারা হবে না। তার জন্য অন্য জোট, অন্য লড়াই, যা সময় সাপেক্ষ ও কঠিন। কিন্তু অসম্ভব নয়। পরিবেশ ও অধিকার রক্ষার আন্দোলন ধীরে ধীরে বাড়ছে। নতুন কায়দায় আন্দোলন হচ্ছে। পসকো, নর্মদা আরও এরকম সব আন্দোলন তাদের ব্যর্থতা আর সাফল্য নিয়ে নিজেদের চেনাচ্ছে। মাওবাদীরা নতুন করে ভাবছে। ভাবতেই হবে। সশস্ত্র লড়াই আজ পথ নয়। গণতান্ত্রিক কাঠামোর মধ্যেই লড়াইয়ের নতুন দিশা উঠে আসবে। গণতন্ত্র মানেই শুধু সংসদীয় গণতন্ত্র নয়। লড়াই তার বাইরেও হবে। সেটাই প্রধান লড়াই। মানুষের, প্রকৃতির অধিকার রক্ষার লড়াই।
  • PT | 213.110.242.5 | ১৫ সেপ্টেম্বর ২০১৬ ০৮:২৬723457
  • আমেন!!
  • কল্লোল | 233.227.134.255 | ১৫ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৩২723458
  • পিটি। ধরিয়ে দিলেও বারবার একই কথা বল্লে সেটা ইচ্ছাকৃত অণৃতভাষণ হয়। আমাকে সেটা বলতে বাধ্য কোরো না।
    আমি কোথাও লিখিনি - সাম্প্রদায়ীকতা/কর্পোরেটের বিরুদ্ধে লড়াই করার প্রধান "আশ্রয়" তিনোরা। বরং উল্টোটাই লিখেছি - সাম্প্রদায়ীকতা/কর্পোরেটের বিরুদ্ধে লড়াই করার কাজ কোন মূলধারার রাজনৈতিক দলগুলোকে দিয়ে হবে না।
    আমি বারবার লিখেছি শুধু বিজেপি হঠানো অ্যাজেন্ডা হলে নির্বাচনী জোট চাই, তাতে তৃণমূল থাকবেই। এর সাথে সাম্প্রদায়ীকতা/কর্পোরেটের বিরুদ্ধে লড়াই-এর কুনো সম্পর্ক নাই।
    আশা করি দুঃখ প্রকাশ করবে।
  • PT | 213.110.242.5 | ১৫ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৩৮723459
  • সেই একই ফান্ডামেন্টাল ভুল করে যাচ্ছ কল্লোলদা। বিজেপিকে হঠানোর কোনই অ্যাজেন্ডা নেই তিনোদের। পব-তে এসে বিজেপি নেতারা যত মোছোলমানদের গাল দেবে, তিনোর সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক ততই আরো মজবুত হবে। আর নাগপুর ও কালীঘাটের কমন শত্তুর হর কিসিমের বাম। তাদের নিকেষ করাই দুই দলের রাজনৈতিক সমাপতন। তাই নাগপুরের ইচ্ছাফুল তিনোমূল হয়ে পব-তে ফুটেছে। এরা কেউই পরস্পরকে ডিস্টার্ব করবে না যদিনা বিজেপি পবকে দখল করতে পারে বা তিনোরা দিল্লেতে প্রধানমন্ত্রী পাঠাতে পারে।
  • কল্লোল | 233.227.165.249 | ১৫ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৪১723460
  • তুমি তৃণমূল সম্পর্কে যা লিখলে সেটাই বামেদের প্রাণগত মনোগত ইচ্ছে। কিন্তু কৌতুহলোদ্দীপকভাবে অন্য বিজেপি বিরোধীরা তা ভাবে না। তারা তৃণমূলকে বিজেপি বিরোধী শক্তি বলেই ভাবে। এবার বামেদের ঠিক করতে হবে তারা কি করবে। বিজেপি বিরোধী বৃহত্তর ফ্রন্টে থাকবে কি না।

    তবে এটা আমার প্রধান বিষয় নয়। শুধু বিজেপি বিরোধীতা মানেই কর্পোরেট ও সাম্প্রদায়িকতা বিরোধীতা এমনটা আমি মনে করি না। অন্য সব মূলধারার দলগুলো-ও দরকার মতো কর্পোরেট বান্ধব ও সাপ্রাদায়িকতার আশ্রায় নেয়। তাই রঞ্জনের অ্যাজেন্ডা (কর্পোরেট ও সাপ্রদায়িকতা বিরোধী লড়াই) পুরণের জন্য অন্য লড়াই।
  • PT | 213.110.242.5 | ১৫ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৪৮723461
  • গুরুর বাইরে এই "অন্য বিজেপি বিরোধী"-দের সঙ্গে আমি একবার তক্কে বসতে চাই।

    আর "অন্য সব মূলধারার দলগুলো-ও দরকার মতো কর্পোরেট বান্ধব ও সাপ্রাদায়িকতার আশ্রায় নেয়" এটাও খুবই চটজলদি মন্তব্য অথবা সম্পুর্ণ আশাহীনতার বহিঃপ্রকাশ। ঐ নোটার ঘোমটার আড়ালে আশ্রয় নেওয়ার মত।
  • কল্লোল | 233.227.165.249 | ১৫ সেপ্টেম্বর ২০১৬ ১০:০১723463
  • তা বেশ, তা বেশ। তক্কো করা ভালো।

    হ্যাঁ, তোমার কাছে সব মূলধারার দলকে অস্বীকার করলে, তা আশাহীনতা। আমার কাছে নয়। বরং নতুন লড়াইয়ের দিশা।
    এই আর কি।
  • কল্লোল | 233.227.165.249 | ১৫ সেপ্টেম্বর ২০১৬ ১০:০৩723464
  • যাই হোক, আবারও এটা আমার আর পিটির তক্কো হয়ে যাচ্ছে। অন্যদের মতামত কৈ?
  • PT | 213.110.242.23 | ১৫ সেপ্টেম্বর ২০১৬ ১১:০৩723465
  • কল্লোলদা, আমি নিশ্চিত যে তিনোর মত একটি দর্শনহীন দলের বিজেপিকে নিয়ে কোন সমস্যাই নেই। সমস্যা শুধু মোদীকে নিয়ে। আর বিজেপির পক্ষেও তিনোর যে কোন ইস্যুতেই (না-)অবস্থান বেশ সুবিধের। তার সঙ্গে জুড়ে দাও তিনোর তীব্র বাম-বিরোধী (পড়, সিপিএম-বিরোধী) অবস্থান। এসব বহু আগেই মেপে নিয়ে বাজপেয়ীর স্তরের নেতা তখনকার প্রায় অস্তিত্বহীন এক দলনেতার বাড়িতে মাসীমার হাতের মালপো খেতে এসেছিলেন। মোদী কোন কারণে সরে গেলে বা তাঁর প্রভাব দলে কমে গেলে বিজেপি-তিনো সম্পর্কও আবার মসৃণ হয়ে যাবে।
  • কল্লোল | 233.227.44.196 | ১৫ সেপ্টেম্বর ২০১৬ ১১:৩৭723466
  • হা হা হাঃ। দর্শনহীন দল????
    তা দর্শনওয়ালা দল কারা? কং? লালু? নীতিশ? মুলায়েম?

    তৃণমূলকে যে অন্যন্য দলগুলো বিজেপি বিরোধী মনে করে, তার কি হবে? অন্ততঃ তোমার সাথে তক্কের আগে পর্যন্ত!!
  • Ekak | 53.224.129.46 | ১৫ সেপ্টেম্বর ২০১৬ ১১:৪০723467
  • "ইন্ডাস্ট্রিয়ালাইজ্ড ও সেরকম না, মানে তাদের মূল সাপোর্ট বেস ট্রেডিং কমিউনিটি"

    এটা এখনো পর্যন্ত ঠিকঠাক অবসার্ভেশন । মাড়োয়াড়িদের ছেড়ে দিন তাদের তো সূর্য অস্তমিত , গুজ্জু কমিউনিটি কিছু হাতে গোনা ম্যানুফ্যাকচারিং বাদ্দিলে মূলত ট্রেডিং গোষ্ঠী । ম্যানুফ্যাকচারিং , সে সফ্টওয়ার প্রোডাক্ট হোক বা ট্যাঞ্জিবল মেশিনপত্তর , করতে গেলে যে রিসার্চ - লং টার্ম ইনভেস্টমেন্ট -রিস্ক এগুলো এসোসিয়েটেড তার প্রতি কোনো পসিটিভ এপ্রোচ বিজেপির নেই । যতই মেক ইন ইন্ডিয়া বলুক ব্যাপারটা মূলত ঢপে চলছে । এই ঢপবাজি বেশিদিন চলবে না ।

    আর এই ফ্যাসিবাদ বিরোধী জোট বলে যে লম্ফোঝম্পটা হয় তাতে একটা জিনিস খুব মজার যে তথাকথিত ফ্যাসিবাদী এবং ফ্যাসিবাদ বিরোধী উভয়েই রাজনৈতিক ভাবে সেন্ট্রিস্ট এবং কার্যক্ষেত্রে ওপেন মার্কেটের বিরোধী । কাজেই বিরোধীরা যে বাজার আগ্রাসনের বিরুদ্ধে তোপ দাগেন তা ফলস হতে বাধ্য কারণ যাদের সমর্থক বলা হচ্ছে তারাও আদতে বাজারের বিরোধী । পরিস্তগীতি বদল কিস্যু হয়নি শুধু হওয়ার মধ্যে এইটুকুই হয়েছে যে কংগ্রেসি লবির ব্যবসায়ী দেড় থেকে টেন্ডারগুলো ঝেঁটিয়ে সব গুজ্জু লবিতে গেছে । এ ছাড়া কিস্যুই না ।
  • সত্যের খাতিরে | 190.179.142.19 | ১৫ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩৯723468
  • "মোদী কোন কারণে সরে গেলে বা তাঁর প্রভাব দলে কমে গেলে বিজেপি-তিনো সম্পর্কও আবার মসৃণ হয়ে যাবে।" নীতীশের ক্ষেত্রেও এক কথা প্রযোজ্য । সেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা নিয়ে 2013 সালে শিবরাজ চৌহানের নাম প্রস্তাব করেছিল নীতিশ মনে আছে ? নীতীশের 17 বছরের জোট একসাথে সরকার চালানো আব্বুলিশ করবেন না ,2014 সালে বাজপেয়ী ভারতরত্ন পাওয়ার দিন ও নীতিশ হাজির ছিলেন ওনার বাড়িতে । তবে হ্যাঁ এই কথায় একশভাগ সহমত "ক্ষমতায় থাকলে কং, বিজেপি, বাম, তৃণ সকলেই অবস্থান পাল্টায়। কাজেই বিজেপি স্বৈরতান্ত্রিক আর কং, বাম, অন্যেরা স্বৈরতান্ত্রিক নয় এমনটা আদৌ নয়। ক্ষমতায় আসার জন্য এরা সব কিছু করতে পারে সাম্প্রদায়িকতার চাষ থেকে প্রগতিশীল বুলি - কোনটাই আটকায় না।" যে যায় লংকায় সেই হয় রাবন
  • PT | 213.110.242.23 | ১৫ সেপ্টেম্বর ২০১৬ ১৩:০২723469
  • কিন্তু বাবড়ি মসজিদ ভেঙ্গে আসন সংখ্যা ২ থেকে ১৪৪ করার আর হাজার দুয়েক মুসলমান মেরে দলকে আরো জনপ্রিয় করার রেকর্ড একটি দলেরই আছে। কংগ্রেসের রেকর্ড শিখ মারার সময়েই সব চাইতে নীচে নামে কিন্তু ক্ষমতায় আসার জন্য এত এক্রোব্যাটিক্স কংগ্রেসকে করতে হয়নি।
    বাকিদের কথা আপাততঃ বাদ রাখছি কিন্তু পব-তে গত ৫/৬ বছরে মসজিদের সংখ্যা কি পরিমাণে বেড়েছে কেউ কি তার হিসেব রাখে?
    কাজেই সব দলকেই একই তুলি দিয়ে একই রঙে রাইয়ে দিলে কি করে চালবে?
  • ranjan roy | 132.162.116.133 | ১৫ সেপ্টেম্বর ২০১৬ ২১:২৩723471
  • অনেক ধন্যবাদ সায়ন্তনী।
    অনেকটাই সহমত। সংঘ পরিবারের রাষ্ট্রক্ষমতার সহায়তায় দেশজুড়ে উত্থানের \জন্যে এখন থেকেই সতর্ক পদক্ষেপ দরকার। কমরেড কারাতের বক্তব্যে বিপদটা অনেক হালকা করে দেখানো হচ্ছে মনে হল।
    ইয়েচুরি বলছেন--প্রকাশ যদি সন্ঘ পরিবারকে ফ্যাসিস্ট মনে না করেন সেটা ওঁর প্রবলেম--ইন্টারেস্টিং~!
  • PT | 213.110.242.5 | ১৫ সেপ্টেম্বর ২০১৬ ২২:১৬723472
  • "হা হা হাঃ। দর্শনহীন দল????
    তা দর্শনওয়ালা দল কারা? কং? লালু? নীতিশ? মুলায়েম?"
    শেষ পর্যন্ত তিনোকে ডিফেন্ড করতে লালু, নীতিশ, মুলায়েম? অন্ততঃ তিনজনেরই সোসালিস্ট প্রেক্ষিত আছে রাজনীতিতে। কাজেই পরে যাই হোক, রাবণের মত হেসে এদের মোটেই দর্শনহীন বলা যাবে না। যিনি শুধু নিজের দখল কায়েম করার জন্যে দলত্যাগ করেন, ডিগ্রি ভাঁড়িয়ে রাজনৈতিক কেরিয়ার শুরু করেন, তেনার সঙ্গে এদের তুলনা না টানলেই ভাল হত।

    "তৃণমূলকে যে অন্যন্য দলগুলো বিজেপি বিরোধী মনে করে"
    কারা কারা প্রকৃতই মনে করে এমনটা?
  • ranjan roy | 132.162.116.133 | ১৫ সেপ্টেম্বর ২০১৬ ২৩:২৫723474
  • আপনার বিতর্কে কেউ কিছু বললেই সেটা তিনোকে সমর্থন?
    আপনার যুক্তি পরম্পরা অনুসরণ করলে কারাতবাবু বিজেপিকে ফ্যাসিস্ট না বলে তার বিরুদ্ধে ব্যাপক ফ্রণ্টের কল কে অদরকারী বলে বিজেপির সেকন্ড ফ্রন্ট হিসেবে খেলছেন--যাতে ১৮তে বিজেপি আসতে পারে।
  • PT | 213.110.242.4 | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ০৬:২৮723475
  • দর্শনহীন দলকে দর্শনহীন দল বলে মেনে না নিয়ে অপযুক্তি খাড়া করলে সন্দেহ হয় বৈকি।
    আর আপনার যদি কারাতবাবু "বিজেপির সেকন্ড ফ্রন্ট হিসেবে খেলছেন" বলে মনে হয় তো তাই। কিন্তু এই উদাহরণটা এখানে অপ্রাসঙ্গিক কেননা কারাতবাবু যাই বলুন সেটা তাঁর একটি দার্শনিক অবস্থান-দর্শনহীনতা নয়।
  • s | 108.209.202.160 | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ০৮:০৭723476
  • ধর্মনিরপেক্ষতার ক্ষেত্রে সিপিএম (বাম বল্লাম না যেহেতু পিটিদা মূলত সিপিয়ুমের হয়েই লড়ছেন) এর অবস্থান - কোনো ধর্মই মানি না - কিন্তু মুসলমানদের চটাতে চাই না। আর মমতার অবস্থান - সব ধর্মই মানি - কিন্তু মুসলমানদের চটাতে চাই না।
    দুয়ের মধ্যে বাছতে হলে শেষেরটা বাছাই ভালো, অন্তত কিছুটা হলেও স্বচ্ছতা আছে।
    আর কর্পোরেট বিরোধীতার কথা বলতে হলে হাতে গরম উদাহরণ সিঙ্গুর তো আছেই। উদ্দেশ্য বিধেয় ফলশ্রুতি যাই হোক, এতো ঐতিহাসিক কর্পোরেট বিরোধীতার উদাহরণ।
    এবার দর্শনের কথায় আসলে ঘোড়ার হাসা ছাড়া গতি নেই। কংগ্রেসের সঙ্গে জোট হবে কি হবে না, হলে কেমন হবে, কি ঢপ খাওয়াবো, এই নিয়ে চর্চা নির্বাচনের আগে, মধ্যে এবং পরে এখনও দর্শন স্টেজেই থেকে গেছে। রিকোয়ারমেন্টই ফাইনালাইজ করে উঠতে পারে নি।
  • PT | 213.110.242.5 | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ০৮:২৭723477
  • আপনি যে তিনোর হয়েই লড়বেন সেটাতো পুর্বনির্ধারিত!!
  • কল্লোল | 233.227.25.145 | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৫৭723478
  • বলছিলাম কি, অন্য দর্শনহীন দলগুলোকে নিয়ে তো বিজেপি বিরোধী জোটে সমস্যা নেই। তাই না? শুধু তৃণমুলে সমস্যা। এই আর কি।
  • PT | 213.110.242.5 | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১০:১২723479
  • একদম সমস্যা নেই তা কি করে বলি? কাকে কখন প্রধানমন্ত্রীত্বের বা অন্য কোন গাজর দেখানো হবে আর তিনি উল্টো দিকে ছুটবেন। সে হিসেবে বিজেপির বিরুদ্ধে যদি লড়তেই হয় তো কংগ্রেসের সঙ্গে জুড়ে থাকই সব্চাইতে বেশী যুক্তিযুক্ত।
  • sm | 53.251.91.253 | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১০:৪৫723480
  • লাও,শক্তি শালী সি পি এম এবার মহৎ কংগ্রেস এর সঙ্গে জোট করে কেন্দ্রে বি যে পি সরকার কে কি টাইট ই না দেবে!
    চোখে দেখলে তবে পেত্যয় হবে।
    এই মহৎ যুদ্ধে,কাঠ বেড়ালি তিনো দের কুনো স্থান নাই।
  • Yggdrasil | 131.241.218.132 | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১২:০৩723481
  • চ্যাম্পিয়ন্স লীগ নক-আউট রাউন্ড, দু গোলে পিছিয়ে, অপোনেন্ট পুরো ধুইয়ে দিচ্ছে, সেখানে তক্কো হচ্ছে ৪-৪-২ খেলা উচিত না ৪-৩-৩।

    ধুর্বাল।
  • Arpan | 203.108.73.47 | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৪:০৩723482
  • ঘরোয়া লিগে গোহারা হারলে কিন্তু ইওরোপা লিগে খেলাও টাফ হয়ে যায়। ঃ |
  • Yggdrasil | 131.241.218.132 | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৪:১৪723483
  • ঘরোয়া হোক, কী ইউরোপা - পিছিয়ে থাকা টীমের ম্যাঞ্জার যদি এখন চুলচেরা ট্যাকটিক্স নিয়ে বসে তাইলে চাপ আছে। ট্যাকটিক্সের চেয়ে কলজে মনে হয় বেশি জরুরী - অন্ততঃ এই সময়ে।
  • Robu | 11.39.36.119 | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৪১723485
  • কিন্তু খোসে মৌ এর বিরুদ্ধে ম্যাচে ওয়েঙ্গারকে যে পেপ ম্যাচ জিতিয়ে দেবেনা সেটা মনে রাখা ভালো, সে খোসে মৌ যতই দুজনেরই দুচক্ষের বালাই হোক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন